আট বছর আগে একদিন-জীবনানন্দ দাশ(Aat Bochhor Agey Ekdin) আবৃত্তি-শিমুল মুস্তাফা

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • কবিতা-আট বছর আগে একদিন
    কবি-জীবনানন্দ দাশ
    আবৃত্তি-শিমুল মুস্তাফা

Komentáře • 135

  • @santoshdebnath915
    @santoshdebnath915 Před rokem +4

    সুন্দর কন্ঠ এবং সম্পূর্ণ অর্থপূর্ণ অপূর্ব কবিতা পাঠে মুগ্ধ হলাম।
    আমি সাধারণত তুলনা করি না, কিন্তু এই কবিতাটি সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে শোনার পর খুবই আশাহত হয়ে ছিলাম কেবলমাত্র নিরর্থক এবং অসঙ্গতিপূর্ণ আবেগ চালিত কবিতা পাঠে।
    কিন্তু আপনার কবিতা পাঠ কবিতাটির আবেগের সঠিক তার টিকে সঠিকভাবে ছুঁতে পেরেছে বলে ভালো লাগলো। অসাধারণ অসামান্য আবৃত্তি, ভালো থাকবেন।

  • @mdjahidakhtarkhan3388
    @mdjahidakhtarkhan3388 Před rokem +44

    কবিতাটি পড়ে বা শুনে যাদের ভালো লেগেছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় তাদের মধ্যে এরকম মানুষের সংখ্যা খুবই কম যারা কবিতাটির অর্থ, মূল উদ্দেশ্য বা অনুভূতি টাকে ঠিকঠাক বোঝে। প্রকৃতপক্ষে এই কবিতা হলো বস্তুবাদী চেতনার গালে কষিয়ে একটা চড়, যেটাকে অন্তর থেকে সমর্থন করি

    • @jotansarker3190
      @jotansarker3190 Před rokem +5

      যারা এর অর্থ বুঝেছে তারাই শুনেছে।

    • @tipsforhealth977
      @tipsforhealth977 Před rokem +1

      একটা জিনিস মাথায় রাখবেন কবিতার অর্থ যথাযথভাবে বুঝে ফেললে সেটা কবিতা হিসেবেই যথাযথ নয়। উৎকৃষ্ট কবিতাসমুহের অর্থ দশভাগ কবিরা হাতের মুঠোয় ধরে রাখে। সেই অর্থ বিপুল রহস্যে মোড়া।

    • @mdmoktarhossainmolla1498
      @mdmoktarhossainmolla1498 Před rokem +2

      চমৎকার আবৃতি

    • @mdabdulkoddusdipu8651
      @mdabdulkoddusdipu8651 Před rokem +1

      কবিতা শুনে ৮ বছর আগের দিন গুলো মনে পরছে 🥺🥺🥺🥺🥺😭😭😭😭

    • @shafiqulislamshanto1992
      @shafiqulislamshanto1992 Před rokem +2

      কী বুঝিয়েছে? একটু সংক্ষেপে বলেন প্লিজ!

  • @DeshiPrita
    @DeshiPrita Před rokem +17

    কবি একজন suicidal মানুষের মনের কষ্ট বুঝার চেষ্টা করেছেন, এবং বাঁচার অনুপ্রেরনা দিয়েছেন।
    চমতকার ❤

    • @fahimmuntasir7533
      @fahimmuntasir7533 Před rokem +1

      কবি নিজেই ডিপ্রেসড ছিলেন ।

    • @satabdibanerjee2978
      @satabdibanerjee2978 Před rokem +1

      @@fahimmuntasir7533 কবি জীবনানন্দ মানব জীবনে কালো অন্ধকারে প্রবেশ করেছিলেন। জীবনের অন্ধকারময় দিকটাকে তিনি উপরিতল থেকে কখনো দেখেননি। এখানেই তিনি অনন‍্য অনবদ‍্য অসাধারণ

  • @anamulislam8938
    @anamulislam8938 Před 2 lety +6

    অনেকের কন্ঠে শুনেছি এই কবিতা, কিন্তু এটাই সেরা। শিমুল মোস্তফার কন্ঠে কবিতাটি পূর্ণতা পেয়েছে।

  • @sadmanshajib8016
    @sadmanshajib8016 Před 3 lety +16

    মনে হলো- আট বছর আগে একদিন জীবনানন্দের বলা সেই হৃদয়বিদারক ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠলো! কবিতাটির আবেগ যেনো আপনার কণ্ঠে স্থান ক’রে নিয়েছে; আপনার কণ্ঠের যাদুতেই এটা সম্ভব!

    • @jack-no3vn
      @jack-no3vn Před rokem

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @waliarrahman1297
    @waliarrahman1297 Před 3 lety +10

    ভাবছিলাম- কবে এই কবিতাটা আপনার কণ্ঠে শুনতে পাবো। একরাশ মুগ্ধতা।

  • @jurainahmed-4364
    @jurainahmed-4364 Před 3 lety +5

    শিমুল মোস্তফা র কন্ঠে এই কবিতাটা অনেক দিন খুঁজেছি, আপনাকে অনেক, ধন্যবাদ শিমুল মোস্তফা।

  • @mdabunosur7070
    @mdabunosur7070 Před 3 lety +17

    কতো গভীর থেকে এ কন্ঠ আনেন শিমুল দা, কতো গভীর! এইযে আপনার কন্ঠ শুনতে শুনতে আমাদের সরব দেহটা নীরবঠান্ডা হয়ে আসছে সে যাদুটা কিভাবে জব্দ করলেন দাদা!
    ভালোবাসা অবিরাম প্রিয়

  • @100Supantho
    @100Supantho Před rokem +1

    এখানে অসাধারন আবৃতির প্রশংসা করে যাচ্ছি,
    যার ভয়েস আমাকে লিখতে, বলতে, ভাবতে অনুপ্রাণিত করে।
    আর লেখা
    সে কত গভীরের কথা,
    কত অতৃপ্তির কথা ,
    জীবনের ভৎসনায় কত সহজ করে বলে যায় যে জীবন সে জীবনানন্দ।

  • @alaminislam678
    @alaminislam678 Před 3 lety +5

    ২ঃ৫০- যে জীবন ফড়িংয়ের
    দোয়েলের মানুষের সাথে তার
    হয় নাকো দেখা, এই জেনে।
    খুবই পছন্দের এই দুটি লাইন ❤

  • @mdhabibullah1480
    @mdhabibullah1480 Před měsícem

    Great 👍

  • @krishnendubiswas6909
    @krishnendubiswas6909 Před 3 lety +9

    যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় নাকো দেখা।

  • @hasnatzamanmandal1491
    @hasnatzamanmandal1491 Před 3 lety +1

    অসাধারণ আবৃত্তি
    আমার প্রিয় একটা কবিতা ।
    কবিতা টি যখন প্রথম পড়েছিলাম যে ভাবে মুগ্ধ হয়েছিলাম আজ আর একবার মুগ্ধ হলাম ।

  • @Anonymous-mi8ng
    @Anonymous-mi8ng Před 5 měsíci

    Bangalee & Bangladeshi will have to wait 1000 years probably to get another voice like this. Most under rated artist.

  • @prasenjitmisra725
    @prasenjitmisra725 Před 3 lety +11

    "হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
    আমিও তোমার মতো বুড়ো হবো-
    বুড়ি চাঁদটারে আমি ক’রে দেবো
    কালীদহে বেনোজলে পার;
    আমরা দু-জনে মিলে শূন্য ক’রে চ’লে যাবো জীবনের প্রচুর ভাঁড়ার।"
    #প্রতিটি লাইন জুড়ে নৈঃশব্দ্য আর নির্লিপ্ততা, আলো আঁধারির খেলা....... জীবনের সারসত্য এগিয়ে চলে মুগ্ধতার বাঁকা আলপথ ধরে এক সীমাহীন শূন্যতার পথে, সূর্যাস্তের আভায় যেন সূর্যোদয় খুঁজতে থাকে।....
    #আরও অনন্য সুন্দর সব কবিতার জন্য অপেক্ষায় রইলাম.....

    • @tipsforhealth977
      @tipsforhealth977 Před rokem

      দারুণ কমপ্লিমেন্ট।

    • @prasenjitmisra725
      @prasenjitmisra725 Před rokem +1

      @@tipsforhealth977 ধন্যবাদ......
      ভালো থাকবেন।

  • @bapimondal4442
    @bapimondal4442 Před 3 lety +3

    অসাধারণ !! গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল ❤❤

  • @firasel8528
    @firasel8528 Před 10 měsíci

    আহা!! আবৃতি সেলুট গুরুজী🙏

  • @zinnatshahidpinky6103
    @zinnatshahidpinky6103 Před 5 měsíci

    অসাধারণ কবিতা ও আবৃত্তি।

  • @mdhabibullah1480
    @mdhabibullah1480 Před 4 měsíci

    Great feeling

  • @RakibulIslam-pw1bv
    @RakibulIslam-pw1bv Před 2 lety

    আহা, এতো চিরঞ্জীব,,,
    একথা কখনো পুরনো হবে না।

  • @abhijitsanyal1729
    @abhijitsanyal1729 Před 2 lety +1

    আজ এই একলা নেশার রাতে
    তোমার গলায় আমার প্রিয় কবি
    কি বলবো ?
    বাবা বাবা খেলায় রাশি রাশি শূন্য পেয়ে
    স্বামী স্বামী খেলায় রাশি রাশি শূন্য পেয়ে
    আর সন্তান সন্তান খেলায় রাশি রাশি শূন্য পেয়ে
    একা আমি আজ শূন্য রাতে
    অসীম শূন্যতায়
    খুঁজি শূন্যতা।
    ভালো থাকবেন। গলার জাদুতে
    সকল কে ভালো রাখবেন।
    ইতি
    অভিজিৎ সান্যাল।

  • @chowdhurynazmulparvez1880

    বাহ!চমৎকার, অভিভূত হলাম, গুরু।

  • @biddyutbaruaht2707
    @biddyutbaruaht2707 Před 3 lety +1

    ছাত্রজীবনে আপনার আবৃত্তির ক্যাসেট কেনা নিয়ে কত না স্মৃতি।শেষ পর্যন্ত চট্টগ্রাম নিউ মার্কেট....থেকে ...... .... মিমি সুপার মার্কেট।

  • @abhik6748
    @abhik6748 Před 2 lety +4

    আট বছর আগের একদিন
    শোনা গেল লাসকাটা ঘরে
    নিয়ে গেছে তারে;
    কাল রাতে- ফাল্গুনের রাতের আঁধারে
    যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
    মরিবার হ’লো তার সাধ;
    বধূ শুয়েছিলো পাশে- শিশুটিও ছিলো;
    প্রেম ছিলো, আশা ছিলো- জ্যোৎস্নায়- তবু সে দেখিল
    কোন্ ভূত? ঘুম কেন ভেঙে গেল তার?
    অথবা হয়নি ঘুম বহুকাল- লাসকাটা ঘরে শুয়ে ঘুমায় এবার।
    এই ঘুম চেয়েছিলো বুঝি!
    রক্তফেনামাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি
    আঁধার ঘুঁজির বুকে ঘুমায় এবার;
    কোনোদিন জাগিবে না আর।
    ‘কোনোদিন জাগিবে না আর
    জানিবার গাঢ় বেদনার
    অবিরাম- অবিরাম ভার
    সহিবে না আর-’
    এই কথা বলেছিলো তারে
    চাঁদ ডুবে চ’লে গেলে- অদ্ভুত আঁধারে
    যেন তার জানালার ধারে
    উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে।
    তবুও তো পেঁচা জাগে;
    গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে
    আরেকটি প্রভাতের ইশারায়- অনুমেয় উষ্ণ অনুরাগে।
    টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে
    চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা;
    মশা তার অন্ধকার সঙ্ঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে।
    রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি;
    সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কতো দেখিয়াছি।
    ঘনিষ্ঠ আকাশ যেন- যেন কোন্ বিকীর্ণ জীবন
    অধিকার ক’রে আছে ইহাদের মন;
    দুরন্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরণ
    মরণের সাথে লড়িয়াছে;
    চাঁদ ডুবে গেলে পর প্রধান আঁধারে তুমি অশ্বত্থের কাছে
    এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা-একা;
    যে-জীবন ফড়িঙের, দোয়েলের- মানুষের সাথে তার হয়নাকো দেখা
    এই জেনে।
    অশ্বত্থের শাখা
    করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে
    করেনি কি মাখামাখি?
    থুরথুরে অন্ধ পেঁচা এসে
    বলেনি কি: ‘বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে
    চমৎকার!
    ধরা যাক দু-একটা ইঁদুর এবার!’
    জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার?
    জীবনের এই স্বাদ- সুপক্ব যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের-
    তোমার অসহ্য বোধ হ’লো;
    মর্গে কি হৃদয় জুড়োলো
    মর্গে- গুমোটে
    থ্যাঁতা ইঁদুরের মতো রক্তমাখা ঠোঁটে।
    শোনো
    তবু এ মৃতের গল্প; কোনো
    নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই;
    বিবাহিত জীবনের সাধ
    কোথাও রাখেনি কোনো খাদ,
    সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ
    মধু- আর মননের মধু
    দিয়েছে জানিতে;
    হাড়হাভাতের গ্রানি বেদনার শীতে
    এ-জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই;
    তাই
    লাসকাটা ঘরে
    চিৎ হ’য়ে শুয়ে আছে টেবিলের ’পরে।
    জানি- তবু জানি
    নারীর হৃদয়- প্রেম- শিশু- গৃহ- নয় সবখানি;
    অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়-
    আরো-এক বিপন্ন বিস্ময়
    আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
    খেলা করে;
    আমাদের ক্লান্ত করে
    ক্লান্ত- ক্লান্ত করে;
    লাসকাটা ঘরে
    সেই ক্লান্তি নাই;
    তাই
    লাসকাটা ঘরে
    চিৎ হ’য়ে শুয়ে আছে টেবিলের ’পরে।
    তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা,
    থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে ব’সে এসে
    চোখ পাল্টায়ে কয়: ’বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে?
    চমৎকার!
    ধরা যাক্ দু-একটা ইঁদুর এবার-’
    হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
    আমিও তোমার মতো বুড়ো হবো- বুড়ি চাঁদটারে আমি ক’রে দেবো
    কালীদহে বেনোজলে পার;
    আমরা দু-জনে মিলে শূন্য ক’রে চ’লে যাবো জীবনের প্রচুর ভাঁড়ার

  • @jotiprokash1489
    @jotiprokash1489 Před 3 lety +1

    আবৃত্তি খুব ভালো হয়েছে। ধন্যবাদ।

  • @user-dl1ct6ei4b
    @user-dl1ct6ei4b Před 8 měsíci

    অনন্যসুন্দর আবৃত্তি।

  • @shohagpatwary9249
    @shohagpatwary9249 Před 3 lety +2

    মনোমুগ্ধকর ভয়েস!

  • @শিখনShikhon
    @শিখনShikhon Před 3 lety +1

    প্রিয় কবিতা প্রিয় কণ্ঠে!

  • @kabitanjali.
    @kabitanjali. Před 2 lety

    খুব সুন্দর লাগলো।👌👌👌

  • @amitroy4249
    @amitroy4249 Před 5 měsíci

  • @mdkhokanmiahmdkhokanmiah5011

    অসম্ভব সুন্দর একটি কবিতা!!""!

  • @prasantapatra5102
    @prasantapatra5102 Před rokem

    খুব সুন্দর লাগলো।

  • @user-cm1dd8fy7k
    @user-cm1dd8fy7k Před 7 měsíci

    শোনা গেল লাসকাটা ঘরে
    নিয়ে গেছে তারে;
    কাল রাতে- ফাল্গুনের রাতের আঁধারে
    যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
    মরিবার হ’লো তার সাধ;
    বধূ শুয়েছিলো পাশে- শিশুটিও ছিলো;
    প্রেম ছিলো, আশা ছিলো- জ্যোৎস্নায়- তবু সে দেখিল
    কোন্ ভূত? ঘুম কেন ভেঙে গেল তার?
    অথবা হয়নি ঘুম বহুকাল- লাসকাটা ঘরে শুয়ে ঘুমায় এবার।
    এই ঘুম চেয়েছিলো বুঝি!
    রক্তফেনামাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি
    আঁধার ঘুঁজির বুকে ঘুমায় এবার;
    কোনোদিন জাগিবে না আর।
    ‘কোনোদিন জাগিবে না আর
    জানিবার গাঢ় বেদনার
    অবিরাম- অবিরাম ভার
    সহিবে না আর-’
    এই কথা বলেছিলো তারে
    চাঁদ ডুবে চ’লে গেলে- অদ্ভুত আঁধারে
    যেন তার জানালার ধারে
    উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে।
    তবুও তো পেঁচা জাগে;
    গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে
    আরেকটি প্রভাতের ইশারায়- অনুমেয় উষ্ণ অনুরাগে।
    টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে
    চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা;
    মশা তার অন্ধকার সঙ্ঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে।
    রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি;
    সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কতো দেখিয়াছি।
    ঘনিষ্ঠ আকাশ যেন- যেন কোন্ বিকীর্ণ জীবন
    অধিকার ক’রে আছে ইহাদের মন;
    দুরন্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরণ
    মরণের সাথে লড়িয়াছে;
    চাঁদ ডুবে গেলে পর প্রধান আঁধারে তুমি অশ্বত্থের কাছে
    এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা-একা;
    যে-জীবন ফড়িঙের, দোয়েলের- মানুষের সাথে তার হয়নাকো দেখা
    এই জেনে।
    অশ্বত্থের শাখা
    করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে
    করেনি কি মাখামাখি?
    থুরথুরে অন্ধ পেঁচা এসে
    বলেনি কি: ‘বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে
    চমৎকার!
    ধরা যাক দু-একটা ইঁদুর এবার!’
    জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার?
    জীবনের এই স্বাদ- সুপক্ব যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের-
    তোমার অসহ্য বোধ হ’লো;
    মর্গে কি হৃদয় জুড়োলো
    মর্গে- গুমোটে
    থ্যাঁতা ইঁদুরের মতো রক্তমাখা ঠোঁটে।
    শোনো
    তবু এ মৃতের গল্প; কোনো
    নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই;
    বিবাহিত জীবনের সাধ
    কোথাও রাখেনি কোনো খাদ,
    সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ
    মধু- আর মননের মধু
    দিয়েছে জানিতে;
    হাড়হাভাতের গ্রানি বেদনার শীতে
    এ-জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই;
    তাই
    লাসকাটা ঘরে
    চিৎ হ’য়ে শুয়ে আছে টেবিলের ’পরে।
    জানি- তবু জানি
    নারীর হৃদয়- প্রেম- শিশু- গৃহ- নয় সবখানি;
    অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়-
    আরো-এক বিপন্ন বিস্ময়
    আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
    খেলা করে;
    আমাদের ক্লান্ত করে
    ক্লান্ত- ক্লান্ত করে;
    লাসকাটা ঘরে
    সেই ক্লান্তি নাই;
    তাই
    লাসকাটা ঘরে
    চিৎ হ’য়ে শুয়ে আছে টেবিলের ’পরে।
    তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা,
    থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে ব’সে এসে
    চোখ পাল্টায়ে কয়: ’বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে?
    চমৎকার!
    ধরা যাক্ দু-একটা ইঁদুর এবার-’
    হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
    আমিও তোমার মতো বুড়ো হবো- বুড়ি চাঁদটারে আমি ক’রে দেবো
    কালীদহে বেনোজলে পার;
    আমরা দু-জনে মিলে শূন্য ক’রে চ’লে যাবো জীবনের প্রচুর ভাঁড়ার।

  • @smritimazumder4644
    @smritimazumder4644 Před 2 lety

    আপনার কন্ঠটাই কবিতা আবৃতির জন্য!!

  • @sandeepsharma7359
    @sandeepsharma7359 Před rokem +1

    কুর্ণিশ। কন্ঠের জয় হোক 🌻

  • @zaahidhaasaan6048
    @zaahidhaasaan6048 Před 2 lety

    বিশ শতকের শ্রেষ্ঠ কবিতা।

  • @kakdwipshishushikshayatanh9573

    পূর্ণ কন্ঠ, পূর্ণ অনুভব

  • @akramulhoque4113
    @akramulhoque4113 Před 3 lety +10

    নারীর হৃদয়- প্রেম- শিশু- গৃহ- নয় সবখানি;
    অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়-
    আরো-এক বিপন্ন বিস্ময়
    আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
    খেলা করে;
    আমাদের ক্লান্ত করে

  • @antorroy2846
    @antorroy2846 Před rokem

    প্রিয় কবি জীবনানন্দ দাশ 🌺

  • @user-nt1km2of8z
    @user-nt1km2of8z Před rokem

    Jibanananda Das is a attrucktive name of Bengali poem world.his writing is a blast of real life.shimul Mustafa 's recitation is so good like a milestone stand he re.

  • @AmsedKhamaru
    @AmsedKhamaru Před 5 měsíci

    Simply beautiful ❤❤❤.

  • @Copy.EditPaste
    @Copy.EditPaste Před rokem

    আমরা দুজন মিলে
    শূন্য করে চলে যাব
    জীবনের প্রচুর ভাড়ার।।🙁🙁

  • @poribrajakamit_
    @poribrajakamit_ Před 3 lety +1

    আজকে ভয়েসটা অন্যরকম ভালো লাগলো ♥

  • @kazimotivation1054
    @kazimotivation1054 Před 3 lety +2

    অসাধারণ!!

  • @kabitanjali.
    @kabitanjali. Před 2 lety

    মর্মস্পর্শী উপস্থাপনা।সঙ্গে রইলাম।👌

  • @setusarkar7568
    @setusarkar7568 Před 3 lety +1

    বরাবরের মতোই মুগ্ধতা

  • @sohomsarkar889
    @sohomsarkar889 Před 3 lety

    Apurbo kontho o poribeshona.....

  • @piospios2038
    @piospios2038 Před 3 lety +1

    খুব ভালো লাগলো

  • @sohelmahmud9780
    @sohelmahmud9780 Před 3 lety

    সত্যিই অসাধারণ।

  • @blossomingoffeelings
    @blossomingoffeelings Před rokem

    হৃদয়স্পর্শী আবৃত্তি

  • @shawon7674
    @shawon7674 Před 9 měsíci

    অসাধারণ

  • @Junabwn
    @Junabwn Před 2 lety

    চমৎকার ❤❤❤❤❤

  • @jashimuddin8843
    @jashimuddin8843 Před 9 měsíci

    দুর্দান্ত

  • @tirthankarmitra6792
    @tirthankarmitra6792 Před rokem

    সত্যি কি বলব অব্যক্ত।

  • @ilhamlabib4132
    @ilhamlabib4132 Před 3 lety +1

    দারুণ

  • @tareqbhuiyan4193
    @tareqbhuiyan4193 Před 3 lety +1

    কি মায়া 🖤

  • @sushanta.
    @sushanta. Před 3 lety

    dedicated soul.. Carry on..

  • @bubunchowdhury9697
    @bubunchowdhury9697 Před 10 měsíci

    অনবদ্য

  • @knititemsmv742
    @knititemsmv742 Před 3 lety +2

    শুনলেই মনে হয় আত্মহত্যা করি। কি সম্মোহক!!!!

    • @chowdhuryshamsuddin1925
      @chowdhuryshamsuddin1925 Před rokem +1

      মুগ্ধ হোন, সম্মোহিত হোন কিন্তু এটি করবেন না ভাই

  • @rohulkhan1129
    @rohulkhan1129 Před rokem

    চমৎকার

  • @nurnabi3878
    @nurnabi3878 Před 2 lety

    মুগ্ধতায় পরিপূর্ণ

  • @mdalaminqureshi4799
    @mdalaminqureshi4799 Před 3 lety +1

    ভয়েস😍😍

  • @MdAhmed-mk1xt
    @MdAhmed-mk1xt Před 3 lety

    Superb, unparalleled work

  • @rahelakona8518
    @rahelakona8518 Před 3 lety +1

    ২৫ বছর আগে শুনেছিলাম

  • @kobitube2923
    @kobitube2923 Před 3 lety +1

    অমায়িক

  • @MahinurMumu
    @MahinurMumu Před 3 lety +1

    শুধুই মুগ্ধতা

  • @pzeesyoutube288
    @pzeesyoutube288 Před rokem

    A Masterpiece!

  • @golabaz
    @golabaz Před rokem

    Nice recitation..

  • @jian1701
    @jian1701 Před rokem

    "জীবনানন্দের" বোধ কবিতা আর ৮ বছর আগে কবিতা একে অন্যের পরিপূরক।বোধ কবিতার আবৃতি শুনার পর এই কবিতা শুনলে সব পরিষ্কার হয়ে যায়🥺

  • @mallikabarua7651
    @mallikabarua7651 Před 2 lety

    অনেক ভালোবাসা

  • @BanglaSongsYoutube
    @BanglaSongsYoutube Před 3 lety

    অনেক ভালো লাগলো

  • @muhammadranahamid9644
    @muhammadranahamid9644 Před 2 lety

    যে জীবন ফরিং এর
    দোয়েলের মানুষের সাথে তার হয় নাকো দেখা

  • @sujan32t
    @sujan32t Před 3 lety

    অসাধারণ স্যার🙏🙏🙏🙏

  • @user-zu4bh8nj2q
    @user-zu4bh8nj2q Před 2 lety

    I can't forgot you after 4 year's ..I also spend this time in my room.now I also start my new life bt I am also alone in future

  • @a.d.m.niamatalikhan2540

    nazrul robindronath jasimuddin and tirisi kobider kobita aro onk cai

  • @swadeshabrittisangathan

    বাহ!

  • @skoly1844
    @skoly1844 Před 3 lety

    background music tao darun maniyece,,,

  • @nicemelody3314
    @nicemelody3314 Před 10 měsíci

    আমরা কবিতার লাইন ধরে ধরে সাদামাঠা যে অর্থ করি সেই অর্থ মনেহয় যথেষ্ট নয় এই কবিতায়। ভাবার্থের ব্যাখ্যা জানা দরকার।

  • @animeshhazra3116
    @animeshhazra3116 Před rokem

    সুন্দর

  • @alshaharearshovon6910
    @alshaharearshovon6910 Před 2 lety

    ❤️❤️

  • @shohagpatwary9249
    @shohagpatwary9249 Před 3 lety +2

    স্যার আপনার ভয়েসে রবীন্দ্রনাথের হঠাৎ দেখা কবিতা' টা শুনতে চাই!

  • @shihabkabirtagor4979
    @shihabkabirtagor4979 Před 3 lety

    ভালবাসা আপনার জন্য।

  • @arindamsaifullah2501
    @arindamsaifullah2501 Před rokem

    🙏🙏🙏🙏

  • @zahirulislam7190
    @zahirulislam7190 Před 2 lety

    ❤️❤️❤️

  • @Sreepur
    @Sreepur Před 2 lety

    🥰🥰

  • @ShreetomaShree
    @ShreetomaShree Před 3 lety +1

    😇🙏

  • @Cultural.poulami
    @Cultural.poulami Před 2 lety

    স্তব্ধ!

  • @SA-ds6mw
    @SA-ds6mw Před 3 lety +1

    💙💙💙💙💙💙💙💙💙💙❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rahatafnan6298
    @rahatafnan6298 Před 3 lety

    💙💙💙🙏🙏

  • @7Mohua
    @7Mohua Před 3 lety

    😍✨🎧🎤💖💖👌👏👍

  • @shahinurrahman7869
    @shahinurrahman7869 Před 2 lety

    কবিতার ভাবের সাথে এই আবৃতি একেবারেই যায় না

  • @NaimaJoly
    @NaimaJoly Před 3 lety +1

    ভাইয়া আপনার সবগুলো কবিতার ভিডিও একসাথে করে একটা ভিডিও হিসেবে কি পেতে পারি?

  • @kaushikmitikchatterjee2084

    খুব ভালো পাঠ কিন্তু ০৭ টা জায়গায় মূল কবিতা থেকে সরে গেছেন । কথা পাল্টে গেছে বা বাদ দিয়ে দিয়েছেন ।

  • @durjoy2363
    @durjoy2363 Před 3 lety +1

    কবিতার ব্যাখ্যা নিয়ে ভিডিও বানাতে পারেন

  • @user-pl1gy7hb6x
    @user-pl1gy7hb6x Před 3 lety

    আহা্ অথচ এই কবিই কিন্তু আত্মহত্যা করেছে।

  • @dwipayonmondal6739
    @dwipayonmondal6739 Před rokem

    তবু রোজ রাতে চেয়ে দেখি

  • @runarsangraha3273
    @runarsangraha3273 Před 3 lety +1

    অসাধারণ একটি কবিতা। আপনার কন্ঠে নতুন প্রান পেল। আমার খুব প্রিয় কবি ও কবিতা। আমার ভিডিও টা দেখার আমন্ত্রণ রইল 🙏🙏 আপনি দেখলে আনন্দ পাব।czcams.com/video/OXGdCTDWDLc/video.html লিঙ্ক পাঠালাম।

  • @mowmitamisti6700
    @mowmitamisti6700 Před 2 lety

    we need your recetation book please...............................................................

  • @user-th6wq4lf4k
    @user-th6wq4lf4k Před 2 lety

    আমার লিখা একটি কবিতা আবরিত করে দিবেন

  • @iqbalhasanmahmud714
    @iqbalhasanmahmud714 Před 3 lety

    আমিও করি আবৃত্তি আপনার মতো হতে চাই