প্রোবায়োটিক প্রস্তুত প্রনালী ও কার্যক্রমের নমুনা হাতেকলমে উপস্থাপন করা হলো ধৈর্য সহকারে দেখবেন।

Sdílet
Vložit
  • čas přidán 19. 04. 2022
  • বাগদা ও গলদা চিংড়ি দ্রুত বৃদ্ধি ও বেঁচে থাকার হার বৃদ্ধির জন্য করণীয়-
    • বাগদা ও গলদা চিংড়ি দ্র...
    প্রোবায়োটিক কী?
    যেসব জীবিত অণুজীব পোষকের (মাছ, চিংড়ি, মানুষ ইত্যাদি যে কোন প্রাণী) দেহে ও পরিবেশে উপস্থিত থেকে পোষককে ক্ষতিকর রোগ জীবাণু থেকে সুরক্ষা দেয় ও পোষকের দৈহিক বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করে সেসব উপকারী অণুজীবকেই প্রোবায়োটিক নামে অভিহিত করা হয়। সহজ কথায় প্রোবায়োটিক হচ্ছে উপকারী বন্ধু অণুজীব (প্রধানত:ব্যাকটেরিয়া জাতীয়) যাদের উপস্থিতিতে ক্ষতিকর অণুজীব দমন করা যায় এবং এদের ক্ষতি করার ক্ষমতাও কমানো যায়। ফলে চাষযোগ্য প্রজাতিকে বিভিন্ন রোগব্যাধি হতে বাঁচিয়ে পরিবেশ বান্ধব চাষ ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং সার্বিক উৎপাদন বাড়ানো সম্ভব হয়। কেবল মাছে বা চিংড়িতে নয় বরং গৃহপালিত প্রাণী এমনকি মানুষকেও নির্ধারিত প্রোবায়োটিক খাওয়ানো হলে তার পেটের স্বাস্থ্য ঠিক থাকে, পেটের ভেতরের ক্ষতিকর অণুজীবের সংখ্যা কমে যায়, উপকারী অণুজীবের সংখ্যা বেড়ে যায় এবং ক্ষতিকর অণুজীবের ক্ষতি করার ক্ষমতা অনেকাংশে কমে যাওয়ায় সুস্বাস্থ্য নিশ্চিত করা যায়।
    কেন প্রোবায়োটিক ব্যবহার করব?
    জলজ পরিবেশ স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রকার উপকারী ও অপকারী অণুজীবের বংশবিস্তারের জন্য উপযুক্ত। এ পরিবেশে অপকারী অণুজীবগুলির আক্রমণে মাছ ও চিংড়ি রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। এসব রোগবালাই সৃষ্টিকারী অপকারী অণুজীবসমূহকে নিয়ন্ত্রণে যুগ যুগ ধরে এন্টিবায়োটিক ব্যবহার হচ্ছে। কিন্তু এন্টিবায়োটিকের মাধ্যমে ক্ষতিকর জীবাণু মেরে ফেলা গেলেও একইসাথে জীবদেহে ও খামারের আশপাশের পরিবেশে বিদ্যমান নানান উপকারী অণুজীবেরও ব্যাপক ক্ষতি সাধিত হয়। এন্টিবায়োটিকের অপরিমিত ও অবাধ প্রয়োগের ফলে ক্ষতিকর জীবাণুর নিজস্ব প্রতিরোধ ক্ষমতা (Resistance power) তৈরি হয়। ফলে একসময় এন্টিবায়োটিকের মাধ্যমে ক্ষতিকর জীবাণু আর দমন করা যায় না। তাছাড়া এন্টিবায়োটিক প্রয়োগে তাৎক্ষণিক সমাধান হলেও দীর্ঘমেয়াদে তা মানবদেহে ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করে। এজন্যই রোগ দমনে এন্টিবায়োটিকের বিকল্প হিসাবে প্রোবায়োটিকের ব্যবহার অধিক যৌক্তিক এবং স্থায়ীত্বশীল বলে বিবেচিত হচ্ছে।
    প্রোবায়োটিক কী কী উপকার করে?
    প্রোবায়োটিক জীবদেহে ও পরিবেশে উপস্থিত থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এজন্যই মাছ ও চিংড়িচাষে প্রোবায়োটিকের পরিমিত ব্যবহার প্রয়োজন। যেমন-
    চাষকৃত প্রজাতির অন্ত্রে উপকারী অণুজীবের বংশবিস্তার করে,
    ক্ষতিকর জীবাণুর টিকে থাকাও সংক্রমণ প্রতিরোধ করে,
    ক্ষতিকর জীবাণুরোধী বস্তু (ব্যাকটেরিওসিন ও জৈব এসিড) নিঃসৃত করে ও বিপাকীয় উৎসেচক (digestive enzymes) উৎপন্ন করে,
    পরিপাক ক্রিয়া বা হজমে সহায়তা করে,
    বিভিন্ন পুষ্টি উপাদান ও ভিটামিন উৎপাদনে সহায়তা করে,
    রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,
    ক্ষতিকর জীবাণুর অতিরিক্ত বংশবৃদ্ধি প্রতিরোধে জৈবিক নিয়ন্ত্রক এজেন্ট হিসাবে কাজ করে,
    পোষকদেহের পীড়ন জনিত ক্ষতিকর অবস্থার পরিবর্তন ঘটিয়ে সুস্বাস্থ্য নিশ্চিত করে,
    পরিবেশের মাটি ও পানির উন্নয়ন ঘটায়,
    কতিপয় ক্ষতিকর রাসায়নিক উপাদান নিষ্ক্রিয় করে, ইত্যাদি।
    প্রোবায়োটিক কেন নিয়মিত প্রয়োগ করতে হয়?
    বলা হয়ে থাকে রোগ হওয়ার পর চিকিৎসা করা অপেক্ষা রোগ প্রতিরোধ সর্বদাই উত্তম। মাছ ও চিংড়ির অন্ত্রে উপকারী এবং অপকারী এই উভয় প্রকার অণুজীব বিদ্যমান। সুযোগসন্ধানী ক্ষতিকর অপকারী অণুজীবগুলো সুযোগ পেলেই মাছ ও চিংড়িতে রোগ তৈরি করে, ফলে দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়, এমনকি মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। অপরদিকে প্রোবায়োটিক জীবদেহের বিভিন্ন জৈবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মাছ ও চিংড়ির অন্ত্রে পর্যাপ্ত পরিমাণ উপকারী অণুজীব বা প্রোবায়োটিকের সংখ্যা বজায় রাখা খুবই জরুরি। কিন্তু অনেক সময় নানা কৃত্রিম ও প্রাকৃতিক কারণে যেমন- অ্যান্টিবায়োটিক প্রয়োগ বা এর বাহ্যিক ব্যবহার, নানাবিধ পীড়ন ও ধকল, বাসস্থান ও খাদ্যাভ্যাসের পরিবর্তন ইত্যাদির কারণে উপকারী অণুজীবের সংখ্যা কমে যেতে পারে।পরিবেশে উপকারী এবং অপকারী অণুজীবের ভারসাম্যহীনতা দেখা দিলেই পরিবেশ দূষিত হয়, উপকারী অণুজীবের বৃদ্ধির অনুকূল পরিবেশ বিনষ্ট হয়, চাষযোগ্য প্রজাতিতে রোগের প্রকোপ বৃদ্ধি পায় এবং ক্রমশ: আরও নানা সমস্যা তৈরি হতে থাকে। তাই কেবল দূষিত পরিবেশে বা রোগাক্রান্ত অবস্থার জন্য নয় বরং সুস্থ ও স্বাভাবিক সময়কালেও মাছ ও চিংড়ি চাষে নিয়মিত প্রোবায়োটিক ব্যবহার করা উচিত।
    প্রোবায়োটিক প্রস্তুত প্রনালী ও কার্যক্রমের নমুনা হাতেকলমে উপস্থাপন করা হলো ধৈর্য সহকারে ভিডিও টি দেখবেন আশাকরি 🤗
    #বাগদা চিংড়ি চাষ পদ্ধতি
    #Shrimp farming
    #prawn farming
    #Fish farming
    #গলদা চিংড়ি চাষ
    #shrimp
    #মাছ চাষ
    #Fisheries Bangladesh
    #প্রবায়টিক
    #প্রবায়টিকের
    #shrimp
    #shrimptank
    #shrimpandgrits
    #shrimptacos
    #shrimpcocktail
    #shrimpscampi
    #shrimptempura
    #friedshrimp
    #garlicshrimp
    #grilledshrimp
    #fishandshrimp
    #fishboneshrimp
    #shrimplover
    #shrimpsalad
    #shrimppasta
    #shrimpgang
    #shrimpboil
    #shrimpfriedrice
    #shrimpkeeping
    #shrimpalfredo
    #shrimprecipes
    #shrimproll
    #shrimpaquarium
    #shrimp🍤
    #shrimppoboy
    #jumboshrimp
    #popcornshrimp
    #shrimpboats
    #aquariumshrimp
    #shrimprolls
    #বাগদা

Komentáře • 17

  • @indrodeb2242
    @indrodeb2242 Před měsícem

    Vai apnr nursing point er vitor ki pam choltece oigula

  • @SAAgroTech
    @SAAgroTech Před 2 lety

    আসলে তো অরিজিনাল প্রোবায়োটিকস। সত্যি আজকে সত্যি ভালোমানের প্রোবায়োটিকস দেখতে পেলাম। আমার ৩০ পিচ লাগবে ভাই

  • @malaymazumder4203
    @malaymazumder4203 Před rokem

    Guru.... prakrit upai a fitoplank juplankton kevaby banano video plz

  • @user-ff9uv9ke3p
    @user-ff9uv9ke3p Před 4 měsíci

    ভাইয়া এটা আমার লাগবে,, আমি কোথায় পাবো ভাইয়া,,

  • @mdabuhuraira3284
    @mdabuhuraira3284 Před 2 lety

    আল্লাহ আপনাকে অনেক ঞ্জান দিয়েছেন আপনি যদি আপনার নাম্বারটা দিতেন তাহলে আপনার কাছ থেকে পরামর্শের মাধ্যমে অনেক উনকৃত হতাম আল্লাহ আপনার মঙ্গল করুন আমিন

    • @JamunaFish
      @JamunaFish  Před 2 lety

      Delar er number dewa hoyeacea apner ager comment a

  • @rifatgazi6496
    @rifatgazi6496 Před rokem

    কতটুকু জায়গায় কতটুকু পরিমান দিতে হবে?
    শতক প্রতি বা বিঘা প্রতি?

  • @MdShahin-gk5sk
    @MdShahin-gk5sk Před rokem

    ভাই আপনাদের সঙ্গে যোগাযোগ করার ব্যাবস্থা কি,যে ফোন নম্বর দিছেন সেটা তো ফোন রিসিভ করে না

  • @obaydure4907
    @obaydure4907 Před rokem

    আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আমি কি আপনার নাম্বার পেতে পারি আমার একটা ঘের আছে মোংলা এলাকায় ঘেরের আয়তন ১০০ শতক আমি নতুন চাষ করতেছি । আমি বাগদার পোনা দিছি ১০ হাজার পিস । পোনার বয়স মাএ এক সপ্তাহ এখন কি খাবার দিবো বা কেমনে পরিচালনা করবো বা এখন কি প্রবাদটিক ব্যবাহার করতে পারবো পিলিজ আমাকে একটু হেল্প করবেন

  • @mdabuhuraira3284
    @mdabuhuraira3284 Před 2 lety

    ভাইয়া আপনার নাম্বারটা কি একটু দেওয়া যায় না

  • @mdabuhuraira3284
    @mdabuhuraira3284 Před 2 lety

    ভাইয়া নার্সিং করার জন্য পানির গভীরতা কতোফুট লাগবে

    • @JamunaFish
      @JamunaFish  Před 2 lety +1

      Other video gula watch koren dewa accea

    • @mdabuhuraira3284
      @mdabuhuraira3284 Před 2 lety

      @@JamunaFish Thanks

    • @mdabuhuraira3284
      @mdabuhuraira3284 Před 2 lety

      ভাইয়া এইটা দেওয়ার পরে ও কি ঘেরে কোনো জীবানুনাশক দেওয়া লাগবে নাকি শুধু এইটাই কাজ হবে

  • @raderosemijan6916
    @raderosemijan6916 Před rokem

    আপনার ফোন নাম্বার দেয়া যাবে