Kolkata's Best Moglai Paratha's Recipe |Dhiren Cabin |

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2024
  • Dhiren Cabin
    126 , Sovabazar Street, Kolkata - 700005
    শোভা বাজার মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে শোভা বাজার যেতে মিনিট সাত থেকে দশ লাগবে। উল্টোডাঙ্গা থেকে অটো ও বাসে যাওয়া যাবে। উল্টোডাঙ্গা থেকে 211 ,211A, 211AB , 215A , জাপানি গেট - সল্টলেক মিনি বাসে উঠে B.K.Paul মোড়ে নেমে একটু হেঁটে শোভা বাজার ধীরেন কেবিন এ পৌঁছে যাবেন।
    যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া থেকে 215A , হাওড়া - শ্যাম বাজার মিনি বাস, জাপানি গেট -সল্টলেক মিনিবাস এ উঠে শোভা বাজার B.K.Paul মোড়ে নেমে হেঁটে অথবা হাওড়া থেকে লঞ্চ এ উঠে শোভা বাজার ঘাটে নেমে পায়ে হেঁটে শোভা বাজারের ধীরেন কেবিন এ মিনিট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারেন।
    এখানকার মোগলাই পরোটার দাম 75 টাকা
    প্রতিদিন বিকেল 4.30 pm to 8.45 pm খোলা থাকে

Komentáře • 92

  • @SumananBhattacharya
    @SumananBhattacharya Před 14 dny +23

    পারলে একবার হাওড়ার রামরাজাতলার ওরিয়েন্টাল কেবিনের মোগলাই পরোটা খেয়ে যাবেন। পেপার-থিন ক্রাস্ট, মাটন কিমা, হাঁসের ডিম, লক্ষ্মী ঘি।

  • @alokesarkar3062
    @alokesarkar3062 Před 14 dny +7

    শান্তনু দা এখন অনেক ফুড ব্লগার বাজারে ঘোরাফেরা করে কিন্ত আপনার মত কেউ প্রতিবেদন বানাতে পারে না

  • @dipakhalder6045
    @dipakhalder6045 Před 17 hodinami +1

    শান্তনু দা আপনি কবে যাবেন ঐ কোন দিদির বিখ্যাত হোটেল করেছে।ফুট ব্লকাররা তো ছেঁকে ধরে তাকে। আপনিই খালি ব্যাতিক্রম।ভালো থাকবেন দাদা।

  • @tapankmandal
    @tapankmandal Před 9 hodinami +1

    (১) দোকান কটা থেকে কটা খোলা থাকে ? (২) ফোন নাম্বার ? (৩) ঠিক কোনখানে ? -- অবশ্যই যাবো এবং নিয়েও আসবো !

  • @prasenjitbanerjee3523
    @prasenjitbanerjee3523 Před 7 hodinami +1

    আমি আপনার সাথে একমত। ধীরেন কেবিনের মোগলাই সেরা। অনাদির থেকে far better

  • @MamonChakraborty-yt9wp

    Amer khub pochonder khaber chotto balleya baba maar sathey hati baganrer mittro cafe khaty jetam moglai porotar catllet kee mojee dener kotha mone poregalo khub bhalo laglo 👍❤️👍

  • @pratushkumarchattopadhyay1317

    যাব কি ভাবে জানালেন না। সবাই আপনার মত কোলকাতা লোক নাও হতে পারে। সবাই এর কথা ভেবে পোস্ট করুন।

  • @kalpanamazumder1902
    @kalpanamazumder1902 Před 14 dny

    ডিম দিয়ে যে পরোটা হয় মোগলা সেটা খেতে ভালো লাগে। এখানে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে একেবারে পুড়ে কালো করে ফেলেছে।

  • @bidyutbanerjee3388
    @bidyutbanerjee3388 Před 14 dny +3

    MOGLAI PAROTA BEST....FISH FRY TAO VALO......80S THEKEY OI RESTURANT TWICE BA THRICE IN A YEAR OKHANEY PET PUJO KORI

  • @rakhiworldwide1543
    @rakhiworldwide1543 Před 21 dnem +2

    Mughlai পরোটা দিন কে দিন জনপ্রিয়তা কমে যাচ্ছে ❤

  • @singhmallika1989
    @singhmallika1989 Před 21 dnem +4

    Osadharan ❤ khub valo laglo natun kore apnar ei food vlog e come back er jonno . Aro erom vedio chai❤❤

  • @saptarshibanerjeeofficial

    আপনার উপস্থাপনা আমার খুব প্রিয়। সেই CTVN চ্যানেল থেকে আপনাকে ফোলো করি।

  • @MrSankarhari
    @MrSankarhari Před 2 hodinami +1

    Nice.

  • @babitasarkar3683
    @babitasarkar3683 Před 21 dnem +6

    দারুণ খাবার,

  • @sumitramajumder4324
    @sumitramajumder4324 Před 14 dny +2

    Darun. Laglo. Apnar. Mpglai. Bananor. Recepi

  • @shaswatisarkar8585
    @shaswatisarkar8585 Před 9 hodinami +1

    Khub bhalo laglo

  • @ritwikgan3147
    @ritwikgan3147 Před dnem +2

    Best food vlog channel ❤

  • @sanghamitrachaudhuri7170
    @sanghamitrachaudhuri7170 Před 14 dny +2

    Khub sundar

  • @purnimaborah1012
    @purnimaborah1012 Před 14 dny +1

    Lookg vry tasty . Thanks fr sharing

  • @rounaksaha4402
    @rounaksaha4402 Před 21 dnem +4

    Moghlai porota is al time favourite....