মাছের লেজের বাড়ি কি উকুনের লক্ষন!! Symptom of argulus/fish lice!!!Abeed Lateef

Sdílet
Vložit
  • čas přidán 29. 10. 2021
  • When fish get natural food, they express different attitudes.
    Some fish, such as rui, carpio, and kalbaush, float on the water and enjoy their tails.
    That is why many people suggest applying different types of pesticides as symptoms of lice.
    In fact, the symptoms of lice are that the fish rub the grass on the edge of the pond, the leaves of the vine or the various plants in the pond with the stalks and give benefits at one time.
    If the fence is tested with net or cast net, these lice can be seen on the fish.
    So don't waste money by applying pesticides on lice as soon as you see a fish tail home, or destroy the animal particles or zooplankton in your pond.
    Thanks a lot.
    #fish_lice_argulus, #fish_parasite, #natural_feed, #fish_disease, #মাছের_উকুন_আর্গুলাস, Abeed_Lateef
    মাছ প্রাকৃতিক খাদ্য পেলে বিভিন্ন রকমের মনোভাব প্রকাশ করে থাকে।
    মাছ কেঁচো বা এরকমের কোন বড় খাবার পায় তাহলে কিছু কিছু মাছ যেমন রুই, কারপিও এবং কালবাউশ এরা পানির উপরে ভেসে উঠে লেজে বাড়ি দিয়ে আনন্দ প্রকাশ করে থাকে।
    সেটা কি অনেকে উকুনের লক্ষণ বলে বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করার পরামর্শ দিয়ে থাকেন।
    প্রকৃতপক্ষে উকুনের লক্ষণ হলো মাছেরা পুকুরের কিনারায় ঘাস, লতা পাতা বা পুকুরে পুতে রাখা বিভিন্ন গাছ গাছালি ডালপালার সঙ্গে গা ঘষে এবং একসময় লাভ দেয়।
    তখন বেড় জাল অথবা কাস্ট নেট দিয়ে পরীক্ষা করলে এই উকুন মাছের গায়ে দেখতে পাওয়া যায়।
    তাই মাছের লেজের বাড়ি দেওয়া দেখলেই উকুন হিসেবে ধরে নিয়ে কীটনাশক প্রয়োগ করে অহেতুক পয়সা খরচ কিংবা আপনার পুকুরের যে প্রাণী কনা বা জুপ্লাংকটন আছে সে গুলোকে ধ্বংস করবেন না।
    ধন্যবাদ সবাইকে।
  • Věda a technologie

Komentáře • 174

  • @palashmanna7177
    @palashmanna7177 Před 2 lety

    প্রনাম গুরুজি। উকুনের অবস্তান সম্পর্কে একটি সুন্দর তর্থ‍্য জানতে পারলাম। ধন‍্যবাদ।

  • @tanvirhuda4214
    @tanvirhuda4214 Před 2 lety

    Alhamdulillah, স্যার অনেক সুন্দর তথ্য জানতে পারলাম, অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন

  • @sulaymannomany7492
    @sulaymannomany7492 Před 2 lety

    জাঝাকাল্লাহ স্যার! ভালো থাকবেন!

  • @jakirhussain1461
    @jakirhussain1461 Před 2 lety

    অনেক কিছু জানলাম, উপকার হল ধন্যবাদ স্যার

  • @monsursikder3478
    @monsursikder3478 Před 2 lety

    আপনাকে ধন্যবাদ স্যার।

  • @smhamja9922
    @smhamja9922 Před 2 lety

    Onik onik donnobad sar

  • @billalislam9772
    @billalislam9772 Před 2 lety

    স্যার অনেক দিন পর অাপনার ভিডিও টা পেয়ে, অামার মনটা ভালো হয়ে গেলো।

  • @habiburrahaman1718
    @habiburrahaman1718 Před rokem

    ওহ কি সুন্দর দৃশ্য দেখলাম!! ভুয়ারি জাল চালানো খুব ভাল লাগলো, আমি খুব ভাল চালাতে পারি না !!

  • @abdussattar5252
    @abdussattar5252 Před 2 lety +3

    এ আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ

  • @siddiquinur1383
    @siddiquinur1383 Před 2 lety

    অনেক কৃতজ্ঞতা, sir; আপনার সব পরামর্শ মন দিয়ে শুনি; ❤️

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      আল্লাহ্ আপনাকে সফল করুন।

  • @mdyousufali293
    @mdyousufali293 Před 2 lety

    স্যার আপনাকে নেক হায়াত দান করুন এত সুন্দর আলোচনা করার জন্য
    স্যার আপনি পুকুরে যে পেট্রিকেল কাজগুলি করেন তার ভিডিওগুলো দিলে আমরা খুবই উপকৃত হব

  • @mdriponali1aqsetyusgn443

    Assalamu alykom sir apnar ai video ta onak upokartu holam valothak be insaallah

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

  • @sheikhshakir4716
    @sheikhshakir4716 Před 2 lety

    Thanks sir ❤️

  • @bishnuhembram2412
    @bishnuhembram2412 Před 2 lety

    Dhonnobad guru

  • @sazibmulla8092
    @sazibmulla8092 Před 2 lety

    আবারও নতুন কিছু শিখলাম।

  • @kaziarifurrahman5999
    @kaziarifurrahman5999 Před 2 lety

    ধন্যবাদ স্যার ❤️

  • @nusratjahantonni3752
    @nusratjahantonni3752 Před 2 lety

    Nice cajshan

  • @subaldas9639
    @subaldas9639 Před 2 lety

    Thank you sir 🙏🙏❤💞🌹💕👍

  • @mohdsamiur
    @mohdsamiur Před 2 lety

    Finally I got the reason for the fishes to hit the water. It's out of enjoying. Thank you Sir once again for the valuable information.

  • @krishnendubarman1563
    @krishnendubarman1563 Před 2 lety

    আপনাকে খুব আমার আপন মনে হয়,,যখন‌ই আপনার ভিডিও আসে তখনই মনে হয় যেন আমার খুব আপন কৈউ একজন আমাকে মাছ চাষের কত ভালো মন্দ কথা জানাতে চাইছেন,,, আমি খুবই আনন্দিত হ‌ই আপনার ভিডিও দেখে,, আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা ও পিতৃতুল্য শ্রদ্ধা জানাই।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      আল্লাহ্ আপনার পরিবারের সবার মঙ্গল করুন।

  • @ibrahimmridha7850
    @ibrahimmridha7850 Před 2 lety

    After long time sir. Every Weekly post chai sir

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      আল্লাহ্ আমাকে যেন সেই তৌফিক দান করেন।

  • @arshadulkarim1840
    @arshadulkarim1840 Před 2 lety

    আল্লাহ পাক আপনার মঙ্গল করুক

  • @MehediHassan-bi2yy
    @MehediHassan-bi2yy Před 2 lety

    স্যার সালাম নিবেন। আমার পুকুরে একই সমস্যার জন্য উকুনের ঔষধ এনেছি। আগামীকাল দেয়ার কথা। সিদ্ধান্ত বাতিল করলাম। ধন্যবাদ স্যার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      আল্লাহ্ আমাদের সঠিক টা বুঝতে সাহায্য করুন।

  • @R-BelalHossainB-
    @R-BelalHossainB- Před 2 lety

    Tnx sir.. Sir suji poka ta ki janaben plzz...🙏🙏🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      সুজি পোকাটাই প্রাণী কনা।
      মাছের আমিষ জাতীয় খাবার।
      শুকনা ওজনে এটাতে ৩৫-৪০% আমিষ থাকে।

  • @DilipKumar-xe3yw
    @DilipKumar-xe3yw Před 2 lety

    স্যার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি ভালোই আছেন,,, ১২০ শতকের পুকুরে দশ বারো দিন হলো নতুন মাছ দেয়া হয়েছে হঠাৎ গত দুই দিন যাবত দেখা গেছে জলের কালার সাদা হয়ে গেছে,,, এ খেত্রে বিষ প্রয়োগ করেছি রিপকট,,, মৃগেল মাছ দুই একটা মরছে,,,, কি করবো,,, নতুন মাছ দেয়ার কারনে মাছ খাচ্ছে না,,, মাছকে খাবার খাওয়ানো জন্য কি করবো দয়া করে স্যার দুই তিনটা পরামর্শ দিবেন,,,

  • @MdNurul-hh1yc
    @MdNurul-hh1yc Před 2 měsíci

    আসসালামালাইকুম স্যার স্যার ভালো আছেন

  • @bdfishingbynazmul1834
    @bdfishingbynazmul1834 Před 2 lety

    স্যার আমার পুকুরের মাছের লেজের দিকটাই লাল লাল ফোটা ফোটা দাগ হইছে। আমি বুঝতে পারছি না আসলে কি হইছে। যদি বলেন যে কি হইছে? আর প্রতিশেধক হিসাবে কি করবো এটা একটু যদি জানাতেন উপকৃত হতাম।

  • @monsursikder3478
    @monsursikder3478 Před 2 lety

    পানির কালার কত সুন্দর!!!

  • @sumandipghosh8830
    @sumandipghosh8830 Před 2 lety

    sir chor & churi atkano / churi te proti bondho kotha toyre kore ' vidio dan . 50 disml - 4 acar .???? 🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      ভালো পাহারাদার রাখুন/ কুকুর পালতে পারেন/ সিসি ক্যামেরা লাগাতে পারেন।

  • @niazmorsedrajib494
    @niazmorsedrajib494 Před 2 lety

    স্যার একটা প্রশ্ন ছিল...?
    খড়ের পরিবর্তে গমের গোছা(গম যেখানে ধরে) বা টাগা দেওয়া যাবে কি...?

  • @subhasishdas8737
    @subhasishdas8737 Před 2 lety

    Amader vison help hobe

  • @mdekramulislam4483
    @mdekramulislam4483 Před 2 lety

    স্যার এখন কি ভিয়েতনাম কই রেনু চাস হবে পুকুরে? প্লইয যানাবেন

  • @basantanandi8613
    @basantanandi8613 Před 2 lety

    ধন্যবাদ আপনাকে🙏। বাঙালি বাবু🙏। আপনার নতুন নতুন যত ভিডিও দেখি তত নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারি। এইসব ভিডিও থেকে পাপ্ত অভিজ্ঞতা একজন মাছ চাষির সারা জীবনের সম্পদ। ধন্যবাদ🙏। বাঙালি বাবু🙏।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      💖💖💖💖💖💖💖💖
      আল্লাহ্ যেন আমাকে এভাবেই সমস্ত বাংলাভাষী মাছ চাষীকে সহযোগিতা করার সুযোগ দান করেন।

  • @sumandipghosh8830
    @sumandipghosh8830 Před 2 lety

    sir churi & chor chena & babosta neya . video. kamon achan sir .???

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      মাছ চুরি দিয়ে একটা পোস্ট আছে কিন্তু।

  • @SofiqulIslam-mf1tm
    @SofiqulIslam-mf1tm Před 3 měsíci

    ধন্যবাদ স্যার এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 měsíci +1

      আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

    • @SofiqulIslam-mf1tm
      @SofiqulIslam-mf1tm Před 3 měsíci

      স্যার আপনার ভিডিও আমি নিয়মিত দেখি আমার দেশে কয়েকটি বড় পুকুর আছে আপনার প্রতিবেদনে অনেক কিছু শেখার আছে দক্ষিণ কোরিয়া থেকে দেখছি।

    • @SofiqulIslam-mf1tm
      @SofiqulIslam-mf1tm Před 3 měsíci

      @@abeedlateef8059
      স্যার আপনার প্রতিবেদনে অনেক কিছু শেখার আছে আমি প্রায় দেখি দক্ষিণ কোরিয়া থেকে দেখছি।

  • @sumandipghosh8830
    @sumandipghosh8830 Před 2 lety

    sir dectaction & proctcion neya akta video koran .

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      প্রথম কথাটা বুঝি নাই।

    • @sumandipghosh8830
      @sumandipghosh8830 Před 2 lety

      @@abeedlateef8059 sir kotha ta bhul e bolachi. sorry 'decatection' ghotona- nischit koron . 🙏

  • @abrohimsk1278
    @abrohimsk1278 Před 2 lety

    আংকেল আমাকে একটু সাহায্য করবেন পরামর্শ দিলে উপকৃত হব

  • @sohelrana6758
    @sohelrana6758 Před 2 lety

    sir apni je lal dag diasen maser gaya jodi asokol jaygay lal dag hoy tahole ki okun hoyse mone hoy

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      এইবার আমার পোস্ট এর জাতের আক্কেল দাঁত বেরিয়ে যাবে বোধহয়!🤔🤔🤔🤔

  • @dariusvcom8928
    @dariusvcom8928 Před 2 lety

    Assalamakum sir kamon achen

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      ওয়ালায় কুম সালাম, ভাই।

  • @subhasishdas8737
    @subhasishdas8737 Před 2 lety

    Sir apni amader janno book likhun

  • @viky9281
    @viky9281 Před 24 dny

    স্যার উকুন এ Cypermethrin কাজ না করলে কি উপায় ?

  • @ekramhussainmir3903
    @ekramhussainmir3903 Před 2 lety

    Abeed da Assalamualaikum

  • @user-cn9wc8le8z
    @user-cn9wc8le8z Před 2 lety

    স্যার আমি প্রতি কুড়ি দিন পরপর জাল টানি আবার পুকুরে জৈব রাসায়নিক সার ঠিক সময়মতো দি তাতে করে আমার পানির রং প্রায়ই সবুজ এবং বাদামী রং থাকে কিন্তু আমার মাছের গায়ে এখন অতিরিক্ত নালা এতে কি ধরনের ট্রিটমেন্ট নিতে পারি আমি অলরেডি চুন দিয়েছি পটাশ দিয়েছি শুধু লবনটা দিতে পারি নাই আমি এখানে ধান করবো বলে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      পরিচর্যা গুলো সঠিকভাবে করে যান।

  • @mtrmfishagrofarm.1965
    @mtrmfishagrofarm.1965 Před 2 lety

    আসসালামু আলাইকুম স্যার,
    আপনার লিখা মাছ চাষ বিষয় এ কোনো বই আছে কিনা একটু জানাবেন Please.

  • @billalislam9772
    @billalislam9772 Před 2 lety

    অাসসালামু অালাইকুম স্যার কেমন অাছেন। স্যার অাপনার মতে প্যারগন ফিড টা কেমন, সেটা ডুবন্ত বা ভাসমান। অার ওটার বস্তার গায়ে যে প্রোটিন মান লেখা অাছে সেটা কি সঠিক।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      ওয়ালায় কুম সালাম ভাই।
      আমরা পরিক্ষায় সঠিক পেয়েছি।
      আল্লাহ্ আপনাকে ভাল রাখুন।

  • @sumandipghosh8830
    @sumandipghosh8830 Před 2 lety

    hello sir 🙏 .

  • @sumandipghosh8830
    @sumandipghosh8830 Před 2 lety

    video dan sir ?

  • @allahhu6132
    @allahhu6132 Před 2 lety

    ভাই জান আসসালামু আলাইকুম আশা করি ভাল আছেন দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভাল রাখে আমিন ভাই মাছ নিয়া সমস্যায় আছি । ১৫ দিন আগে চুনা দিলাম। দুই তিন টা করে মাছ মরচে। তাপর ৩দিনপর দিলাম লবন ৪০ কেজি পুকুর ১২০ শতক তার দুই দিন পর দিলাম পটাশ এক কেজি। তার পর গতদুই দিন আগে জাল দিয়াচিলাম দেখতে পেলাম মাচের গায়েএবং কানে উকুন আছে আজ তাই উকুনের ওষদ দিলাম ৭০০ মিলি মাচের লাল দাগ ও খত আচে এখন কি দিতে পারি একটু বলবেন কি ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      মাছের ঘনত্ব কমিয়ে দিন।

  • @abrohimsk1278
    @abrohimsk1278 Před 2 lety

    নিচের দিকে লিখেছি

  • @alambhai123alam7
    @alambhai123alam7 Před 2 lety +2

    স্যার আপনার বই লেখা কাজটি কি শেষ ? বইটি বাজারে ছেড়েছেন কিনা?

  • @ashikulasif3015
    @ashikulasif3015 Před 2 lety +1

    আসসালামু আলাইকুম স্যার। আমার পুকুরের সিলভার কাপ ও সরপুঁটি মাছের ফুলকায় এনং পুরো শরীরে রক্তের মতো দাগ। প্রতিদিনই ২/৩ টা করে মাছ মারা যাচ্ছে। এখন কি করণীয়?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      প্রতি কেজি খাবারের সাথে ৫ গ্রাম করে রেনামাইসিন পাউডার ৫ দিন খাওয়ান।

  • @mohammedmizan7566
    @mohammedmizan7566 Před 2 lety

    স্যার আসসালামালাইকুম ভাতের মধ্যে কত পার্সেন্ট প্রোটিন থাকে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      ভাতে কোন প্রোটিন নাই।

  • @AshikurRahman-ss9cs
    @AshikurRahman-ss9cs Před 2 lety

    স্যার ২৫ শতকে আমি সরপুটি একক চাষ করবো শতকে ১৫০ টি সরপুটি দিলে..
    এর সাথে কিছু সিলভার কার্প ও রুই দিতে পারব ২৫০ গ্রাম সাইজ প্লিজ জানাবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      🤔🤔🤔🤔🤔🤔
      পুটি দিলে আর কিছু না দেয়াই ভাল।
      কিন্তু সামনে তো শীত কাল।
      শীতে পুটি কাবু।

    • @AshikurRahman-ss9cs
      @AshikurRahman-ss9cs Před 2 lety

      @@abeedlateef8059 স্যার পুটিঁটা আমি জৈষ্ট মাস থেকে আশ্বিন মাস এই পাচ মাস চাষ করবো।

  • @abdullahmohiuddin9489
    @abdullahmohiuddin9489 Před 2 lety +1

    স্যার ৩য় সেমিস্টারের ক্লাস শুরু কবে?আমার বাকি ছিল।

  • @successtips8202
    @successtips8202 Před 2 lety

    স্যার, আশা করি ভালো আছেন।
    আপনার কাছে মাছ চাষে অনেক রকম সমস্যার সমাধান রয়েছে কিন্তু স্যার, শত্রুতার জেড় ধরে পুকুর বা জলাশয়ে যে বিষ প্রয়োগ করা হয়,মাছ চাষীদের যে ক্ষতি করা হয় সে উদ্দেশ্য এ যদি কিছু সমাধান দিতেন এবং তৎক্ষনাৎ করনীয় কি?
    স্যার আপনার উত্তরের অপেক্ষায় থাকবো
    আপনি সবসময়ই ভালো থাকুন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      বিষ প্রয়োগের ক্ষেত্রে কোন নিয়ামক এখনও পাওয়া যায় নাই।
      টের পেলে তৎ ক্ষণাত মাছ সরিয়ে নিয়ে বাঁচানোর চেষ্টা করা যেতে পারে।

  • @sopnoabongtumi2
    @sopnoabongtumi2 Před 2 lety

    স্যার আমার পুকুরে কার্ফু মাছের গায়ে আশের মাঝে হালকা লাল রংয়ের গা এর মত দেখা যাচ্ছে। কি কারনে হচ্ছে বুজতে পারতেছি না! কি করলে প্রতিকার পাবো জানালো উপক্রত হব স্যার ❤️❤️❤️❤️❤️❤️

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      পরিবেশ গত চাপ এবং ব্যাকটেরিয়াল ইনফেশনজনিত । এ্যান্টি বায়োটিক ব্যবহার করুন।

  • @lemonkhan7527
    @lemonkhan7527 Před 2 lety

    স্যার এ্যামোনিয়া টক্সিট হলে গলদা চিংড়ির কোন ক্ষতি হয় নাকি দয়া করে জানাবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      🤔🤔🤔🤔🤔
      সাংঘাতিক ভাবে ক্ষতি হবারই কথা।

  • @viky9281
    @viky9281 Před rokem

    Sir Leje barir songe jodi mach jol theke ektu lafiye othe taholeo ki eita ukun er symptoms na ?

  • @pranabgayen4539
    @pranabgayen4539 Před 2 lety +3

    স্যার পুকুরের জলে শীতকালে কোন কোন ঔষধ ব্যবহার করলে কোনও প্রকার উকুন বা অন্যান্য যে কোনও পোকামাকড় এর আক্রমণ থেকে মাছ কে রক্ষা করতে সক্ষম হব।দয়া করে আমার এই উত্তর দেবেন স্যার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      অকারণে ঔষধ দিবেন কেন!!

  • @abulhasanmolla2482
    @abulhasanmolla2482 Před 2 lety

    সার আমার পুকুরের মাছের লেজ কেটে পড়ে যাচ্ছে আমি এখন কি করবো

  • @alambhai123alam7
    @alambhai123alam7 Před 2 lety

    আসসালামু আলাইকুম স্যার আমি ওরঙ্গজেব বর্তমান সৌদি আরব প্রবাসী। নতুন মৎস্য চাষের জন্য উদ্যোক্তা। আমি আপনার ক্লাস করতে চাই কিভাবে করব। আপনার ইউটিউব চ্যানেলের প্রশ্নোত্তর পর্বে আমি কিভাবে জয়েন করব আমি কিছু বুঝতে পারছিনা। আপনি কি প্রোগ্রামটি লাইভ চালান ?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      এই গ্রুপে যুক্ত থাকলে নোটিশে জানতে পারতেন। আমি অনলাইনে প্রশিক্ষণ দিয়ে থাকি।
      facebook.com/groups/2143121362500536/?ref=share

    • @alambhai123alam7
      @alambhai123alam7 Před 2 lety

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার

  • @monsursikder3478
    @monsursikder3478 Před 2 lety

    সচিত্র ক্লাস।বাহ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      অনেক অনেক ধন্যবাদ ভাই। 💖💖💖💖💖

  • @user-cc1cr8jv2z
    @user-cc1cr8jv2z Před 2 lety

    স্যার বড় একটা সমস্যাই আছি আমি নতুন উদ্যগতা অামি কৈ মাছের চাষ করছি ৪০ শতকে ৩৮ হাজার কৈ মাছ চাষ করছি কিনতু ১ মাস ১০ দিনের মাথায় মাছের লেজ পচা রোগ হয়েছে ঔষধ এর দোকান এ বলছি ওরা বলছে লেজে উকুন হয়েছে ঔষধ ও দিয়েছে ২ বার উকুন মারা ঔষধ কিন্তুু কোন পরিবর্তন নাই একটা সমাধান দেন প্লিজ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      আপনার কই মাছকে সঠিক পরিমাণে খাওয়ানো হয়নি এবং ঘনত্ব অনেক বেশি যে কারণে এই রোগ আক্রান্ত হয়েছে।
      সঠিক মাত্রায় খাবার দিন।
      প্রতি শতক ফুট পানিতে তিন গ্রাম করে তুতে গুলিয়ে দিন।
      সেই সাথে প্রতি কেজি খাবারের সাথে পাঁচগ্রাম করে হাই এন্টিবায়োটিক পাউডার মেখে পাঁচ থেকে ছয় দিন খাওয়াবেন।

  • @mdjuwel1958
    @mdjuwel1958 Před 2 lety

    স্যার
    আসসালামু আলাইকুম
    আমি ৯৯% শিয়োর ছিলাম শুধু অপেক্ষা ছিলাম কবে সেই ৪২০ রে কথা আপনার কাছ থেকে শুনবো

  • @mdismailcox7461
    @mdismailcox7461 Před 2 lety

    সার,উকুন এর জন্য কি ব্যবহার করব

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      0'4 মিলি: প্রতি শতক ফুট পানিতে সাইপার মেথরিন গ্রুপ ব্যবহার করুন।

  • @prodipkairi727
    @prodipkairi727 Před rokem

    Macher gaye pichil moyla lagle ki koroniyo

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      ময়লাটি কিফাঙ্গাস জাতীয় কোন সমস্যা নাকি পলি জাতীয় কোন কিছুর উপস্থিতি; এটা নির্দিষ্ট করে চিহ্নিত করুন।

    • @prodipkairi727
      @prodipkairi727 Před rokem

      Poli jatiyo body ta pura pichil kuno dag kichu nai

  • @crazytracker8727
    @crazytracker8727 Před 3 měsíci

    স্যার, উকুন নাশক প্রয়োগ করার ২ ঘণ্টা আগে কি জীবাণুনাশক দিতে হয় ?
    আমি যে দোকান থেকে ওষুধ কিনে আনলাম সে দোকানদার বলল , উকুনের ডোজ দেওয়ার দুই ঘণ্টা একটা জীবাণুনাশক দিয়ে দিবেন । তাহলে ভালো কাজ করবে ?? কথা টা কি ঠিক ?? দয়া করে উত্তর দিবেন । ধন্যবাদ স্যার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 měsíci

      জীবাণুনাশক একটা ভুয়া চিকিৎসা।

  • @abrohimsk1278
    @abrohimsk1278 Před 2 lety

    বিকাল হয়ে এলে আমার ধানির পুকুরে সবুজ এক রকম ফেনা দেখি, কি করবার দরকার. পরামর্শ দিবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      পরামর্শ দেবার কিছু নাই।
      আপনারা মনে হচ্ছে অভিজ্ঞতা /ধারণা/জ্ঞান কোন কিছু ছাড়াই মাছ চাষ শুরু করেছেন।

    • @abrohimsk1278
      @abrohimsk1278 Před 2 lety

      জি

  • @absiddique234
    @absiddique234 Před 2 lety

    স্যার ভাংগান মাছ চাষ সম্পর্কে কিছূ বলেন৷ ৬ মাসে এটা করা যাবে কি? মজুদ ঘনত্ব ও কোন স্তরের খাবার খায়?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      ভাঙ্গন মাছের খাবার হচ্ছে জুপ্লাংকটন।
      নদীর রেনু নিয়ে এবং খাবার তৈরি করে চাষ করার চেষ্টা করে দেখতে পারেন।

  • @zahidhassan8322
    @zahidhassan8322 Před 2 lety

    স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? মাছ কেন উল্টো হয়ে সাতার কাটে এবং এক দুই দিন পর মারা যায়?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      মাছের dropsy হতে পারে। এন্টি বায়োটিক শুরু করুন।

  • @abrohimsk1278
    @abrohimsk1278 Před 2 lety

    এই পুকুরে আমি 23 কেজি চুন, 10কেজি সরিসার খৈল, ৩ কেজি চিটাগুর, 3কেজি ইউরিয়া, ২কেজি ফসপেট, 2 কেজি লবন, ২ কেজি আটা দিয়েছি, এখন পানি প্রচুর নিল রং ধারন করেছে.50/70 ফুট লম্বা 3.5 ফুট পানিতে কি 6.30.000.পিচ ধানী পোনা 2.মাস15 দিন ভেনচুরি এরেরেটর দিয়ে চাষ করতে পারবো কি আংকেল

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      এভাবে কোন পরামর্শ তো দেই নাই।

    • @abrohimsk1278
      @abrohimsk1278 Před 2 lety

      @@abeedlateef8059 কি করবো বোকার মত বসে আছি আংকেল

  • @wakilshaikh4711
    @wakilshaikh4711 Před 2 lety

    স্যার পুকুরে অতিরিক্ত জুপ্লান্টন হয়েছি সকালে জলের উপর থকথকে দেখা যায় মাছ শাস কষ্টে মারা যায় সাইপার মেথ রিন শতকে জিরো দশমিক চার মিলি দিয়েছি কাজ হয়নি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
      শতক x ফুট পানি x 0'4 মিলি হিসাবে দিন।

    • @wakilshaikh4711
      @wakilshaikh4711 Před 2 lety

      ধন্যবাদ স্যার

  • @krishnendubarman1563
    @krishnendubarman1563 Před 2 lety

    স্যার,, আমি ভারতের বাসীন্দা,, আপনার সঙ্গে কথা বলতে চাই,,কী করলে তার সম্ভব হবে? খুব প্রয়োজন আপনার সঙ্গে কথা বলা।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      আপনার হোয়াটস অ্যাপ নাম্বার দিলে আলাপ করা যেতে পারে।

  • @abdussattar5252
    @abdussattar5252 Před 2 lety

    স্যার বেলে ও চান্দা মারার জন্য আমরা যে সকল কুইনালফস ব্যবহার করি তা কি অন্য মাছর জন্য ক্ষতিকর।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      না ভাই, অন্য মাছের কোন ক্ষতি হবে না

    • @shariarnayonislam3549
      @shariarnayonislam3549 Před 2 lety

      কুইনালফসের ডোজটা বলবেন দয়া করে? কত ফিট পানিতে কত শতাংকে কি পরিমাণে দেওয়া উচিৎ?

  • @sobuzbd23
    @sobuzbd23 Před 2 lety

    আসসালামু আলাইকুম স্যার একটা জিনিস জানার ছিল।
    পাঙ্গাস মাছ বা তেলাপিয়া
    এবং হাঁস পালন । একসাথে করা যায় কিনা।
    আর হাঁসের বিষ্ঠা যদি পাঙ্গাস মাছ খায় তাতে কোন সমস্যা হবে কিনা।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      হাঁস মুরগীর পায়খানা খাওয়ানো নিষিদ্ধ।

    • @sobuzbd23
      @sobuzbd23 Před 2 lety

      আপনার তথ্যের জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার।
      আপনার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক।

  • @yeasinsikder4602
    @yeasinsikder4602 Před 2 lety

    স্যার শীতকালিন সময়ে নোনা টেংরা মাছটি চাষ করা যাবে কিনা।এবং কতটুকু তাপমাত্রা পর্যন্ত খাবার গ্রহন করে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      ১১-১২ ডিগ্রী পর্যন্ত।

    • @yeasinsikder4602
      @yeasinsikder4602 Před 2 lety

      @@abeedlateef8059স্যার আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করছি।নোনা টেংরা মাছের একটা প্রতিবেদন করুন।তাহলে অনেক উপকৃত হব।ধন্যবাদ স্যার

  • @wakilshaikh4711
    @wakilshaikh4711 Před 2 lety

    স্যার মাছ ভাসার প্রবনতা দুর করতে পারছিনা মাসিক পরিচর্চা। চুন লবন ছাই চিটা গুড় এবং হররা টানি জলের রংসবুজ স্যার বক মাছ ধরতে আসে মাছ পানির নিচে যেতে চাইনা তখন মাছ ধরা পড়ে যায় পুকুরটা দশ বছর ধরেমাছ চাষ বন্ধ ছিল salam.niben.sar .. Abdul .wakil india

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      পুকুরে লোক নামিয়ে তলার গ্যাস বের করে দিন।

    • @wakilshaikh4711
      @wakilshaikh4711 Před 2 lety

      @@abeedlateef8059 ধন্যবাদ আপনাকে স্যার আল্লাহ আমার স্যার কে সুস্থ রাখুন
      এবং হায়াত দারাজ করুন

  • @newstubebd963
    @newstubebd963 Před 2 lety

    আমার পুকু‌রে হাংরী মাছ মারা যা‌চ্ছে আ‌মি কি করব

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      খাবার অর্ধেক করে দিন।

  • @shariarnayonislam3549
    @shariarnayonislam3549 Před 2 lety

    চান্দা মাছ মারার বেস্ট কৌশল কি জানালে খুব উপকৃত হতাম, উকুনের কোন ওষুধই কাজ করে নি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      পানির পরিমাপ ঠিক হয় নি।
      চান্দা মাছের জন্য স্কাড দিতে পারেন।
      ফলুই দিলেও নিয়ন্ত্রণ হয়।

  • @soumeanojha4232
    @soumeanojha4232 Před 2 lety

    ভাঙা চাল সেদ্ধ করে পুকুরে দেওয়া ভালো অথবা ঐ ভাঙা সেদ্ধ চাল ফারমেন্ট করা ভালো খুব ভালো হয় যদি বলেন

  • @mshrafeislam8396
    @mshrafeislam8396 Před 2 lety

    ডিজেল দিলে কি যুপ্লেন্তন মারা যায়?

  • @niazmorsedrajib494
    @niazmorsedrajib494 Před 2 lety

    চিনা,কাউন২০%,গম২৫%,চালের খুদ ২৫%ও আস্ত সরিষা ২০%, এংকর ১০% সব একত্রে ম্যাশ করে, প্রতি দিন ৪০ কেজি ম্যাশ,সাথে ৪ কেজি সরিষার খৈল, চিটাগুর ১ কেজি মিশিয়ে ৪৮ ঘন্টা ভিজিয়ে প্রতিদিন মাছ কে খাওয়াচ্ছি, খাবার কি মান সম্পূর্ণ হচ্ছে স্যার..?

  • @joydebjoydhar6117
    @joydebjoydhar6117 Před 2 lety

    স্যার রাইস ব্রান,মোলাসেস ও ইষ্ট ভিজানোর পানি পুকুরে দেব আবার পানি দিয়ে পরের দিন পানি সহ তলের তলানি ও দিয়ে দেব । আর কত দিন ব্যবধানে আবার পুনরায় দেব?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      অন্তত: ১৫-২০ দিনে ১ বার।

    • @joydebjoydhar6117
      @joydebjoydhar6117 Před 2 lety

      @@abeedlateef8059 অনেক ধন্যবাদ স্যার ৪/৫ কেজি সাইজের মাছে ও শীত মৌসুমে কি দেওয়া যাবে। এবং এটা দেওয়ার পরে খৈল কি ভিজিয়ে দেওয়া যাবে কি না ।
      দয়া করে জানাবেন

  • @nilratanmallick5746
    @nilratanmallick5746 Před rokem

    মাছের পেটের নিচে লাল হলে কি করনীয়

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      এন্টিবায়টিক ব্যবহার করতে পারেন।

  • @mtrmfishagrofarm.1965
    @mtrmfishagrofarm.1965 Před 2 lety

    আসসালামু আলাইকুম স্যার, আপনার চেলা হতে চাই, দয়া করে আমাকে গ্রহন করুন। আমি ঠিকাদারি ছেড়ে মাছ চাষ করতে এসেছি, আমার কোনো পির নাই আপনাকে পির হিসেবে মেনে নিয়েছি, আমাকে চেলা মেনে কবুল করে আমাকে ধন্য করতে আপনার মরজি একান্ত কাম্য।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      আমীন।
      আল্লাহ্ আপনাকে দীর্ঘ নেক হায়াৎ দান করুন।

    • @mtrmfishagrofarm.1965
      @mtrmfishagrofarm.1965 Před 2 lety

      @@abeedlateef8059 আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার থেকে কিছু শিখতে চাই, online or offline কিভাবে যোগাযোগ করবো একটু জানাবেন কি?

  • @abrohimsk1278
    @abrohimsk1278 Před 2 lety

    আংকেল আমাকে একটু সাহায্য করবেন পরামর্শ দিলে উপকৃত হব

  • @abrohimsk1278
    @abrohimsk1278 Před 2 lety

    আংকেল আমাকে একটু সাহায্য করবেন পরামর্শ দিলে উপকৃত হব

  • @abrohimsk1278
    @abrohimsk1278 Před 2 lety

    আংকেল আমাকে একটু সাহায্য করবেন পরামর্শ দিলে উপকৃত হব

  • @abrohimsk1278
    @abrohimsk1278 Před 2 lety

    আংকেল আমাকে একটু সাহায্য করবেন পরামর্শ দিলে উপকৃত হব

  • @abrohimsk1278
    @abrohimsk1278 Před 2 lety +1

    আংকেল আমাকে একটু সাহায্য করবেন পরামর্শ দিলে উপকৃত হব

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      🤔🤔🤔🤔🤔🤔
      কি পরামর্শ! সেটাইতো জানা হল না।

    • @abrohimsk1278
      @abrohimsk1278 Před 2 lety

      নিচের দিকে লিখেছি