Question and answer on fish culture। Part 177। মাছ চাষ প্রশ্নোত্তর। পর্ব ১৭৭। Abeed Lateef

Sdílet
Vložit
  • čas přidán 22. 03. 2020
  • Question and answer on fish culture of the audience of different area.
    Different types of questions and answers of different fish farmers are discussed here;
    Which includes various hazards, crisis of different feed ingredients, its shelf life with feeding of fish, algal problem, snails, culture and suffocation.
    it includes the physico-chemical parameters to be faced by the farmers and problems in fish culture.
    Reduction of feeding of fish; suddenly discovered, feeding and management and treatment.
    the stocking of fish fries or fingerlings, zooplankton enhancing fermented liquid, Ammonia toxicity, Oxygen deficiency etc.
    #Abeed Lateef
  • Věda a technologie

Komentáře • 50

  • @nullnone3241
    @nullnone3241 Před 3 měsíci

    পরম কল্যাণময় ঈশ্বরের কাছে আমি আপনার দীর্ঘ সুস্থ জীবন কামনা করছি কারন আপনি আমাদের মোত অসংখ্য মানুষের কাছে অনুপ্রেরণা।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 měsíci

      আল্লাহ সবার মংগল করুন।

  • @salauddinsalauddin4154
    @salauddinsalauddin4154 Před 4 lety +1

    Sir amar 20 sotangso pokor,ami misro chas korteci ami eke bare noton,amar pokore mas ace 1500 pis,keji te 60 pis kore,ekhon ami khabar ki poriman dibo r gesh na howar jonno ki korte pari?

  • @LovelyAnimalsLife
    @LovelyAnimalsLife Před 4 lety

    Good fish

  • @hifzurrahman8167
    @hifzurrahman8167 Před 4 lety

    Good

  • @dechosta9292
    @dechosta9292 Před 4 lety +1

    স্যার সামনে যদি দেশে লক ডাউন ঘোষনা করা হয়।বাজারে খাদ্য ঘাটতি দেখা দিলে,কিভাবে অল্প খাদ্য ও অন্যান্য উপদান দিয়ে কিভাবে মাছের স্বাস্থ্য সহ পুকুরে পরিবেশ ঠিক রাখা যায়। আশা করি এ ব্যাপারে একটা বিস্তারিত ভিডিও দিবেন।

  • @mdsopnsopon1049
    @mdsopnsopon1049 Před 4 lety

    Ok

  • @MdHanif-vg8nq
    @MdHanif-vg8nq Před 4 lety

    Sell lamp boshaite koto khoroch hobe

  • @shajedaakter7974
    @shajedaakter7974 Před 4 lety

    Sir assala muyalaikum kamon asen sir amr 60 sotok pukure ami misro pabda gulsa r rui maser chas korte chai, so akhon maser koto koto poriman mas mojud korbo, bistarito janale upokrito hobo, thanks sir,

  • @MUSHARFVLOG
    @MUSHARFVLOG Před 4 lety

    Assalamu Alaikum ,Sir....8 bighar pukure ami Sital r Aair mas dite chai.....koto pc sital r Aair dib....r kt kg pona mas db khabar hisebe...(expected size 2 kg)....pls bolen Sir

  • @s0umendas436
    @s0umendas436 Před 4 lety

    প্রনাম স‍্যার
    সৌমেন দাস সিঙুর হুগলী

  • @suniljaiswal8285
    @suniljaiswal8285 Před 4 lety

    ছার নমস্ক‌‌।র , 50 শতক পুকুরে এক কোনাই তামূল গাছের পাতা জমা করি দিয়েছি , আছা করি ভাল হবে,

  • @atikaislam8831
    @atikaislam8831 Před 4 lety

    Assalamualaikum
    Amar pukurer macher gaye kichu kichu jaigai ash uthe geche.
    Er somadhan ki? Kindly janaben.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety

      খাদ্যের অভাব এবং অক্সিজেনের ঘাটতি।
      প্রয়োজনীয় পরিমাণ খাবার দিন,
      পানির রং সবুজ করুন;
      পারলে অ্যারেটর লাগান।

  • @mdabdullahilbaki5442
    @mdabdullahilbaki5442 Před 4 lety

    স্যার আচসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আমার একটি প্রশ্ন
    ১৬ শতক পুকুরে গতবছরের দুইহাজারের মতো সিং মাছ আছে তার সাথে কি নতুন করে আর কিছু সিং মাছের পোনা দেওয়া যাবে কি?

  • @rafiqulislam1923
    @rafiqulislam1923 Před 4 lety

    আসসালামু আলাইকুম স‍্যার কেমন আছেন স‍্যার আমার এলাকায় বাটা পুটি রুই কাতলা কালবাউশ চাহিদা বেশি এইসব মাছ ছাড়াতে চাই তিনি থেকে চার মাস মেদে পুটি বাটা 50gm রুই কাতলা কালবাউশ 250 গ্রাম

  • @sheikhabdulbaki8004
    @sheikhabdulbaki8004 Před 4 lety +1

    স্যার, সালাম নিবেন। আশাকরছি ভালো আছেন। কিছু ঊপদেশ আশাকরছি আপনার কাছ থেকে... পাবদা রেনুর বয়স আজকে ২৪ দিন। গণনায় কেজিতে ২২০০ থেকে ২৪০০।মাছের পরিমান ৮০ হাজার থেকে ১ লাখ। ২৪ ঘন্টায় খাবারের পরিমান কতটুকু দেওয়া ঠিক হবে? পাউডার খাবার কতোদিন পর্যন্ত খাওয়ানো ঠিক হবে? শুভকামনা রইলো স্যার। আল্লাহ আপনাকে সুস্থ ও সুন্দর রাখুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষতিকর রোগ ব্যাধি এবং মহামারী হতে রক্ষা ও হেফাযত করুন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety +1

      আড়াই কেজি খাবার দিনে তিনবারে ভাগ করে দিতে পারেন।

    • @sheikhabdulbaki8004
      @sheikhabdulbaki8004 Před 4 lety

      @@abeedlateef8059 অনেক অনেক ধন্যবাদ স্যার। শুভকামনা রইলো।

  • @somonkhan5361
    @somonkhan5361 Před 4 lety

    Cab jatio maser sate desi magur diwa jabe..janaben please

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety

      শতকে ছয়টা থেকে আটটা।

  • @mdmorshed6906
    @mdmorshed6906 Před 4 lety

    আস্সালামুআলাইকুম স্যার। আমার পুকুর ৫০০ শতক,পানি ৩ ফুট, মাছ আছে তেলাপিয়া কেজি তে ২০ টি ১ লাখ,কার্প মিশ্র মাছ কেজি তে ৪ টি ৫,০০০ টি।আপনার ভিডিও দেখে নিয়মিত পরিচর্যা করে যাচ্ছি,শীতে মাছের কোনো সমস্যা হয় নাই।কিন্তুএখন প্রতি দিন ১৫/২০ টা করে মাছ মারা যাচ্ছে, মাছের গায়ে কোনো দাগ নেই।রুই, মৃগেল,ও কাতলা মারা যাচ্ছে। চুণ,লবন,ছাই,মোলাসিস, নিয়মিত দিই।ওকুন নাশক ও প্রয়োগ করেছি।খাদ্য হাতে বানানো, দৈনিক ১২০ কেজি দিই।ভুল ত করেই ফেলেছি,এখন করণীয় কি জানালে অনেক অনেক উপকৃত হব স্যার।

  • @muradhossion7291
    @muradhossion7291 Před 3 lety

    স্যার ব্যাং কি মাছ খায়

  • @variousbangla9498
    @variousbangla9498 Před 4 lety

    স্যার আমি একটা সতি নদীর পুকুরে মাছের রেনু দিতে চাই ।আয়তন ১০শতক। গভীরতা ৮ ফুট। বৈশাখের শেষে বন্যার পানি চলে আসে তাই কি মাছের রেনু দিলে বন্যার আগেই সমস্ত মাছ ধরা যাবে।এবং কিভাবে সমস্ত মাছ তুলে আমার লালন পুকুরে দেয়া যাবে। প্লিজ জানাবেন ।

  • @bapankabir2479
    @bapankabir2479 Před 4 lety +1

    স্যার আমার পুকুরের কার্প মাছের পোনা 45 দিন হয়েছে ।পুকুরের অত্যাধিক পিচ্ছিল সবুজ শ্যাওলা ।এগুলিকে দূর করার জন্য কী ব্যবহার করা উচিত ।দয়া করে একটু বলবেন ।।।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety +1

      শতক ফুট পানিতে 1 গ্রাম করে তূতে (কপার সালফেট) গুলিয়ে ছিটিয়ে দিন।

    • @bapankabir2479
      @bapankabir2479 Před 4 lety

      @@abeedlateef8059 ধন্যবাদ

  • @shekhimran9512
    @shekhimran9512 Před 4 lety

    Sir amar pond a fish dol bedhe veshe thak che. Ki korbo,, imran (india).

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety

      ইউটিউবে "মাছ ভেসে থাকার কারণ"/ "অক্সিজেন ঘাটতি" পোস্টটি দেখুন।

  • @sheikhabdulbaki8004
    @sheikhabdulbaki8004 Před 4 lety

    স্যার সালাম নিবেন। আশাকরছি ভালো আছেন। স্যার, আমাদের এখানে গত চারদিন আগে ঝড় বৃষ্টি ও প্রচুর বজ্রপাত হয়েছিলো। তার পরের দিন বিকেল থেকে আজ পর্যন্ত প্রায় ৫০টির মতো পাব্দার রেনু/ধানী মারা গেছে। আজকে এর সংখ্যা ছিলো ৬/৭ টির মতো। গতকালকে ও আজকে সকালে আমি ২০/২৫ টি পোনাকে ধার ঘেঁষে উপর দিয়ে ঘুরতে দেখেছি। যাদের খুব দুর্বল মনে হচ্ছিলো.২/১ টি মাছ সোজা অবস্থাতে ছিলো যেমন মাথা উপরে লেজ নিচে। এদেরকে ধরতে গেলেই এরা দ্রুত পালিয়ে যায়। আর সম্ভবত ২/১ টি পোনার পিঠে আমি দাগ দাগ দেখতে পেয়েছি। কিন্তু কোনটাকেই ধরতে পারিনি। যাদের ধরতে পেরেছিলাম তাদের কোন সমস্যা আমার চোখে পরেনি। স্যার, পোনাগুলো মারা যাবার সঠিক কারন নির্ধারণ করতে পারছিনা। সকালে কিছু পোনাকে অমন দুর্বল কেন লাগে বুঝতে পারছিনা। উল্লেখ্য যে, পোনাগুলো সন্ধ্যায় ঝাঁকে ঝাঁকে পুকুরের ধার ঘেঁষে মশার বাচ্চা খাচ্ছে নিয়মিত। সন্ধ্যা থেকে রাত ১২ঃ০০ পর্যন্ত আমি নিয়মিত এদের মশা খেতে দেখি।আর আজকে আপনার দেওয়া খাদ্যের পরিমান থেকে তুলনামুলক খাদ্য বেশি দেওয়া হয়েছে এ ক'দিন। রাতে এয়ারেটর চালাচ্ছি ৯টা থেকে ১১টা আর রাত ২টা থেকে সকাল ৬ঃ০০টা পর্যন্ত।
    স্যার, পোনাগুলো মারা যাবার কারনে দুশ্চিন্তায় আছি। আশাকরছি উপরের লিখাগুলোর মাধ্যমে আপনাকে ধারণা দিতে পেরেছি। আপনার কাছ থেকে পরামর্শ পেলে উপকৃত হবো। শুভকামনা রইলো।

  • @yourcheng969
    @yourcheng969 Před 4 lety

    আচ্ছালামুয়ালাইকুম স্যার আশাকরি ভালো আছেন,স্যার মনে প্রশ্ন তখনি জাগে,জখন পুকুরে সমশ্যা দেখা দেয়,জেকারনে আমি আপনার কাছে পরিচিতো না,আমার সপচাইতে বড় সমশ্যা,মাছ বিক্রির সময়হলে,পাইকার পাউয়াযাইনা,এবিশয়ে আপনাদের কাছে কোনো সমাধান আছে,থাকলে দোয়াকরে জনাবেন,ভালোথাকবেন

  • @salimal-mamun497
    @salimal-mamun497 Před 4 lety

    আস্‌সালামু আলাইকুম স্যার। বেলে মাছকে পুকুর থেকে অপসারণ করার কোন উপায় থাকলে আলোচনা করলে উপকৃত হতাম।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety

      স্কাড, মার্শাল ধরনের ওষুধ গুলো বেলে, চান্দা, চিংড়ি নিয়ন্ত্রণে কাজ করে

  • @anantasharma5928
    @anantasharma5928 Před 4 lety

    স্যার পুকুরে 24 ঘন্টা অ্যারেটর চললে সেই পুকুরে ডিম পোনা ছাড়লে জলের পেশারে ডিম পোনার কোনো ক্ষতি হবে কি ?

  • @ganeshghosh5721
    @ganeshghosh5721 Před 4 lety

    স্যার শুকনো পুকুরে,শুকনো চুন ছিটিয়ে পানি দিয়ে কয় দিন পর,রেনু দিতে পারি?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety

      একেবারে শুকনা পুকুরে চুন বেশি কাজ করে না।
      চুন বেশি কাজ করার জন্য পানি দরকার।

  • @goat4978
    @goat4978 Před 4 lety

    Sir,আমি ভারত থেকে বলছি.বঢম ক্লিন কি?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety +2

      প্রতি সপ্তাহে দুইবার থেকে তিনবার অথবা প্রতিদিনই পুকুরের তলা থেকে মাছের মল সহ অন্যান্য বর্জ্য পরিষ্কার করা।

  • @mizanMN5
    @mizanMN5 Před 4 lety

    স্যার আমি 50 শতাংশ আয়তাকার একটি পুকুর নতুন করে খনন ও পাড় বাধিয়েছি। এখন আমি এই পুকুরে কি ধরনের মাছ চাষ করে লাভবান হতে পারি। দয়াকরে আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety +1

      রুই কাতলা জাতীয় মাছ চাষ করেন।

    • @mizanMN5
      @mizanMN5 Před 4 lety

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার। এ বিষয়ে বিস্তারিত সহায়তা বা প্রশিক্ষণ কি আপনার থেকে পেতে পারি?

  • @MdBabu-pu9it
    @MdBabu-pu9it Před 3 lety

    স্যার আপনার বাসা কোথায়?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety

      নীলফামারীর জলঢাকা বাড়ী।
      থাকি রংপুর।

  • @salahuddin4943
    @salahuddin4943 Před 4 lety

    স্যার, কেরোসিন এর মাএা টা একটু বলেন প্লীজ ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety +1

      বিঘায় ১ লিটার।

    • @vaskardum4660
      @vaskardum4660 Před 4 lety

      ধন্যবাদ স্যার। স্যার এই বিঘা কি ৩৩ শতাংশ এ বিঘা, বললে খুব উপকৃত হতাম।