Function of mannure/fertilizers ।। জৈব ও রাসায়নিক সারের কাজ। Abeed Lateef

Sdílet
Vložit
  • čas přidán 29. 04. 2019
  • To produce the natural feed; that is zoo plankton, phytoplankton and benthos farmers are to apply manure and fertilizer in pond.
    Manure is from organic source and another is chemical.
    Combination of nitrogen fertilizer and phosphate is mandatory.
    Because the primary producer; phytoplankton requires both of those.
    If any body use only urea as nitrogen source then the phytoplankton will grow which is 'rod shape' is not edible for fish; more over it causes poisonous situation when its age exceeds 10-15 days.
    So, combination of phosphate is mandatory.
    In absense of organic manure the function of fertilizer is least.
    To grow zooplankton and benthos organic manure is compulsory.#Abeed Lateef
    পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আমাদেরকে সার প্রয়োগ করতে হবে।
    সার দুই প্রকারের হয়ে থাকে ;
    যেমন জৈব সার ও রাসায়নিক সার।
    ইউরিয়ার সাথে টিএসপি অবশ্যই দিতে হবে।
    কারন হচ্ছে ফাইটোপ্লাংক্টন হচ্ছে উদ্ভিদ জাতীয় ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা;
    যেটির পুষ্টি হিসাবে দুইটারই দরকার।
    কেউ যদি শুধু ইউরিয়া দেন তাহলে বিশেষ ধরনের ফাইটোপ্লাংক্টন তৈরি হয় যা কিনা বেশীরভাগই ভাসমান এবং 'দন্ডাকৃতি'
    পানির উপর-নীচ সব জায়গাতে
    ফাইটোপ্লাংক্টন বিরাজ করে না!
    শুধু ইউরিয়া প্রয়োগে সৃষ্ট এই ফাইটোপ্লাংক্টন এর সবগুলি মাছ খাদ্য হিসাবে খায়ও না।
    মনে রাখবেন জুওপ্লাংক্টন তৈরির জন্য অবশ্যই জৈব সার অথবা জৈব পদার্থ প্রয়োগ করতে হবে।
    -টিএসপিতে ভেজাল দেবার সম্ভাবনা থাকে; অনেক সময়েই টিএসপির নামে এসএসপি চালিয়ে দেয়;
    কিন্তু ডিএপিতে সেই সেই সম্ভাবনা নাই;
    -ডিএপিতে ফসফেট ৪৬% এবং
    ইউরিয়া ১৯-২৩ % থাকে
    কিন্তু টিএসপিতে শুধুই ফসফেট ৪৬% থাকে
    ইউরিয়া থাকে না।
    হ্যাঁ, মিউরেট অব পটাশের প্রয়োগের প্রয়োজন অবশ্যই আছে।
    কারনটা জানা দরকার-
    যুক্তিটা সহজেই অনুমেয়"!
  • Věda a technologie

Komentáře • 242

  • @soumenduchatterjee2842
    @soumenduchatterjee2842 Před 4 lety +6

    আপনার বাচন ভঙ্গী খুব ভালো... বুঝতে খুব সুবিধা হয়.. আপনি ভালো থাকুন... ট্যাংক এ বায়োফ্লক নিয়ে আপনি উদ্যোগী হলে আমরাও উপকৃত হবো। অনেকে বিজ্ঞান না বুঝে ভুল ভাল কথা বলে ভিডিও পোস্ট করেন।তাই গভীরে শিখতে পারিনা।তাই আপনাকে দরকার। বায়োফ্লোক নিয়ে কিছু করুন...

  • @mominulislam4024
    @mominulislam4024 Před 4 lety +2

    স্যার,আপনাকে অনেক ধন্যবাদ, এত সহজ ভাবে উপস্থাপন করার জন্য।

  • @ripon200
    @ripon200 Před 5 lety +1

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

  • @shubankarsinghape3536
    @shubankarsinghape3536 Před 3 lety

    One of the most reliable channel on CZcams. Thank you sir for giving us such valuable information.

  • @tarekraja7537
    @tarekraja7537 Před 5 lety +3

    Sir, this is one of your brother Tarek Raja, from UK.
    Walaikum wa salaam. Masha Allah, a top class video with lots of valuable information.

  • @JewelRana-ql6ie
    @JewelRana-ql6ie Před 8 měsíci

    Aslamulaikum সার অনেক ভালো কথা ।শুনে অনেক উপকৃত হলাম ।

  • @mazid1245
    @mazid1245 Před 4 lety +1

    ধন্যবাদ স্যার সুন্দর উপস্থাপন করার জন্য

  • @bapisarkar8248
    @bapisarkar8248 Před 3 lety

    নমস্কার কাকা,
    আপনার ভিডিও গুলো খুব ভালো লাগলো👏✊👍

  • @didarulislam1606
    @didarulislam1606 Před 3 lety

    চমৎকার উপস্থাপনা স্যর

  • @delowarthecaptainnimo868
    @delowarthecaptainnimo868 Před 5 lety +1

    We are with you sir and thank you for very informative lecture ❤

  • @download4256
    @download4256 Před 5 lety

    You are true helper for us.

  • @mohdshahab826
    @mohdshahab826 Před 4 lety +1

    আপনাকে ধন্যবাদ আপনার সব ভিডিও আমি বার বার দেখি ইনশাআল্লাহ দেশে গেলে আমি মাছ চাষ করবো আল্লাহ আপনাকে ভালো রাখুক আমিন

  • @arshadulkarim1840
    @arshadulkarim1840 Před 5 lety +2

    আল্লাহ পাক আপনার মঙ্গল করুক দোয়া করি

  • @asanulhoque1110
    @asanulhoque1110 Před 4 lety

    Mashallah . Lv from India sir your vedio is so helpful for us

  • @ArifKhan-xh1ld
    @ArifKhan-xh1ld Před 5 lety +3

    আলহামদুলিল্লাহ আপনার উচিলায় অনেক কিছু শিখতে পারলাম, আল্লাহ আপনাকে নেক হায়াৎ দান করুক

  • @alimuzzaman70
    @alimuzzaman70 Před 4 lety

    Thanks you sir. You are great. 👍

  • @Autoland3333
    @Autoland3333 Před 3 lety

    আপনার এই ব্যতিক্রমধর্মী উপস্থাপনা ও টিউটোরিয়ালগুলো খুবই প্রশংসার দাবি রাখে,, অতীতে এভাবে কেউ এই উপস্থাপনা গুলো করে নাই,, সাধারণ চাষিরা এর থেকে অনেক উপকৃত হবে বলে আমি আশাবাদী,, আপনাকে আবারো ধন্যবাদ,,,,,,👍🌿🌿🌿🌿🌿🌿

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety

      আপনাকেও অনেক ধন্যবাদ।

  • @pragyaagro7651
    @pragyaagro7651 Před 5 lety +1

    Im chandan ray frm india. Nice sir keep it up. Thnks

  • @wisewanderer8837
    @wisewanderer8837 Před 5 lety

    Keep it up sir.

  • @mdaminulhoque6192
    @mdaminulhoque6192 Před 4 lety

    অনেক অনেক ধন্যবাদ sir.

  • @advmgakterzakir6792
    @advmgakterzakir6792 Před 5 lety

    Excellent

  • @mdjasim616
    @mdjasim616 Před 5 lety

    ধন্যবাদ স্যার,

  • @nejamuddinali7796
    @nejamuddinali7796 Před 5 lety

    স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @bmwbmw7112
    @bmwbmw7112 Před 5 lety

    আপনাকেও ধন্যবাদ

  • @mdjasim616
    @mdjasim616 Před 4 lety

    ধন্যবাদ স্যার আপনাকে নতুন নতুন ভিডিও আরো চাই স্যার

  • @lovelumia2509
    @lovelumia2509 Před 4 lety +1

    ভালো

  • @MOHAMMADALI-ce3xj
    @MOHAMMADALI-ce3xj Před 2 lety

    Excellent:,-)

  • @user-zg5zh4yx1p
    @user-zg5zh4yx1p Před 3 lety

    ধন্যবাদ স্যার

  • @riponuddin8163
    @riponuddin8163 Před 5 lety

    দন্যবাদ স্যার

  • @saradinduhazrab2214
    @saradinduhazrab2214 Před 3 lety

    1oooook good

  • @rafiksk1989
    @rafiksk1989 Před rokem

    খুব ভাল

  • @p.kbioflocfishfarm7660

    Sir jua planton ju plantong ki vaba toiri kora jai jodi bolan valo hoi

  • @advmgakterzakir6792
    @advmgakterzakir6792 Před 5 lety +1

    আপনার প্রসংশা করতে ভাললাগে

  • @md.sabujmia9538
    @md.sabujmia9538 Před 5 lety

    Thanks sir

  • @banglaacademychannelraselr8469

    thanks sir

  • @rakeshkanji1256
    @rakeshkanji1256 Před 5 lety

    Sir uriya na diye sudhu choti khol &DAP ki deoya jay? Jodi hoy tar poriman koto hobe

  • @ShohanurRahman71
    @ShohanurRahman71 Před 4 lety +3

    স্যার,
    রাসায়নিক সার যেমন- (ইউরিয়া,ডিএপি,পটাশ )প্রতি শতাংশে কি পরিমান দিতে হবে।

  • @mdkhalek2960
    @mdkhalek2960 Před 5 lety

    Nice to meet you sir and you are so grateful

  • @towhidzaman9747
    @towhidzaman9747 Před 4 lety

    Sir ekok chas a rasionik sar dawa jay?

  • @sumonbose4772
    @sumonbose4772 Před 4 lety

    Sir, sing r magur jono akta vedio koben ta hoyla akto valo hoyto amder jono .

  • @shakil2898
    @shakil2898 Před 22 dny

  • @mozidkhan4994
    @mozidkhan4994 Před 3 lety

    স্যার আসসালামু আলাইকুম,স্যার আপনি ভিডিওর শেষে,যে সার দেওয়ার কথা বলেছেন ৫ দিন পচিয়ে সেটা তেলাপিয়া চাষে কয়দিন পর পর প্রয়োগ করবো?জানাবেন প্লিজ।

  • @colourkids471
    @colourkids471 Před 4 lety

    tnx sir

  • @sandipanfpt
    @sandipanfpt Před 5 lety

    SINGI R jonno BIOFLOC e ZOOPLNTN kibhabe banabo Sir... whatsapp share koren plz...

  • @bablumir77
    @bablumir77 Před 5 lety

    Assalamualaikum
    Sir
    Ami freely bolchi Don't mind
    Video'te Apnar voice sound onek kom.
    Thanks

  • @saddamullah2556
    @saddamullah2556 Před 4 lety

    Tanku sir

  • @arindam.856
    @arindam.856 Před 3 lety

    Sir poultry waste thke kivabe sar toiri hbe?

  • @mintumintu9353
    @mintumintu9353 Před 5 lety

    Walikum salam

  • @nittanondapal4210
    @nittanondapal4210 Před 3 lety +1

    স্যার, ধন্যবাদ।
    কোন মাছ কোন সময়ে দ্রুত বাড়ে এইটার একটা ভিডিও দিবেন,, স্যার।

  • @sadiksomrat6310
    @sadiksomrat6310 Před 3 lety +1

    স্যার কৈ এবং দেশি মগুরেও কি এটা হবে?? জানানোর আবেদন হইলো

  • @careerguideinstitute
    @careerguideinstitute Před 4 lety

    Sir Singh Chas nie kichu vedio banan

  • @yaminurrahman8848
    @yaminurrahman8848 Před 3 lety

    স্যার ইউরিয়া সার ডিএপি সার এবং পটাশ
    সবগুলো একসাথে মিশিয়ে দেওয়া যাবে?

  • @sabuj8055
    @sabuj8055 Před 4 lety

    Sir, ami Sabuj malakar. Mollahat, Bagerhat.
    pabda macher mixed chas er bepar a a-z( pukur toiri,pabdar sathe onno ki mach, panir height,sar proyog, sar er matra, koto din por por proyog, joibo sar er matra, koto din por por, vitamin, antibiotic, chun, lobon, er matra, koto din por por, molases ba bazar theke flok kine use korta hobe kina, max koto pona mojut kora jabe aerator use kora, ki khabar khaoyate hobe ba koto % protin somriddho khabar dita hobe,, mach er weight er koto % khabar dita hobe) jodi akta video toiri koren ba message e reply diya bole den tahole khub e kritoggo hobo. Apnar susho o dirghaou kamona kori sir.. Thaks a lot in advance

  • @tanvirhuda1478
    @tanvirhuda1478 Před 3 lety +1

    Alhamdulillah অনেক অনেক ধন্যবাদ dear, akta প্রশ্ন গুরু সেটা হলো,
    আপনি 20kg গোবর+5kg খোল +5kg DAP এর যে ডোজ এর কথা বললেন সেটা কি মাসে akbar, r এই ডোজ দিলে কি fytoplunkton ও juplankton দুইটাই তৈরি হবে dear?????????

  • @mollakhankhan8262
    @mollakhankhan8262 Před 3 lety

    শিং মাছের রেণু দুই চারদিন পরে পানির উপরে ভেসে যায় স্যার একটু বলবেন

  • @nuraminahmednuramin3492

    Vayjan ami pukure duck palon kori amar ki hobe

  • @tanvirahmad7161
    @tanvirahmad7161 Před 3 lety

    Sir,,
    খৈল কোনটা দিব সওয়াবিন/সরিষা ?

  • @bstv837
    @bstv837 Před 3 lety +1

    স‍্যার,রিপকট বা সুমিথিয়ন প্রয়োগ করলে কি জুপ্লাংটন মারা যায়?

  • @arshadulkarim1840
    @arshadulkarim1840 Před 5 lety

    জৈব সার এর পরিবর্তে কোন সার ব্যবহার করা ভালো

  • @akramahmed6512
    @akramahmed6512 Před 3 lety

    স্যার আসসালামুআলাইকুম আমার বাড়ীর পুকুর ২৫শতক। গোসল করলে পিচ্ছিল হলুদাভ জলসা শরীরে লাগে। সকালে সব মাছ ভেসে থাকে। অক্সিজেনের অভাবে। পিএইচ কমে গেলো নাকি। আর কি করবো।

  • @riasatiqbal7715
    @riasatiqbal7715 Před 5 lety +1

    জৈব স্যার ব্যবহার নিয়মটা একটু বলবেন কি ভাবে ব্যবহার করতে হবে।

  • @tanaydeb8117
    @tanaydeb8117 Před 5 lety

    Sir জৈব সার হিসাবে কেচো সার দেওয়া যাবে।

  • @mdmohebbullah2447
    @mdmohebbullah2447 Před 3 lety

    Sir. সতকে কত কেজি পচা গোবর দেওয়া উচিত।জানাবেন প্লিজ

  • @naziruddinahmed1265
    @naziruddinahmed1265 Před 4 lety

    নাজির উদ্দিন আহমেদ আসাম,ইন্ডিয়া চার জৈৱ সার আর রাসায়নিক সার একসাতে প্রয়োগ করতে হয় নাকি আগে জৈৱ সার প্রয়োগ করে তার পর রাসায়ণিক সার প্রয়োগ করতে হয়,দয়া করে উত্তর দিবেন

  • @arshadulkarim1840
    @arshadulkarim1840 Před 5 lety

    আল্লাহ পাক আপনার মঙ্গল করুন

  • @shahinpatwary2394
    @shahinpatwary2394 Před 4 lety

    স্যার কি খাবার বা ঔষধ দিলে মাছ দ্রত বড় এবং ওজন হয় জানাবেন।

  • @sudipsing1922
    @sudipsing1922 Před 4 lety

    সিলভারকাপ মাছের পাখনা ও মুখ অংশ লালচে হয়ে মারা যাচ্ছে! স্যার,আমি কি পটাশিয়াম পারমাঙ্গানেট প্রয়োগ করতে পারি?

  • @rajibimran4985
    @rajibimran4985 Před 10 měsíci +1

    সরিসা খৈর পচা ও সার এক সাথে দেয়া য়াবে।

  • @beautinagaish
    @beautinagaish Před 5 lety +2

    স্যার ধন্যবাদ যে আমরা যারা নতুন করে মাছ করতে চাচ্ছি বেশি না হলেও একটু সাহস তো পাচ্ছি, আশা করি মাছ মরে যাওয়া প্রতিরোধে আরও ভিডিও ইনসাল্লাহ দেখব, স্যার আমার একটি প্রশ্ন যে ডিওপি মানে কি বুঝি নাই, একটু যদি কোন এক ভিডিওতে প্রশ্নোত্তর জবাব হিসেবে একটি ভিডিও দিতেন তাহলে আমরা আরও কতজ্ঞ হবো

    • @bestqurantilawat.8670
      @bestqurantilawat.8670 Před rokem

      ডি এ পি এটা শার।দুকানে গিয়ে বললেই দেখিয়ে দেবে।

  • @jahidhossain8673
    @jahidhossain8673 Před 5 lety

    স্যার মাছকে কি অন্য কোন খাবার খায়ানো জাবে কি না। যেমন লিটার মুরগির খামারে নিচে দেয়া হয় ও গুলা কি খায়ানো জাবে। আমি টেলাপিয়া সারছি। একটু বলবেন স্যার। অনেক উপকার হবে।

  • @nityanandabiswas11
    @nityanandabiswas11 Před 4 lety +1

    Dap কি পরিমান দেব ?

  • @shahedali.মাছচাষ

    ❤️❤️❤️❤️❤️

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      💖💖💖💖💖💖💖💖💖💖💖💖🌸🌸🌼🌼🐟🐟🐟🐟🐟

  • @bablusk6117
    @bablusk6117 Před 3 lety

    Gober er bebohar kemon kore korbo ?

  • @anwarparvaj4121
    @anwarparvaj4121 Před 4 lety

    তেলাপিয়া পাঙ্গাসের চাষেও দেওয়া যাবে?

  • @riasatiqbal7715
    @riasatiqbal7715 Před 5 lety

    আপনার সাথে যোগাযোগ এর কি ব্যবস্থা আছে কি প্রশ্ন আর information নেওয়ার আছে।

  • @MUKESHKUMAR-wg2br
    @MUKESHKUMAR-wg2br Před 3 lety

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sajibdatta9866
    @sajibdatta9866 Před 4 lety

    অনেক ভালো করে বুঝান অাপনি, অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন- জৈব সার বানোর পক্রিয়া ভিডিওর শেষে যেটা বললেন, গোবরের সাথে কি সরিষার খৈল দেব? অার গোবর কি শুকিয়ে মেশাতে হবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety +2

      হ্যা গোবরের সাথে খৈল দেবেন।
      গোবর কাচাই দেবেন।

  • @sagnikmaity2973
    @sagnikmaity2973 Před 3 lety +1

    ব।ট। মাছ কি খাবার খায়

  • @maktabeachiyatilpi
    @maktabeachiyatilpi Před 3 lety

    স্যার🕴আমার একটি ৮ শতক ঘরোয়া পুকুর আছে! পানি ৬ ফুট কাদা ৩ ফুট ' এঁটেল মাটি এবং পানি ঘোলা(বয়স ৩ বছর)পুকুর প্রস্তুতি কিভাবে করবো???
    মনোসেক্সের সাথে আর কি মাছ দেওয়া যেতে পারে?? আমি নুতন দয়া করে অভিজ্ঞ দাদারা একটু পরামর্শ দেবেন🙏🙏

  • @goat4978
    @goat4978 Před 4 lety

    Kano sir gobor dao jabe na?

  • @eng.md.mosharafhossain2616

    Ek bigha pukur er jonno 5 kg khoil, 20kg gobor ebong 5 kg D.A.P diye toiri macher khabar koto din por por dite hbe?

  • @srsmathstudy2046
    @srsmathstudy2046 Před 4 lety

    🙏🙏🙏🙏
    আমার সিমেন্ট টেংকি আছে ।
    30000+ লিটার জল । আয়াতাকার এবং নিচে মাটি আছে ।জল 4 ফুট দেওয়া থাকে ।
    আমি রুই কাতলা মৃগেল ছেরেছি ।
    গোবর রাসায়নিক সার কি পরিমানে দেবো ।
    শতক বেপারটা বুজলাম না।

  • @litonmiah1450
    @litonmiah1450 Před 3 lety

    স‍্যার আমার সালাম গ্রহণ করোন।

  • @liponsaha2191
    @liponsaha2191 Před 5 lety

    জৈব সার হিসাবে কি দিবো

  • @pranabgayen4539
    @pranabgayen4539 Před 3 lety

    Wonderful.have so much knowledge. Thank you sir for sharing.whenever you come to kolkata please contact me. I need your precious advice/suggestions.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      Thank you very much for your curiosity and compliments! ♥️♥️♥️♥️

  • @mdsajidshahariya2887
    @mdsajidshahariya2887 Před 4 lety

    স্যার অামি মোঃ ফারুক হাসান রাণীনগর নওগাঁ অাপনার ভিড়িও দেখিছি ও অনেক কিছু সিকেছি (১) মাগুর মাছকে পাতিলে রেখে কিছুদিয়ে কি কালার হলুদ করা য়ায

    • @jobayerdu
      @jobayerdu Před rokem

      ইহাকেই বলে চিটারি বাটবারি জিজ্ঞাসা!

  • @milanroychoudhury1794
    @milanroychoudhury1794 Před 3 lety

    স‍্যার, আপনার সব ভিডিও গুলো দেখি, নতুন মাছ চাষি হিসাবে আমি খুব উপকৃত হযেছি। আপনি য়ে চপুকুরে চুন ও আটা প্রযোগ এর কথা বলেছেন সে কত দিন। উত্তর দিলে আমি খুব কৃতজ্ঞ হব।

  • @mdbodiulalam5100
    @mdbodiulalam5100 Před 3 lety

    হাউস ফেনা হলে কিকরব

  • @swapanbiswas7082
    @swapanbiswas7082 Před 3 lety

    স্যার নমস্কার পশ্চিমবঙ্গ ভারত থেকে স্বপন বিশ্বর বলছি চিংড়ি চিংড়ি মাছের রেনুকে বাদাম খোল খায়

  • @MoinKhan-ol9dw
    @MoinKhan-ol9dw Před 4 lety

    Sound kom... Kotha buja zay na

  • @sujansujan4930
    @sujansujan4930 Před 5 lety

    কাচা গবর দিয়া যাবে না।

  • @imtizauddin1208
    @imtizauddin1208 Před 4 lety

    ছার জৈব সার বলতে কি দবো

  • @fishworld3056
    @fishworld3056 Před 2 lety

    Khol+gobor + dap+ ssp diya ki soptahe 1 bar kore dya jabe

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      আমিতো ১২-১৮ দিন অন্তর দিতে বলি।

    • @fishworld3056
      @fishworld3056 Před 2 lety

      @@abeedlateef8059 monthly tahole 2 bar korbo ..

  • @abhijitlet9044
    @abhijitlet9044 Před 4 lety

    Apnra bahai k like den na kno?

  • @download4256
    @download4256 Před 5 lety

    Sir, apner Facebook page er link dile khub upokrito hobo.

  • @shantiagrokalia3445
    @shantiagrokalia3445 Před 5 lety +1

    মাছের সাথে হাঁস পালন কি করা যায়,,এবং কত শতকে কত গুলো হাঁস পালন করা হয়,,

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 5 lety +2

      একরে ৫০ টা পর্যন্ত করা যায়।
      এর বেশী করলে পানি দুষিত হয়।

  • @mdsalemkhan1805
    @mdsalemkhan1805 Před rokem

    আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারকাত ুহু স্যার প্রতি শতকে ডিএপি ইন্ডিয়া পটাস মাসে কতটুকু লাগবে পটাশ জমিতে যে ব্যবহার করি সেই পটাশ একটু বুঝিয়ে বলবেন প্লিজ স্যার আমি নতুন মাছ চাষ শুরু করেছি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      আপনি বরং প্রশিক্ষণ নেন
      facebook.com/groups/2143121362500536/?ref=share

  • @entertainmentjoy7786
    @entertainmentjoy7786 Před 5 lety

    Sir joibo sar ki sotoke 1kg kore bebo

  • @arshadnishuarshad7413
    @arshadnishuarshad7413 Před 2 lety

    আসসালামু আলাইকুম
    স্যার,, এইটা কি তেলাপিয়ার একক চাষের ক্ষেত্রেও করা যাবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      প্রয়োজন হলে পরিমিত পরিমাণে।

  • @ashimgain7279
    @ashimgain7279 Před 3 lety

    অসাধারণ লাগল স্যার,,,একটা প্রশ্নের যদি উত্তর দিতেন তবে খুব উপকৃত হতাম,,পুকুরে মাছ থাকাকালীন খৈল গোবর পচিয়ে দেয়া যাবে???/

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety

      পরিমিত পরিমাণে দিলে কোন সমস্যা নাই বরং উপকার।