মাছের খাদ্যের দাম বৃদ্ধিতে চাষীর করণীয়

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • এই মুহূর্তে বিভিন্ন জায়গায় মাছের খাদ্যের দাম অনেক বেশি হয়ে গেছে।
    সেকারণে চাষী ভাই এরা অনেকেই হতাশ হয়ে গেছে ন।
    একটা আশার ব্যাপার হল যে মাছের দাম কিন্তু তুলনামূলকভাবে এখন বেশি।
    সে ক্ষেত্রে আমি মনে করেছি হতাশ হবার কিছু নাই কারণ করো না এবং যুদ্ধকালীন সময়ের কারণে হয়তো পরিবহনব্যবস্থা কিংবা বিভিন্ন কারণে খাবারের দাম বেশি হতেই পারে।
    তারপরও আমরা যদি চাষিরা বৈধ কৌশলে মাছের প্রাকৃতিক খাবার বানাতে পারি তাহলে আমাদের খাবারের প্রয়োজন টা কমে যাবে অনেক।
    যেমন ব্রান্ড মোলাসেস ইস্ট, জৈব রাসায়নিক সার ব্যবহার, খড়ের প্রয়োগ ও ছাই এর প্রয়োগ
    এই কাজগুলি করার মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক খাবার তৈরি করে পুকুরের সম্পূরক খাবার এর প্রয়োগ কমিয়ে দিতে পারি।
    মাসের ঘনত্ব কম রেখে এবং অপেক্ষাকৃত বড় সাইজের পোনা সেরে আমরা উপরিউক্ত কাজগুলো করলে লাভবান হতে পারি।
    সবাইকে ধন্যবাদ।
    #মাছের_খাদ্যের_দাম,
    #মাছের_দাম,
    #abeed_lateef

Komentáře • 386

  • @newcollection8671
    @newcollection8671 Před 11 měsíci +2

    আসসালামুয়ালাইকুম আমি ভারত থেকে বলছি আপনার পরামর্শ 100% সঠিক আপনার দ্বারা আমি অনেক উপকার পেয়েছি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 11 měsíci

      আল্লাহ আপনার মঙ্গল করুন এবং মাছ চাষে সফল করুন।

  • @santoshchakraborty3682
    @santoshchakraborty3682 Před 2 lety +15

    স্যার, আপনি তো বিস্তারিত ব্যাখ্যা করেছেন মাছ চাষের ব্যাপারে। ধন্যবাদ স্যার। আপনি আমার মতন ছোট মাছ চাষীদের বড় ভরসা। ধন্যবাদ স্যার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +2

      আল্লাহ্ আপনাদের সফল করুন ।

  • @jamilmohammad8483
    @jamilmohammad8483 Před 2 měsíci +1

    আসসালামু আ'লাইকুম স্যার।
    আপনার আলোচনা টা পরশপাথর কে ছাড়িয়ে যাচ্ছে।
    জাজাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক্ হায়াতিহি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 měsíci

      আমীন। আল্লাহ আপনার সর্বতো মঙ্গল করুন।

  • @subaldas9639
    @subaldas9639 Před 2 lety +7

    ধন্যবাদ স্যার আমি ভারত থেকে বলছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আপনার পরামর্শ মতে মাছ চাষ করে আমরা এখন অনেক উপকৃত আপনাকে কোটি কোটি প্রণাম এবং আমার হৃদয়ের অন্তর স্থল থেকে ভালোবাসা জানাই স্যার

  • @sajiburrahman5659
    @sajiburrahman5659 Před 2 lety +5

    স্যার,, আল্লাহ আপনাকে সুস্ত এবং দীর্ঘ অয়ু দান করুক। আমাদের মাঝে থাকেন।
    সজিব,, নরসিংদী থেকে

  • @mdshahedkhandokar9549
    @mdshahedkhandokar9549 Před 2 měsíci

    অনেক সুন্দর পরামর্শ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাঝাকাল্লাহু খয়ির 🌹🌺💐❤️

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 měsíci

      আমীন। আল্লাহ আপনাকেও রহম করুন।

  • @knhabib8970
    @knhabib8970 Před 11 měsíci

    স্যার অনেকে কনেক কথা বলে না জেনে ই বলে কিন্তু স্যার আপনি যেমন জেনে শুনে বলেন তেমনি আপনার দীর্ঘ অভিজ্ঞতা ও আছে।তাই আপনার পরামর্শগুলো ১০০% উপযোগী এবং আপনার উপদেশ ফলো করে আমি অনেক উপকৃত হয়েছি।ধন্যবাদ স্যার আপনাকে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 11 měsíci +1

      আল্লাহ আপনাদের কে মাছ চাষে সফল করুন।

    • @knhabib8970
      @knhabib8970 Před 11 měsíci

      @@abeedlateef8059 আল্লাহুমা আমিন

  • @sanjoychowdhury3612
    @sanjoychowdhury3612 Před rokem +1

    খুব গুরুত্বপূর্ণ আলোচনা অনেক অজানা তথ্য জানতে পারলাম ধন্যবাদ আপনাকে

  • @basantanandi8613
    @basantanandi8613 Před 2 lety +7

    ধন্যবাদ🙏। বাঙালি বাবু🙏। মাছ চাষিদের উৎসাহ প্রদান করার জন্য। আপনি মাছ চাষিদের মধ্যে যুগ যুগ ধরে থাকেন নাহলে মাছ চাষিরা হতাশ হয়ে পড়বে। আপনার তুলনা আপনিই। ধন্যবাদ🙏💕। বাঙালি বাবু🙏।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      💖💖💖💖💖💖💖💖🌺🌺🌺🌺🌺🌺🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟

  • @mirsalahuddin6059
    @mirsalahuddin6059 Před 5 měsíci

    good advice .. lovly talking for as a farmer,,,

  • @kabirulislamkabir8937

    ধন্যবাদ।
    আমি আপনার প্রতিটা লেখচার শুনে মাছ চাষের চেষ্টা করি।
    চিলমারী,কুড়িগ্রাম। অধ্যক্ষ,চিলমারী সরকারি কলেজ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      আল্লাহ্ আপনাকে মাছ চাষে সফল করুন!

  • @debasisroy7581
    @debasisroy7581 Před 2 lety +4

    Sir I am from West Bengal... You are so generous to explain everything about peciculture .. take my love and respect

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      My heart felt good wishes for you also!
      Thanks a lot!♥️♥️♥️

  • @arshadnishuarshad7413
    @arshadnishuarshad7413 Před 2 lety +1

    আসসালামু আলাইকুম, মাছ চাষ ভাল লাগে তাই,ইউটিউবে ঢুকলেই আপনার ভিডিও গুলো দেখি,, আপনার ভিডিও দেখতে দেখতে উৎসাহিত হয়ে,, এখন সিদ্ধান্ত নিলাম,, বাড়ির পাশে ১০০ শতক জমি আছে,সেটাকে পুকুর করে মাছ চাষ করব,,
    এখন বর্তমান পরিস্থিতিতে মাছ চাষ করে লাভবান বা সংসার চলানো সম্ভব? যদি সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ আপনার থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করব।

  • @palashmanna6411
    @palashmanna6411 Před 2 lety

    প্রনাম গুরুজি। আপনার এই আলোচনা থেকে মোনে অনেক শক্তি পেলাম। ধন‍্যবাদ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      💖💖💖💖💖🌺🌺🌺🌺🐟🐟🐟🐟🐟

  • @anamulhaquerintu5360
    @anamulhaquerintu5360 Před 2 lety

    স্যার আপনার ভিডিও গুলো দেখে আগ্রহী হয়ে নিজের ৮০ শতক পুকুরে চাষ শুরু করবো ইনশাআল্লাহ। দোয়ার দরখাস্ত রইল।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      ফি আমানিল্লাহ।

    • @anamulhaquerintu5360
      @anamulhaquerintu5360 Před 2 lety

      @@abeedlateef8059মানুষ তার কর্মের মাধ্যমেই ভালোবাসা অর্জন করে নেয়। ভালোবাসা রইল স্যার আপনার জন্য 🥰🥰🥰

  • @gmrabbi4812
    @gmrabbi4812 Před rokem +1

    স্যার
    শুধু গোবর +খৈল+ পানি ৫ দিন ভিজিয়ে খাদ্য পুকুরে দেয়ার সময় কি DAP টা সাথে মিশিয়ে দিবো? নাকি সব গুলো একসাথেই ভিজিয়ে রাখতে পারবো।
    আর তৈরৈকৃত খাদ্যগুলো ১২-১৫ দিনের সগুলো প্রতিদিন ভাগে যা আসে তাই দিতে হবে?

  • @gareebgardener1521
    @gareebgardener1521 Před 2 lety +1

    Apnar kach theke machchas sekha. Ami ei prothom bochor boro pukure machchas korechi. Niyomito porichorja korte parini. Karon ami chakrir chesta kori. Kintu masik porichorja apnar kach theke sune sob korechi. Ami lavoban hoechi. Apnar kripai. Ami student howai amar kache taka poisa kom. Ebong baba mayer kach theke taka na niye machchas korechi. Khabar dite obossoi parini. Kintu khor proyog, khol+rice bran, chun proyog, chini proyog, ebong aata+uria+DAP proyog kore ami jothesto lavoban hoyechi. Vagoban apnake dirgho jibon den etai onurodh korchi. Amader moto prantik manuske apni o apnar upodesh bachiye rakhbe. Pronam niben sir. Ebong ashirbad diben

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      আল্লাহ্ আপনার জীবনের সব কাজে সহায়তা করুন এবং সফল করুন।
      আল্লাহ্ আপনাকে ও আপনার পরিবারের সবার মঙ্গল করুন।

  • @goutampanchadhayi713
    @goutampanchadhayi713 Před 2 lety

    Dhonnobad sir..
    Ami india theke apnar poramorso gulo mene valo fol peye6i

  • @kalipadamanna271
    @kalipadamanna271 Před 2 lety

    I pay my best respect for your good advice. Narandari, chandipur, Tamluk, WB, India

  • @pranitasaikia7184
    @pranitasaikia7184 Před 2 lety +1

    Sir very good video . Thanks

  • @mahbubhossain8156
    @mahbubhossain8156 Před 2 lety

    ভালো কথা বলার জন্য দোয়া এবং শুভকামনা

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      আল্লাহ্ র রহমত আপনার উপর বর্ষিত হোক।

  • @muhammadazizi593
    @muhammadazizi593 Před 2 lety

    Very good idea

  • @brightgalaxy1678
    @brightgalaxy1678 Před 9 měsíci

    Assalamualaikum.10satak panir jonnye ata 3kg chitagur1 kg yest 200gr farmantetion e rekhechi.amar question apnar hisab onujayi gur besi hoyeche.koroniyo ki janaben pl.

  • @mdramjan3164
    @mdramjan3164 Před rokem

    মাশাআল্লাহ দারুন আলোচনা

  • @habibsarker5382
    @habibsarker5382 Před 2 lety +2

    ডিয়ার স্যার,আপনার সঠিক পরামর্শের জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      আল্লাহ্ আপনার মঙ্গল করুন।

    • @aliraj6827
      @aliraj6827 Před 8 měsíci

      ভাইজান আমার প্নচাস সতংস একটা পুকুরে রুই কাতল কতো পিস দিতে পারবো জদি বলতেন??

  • @csflims7490
    @csflims7490 Před rokem

    Ases dhanyabad sir I m from India

  • @RASELKHAN-ey6mk
    @RASELKHAN-ey6mk Před 10 měsíci

    Sir sudu bana kompost r sar ata halka koil diye ki karp mach chas kora sombov

  • @mintwokumira3774
    @mintwokumira3774 Před 2 lety +1

    স্যার খাবার তৈরীর একটা চার্ট দিলে উপকৃত হতাম। এবং শতাংশে কত সাইজের মাছকে কত কেজি খাবার দিব।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      মাছের খাদ্যে আমিষ এবং মাছের খাদ্যে শ্বেতসার ভিডিও দুটি দেখতে পারেন।

  • @user-lp4ms3is3w
    @user-lp4ms3is3w Před 2 lety +2

    স্যার ব্লাক সোলজার পোকা সমন্ধে কিছু বলুন। তাতে কি আমরা উপকৃত হতে পারব কিনা। (লিটন ভৌমিক ।এিপুরা) ধন্যবাদ স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      ওটা আলাদা একটা প্রকল্প।
      করতে পারলে ভাল হবে।

    • @user-lp4ms3is3w
      @user-lp4ms3is3w Před 2 lety

      @@abeedlateef8059 এটা নিয়ে কিছু আলোচনা করলে উপকৃত হতাশ। তা দিয়ে কি ১০০ %মাছ চাষ করা সম্ভব?

  • @amirulislam6554
    @amirulislam6554 Před 2 lety

    ধন্যবাদ স‍্যার
    আপনার জন্য শুভকামনা
    আমি ফিড নিজে বানিয়ে খেতে দিই

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      অভিনন্দন!♥️♥️♥️

    • @MdSofikahamedSalim
      @MdSofikahamedSalim Před měsícem

      কি কি উপাদান ব্যবহার করতে হবে ভাই

  • @sumonjoynalabedin1939
    @sumonjoynalabedin1939 Před 2 lety +1

    ধন্যবাদ প্রিয়
    অনেক অনেক সুন্দর প্রিয়

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      💖💖💖💖🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺♥️♥️♥️♥️♥️💕💕💕💕💕🐟🐟🐟🐟

  • @anubhabbarman7600
    @anubhabbarman7600 Před 2 lety +1

    স্যার, শিং এবং ট্যাংরা নিয়ে A to Z ভিডিও করবেন ।

  • @prasanjitdas3829
    @prasanjitdas3829 Před 2 lety

    স্যার নমস্কার জানাই আপনাকে আপনি আমাদের সমস্ত মৎস্য চাষী ভাইদের একজন বিশিষ্ট উপদেষ্টা খুব ভাল লাগে আপনার মাছ চাষের যুক্তি ও পরামর্শ এবারে আমিও আপনার দেখানো পথে চলছি আশীর্বাদ করবেন আমি যেনো সফল হই আর আপনি ও আপনার বাংলাদেশ সবাই ভালো থাকবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      ইনশাআল্লাহ আপনি সফল হবেন।💖💖💖

  • @MDShahin-qb1ki
    @MDShahin-qb1ki Před 6 měsíci

    স্যার
    আমি আপনার সব বিডিও দেখি।
    আমার পুকুর ৬০ শতক বেঁকো দিয়ে খনন করি পুকুরে কাদা কম, ৫০ কেজি চুন +মাটিয়া ২০ কেজি +সাদা সার ১৫ কেজি দিয়ে সাবমারসেল পানি ঢুকাই, পানি তুলে খইল ২০ কেজি বেদে দেই ৩ টি বস্তায় ২ দিন ডামে বিজিয়ে রেখে,বাংলা মাছ দেই ৪/৫ কেজি ৫ মন
    ২/৩ দিন পর দেখা গেলো মিরকা+ কাতল ১/২ টা মারা যাচ্ছে তার পর কয়েক জন চাষির সাথে কথা বলে, আমি বাজার দোকানে বললে ওস্তাদ ঔষধ দেয় ২কখ দিতে এনে দুপুরে রোদে সময় ব্যবহার করি।পর দিন থেকে পানি কালো হয়ে যাচ্ছে এখন ঔষধ ব্যবহার পর ৪ দিন এখন পানি ৪ কোনা আর মাঝে পুরুই কালো এখন কি করবো।
    আমি আপনার পরামর্শ চাই।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 6 měsíci

      আপনি আমার ভিডিও গুলা দেখেন।

  • @himeldas9633
    @himeldas9633 Před 2 lety

    স‍‍্যার আপনার পরার্মশ টা অসাধারন।

  • @assalaalikumvihosen4770

    Great💚💚💚love you uncle

  • @viky9281
    @viky9281 Před rokem

    Sir Apnar kotha gulo sune bhalo lage.
    Sir ei pukur e bioflock er bepar ta , bioflock ala ra toh songe ekta probiotic use koren heterotrophic bacteria r jonne.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      বায়োফ্লক ওয়ালারা যত দিন এটা বুঝবেন না ততদিন সফল হবেন না।

  • @saidulislam9734
    @saidulislam9734 Před 2 lety +1

    স‍্যার আমি ময়মনসিংহ থেকে বলছি,আমার কালচারের পুকুরের ১০০০লাইনের শিং মাছের মাথার একটি অংশ ছুলে যাওয়া মত বুঝা য়ায় এবং শরীরে সাদা দাগ দেখা য়ায় আক্তান্ত মাছ পানির উপরে বেসে থাকে এখন কি করব স‍্যার, জানালে চিরক‍ৃজ্ঞগ থাকব.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      শতক x ফুট পানি x ২ গ্রাম তু তে দিন।

  • @abdulquddusrfh9295
    @abdulquddusrfh9295 Před 2 lety

    জাযাকাল্লাহ সার। অনুগ্রহ করে বিষয় টি খোলাসা করবেন যে, ইন্ডিয়ায় রেপসিড থেকে যে পক্রিয়ায় তেল বের করা হয় ঠিক আমাদের দেশে তীর নামক কোম্পানি ও নাকি অনুরুপ ভাবে সরিষা হতে তেল বের করে। আমি নিজেও দেখেছি এবং দেখতে রেপ সিডের মতো। প্রশ হলো উভয়ের আমিষ মান কি একই?

  • @sonaroy2668
    @sonaroy2668 Před 2 lety

    খর প্রয়োগ করে এর সাথে ডিএপি ব্যবহার করে যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক খাবার তৈরি করা যাবে নাকি। এর সাথে অন্য কিছু ফর্মুলা অ্যাড করতে হবে। কাপ মিশ্র চাষ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      অন্য কিছু দরকার নাই।

  • @user-no9yw9yt2v
    @user-no9yw9yt2v Před 10 měsíci

    Sir আমার এলাকায় শুধুমাত্র Dorb আর সরিষার খৈল পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় এই দুই উপাদান ব্যবহারের কীভাবে করবো ?কেনা ফিডের অনেক দাম আমাদের indiaতে,যাআমার কাছে অত্যন্ত দুর্বিসহ । এর উত্তরের অপেক্ষায় রইলাম ।নমস্কার নেবেন sir

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 5 měsíci

      ২:৩ এই অনুপাতে খইল: DORB মেশালেই হয়ে যাবে।

  • @sumandipghosh8830
    @sumandipghosh8830 Před 2 lety

    sir amar mone hoy hans poka o aktu majhari mach khay . imc + galda +gras carp +rupchanda +3rd chass mach sypraness.. khor is good sir . khor ki half poche gela tule felbo ? ¿???? 👍🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      খড় পুকুরেই মিশে যাবে; তুলতে হবে না।

  • @mdrafiqulislam3354
    @mdrafiqulislam3354 Před 2 lety

    আসসালামু আলাইকুম সার কেমন আছেন
    সার আমি আপনার একজন ছাত্র
    সার আপনার ইউটিউব চেনালে মাছের পোনা নিবাচনের পব এখন আর নেই
    যদি পূনরায় পব টি আবার ইউটিউব চেনালে দিতেন তাহলে খুব উপকৃতি হবো
    দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ ও ভালো রাখেন

  • @rezahanif604
    @rezahanif604 Před 4 měsíci

    আসসালামু আলাইকুম, স্যার কিনা ফিড দিয়ে মাছের চাষ করা হবে, আমার ৫০ শতক পুকুর এখানে আমার পাবদা মাছের পোনা আছে ৫০ হাজার এটার খাবার দাম বেশি এখন আমি বিক্রি করে দিয়ে কার্প পেটেনিং করতে চাই ভালো হবে কি?এটার খাবার দাম কম, আমার আর্থিক সমস্যা আছে। ধন্যবাদ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 měsíci +1

      করতে পারলে হবে না কেন!

  • @yourtube914
    @yourtube914 Před 2 lety

    আপনাকে অসংখ্য ধন্যবাদ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      আপনাকেও ধন্যবাদ ভাই।

  • @jamalmondul9688
    @jamalmondul9688 Před 10 měsíci

    শীতকালে তেলাপিয়া ও কাপ জাতীয় মাছে সার ব্যবহার করা জাবে কিনা

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 5 měsíci

      সে রকম প্রয়োজন হয় না।

  • @sanatmandal3539
    @sanatmandal3539 Před 2 lety

    Namaskar sirvery good

  • @homoeopathmahbubarrahman1168

    আসসালামু আলাইকুম। স্যার আপনার কথা শুনলেই হতাশা কাটে। মাছ চাষ করবো ই ইনশাআল্লাহ। ৌ ভারতের রিগেইন ভিটা কেয়ার সম্পর্কে জানতে চাই।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      ওগুলি বাণিজ্যিক পন্য।

  • @ziaurtprodhani8204
    @ziaurtprodhani8204 Před 2 lety

    Sir apnar video ami sob gile dekhi r bahut upokar pasi.tar joinne apnake onek onek dhoinnobad.ami India,Assam thaki bolsi.Ami aponar online course koirte chai .kemon kori ami admission nite pari sir kindly bolen.opekhay roilam sir please reply diben

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      🔺আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
      "আবেদ লতীফ’স একাডেমীর #19th_Batch এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে...
      ♦️ক্লাস শুরু আগামী ২০/০৬/২০২২ ইং রোজ সোমবার বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিট থেকে।
      ♦️নিয়মাবলী/শর্তসমূহ:
      🔺সর্বমোট ৪৮ টি বিষয় নিয়ে আলোচনা করা হবে।
      🔺সোম, মঙ্গল,বুধ ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮.৩০ ঘটিকা থেকে ক্লাস শুরু হবে।
      🔺রেজিস্ট্রেশন ফি ৩০০০/- টাকা মাত্র।
      🔺রেজিস্ট্রেশনকৃত সবাইকে নিয়ে একটা messenger এ চ্যাটিং গ্রুপ করা হবে।
      🔺আবেদ লতীফ’স একাডেমী 19th batch গ্রুপে এড করা হবে।গ্রুপ থেকে লাইভ ক্লাস হবে।
      ♦️রেজিস্ট্রেশনের নিয়ম:
      নগদ ও বিকাশ পারসোনাল নং 01714230217
      রেজিস্ট্রেশন ফি ৩০০০/- টাকা মাত্র।
      ফি সেন্ড করার সময় অবশ্যই আগ্রহীর নাম "রেফারেন্স" হিসেবে দিতে হবে।
      ♦️বাংলাদেশের বাইরে থেকে যারা কোর্স করবেন তারা Western Union অথবা Money Gram এর মাধ্যমে KAZI ABEED LATEEF এই নামের পক্ষে টাকা পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
      আগ্রহীদের যথাসময়ে যথারীতি রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হলো।
      #আসন_সংখ্যা_সীমিত। 🔺

  • @deepakbarman3428
    @deepakbarman3428 Před 2 lety

    Sir nomoskar valo basha niben...
    Khub sundor sir
    Dakshin Dinajpur theke

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      💖💖💖

    • @deepakbarman3428
      @deepakbarman3428 Před 2 lety

      Sir ami pukur toiri korar somoy sotoke 3kg chune diyechi. Ar Acura lobon diyechi 50kg. 75din holo
      Akhon joler kalar vlo sobuj ache.
      Mach vlo ache jole prochur planton
      Akhon ki chune dibo ar...
      Janaben plz

  • @hafijurhafijurakondo499
    @hafijurhafijurakondo499 Před 2 lety +5

    আমরা যাঁরা বেকার যুবক আছি তাঁরা খুবই বিপদে আছি।এমন কোন মানুষ পেলাম না যায় কাছ থেকে সঠিক পরামর্শ পাবো।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +6

      আমি কিন্তু চেষ্টা করি ভাই।

    • @mazharulislam437
      @mazharulislam437 Před 2 lety

      ​@@abeedlateef8059 স্যার আমি চালের খুদ সিদ্ধ করে ভাতের মত করে দিচ্ছি এতে করে কি মাছের খাদ্য ঘাটতি পূরণ হবে??? বা এটা কি প্রটিন ঘাটতি পূরণ হবে জানালে উপকৃত হবো

    • @kopalpuraclub1
      @kopalpuraclub1 Před 2 lety

      স্যর ব্রান কি

    • @sumandipghosh8830
      @sumandipghosh8830 Před 2 lety

      hello sothik poramorsho data👍

  • @malayKB
    @malayKB Před 2 lety +1

    ছোট কার্পিও মাছকে কি সহজলভ্য খাদ্য দেব?ধন্যবাদ!

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      আমিষ কভার করার চেষ্টা করবেন।

  • @sudev4942
    @sudev4942 Před 2 lety +2

    স্যার ১০ মাসের জন্য (মিশ্র চাষ) কাতলা ২,সিলভার ৪,রুই ১০, মৃগেল ৬, কার্পিও ২, গ্রাসকারপ ১।১০০ গ্রামের পোনা কত ওজনের হতে পারে শুধু প্রাকৃতিক খাবার দিয়ে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +4

      ওগুলি পোনা সাইজই থাকবে।

  • @AbulBasar-m9u
    @AbulBasar-m9u Před 21 dnem

    😊

  • @golammowla6814
    @golammowla6814 Před 9 měsíci +1

    মাছকে শামুক পেষ্ট করে খাওয়ানো যাবে কিনা?

  • @ahsanullahrian384
    @ahsanullahrian384 Před rokem

    স্যার ৩ একর পুকুরের একপাসে যদি ঝরনা নামে অন্যপাশ দিয়ে পানিবের হয় এই ধরনের পুকুরের খেতরে কি মাছ চাষ করা যাবে।

  • @amitbiswas852
    @amitbiswas852 Před 11 měsíci

    Sir east barite banano jay bolben please

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 11 měsíci

      ইউটিউবে সার্চ করলে হয়তো জানতে পারেন।

  • @aloknandi7305
    @aloknandi7305 Před 2 lety

    মহাশয় পুকুরে খরের ব্যবহার কি ভাবে করা হয় যদি বলেন তাহলে আমি ভীষণ উপকৃত হব। উত্তর এর আশায় রইলাম।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      খড় প্রয়োগে খড়ের নির্যাসে তৈরী জুওপ্লানক্টন রেণুর সহজ পাচ্য ও আমিষ জাতীয় খাদ্য সরবরাহ....(শতকে ১ কেজি খড় হিসাবে)
      খড়ের(Straw) কাজ:
      ১) খড় প্রয়োগের ৩-৪ ঘন্টার মধ্যে এর নির্গত
      নির্যাস থেকে ক্ষুদ্রাকৃতির জুওপ্লানক্টন তৈরী
      হওয়া শুরু হয়; যা'কিনা 'রেনু' মাছের প্রাথমিক
      ও উচু মানের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়;
      ২) খড় ভিজে গেলে গ্রাস কার্প ও সরপুটি
      খাওয়া শুরু করে;
      ৩) আধা নিমজ্জিত খড়ের গায়ে প্রচুর
      'পেরিফাইটন' সৃষ্টি হয় যা' মাছের আমিষ
      জাতীয় খাদ্যের চাহিদা মেটায়;
      ৪) ৬-৭ দিন পরে খড় আধা-পচা হলে
      পেরিফাইটন সহ এটিকে 'রুই' খাওয়া শুরু করে;
      ৫) পচনের চূড়ান্ত পর্যায় পর্যন্ত এটি থেকে প্রচুর
      জৈব নির্যাস নির্গত ও চূড়ান্ত পর্যায়ে এটি থেকে
      জৈব সার পাওয়া যায়; যা' থেকে প্রচুর
      "জুওপ্লাংক্টন" তৈরী হয়;
      ৬) যে জায়গায় পচনকৃত খড় জমা হয় সেখানে
      প্রচুর ''কাইরোনমিড" (প্রায় ১৭০০ পতঙ্গ এর
      জীবনের প্রাথমিক অবস্থা পানিতেই শুরু হয়)
      সৃষ্টি হয় এবং মাছের গুনগত মান সম্পন্ন
      আমিষ হিসেবে গৃহিত হয় ( মজার ব্যাপার
      এই কাইরোনমিড কর্তৃক ভূক্ত খাদ্যের ৭৫%
      এটির দেহে জমা হয়); এই জায়গায়
      'কাইরোনমিড' খাওয়ার জন্যে রুই-মৃগেলের
      সাথে সাথে 'কার্পিও' ও 'মিরর কার্পকে'ও বেশ
      ঘুরতে দেখা যায়(অবশ্যই উপাদেয় বলেই);
      ৭) পচে যাওয়া খড় 'কাতলা' ও 'মৃগেল' মাছ
      অবিরত খেতে থাকে (বাকি রইল কোন মাছ?);
      ৮) খড় প্রয়োগে যে "ফাইটোপ্লাংক্টন" তৈরী হয়
      সেটির অপূর্ব রঙই ও অবস্থান তা'র গুনগত
      মান বলে দেয় (সিলভার কার্প ও বিগ হেড এর প্রধান খাদ্য);
      ৯) খড় ঘোলাত্ব দূরীকরণে যে সাহায্য করে সে
      কথাতো বলায় হয়নি;
      এছাড়াও আপনাদের সদয় অবগতির জন্য বলছি;
      ১০) খড় পুকুরের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি
      করে।পুকুরের পানি ধারণ ক্ষমতা বেশ কম
      হলে বিশেষ পরিচর্যা হিসেবে শুকনো পুকুরে
      চুন দিয়ে খড়ের স্তর এবং জৈব সারের স্তর
      বানিয়ে পানি ঢোকাতে হবে এবং পচানোর
      ব্যবস্থা করলে পুকুরের পানি ধারণ ক্ষমতা বাড়বে;
      ১১) ইউগ্লেনা কমানোর জন্য অনেকে খড়ের
      দড়ি ব্যবহারের কথা বলেন;
      প্রয়োগ মাত্রা: প্রতি শতকে ১ কেজি শুকনা খড় কমপক্ষে ২০-২৫ দিন এর জন্য।
      "গুড এ্যাকোয়াকালচার প্রাকটিস" কে খড়ের ব্যবহার সাপোর্ট করবে।
      পূণশ্চ: এই লেখার বেশিরভাগই স্বীয় অভিজ্ঞতায় অর্জিত।
      (ওয়াল থেকে গ্রুপে করলাম)

    • @md.monjurulhasan9950
      @md.monjurulhasan9950 Před 2 lety

      @@abeedlateef8059 ধন্যবাদ

  • @user-qw7jd3kz9s
    @user-qw7jd3kz9s Před 11 měsíci

    Assalamualikum sir.

  • @sumandipghosh8830
    @sumandipghosh8830 Před 2 lety

    sir thanda 😇ans dan, ke boleche akhene deta hobe .

  • @sumonsheikh9901
    @sumonsheikh9901 Před 2 lety

    Thnx for information sir

  • @thesportsworld6727
    @thesportsworld6727 Před 2 lety

    স্যার।।
    সালাম নিবেন।
    আমার দেশী টেংরা মাছের পুকুর।
    আমি কি
    ব্রান, মুলাসেস ও ঈষ্ট এর ডোস ও
    ডিএপি, খৈল এবং গোবর এর ডোস
    এবং খড়
    প্রতি মাসে একবার করে ব্যবহার করতে পারি??
    সাথে কিছু কার্প জাতীয় মাছ রয়েছে।
    ধন্যবাদ প্রিয় ভালবাসার মানুষ।
    সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি সবসময়।
    আল্লাহ পাক হেফাজতে রাখুক।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      আপনি খড় ও ব্রান মোলাসেস ইস্টের প্রয়োগ করতে পারেন।
      আল্লাহ্ আপনাকে সপরিবারে তার রহমতের ছায়াতলে রাখুন।
      আপনাদের মত মানুষের ভালবাসায় আমাতে যেমন উদ্দীপনা জাগায় সেই সাথে আশাও জাগায় যে, বোধহয় আল্লাহ্ আমাকেও কিয়ামতের মাঠে মাফ করে দিবেন!!!!
      🌸🌸🌸🌸🌺🌺🌺🐟🐟🐟🐟💖💖💖

    • @thesportsworld6727
      @thesportsworld6727 Před 2 lety

      @@abeedlateef8059 অসংখ্য ধন্যবাদ প্রিয় ভালবাসার মানুষ।
      ❤️❤️❤️

  • @SaifulIslam-je5lz
    @SaifulIslam-je5lz Před 2 lety

    ধন্যবাদ স‍্যার

  • @sumandipghosh8830
    @sumandipghosh8830 Před 2 lety

    🙏sir kemon achan ? ami sumandip , mach bekri korte parche na sir , ashel a bazar & sellar ar gap onak . 🤔

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      নিজে দাড়িয়ে থেকে বিক্রি করার সিস্টেম চালু করেন।
      আমি কিন্তু নিজে দাড়িয়ে থেকে বিক্রি করি।

  • @firozali6553
    @firozali6553 Před 2 lety

    Sir duwa korben assam thike bolsi maaser groth vaalo hoise daal sawal gum khol aar laali diye khisuri baanai disi 150 gm maasta 100 dine 600 gm hoise aapnaar bolaar moto aami kaaj korsi

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      অত্যন্ত আনন্দের সংবাদ।
      জেনে খুশি হলাম ভাই।

  • @ferozrana5405
    @ferozrana5405 Před 2 lety

    sir
    ami a bosor golda chinri mas chas kortesi.amar punar boyes 1 mas theke 2 mas hoyse .kintu vul kore shey renur pukure kisu grass curp mas sara hoyse kg te 3/4 ta hobe sob mile 24 ta mas .300 fit jayga.r mas duruto biddir jonno ki kora jay .pls advice

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      ওদের জন্য ঘাস সরবরাহ করুন।

    • @ferozrana5405
      @ferozrana5405 Před 2 lety

      @@abeedlateef8059 ওরা চিংড়ি মাছের পোনা খায়। ঘাস দিতেছি

  • @din172
    @din172 Před 2 lety

    Sir, Ami India theke bolci..bish proyog korle Mach bachate Koro nio ki.. choline choloride diye Mach chas korle ki growth besi hoi...

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      বিষ প্রয়োগের কোন রেমেডি নাই।
      মাছের খাবার সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে সেটা আমি জানি না কিন্তু এই সমস্ত উপাদানের গল্প কে শোনায় সেটাও বুঝি না।

  • @subirsen9692
    @subirsen9692 Před rokem

    Sir mahul ba mahua ki macher khabar hote pare??

  • @haradhanmahanta8831
    @haradhanmahanta8831 Před 2 lety

    Namaskar sar, Ami ki akak vabey grass carp chas kartey pari?

  • @zahiralauddin3148
    @zahiralauddin3148 Před 2 lety

    ধন্যবাদ স্যার।আপনার সুস্বাস্থ কামনা করি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      আল্লাহ আপনার মঙ্গল করুন।

  • @jayantasarkar2463
    @jayantasarkar2463 Před 2 lety

    Sir 🙏🙏🙏..pukure khub gugle hoyeche .ke kore komabo .aktu bolben..

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      ব্ল্যাক কার্প, কার্পিও

  • @sarkerphilip7026
    @sarkerphilip7026 Před rokem

    স্যার, আপনি ৫ কে খৈল, ২০কেজি গোবর ও ৫কেজি ডি এ পি মিশ্রন প্রস্তত করার কথা বলেছে এ মিশ্রন কতটুক জলাশয় ব্যবহার করবো

  • @susantokumarsen9793
    @susantokumarsen9793 Před rokem

    আদাব স্যার। সূর্যমুখী খৈল কি সরিষার খৈল এর মত দুদিন ভিজিয়ে রেখে খাওয়াতে হবে কি??

  • @imranraaz157
    @imranraaz157 Před rokem

    স্যার আপনার লিখা বা পছন্দের কোন বই পড়লে আরও জানতে পারব।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      সরাসরি চাষী সহায়িকা সেরকমের কোন পছন্দের বই আমার নাই।

  • @shohagmusa1050
    @shohagmusa1050 Před 2 lety

    Sir ....
    6 bigha ...33 sotoke a bigha ... Pukure carp misro chase ,, total koto pis mas Sara jabe

  • @MahadiHasan-tc6xi
    @MahadiHasan-tc6xi Před 2 lety

    Sir
    আপনার এই পরামর্শটা কি শিং মাছের ক্ষেএে প্রযোজ্য??এবং শিং মাছের জন্য প্রাকিতিক খাবারের জোগান দিয়ে কতোটুক লাভবান হওয়ার সম্ভব?

  • @mdzaman346
    @mdzaman346 Před 2 lety

    God bless you

  • @user-jp5yo4hr6d
    @user-jp5yo4hr6d Před 2 lety +2

    স্যার পাবদা ও বাংলা মাছের মিশ্রচাষ
    মাছের পুকুরে খড় করা যাবে?

  • @hmlipon4613
    @hmlipon4613 Před 2 lety

    Thanks a lot

  • @mdsharifulislam2788
    @mdsharifulislam2788 Před 2 lety +1

    স্যার 500 গ্রাম 1 কেজি সাইজের গ্লাস কাপ মাছ কে বড় কচুরিপানা খাওয়ানো যাবে কি? খাদ্য হিসেবে কচুরিপানার প্রটিন মান কত বলবেন প্লিজ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      যাবে। ২% এর মত হতে পারে।

    • @RASELKHAN-ey6mk
      @RASELKHAN-ey6mk Před 10 měsíci

      @@abeedlateef8059 sir ami boro kuchuri pana diyechilam hap kg sizer grashkarp ke but sudu pata gulu kay. data gulu kayna

  • @samirfishhunting468
    @samirfishhunting468 Před 2 lety

    স্যার আমার পুকুর আছে ৩৩ শতক। আমি সেখানে কার্ভ মিশ্র চাষ করতে চাই। কত পরিমাণ মাছ দেবো এবং মাছের কতটা খাবার দিতে হবে একটু বিস্তারিত বললে খুবই উপকৃত হবো।
    আমি আপনার সমস্ত ভিডিও দেখি কিন্তু ঠিক করতে পারছে না মাছ কেমন সাইজ হলে কেমন খাবার আর কতটা পরিমাণে দিতে হবে।
    আপনার ভিডিওগুলি দেখার পরেই মাছ চাষের দিকে মন টানছে। মনে হচ্ছে আপনার সংস্পর্শে থাকলে বাণিজ্যিক দিক থেকে সফলতা পাব।
    🙏আমার প্রণাম নেবেন। 🙏
    ভারত বর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বলছি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      আমার ভিডিওগুলি দেখতে পারেন।।
      কার্প ফ্যাটেনিং সহ খাদ্য সম্পর্কিত অনেক ভিডিওই আছে; সে গুলি দেখতে পারেন।

  • @bharatbiswas7801
    @bharatbiswas7801 Před 2 lety

    চিংড়ি চাসের পুকুরে খড় দেওয়া জাবেকি ? জদি দেওয়া জায়, চিংড়ির রেনুর পুকুরে কতদিন বা কিভাবে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া জায় জানাবেন ।

  • @sumandipghosh8830
    @sumandipghosh8830 Před 2 lety

    sir ami fire sestem a10 year chukari kore che detection & proction but atc

  • @bharatbiswas7801
    @bharatbiswas7801 Před rokem

    স্যার, ব্রান,মোলাছেচ,ইস্ট,এর মিছ্রন
    জদি ৩৬ বা ৪৮ ঘন্টা হয়ে যার তাহলে কোন অসুবিধা হবে কি,,,,?

  • @mdsohag1780
    @mdsohag1780 Před 2 lety

    ধন্যবাদ স্যার।

  • @mdismailcox7461
    @mdismailcox7461 Před 2 lety

    জাজাকাল্লাহ খাইরান

  • @greenbangla2603
    @greenbangla2603 Před rokem

    স্যার সালাম নিবেন।আমি মুর্শিদাবাদ থেকে বলছি। সাইপারমযাথিন প্রতি শতক ফুটে 0,4 mg।আমার পুকুরে 6ফুট জল তাহলে 6×0,4mg প্রতি শতকে হবে মাছ থাকা অবস্থায়।

  • @sheikhshakir4716
    @sheikhshakir4716 Před 2 lety

    Thanks sir ❤️

  • @misssonya7110
    @misssonya7110 Před 2 lety

    আসসালামুয়ালাইকুম স্যার আপনার পোস্ট গুলো আমার অনেক অনেক অভিগতা হচ্ছে চিষ্টা করবো আপনার থেকে অভিজ্ঞতা নিয়ে অনেক প্রাকস্টিস করবো ইনশাহআল্লাহ

  • @bharatbiswas7801
    @bharatbiswas7801 Před 2 lety

    স্যার,গোবর এবং খৈল এর মিস্রন চিংড়ির ঘেরে ব্যবহার করা জাবে কি ?

  • @ZakirHussain-hi4vm
    @ZakirHussain-hi4vm Před 2 lety +1

    সৰিসাৰ খৈল ৪৮ঘন্টা ভিজায়া ৰাখি ।সৰিসাৰ খৈল ৫০ভূট্টা ৫০ দিয়া আছি। আমাৰ এলেকাই সৰিসাৰ খৈল ৩২টাকা কেজি ভূট্ট ২০টাকা কেজি ।ইয়াৰ উপৰিও ক'লা পাতা আৰু ঘাস দেই

    • @abtraveler4346
      @abtraveler4346 Před 2 lety +1

      ভাই আপনার বাসা কোথায়

    • @mretyunjoychakroborty7498
      @mretyunjoychakroborty7498 Před 2 lety

      banglar baira

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      খুবই ভাল। কিন্তু শুধু ভুট্টা ব্যবহার করলে মাছ রোগাক্রান্ত হবে ভাই।

  • @siamahmed8994
    @siamahmed8994 Před 2 lety

    পুকুরে ধৈঞ্চা ব্যবহার সম্পর্কে যদি কিছু বলতেন?
    এবং উপকারিতা গুলো যদি বলতেন তাহলে খুব উপকৃত হতাম

    • @kiaanrk752
      @kiaanrk752 Před 2 lety

      পুরোনো ভিডিও তে বলা আছে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      শতকে কেজি পরিমাণ ধৈঞ্চা গাছ দিন - ২৫ -৩০ দিনের জন্য।

  • @zobaershaikat7786
    @zobaershaikat7786 Před 2 lety

    আসসালামু আলাইকুম! স্যার ব্রান,মোলাসেস,ইস্ট ফর্মুলায় ব্রানের পরিবর্তে দেশি কুড়া বা চিড়ার কুড়া ব্যবহার করা যাবে?

  • @charfassiontv
    @charfassiontv Před 2 lety

    স্যার,মিরার ফিড মিক্স সম্পর্কে যদি কিছু বলতেন আমরা এই ফিড দিয়ে কি মাছ কালচার করতে পারবো কিনা ,তাদের ভাষ্য মতে তাদের এই ফিডে ফ্রোটিন ভালো এবং খাবার ও পরিমাণে কম লাগে ,যদি আপনার কিছু জানা থাকে তাহলে জানাবেন প্লিজ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      উপজেলা মৎস্য দপ্তর বা জেলা মৎস্য দপ্তর খোঁজ নিন।

  • @uddipanagro2433
    @uddipanagro2433 Před rokem

    স্যার আমি বাংলাদেশ থেকে, মাছের খাবার খরচ নিয়ে খুবই চিন্তায় আছি।
    কারপ জাতীয় মাছের চাষ।

  • @AnisurRahman-dj1mo
    @AnisurRahman-dj1mo Před rokem

    Thanks

  • @rupeshmondal9370
    @rupeshmondal9370 Před 2 lety

    স্যার আমার পুকুরে প্রচুর ভটকা উঠেছে ওপরের শ্যাওলার স্তর পড়ে গেছে সবুজ রঙের কি করা যেতে পারে atu bolun

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      খাবারের পরিমাণ কমিয়ে দিন।

  • @moklesurrahman3991
    @moklesurrahman3991 Před 2 lety +1

    স্যার খর কি শুকনা নাকি কাঁচা
    জানাবেন প্লিজ

  • @kaushikpal4046
    @kaushikpal4046 Před rokem

    স্যার নমস্কার নেবেন আমার 75 শতাংশের পুকুরে এই মুহূর্তে মাজখানে 5ফট এবং সাইড এ 3ফুট জল আছে আমি শুধু রুই o কাতলা মাছ সতকে 20pcs kore মাছ দিতে চাইছি এবং সাথী হিসাবে 15কেজি বাটা দিয়ে চাইছিখাবার আবেদিয়ান স্টাইল 26পার্সেন্ট প্রোটিন যুক্ত খাবার এটা কি করলে হবে স্যার আর রুই o katla Kota kore দেবো আপনার গুহুটাপূর্ণ মতামত দয়া করে জানাবেন আর এর সাথে যদি কোনো মাছ যোগ করতে হয় সেটাও দয়া করে জানাবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      ১২ টা রুই, ৬ টা মৃগেল আর ২ টা কাতলা দিন।

  • @sadnanbioflocfishfarmingsy4356

    স্যার আমি হাউজে কৈ মাছ চাষ করি কই মাছের জন্য কি কি মিশে হাতে বানানো খাদ্য তৈরি করব

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      হাউজে হাতে বানানো খাবার দেয়া উচিত হবে না।