মানুষ কাজী নজরুল ইসলামের কবিতা, Manush Kobita • Kazi Nazrul Islam আবৃত্তি- টিটো মুন্সি

Sdílet
Vložit
  • čas přidán 20. 04. 2024
  • মানুষ কাজী নজরুল ইসলামের কবিতা, Manush Kobita • Kazi Nazrul Islam আবৃত্তি- টিটো মুন্সি
    #মানুষ
    #মানুষের
    #অগ্নিবীণাকবিতা
    #অগ্নিবীণা_কবিতা
    #পাপ_কবিতা
    #Dhumketu_kobita
    #ধূমকেতু
    #কাজী_নজরুল_ইসলাম
    #কাজীনজরুলেরকবিতা
    #কাজীনজরুলইসলামএরকবিতা
    #kazinazrulislam
    #kazi_nazrul_kobita
    #kajinazrulislam
    #kazinazrulislamkobitaabritti
    #টিটোমুন্সী
    #kobita
    #কবিতা
    #bangla_kobita
    #কবিতা_আবৃত্তি
    #আবৃত্তিপ্রয়াস
    #abrittiproyash
    #abritti
    #kazinazrulislam
    #kazi_nazrul_kobita
    #kazinazrulislamkobitaabritti
    #kajinazrulislam
    #kazinajrulislam
    #বিরহেরকবিতা
    #biroherkobita
    বিদ্রোহী
    প্রেমের কবিতা
    কবিতা
    আবৃত্তি
    সেরা বাংলা কবিতা
    বাংলা কবিতা আবৃত্তি
    প্রেমের কবিতা
    রোমান্টিক কবিতা
    ভালোবাসার কবিতা
    বিরহের কবিতা
    কষ্টের কবিতা
    নতুন কবিতা
    বিদ্রোহের কবিতা
    #কাজী_নজরুল_ইসলাম
    #রাজবন্দীর_জবানবন্দী
    #কাফির
    #Kazinazrul
    #kobita
    #Notun
    #recitation
    #poem
    #kobita
    #abritti
    #banglakobita
    #kobita_abritti
    #kobitaabriti
    #valobasar_kobita
    #bangla_kobita
    #bangla_poem
    #kobita
    #kobitaabriti
    #bangla_poetry
    #poetry
    #sad_poetry
    #kosto
    #koster
    #koster_kotha_voice
    #koster_kobita
    #kosterstatus
    #biroho
    #biroherkobita
    #biroho_kotha
    #birohokotha
    #bihonger_sur
    #bihongersur
    #manus
    #jaterbojjati
    #dhumketu
    #bidrohi
    Poem : Manush (মানুষ)
    Poet : Kazi Nazrul Islam (কাজী নজরুল ইসলাম)
    আবৃত্তি- টিটো মুন্সি
    গাহি সাম্যের গান-
    মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্‌ ।
    নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
    সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।-
    ‘পূজারী দুয়ার খোলো,
    ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হ’ল!’
    স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়,
    দেবতার বরে আজ রাজা-টাজা হ’য়ে যাবে নিশ্চয়!
    জীর্ণ-বস্ত্র শীর্ণ-গাত্র, ক্ষুধায় কন্ঠ ক্ষীণ
    ডাকিল পান’, ‘দ্বার খোল বাবা, খাইনি ক’ সাত দিন!’
    সহসা বন্ধ হ’ল মন্দির, ভুখারী ফিরিয়া চলে,
    তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে!
    ভুখারী ফুকারি’ কয়,
    ‘ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!’
    মসজিদে কাল শির্‌নী আছিল,-অঢেল গোস-র”টি
    বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি,
    এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন্‌
    বলে, ‘ বাবা, আমি ভূখা-ফাকা আমি আজ নিয়ে সাত দিন!’
    তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা-‘ভ্যালা হ’ল দেখি লেঠা,
    ভূখা আছ মর গো-ভাগাড়ে গিয়ে! নামাজ পড়িস বেটা?’
    ভূখারী কহিল, ‘না বাবা!’ মোল্লা হাঁকিল-‘তা হলে শালা
    সোজা পথ দেখ!’ গোস-র”টি নিয়া মসজিদে দিল তালা!
    ভুখারী ফিরিয়া চলে,
    চলিতে চলিতে বলে-
    ‘আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,
    আমার ক্ষুধার অন্ন তা ব’লে বন্ধ করনি প্রভু।
    তব মস্‌জিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী।
    মোল্লা-পুর”ত লাগায়েছে তার সকল দুয়ারে চাবী!’
    কোথা চেঙ্গিস্‌, গজনী-মামুদ, কোথায় কালাপাহাড়?
    ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া-দ্বার!
    খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
    সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা!
    হায় রে ভজনালয়,
    তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয়!
    মানুষেরে ঘৃণা করি’
    ও’ কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি’ মরি’
    ও’ মুখ হইতে কেতাব গ্রন’ নাও জোর ক’রে কেড়ে,
    যাহারা আনিল গ্রন’-কেতাব সেই মানুষেরে মেরে,
    পূজিছে গ্রন’ ভন্ডের দল! মূর্খরা সব শোনো,
    মানুষ এনেছে গ্রন’;-গ্রন’ আনেনি মানুষ কোনো।
    আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মাদ
    কৃষ্ণ বুদ্ধ নানক কবীর,-বিশ্বের সম্পদ,
    আমাদেরি এঁরা পিতা-পিতামহ, এই আমাদের মাঝে
    তাঁদেরি রক্ত কম-বেশী ক’রে প্রতি ধমনীতে রাজে!
    আমরা তাঁদেরি সন্তান, জ্ঞাতি, তাঁদেরি মতন দেহ,
    কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ।
    হেসো না বন্ধু! আমার আমি সে কত অতল অসীম,
    আমিই কি জানি-কে জানে কে আছে
    আমাতে মহামহিম।
    হয়ত আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদী ঈসা,
    কে জানে কাহার অন- ও আদি, কে পায় কাহার দিশা?
    কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি?
    হয়ত উহারই বুকে ভগবান্‌ জাগিছেন দিবা-রাতি!
    অথবা হয়ত কিছুই নহে সে, মহান্‌ উ”চ নহে,
    আছে ক্লেদাক্ত ক্ষত-বিক্ষত পড়িয়া দুঃখ-দহে,
    তবু জগতের যত পবিত্র গ্রন’ ভজনালয়
    ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়!
    হয়ত ইহারি ঔরসে ভাই ইহারই কুটীর-বাসে
    জন্মিছে কেহ- জোড়া নাই যার জগতের ইতিহাসে!
    যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তিধরে
    আজিও বিশ্ব দেখনি,-হয়ত আসিছে সে এরই ঘরে!
    ও কে? চন্ডাল? চম্‌কাও কেন? নহে ও ঘৃণ্য জীব!
    ওই হ’তে পারে হরিশচন্দ্র, ওই শ্মশানের শিব।
    আজ চন্ডাল, কাল হ’তে পারে মহাযোগী-সম্রাট,
    তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দী-পাঠ।
    রাখাল বলিয়া কারে করো হেলা, ও-হেলা কাহারে বাজে!
    হয়ত গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে!
    চাষা ব’লে কর ঘৃণা!
    দে’খো চাষা-রূপে লুকায়ে জনক বলরাম এলো কি না!
    যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল,
    তারাই আনিল অমর বাণী-যা আছে র’বে চিরকাল।
    দ্বারে গালি খেয়ে ফিরে যায় নিতি ভিখারী ও ভিখারিনী,
    তারি মাঝে কবে এলো ভোলা-নাথ গিরিজায়া, তা কি চিনি!
    তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা-মুষ্টি দিলে,
    দ্বারী দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে।
    সে মার রহিল জমা-
    কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা!
    বন্ধু, তোমার বুক-ভরা লোভ, দু’চোখে স্বার্থ-ঠুলি,
    নতুবা দেখিতে, তোমারে সেবিতে দেবতা হ’য়েছে কুলি।
    মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা-মথিত সুধা,
    তাই লুটে তুমি খাবে পশু? তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা?
    তোমার ক্ষুধার আহার তোমার মন্দোদরীই জানে
    তোমার মৃত্যু-বাণ আছে তব প্রাসাদের কোন্‌খানে!
    তোমারি কামনা-রাণী
    যুগে যুগে পশু, ফেলেছে তোমায় মৃত্যু-বিবরে টানি’।
  • Hudba

Komentáře • 5

  • @chyafrin
    @chyafrin Před 28 dny

    আহ,,কী,,অসাধারণ,, সুন্দর,
    কবিতা, আবৃত্তি,, সীমাহীন,
    অনন্ত কথা,মানুষের, রক্ত,পৃন্ডের, মতো,রিক্ত,ব্যধনার মতো,আহ
    কী,,অসাধারণ সুন্দর বাণী,,

  • @ANANDO_KANON
    @ANANDO_KANON Před 16 dny +1

    110 ❤️ খুবই সুন্দর ❤ ; মন জুড়িয়ে যাই ❤।
    তাই LIKE ,COMMENT আর SUBSCRIBE করলাম। ❤️ সর্বদাই সাথেই আছি ।

  • @MonirozzmamJoil
    @MonirozzmamJoil Před 2 měsíci

    Thanks again Kabi Nazrul Islam is Really Famous Poet ❤❤Trishal

  • @amalgoswami4744
    @amalgoswami4744 Před 3 měsíci

    পরম শ্রদ্ধেয় কবি কাজী নজরুল এর অমর সৃষ্টি থাকুক ,থাববে চির অম্লান হয়ে। শ্রদ্ধা জানাই কবির প্রতি এবং আপনার অসাধারণ আবৃত্তির জন্য।

  • @rekhaakter1117
    @rekhaakter1117 Před 2 měsíci

    আহা! আবৃত্তি