Copper Sulphate, Yeast, Molasses ( Retake) ।। তুঁতে, ঈস্ট ও চিটাগুড়ের পরিচিতি। Abeed Lateef

Sdílet
Vložit
  • čas přidán 25. 05. 2019
  • তুঁতে, ঈস্ট, মোলাসেস এবং হার্বিসাইডের পরিচিতি
    কপার সালফেট বা তুঁতের অনেক কাজ।
    ১/ পুকুরের আঁশালো বা তন্তুময় শেওলা দূর করতে তুঁতে ব্যবহার হয়।
    এই শেওলায় রেনু আটকে গিয়ে মারা যায় ।
    শতক ফুট পানিতে ২ গ্রাম পর্যন্ত ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়।
    ২/ তুঁতে ব্যবহার করে শিং মাছ সহ অনেক মাছের ছত্রাক জাতীয় রোগের চিকিৎসা করা যায়;
    ৩/ মাছের বিশোধনের এবং জাল বিশোধনের জন্য দশ লিটার পানিতে ১ চা চামচ গুলিয়ে নিয়ে মাছকে ১ মিনিট চুবিয়ে রাখলে বা জাল ভিজিয়ে রাখলে কাজ হয়;
    ৪/ তুঁতে প্রয়োগ করে ফাইটোপ্লাংক্টন বৃদ্ধি করা যায়;
    ঈস্ট-মোলাসেস-ব্রানের ব্যবহারঃ
    --------------------------
    প্রতি শতক পুকুরের জন্য ২০০ গ্রাম ব্রানের সাথে ২০-৪০ গ্রাম মোলাসেস এবং ১৫-২০ গ্রাম ঈস্ট যুক্ত করে অল্প গরম পানি প্রায় ৮-১০ গুন পানি দিয়ে ২৪ ঘন্টা গাজনের পর এই পাতলা দ্রবন ( জুস ) পানিতে প্রয়োগ করলে জুওপ্লাংক্টন এর প্রচুর উতপাদন দেখা যায়; যে গুলি মাছের প্রাথমিক খাদ্য হিসাবে ব্যবহৃত হয়ে থাকে।
    #তুতের_ব্যবহার, #মোলাসেস_চিটা_গুড়ের_ব্যবহার , #ইস্টের_ব্যবহার
    #Abeed Lateef
  • Věda a technologie

Komentáře • 324

  • @moonlitv3385
    @moonlitv3385 Před 4 lety +12

    আল্লাহ আপনাকে দীর্ঘজিবী করুক স্যার। আমিন।

  • @AbdullahAlMamun-ux9ov
    @AbdullahAlMamun-ux9ov Před měsícem

    আপনার প্রতি অনেক শ্রদ্ধা।আমি প্রান্তিক চাষী।আপনার ভিডিও ভালো লাগে।

  • @subashishdas5287
    @subashishdas5287 Před 3 lety +4

    খুব সুন্দর বলেছেন স্যার, ধন্যবাদ।

  • @jahidhasansorker3378
    @jahidhasansorker3378 Před 2 lety

    খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @villageofbangladesh-abdull7884

    অসাধারণ একটা দরকারি ভিডিও

  • @santanughatak527
    @santanughatak527 Před 9 měsíci

    বারবার শুনি। very proud to be an abedian student of fish farming. Thank you so much.

  • @maniksarkermanik1154
    @maniksarkermanik1154 Před 3 lety +1

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ sir দীর্ঘজীবী হন।♥️

  • @nipakhandoker3080
    @nipakhandoker3080 Před 5 lety +7

    স্যার,আপনার লেকচার খুবই ভাল লেগেছে।সত্য বলতে এত পরিষ্কার লেকচার কখনই শুনি নি।আমার অতিব অনুরোধ,আপনি বায়োফ্লোক সমর্পকে কিছু লেকচার আপলোড করবেন।আমার মত আরও অনেকেই উপকৃত হবে।

  • @abhishekroy2010
    @abhishekroy2010 Před 4 lety

    Khub sundar - darun

  • @emdadulhaqu4966
    @emdadulhaqu4966 Před 2 lety

    খুব গুরুত্বপূর্ণ তথ্য দিলেন,,,

  • @shafiyabegum6202
    @shafiyabegum6202 Před 5 lety +6

    জাজাকুমুল্লাহ।আল্লাহ আপনার মংগল করুন।নেক হায়াত দান করুন।আপনার ইতিবাচক চিন্তা ও প্রচেষ্টা ছড়িয়ে পড়ুক।ধন্যবাদ।

  • @golamhafiz9313
    @golamhafiz9313 Před 3 lety

    Assalamualikum, Shing mache copper sulphate er doge 4-6gm, copper sulphate kato din par par dite habe, use er niom Lee,kothai paoa jabe& Shing macher protogen dieses kee?

  • @parthodas5848
    @parthodas5848 Před 3 lety

    Darun sir

  • @Porosh_Kazi
    @Porosh_Kazi Před 5 lety

    Sir fish farming a yeast ki bakery yeast use korte hoy naki saccharomyces yeast.. Plz janaben?

  • @rafiqulalam1838
    @rafiqulalam1838 Před 4 lety

    Egulo holo kajer vedio.....👌👌👌

  • @taarasproduction3167
    @taarasproduction3167 Před 4 lety +1

    You are great sir.(west Bengal)

  • @indrajitdas5908
    @indrajitdas5908 Před 4 lety

    Khub valo

  • @abdulhoq851
    @abdulhoq851 Před 4 lety

    জাজাকাল্লাহ খাইরান । ধন্যবাদ স্যার

  • @abirbera1972
    @abirbera1972 Před 4 lety

    Very nice video

  • @iqbalhashan6039
    @iqbalhashan6039 Před 3 lety

    খুব ভাল লাগলো sir.

  • @surajitmondal654
    @surajitmondal654 Před 4 lety +1

    Sir, love you from India

  • @suvrodeipsanjibchatterjeey368

    Singh maach r bacha pukure charar age copper sulphate dea ki sanitise krte pari??? Jodi haan tahole kotota jol r koto ta copper sulphate.

  • @barichoudhury5591
    @barichoudhury5591 Před 4 lety

    Most valuable advice. Thanks

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety

      আপনাকেও অনেক ধন্যবাদ।

  • @fishlover7886
    @fishlover7886 Před 5 lety +1

    Thankyou sir

  • @mdkhalek2960
    @mdkhalek2960 Před 5 lety +1

    Thank you sir

  • @moniburrahman4024
    @moniburrahman4024 Před 3 lety

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি নতুন চাষা এইজন্য ইস সম্পর্কে জানা ছিল না অনেক অভিজ্ঞতা হলো আপনাকে মেনি মেনি থ্যাংকস

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety +1

      আপনাকেও অনেক ধন্যবাদ।

  • @hannanpatwary105
    @hannanpatwary105 Před 4 lety

    Balo thakben

  • @MstagroMstagro-vs8zd
    @MstagroMstagro-vs8zd Před rokem

    ধন্যবাদ

  • @user-yu6kq1fi5l
    @user-yu6kq1fi5l Před 4 měsíci

    Appreciated

  • @asadurrahmantareq6939
    @asadurrahmantareq6939 Před 4 lety

    Dhonnobad sir

  • @mdarafathossain3260
    @mdarafathossain3260 Před 4 lety

    Rice bran er poriborte onno Kichu ki bybohar kora jabe .????

  • @indrajitgardening
    @indrajitgardening Před 4 lety

    Sir,
    Molasses er poriborte ki use Korte pari?Normal sugar ki besi effective than molasses?

  • @mdsujon43
    @mdsujon43 Před 2 lety

    ধন্যবাদ স্যার

  • @kaziarifurrahman5999
    @kaziarifurrahman5999 Před 11 měsíci

    ধন্যবাদ স্যার ❤

  • @mohammadshahidkhazahassan3942

    assalamualakum, how can i assess that Zooplankton is excess in the lake

  • @ShahAlam-vf4bu
    @ShahAlam-vf4bu Před 3 lety

    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন,

  • @AdityaKumar-pc7ux
    @AdityaKumar-pc7ux Před 5 lety

    sir abaro onek info pelam...coper sulphate er use ta ami singi chas e korbo...dhonnobad

  • @mahapatrabiplab4441
    @mahapatrabiplab4441 Před 4 lety

    Apnar class eto sundar lage bole bojhate parbo na...

  • @mylook4488
    @mylook4488 Před 5 lety +1

    Sir plz pangasius renu rearing method share koren plllllz

  • @mirjulhoque7574
    @mirjulhoque7574 Před 5 lety +1

    Allah apnake anek din basi ye rakhuk tar kmna kri

  • @michelarcelain3391
    @michelarcelain3391 Před 4 lety

    Sir copper sulphate use korle bioflocer floc ki mara jabe?

  • @theamazingfamilyboy3857
    @theamazingfamilyboy3857 Před 5 lety +1

    স্যার, ছালাম জানবে।
    প্রিভেনশন হিসেবে কি তুতে প্রয়োগ করা যাবে।
    যদি যায়, তাহলে কত দিন অন্তর দিতে হবে?
    তুতে কি মাছের গ্রোথ কমিয়ে দিতে পারে ?

  • @graphic4346
    @graphic4346 Před 3 lety

    Sir coper selfaf are dos kotodi por por ditahoba.

  • @sahara.fashion
    @sahara.fashion Před 5 lety

    Thanks

  • @arpanboitalic5353
    @arpanboitalic5353 Před 3 lety

    Thanuuuuu sir

  • @monirhossain766
    @monirhossain766 Před 4 lety +4

    Sir I love you. I respect you .

  • @mdalamk
    @mdalamk Před 3 lety

    স্যার ব্রান পাওয়া না গেলে এর পরিবর্তে অন্য কি উপাদান দেয়া যাবে? আমাদের এলাকায় ব্রান পাওয়া যায় না

  • @RASELKHAN-ey6mk
    @RASELKHAN-ey6mk Před 9 měsíci

    Sir macher ukuner jonno tute ki bave pukure bebohar korbo.panite gule Ki??

  • @md.ruhulalam372
    @md.ruhulalam372 Před 3 lety

    জনাব, ইষ্ট কি ভাবে বায়োফ্লকে ব্যবহার করতে হয় জানাবেন ।

  • @Rajesh-Singha
    @Rajesh-Singha Před 4 lety

    Kto din por por eta bebohar kora jabe....chita gurer misron ta

  • @mdrubel-pv1ny
    @mdrubel-pv1ny Před 4 lety

    good

  • @mdakilansari9557
    @mdakilansari9557 Před 4 lety

    Sir samuk marbo kivabe mach vorti pukur a ektu bolben please

  • @bmwbmw7112
    @bmwbmw7112 Před 5 lety

    আপনাকে আমার পক্ষ থেকে আগাম ঈদের শুভেচ্ছা রইল।
    ইকবাল তালুকদার

  • @fokrulhussain6222
    @fokrulhussain6222 Před 4 lety +1

    স্যার, ঈষ্ঠ সাধারণত কোন দোকান গুলেতে পাওয়া যেতে পারে,দয়া করে জানাবেন, ধন্যবাদ আপনাকে,সুন্দর ও ভাল কথা বলার জন্য

  • @MahabubAlam-yn4fl
    @MahabubAlam-yn4fl Před 5 lety

    আমি মাহাবুব আলম,দক্ষীন কোরিয়ায় থাকি,গত চার বছর যাবৎ ভাবতেছি বাড়িতে গিয়ে মাছ চাষ করব,,তাই মাছ চাষের ইউটিউবে পোস্ট করা অনেকের ভিডিও গুলো সবসময় দেখে থাকি,কিনতু পরিপুন্য ভিডিও গুলো পেতামনা,,আপনার ভিডিও গুলো পেয়ে হনে হচ্ছে আমার সপ্ন পুরন হতে যাচ্ছে,,,,

    • @marakkhan7457
      @marakkhan7457 Před 5 lety

      মাহাবুব ভাই, কোরিয়া তে তো ভাল বেতন । মাছ চাষ করবেন কেন!

  • @indrajitsarkar844
    @indrajitsarkar844 Před 4 lety

    Fito plankton ki dile habe

  • @Phoenix-zb9fu
    @Phoenix-zb9fu Před 3 lety

    গোবর খৈল দিয়ে জুপ্লাংকটন তৈরি করলে ঈস্ট এর জুপ্লাংকটন ব্যবহার করা যাবে কি

  • @skrasul1714
    @skrasul1714 Před 4 lety

    আসছালামু আলাইকুম ভাই
    ভাই নারকেলের খোল
    বিসয় কিছু জানতে চাই
    আমার জেলা বাগেরহাট
    এখানে অনেক নারকেলের খোল
    তৈরি হয়

  • @manizanoornoor8372
    @manizanoornoor8372 Před 3 lety

    আচ্ছা সার তুতে ছুনের সাথে মিসিয়ে কি দেয়া যাবে????

  • @mdrefath3340
    @mdrefath3340 Před 2 lety

    স্যার আমি আপনার প্রতিটা ভিডিও দেখি

  • @mdsohel-go6di
    @mdsohel-go6di Před 3 lety

    ভাইে মাছের ফুলকা পচার জন্য তুতে পুকুরে দেওয়া যাবে বিঘায় কি পরিমান দিতেহবে বলবেন কি?

  • @fayekfire6543
    @fayekfire6543 Před 4 lety

    Thank

  • @firozalmamun5434
    @firozalmamun5434 Před 3 lety

    স্যার ব্রান কোথায় পাব??
    ব্রান এর বদলে পালিশ দিলে হবে কি??
    চিটাগুড় এর সাথে ঈস্ট মিশিয়ে দেয়া যাবে কি,ব্রান বাদ দিয়ে।।

  • @mohammadhossain6745
    @mohammadhossain6745 Před 4 lety

    পোনা সেনেটাইজ করার জন্য কপারসালপেট বা তুতে কি পরিমান দিতে হবে

  • @RakibulIslam-kr8qp
    @RakibulIslam-kr8qp Před 4 lety

    Shukriya sir......
    Amar project ar 5 ta pukor a shing mas ar viruse dhorse.
    Onkgulu jibano nashok use korar poro. Temon kono fol pawa jacchena,
    Last agamikal Coppur suphet proyog kore dekhi ki hoy......

  • @sovojitbiswas5320
    @sovojitbiswas5320 Před 4 lety

    জুপ্লাঙ্কটন বানানোর জন্য কি দিতে হবে স্যার।।।।

  • @omarchowdhury3200
    @omarchowdhury3200 Před 4 lety

    স্যার আমার পুকুরে রেনু আছে আমি যদি কপার সালপেট ব্যবহার করি তাহলে কি সমস্যা হবে। আমার পুকুরে অনেক শেওলা জন্ম নিছে আমি কত টুকু ব্যবহার করব।

  • @user-rt4cw7oi6h
    @user-rt4cw7oi6h Před 3 lety +1

    তুতি ব্যবহারের পর ও শেওলা দূর হোচ্ছে না, এখন কি করা

  • @uttammondal2926
    @uttammondal2926 Před 3 lety

    শিং মাছ চাষ সম্পর্কে যদি একটা ভিডিও দিতেন খুব উপকার হত স্যার

  • @dhananjoybarman7550
    @dhananjoybarman7550 Před 5 lety +2

    কত দিন পর পর এটা দেওয়া লাগবে???

  • @pragyaagro7651
    @pragyaagro7651 Před 5 lety +2

    🙏প্রনামনেবেন স্যার আমার ও স্ত্রীর! এবার সাউণ্ড সুন্দর ও ক্লেয়ার হয়েছে।
    আমার রিকোয়েস্ট রাখার জন্য।💖💖
    ধন্যবাদ আপনাকে💯

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 5 lety +1

      জী, ভাল করার চেষ্টা করছি।

  • @bharatbiswas7801
    @bharatbiswas7801 Před rokem

    স্যার,মাছ থাকা অবস্থায় পুকুরে তুতে ব্যাবহার করা যাবে কি। বিশেষ করে চিংড়ির পুকুরে। দয়া করে জানাবেনে।

  • @manikmia9499
    @manikmia9499 Před 3 lety

    গুলসা মাছের শরীলে ক্ষত রোগের ক্ষেত্রে তুঁতে ব্যবহার করা যাবে??

  • @ajmalhossain1653
    @ajmalhossain1653 Před 4 lety

    শেষের মিশ্রন টি কতদিন পর পর প্রয়োগ করতে হবে?

  • @mohanmadruhulamin1748
    @mohanmadruhulamin1748 Před 4 lety

    স্যার,
    সালাম নিবেন । আমার নতুন একটা পুকুর (96 শতাংশ ) আছে। কিন্তু সমস্যা হল ফাল্গুন/চৈত্র মাসে পানি প্রায় শুকিয়ে যায় । অনুগ্রহ পূর্বক পুকুরে পানি ধরে রাখার উপায় নিয়ে একটি ভিডিও করবেন ।

  • @brightgalaxy1678
    @brightgalaxy1678 Před 8 měsíci

    Assalamualaikum.ami notun chasi apnar video guli dekhe gobor farmantetion apply korechilam tate kaj na howai abar gatokal apply korechi masaallah masaallah aj panir colour sobuj hocche.ebar vabchi ata uria apply koribo pl matamot janaben.w bengal theke bolchi

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 měsíci

      খাবারের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিন তাতেই কালার ফিরে আসবে ইনশাআল্লাহ।

    • @brightgalaxy1678
      @brightgalaxy1678 Před 2 měsíci

      @@abeedlateef8059 assamualikum

  • @admdhumyunkabiruzzal6624

    এটা কি সাদা ও চিংড়িতে মাসে ১বার করে ১২ মাস দেয়া যাবে?

  • @skfayzalali1955
    @skfayzalali1955 Před 3 lety

    SIR AMI NOTUN CHASI AMAR 1TA
    PUKUR ACHHE ATE 2" BATA CHARA
    MACHH ACHHE
    SIR PUKURE R JOL GHOLA TE
    DELY MACHH VASCHHE
    CHUN R KLINAR BEBOHAR KORE O
    KONO O LAV HOI NAY EKHON AMI
    KI KORBO

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      মাছ চাষ সম্বন্ধে অভিজ্ঞতা ও জ্ঞান নিয়ে মাছ চাষ করুন।

  • @user-lz1jw3fc6l
    @user-lz1jw3fc6l Před rokem

    Vai abeed khub kosto paschi jotokhon na apner shata jogajog korta perci

  • @noajmondal7252
    @noajmondal7252 Před 5 lety

    স্যার আমি ভারত থেকে বলছি আমার পুকুরে রুপ চাঁদা রানী মাছ (ধানী) আছে। পুকুরে শেওলার ভরে গেছে। কপার সালফেট দিলে মাছের কি কোন ক্ষতি হবে। রানী মাছের বয়স ১৫ দিনের মতো । স্যার করে উত্তর টি দিলে খুব উপকৃত হতো।

  • @litonmiah8863
    @litonmiah8863 Před 9 dny

    চিটাগুড় এর পরিবর্তে আখের গুর দেওয়া যাবে কি?

  • @mdjalaluddinprince8018
    @mdjalaluddinprince8018 Před 4 lety +1

    আপনার ফেজবুক লিংক টি পরবর্তী আপলোড গুলোতে আশাকরি সংযুক্ত করবেন

  • @sakawatmuktade2750
    @sakawatmuktade2750 Před 3 lety

    স্যার আমার রেণু পুকরে অতিরিক্ত আঁশ জাতীয় শেওলা। ১৫আগে রেণু দিয়েছি কিন্তু কোন ভাবে আঁশ জাতীয় শেওলা দূরকরতে পারছি না। এখানে আশপাশের কোন ডাক্তার ও নেই যে একটু সহযোগিতার নিবো।
    দয়াকরে আমাকে একটু সহযোগিতার, পুকুরের আয়তন ১০করা।

  • @sanjayroy6213
    @sanjayroy6213 Před 4 lety

    Fito plankton korte copper sulphte koto poriman dite hobe sotoke

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety

      উহু! সার প্রয়োগ করুন।

  • @sushantokumar86
    @sushantokumar86 Před 5 lety

    স্যার আপনার সু-স্বাস্থ্য কামনা করে শুরু করলাম, আমি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার অধিবাসী, আমি তেলাপিয়া মাছ চাষে আগ্রহী, ৫০ শতাংশ-এর একটি পুকুর ইতিমধ্যে আমি লিজ নিয়েছি, স্যার আমার কিছু প্রশ্ন যেমন ঃ (১) আমি ডিসেম্বর মাসের প্রথমদিকে মাছের পোনা ছাড়তে চাই, এতে কোন সমস্যা আছে কি? (২) ৫০ শতাংশে কতগুলো তেলাপিয়া এবং সাথে আর কি কি মাছ ছাড়া যাবে- ধন্যবাদ

  • @moslauddin7695
    @moslauddin7695 Před 3 lety +3

    আমার পুকুরে বর্তমানে ৬/৭ ফুট পানি। এখন জাল টানলে মাছ আসেনা।এই বেপারে আপনার সহজোগিতা চাইছি। কি করলে মাছ ধরা যায়

    • @anamulkhan3584
      @anamulkhan3584 Před 2 lety +1

      পুকুর পানি দূই ফুট কমে নেন

    • @anamulkhan3584
      @anamulkhan3584 Před 2 lety

      পুকুর পানি দূই ফুট কমে নেন

  • @sisirbhakta1030
    @sisirbhakta1030 Před 11 měsíci

    ধানী পোনা থাকা অবস্থা য় তুতে ব্যবহার করা যাবে কি

  • @shafiqzaman3480
    @shafiqzaman3480 Před 3 lety

    এটা কতোদিন পর পর ব্যাবহার করতে হবে ? শিং, মাগুর, পাবদা মাছের সমস্যা হবে কি ?

  • @md.tofazzolhossain8058

    দেরিতে হলেও ধন্যবাদ

  • @bapisarkar8248
    @bapisarkar8248 Před 3 lety

    নমস্কার কাকা

  • @khanaheduzzaman7955
    @khanaheduzzaman7955 Před 4 lety

    ভাই ১০০০০ লিটার পানিতে কপার সালফেট কতটুকু দেয়া যাবে?

  • @shazal1976
    @shazal1976 Před 9 měsíci

    স্যার, আমার চাপের পুকুরে প্লাংটন ব্লুম হয়েছে প্রায় দশ দিন। এর মধ্যে খাবার প্রয়োগ বন্ধ রেখেছি কিন্তু ব্লাম কমছেই না। এদিকে পানির পিএইচ ৪। আমি কি করতে পারি?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 9 měsíci

      কয়েকটা সিলভার কার্প মাছ ছেড়ে দিন।

  • @shahriyar5329
    @shahriyar5329 Před 2 lety

    স্যার, মজুদ পুকুরে (মাছ থাকা অবস্থায়) শ্যাওলা দমনের জন্যেও কি শতক ফুট পানিতে ২ গ্রাম করে কপার সালফেট ব্যবহার করব?এটা কি পানিতে গুলায় নিয়ে প্রয়োগ করা যাবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      শতকে ফুটে এক গ্রাম করে দিলেই যথেষ্ট; গুলিয়ে দেওয়া ছাড়া আর কি কোন রাস্তা আছে।

  • @debaratibasu3659
    @debaratibasu3659 Před 3 lety

    Plz aktu janan

  • @asokmaji3295
    @asokmaji3295 Před 3 lety

    স্যর রাইস ব্রান কোথায় পাব ?

  • @moinkhan64
    @moinkhan64 Před 4 lety +1

    পুকুরে plankton ব্লুম হয়ে যেই ছেদলা হই সেটার জন্ন্যে কি তুতে প্রয়োগ করা জাবে sir?

    • @ShuvoDin
      @ShuvoDin Před 3 lety

      ভাই ত‌ু‌তেটা কোথায় কিন‌তে পা‌বো?

  • @mdtuhinshaikh740
    @mdtuhinshaikh740 Před 3 lety

    স্যার মোলাসেস কি চিন্তে পারিনি

  • @abdulalim3002
    @abdulalim3002 Před 5 lety +2

    পুনরায় পোষ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। শুনতে কোন অসুবিধা হচ্ছে না ।

  • @polashjsi4087
    @polashjsi4087 Před 2 měsíci

    মাসে কতবার ব্যাবহার করা যায়,

  • @taherhossain312
    @taherhossain312 Před 3 lety

    স্যার জুপ্লাঙ্কটন তৈরিতে রাইস ব্রাইন বদলে অন্য কিছু (যেমন -গমের আটা ,ভূট্টা ভাঙা ইত্যাদি )ব্যাবহার করা যেতে পারে ??