পুকুরে মাছের খাদ্য পরিমাপ ও পরিচর্যা। Fixation of feed in pond, Pond management।Abeed Lateef

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • When we make fish food, if we can select different ingredients according to their nutritional value and mix them properly, then we will make suitable food for our fish.
    For this reason, homemade or purchased fish meal, soybean meal, rapeseed oil cake, pulse powder, various oils, DORB, rice bran or different ingredients can be mixed.
    Since self-made food is dipped food, its quantity needs to be determined.
    If we are not able to apply the food subject to the demand for fish food, we are likely to be harmed in all aspects.
    So it is possible to measure the actual demand of fish by spreading some food in different places of the pond and giving the rest in baskets.
    Depending on the work done for making natural food in the pond, various cares of the pond such as lime, salt, chitagur and fertilizer are applied.
    It is possible to make food for less money and meet the need.
    At the same time, it is becoming possible to save the fish from diseases, pests and various environmental pressures.
    Thanks everyone.
    #পুকুরে_খাদ্যের_পরিমাণ, #চুন_লবণ_সার_মোলাসেস, #নিজে_বানানো_মাছের_খাবার,
    #Abeed_Lateef,
    মাছের খাবার তৈরি করার সময় যদি আমরা বিভিন্ন উপাদান গুলি পুষ্টিগুণ ভেদে নির্বাচন করতে পারি এবং সঠিকভাবে মেশাতে পারি তাহলে আমাদের মাছের উপযুক্ত খাদ্য তৈরি হবে।
    এই কারণে নিজে বানানো অথবা কেনা ফিস মিল, সয়াবিন মিল, রেপসিড অয়েল কেক, ডালের খুদের পাউডার, বিভিন্ন খইল, DORB, রাইস ব্রান বা বিভিন্ন উপাদান মেশানো যেতে পারে।
    নিজে বানানো খাবার যেহেতু ডোবা খাবার হয় সেই হেতু এর পরিমাণ নির্ধারণ করা দরকার।
    মাছের খাবারের চাহিদা নিরূপণ সাপেক্ষে খাবার প্রয়োগ না করতে পারলে আমাদের সব দিক থেকেই ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা তৈরি হয়।
    তাই কিছু খাবার পুকুরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে বাকিটা ঝুড়িতে দিলে মাছের প্রকৃত চাহিদা পরিমাপ করা সম্ভব।
    পুকুরে প্রাকৃতিক খাবার তৈরির জন্য প্রয়োজনীয় কাজগুলি করা সাপেক্ষে পুকুরের বিভিন্ন পরিচর্যা যেমন চুন, লবণ, চিটাগুড় ও সার প্রয়োগ করা হয়ে থাকে।
    এতে অল্প টাকায় খাদ্য বানানো এবং প্রয়োজন মেটানো সম্ভব।
    সেই সাথে মাছকে রোগ, বালাই ও বিভিন্ন পরিবেশগত চাপ থেকেও বাঁচানো সম্ভব হচ্ছে।
    সবাইকে ধন্যবাদ।

Komentáře • 177

  • @mdsuad82
    @mdsuad82 Před 2 lety +1

    স্যার অনেক ধন্যবাদ আপনাকে এভাবে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার মাধ্যমে আমাদের নতুন নতুন তথ্য দেওয়া ও পুরনো তথ্য রিভাইস করার জন্য ❤️❤️

  • @mohdsamiur
    @mohdsamiur Před 2 lety +2

    This is one great example of how we can be cost effective and efficient. Thank you Sir once again for covering another important topic.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      ধন্যবাদ ভাই।
      ইনশাআল্লাহ চেষ্টা করব।

  • @ashrafulalam3312
    @ashrafulalam3312 Před 2 lety +1

    অনেক অনেক ধন্যবাদ স্যার এমন তথ্যনির্ভর ও বাস্তব প্রতিবেদনের জন্য। আল্লাহ পাক আপনাকে সুস্বাস্থ্য ও নেক হায়াত দান করুন। একতা ফিশারীজ এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

  • @sazibmulla8092
    @sazibmulla8092 Před 2 lety +1

    কিছু শিখলাম ও অনেক ভাল লাগল ধন্যবাদ স্যার আপনাকে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

  • @samimaktar3096
    @samimaktar3096 Před 2 lety +1

    Sir, video দেখে মন ভরে গেল,video ঘদি
    আর একটু বড়ো হত, অনেক কিছু শিখতে পারলাম

  • @santoshchakraborty3682
    @santoshchakraborty3682 Před 2 lety +1

    স্যার খুব ভালো লাগল এইটা দেখে।আমাদের এইরকম প্রকৃতি নির্ভর মাছ চাষ আরো দেখালে আমরা ভীষণ উপকৃত হব।

  • @AbuHanif-cp9rs
    @AbuHanif-cp9rs Před 2 lety +1

    আসসালামু আলাইকুম স্যার আপনাকে দেখলেই মন ভরে না সব সময় অপেক্ষায় থাকি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +2

      আল্লাহ তোমাদের পরিবার সহ সবার উপরে রহমত বর্ষণ করুন।
      তোমার আম্মাকে আমার সশ্রদ্ধ সালাম জানাইও।
      💖💖💖💖💖💖

  • @lemonkhan7527
    @lemonkhan7527 Před 2 lety

    খুবই সুন্দর উপস্থাপনা অনেক কিছু শিখলাম। স্যার আমি আগামী বছর বাগদা চিংড়ি চাষ করার চাচ্ছি শুনেছি এসপিএফ এর রেনু পোনা ভাইরাসমুক্ত হয় আপনার বক্তব্য কি? এবং খুলনায় কি এস পি এফ এর রেনু পোনা পাওয়া যায়।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      অনুগ্রপূর্বক নিজেই খোঁজ এবং যোগাযোগ করুন।

  • @mukul13244
    @mukul13244 Před 2 lety +1

    Thank you so much for such valuable information ....

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      মোস্ট ওয়েলকাম ভাই।

  • @zahidhassan8322
    @zahidhassan8322 Před 2 lety +1

    জাহিদ হাসান মানিক
    সাটুরিয়া, মানিকগঞ্জ,
    আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন?কচুরিপানা এই ভাবে পচতে কতদিন সময় লাগে? শতাংশে কতটুকু পচা কচুরিপানা দেয়া যায় এবং কতদিন পর পর?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      ওয়ালায় কুম সালাম ভাই। আলহামদুলিল্লাহ।
      অনেক দিন পর। আপনিও নিশ্চয়ই আল্লাহর রহমতে ভাল আছেন।
      শতকে ১-২ কেজি নামিয়ে দিয়ে পাশে বসে খেলা দেখলে বুঝতে পারবেন।
      আর ফুরিয়ে গেলেই আবার প্রয়োগ।
      আল্লাহ্ আপনাকে সফল করুন।

  • @hadisboss8642
    @hadisboss8642 Před 2 lety

    ধন্যবাদ স্যার দোয়া করি আল্লাহ রহমতে ভালো রাখেন।

  • @sandiproy1683
    @sandiproy1683 Před 2 lety +2

    স্যার খুব সুন্দর উপস্থাপনা।ভিডিওটি দেখে অনেক তথ্যের সাথে সরাসরি দেখতেও পেলাম। এইরকম ভিডিও আরও চাই। ভালো থাকবেন স্যার।

  • @sksajahan8738
    @sksajahan8738 Před 2 lety

    খুব সুন্দর আলোচনা

  • @HossainAnwar-q4o
    @HossainAnwar-q4o Před 5 dny

    Oni akhane soriser koilta kivane dai sir?

  • @salmanjr2510
    @salmanjr2510 Před měsícem

  • @sknazmulsknazmul420
    @sknazmulsknazmul420 Před 2 lety +3

    স্যার একটা প্রশ্ন? রিগেইন ভিটাকেয়ার পানি প্রোয়োগ করলে কি সত্যিই উপকার আছে। নাকি তারা ব্যাবসা করার জন্য এগুলো বলে? রিগেইন ভিটাকেয়ার আসলে কি এটি একটু বলবেন? আশা করি রিপ্লেটা দিবেন স্যার

  • @savloges7722
    @savloges7722 Před 2 lety

    Sir regain vitacare er sottota bolen

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      ওগুলি বাণিজ্যিক পন্য।

  • @alambhai123alam7
    @alambhai123alam7 Před 2 lety

    মাশাআল্লাহ

  • @mtrmfishagrofarm.1965
    @mtrmfishagrofarm.1965 Před 2 lety

    আসসালামু আলাইকুম sir, আমি মাহবুব মুরশেদ ভিডিও না দেখেই আগে comment করলাম, দোয়া করি এবং দোয়া চাই।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      আল্লাহ আপনাদেরকে মাছ চাষে সফল করুন।

  • @mynaturegarden2784
    @mynaturegarden2784 Před 2 lety

    খুব সুন্দর

  • @AshikurRahman-ss9cs
    @AshikurRahman-ss9cs Před 2 lety +1

    স্যার. প্রশ্ন হল লাল সর ইউগ্লেনা পরিস্কার করার পর কি চুন প্রয়োগ করতে হবে আর শতক প্রতি কত গ্রাম করে প্রয়োগ করতে হবে প্লিজ জানাবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      সেই সর এরিয়ার প্রতি শতকের জন্য ১ কেজি করে।

  • @ismilei4050
    @ismilei4050 Před 2 lety

    আছছালামু আলাইকুম ছার আপনার এই প্রতিবেদন দেখে ভালো লাগলো ছার দয়া করে একটু যদি খাবার বানানুর উপাদান গুলো বলতেন কি করে খাবার বানায় ইনশাআল্লাহ উপকৃত হতাম

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      ফেস বুকে মাছের খাবার বানানোর পদ্ধতি খুঁজ লে পাবেন।

  • @tastenaroma7063
    @tastenaroma7063 Před 2 lety

    nomshkar sir Kochuri panata ki sukiye dairect deya hochhe.
    R sheetkal ashar ki thik age ki pukure proyog korte hobe sir bolben please.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      দুই তিন দিন শুকিয়েই দেয়া যায়।
      পুকুরের পরিচর্যা গুলি ঠিক মত চালিয়ে গেলে কোন অসুবিধা হবে না।

  • @khasruzaman3481
    @khasruzaman3481 Před 2 lety

    আলহামদুলিল্লাহ

  • @kakalidas4197
    @kakalidas4197 Před 2 lety

    Thank for your information

  • @MSanto-ys7rg
    @MSanto-ys7rg Před 2 lety

    স্যার আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। আমার একটা প্রশ্ন হোসে এই মানুষটিভাবে খাবার ঝুড়িতে দেয় আমি ঠিক বুঝতে পারলাম না একটু বুঝিয়ে প্লিজ। পরিমাপ তা কি ভাবে বোঝে ?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      ভালো করে লক্ষ্য করুন।

  • @shirinsultana675
    @shirinsultana675 Před 2 lety

    স্যার....
    আসসালামু আলাইকুম।
    আশা করি আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন।
    আমার প্রশ্ন হলো.....
    "টেংরা মাছ কোন স্তরে বসবাস করে?"
    সর্বোপরি আপনার সুস্থতা ও মঙ্গল কামনা করছি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      টেং রা মূলত: তলাবাসী মাছ।

    • @shirinsultana675
      @shirinsultana675 Před 2 lety

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার।

  • @obaydullahshameem6461
    @obaydullahshameem6461 Před 2 lety

    স্যার আসসালামু আলাইকুম শতকে কয়টা মাছ ছেড়ে ছেন জানালে উপকৃত হতাম

  • @user-xv6sw1ce1u
    @user-xv6sw1ce1u Před 2 lety

    আসসালামু আলাইকুম স্যার আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন আলহামদুলিল্লাহ
    স্যার আমার একটি প্রশ্ন অনেকদিন আগে থেকেই মনের ভিতরে ঘোরাফেরা করতেছিলো
    আপনার কাছে জিজ্ঞেস করবো কিন্তু সময় হচ্ছিল না
    স্যার আমার প্রশ্ন হল
    কার্প জাতীয় মাছ চাষ করলে বেশি লাভবান হওয়া যাবে নাকি রাক্ষসী মাছ মাছ চাষ করলে বেশি লাভবান হওয়া যাবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      রাক্ষুসে মাছ এর খাদ্য ঘাটতি র সম্ভাবনা ভীষণ। কিন্তু যদি পারেন তাহলে হবে।

    • @user-xv6sw1ce1u
      @user-xv6sw1ce1u Před 2 lety

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার

  • @absiddique234
    @absiddique234 Před 2 lety

    স্যার ভাংগান মাছ চাষ সম্পর্কে কিছূ বলেন৷ ৬ মাসে এটা করা যাবে কি? মজুদ ঘনত্ব ও কোন স্তরের খাবার খায়?

  • @harakrisnabiswas9504
    @harakrisnabiswas9504 Před 2 lety +1

    Thanks sir

  • @mdmakmudulhasan6637
    @mdmakmudulhasan6637 Před rokem

    পাঙ্গাস নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি ময়মনসিংহ থেকে

  • @emonshah1786
    @emonshah1786 Před 2 lety

    স্যার আমি ভারত থেকে বলছিলাম। আপনার কাজ অনেক ভালো লাগে এবং আমি আপনার সাথে দেখা করতে আশতে চাই। দয়া করে স্যার আমাকে একটু পরামর্শ দিতেন। ধন্যবাদ। আমি আপনার সাথে অনেক যোগাযোগ এর চেষ্টা করেছি কিন্তু পারি নি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      এই গ্রুপে যুক্ত থাকলে যোগাযোগ হতে পারে
      facebook.com/groups/2143121362500536/?ref=share

  • @sumandipghosh8830
    @sumandipghosh8830 Před 2 lety

    sir katla 350-400 gm ar por ki floting feed bashi khi na ? 2 mass agga jhaak kat to akhon kata na. nating kora khub problem. plankton is available . churi to hoi ny ????? repli ? video den sir ? 🙏🙏🙏 pond is olive green & light green layar .

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      মাছ যতই বড় হতে থাকে ততই গভীরে খাদ্য সংগ্রহ এবং ঘোরাঘুরি করতে থাকে।

    • @sumandipghosh8830
      @sumandipghosh8830 Před 2 lety

      @@abeedlateef8059 kamon achan sir ?? love from sumandip . wb

  • @ujjalislam8621
    @ujjalislam8621 Před 2 lety

    Thanks Sir
    আমাদের জেলা আসার জন্য

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      আপনাকেও ধন্যবাদ ভাই।
      অনেকদিন থেকেই আসার ইচ্ছা ছিল; আল্লাহ সেটা পূরণ করেছেন।

    • @ujjalislam8621
      @ujjalislam8621 Před 2 lety

      sir আমি খুদে চাষি পুকুর মাছ চাষ শুরু করছি। তার সাথে মাছের আড়ত আছে তাই দোয়া করিয়েন।

  • @SAlam-xm4fg
    @SAlam-xm4fg Před 2 lety

    সুন্দর

  • @tarundhibar7438
    @tarundhibar7438 Před 2 lety

    ধন্যবাদ

  • @RobiulIslam-1992
    @RobiulIslam-1992 Před 2 lety

    আসসালামু আলাইকুম স‍্যার।কেমন আছেন স‍্যার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      ওয়ালাইকুম সালাম । আলহামদুলিল্লাহ ।আপনিও নিশ্চয়ই ভালো আছেন।

  • @aniksarker7872
    @aniksarker7872 Před 2 lety

    Thanks Sir. ❤️❤️❤️

  • @SMSujon-nh4ut
    @SMSujon-nh4ut Před 4 měsíci

    স্যার সালাম নিবেন, আমার জানার বিষয় হলো যে ঝুরিতে খাবার দেওয়া হলো সেটা কি একদম মাটিতে ঠেকে যাবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 měsíci +1

      পানির ২'৫-৪ ফুটের মধ্যে হলে ভাল হয়।

  • @prokritipremi756
    @prokritipremi756 Před 2 lety

    Thanks sir ভাল আইডিয়া দেয়ার জন্য

  • @subaldas9639
    @subaldas9639 Před 2 lety

    Thank you sir 🙏🙏🙏🙏💞🌹💕❤👍👍👍👍

  • @mdsohel-go6di
    @mdsohel-go6di Před 2 lety

    ভাই টিএসপি সার দুইরকম একটা ২২টাকা আরেকটা ৩০টাকা, একটা ২৪ঘনটায় সহজে গলেযায় দাম৩০টাকা, ২২টাকারটা ৪০ঘনটায় গলে কাজকরে ঠিকি। আমরা কোনটা নিবো বলবেন কি? টিএসপি দিলেও কি, লবন দিতেহবে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      TSP নাকি SSP!!!
      লবণের সাথে এর সম্পর্ক কি?

  • @newstubebd963
    @newstubebd963 Před 2 lety

    স‌্যার সালাম নি‌বেন আমার ৩০শতাংস পুকু‌রের পা‌নি বাদা‌মি কালার হ‌য়ে থা‌কে । পুকু‌রে সার প্রয়েক কর‌লে তার প‌রের দিন পা‌নি হালকা সবুজ হ‌য়ে যায় দু‌থে‌কে এক দিন পর পা‌নি কালা হ‌য়ে যায় ।পুকু‌রে কাদার প‌রিমান বে‌সি । আ‌মি এখন কি করব

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      পরিচর্যা সঠিকভাবে হচ্ছে না।

  • @bhobo5743
    @bhobo5743 Před 2 lety

    স্যার আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে আপনার সমস্ত ভিডিও দেখি , এই বছর প্রত্যেক পুকুরে তেলাপিয়া মাছ মারা যাচ্ছে । প্রতিকার বললে খুব উপকৃত হব । সুস্থ থাকবেন । অগ্রিম ধন্যবাদ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      প্রচণ্ড শীতে ছোট সাইজের পোনা মারা যেতে পারে। এক্ষেত্রে পানি বাড়াবেন।
      পুকুরে সবুজ শেওলার আধিক্য হলেও মারা যেতে পারে; সেক্ষেত্রে খাবার কমাবেন।

    • @bhobo5743
      @bhobo5743 Před 2 lety +1

      শীতের জন্য ছোট মাছ মারা যাওয়া টা অন্য ব্যাপার । কিন্তু বেশির ভাগ তেলাপিয়া মাছ প্রায় ঝিমিয়ে ভাসছে আর প্রত্যেক দিন 8-10 টা করে মারা যাচ্ছে । বড় সাইজের মাছ ও মরছে ।

    • @bhobo5743
      @bhobo5743 Před 2 lety

      শীতের জন্য ছোট মাছ মারা যাওয়া টা অন্য ব্যাপার । কিন্তু বেশির ভাগ তেলাপিয়া মাছ প্রায় ঝিমিয়ে ভাসছে আর প্রত্যেক দিন 8-10 টা করে মারা যাচ্ছে । বড় সাইজের মাছ ও মরছে ।

    • @napalmondal8578
      @napalmondal8578 Před 2 lety

      Lobon r Chun din sotoke 200gm kore

  • @mdrajim9188
    @mdrajim9188 Před 2 lety +1

    শীতকালে মাছের ঘা ধরে মারা যায় এটার সমাধান কি? কি করলে মাছের ঘা ধরবেনা দয়া করে একটু জানাবেন??

    • @tastenaroma7063
      @tastenaroma7063 Před 2 lety

      Aki problem face korchhi dada ..!!!!!
      Somadhan hole Nitchoi janaben .

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      মাছের পরিচর্যা ঠিকমত না হলে রোগ আসাই স্বাভাবিক।
      সব কিছু ঠিক থাকলে রোগ সহজে হবে না।

  • @shanaujhkhanrobin7257
    @shanaujhkhanrobin7257 Před 2 lety

    আসসালামু আলাইকুম স্যার। স্যার গ্রাস কার্প কি কচুরিপানা অথবা কম্পোস্ট খায়?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      কচুরি পানার পাতা ও অন্যান্য জলজ ঘাস খায়।

  • @joydebjoydhar6117
    @joydebjoydhar6117 Před 2 lety

    স্যার শিং মাছের পুকুরে জিওপেল অথবা জিওগোল্ড ব্যবহার করতে বলে।এর পরিবর্তে প্রাকৃতিক ভাবে কি ব্যবহার করা যায় । প্রাকৃতিক নিয়ম অবলম্বন করলে ভালো হবে না কি জিওপেল ব্যবহার করলে ভালো হবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      বাণিজ্যিক পন্য।
      চুন, লবণ, মোলাসেস ও ছাইই যথেষ্ঠ।

    • @joydebjoydhar6117
      @joydebjoydhar6117 Před 2 lety

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার

  • @kishorbhaisonar9534
    @kishorbhaisonar9534 Před 2 lety

    Thanks sir ♥️♥️♥️🙏🙏🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      Most welcome, Brother!
      💖💖💖💖💖💖💖💖

  • @abulhasanmolla2482
    @abulhasanmolla2482 Před 2 lety

    সার আমার পুকুরের মাছের উকুন হয়ছে কীটনাশক দিয়ে ও উকুন ধংস হচ্ছে না আমি এখন কি করবো

  • @sumandeshmukh6899
    @sumandeshmukh6899 Před 2 lety

    স্যার আমার প্রনাম নেবেন।। আমার প্রশ্ন হল --মিরগেল মাছের টুটী ফোলা রোগ দেখা দিলে তা থেকে প্রতিকার পাওয়া যাবে কী করে।।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      প্রতি কেজি খাবারে ৫ গ্রাম করে এন্টি বায়োটিক পাউডার মিশিয়ে খাওয়ান ৫-৬ দিন।

  • @mdismailhossen2893
    @mdismailhossen2893 Před 2 lety

    আচ্ছালামু আলাইকুম কেমন আছেন ওস্তাদ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      ওয়ালায় কু ম সালাম ভাই।

  • @sheikhshakir4716
    @sheikhshakir4716 Před 2 lety

    Thanks sir ❤️

  • @mimaktar8728
    @mimaktar8728 Před 2 lety

    স্যার কি কি উপাদানের মিশ্রণ দিয়ে খাবার তৈরি করলে 25% প্রাটিন পাব জানাবেন প্লিজ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      এইটা দেখে হিসাব করে নিন
      czcams.com/video/tSiIzjtB_Zg/video.html

  • @shubhankarroy3783
    @shubhankarroy3783 Před 2 lety

    আমি ইনডিয়া থেকে বলছি মাছের খাবার হিসাবে পলটি ফিট দেয়া যাবেকি না জানাবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      🤔🤔🤔
      পোল্ট্রি ফিড দিলে তাতে মাছের প্রয়োজন মিটবে না। এর সঙ্গে আমিষ যুক্ত করতে হবে।

  • @AshikurRahman-ss9cs
    @AshikurRahman-ss9cs Před 2 lety +1

    স্যার সালাম নিবেন প্রশ্ন হল প্রতি শতকে ৪ টা সিলকার্প ২ টা কাতল ছাড়লে এতে কি মাছের গ্রোথে বাধা সৃষ্টি হবে প্লিজ জানাবেন স্যার;৪ মাস পর সিলভার গুলো ব্রিএি করে কাতলা গুলো চাষ করবো

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      এদের খাবার নিশ্চিত করলে খারাপ উৎপাদন হবে না।

  • @kaziarifurrahman5999
    @kaziarifurrahman5999 Před 2 lety

    স্যার কুচরি ফানা শুকিয়ে
    শতকে কত কেজি দেওয়া যাবে?
    আর মাসে কয়বার ব্যবহার করা যাবে
    ধন্যবাদ স্যার ❤️

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      পুকুরে নামিয়ে দিবেন। মাছের খাওয়া কিংবা পচে মিশে গেলে আবার দিবেন।

  • @musakalimullah7698
    @musakalimullah7698 Před 2 lety

    আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ।এ উপাদান গুলো কোথা থেকে সংগ্রহ করছেন,বললে খুব উপকৃত হতাম।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      স্থল বন্দরে খোঁজ করুন।

    • @musakalimullah7698
      @musakalimullah7698 Před 2 lety

      ধন্যবাদ সার আপনাকে।
      ভায়ের সাথে যোগাযোগ করতে পারলে ভালো হতো ভাইয়ের নাম্বার টা যদি পেতাম সার।

  • @tasnimfaisal7364
    @tasnimfaisal7364 Před 2 lety

    স্যার ন্যানো বাবল এয়ারেটর কি পুকুরে ব্যবহার করা যাবে

  • @dariusvcom8928
    @dariusvcom8928 Před 2 lety

    Assalamakum sir kamon achen

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই।
      আপনিও নিশ্চয়ই ভালো আছেন।

  • @mdjahangir3267
    @mdjahangir3267 Před 2 lety

    আসসালামু আলাইকুম কেমন আছেন সার আমি আপনার উইটিবির দশোক আমি সৌদিআরব থাকি আমি দেশেজায়া মাছচাছ কোরতে চাই

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      আল্লাহ্ আপনার নেক মনো বাসনা পূরণ করুন।

  • @sumonhasan294
    @sumonhasan294 Před 2 lety

    amar basa chapai. ai chasir mobail no lagto sir.

  • @rafinkhan3872
    @rafinkhan3872 Před 2 lety

    ভাত এবং এংকর ডাল এ কত% প্রোটিন আছে স্যার জানালে উপকার হতো

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      ভাতে আমিষ নাই; অ্যাংকর ডালে 22%।

  • @shubhankarroy3783
    @shubhankarroy3783 Před 2 lety

    অনান্য খাবারের সঙ্গে পলটি ফিট দেয়া যাবে কি

  • @mdtanjirmahmud4417
    @mdtanjirmahmud4417 Před 2 lety

    স্যার এই খুটি ও ট্রে পদ্ধতিতে খাবার দিতে চাচ্ছি। আমার পুকুরে ৮ ফিট পানি আছে। আমার প্রশ্ন হচ্ছে এই ট্রে কত গভীরে দিতে হবে? ২.৫ /৩ ফিট গভীরে ঝুলিয়ে দেব নাকি মাটি পর্যন্ত দেব?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      ২'৫-৩'০ ফুট ই উত্তম।

    • @mdtanjirmahmud4417
      @mdtanjirmahmud4417 Před 2 lety

      @@abeedlateef8059 অসংখ্য ধন্যবাদ স্যার।

  • @sultanmirza8282
    @sultanmirza8282 Před 2 lety

    Sir..আমি পুকুরে পাড় বাঁধতে চাই...কিন্তু আমি বুঝতে পারছি না পাড়ের উচ্চতা কত হবে....অর্থাৎ মাটি থেকে পাড়ের উচ্চতা কত হওয়া উচিৎ ..,🤔

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      পাড়ের উচ্চতা যাইই হোক; পানির উচ্চতা সীমিত হতে হবে।

    • @sultanmirza8282
      @sultanmirza8282 Před 2 lety

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার।

  • @sabbirshadat9072
    @sabbirshadat9072 Před 3 měsíci

    কুয়েত থেকে দেখছি স্যার
    স্যার আপনাকে এখন ফোনে ও পাই নাই
    আপনার সাথে যোগাযোগ করার খুবেই প্রয়োজন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 měsíci

      প্রকৃতি নির্ভর মাছ চাষ গ্রুপের সাথে যুক্ত থাকলে যোগাযোগ হতে পারে।

  • @sahalimsk3757
    @sahalimsk3757 Před 2 lety

    আসসালামু আলায়কুম অ রহমতুল্লাহ। আমি ভারতের পশ্চিম বঙ্গের দঃ24পরগনা ডায়মন্ড হারবার থেকে মোঃ সেলিম সেখ। আশা করি আল্লাহ র রহমতে ভালো আছেন। স্যার আমি একটা ভিডিও তে দেখেছি (মাফ করবেন নাম বলবো না )পুকুরে চুন দিলে না কি জুপ্লাংটন ও ফাইটোপ্লাংটন মারা যায়।
    আমি 7 শতক পুকুর এ 28 কেজি মহুয়া খৈল এব্ং 10 কেজি সরিষা খৈল দিয়ে পুকুর প্রস্তুত করে রেখেছি আমুর কার্প মাছের ডিম ছাড়া হবে। 200 গ্রাম রেণুর কি পরিমাণ কি জাতীয় খাবার বা কি খাবার কত দিন দেব? কিছু পুরোনো মৎস চাষী বলছেন কোনো খাবার লাগে না।
    স্যার আপনার কাছে পরামর্শ চাই।
    আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন আপনাকে নেক হায়াত দান করেন। আমিন আমিন আমিন সুম্মা আমিন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
      পরিচর্যা কালীন সময়ে যদি পরিমিত পরিমাণে চুন কিংবা লবণ দেওয়া যায় তাহলে কোন ধরনের সমস্যা হবেনা ইনশাল্লাহ।
      যারা এ ধরনের কথা বলেন তারা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে বলেন।
      200 গ্রাম রেনুর জন্য আপনি প্রতিদিন অন্তত 100 গ্রাম করেই খাবার দেবেন।
      কয়েকদিন পর চেক করে দেখবেন মাছ প্রাকৃতিক খাবারে মাছের পেট ভরা থাকে কিনা। পেট ভরা থাকলে কনিয়ে দেবেন আর যদি ভরা না থাকে তাহলে একটু একটু করে খাবার বাড়াবেন।

    • @sahalimsk3757
      @sahalimsk3757 Před 2 lety

      @@abeedlateef8059 আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন আপনাকে নেক হায়াত দান করেন।

  • @bdfishingbynazmul1834
    @bdfishingbynazmul1834 Před 2 lety

    স্যার কচুরি পানা কিভাবে দিবো এইটা ক্লিয়ার বুঝতে পারলাম না?,,,,,,

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      পাড়ে জমা করে রাখবেন; আস্তে আস্তে নামিয়ে দেবেন।

    • @bdfishingbynazmul1834
      @bdfishingbynazmul1834 Před 2 lety

      @@abeedlateef8059 tnq sir

  • @arshadulkarim1840
    @arshadulkarim1840 Před 2 lety

    স্যার ময়মনসিংহ ত্রিশাল এক বার আসেন

  • @yrurhgdgdg5130
    @yrurhgdgdg5130 Před 2 lety

    assllamolikum sir

  • @bdmultifarm6272
    @bdmultifarm6272 Před 2 lety

    আসসালামুআলাইকুম.

  • @SMSiam-ib9xm
    @SMSiam-ib9xm Před 2 lety

    Kemon asen sir.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      আলহামদুলিল্লাহ ভাই। আপনিও নিশ্চয়ই ভালো আছেন।

    • @SMSiam-ib9xm
      @SMSiam-ib9xm Před 2 lety

      @@abeedlateef8059alhamdulillah

  • @assalaalikumvihosen4770

    চুন ২০০ গ্রাম কি প্রতি শতাংসে?

  • @FOYEZAHMED-ws2lb
    @FOYEZAHMED-ws2lb Před 2 lety

    আমি চাই বড় করে মাছ চাষ করতে কিন্তু শুনতেছি লাভ নেই সবকিছুর দাম বেশি।
    কাতার থেকে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
      অতএব বুঝে শুনে তবেই নামবেন।

    • @FOYEZAHMED-ws2lb
      @FOYEZAHMED-ws2lb Před 2 lety

      ধন্যবাদ ভাল মানুষ
      কখনো ভাবতেছি কাপড়ের ব্যবসা করবো, কখনো ভাবতেছি মাছ চাষ সাথে খামার দেব।
      কি করতে পারি, তাইলে কি মাছ চাষে আসলে লাভ করতে পারবনা??
      যদি বলতেন

  • @aliahsan3945
    @aliahsan3945 Před 2 lety

    আসসালামু আলাইকুম স্যার। এই খাবারটার নাম দেয়া যায় আবেদি ফিড

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      জী, যায়।
      আপনাকে অনেক ধন্যবাদ।

  • @sulaymannomany7492
    @sulaymannomany7492 Před 2 lety

    জাঝাকাল্লাহ!

  • @musakalimullah7698
    @musakalimullah7698 Před 2 lety

    চাঁপাইনবাবগঞ্জের কোন জায়গা এটা,,, ভাইয়ের নাম্বার টা পেলে খুব ভালো হতো।
    আমার বাসা ও চাঁপাইনবাবগঞ্জে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      রোহণ পুর এলাকায়।

    • @musakalimullah7698
      @musakalimullah7698 Před 2 lety

      রহনপুর এলাকায় খুঁজে পাওয়া কঠিন, তাই ভায়ের নাম্বার দিলে ভালো হতো।

  • @palashmanna7177
    @palashmanna7177 Před 2 lety

    প্রনাম গুরুজি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      মহান আল্লাহর রহমত ও বরকত আপনার উপর বর্ষিত হোক।
      💖💖💖💖💖💖💖💖

  • @pialhasan8969
    @pialhasan8969 Před 2 lety

    আপনাকে আমি দেখে এবং মাছ চাষ করে খুবই লাভবান। আপনার সাথে কি একটু যোগাযোগ করা যাবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      এই গ্রুপে যুক্ত হতে পারলে যাবে
      facebook.com/groups/2143121362500536/?ref=share

    • @pialhasan8969
      @pialhasan8969 Před 2 lety

      @@abeedlateef8059 ওকে

  • @MDSalim-um3cm
    @MDSalim-um3cm Před 2 lety

    Sir ami ki apnar number ta pate pari.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      এখানে মোবাইল নাম্বার দিলে সেটা কি ঠিক হবে!

  • @mostafizurrahman4211
    @mostafizurrahman4211 Před 2 lety

    ধন্যবাদ