ABEED LATEEF
ABEED LATEEF
  • 493
  • 12 075 832
পাঙ্গাস চাষ: হাতে বানানো খাবার দিয়ে সম্ভব কিনা! PUNGUS CULTURE BY FARM MADE FEED! Abeed Lateef
বাংলাদেশে পাংগাস চাষ মাছের ঘাটতিকে পূরণ করতে অনেকটা সহায়ক হিসাবে কাজ করছে। পাঙ্গাসের স্বাভাবিক দেহবৃদ্ধি অন্যান্য মাছের তুলনায় যথেষ্ট বেশি হওয়ার কারণে অল্প সময়েই মাছ চাষীদের জন্য লাগসই হয়েছে।
কিন্তু পাঙ্গাস মাছ পালন করতে একটা সমস্যা হচ্ছে যে এর খাদ্যের পরিমাণটা নির্ধারণ করা অনেকটা কষ্টকর ব্যাপার।
কারণ এর সামনে যত পরিমান খাবার দেওয়াই হোক না কেন এরা পুরাটাই খেয়ে ফেলে।
যার ফলে চাষিরা নিশ্চিত হতে পারে না যে কতটুকু খাদ্যের এর প্রকৃতপক্ষে প্রয়োজন।
তাই খাদ্যের যোগান দিতেই চাষীদের অনেকটা লস হয়ে যায়।
এরকম একটা অবস্থায় আমি হাতে বানানো খাবার দিয়ে পাঙ্গাস মাছ চাষ সম্ভব কিনা যাচাই করার জন্য একটা ট্রাইল দিয়েছিলাম।
আমি দেখতে পেলাম যে তিন মাস দশ দিনে 200 গ্রামের একটা পাঙ্গাস সহজেই এক কেজি হয়ে যেতে পারে।
সবাইকে ধন্যবাদ।
#পাঙ্গাস_চাষ,
#হাতে_বানান_খাবারে_পাঙ্গাস_চাষ,
Pangus farming in Bangladesh is helping a lot to meet the shortage of fish. The normal body growth of pangasius is considerably higher than that of other fishes, so it has become attractive to fish farmers in a short period of time.
But one problem in keeping pangas fish is that it is very difficult to determine the amount of its food.
Because no matter how much food is given in front of it, they eat it all.
As a result, farmers cannot be sure how much feed they actually need.
So farmers lose a lot of food supply.
In such a situation, I gave a trial to verify the feasibility of pangas fish farming with hand-made food.
I found that a pangas of 200 grams can easily be converted to 1 kg in three months and ten days.
Thank you all.
#PUNGUS_farming,
#handmade_food_PUNGUSIUS_farming,
zhlédnutí: 5 051

Video

কাতলা মাছ কেন বেশি বাড়ে! Abeed Lateef
zhlédnutí 8KPřed 28 dny
কাতলা মাছ বেশি বাড়ার অন্যতম কারন হচ্ছে যে, এটা পানির উপরের স্তরের খাবার খেতে গিয়ে বাতাস থেকে সব সময়ই অক্সিজেন মেশার যে পদ্ধতি আছে সেই পদ্ধতির একটা মহা সুযোগ পায়। সেই সাথে পানির প্রায় ৫ ফুটের নীচে যে বৃহদাকার জুওপ্লাংক্টনের অস্তিত্ব আছে সেইটা বিপুল পরিমানে খাবার হিসাবে গ্রহন করতে অভ্যস্থ। এই কারনেই কাতলা মাছ কম সময়েই বেশ বড় হয়।
গুইসাপ সমাচার। Monitor Lizard! Abeed Lateef
zhlédnutí 5KPřed měsícem
মাছের পুকুরে অনেক সময় গুইসাপ বা গোসাপ দেখতে পাওয়া যায়। এই গুইসাপকে অনেক সময় আমরা নিছক শত্রু হিসেবেই জানি। গুইসাপ মাছ খায় বটে কিন্তু আমাদের মাছ চাষীদের যে শত্রু ঢোড়া সাপ নিধনে গুইসাপের ব্যাপক ভূমিকা রয়েছে। গুইসাপ মূলত শামুক ঝিনুক খায় এবং ঢোড়া সাপ নিধনেও কাজ করে। শামুক ঝিনুক কম পেলে বা ঢোড়া সাপ না পেলে এরা নিজেদের বেঁচে থাকার জন্য তারা মাছের উপরে খাদ্য নির্ভর হয়ে পড়ে। #গুইসাপ/গোসাপ, #চা...
দাবদাহে তাপ, পানি,খাদ্য ও এমোনিয়া ব্যবস্থাপনা। Temperature,water,feed,ammonia control in drought!
zhlédnutí 10KPřed 2 měsíci
প্রচন্ড খরা কিংবা দাবদাহের সময় পুকুরে বিভিন্ন ধরনের অসুবিধা দেখা যায়। -তাপের কারণে অক্সিজেন ধারণ ক্ষমতা কমে যায় -মাছের খাদ্য গ্রহনে বিঘ্ন ঘটে ; -অ্যামোনিয়া টক্সিসিটি হয়ে মাছ মারা যায় ; তাই দাবদাহের সময়ে পরিস্থিতি মোকাবিলা করার জন্য যা আমাদের করা উচিত - -শুখনা মৌসুমেই পুকুরের গভীরতা বাড়িয়ে দেওয়া; গভীরতা বাড়াতে না পারলে পানি বাড়িয়ে দিয়ে পানির উচ্চতা বাড়ানো, -প্রতিদিন অল্প অল্প করে ...
পুকুরে শীত কালীন পরিচর্যা। Management in winter in pond। Abeed Lateef
zhlédnutí 4,4KPřed 5 měsíci
শীতকালে পুকুরের পরিচর্যার মধ্যে জুওপ্লাংক্টনের অস্তিত্ব রক্ষা ও বংশ বৃদ্ধির জন্য রাইস ব্রান বা কাচা গোবর গুলিয়ে দেয়া উচিত। সেই সাথে পুকুরের পাড় সংলগ্ন অপ্রয়োজনীয় ঘাস, অন্যান্য উদ্ভিদ সড়িয়ে ফেলে পুকুরের পুষ্টি পদার্থ শোষণ রোধ করে যথেষ্ঠ ফাইটোপ্লাংক্টন তৈরি হবার সুযোগ দিতে হবে। #পুকুরের_শীতকালীন_পরিচর্যা, #abeed_lateef
চিটাগুড় কি এমোনিয়া নিয়ন্ত্রণ করতে পারে? Can molasses control ammonia? Abeed Lateef
zhlédnutí 12KPřed 6 měsíci
অনেকের ধারণা যে পুকুরে প্রয়োগকৃত চিটাগুড় অথবা মলাসেস অ্যামোনিয়া সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে কিনা। ব্যাপারটা ঠিক সেরকম নয়। আমি যে কারণে প্রয়োগ করতে বলি সেটা হচ্ছে চিটাগুর অথবা মোলাসেস প্রয়োগ করলে পুকুরের মধ্যে পানিতে যে হেটেরোট্রফ ব্যাকটেরিয়া যারা নিজেদের খাবার তৈরি করতে পারে না সেগুলি শক্তি সঞ্চয় করে অ্যামোনিয়াকে ভেঙে ফেলে পুষ্টি পদার্থে রূপান্তরিত করে মাছের ব্যাপক খাদ্য তৈরিতে সহায়তা ক...
পুকুরের পানির রঙ কালো:আলোচনা। Colour of pond water turns black: Discussion #Abeed Lateef
zhlédnutí 13KPřed 7 měsíci
পুকুরের পানির বর্ণ কালো হয়ে গেলেই যে মারাত্মক একটা খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে সেটা ঠিক নয়। যেমন পুকুরে এসিড তৈরি হলে, মলমূত্রের পরিমাণ বেড়ে গেলে অথবা জুও প্লাংকটন এর ডিম তৈরি হলে উপরের স্তরের কালচে সর দেখা যায়। এমতাবস্থায় প্রকৃত অবস্থা বুঝি নেওয়াটা বুদ্ধিমানের কাজ। #পুকুরের_পানি_কালো, #Black_water_of_pond, #abeed_lateef,
প্রাকৃতিক খাদ্য কণা ছাকনির রুপ এবং খাদ্য সংগ্রহ কৌশল। Natural feed in take। #Abeed Lateef
zhlédnutí 2,4KPřed 7 měsíci
অনেকে বলে থাকেন হাতে বানানো খাদ্য কিংবা প্রাকৃতিক খাদ্য কণা মাছ সংগ্রহ করার সময় অনেক খাদ্য হারিয়ে যায় কিংবা পানিতে ভেসে যায় অথবা কাঁদার নিচে লুকিয়ে থাকতে পারে তাতে খাদ্যের একটা অংশ নষ্ট হয়ে যায় অথবা পরবর্তীতে পরিবেশ দূষিত করে। কিন্তু আল্লাহতালা মাছকে খাদ্য সংগ্রহ করার জন্য যে মেকানিজম তৈরি করে দিয়েছেন তাতে বড় খাদ্য কনা তো দূরে থাক অনেক ব্যাকটেরিয়া পর্যন্ত আটকে পড়ে যায় এবং সেগুলি মাছ...
১ কেজি ব্রুড মাছ থেকে ৪-৫ কেজি মাছ করা সম্ভব কিনা! Larger fish from smaller brood! #Abeed Lateef
zhlédnutí 11KPřed 10 měsíci
অনেক চাষী ভাই মনে করেন যে ব্রুড মাছ ছোট হলে তার থেকে নেওয়া রেনু থেকে নেয়া পোনা বড় হবে কিনা। এই ধারণাটা সঠিক নয়। কারণ যে কোন প্রাণীর একটা বয়স চলে আসলে প্রজনন ক্ষমতা তৈরি হয়। সে ক্ষেত্রে এক জোড়া ব্রুড যদি এক কেজি ওজনের হয় তাহলে সেখান থেকে নেওয়া রেনু থেকে ধানি বা পোনা ঠিকমতন পরিচর্যা করলে অবশ্যই বড় হয়। সবাইকে ধন্যবাদ। #ছোট_ব্রুডের_থেকে_বড়_মাছ, #larger_fish_from_smaller_brood, #Abeed_La...
দাবদাহে পুকুর/মাছের অবস্থা এবং করণীয়। Condition of fish and pond during drought and to do! #Abeed
zhlédnutí 18KPřed rokem
যখন প্রচন্ড তাপদাহ শুরু হয় তখন পুকুরের পানির তাপমাত্রা বেড়ে যায় সেই সময়ে দ্রুত অক্সিজেনের পরিমাণ খুব কম হয়ে যেতে থাকে। উচ্চ তাপমাত্রার জন্য পানির মধ্যে কার আন্তঃআণবিক ক্ষেত্রে অত্যন্ত সংকুচিত হয়ে যায় সেই কারণে অক্সিজেনের দ্রবীভূত অবস্থায় টিকে থাকার সম্ভাবনা টা কমে আসে; সেই সাথে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে একটা অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এই অবস্থায় অতি তাপের কারণে অ্যামোনিয়া আয...
পুকুর সংস্কার, শামুক হ্রাস!
zhlédnutí 6KPřed rokem
পুকুরের পানি যখন কমে যেতে থাকে তখন পুকুরের পাড় সংস্কার, শামুক হ্রাস বা তলা সমান করার কাজ গুলি শ্রমিক লাগিয়ে করা যেতে পারে।
জাতীয় সঞ্চয়, শীত কালীন পরিচর্যা, ঘাস ব্যবহারে পেরিফাইটন/মাছের খাদ্য যোগান দেয়া
zhlédnutí 10KPřed rokem
পুকুরের সব সময় কিছু না কিছু পরিচর্যা করার সুযোগ থাকে যেটা পুকুর পাড়ে কিংবা হাতের কাছে এমন কতগুলি জিনিস যেটা আমরা ব্যবহার করে মাছের খাদ্যের যোগান দিতে পারি। পুকুরের পাড়ে খড়ের অবশিষ্ট অংশ যেটা দিলে মাছের খাদ্য তৈরি হতে পারে। পুকুরের পাড়ে গজিয়ে ওঠা ঘাস যেখানে সাপের আশ্রয়স্থল হিসেবে কাজ করে সেটাকে যদি আমরা পরিষ্কার করে পুকুরের মধ্যে ফেলে দিই তাতে এই ঘাসের গায়ে পেরিফাইট জমা হয়ে মাছের খাদ্য ...
শতকে মাছের উৎপাদন ক্ষমতা কত?শতকে মাছের ধারণ ক্ষমতা কত? অক্সিজেন চাহিদা কত? অধিক ঘনত্বে খাদ্য চাহিদা।
zhlédnutí 49KPřed rokem
প্রতি শতকে মাছের উৎপাদন যদি পদ্ধতিগতভাবে করা যায় অর্থাৎ আংশিক আহরণ সাপেক্ষে মাছ চাষ করা যায় তাহলে ৬০ থেকে ৭০ কেজি পর্যন্ত মাছ উৎপাদন করা যেতে পারে। মাছের অক্সিজেন চাহিদা প্রতি কেজিতে ঘন্টায় 200 থেকে ৫০০ মিলিগ্রাম । এই হিসাবে ২৪ ঘণ্টায় মাছের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন প্রায় ৫-৮ লিটার পর্যন্ত ব্যবহৃত হতে পারে। একক জায়গায় মাছের ধারণ ক্ষমতা বলে একটা ব্যাপার আছে যেটা চূড়ান্ত মাত্রায় ৩৫-...
ধানের আটায় আমিষ %।খাদ্য হিসাবে ধানের আটা: খাদ্য মূল্য বনাম বাজার মূল্য। মাছের খাদ্যে ধানের আটা
zhlédnutí 21KPřed rokem
মাছের খাদ্যের দূর্মুল্যের বাজারে দিশেহারা চাষী খাদ্য কেনার কথা ভাবতেই পারছেন না। এমন অবস্থায় অনেকেই ধানের আটা তৈরি করে মাছকে খাওয়াতে বাধ্য হচ্ছেন। আর সাথে সাথে ভাবছেন যে ধানের আটায় বোধ হয় একটা মাত্রায় আমিষ আছে। যা মাছের দেহ গঠনে সহায়তা করবে। কিন্তু প্রকৃতপক্ষে ১০০ কেজি ধানের মধ্যে এক পারসেন্ট আমিষও নাই। যারা আমিষের ধারণায় ধানের আটা খাওয়াচ্ছেন তাদের ধারণাটা সঠিক নয়। তবে আপাতত: মাছের দেহ...
খড়ের বিকল্প খড়ের ভুষি/ ধানের চিটা!মাছের খাদ্য+প্রাকৃতিক খাদ্যের যোগান। Straw-Natural food,feed
zhlédnutí 29KPřed rokem
পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য আমরা খড় প্রয়োগের কথা বলি। এই খড় যেমন মাছের খাদ্য হিসেবে, খাদ্যের উৎস হিসেবে এবং এর নির্যাস ফাইটোপ্লানকটন এবং জু প্লাঙ্কটন তৈরির কাজে ব্যবহৃত হয়ে থাকে। তেমনি ভাবে ধান মারানোর সময় খড়ের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে যেগুলি সারের গর্তে ফেলা হয় অথবা পুড়িয়ে ছাই করা হয়। এইগুলি যদি আমরা জমা করে পরিমিত পরিমাণে পুকুরে প্রয়োগ ...
পর্ব ৩৯৫: এ্যামোনিয়া টক্সিসিটিতে চুন দেয়া যাবে কিনা, প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য ডোজের বিরতি কাল।
zhlédnutí 12KPřed rokem
পর্ব ৩৯৫: এ্যামোনিয়া টক্সিসিটিতে চুন দেয়া যাবে কিনা, প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য ডোজের বিরতি কাল।
পর্ব ৩৯৪: বায়োফ্লক:পুকুরে নাকি ট্যাংকে! মাছ চাষের উপর বই! সবুজ শেওলা দমনে তুতে!। Abeed Lateef
zhlédnutí 6KPřed rokem
পর্ব ৩৯৪: বায়োফ্লক:পুকুরে নাকি ট্যাংকে! মাছ চাষের উপর বই! সবুজ শেওলা দমনে তুতে!। Abeed Lateef
শামুক/গেরির আমিষ, উপস্থিতি, সমস্যা, নিরসনের উপায়। Abeed Lateef
zhlédnutí 12KPřed rokem
শামুক/গেরির আমিষ, উপস্থিতি, সমস্যা, নিরসনের উপায়। Abeed Lateef
পর্ব ২৯৩: কৈ মাছের সেমাইয়ের মত মল, কয় জাতের রেনু এক সাথে ছাড়া যাবে, শিং মাছের খাদ্য তৈরি
zhlédnutí 6KPřed rokem
পর্ব ২৯৩: কৈ মাছের সেমাইয়ের মত মল, কয় জাতের রেনু এক সাথে ছাড়া যাবে, শিং মাছের খাদ্য তৈরি
কার্প ফ্যাটেনিং। দুই ধাপে কার্প ফ্যাটেনিং। হাতে বানানো মাছের খাবার।
zhlédnutí 25KPřed rokem
কার্প ফ্যাটেনিং। দুই ধাপে কার্প ফ্যাটেনিং। হাতে বানানো মাছের খাবার।
ধানী পোনার শত্রু: কানি বক আর রাত চড়া। শিকারী পাখি।শিং মাগুর আর তেলাপিয়া মাছের হিসাব মিলে না কেন!
zhlédnutí 8KPřed rokem
ধানী পোনার শত্রু: কানি বক আর রাত চড়া। শিকারী পাখি।শিং মাগুর আর তেলাপিয়া মাছের হিসাব মিলে না কেন!
পর্ব ২৯২: ধান ক্ষেতে গ্রাস কার্প, ধান ক্ষেতে পানির গভীরতা, ধান ক্ষেতে চুন প্রয়োগ, রেনু না ধানী!!
zhlédnutí 10KPřed rokem
পর্ব ২৯২: ধান ক্ষেতে গ্রাস কার্প, ধান ক্ষেতে পানির গভীরতা, ধান ক্ষেতে চুন প্রয়োগ, রেনু না ধানী!!
পর্ব ২৯১: মাছের খাদ্য খিচুড়ি, মাঝ পুকুরে পরিচর্যা, কার্বন সোর্স খড়, শীতে পুটির পরিচর্যা,
zhlédnutí 10KPřed rokem
পর্ব ২৯১: মাছের খাদ্য খিচুড়ি, মাঝ পুকুরে পরিচর্যা, কার্বন সোর্স খড়, শীতে পুটির পরিচর্যা,
সুপার কার্প ফ্যাটেনিং।১৪kg কাতলা,৬ kg রুই ,১৮ kg বিগহেড। হাতে বানানো খাবার। আবেদিয়ান পরিচর্যা
zhlédnutí 62KPřed rokem
সুপার কার্প ফ্যাটেনিং।১৪kg কাতলা,৬ kg রুই ,১৮ kg বিগহেড। হাতে বানানো খাবার। আবেদিয়ান পরিচর্যা
কচুরি পানার সদ্ব্যবহার/মাছের প্রাকৃতিক খাদ্যের উৎস/মাছের প্রাকৃতিক খাদ্য/মাছের প্রকৃত স্বাদ
zhlédnutí 41KPřed rokem
কচুরি পানার সদ্ব্যবহার/মাছের প্রাকৃতিক খাদ্যের উৎস/মাছের প্রাকৃতিক খাদ্য/মাছের প্রকৃত স্বাদ
পর্ব ২৯০:প্রবায়োটিক ব্যবহার, টেংরার রেনু/ধানির আমিষ চাহিদা, DAP নাকি TSP ভাল, সিদ্ধ ব্রান নাকি আতপ।
zhlédnutí 13KPřed rokem
পর্ব ২৯০:প্রবায়োটিক ব্যবহার, টেংরার রেনু/ধানির আমিষ চাহিদা, DAP নাকি TSP ভাল, সিদ্ধ ব্রান নাকি আতপ।
পর্ব ২৮৯: পুকুরের সাইজ ভেদে এরেটর, কলাপাতা দেবার পদ্ধতি, বাটা মাছের গভীরতা,
zhlédnutí 7KPřed rokem
পর্ব ২৮৯: পুকুরের সাইজ ভেদে এরেটর, কলাপাতা দেবার পদ্ধতি, বাটা মাছের গভীরতা,
পর্ব ২৮৮: একক চাষে পরিচর্যা, পোল্ট্রি মিল ও ফিদার মিল। Management। Poultry meal feather meal।#Abeed
zhlédnutí 7KPřed rokem
পর্ব ২৮৮: একক চাষে পরিচর্যা, পোল্ট্রি মিল ও ফিদার মিল। Management। Poultry meal feather meal।#Abeed
পর্ব ২৮৭: ডিওআরবিতে তেল, উদ্ভিজ আমিষ নষ্ট হবার সময়। Oil in DORB, Life of plant protein।Abeed Lateef
zhlédnutí 6KPřed rokem
পর্ব ২৮৭: ডিওআরবিতে তেল, উদ্ভিজ আমিষ নষ্ট হবার সময়। Oil in DORB, Life of plant protein।Abeed Lateef
মাছের খাবার সংরক্ষণ কাল, হজম-আত্মীকরণ ও ভিটামিন মিশানো।Preservation of feed, Assimilation & Vit. mix
zhlédnutí 9KPřed rokem
মাছের খাবার সংরক্ষণ কাল, হজম-আত্মীকরণ ও ভিটামিন মিশানো।Preservation of feed, Assimilation & Vit. mix

Komentáře

  • @aksirbhuiyan7292
    @aksirbhuiyan7292 Před dnem

    সালামুআলাইকুম আমার একটা প্রশ্ন কোন মাটিতে কি মাস সারতে হবে এটা আমি টেস্ট করুম কিভাবে দয়া করে আমার একটু জানাবেন

  • @brightgalaxy1678
    @brightgalaxy1678 Před 5 dny

    Chun megla akash thakle dewa jabe ki na janaben

  • @dilipkumarpal9188
    @dilipkumarpal9188 Před 6 dny

    Sir apni west Bengal e konodin esechen

  • @salmanjr2510
    @salmanjr2510 Před 7 dny

  • @Dr.Mahfuz-v2m
    @Dr.Mahfuz-v2m Před 7 dny

    Molases ki sorasori pokure dibo??

  • @SuhagHosen-s3s
    @SuhagHosen-s3s Před 8 dny

    এইটা দেওয়ার পরে কি মাছকে খাবার দিতে হবে না 😅

  • @a.kmahmud5238
    @a.kmahmud5238 Před 8 dny

    স্যার কাটাই জিনিস টা কি জানাবেন প্লিস

  • @tufailtufail8641
    @tufailtufail8641 Před 8 dny

    নাইস

  • @Dr.Mahfuz-v2m
    @Dr.Mahfuz-v2m Před 8 dny

    100 sotok pokure e carpfatining korte casci. 1 kg pic line e 950 pic dite casci( Roi 450, Katol 155, silver 15, Bighed 15, Glasscarp 6,Bloodcarp 3,Mrigel 300, citol 6 ) 4 mas por 350 pice othai nite casci(Roi 150, katol50, Mrigel 150, Eta ki experiment korbo apnar healp chasci. Ami Dr.Mahfuz. Naogaon distric.

  • @dilipkumarpal9188
    @dilipkumarpal9188 Před 9 dny

    Sir ei katla ekok chas niye kindly ekta video korun karon apnar ei video gulo je ki bhabe specially ami upokrito seta bole bojate parbo na ami ekjon graduate ebong MBA kora Chele chakri chere Mach chas niye achi so pl katla ekok chas ta amar jonno ekta Birat kichu hobe ami west Bengal er bashirhat theke apnar video gulo follow kori

  • @user-yt3yl7sp1g
    @user-yt3yl7sp1g Před 9 dny

    সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ কেমন আছেন দোয়া করি আল্লাহ আপনার শারীরিক মানসিক সব দিক দিয়ে ভালো রাখুক নেক হায়াত দান করুক আর আমার কথা হল পুকুরে ইয়ারিটল ব্যবহার করে মোলাসের সপ্তাহ বাদ করে করে দিয়ে মাছ চাষ করলে পুকুরে এক্সটা কোন জিও লাট বা অন্য কিছু ব্যবহার করতে হবে

  • @viky9281
    @viky9281 Před 9 dny

    স্যার পুকুরে সব সময় ২ ৩ ta গুই সাপ দেখা যাচ্ছে ,পুকুরে পোনা চাষ করি , এতে কোনো সমস্যা হবে ?

  • @user-uc7ll3bt2z
    @user-uc7ll3bt2z Před 10 dny

    apnar contac nmbr ta aktu dan

  • @rezahanif604
    @rezahanif604 Před 10 dny

    আস্সালামুআলাইকুম স্যার, আমার পাবদা মাছের পিটে এবং লেজে গা হয়েছে আজকে ১০ ১২ টা মাছ মারা গেছে লবন মুলাসেছ দিয়েছি এখন কি অপেক্কা করবো?

  • @pankajhalder4537
    @pankajhalder4537 Před 11 dny

    maa b,.

  • @MdHossain-wn9ts
    @MdHossain-wn9ts Před 11 dny

    আসসালামু আলাইকুম স্যার,২ টি ঘের আছে ৪ বিঘা ও ৬ বিঘা, ঘেরের পানি হল লবন, এই লবন পানিতে আমি কি কি মাছ ছাড়তে পারব?

  • @skyeducation21
    @skyeducation21 Před 11 dny

    তাহলে স্যার পানিতে যে বস্তুগুলো অবশিষ্ট রয়েছে সেগুলো কি মাছের খাবারের মত পুষ্টি দ্রব্য রয়েছে

  • @milonrashid9176
    @milonrashid9176 Před 11 dny

    চিনি কি ভাবে দিব

  • @alaminfakir4989
    @alaminfakir4989 Před 11 dny

    গ্লাসকাপ মাছ দিলে কি খতি হবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059 Před 11 dny

      মোল্টিং এর সময় খেয়ে ফেলবে।

    • @alaminfakir4989
      @alaminfakir4989 Před 10 dny

      @@abeedlateef8059 ৫০ শতকে ৭ পিচ গ্রাসকাপ মাছ দিছি এত খতি হবেনাকি স্যার

  • @powerdance4327
    @powerdance4327 Před 11 dny

    DORB এটা কি খাবার, ব্রান কি , একটু বুঝিয়ে বলেন

  • @md.sumon88
    @md.sumon88 Před 12 dny

    আমর মতো কে কে কমেন্ট পরতে আইছো

  • @jamilmohammad8483
    @jamilmohammad8483 Před 12 dny

    বাংলাদেশের প্রেক্ষাপটে মৎস্য চাষ বিষয়ে আপনি কিংবদন্তী হয়ে থাকবেন স্যার ! বারাকাল্লাহ ফিক্ হায়াতিহি ওয়া রিজকিহি !!!

  • @md.sumon88
    @md.sumon88 Před 12 dny

    স্যার আসসালামু আলাইকুম❤ স্যার আপনার বিডিও আমি সব সময়ই দেখি অনেক অজানা কথা জানতে পারি আমরা উপকৃত হই তার জন্য আপনার জন্য আল্লহর কাছে দোয়া করি আপনাকে আল্লহ জেনো নেক হায়াত দান করুর 🥰 স্যার আমাকে একটা হেল্প করবেন প্লিজ প্লিজ আমি একক গ্লাস কারপ মাছ চাস করবো 6 পারছেন্ট গাস দিবো সমপূরক খাদ্য দিবো 1 পারছেন্ট জেতে গ্লাস পারপের গোরত বালো আসে ❤ কি কি উপদান দিয়ে বানিয়ে দিলে ২৫ পারছেন্ট আমিস হবে প্লিজ প্লিজ প্লিজ প্লিজ স্যার উপদান গুলো একটু বল্লে উপকৃত হতাম আমি সব সময়ই গ্লাস পকারপ মাছ একক চাস করবো উত্তরের অপেক্ষা থাকবো ❤❤❤

  • @BaharAlam-ds7oy
    @BaharAlam-ds7oy Před 12 dny

    সার গ্যাসকাপ মাছ একক চাষের জন্য সতক পতি কয় পিচ মাছ দিব আর অন্য অন্য মাছ কি পরিমান দেব। সার দয়া করে জানাবেন। সার আপনাকে ধন্যবাদ।

  • @TanmayMondal-m4k
    @TanmayMondal-m4k Před 12 dny

    Laylon tika 2to 3tay koray morchay ki korbo

  • @user-dw1di1xf6k
    @user-dw1di1xf6k Před 12 dny

    West Bengal theke bolchhi. Sir, boyos r size anujayi indian major carp er body weight anujayi khabarer porimaner percentage koto hobe? Please bolun. Amar anek upakar hobe.Paren jodi apna whatsapp number ta diben.

  • @user-fh1ef3ev5e
    @user-fh1ef3ev5e Před 12 dny

    তিন কাটা মাটির পুকুরে মিশ্রণ মাছের সাথে গাছ কাপ কয় পিস দিতে পারব প্লিজ রিপ্লাই করুন ❤❤

  • @BaharAlam-ds7oy
    @BaharAlam-ds7oy Před 12 dny

    সার আমার পাফদা মাছের পুকুরে প্রতি মাসে চুন,লবন,চিনি এই গুলো ব্যাবহার করলে মাছের জন্য আর কোন ঔষধ দেবকি সার। ধন্যবাদ সার আপনাকে

  • @soumenjana9975
    @soumenjana9975 Před 13 dny

    Diner bela sar dkha jay rate thake na aur kam kno hoy . Pata pare khub

  • @RezaulIslam-yv8bc
    @RezaulIslam-yv8bc Před 13 dny

    ধন্যবাদ স্যার অসাধারন আলোচনা

  • @MDHIRA-xx9pe
    @MDHIRA-xx9pe Před 13 dny

    আসসালামুয়ালাইকুম স্যার ,, স্যার আমার 210শতকের ফিশারি আমি চাচ্ছি পাঙ্গাস চাষ করতে কিন্তু স্যার আমার ফিশারি টা বিলের পাশে পর্যাপ্ত পরিমাণের দল আছে, পাঙ্গাস মাছ কি দোল পচা খায়, উত্তরটা জানার স্যার খুবই জরুরী,,,

  • @cyanideblast
    @cyanideblast Před 13 dny

    আমার পুকুরে বছর দেড়েক আগে ১-১.৫ ইঞ্চি সাইজের পুটি ছেড়েছিলাম।তো মাছ বড় যেগুলো হয় সেগুলো তুলে খাই,আবার ছোটগুলো বড় হতে থাকে।তো গত মাসের শেষের দিকে পুকুরে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরলাম।সেখানে লক্ষ্য করলাম ২-৩ ইঞ্চি সাইজের বেশ কয়েকটা পোনা উঠলো।আমার জানা ছিল না যে পুটি প্রাকৃতিকভাবে পুকুরে দিম পাড়তে সক্ষম। আমি সেটা খু্ঁজার জন্যই ইউটিউবে এসে আপনার ভিডিওটি পেলাম।এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য।

    • @abeedlateef8059
      @abeedlateef8059 Před 13 dny

      আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

  • @asishbiswas5723
    @asishbiswas5723 Před 14 dny

    এর ভেতরে কি চিটাগুড় দেওয়া যাবে?

  • @md.sumon88
    @md.sumon88 Před 14 dny

    আসসালামু আলাইকুম স্যার কেমোন আছেন স্যার এএক গ্লাস কারপ মাছ চাস (১) সোয়াবিন সুকনো দিবো নাকি (২)পানিতে বিজিয়ে দিলে বালো হবে জানালে উপকৃত হতাম ❤❤

    • @abeedlateef8059
      @abeedlateef8059 Před 13 dny

      শুকনা।

    • @md.sumon88
      @md.sumon88 Před 13 dny

      ধন্যবাদ স্যার ❤️❤️​@@abeedlateef8059

  • @user-fb7mi2kn9m
    @user-fb7mi2kn9m Před 14 dny

    স্যার আমার ৪২ শতাংশ পুকুরে আমি কত পিচ পাঙ্গাস ছাড়তে পারবো? একক চাষ করতে চাচ্ছি প্লিজ রিপ্লে দিবেন স্যার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059 Před 13 dny

      শতকে ২২৫-২৫০ টা দেন।

  • @md.sumon88
    @md.sumon88 Před 14 dny

    স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার ❤ স্যার আমার একটা কথা জানার ছিলো কচুরি পানা দুই দিন বানা কম্পোস্টে রেখে পুকুরে দিলে রুই কাতলা মাছ খাবে কি 🥰 জানালে উপকৃত হতাম

  • @pobitraroy6202
    @pobitraroy6202 Před 14 dny

    স্যার শতকে কি পরিমাণ আটা ও ইউরিয়া সার ব্যবহার করব

  • @kamrulhasan-smaj
    @kamrulhasan-smaj Před 14 dny

    কার্প মাছের পরিবর্তে কি মাছ ব্যবহার করা যায়

    • @abeedlateef8059
      @abeedlateef8059 Před 13 dny

      মাগুর/তেলাপিয়া।

    • @kamrulhasan-smaj
      @kamrulhasan-smaj Před 13 dny

      @@abeedlateef8059 দুঃখিত। জাপানি, হাংরি মাছের পরিবর্তে কি মাছ চাষ করা যায়? কারন, চার মাসে ১ কেজি করার টার্গেট ছিল কিন্তু আমার পুকুরে এত বেশি জাপানি পোনা দিছে, এখন সব মাছ বিক্রি করা ছারা আর কোন উপায় নাই।

    • @kamrulhasan-smaj
      @kamrulhasan-smaj Před 13 dny

      @@abeedlateef8059 দুঃখিত, আমি জাপানি এবং হাংরি মাছের কথা বলতে চেয়েছিলাম/ আমি চার মাসে এক কেজি করার একটি শেড শুরু করেছিলাম কিন্তু জাপানি মাছে এত বেশি পোনা দিয়েছে যে এখন সম্পূর্ণ মাছ বিক্রি করা ছাড়া আর কোন উপায় দেখতেছি না.

  • @RezaulIslam-yv8bc
    @RezaulIslam-yv8bc Před 14 dny

    স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমার একটা প্রশ্ন ছিল দয়া করে উত্তর দিবেন। আমার পুকুরের উত্তর দিকে অনেক বাঁশ ঝাড় আছে,তো পুকুরে যাতে বাঁশের পাতা না পরে এজন্য আমি প্লাস্টিকের টিন দিয়ে ছাউনি দিতে চাচ্ছি এতে কি মাছের কোন সমস্যা হবে স্যার প্লিজ জানাবেন।।

    • @abeedlateef8059
      @abeedlateef8059 Před 13 dny

      পুকুরে রোদ পরতে যেন বাধা না পায়।

    • @RezaulIslam-yv8bc
      @RezaulIslam-yv8bc Před 13 dny

      @@abeedlateef8059 জি, স্যার শুধু উত্তর দিকে দিব ,আর বাকি তিন দিকে খোলা থাকবে।

  • @RezaulIslam-yv8bc
    @RezaulIslam-yv8bc Před 14 dny

    স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমার একটা প্রশ্ন ছিল দয়া করে উত্তর দিবেন। আমার পুকুরের উত্তর দিকে অনেক বাঁশ ঝাড় আছে,তো পুকুরে যাতে বাঁশের পাতা না পরে এজন্য আমি প্লাস্টিকের টিন দিয়ে ছাউনি দিতে চাচ্ছি এতে কি মাছের কোন সমস্যা হবে স্যার প্লিজ জানাবেন।।

  • @md.sumon88
    @md.sumon88 Před 15 dny

    স্যারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জেনো তার নেক হায়াত দান করেন❤

    • @abeedlateef8059
      @abeedlateef8059 Před 13 dny

      আমরা সবার জন্যই দোয়া করি ভাই।

  • @creating-ly7zl
    @creating-ly7zl Před 15 dny

    Nomoskar 🙏 sir.ami West Bengal thek Somnath Das. Apnar protita video ami dekhi , notun notun onek kichu jante pari, thanks for sharing your golden knowledgeable video. Apnar moto manush Aquaculture department k visn vbe proyojon. Apni nijer khewal rakhun sustho thakun vlo thakun ..🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059 Před 13 dny

      May Allah bless you in every aspect of your life. Some people like you who inspire me all time; I always remember them from profound of my heart!!! ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @user-zt6uf7ey6h
    @user-zt6uf7ey6h Před 15 dny

    এরেটর কোথায় পাওয়া যাবে এবং মূল্য কেমন হতে পারে.?? কেউ জানলে জানাবেন দয়া করে.!

  • @manikppa2854
    @manikppa2854 Před 15 dny

    আমার ১০ হাজার পাবদা, ৭শত সাইজের, ২০ শতক পুকুরে ফাইটোপ্লাংক্টন ও জুপ্লাংক্টন/প্রাকৃতিক খাবার তৈরির জন্য ৩ কেজি সরিষার খোল; ১৫ কেজি গোবর; ২ কেজি চিটাগুড; ইউরিয়া-১কেজি; টিএসপি-৫০০ গ্রাম; ইস্ট-২০০ গ্রাম, চালের আটা-৩কেজি; প্রস্তুত করে ক্রমানয় ৩দিন পর পর ব্যবহার করতে চাচ্ছি। কতটা কার্যকর হবে। পুকুরে অক্সিজেনের সমস্যা হবে কি না। ব্যবহার করা ঠিক হবে কি না। সুপরামর্শ চাচ্ছি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059 Před 13 dny

      প্রকৃতি নির্ভর মাছ চাষ গ্রুপের সাথে যুক্ত থাকলে অনেক কিছু জানতে পারবেন।

    • @manikppa2854
      @manikppa2854 Před 13 dny

      @@abeedlateef8059যুক্ত আছি থাকব তাতে সমস্যা নেই কিন্তু উপরোক্ত বিষয় জানা থাকলে বলবেন, উপকৃত হতাম।

  • @md.abujargharami5991
    @md.abujargharami5991 Před 15 dny

    আস সালামু আলাইকুম আশা করি ভাল আছেন সার আমার পুকুরে বাটা মাছ পানির উপরে উল্টো ভাবে ভাসছে এবং কিছু পরেই মারা যাচ্ছে মারা যাওয়া মাছের চোখে ছোটো রক্তের দাগ দেখা যাচ্ছে দয়া করে এর কারণ ও প্রতিকার জানালে উপকৃত হতাম

    • @abeedlateef8059
      @abeedlateef8059 Před 13 dny

      ওয়ালাইকুমুস সালাম। আপনি এন্টিবায়োটিকের কোর্স করান।

  • @MdGias-347
    @MdGias-347 Před 15 dny

    খাবার এর ফর্মুলার লিষ্টটা দিলে খুলশি হতাম

    • @abeedlateef8059
      @abeedlateef8059 Před 13 dny

      মাছের খাদ্যে আমিষ ও মাছের খাদ্যে শ্বেতসার নামে দুইটা ভিডিও আছে সেখান থেকে উপাদান গুলান বুঝেশুনে মেশালেই আপনার কাজ হয়ে যাবে।

  • @RASELKHAN-ey6mk
    @RASELKHAN-ey6mk Před 15 dny

    sir 100 kg macher jonno amara jani boro macher ketre 3 kg kabar holei hoye jay. sei ketre grashkarp 1kg ojoner mach,100 kg macher jonno ki 3 kg gash dile hobe???

  • @rumonwahed5422
    @rumonwahed5422 Před 15 dny

    একক চাষে প্রতি শতাংশে কতগুলো পাংগাস চাষ করা সম্ভব?

  • @rumonwahed5422
    @rumonwahed5422 Před 15 dny

    স্যার খুব সীমিত বাংলা মাছ সহ যদি পাংগাস চাষ করতে চাই তাহলে শতকে কত পিচ পাংগাস দেওয়া যাবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059 Před 15 dny

      ১৪০-৫০ টা পাঙ্গাস সাথে ১০-১২ টা কার্প দিলে ভাল হবে।

    • @md.suhadahmed941
      @md.suhadahmed941 Před 15 dny

      Assalamu alaikum. Bahi per sotoke pani changena kore per sotoke 140 PC pungas hole poti PC 1 kg kore dorle bikry juggo 140 kg poti sotoke utpadon apner dewa ai cultur a ki safe culture hove.❤

  • @rezahanif604
    @rezahanif604 Před 15 dny

    আসসালামু আলাইকুম স্যার, আমার পাবদা মাছের পুকুরে পটাশ দিয়েছি এখন মাছ খুব বেশি নারাছাড়া করতেছে সিলভার মাছ গুলু উপরে এসে খাবার কাচ্ছে এর কারণ কি?

    • @abeedlateef8059
      @abeedlateef8059 Před 15 dny

      পুকুরে কোন পটাশ দিয়েছেন??

    • @rezahanif604
      @rezahanif604 Před 15 dny

      পটাসিয়াম পারমেঙ্গানেট খুচরা কিনেছি ৬০০ টাকা কিলো।৫০শতকে ৪০০গ্রাম।৬ফুট পানি। দেখতে বেগুনি।

    • @rezahanif604
      @rezahanif604 Před 15 dny

      আস্সালামুআলাইকুম স্যার, একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনার সাথে, কালকে পটাশ দিয়েছিলাম এর কিছুক্ষন পর পুকুরের সব মাছ খুব ছুটা ছুটি করছে মনে হচ্ছে নিচের সব খাবার উপরে উঠে এসেছে সিলভার মাছ গুলু পানির ১ইঞ্চি নিচে খাবারখাচ্ছে পাবদা মাছ পানির উপরে লেজ দিয়ে বাড়ি মারছে , আর একটা বিষয় সে টা হলো মাছের পেটের অনেক খাবার মল হিসেবে বের করে দিয়েছে, সন্ধ্যা বেলা আবার সব খেয়ে নিয়েছে এবং খাবার খুব তাড়া তারি খেয়েছি। সব মিলিয়ে খুব উপভোগ করলাম। ধন্যবাদ স্যার আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবাহানাহতালা আপনার কাজ গুলু কবুল করুক।