জীবনানন্দ দাশের কবিতা 'আট বছর আগের একদিন' । আবৃত্তি: সৈয়দ ফয়সল আহমদ (Sayed Foysal Ahmed)

Sdílet
Vložit
  • čas přidán 16. 07. 2024
  • #sayedfoysalahmed
    কবিতাঃ আট বছর আগের একদিন
    কবিঃ জীবনানন্দ দাশ (Jibanananda Das)
    আবৃত্তিঃ সৈয়দ ফয়সল আহমদ (Sayed Foysal Ahmed)
    আট বছর আগের একদিন
    শোনা গেল লাসকাটা ঘরে
    নিয়ে গেছে তারে;
    কাল রাতে- ফাল্গুনের রাতের আঁধারে
    যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
    মরিবার হ’লো তার সাধ;
    বধূ শুয়েছিলো পাশে- শিশুটিও ছিলো;
    প্রেম ছিলো, আশা ছিলো- জ্যোৎস্নায়- তবু সে দেখিল
    কোন্ ভূত? ঘুম কেন ভেঙে গেল তার?
    অথবা হয়নি ঘুম বহুকাল- লাসকাটা ঘরে শুয়ে ঘুমায় এবার।
    এই ঘুম চেয়েছিলো বুঝি!
    রক্তফেনামাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি
    আঁধার ঘুঁজির বুকে ঘুমায় এবার;
    কোনোদিন জাগিবে না আর।
    ‘কোনোদিন জাগিবে না আর
    জানিবার গাঢ় বেদনার
    অবিরাম- অবিরাম ভার
    সহিবে না আর-’
    এই কথা বলেছিলো তারে
    চাঁদ ডুবে চ’লে গেলে- অদ্ভুত আঁধারে
    যেন তার জানালার ধারে
    উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে।
    তবুও তো পেঁচা জাগে;
    গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে
    আরেকটি প্রভাতের ইশারায়- অনুমেয় উষ্ণ অনুরাগে।
    টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে
    চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা;
    মশা তার অন্ধকার সঙ্ঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে।
    রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি;
    সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কতো দেখিয়াছি।
    ঘনিষ্ঠ আকাশ যেন- যেন কোন্ বিকীর্ণ জীবন
    অধিকার ক’রে আছে ইহাদের মন;
    দুরন্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরণ
    মরণের সাথে লড়িয়াছে;
    চাঁদ ডুবে গেলে পর প্রধান আঁধারে তুমি অশ্বত্থের কাছে
    এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা-একা;
    যে-জীবন ফড়িঙের, দোয়েলের- মানুষের সাথে তার হয়নাকো দেখা
    এই জেনে।
    অশ্বত্থের শাখা
    করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে
    করেনি কি মাখামাখি?
    থুরথুরে অন্ধ পেঁচা এসে
    বলেনি কি: ‘বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে
    চমৎকার!
    ধরা যাক দু-একটা ইঁদুর এবার!’
    জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার?
    জীবনের এই স্বাদ- সুপক্ব যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের-
    তোমার অসহ্য বোধ হ’লো;
    মর্গে কি হৃদয় জুড়োলো
    মর্গে- গুমোটে
    থ্যাঁতা ইঁদুরের মতো রক্তমাখা ঠোঁটে।
    শোনো
    তবু এ মৃতের গল্প; কোনো
    নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই;
    বিবাহিত জীবনের সাধ
    কোথাও রাখেনি কোনো খাদ,
    সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ
    মধু- আর মননের মধু
    দিয়েছে জানিতে;
    হাড়হাভাতের গ্রানি বেদনার শীতে
    এ-জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই;
    তাই
    লাসকাটা ঘরে
    চিৎ হ’য়ে শুয়ে আছে টেবিলের ’পরে।
    জানি- তবু জানি
    নারীর হৃদয়- প্রেম- শিশু- গৃহ- নয় সবখানি;
    অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়-
    আরো-এক বিপন্ন বিস্ময়
    আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
    খেলা করে;
    আমাদের ক্লান্ত করে
    ক্লান্ত- ক্লান্ত করে;
    লাসকাটা ঘরে
    সেই ক্লান্তি নাই;
    তাই
    লাসকাটা ঘরে
    চিৎ হ’য়ে শুয়ে আছে টেবিলের ’পরে।
    তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা,
    থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে ব’সে এসে
    চোখ পাল্টায়ে কয়: ‘বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে?
    চমৎকার!
    ধরা যাক্ দু-একটা ইঁদুর এবার-’
    হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
    আমিও তোমার মতো বুড়ো হবো- বুড়ি চাঁদটারে আমি ক’রে দেবো
    কালীদহে বেনোজলে পার;
    আমরা দু-জনে মিলে শূন্য ক’রে চ’লে যাবো জীবনের প্রচুর ভাঁড়ার।
    আমার চ্যানেলে আপনাদের স্বাগতম! এই চ্যানেলটি আমার বাংলা কবিতার আবৃত্তির ইউটিউব চ্যানেল যেখানে আমি শব্দ, আবেগ এবং সৃজনশীলতার এক মন্ত্রমুগ্ধ জগতে প্রবেশ করি। কবিতা আবৃত্তির মাধ্যমে, আমি আপনাদের হৃদয়কে স্পর্শ করতে চাই। এই কাব্যিক যাত্রায় আমার সাথে যোগ দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আসুন একসাথে বাংলা কবিতার মনোমুগ্ধকর রাজ্যে নিজেদেরকে নিমজ্জিত করি। ধন্যবাদ!
    #আট_বছর_আগের_একদিন #Sayed Foysal Ahmed Recitation #jibananandadas #জীবনানন্দাসেরকবিতা #আবৃত্তি #recitation #কবিতা #বাংলাকবিতা #kobita #SayedFoysalAhmed #kobitaabritti #bangla kobita #abrittikothok
    #আবৃত্তি সৈয়দ ফয়সল আহমদ #kobitaabritti #banglakobita #bengalirecitation #kobita abritti bangla #poetry blog #কবিতা আবৃত্তি #kobita abritti #abritti আবৃত্তি #bangla kobita abritti,

Komentáře • 16

  • @TaNni-iq1bg
    @TaNni-iq1bg Před 23 dny +1

    প্রিয় কবিতা🖤

  • @antaradas4848
    @antaradas4848 Před 3 měsíci +3

    অপূর্ব উচ্চারণ।

  • @syedasayeed2132
    @syedasayeed2132 Před 3 měsíci +2

    বাহ্ অপূর্ব!!! খুব ভালো লাগলো।

  • @farintamanna821
    @farintamanna821 Před 3 měsíci +3

    যেমন কন্ঠ... তেমন শব্দ উচ্চারণ... তেমন বহিঃপ্রকাশ....সব কিছু মিলে কি অসাধারণ! মনোমুগ্ধকর!! 💕💕

  • @Poetry940
    @Poetry940 Před 3 měsíci +3

    খুব ভালো লাগলো আপনার আবেগঘন আবৃত্তি। আপনার জন্য শুভকামনা থাকলো।

  • @biplabchakraborty6423
    @biplabchakraborty6423 Před 3 měsíci +1

    কি ভালো বলেছো !!আহা ❤

  • @chyafrin
    @chyafrin Před 25 dny

    সুন্দর,, হলে,,মন অসুন্দর কে,ও,, সীমাহীন সুন্দর করে,
    সাজাতে পারে,,

  • @gwum15211
    @gwum15211 Před měsícem

    অপূর্ব আবৃত্তি ❤

  • @TaNni-iq1bg
    @TaNni-iq1bg Před 23 dny +1

    প্রিয় কবিতা🖤

  • @TaNni-iq1bg
    @TaNni-iq1bg Před 23 dny +1

    প্রিয় কবিতা🖤

  • @TaNni-iq1bg
    @TaNni-iq1bg Před 23 dny +1

    প্রিয় কবিতা🖤