মাছের খাবারে সরিষার খইল কি নিষিদ্ধ নাকি হারাম!Is Mastard oil cake harmful or restricted?Abeed Lateef

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2021
  • We can feed mustard oil cake as a source of protein in fish diet.
    But mustard oil cake contains an anti-nutrient ingredient which is natural MARSH GAS (Allyl Hydrogen Thiocyanate or HCN).
    It causes adverse reactions when the fish take as feed and causes anorexia.
    In order to get rid of this condition, Mastard oil cake has to be soaked for 48 hours or boiled for 2-5 hours.
    I have described here how a farmer can soak the Mastard oil cake and feed it step by step.
    Thanks everyone.
    #সরিষার_খইল, #মাছের_খাদ্যে_আমিষ,
    #Proteininfish feed, #Mastardoilcake, #fishfeed,
    #AbeedLateef, #AbedLatif
    #উদ্ভিজআমিষ, #সরিষারখইল, #মাছেরখাদ্যেরআমিষ, #রুইকাতলামাছের খাবার, #মাছেরখাদ্য,
    মাছের খাদ্যে আমিষের উৎস হিসাবে সরিষার খইল খাওয়াতে পারি।
    কিন্তু সরিষার খইল এর মধ্যে একটা পুষ্টি বিরোধী উপাদান থাকে যেটা হচ্ছে প্রাকৃতিক MARSH GAS (এলাইল হাইড্রোজেন থায়ো সায়ানেট বা HCN)।
    এটি মাছের পেটে খাদ্য হিসাবে টাটকা অবস্থায় গেলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং মাছের ক্ষুধামান্দ সৃষ্টি করে।
    এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য খইলকে হয় ৪৮ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে নয়ত ২-২'৫ ঘণ্টা জ্বাল দিতে হবে।
    আমি এখানে একজন চাষী কিভাবে খইল ভিজিয়ে পর্যায় ক্রমিক ভাবে খাওয়াবেন সেটিই বর্ণনা করেছি।
    সবাইকে ধন্যবাদ।
  • Věda a technologie

Komentáře • 474

  • @tapashroy7598
    @tapashroy7598 Před 3 lety +7

    ধন্যবাদ ‍স‍্যার 🙏 আপনার দেওয়া পরামর্শে 50%খইল 48ঘণ্টা ভিজিয়ে 15%গমের ভুসি 20%দেশি ব্রাণ 10%খেসেরি 5%এংকর মিসিয়ে100কেজি খাবার বানিয়ে দিচ্ছি র্কাপমিশ্র চাষে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety +4

      এক দম ঠিক আছে।

    • @tapashroy7598
      @tapashroy7598 Před 3 lety

      @@abeedlateef8059 🙏🙏

    • @user-tr7wb2pc6x
      @user-tr7wb2pc6x Před 2 lety

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার। স্ক্রীনশট করে রাখলাম।

    • @lijaakther4359
      @lijaakther4359 Před rokem

      Tapash roy দাদা, আপনি যে ১০০ কেজি খাবারের তালিকা দিলেন,সেটা কত মাছকে খাওয়ান,এবং এই ১০০ কেজি কি একদিনে খাওয়ান এইভাবে প্রতিদিন নাকি, ভাগ ভাগ করে কিছুদিন পর পর,,দয়া করে বিস্তারিত জানাবেন,উপকৃত হবো

    • @lijaakther4359
      @lijaakther4359 Před rokem

      দেশী ব্রান গমের ভূশি এগুলা কি ভিজিয়ে রাখেনআঘে, নাকি যেদিন চিটাবেন সেদিন ভিজানো খৈলের শাথে দিয়ে মিসাই দেন জানাবেন

  • @shaktipadadas9080
    @shaktipadadas9080 Před 3 lety +6

    স্যার আপনার প্রত্যেকটে কথা আমাদের কাছে মূল্যবান। ধন্যবাদ দিলে আপনাকে ছোট করা হবে। উপরওয়ালা চ
    কে তিনি যেন আপনাকে সুস্থ রাখেন।

  • @raselmiah133
    @raselmiah133 Před rokem +1

    এত তথ্য নির্ভর পরামর্শ আমি অন্য কারো কাছে পাইনি স্যার। আপনাকে অসংখ ধন্যবাদ।

  • @md.alammehedihossain7996

    স্যার, আমি নতুন চাষি। শিক্ষকতা করি। বয়স ৫৭ বছর ৮ মাস। আপনার ভিডিও দেখে মাছ চাষ করতে উৎসাহিত হয়েছি। পুকুরের পরিমাণ ২০০ শতক। পানি গড়ে ২ ফুট। স্যালো মেশিন দিয়ে পানি দিয়ে আর পারছি না। কাতলা ৪০০, সিলভার ৪০০, রুই ৪০০, মৃগেল ৪০০, জাপানি কারফিউ ৪০০ মোট ২০০০টি=২৮০কেজি মাছ দিয়েছি।আপনার পরামর্শ বড়ই প্রয়োজন। আসসালামু আলাইকুম।

  • @mdmarufhossain2065
    @mdmarufhossain2065 Před 3 lety +4

    আমি জল ফুটিয়ে সরিষার খৈল দু- তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখে সরিষার খৈল ব‍্যবহার করি। এখনো পর্যন্ত মাছের বৃদ্ধি যতেষ্ট ভালো বলেই মনে হয়।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety +1

      এক দম সঠিক পদক্ষেপ।

    • @MdMasud-of5jt
      @MdMasud-of5jt Před 3 lety

      স্যার বয়লার মুরগির বৃষ্টার ব্যাপারে কিছু বলুন

    • @joysarkar7109
      @joysarkar7109 Před 2 lety

      স্যার আমি শুধুমাত্র সরিষার খৈলকে 48 ঘণ্টা ভিজিয়ে রেখে কার্প ও দেশি সিং মাগুর মাছকে খাদ্য হিসাবে খাওয়াতে পারবো কি,কেননা আমাদের এখানে গমের আটা,ভুট্টা, মটর চুনি ছাড়া তেমন কিছুই পাওয়া যায় না,আর ওগুলোতে খুব ভেজাল মেশানো তাই বললাম স্যার

  • @abulbashar9962
    @abulbashar9962 Před 3 lety +8

    আসসালামু আলাইকুম স্যার। শত্রুরা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারছে প্রায় সময়ই।আমার পুকুরেও ৪/৭/২১ তারিকে দিয়েছে,পরবর্তী সময় দিলে তৎক্ষণাৎ আমাদের করণীয় কি যাতে করে আমরা মাছকে কিছুটা হলেও বিষ মুক্ত করতে পারি। এমন প্রশ্ন আমাদের সকলের মাঝে জানতে পারলে সবাই উপকৃত হতাম স্যার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +2

      চুন প্রয়োগ করে তলা নাড়িয়ে দেন।
      😭😭😭😭😭

  • @user-lz1jw3fc6l
    @user-lz1jw3fc6l Před rokem

    Sir please belive me rat du tai ghum vangla tokhon apner vedio dekhi aiotostho korar sesta kori.thanks shaheen

  • @jayedhasansheikh92
    @jayedhasansheikh92 Před rokem +1

    আসসালামু আলাইকুম সার,,,আসা করি ভালো আছেন,আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন,,,সার কচুরিপানার পুকুরে বাংলা মাছ চাষ করলে কি মাছের গোরোধ হবে,

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      পানা পরিষ্কার সাপেক্ষে যদি ঠিক মতন পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই ভালো হবে।

  • @satyagopaldas5141
    @satyagopaldas5141 Před 3 lety +7

    স্যার আপনার আশীর্বাদেই আমাদের মাছ চাষের চলার পথ আরও সুগম হোক। আপনি ভাল থাকুন সুস্থ থাকুন ,আমাদের হৃদয়ে থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন।

    • @mafugur6944
      @mafugur6944 Před 3 lety

      চ্যার আমার ৩০ডিসিম জাগায় মাচ্যচ চাষ মাচের সকা ৯ হাজার মিরকা ২ বছর এখনও মাচ্য ১০০ গ্রাম ধোনিব খলি ৫ কেজি দি মাচ্য বলে না উপাই কি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety +5

      আল্লাহ্ আপনাদেরকেও মঙ্গল করুন।

  • @HafizurRahman-yu2ud
    @HafizurRahman-yu2ud Před rokem +1

    স্যার আমি আপনার চ্যানেলে নতুন আমি ছোট একটা পুকুরে মাছের রেনু দিয়েছি আমর রেনুর বয়স 14 দিন এখনও পর্যন্ত শুধু সরিষার খৈল খাবার হিসেবে ব্যবহার করছি । আমি জানতে চাচ্ছি সরিষার খৈল ছাড়া অন্য কোন খাবার দেওয়া যাবে কি ধন্যবাদ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem +1

      কোম্পানির তৈরি পাউডার খাবার ব্যবহার করতে পারেন।
      খরচ কমানোর জন্য সরিষার খইল খুবই ভালো।

  • @viky9281
    @viky9281 Před 6 měsíci +1

    স্যার যতবারই আমি বেশি পানি প্রয়োগ করি তাতে খুব বেশি তরল হয়ে যায় যা DORB সাথে মেশানো কঠিন করে তোলে। ভিজানোর সময় পানির পরিমাণ টা কি হবে? 1 বাল্টি খোল দিল কি 2 বাল্টি পানি না বেসি দিবো?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 6 měsíci +1

      ভেজানোর মতন করে দিলেই হবে।

  • @NasirUddin-gh2hw
    @NasirUddin-gh2hw Před 3 lety +2

    ধন্যবাদ ওস্তাদজী আমাদের এলাকায় এই খৈল পাওয়া যায় 😍

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety +1

      তাহলেতো মুস্কিল আসান হয়ে গেল ইনশাআল্লাহ।

  • @mohammedasaduzzaman7592

    খুব ভালো লাগলো।
    আপনার উপস্থাপন এবং পরামর্শ আমি অত্যন্ত গুরুত্বসহ পরিপালন করে থাকি।
    নিরাপদে থাকবেন ।
    সুস্থ থাকবেন ।
    ধন্যবাদ সহ,
    মোহাম্মদ আসাদুজ্জামান
    ব্যাংক এক্সিকিউটিভ (অব)।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
      চর্চা করতে থাকুন তাহলে অবশ্যই একটা লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ।
      আমি সবসময় চাইতাম যে দেশের শিক্ষিত জনগোষ্ঠী মাছ চাষে এগিয়ে আসুক তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আমার মনের আশা পূরণ হয়েছে আরো হবে।
      💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @MrSoumyajee
    @MrSoumyajee Před 2 lety

    Apni khubi darun information dia thaken, Thank you Sir , ami Sarse Khol vejanor 24-48 ghanta por oi Mixture a Chita Gur, DoB misia pukure Diti pari.. ?? Janale Upokrito hotam.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      চিতাগুর দেবার দরকার নাই।

  • @mustakahmmed7787
    @mustakahmmed7787 Před 3 lety

    স‍্যার আপনার পরামর্শ আমাদের মাছচাষের উন্ত দরা অব‍্যাহত থাকবে,আপনার সুস্থা কামনা করছি, আর একটা কথা সয়াবিন কিভাবে ব‍্যাবহার করব জানালে উপকৃত হব।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety +1

      পাউডার করে মিশাবেন।

  • @sunandanmukherjee5426
    @sunandanmukherjee5426 Před 3 lety +2

    অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমার প্রণাম গ্রহণ করবেন🙏🙏🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety

      😍😍😍♥️♥️♥️

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety

      আপনাদের উৎসাহ ও আগ্রহই আমার পাথেয়!

    • @sunandanmukherjee5426
      @sunandanmukherjee5426 Před 3 lety

      ভারতে আমরা আপনার প্রতিবেদনের অপেক্ষায় থাকি।

  • @tabligtv5447
    @tabligtv5447 Před 2 lety +1

    স্যারকে অনেক ধন্যবাদ। আন্তরিক দোয়া রইল

  • @imrannazir8341
    @imrannazir8341 Před 3 lety +1

    আমি নতুন খামারি। 35 শতাংশ জমি প্রায় 20 থেকে 25 ফুট গভীরতা। সেখানে মিশ্র চাষ করছি। 85 কেজি (২৫০-৩০০গ্রাম করে) সিলভার, রুই, কাতলা, পুটি ,মিনার কাপ এবং এক আংগুল সাইজের ৫৫ কেজি বাটা ছেড়েছি। প্রতিদিন কি পরিমাণ এবং কোন ধরনের খাবার দেব ? প্রতিদিন দিন খাবার দেওয়ার প্রয়োজন আছে কি? প্লিজ স্যার বলবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
      এটা কি পুকুর বলা যায় না এটা কি কুয়া বলা যেতে পারে।
      এরকম জায়গায় আমি পরামর্শ দেই না।

  • @abuesa292
    @abuesa292 Před 3 lety +4

    আবেদ স্যার স্যার আমাকে বলতে পারেন শুধু সরিষার খৈল ব্যবহার করে মাছ চাষ করা সম্ভব কিনা এবং তা যদি হয় তাহলে আমি কিভাবে ব্যবহার করতে পারি

    • @SohelRana-fm9ol
      @SohelRana-fm9ol Před 3 lety

      900099o[Koo oooooo99o9o9o011110o

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      সরিষার খৈল অনুপাত ব্রান ১:১ দিলেই হয়।

  • @mtcbm2272
    @mtcbm2272 Před 5 měsíci +1

    realy nice presentation

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 5 měsíci

      Thanks a lot brother! ❤️❤️❤️❤️❤️

  • @user-no9yw9yt2v
    @user-no9yw9yt2v Před 7 měsíci +1

    Sir আমার এলাকায় dorb আর সরিষার খৈল সহজলভ্য এছাড়া আমিষের চাহিদা পূরন করার রাস্তা নেই বললেই চলে এমতাবস্থায় কি করা যেতে পারে??

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 7 měsíci +1

      অগত্যা চালিয়ে যেতে পারেন।

  • @mohammedasaduzzaman7592
    @mohammedasaduzzaman7592 Před 3 lety +1

    খুবই সত্য কথন ।
    অভিবাদন জানাই আপনাকে ।

  • @faisalhossain3616
    @faisalhossain3616 Před 2 lety +1

    Assalamuwalaykuma kemon asen sir?sir সাধারণত আমরা বাড়িতে ধান ভাঙ্গার পরে যে কুরা পাই ওটার ভিতরে কোন আমিস আছে কি? থাকলে কোন পদ্ধতিতে খাওয়ানো যাবে স্যার জানাবেন প্লিজ?খোল এর সঙ্গে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      ওইটাতে যদি তুষ না থাকে তাহলে প্রায় 10 শতাংশ আমিষ থাকে।

  • @abedali2539
    @abedali2539 Před 2 lety

    ধন্যবাদ আপনাকে আজ নতুন এক তথ্য জানতে পারলাম।

  • @makazad8572
    @makazad8572 Před 3 lety

    As salamu alaikum . Anek dannyabad sir. Aponar mullayaban post er jannya. Aponar sustata.o. dergah nek hayaat. Kamona karsee.

  • @user-yk6dw5tx7c
    @user-yk6dw5tx7c Před 2 lety +2

    স্যার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আরেকজন বড় মানের কৃষি অফিসার বলেছেন, যদি মাছকে সরিষার খৈল খাওয়াতে হয় তাহলে তা ২৪ ঘন্টার মধ্যেই পুকুরে প্রয়োগ করতে হবে আর আপনি বলেছেন ৪৮ ঘন্টার কম হলে তা পুষ্ট বিরোধী হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হলো তাহলে আমরা কোনটা ফলো করবো? খুব একটা বিব্রতকর অবস্থায় পড়ে আছি স্যার। আপনার পরামর্শের অপেক্ষায়।
    ধন্যবাদ স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +3

      কিছু মনে করবেন না।
      মাছ বিষয়ক পরামর্শের জন্য আপনি কেন কৃষি কর্মকর্তার কাছে গেলেন সেটার আগে জবাব দিন, প্লিজ!🤔🤔🤔🤔

    • @hsgcard5444
      @hsgcard5444 Před 2 lety

      @@abeedlateef8059 🤪🤪🤪 গ্রেট পয়েন্ট

  • @md.mominulislam3078
    @md.mominulislam3078 Před 2 lety

    Sir, pukure kalojirar khoil deya jabe ki na, ki poriman deya jabe? Janaben pls

  • @humyunkabir8045
    @humyunkabir8045 Před 2 lety

    আসসালামু আলাইকূম
    আপনার উপস্থাপন এবং কথা গুলো অত্যন্ত সুন্দর ও সুস্পষ্ট

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      অনেক ধন্যবাদ ভাই। 💖💖💖💖💖💖💖

  • @mdjuyel4720
    @mdjuyel4720 Před rokem

    স‍্যার খইল পাঁচ দিন ভিজিয়ে রাকার পর থেকে পুকুরে খাদ্য দেওয়া শুরু করলে কত দিন পরযন্ত রাখা যাবে।

  • @user-tr7wb2pc6x
    @user-tr7wb2pc6x Před 2 lety +1

    স্যার ৫ দিন পার করে খাদ্য হিসাবে গুন পাওয়া যাবে কি?
    কারন আমি সার ও খাদ্য দুটোই পেতে চায়

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +2

      খাদ্য চাইলে ২ দিন;
      সার চাইলে ৫ দিন।

    • @user-tr7wb2pc6x
      @user-tr7wb2pc6x Před 2 lety

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার।
      বুঝতে পেরেছি স্যার, তারমানে আমি যেহেতু বাটা চাষ করবো আমি ২ দিন ভিজিয়েও দিবো সাথে ৭২ ঘন্টা আলাদাভাবে ভিজানো খোল আবার ৫ দিন ভেজানো গোবরও দিবো সাথে ৭২ ঘন্টার খোল?
      আমি কয়দিন পর (১৯/৩/২২) ভাগনা বাটার রেণু ছাড়বো ইনশাআল্লাহ । ভাগনা বাটা তো খাদ্য হিসাবেও ২/৩ দিনের ভেজানো গোবর গ্রহন করে?
      স্যার আমি আপনার কন্টেন্টগুলোর নিয়মিত ভিউয়ার। আমি খুবই উপকৃত হচ্ছি যদিও মাছ চাষ প্র্যাকটিক্যাল বিষয়।

  • @mohammadrafi4144
    @mohammadrafi4144 Před 3 lety

    Apnar sob video ami dekhi onk vlo vlo video apni banan. Onk sundor kore bujhate paren apni mashallah... Assa sir amar pukur a soto mach seresi ar proti din e khabar dei 2 bela. 2 belai Sudhu sorirar khoil khabar hisebe dei... Ata ki thik hocche nki onno kisu khabar dibo.. Rui. katla.sirber.karfu.graskap mach ase soto soto.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety +1

      ছোট মাছের ক্ষেত্রে শুধু খইল চলবে।
      কিন্তু বড় হলে তত আমিষ আর লাগবে না।

    • @mohammadrafi4144
      @mohammadrafi4144 Před 3 lety

      Onk onk dhonnobad sir

  • @viky9281
    @viky9281 Před rokem

    Dhonyobad sir
    Bhijiye rakhle eta prochur fule jacche ebong mone hocche r jol nei, upur e r jol nei, fule fefe uthche, r o ki jol add korbo na otake ektu nariye dibo.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      স্রেফ নাড়িয়ে দিতে পারেন।

  • @sanjitbar1307
    @sanjitbar1307 Před 3 lety +1

    Sir apnar traningta khub bhalo

  • @bishunaskar34
    @bishunaskar34 Před 3 lety +1

    Khub sundor laglo sir.. vlo thakben

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety

      আল্লাহ্ আপনাকে ও ভালো রাখুন।

  • @shamsunnahar3004
    @shamsunnahar3004 Před 3 lety +1

    জাযাকাল্লাহু খায়রান ।

  • @vaskardum4660
    @vaskardum4660 Před 3 lety

    ধন্যবাদ স্যার এত সুন্দর - তথ্যমূলক ভিডিও শেয়ার করার জন্য ❤️।ঈশ্বর আপনার মংগল করুন 🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety +1

      আল্লাহ্ আপনারও মঙ্গল করুন।

  • @nabilaafrin9288
    @nabilaafrin9288 Před 3 lety +1

    Sir vuttar powder mix kora jabe ke.
    Pls aktu janaben sir

  • @ZiaurRahman-wi6uw
    @ZiaurRahman-wi6uw Před 3 lety +1

    আসসালামু আলাইকুম স্যার
    খৈল এর সাথে ব্রান 48 ঘন্টার জন্য ভিজানো যাবে। নাকি ব্রান আলাদা করে মিশাতে হবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety +1

      ব্রান ভিজানোর দরকার নাই।
      ভেজানো খইল এর সাথে মাখিয়ে খাওয়ালে হবে।

    • @ZiaurRahman-wi6uw
      @ZiaurRahman-wi6uw Před 3 lety

      @@abeedlateef8059 ♥️

  • @rajamondal5833
    @rajamondal5833 Před 2 lety

    আসসালামু ওয়ালাইকুম আপনার ভিডিও
    টা দেখে অনেক অনেক উপকার হলো
    আমি নতুন চাষী 1 মাস হচ্ছে চাষ করছি
    মিশ্র চাষ
    রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ
    চাষ করছি
    30 কেজি মাছ ছেড়েছি
    প্রাকিতক খাবার হিসাবে
    কি কি দেব???
    দিনে 2 বার দেব কতটা করে

  • @mr.stupid9273
    @mr.stupid9273 Před 3 lety

    আপনার প্রতি চির কৃতজ্ঞ এতো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety

      আপনাদের আগ্রহ ও উৎসাহেই যে কয়দিন বেঁচে থাকা।
      ♥️♥️♥️♥️♥️

  • @abuesa292
    @abuesa292 Před 3 lety +1

    স্যার আশা করি আপনার শরীর সুস্থ আছে। স্যার আমার প্রশ্ন হল আমরা কি সরিষার খৈল না ভিজিয়ে মেশিনে পাউডার করে ব্যবহার করতে পারি?(পিলেট খাবার বানানোর জন্য অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে?)

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety +3

      এতে বেশ লস হয়। এটা করা উচিৎ নয়।

    • @abuesa292
      @abuesa292 Před 3 lety

      @@abeedlateef8059 স্যার এটা কিন্তু আমি মাগুর মাছের পিলেট খাবার তৈরি করার জন্য ব্যবহার করব

    • @shahedali.মাছচাষ
      @shahedali.মাছচাষ Před rokem

      ​@@abeedlateef8059 ❤❤❤❤❤ এই প্রশ্ন টা আমার মাথাই ও ঘুরছিলো যে খইল গুরা করে কাতলা সিলভার কাপ,পুটি কাপের জন্য উরে দিলে কেমন হতো ? 🙆‍♂️🙆‍♂️🙆‍♂️
      উত্তর পেয়ে গেছি স্যার "এতে লস" ❤❤ইউ স্যার ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-lz1jw3fc6l
    @user-lz1jw3fc6l Před rokem

    Vai apner shata kotha boler eccha but kosto nea opekkha korchi.

  • @shoidhasan5721
    @shoidhasan5721 Před 2 lety

    স্যার,গলদা ও সাদা মাছ মিস্র চাষে কি খাবার দেবো,এবং কি ভাবে প্রয়োগ করবো?

  • @makazad8572
    @makazad8572 Před 3 lety

    Owah alaikumus salam. Dannyabad sir .vhalo thakun. Desh er. Sampod. Dergah nek hayaat kamona karsee.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety

      আল্লাহ্ আপনাকেও রহম করুন।

  • @azmirgazi6513
    @azmirgazi6513 Před 2 lety

    পাঁচ দিন পচিয়ে সার হিসাবে ব্যাবহার করলে বাগদা ও গলদা চিংড়ির কি কি উপকার হবে?পরামর্শ টা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

  • @pushtibhai3857
    @pushtibhai3857 Před 3 lety +1

    স্যার ভেজানোর পরে যে পানিটা থাকলো সেটা কি ইউজ করবো না শুধু ভেজা খৈলটা?
    অগ্রীম ধন্যবাদ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety +2

      বেশি পানি দিবেন না।

  • @amjonysarkar9346
    @amjonysarkar9346 Před rokem

    আসসালামু আলাইকুম স্যার সরিষার খৈল কত দিন মজুত করা যায় এবং কি ভাবে রাখলে বেশি দিন মজুত করা যায় দয়া করে জানাবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      চার মাস পর্যন্ত রাখতে পারেন । সে ক্ষেত্রে আর্দ্রতা কিংবা অন্য কোন অসুবিধা না হয়।

  • @nadimoronno2622
    @nadimoronno2622 Před 2 lety

    স্যার আল্লাহ আপনার মঙ্গল করুক স্যার আমি নতুন চাষি ভুলে তিলের খৈল দিছি কোনো সমস্যা হবে কি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      ভুল হয় নাই ভাই। ওটাতে 30% আমিষ আছে।

  • @thefarmer2402
    @thefarmer2402 Před 3 lety

    আপনার এই ভিডিও মন দিয়ে শুনলাম। খুব ভাল লেগেছে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety +1

      আন্তরিক ধন্যবাদ ভাই।

  • @bellalhossen2872
    @bellalhossen2872 Před 3 lety

    Shorisar Khoil guro kore pukur e chitiye khaoano jabe pona mach ache....janaben pls

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety

      গুঁড়া করে নয় বরং ভিজিয়ে ৪৮ ঘণ্টা রেখে তারপর ছিটিয়ে দিবেন।

  • @shoidhasan5721
    @shoidhasan5721 Před 2 lety

    স্যার,সরিষার খৈল ছাড়া অন্য কনো খৈল দিয়া যাবে কি না?যদি যায় তার ব্যাবহার কি ভাবে করবো?

  • @sadiqurrahman8347
    @sadiqurrahman8347 Před 2 lety

    Sir, 48 hours পরে কি খিচুড়ির মত পাতলা, না আরও পাতলা থাকলে ভাল( ভিজানোর সময় পানির পরিমাণ টা কেমন হবে)।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      টাইট খিচুড়ি বানাবেন।

  • @sakilislam1684
    @sakilislam1684 Před 8 měsíci

    স্যার আমার একটা প্রশ্ন ভিজানোর আগে হিসাব করবো নাকি ভিজানোর পর যে ওজন টা আসবে সেটা হিসাবে নিবো স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 8 měsíci

      ভিজানোর পরের ওজন কিভাবে করে ভাই!!!

  • @mizanurrahman3460
    @mizanurrahman3460 Před 3 lety +1

    স্যার মাছ চাষের জন্যে আপনার লেখা কোন বই আছে?

  • @riadhossain6236
    @riadhossain6236 Před 3 lety +1

    স্যার , আমি ৭০ শতাংশ পুকুরে ৮০০০ পাঙ্গাস ও ৩০০০ তেলাপিয়া দিয়েছি । পাঙ্গাসকে খাবার হিসেবে মুরগির নাড়িভুঁড়ি খাওয়াচছি । মুরগির নাড়িভুঁড়ি খাওয়ানোর পর মাছের গ্রোথ মোটামুটি ভালোই বলা যায় । এখন আমার প্রশ্ন হচ্ছে- মুরগির নাড়ি-ভুড়ি খাওয়ানোর কোনো ক্ষতিকর দিক আছে কিনা ??

    • @user-tr7wb2pc6x
      @user-tr7wb2pc6x Před 2 lety

    • @user-tr7wb2pc6x
      @user-tr7wb2pc6x Před 2 lety

      রিয়াদ ভাই, আপনি কত দিন যাবৎ নাড়ী খাওয়াচ্ছেন। মাছের গ্রোদ কেমন?কোন খারাপ গন্ধ সৃষ্টি হয় পানি থেকে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      পরিমিত পরিমাণে দিলে বিশেষ কোন খারাপ প্রতিক্রিয়া নাই।
      আমার পরামর্শের কিছু অনুসারী ভাই করছেন।

  • @azmirgazi6513
    @azmirgazi6513 Před 2 lety

    সরিষার খৈল পাঁচ দিন পচিয়ে সার হিসাবে ব্যাবহার করলে বাগদা ও গলদা চিংড়ির কি কি উপকার হবে?পরামর্শ টা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

  • @billalislam9772
    @billalislam9772 Před 3 lety +1

    অাসসালামু অালাইকুম স্যার কেমন অাছেন, অাপনি বলেছেন যে ১০০ কেজি মাছের জন্য ২ কেজি খাদ্য দিতে হবে, তাহলে অামি যদি ২ কেজি সরিষার খৈল ভিজিয়ে রাখি তখন সেখানে তো ২ কেজির বেশি খাদ্য তৈরি হয়। তাহলে স্যার অামি কি ২ কেজিই সরিষার খৈল ভিজিয়ে রাখবো না কম ভিজাবো, সেটা কতটুকু।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety +1

      আপনি কেন ২ কেজি খইল ভেজাবেন?
      আপনি ১ কেজি বা তারও কম ভিজাবেন ( প্রয়োজন অনুযায়ী)।

    • @billalislam9772
      @billalislam9772 Před 3 lety

      @@abeedlateef8059 ❤

    • @sakilislam1684
      @sakilislam1684 Před 8 měsíci

      স্যার ভেজানোর পর যেটা ওজন আসবে সেটাই কি হিসাবে ধরবো যে কত খানি খৈল দিলাম

  • @ismailhossain36
    @ismailhossain36 Před 3 lety +1

    স্যার আমি তো আধা কেজি 12 ঘন্টা ভিজিয়ে রাখার পরে সকালে দিয়ে ফেলেছি কি সমস্যা হবে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety +2

      ৪৮ ঘণ্টা ভিজিয়ে রাখতে পারলে ভাল ফলাফল পাবেন।

  • @golamrabbani2736
    @golamrabbani2736 Před rokem

    অনেক অনেক ধন্যবাদ

  • @santanuhalder4894
    @santanuhalder4894 Před 3 lety

    Sir Ami India thaka bol6i. Sir surjomukhi khol /musteroil cack and rice bran carp fish ka khayala kamon grouth hoba please bolben sir..

  • @nhnuramin6688
    @nhnuramin6688 Před rokem

    স্যার ফিড এর সাথে কি সরিষার খোল মিশিয়ে পাঙ্গাস ও তেলাপিয়া কে খাওয়ানো যাবে কিনা? আর ১ কেজি ফিড এর সাথে কতটুকু সরিষার খোল প্রয়োজন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      আপনার প্রশ্নটা কি উত্তর দেওয়ার মতন!!!

  • @ratansarkar9430
    @ratansarkar9430 Před 3 lety +1

    সরিষার খ‌ইল , ৪৮ ঘন্টা ভিজিয়ে খাদ‍্য হিসাবে পুকুরে দিলে মাছের বেশী উপকার । না , সরিষার খ‌ইল ৫দিন ভিজিয়ে সার তৈরি করে পুকুরে দিলে বেশী মাছের উপকার । এই পদ্ধতির মধ‍্যে কোন টি বেশী উপকার স‍্যার একটু বলবেন ।

    • @user-tr7wb2pc6x
      @user-tr7wb2pc6x Před 2 lety

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      48 ঘন্টা ভিজালে খাদ্য হবে
      পাঁচ দিন ভিজালে হবে সার;
      আপনি এখন নির্ধারণ করবেন
      আপনার কোনটা দরকার!

    • @azmirgazi6513
      @azmirgazi6513 Před 2 lety

      পাঁচ দিন পচিয়ে সার হিসাবে ব্যাবহার করলে বাগদা ও গলদা চিংড়ির কি কি উপকার হবে?পরামর্শ টা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

  • @md.sumon88
    @md.sumon88 Před 3 měsíci

    স্যার আমি গ্লাস কাপ মাছ একক চাস করবো গাস খাইয়ে আর খৈল 48 গন্টা বিজিয়ে দিলে কি বালো গোরত আসবে প্লিজ একটু জানাবের

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 měsíci

      চেষ্টা করে দেখতে পারেন।

  • @rahuluddin3463
    @rahuluddin3463 Před 3 lety

    স‍্যার আমি কলকাতা থেকে।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

  • @asafurrahman5743
    @asafurrahman5743 Před 9 měsíci

    স্যার ব্রান কোনটা যেটা অটো মিলের পালিশ ওটাকে কি ব্রান বলে? দয়া করে জানাবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 8 měsíci +1

      এই সম্পর্কিত ভিডিওগুলি দেখেন।

  • @mustakahmmed7787
    @mustakahmmed7787 Před 2 lety

    বাজারে যে সমস্থ ফিষমিল পাওয়া যায় সব গুলাতে প্রোটিন এর মাত্রা কি ৪০℅এর উপরে থাকে জানালে উপকৃত হব।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      এটা নির্ভর করবে ফিসমিল তৈরি কারকের সততার উপর।

  • @DEEP-P.F.G.O
    @DEEP-P.F.G.O Před 3 lety +1

    নমস্কার স্যার 🙏কেমন আছেন , স্যার আমি পুকুরে কালারিং মাছ এবং নরমাল মাছ চাষ করি, স্যার কালারিং মাছ চাষের ক্ষেত্রে জুপ্লাংকটন এবং ফাইটোপ্লাংটন তাদের খাদ্য হিসেবে রাখলে কোন সমস্যা হবে কি? আপনি যানালে বা এর বৃত্তান্ত কোন ভিডিও তৈরি করলে খুব উপকৃত হব।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      আপনি ব্রান মোলাসেস ইস্টের ব্যবহার বাড়ান।

  • @shafiarmansuvo8044
    @shafiarmansuvo8044 Před 3 lety

    ২০ শতক পুকুর, পানির হাইট ৩ ফিট এর মত।। ১ কেজি টিএসপি সার + ২ কেজি ইউরিয়া সার + ৩ কেজি খৈল ভিজিয়ে রেখেছি পুকুরে দিব বলে। সমস্যা হবে কি?? পরিমাণ কি ঠিক আছে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      আমি তো এভাবে বলি নাই ভাই।

  • @ShahAlam-vf4bu
    @ShahAlam-vf4bu Před 3 lety

    আসসালামু আলাইকুম, স্যার, আমি মাছ চাষে নতুন। পুকুরেরর পনির আয়তন দুইএকর, পানির গভীরতা ৭/৮ফিট। পুকুরেরর বয়োস তিন বছর, মাটি দোআশ। শতাংশে এপুকুরে কোন জাতের মাছ কয়টি চাষ করা যাবে। পুকুরের চান্দা মাছ মারার জন্যে কোন বিষ দিলে ভালো হবে। জানানোর অনুরোধ রইল। স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      আমার বিভিন্ন ভিডিও আছে সেগুলো ভালো করে দেখুন।

  • @viky9281
    @viky9281 Před 2 lety

    Sir besi poriman bhijiye rakkha khub muskil.
    Na bhijiye rakhle khoti ki hobe ?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      তাৎক্ষণিক খাদ্য হিসেবে যতটুক বুঝানোর দরকার ততটুকু ভিজাতে হবে।

  • @rajeshdebbarma5716
    @rajeshdebbarma5716 Před 3 lety

    Khub baaalo laklo sir...i m from India

  • @sahidgazi7418
    @sahidgazi7418 Před 3 lety

    আসসালামু আলাইকুম স্যার খাদ্য হিসাবে সরিষার খইল 48 ঘন্টা ভিজিয়ে দেওয়ার ফলে জলের কালার সবুজ আছে এর পরে কি রাসনিকসার ব্যবহার করা যাবে গেলে প্রতি শতকে কত পরিমান দেব

  • @sukhendusardar6535
    @sukhendusardar6535 Před 3 lety +1

    স্যার,সরিষার খোল যদি 48 ঘণ্টার পর খাবার হিসাবে দেই তবে এটাতে কত% ফ্যাট পাবো,কত % কার্বোহাইড্রেট পাবো,অনুরোধ করে জানাবেন কোথাও খুঁজে মিল করতে পাচ্ছি না।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety +1

      এতে ফ্যাটের উপস্থিতি নেহায়েত কম।
      থাকারও দরকার নাই।
      কার্বোহাইড্রেট ২০-২২% প্রায় এর মত পাবেন।

    • @sukhendusardar6535
      @sukhendusardar6535 Před 3 lety

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার ,এই তথ্য গুলো দেবার জন্য।

  • @MrRonjo1998
    @MrRonjo1998 Před 2 lety

    আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার প্রশ্ন শিং,ও গুলশা টেংরামাছ এর পুকুরে এই প্রক্রিয়া ব্যাবহার করা যাবে কি?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      না, ওদের খাবার আপগ্রেডেড হতে হয়।

  • @rayhanislam8254
    @rayhanislam8254 Před 2 měsíci

    tnx sir

  • @mdsohel-go6di
    @mdsohel-go6di Před 3 lety

    ভাই আমার পুকুরে পরিমান ৮বিগা পানির পরিমান ১২ফিট এই পুকুরে নেটের খাচাবানিয়ে তেলাপিয়া মাচচাষ করাযাবে? মতামত চাই।

  • @atanudas1215
    @atanudas1215 Před 3 lety

    Sir khabar bostay badha dibo?na amni pukure chitiya dibo?amar fish 2 rakha ar moto. 🙏🙏🙏

  • @prabhatsamanta7022
    @prabhatsamanta7022 Před 3 lety

    মাষ্টার মশাই আমার পুকুর টি নতুন কিনতু একটু গভীর আমার পুকুরে কাতলা মাছের মাথা বড়ো আর লেজ সরু হয়ে মারা যাচ্ছে আমি কি করবো একটু বলবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      সঠিক পরিমাণে খাবার দেন।

  • @hossainahmed2973
    @hossainahmed2973 Před 3 lety

    ধন্যবাদ স্যার দরকারী কথা বলার জন্য

  • @sparkline1059
    @sparkline1059 Před 3 lety

    Valobasha Roilo apnar jonno .

  • @pustianshohag7417
    @pustianshohag7417 Před 3 lety +1

    স্যার,ব্রানে ও তো তেল থাকে। সরিষার খৈলের তেল কি মাছের ফ্যাটের চাহিদা পূরণ করে,নাকি ক্ষতিকারক?

  • @susantokumarsen9793
    @susantokumarsen9793 Před 3 měsíci

    সূর্যমুখী খৈল এ কত পারসেন্ট প্রোটিন ও শ্বেতসার আছে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 měsíci

      ৪৫% পর্যন্ত আমিষ এবং ২২% এর মত কার্বহাইড্রেট থাকতে পারে।

  • @awladhossen6541
    @awladhossen6541 Před 3 lety +4

    স্যার তেলাপিয়া মাছের খাবারে সরিষার খৈল ও ভুট্টার আটা কত কেজি দেব?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      ফিফটি ফিফটি।
      তবে শুধু ভুট্টার গুড়া দিয়ে সমস্যা হতে পারে।

  • @sumonjoynalabedin1939
    @sumonjoynalabedin1939 Před 3 lety +1

    ঠিক বলেছেন প্রিয়

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety +1

      আপনার উৎসাহ প্রদানের জন্য আল্লাহ্ আপনাকে শত গুনে বর্ধিত আকারে প্রতি দান প্রদান করুন।

  • @shahriyar5329
    @shahriyar5329 Před 2 lety +1

    স্যার, সরিষার খইল জৈব সার হিসাবে ব্যবহার করলেও কি এটা ৪৮ ঘণ্টা ভিজিয়ে রাখব?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      ৫ দিন ভিজিয়ে রাখতে হবে।

  • @sonalibikel7872
    @sonalibikel7872 Před 2 lety

    যাঝাকাল্লাহু খাইরান!!!! ❤️❤️❤️❤️

  • @Mr.PalUncut
    @Mr.PalUncut Před rokem

    বায়োফ্লকে কি সরষের খোল মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 11 měsíci

      বায়োফ্লকে সরিষার খইলের কথা আপনি ভাবতে পারেন!!!!🤔🤔🤔🤔🤔🤔

  • @anishmandal64
    @anishmandal64 Před 3 lety +1

    স্যার ব্রিটানিয়া কম্পনির কেক কম মূল্যে পেলে এটি কি মাছের খাওয়ানো যেতে পারে🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety

      আমিষ কভার করতে হবে ভাই।

  • @shoidhasan5721
    @shoidhasan5721 Před 2 lety

    স্যার,গলদা রেনুর কি খাবার দেবো?

  • @mdriponali1aqsetyusgn443

    Sir amar salam neban sorisar koal jodi 24 hors vejea rake tahola duajabe

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      ভিডিওতে কি এরকম বলা হয়েছে!

  • @mustakahmmed7787
    @mustakahmmed7787 Před 3 lety

    র্বতমানে আমার শিংমাছ কেজিতে ১৫০ পিচ হবে মাছের ওজনের কত% খাবার দেব জানালে স‍্যার অপকৃত হব।

  • @awadud3734
    @awadud3734 Před rokem

    Thank you so much

  • @rajamondal5833
    @rajamondal5833 Před rokem

    আসসালামু ওয়ালাইকুম sir
    আমি 5 কেজি dap পরিবর্তে
    5 কেজি ssp সিঙ্গেল সুপার ফসফেট
    দিতে পারি
    বা
    শতকে কত gm করে ssp দিতে পারবো

    • @rajamondal5833
      @rajamondal5833 Před rokem

      স্যার খোল 5 কেজি,গোবর 15 কেজি,
      আর ssp সিঙ্গেল সুপার ফসফেট 5 কেজি
      দিলে হবে , জানালে খুব উপকার হয়

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      অন্তত সাত থেকে আট কেজি দিয়ে দেখতে পারেন।

  • @mansuralom1550
    @mansuralom1550 Před 3 lety

    স্যার আমার ২ লাখ ফাষ্ট গুনের মাছ হতে বেছে বড় বড় গুলো ১০ হাজার চাষে দিতে চাই চাপে রাখতে চাইনা অথাত সরাসরি চাষে দিতে চাই কেমন হবে যদি জানাতেন

  • @nirobkhan2976
    @nirobkhan2976 Před 3 lety

    ধন্যবাদ স্যার আপনাকে ।আমি একজন নতুন খামারি ।আমার 190 শতক পুকুরের 60 শতকে শিং গুলসা দিয়েছি।নেট দিয়ে ।বাকি অংশে কার্প মাছ দিয়েছি 1900পিচ।শিং গুলসাকে পাউডার খাবার দিচ্ছি সকাল সন্ধ্যায় ।আর কার্প মাছকে সকাল বিকেল ফিড দিচ্ছি ভাসমান দু কেজি করে।বেশি দিলে খাবার থেকে যাচ্ছে ।প্রায় 6 মণ মাছ ।এখন কোন ডুবা বা খইল জাতীয় খাবার দেওয়া লাগবে কী।জানালে উপকৃত হব।আমার মনে হচ্ছে খাবার কম খাচ্ছে ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety

      ট্রেতে করে ৪-৫ কেজি করে দিন।

    • @nirobkhan2976
      @nirobkhan2976 Před 3 lety

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার

  • @SHAHJADA
    @SHAHJADA Před 3 lety

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ, স্যার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      আপনাকেও অনেক অনেক অনেক ধন্যবাদ।

  • @swapanmondalstutorials1918

    অধিক ঘনত্বে শিং, পাবদা, গুলসা মাছের জন্য কি এই একই খাবার যথেষ্ট ??

  • @azmirgazi6513
    @azmirgazi6513 Před 2 lety

    স্যার সরিষার খৈল পাঁচ দিন পচিয়ে সার হিসাবে ব্যাবহার করলে বাগদা ও গলদা চিংড়ির কি কি উপকার হবে?পরামর্শ টা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্যার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      আপনি এই তরিকায় যাবেন না ভাই।

  • @manjurhasan4804
    @manjurhasan4804 Před rokem

    স্যার ঠিক বলেছেন

  • @shoidhasan5721
    @shoidhasan5721 Před 2 lety

    স্যার,রুই বা কাপ জাতীয় মাছের রেনু দিয়েছি পুকুরে কি খাবার দেবো?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      আপনি মাছ চাষের উপর প্রশিক্ষণ নেন।