ধানের আটায় আমিষ %।খাদ্য হিসাবে ধানের আটা: খাদ্য মূল্য বনাম বাজার মূল্য। মাছের খাদ্যে ধানের আটা

Sdílet
Vložit
  • čas přidán 21. 12. 2022
  • মাছের খাদ্যের দূর্মুল্যের বাজারে দিশেহারা চাষী খাদ্য কেনার কথা ভাবতেই পারছেন না।
    এমন অবস্থায় অনেকেই ধানের আটা তৈরি করে মাছকে খাওয়াতে বাধ্য হচ্ছেন। আর সাথে সাথে ভাবছেন যে ধানের আটায় বোধ হয় একটা মাত্রায় আমিষ আছে।
    যা মাছের দেহ গঠনে সহায়তা করবে।
    কিন্তু প্রকৃতপক্ষে ১০০ কেজি ধানের মধ্যে এক পারসেন্ট আমিষও নাই।
    যারা আমিষের ধারণায় ধানের আটা খাওয়াচ্ছেন তাদের ধারণাটা সঠিক নয়।
    তবে আপাতত: মাছের দেহ পরিচালনার জন্য ন্যূনতম যতটুকু করা সম্ভব সেটা ধানের আটা খাইয়ে সম্ভব ।কিন্তু দেহবৃদ্ধি সম্ভব হবে না ধন্যবাদ সবাইকে।
    #ধানের_আটায়_আমিষ,
    #খাদ্য_হিসাবে_ধানের_আটা,
  • Věda a technologie

Komentáře • 143

  • @user-uz8fc9vb6e
    @user-uz8fc9vb6e Před 3 měsíci +3

    কি যে বলবো কেমন যে একজন মানুষ আমাদের মাঝে আছে এটা এক মাত্র আমরাই ভালো জানি কত টুকু উপকার আমাদের হচ্ছে সেটা আমরা ভালো জানি🤲🤲🤲🤲

  • @mdayubalidhamrai2609
    @mdayubalidhamrai2609 Před měsícem +1

    অসাধারন বলছেন স্যার।

  • @masudrana-qs9ig
    @masudrana-qs9ig Před rokem

    ধন্যবাদ স্যার

  • @ruralsunpoweragrofarm

    ধন্যবাদ আপনাকে।

  • @mridulnag
    @mridulnag Před rokem

    Very good informative video 👍.

  • @fazarkhan9465
    @fazarkhan9465 Před měsícem

    Good 👍

  • @mdsalehmusa9106
    @mdsalehmusa9106 Před rokem +1

    স্যার
    আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক
    আমি অনেক খুশি স্যার
    এত বেশি খুশি যে ভাষায় প্রকাশ করতে পারলাম না
    মেলাগুলা ধন্যবাদ স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem +1

      আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
      💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @hafsarayhan733
    @hafsarayhan733 Před rokem

    Sir gom er ata vanganor mil theke pouder gura mach k khabar dile koto prsent protin pabo

  • @arjuahamed6583
    @arjuahamed6583 Před rokem +2

    দাদা ভাই যতোশুনি ততোই ভালো লাগে 💖💖💖💖

  • @sheikhshakir4716
    @sheikhshakir4716 Před rokem

    Thanks sir ❤

  • @MehediHassan-bi2yy
    @MehediHassan-bi2yy Před rokem

    স্যার সালাম নিবেন। অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য।

  • @kitsgandu8874
    @kitsgandu8874 Před rokem

    স্যার ফিড এর পাসাপাসি তেলাপিয়া মাছের প্রাকৃতিক খাদ্য কি অনুগ্রহ করে জানাবেন

  • @ShohelRana-wd5ww
    @ShohelRana-wd5ww Před rokem

    খুবভালোলাগলো

  • @bijonbiswas7512
    @bijonbiswas7512 Před rokem

    Dear sir ami Hooghly dist theke bolchi Ami apnar kactheke training Nebo kintu age je class guli hoyeche ta ki kore jante parbo? o next class kobe hobe?

  • @subaldas8710
    @subaldas8710 Před rokem

    Thank you sir🙏🙏🙏❤❤❤❤🌹🌹🌹🌹🌹

  • @md.belayethossaintoha7863

    অভিনন্দন।

  • @gobindamandal5124
    @gobindamandal5124 Před rokem

    আমি ভারত বর্ষ থেকে দেখছি , দারুন বলেছেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

  • @ranadas2263
    @ranadas2263 Před rokem

    Sir reply plz ami vasa khabar a dorb+sorsha khol+gomer bhusi+bhutta use kori ete ki khabar thik thak hobe? Bangla mach sob 🙏🙏🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      আমিষ পরিমাপ করে নিতে হবে।

  • @mitanmiah6896
    @mitanmiah6896 Před rokem

    Nice

  • @mdmamun-ek5el
    @mdmamun-ek5el Před rokem +1

    স্যার সিদ্ধ ধানের আটা ভাল,নাকি সুধু শুকনা ধান কে আটা করলে ভাল।

  • @mohammadkaiser2960
    @mohammadkaiser2960 Před rokem

    আল্লাহ, আপনাকে নেক হায়াত দান করুক।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুন।

  • @rajibdebnath2590
    @rajibdebnath2590 Před 11 měsíci

    স্যার, বলছিলাম আমার 7 বিঘা পুকুর।6বিঘা জলের জায়গা ।2 কর সাইজের রুই কাতলা ছাড়া হয়েছে 25 কিলো । 1/2 সাইজের সিলভার কাপ এবং বাটা 5 কিলো ছাড়া আছে।পুকুরে গুগলি আছে ।ব্লাডকাপ কতগুলো ছাড়তে পারবো।

  • @zakirmizi470
    @zakirmizi470 Před rokem

    এরচে ভালো খৈল দেয়া আরও ভালো মাছে খুব ভালো খায়

  • @viky9281
    @viky9281 Před rokem

    Ji sir er theke khoil er songe desi Kura better amar mone hoi feed hisebe.
    Ei atar jaygay ki desi Kura use kora sombhob bran molasses yeast preparation e ?
    Thanks

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      আমিতো আপদ কালীন খাবারের কথা বলেছি।
      ফার্মেন্তেশনে দেশি ব্রান ব্যবহার করতে পারেন।

    • @viky9281
      @viky9281 Před rokem

      @@abeedlateef8059 ji sir.

  • @rezahanif604
    @rezahanif604 Před rokem

    আসসালামু আলাইকুম. সার আমি ময়মনসিংহ শম্ভুগন্জ থেকে আপনার অনেক ভিডিও দেখেছি এখন 60শতক একটা পুকুর প্রস্তুুত করতেছি আমার এখানে সব মাছের দাম বেশি , আমার পুকুরে সারাক্ষন বাতাস থাকে এখন আমি নিরাপদ মাছ হিসাবে কোন মাছ চাষ করবো ? Please sir ..

  • @amenaagrofarm2751
    @amenaagrofarm2751 Před 11 měsíci

    চিংড়ি ও রুই কাতলা চাষের পুকুরে ফ্লোরা দিয়া যাবে ?

  • @mdmoter-um2sx
    @mdmoter-um2sx Před 9 měsíci

    গমের খোষা মাছের খাওনো যাবেকি

  • @Shafikulislam.Dulal529

    ধন্যবাদ স্যার আমি সাউদি থেকে দেখছি ৷ স্যার শীত বেশী নাকি?

  • @sumandipghosh8830
    @sumandipghosh8830 Před rokem

    🙏

  • @mursalimsk9652
    @mursalimsk9652 Před rokem

    Kintu sir ai dhan holare peshe aatar moto kore pukure chitiye dile prakitik khabar khub vahalo hoy

  • @mdtanjirmahmud4417
    @mdtanjirmahmud4417 Před rokem +4

    আসসালামু আলাইকুম স্যার। আমার মিশ্র কার্প চাষের পুকুরে ১৮ থেকে ২২ দিনের জন্য শতক প্রতি ৫০০ গ্রাম থেকে ১ কেজি খড় প্রয়োগ করি। আপনার গত ভিডিওতে দেখলাম আপনি খড়ের বিকল্প হিসাবে ধানের চিটা প্রয়োগ করার কথা বলেছেন। পরিষ্কার ধানের চিটা যেটার মধ্যে খড় বা ধানের অন্য কোন অংশ নাই, এই পরিষ্কার ধানের চিটা মিশ্র কার্পের পুকুরে শতক প্রতি কেমন পরিমাণে দেওয়া যাবে? স্যার আমার পুকুরে কোন সরপুটি নাই। রুই, মৃগেল, কারপিও গ্রাসকাপ আছে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem +2

      ধানের মাড়াই শেষে যে খণ্ডিত অংশ পাওয়া যায় সেটার সাথে চিটা থাকে আমি মিশ্রণ এর কথা বলেছি।
      তবে চিটা গ্রাস কার্প ও পুটি খায়।

  • @aajakhulamon5350
    @aajakhulamon5350 Před rokem

    Assalamu alaikum sir
    শীত কেমন লাগছে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      ওয়ালাইকুম সালাম।
      আল্লাহর প্রত্যেকটি সৃষ্টি অশেষ নেয়ামত।
      তবে এবার শীত অনেক কম।
      ধন্যবাদ ভাই।

  • @Office-yp2rv
    @Office-yp2rv Před rokem

    স্যার, আপনি কি কখনো ল্যাবে ধানের গুড়ো পরীক্ষা করেছেন, যে কোন উপাদান কত ভাগ থাকে।

  • @shorabkhan9003
    @shorabkhan9003 Před rokem

    স্যার ব্রান পাচছি না তাহলে কি স্যার মাছ চাষ করতে পার ব না। স্যার দয়া করে একটু বলবেন।

  • @bdmultifarm6272
    @bdmultifarm6272 Před rokem

    Sir, l love you.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      💖💖💖💖💖💖💖💕💕💕💕💕💕💕🌺🌺🌺🌺🌺🌺🐟🐟🐟🐟🐟🐟🐟

  • @Humayunkabir-nn8yg
    @Humayunkabir-nn8yg Před rokem

    Sir, আসসালামু আলাইকুম, আমি আপনার নিয়মিত ফলোয়ার।আমার এলাকায় অটো ব্রান ৩৬ টাকা কেজি। আতপ চালের টা ৩০ টাকা। এটা কি নেয়া যায়? স্যার। আর পানির কালার ঠিক থাকলে, এ অবস্থায় কি জৈব ও রাসায়নিক
    সারের ব্যবহার করার দরকার আছে? গুলসার একক চাষ, চুন, লবন ও ছাই নিয়মিত ব্যবহার করি। স্যার আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

  • @mahmudhasanpiyas8243
    @mahmudhasanpiyas8243 Před rokem +1

    আলহামদুলিল্লাহ।

  • @gobindroutray5115
    @gobindroutray5115 Před rokem

    Sir what is ulternative of fish meal

  • @shirinsultana675
    @shirinsultana675 Před rokem

    আসসালামু আলাইকুম।
    আশা করি আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন।
    স্যার আমার একটি প্রশ্ন ছিল প্রশ্নটি হলো এমন
    মলা মাছ কি একক চাষ করা যায়?
    যদি করা যায় তাহলে
    একক চাষ ও মিশ্র চাষে শতাংশ প্রতি কত পিস পোনা মজুদ করা উচিত?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      ছোট পুকুরে রংপুর দিনাজপুর এলাকায় করেছেন।
      সফলতার মাত্রা জানি না।
      শতকে ৪০-৫০ টা দিতে পারেন।

  • @mddalowar1782
    @mddalowar1782 Před rokem +2

    স্যার সালাম নিবেন আশা করি ভাল আছেন ভাল থাকেন আমার জিগাশা সরিষা খইর ১০০ মধ্য কত পার ছেন আমিষ পাব

  • @shofikulislam790
    @shofikulislam790 Před rokem

    সার্, আমার ৫০ শতক পুকুরে ৮-৯ ফিট পানি,আমি কাপ ফেটেনিক করতে পারবো কি।কয়টি করে মাছ ছারবো। জানাবেন কি,।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      পানি কমিয়ে ৬-৭ ফিট করে শতকে ১০ টা মাছ ছাড়ুন।

  • @atarulhaque9916
    @atarulhaque9916 Před rokem

    আস্সালামুআলাইকুম স্যার আপনি ভালো আছেন?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem +1

      ওয়ালাইকুম সালাম ভাই।
      আলহামদু লিল্লাহ, ভাল আছি ভাই।

  • @positivebangla1265
    @positivebangla1265 Před rokem +2

    সালাম নিবেন স্যার। আমার বাড়ি লক্ষীপুর জেলায়।আমার এখানে ধানের দাম মণ ১১০০ টাকা। সয়াবিন দামও নাগালের মধ্যেই। আমি যদি ধান ৪০% সয়াবিন ৪০% এবং শুটকী গুড়া ২০% দিয়ে পাউডার করে কার্প জাতীয় মিশ্র চাষে সম্পূরক খাবার হিসেবে দিই তাহলে কি হবে। উল্লেখ আমি আপনার অন্যান্য সকল নিয়ম অনুসরণ করি। যেমন সরকার খৈল গোবর, চিটাগুড়, খড়, আটা ইউরিয়া ইত্যাদি। খিচুড়ি ও দিই

  • @abdulquddusrfh9295
    @abdulquddusrfh9295 Před rokem +1

    শ্রদ্ধেয় স্যার, বাদাম কইলে কত পারসেন্ট আমিষ পাওয়া যাবে এবং মাছের খাদ্যে উপাদান হিসেবে সর্বোচ্চ কত পারসেন্ট দেয়া যাবে? অনুগ্রহ করে জানাবেন।

  • @sagarodisha
    @sagarodisha Před rokem +1

    Sir Namaskar, Kindly use English also in Video Description.
    Unable to read the content.
    It's a firm request 🙏🏻

  • @ShafiulAlam-kx2dp
    @ShafiulAlam-kx2dp Před měsícem

    Repsi ki

  • @shahabulalam3383
    @shahabulalam3383 Před rokem

    Sir, Assalamo alaikom, Jajajallah

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      ওয়ালাইকুম সালাম ভাই।
      আল্লাহ্ আপনার মঙ্গল করুন।

  • @TouhidNoman
    @TouhidNoman Před 11 měsíci

    স্যার দেশপ্রেম এগ্রোর ফিসমিল টা কি ভাৰো হবে ?

  • @siamsiammagy1944
    @siamsiammagy1944 Před rokem +1

    স্যার আমি কাপ ফ্যাটেলিংক করতে একটা পকুর নিয়েছি কিনতু পানিটা পোনোরো দিন পর পর পানি কিছু বের করে দিয়ে নদির পানি ডোকাবো কোনো খরচ নেই পানি টা ডোকানোটা কি বালো বাকি না ডোকানো বালো❣️❣️❣️

  • @abdurrosid2316
    @abdurrosid2316 Před rokem

    স্যার পাঙ্গাস এবং বাংলা তেলাপিয়া একসাথে কি চাষ করা যাবে স্যার প্লিজ জানাবেন একটু নওগাঁ থেকে বলছি স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      সংখ্যা ৩০০ টির মত রাখুন।

    • @abdurrosid2316
      @abdurrosid2316 Před rokem

      ১২০ শতক জায়গা কত পিস পাঙ্গাসন তেলাপিয়া কত পিস সাথে কিছু বাংলা মাছ স্যার

  • @rajuchowdhury2963
    @rajuchowdhury2963 Před rokem

    যদি সরাসরি ধানকে মিলে নিয়ে পাউডার বা গুড়া করে খাওয়ালে কেমন হবে। দয়া করে জানাবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem +1

      পেট ভরবে; ক্ষুধার জ্বালা নিবৃত হবে কিন্তু মাছ বড় হবে না।

  • @abdurrosid2316
    @abdurrosid2316 Před rokem

    স্যার আতবে ব্রান ৫০ কেজি আর সরিশার খল ৫০ কেজি বাংলা মাছ আছে শুধু কতো পটিন বা আমিশ খাওয়ালে ভাল হবেকি স্যার একটু জানাবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      ২৩% এর মতো হবে। এতেই চলবে।

    • @abdurrosid2316
      @abdurrosid2316 Před rokem

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার

  • @shorabkhanshorabkhan2053

    স্যার সালাম নিবেন স্যার ব্রান ৬০ কেজী সয়াবিন মিল ৪০ কেজী -১০০কেজী মিলিয়ে সাথে২কেজি লবন। স্যার খইল ৪৮ ঘনটা ভিজিয়ে পরিমান করে খাওয়াব। স্যার কার্প ফ্যাটেনিং হবে।

  • @mdhimel8120
    @mdhimel8120 Před rokem

    স্যার আমাকে একজন বললো
    পাথরে চুন নাকি মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এটা কি ঠিক হবে স্যার আমাদের এখান থেকে ফিড ব্যবসাহি অনেক পাথরে চুন নিয়ে গেছে মনে হয়
    মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন এই ব্যাপারে আপনার মতামত কি স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem +1

      নাহ।

    • @mdhimel8120
      @mdhimel8120 Před rokem

      @@abeedlateef8059
      তাহলে কিনা ফিটের চেয়ে হাতে বানানো খাদ্য। অনেক ভালো

  • @palashmanna6411
    @palashmanna6411 Před rokem

    প্রনাম গুরুজি 💖💖💖💖💖।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      আল্লাহ্ আপনার মঙ্গল করুন!
      💖💖💖💖💕💕💕💕🌺🌺🌺🌺

  • @abdurrosid2316
    @abdurrosid2316 Před rokem

    স্যার ব্যান্ড ৬০ কেজি সরিষার খোল ৪০ কেজি খাওয়ানো যাবে কি স্যার কত পারসেন্ট প্রোটিন আছে এবং আমিস বাংলা মাছ

  • @RahatKhan-yy1bo
    @RahatKhan-yy1bo Před rokem

    আমি একজন নতুন চাষী পুকুরে চুন ও লবন কি প্রতি মাসে ব্যবহার করব

  • @fshrabby
    @fshrabby Před rokem

    স্যার প্রশ্নটা সরিষার খৈল নিয়ে। ২৪ ঘন্টা না ভিজিয়ে যদি ১২ ঘন্টা ভিজিয়ে খাওয়ানো হয় তাহলে কি কাজ হবে।আর যদি ১-২ ঘন্টা ভিজিয়ে সিদ্ধ করে দেই তাহলে কোন সমস্যা হবে?৬০%সরিষার খৈল আর ৪০%রাইস পলিশ দিয়ে কি খাবার বানানো যাবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem +2

      সরিষার খৈল কেন ভেজানো হয় সেটা কি আপনি জানেন?
      যদি জানেন তাহলে তার কোন কথা নাই ।
      আসল ব্যাপারটা জানা দরকার; বেহুদা বেহুদা প্রশ্ন করে কোন লাভ নাই।

  • @AshrafAli-bc6kh
    @AshrafAli-bc6kh Před 11 měsíci

    চালের তুষ কি খাদ্য হিসাবে দেয়া যাবে?

  • @Musafirmedia2306
    @Musafirmedia2306 Před rokem

    স‍্যার,
    ভেনচুরী এরেটর হাফ H p যদি 50 শতক পুকুরে লাগাই।
    প্রতি শতাংশে, 250 গ্রাম ছাইজের 60 পিছ করে মাছ কার্ফ জাতীয় মাছ দিবো।
    তাহলে 24 ঘন্টায় কত ঘন্টা এরেটল চালাবো,,,,,??
    স‍্যার বললে খুব খুব উপকার হবে আমার।
    আপনার জন্য দোয়া করবো স‍্যার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      খালি এরেটর চালাইলেই কি হবে!🤔🤔🤔

  • @abuhuraira8532
    @abuhuraira8532 Před rokem

    আসসালামু আলাইকুম স্যার,,
    গম যদি মেশিনে আটা করে দেই তাহলে সেখানে কতটুকু প্রোটিন পাওয়া যাবে,,
    দয়া করে যদি একটু বলতেন,,
    দামের দিকে তাকাবেন না প্লিজ😍😍

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem +1

      ১০% প্রায়

    • @abuhuraira8532
      @abuhuraira8532 Před rokem

      স্যার তাহলে ডিওআরবিটাই বেস্ট হচ্ছে

  • @AshrafAli-bc6kh
    @AshrafAli-bc6kh Před 10 měsíci

    ধান কাটার পর গোড়ার যে চার,পাঁচ ইঞ্চি অংশটুকু থাকে সেগুলো কেটে পুকুরে দিলে কি প্রাকৃতিক খাবার তৈরীতে কাজ হবে?

  • @MuhammadHannan-xv5bs
    @MuhammadHannan-xv5bs Před 7 měsíci

    স্যার ধানের আটায় কত % আমিস বা প্রোটিন?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 7 měsíci

      ধানের আটায় আমিষ নাই বললেই চলে।

  • @alamgirhossin5847
    @alamgirhossin5847 Před rokem

    গমের এর ব্রান এ কত % প্রোটিন আছে

  • @babulsordar3214
    @babulsordar3214 Před 2 měsíci

    Apnar sate Ki aktu kotha bola jabe.
    Number ta Ki pawa jabe sir.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 měsíci

      আপনার নাম্বারটি লিখে দিলে কথা বলা যেত।

  • @sumanroy1721
    @sumanroy1721 Před 2 měsíci

    স্যার,প্রণাম নেবেন আমি কোচবিহার,পশ্চিমবঙ্গ থেকে বলছি,,,আমি মিশ্র মাছ চাষের( ফিঙ্গার সাইজ) জন্য 100কেজি ধানের গুড়ো বা ভুট্টার গুড়োর সঙ্গে কি পরিমাণ সরিষার খৈল মিশিয়ে দিলে নূন্যতম প্রোটিন পার্সেন্টেজ সমৃদ্ধ খাবার তৈরি করতে পারব?অন্য কোনো উপকরণ মেশানোর প্রয়োজন হলে জানাবেন স্যার।
    বর্তমান বাজারমূল্য::
    ধান 700/- মন
    ভুট্টা 600/- মন
    সরিষার খৈল 26/- (খাঁটি)
    রাইসব্রান,Dorb,ফিশমিল সহজে পাওয়া যায় না।
    আপনার মূল্যবান উপদেশের অপেক্ষায় রইলাম স্যার🙏🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 měsíci

      ধানের আটা নাকি কুড়ার কথা বলতে চাচ্ছেন?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 měsíci

      ৭৫ কেজি খইলের সাথে ২৫ কেজি ধানের আটা মিলাইতে পারবেন।
      ভুট্টা র কিছু সমস্যা আছে।

  • @dinarkhan9030
    @dinarkhan9030 Před rokem

    43.75 hbe sir per k.g rice

  • @shorabkhanshorabkhan2053

    স্যার সালাম নিবেন স্যার ৮ ১০ দিন পর ১০ টায় কেজী মাছ ছারব সব রেডি প্রায় কার্প ফ্যাটেনিং ১০০ শতক পানি ২৩০০ মাছ ছারছি আগের মাছ ১৫০০ আছে । মাসিক পরিচর্জা + আললা বাচালে ৪মাস পর থেকে আংশিক আহরন করব। বাকিটা বছর শেষে।খাবার দিব ব্রান শরিষা খইল ছয়াবিন এংকর । স্যার হবেকি। দয়া করে জানাবেন। ভুল হলে মাপ করবেন স্যার। পানি ৫ ফুট। মাছ গুলি ৩০০টাকা কেজী চাইছে। রুই ৮০০ মীরকা ৮০০ কাতল৷ ২০০ সিলবার ১০০ কারফু ২০০ বলাক কার্প ২০০ পুকুরে সামক আছে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      আপনি আগে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারনা নিন।

  • @user-ym1cg3db9h
    @user-ym1cg3db9h Před 7 měsíci

    গোবর খাইয়ে মিনার কার্প মাছ চাষ করা সম্ভব কিনা

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 7 měsíci

      কবরে কি সেই পরিমাণ পুস্টিকর পদার্থ আছে ভাই?

  • @anamulhaquerintu5360
    @anamulhaquerintu5360 Před rokem +1

    স্যার শুধু সরিষা খৈল ভিজিয়ে দিলে কি মোটামুটি একটা রেজাল্ট আশা করতে পারি???

  • @Rajesh-Singha
    @Rajesh-Singha Před rokem

    Amder ekhane 1600 taka kuntal dan

  • @user-vn1nt5kq8r
    @user-vn1nt5kq8r Před 9 měsíci

    যদি কিছুই না বের করি ধানের ভেতর থেকে গোটায় যদি গুড়া করি তাহলে কত পারসেন্ট প্রোটিন পাওয়া সম্ভব

  • @ssssss-ev1jq
    @ssssss-ev1jq Před rokem

    আসসালামু আলাইকুম স্যার আশা করি ভাল আছেন ভারত পশ্চিমবঙ্গ থেকে 5 বিঘা পুকুরে 3 ফুট পানি উকুনের উপদ্রব কিছুতেই ছাড়াতেপারছিনা দুইবারে 5শো গ্ৰাম করে সাইপারমেথ্রি দিয়েছি কোন কাজহচ্ছেনা আজ পুকুরে জালদিয়ে 3শোকেজি মাছ এসেছে ঘনত্ব বেসিনেই একজন বলল 2লিটার কেরোসিনের সাথে 10কেজি লবণ 200গ্ৰাম ক্লিনার বিষ ও 2টি কপ্পুর একসাথে পানির সাথে গুলিয়ে প্রয়োগকরতে এইব্যপারে আপনার মুল্যবান মতামত জানাবেন ?

    • @sagarodisha
      @sagarodisha Před rokem

      Use Ivermectin powder 2g/kg of feed for 5 days.
      And cypermethrin must be applied 4 times in 4 week.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      মাছের ঘনত্ব কিংবা খাদ্যের গুণাগুণের কারণে উকুন হয়।
      আমার মনে হয় আপনাদের ট্রেনিং নেয়া উচিত।

  • @mrparvez9216
    @mrparvez9216 Před rokem

    Sir 3500÷80=43.75

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem +1

      জী, মুখে মুখে করেছিত। মোট ৪৬/- টাকা হবে।
      ধন্যবাদ ভাই।

  • @jamsedbepari-oq9sm
    @jamsedbepari-oq9sm Před rokem

    ছার আপনার নাম্বারটা কিভাবে পেতেপারি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      ওরে ভাই তাহলে তো কাজ শেষ।

  • @mamunkhan1001
    @mamunkhan1001 Před rokem

    ধন্যবাদ স্যার

    • @abdurrosid2316
      @abdurrosid2316 Před rokem

      স্যার ব্রান্ড ৬০কেজি সরিষার খল ৪০কেজি কতো পারছেন পটিন এবং আমিস আছে বাংলা মাছরে খাওয়াতে পারবো