আল্লাহ পরম প্রিয়তম মোর... | কাজী নজরুল ইসলামের কবিতার শ্রেষ্ঠ আবৃত্তি | টিটো মুন্সী | Tito Munshi

Sdílet
Vložit
  • čas přidán 21. 02. 2022
  • আল্লাহ পরম প্রিয়তম মোর...
    কাজী নজরুল ইসলামের ‘‘আল্লাহ পরম প্রিয়তম মোর” কবিতার শ্রেষ্ঠ আবৃত্তি
    আবৃত্তিকারঃ টিটো মুন্সী
    আল্লা পরম প্রিয়তম মোর
    - কাজী নজরুল ইসলাম
    আল্লা পরম প্রিয়তম মোর
    আল্লা পরম প্রিয়তম মোর, আল্লা তো দূরে নয়,
    নিত্য আমারে জড়াইয়া থাকে পরম সে প্রেমময়!
    পূর্ণ পরম সুন্দর সেই আমার পরম পতি,
    মোর ধ্যান-জ্ঞান তনু-মন-প্রাণ, আমার পরম গতি।
    প্রভু বলি কভু প্রণত হইয়া ধূলায় লুটায়ে পড়ি,
    কভূ স্বামী বলে কেঁদে প্রেমে গলে তাঁরে চুম্বন করি!
    তাঁর উদ্দেশে চুম্বন যায় নিরুদ্দেশের পথে,
    কাঁদে মোর বুকে ফিরে এসে যেন সাত আসমান হতে।
    তারি সাধ পুরাইতে বলি, ‘আমি তাহার নিত্যদাস।’
    দাস হয়ে করি তাঁর সাথে কত হাস্য ও পরিহাস।
    রূপ আছে কি না জানি না, কেবল মধুর পরশ পাই,
    এই দুই আঁখি দিয়া সে অরূপে কেমনে দেখিতে চাই!
    অন্ধ বধূ কি বুঝিতে পারে না পতির সোহাগ তার?
    দেখিব তাহার স্বরূপ, কাটিলে আঁখির অন্ধকার!
    কেমনে বলিব ভয় করি কি না তাঁরে,
    যাঁহার বিপুল সৃষ্টির সীমা আজিও জ্ঞানের পারে।
    দিনে ভয় লাগে, গভীর নিশীতে চলে যায় সব ভয়,
    কোন সে রসের বাসরে লইয়া কত কী যে কথা কয়!
    কিছু বুঝি তার, কিছু বুঝি না ক, শুধু কাঁদি আর কাঁদি;
    কথা ভুলে যাই, শুধু সাধ যায় বুকে লয়ে তারে বাধিঁ!
    সে প্রেম কোথায় পাওয়া যায় তাহা আমি কি বলিতে পারি?
    চাতকী কি জানে কোথা হতে আসে তৃষ্ণার মেঘ-বারি?
    কোন প্রেমিকা ও প্রেয়সীর প্রেমে নাই সে প্রেমের স্বাদ,
    সে প্রেমের স্বাদ জানে একা মোর আল্লার আহলাদ!
    তাঁরে নিয়ে খেলি, কভু মোরে ফেলি যেন দূরে চলে যায়,
    সাজানো বাসর ভাঙি অভিমানে ফেলে দি’ পথ-ধুলায়!
    বিরহের নদী ফোঁপাইয়া ওঠে বিপুল বন্যা-বেগে,
    দিন গুণে কত দিন যায় হায়, কত নিশি যায় জেগে!
    চমকিয়া হেরি কখনো অশ্রু-ধৌত বক্ষে মম,
    হাসিতেছে মোর দিনের বন্ধু, নিশীথের প্রিয়তম!
    আমি কেঁদে বলি, ‘তুমি কত বড়, কত সে মহিমাময়,
    মোর কাছে আস, শাস্ত্রবিদেরা যদি কলঙ্কী কয়!
    নিত্য পরম পবিত্র তুমি, চির প্রিয়তম বঁধূ,
    কেন কালি মাখ পবিত্র নামে, মোরে দিয়ে এত মধু!
    মোরে ভালবাস বলে তব নামে এত কলঙ্ক রটে,
    পথে ঘাটে লোকে কয়, যাহা রটে, কিছু ত সত্য বটে!’
    তুমি বল, ‘মোর প্রেমের পরশ-মানিক পরশে যারে,
    আর তারে কেউ চিনিতে পারে না, সোনা বলে ডাকে তারে।
    তাহার অতীত, তাহার স্বধর্ম মুহূর্তে মুছে যায়,
    তবু নিন্দুক হিংসায় জ্বলে নিন্দা করে তাহায়!’
    ‘সে কি কাঁদে’, কহে শাস্ত্রবিদেরা। মোর প্রেম বলে, ‘জানি,
    আমার চক্ষে বক্ষে দেখেছি না-দেখা চোখের পানি।
    তাঁর রোদনের বাণী শুনিয়াছি বিরহ মেঘলা রাতে,
    ঝড় উঠিয়াছে আকাশে তাঁহার প্রেমিকের বেদনাতে।’
    আমি বলি, ‘এত কৃপাময়, এত ক্ষমা-সুন্দর তুমি,
    মানুষের বুকে কেন তবে এই অভাবের মরুভূমি?’
    প্রভুজি বলেন, ‘মোর সাথে ভাব করিতে চাহে না কেউ,
    ‘আড়ি’ করে আছে মোর সাথে, তাই এত অভাবের ঢেউ।
    ভিখারীর মত নিত্য ওদের দুয়ারে দাড়ায়ে থাকি
    ‘আমারে বাহিরে রেখো না’ বলিয়া কত কেঁদে কেঁদে ডাকি!
    আমারে তাহারা ভাবে, আমি অতি ভয়াল ভয়ঙ্কর;
    আমি উহাদের ঘর দিই, হায়, আমারে দেয় না ঘর!
    আমার চেয়ে কি পরমাত্মীয় মানুষের কেহ আছে!
    আমি কাঁদি, হায়, পর ভেবে মোরে ডাকে না তাদের কাছে।
    ভয় করে মোরে হইয়াছে ভীরু, যে চায় যা তারে দিই,
    জড়ায়ে ধরিতে চায় যে আমারে, তারে বুকে তুলে নিই।
    সব মালিন্য, সব অভিশাপ, সব পাপ তাপ তার
    আমার পরশে ধুয়ে যায়, আর করি না তার বিচার।
    প্রতি জীব হতে পারে মোর প্রিয়, শুধু মোরে যদি চায়,
    আমারে পাইলে এই নর-নারী চির পূর্ণতা পায়।’
    হেরিনু-চন্দ্র-কিরণে তাঁহার স্নিগ্ধ মমতা ঝরে,
    তাঁহারি প্রগাঢ় প্রেম-প্রীতি আছে ফিরোজা আকাশ ভরে।
    তাঁহারি প্রেমের আবছায়া এই ধরণীর ভালবাসা,
    তাঁহারি পরম মায়া যে জাগায় তাঁহারে পাওয়ার আশা।
    নিত্য মধুর সুন্দর সে যে নিত্য ভিক্ষা চায়,
    তাঁহারি মতন সুন্দর যেন করি মোরা আপনায়।
    অসুন্দরের ছায়া পড়ে তাঁর সুন্দর সৃষ্টিতে,
    তাই তাঁর সাথে মিলন হলো না কভু শুভ-দৃষ্টিতে।
    আমরা কর্ম্ম করি আমাদের স্বকল্যানের লাগি,
    তিনি যে কর্ম্মে নিয়োগ করেন, সেথা হতে ভয়ে ভাগি!
    মোরা অজ্ঞান, তাই তিনি চান, তাঁরি নির্দেশে চলি;
    তাঁহার আদেশ তাঁরি পবিত্র গ্রন্থে গেছেন বলি।
    সে কথা শুনি না, পথ চলি মোরা আপন অহঙ্কারে,
    তাই এত দুখ পাই, এত মার খাই মোরা সংসারে।
    চলে না তাঁহার সুনির্দিষ্ট নির্ভয় পথে যারা,
    অন্ধকারের গহ্বরে পড়ে মার খেয়ে মরে তারা।
    তাঁর সাথে যোগ নাই যার, সেই করে নিতি অভিযোগ;
    তাঁর দেয়া অমৃত ত্যাগ করে বিষ করে তারা ভোগ।
    ভিক্ষা করিয়া তাঁর কৃপা কেউ ফেরেনি শূন্য হাতে,
    যারা চাহে নাই, তারাই তাঁহারে নিন্দে অবজ্ঞাতে।
    কার করুণায় পৃথিবীতে এত ফসল ও ফুল হাসে,
    বর্ষার মেঘে নদ-নদী-স্রোতে কার কৃপা নেমে আসে?
    কার শক্তিতে জ্ঞান পায় এত; পায় যশ সম্মান,
    এ জীবন পেল কোথা হতে, তার আজিও পেল না জ্ঞান।
    তাঁরি নাম লয়ে বলি, ‘বিশ্বের অবিশ্বাসীরা শোন,
    তাঁর সাথে ভাব হয় যার, তার অভাব থাকে না কোন।’
    তাঁহারি কৃপায় তাঁরে ভালবেসো বলে আমি চলে যাই,
    তাঁরে যে পেয়েছে, দুনিয়ায় তার কোন চাওয়া-পাওয়া নাই।
    আর বলিব না। তাঁরে ভালবেসে ফিরে এসে মোরে বলো,
    কি হারাইয়া কি পাইয়াছ তুমি, কি দশা তোমার হলো!
    Follow Us On-
    www.hafij.net
    / hafijbhuyan
    / hafijbhuyan
    / hafij_bhuyan
    / hafijbhuyan

Komentáře • 138

  • @md.mahbuburrahman9780
    @md.mahbuburrahman9780 Před rokem +34

    কতশতবার যে শোনেছি তার হিসেব নেই।
    যত শুনি ততই শোনতে মনে চায়,
    যেন কিছুতেই তৃপ্তি মিটেনা।
    কেনো যেনো আমার কাছে অমৃতের মত লাগে....শোনার পিপাসা যেন কিছুতেই মিটে না।

    • @ForidulIslam-yz3yl
      @ForidulIslam-yz3yl Před rokem +2

      aamio shone barbar

    • @mdrazzak4941
      @mdrazzak4941 Před 4 měsíci

      ❤❤❤❤❤❤

    • @bangladesherjanagan24649
      @bangladesherjanagan24649 Před 24 dny +1

      বিশ্বকবি কাজী নজরুল ইসলামকে আল্লাহ রাব্বুল আলামীন জান্নাতুল ফেরদৌস দান করুন।

  • @hafejsaifulislam57644
    @hafejsaifulislam57644 Před měsícem +2

    এক গানে আল্লাহর সকল প্রশংসা,, আলহামদুলিল্লাহ,,
    আল্লাহ তুমি প্রিয় কবির ভুল ক্রুটি ক্ষমা করে জান্নাতি হিসেবে কবুল করুন।

  • @subbirphysics5051
    @subbirphysics5051 Před měsícem +3

    তাঁর আবৃত্তি শুনলে মনে হয়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা গুলো প্রাণ ফিরে পেলো।
    ❤❤❤❤

  • @noormohammad5035
    @noormohammad5035 Před 4 měsíci +2

    আজও অতি সম্মান তব প্রতি হে কবি
    থাকিবে তত দিন রবে যত দিন আকাশ, বাতাস রবি।

  • @musefahmed6383
    @musefahmed6383 Před rokem +9

    পরম দয়ালু আল্লাহই যে সর্বোচ্চ তার মতো আর কেউ নেই এই একত্ববাদ ই প্রতিপাদ্য বিষয়।
    অথচ অবুঝের দল এই কবিকেই বিধর্মী বলেছিল!
    আল্লাহ্ তুমি কবি নজরুলকে বেহেশত দান করো আমিন।।🤲🤲🤲🕌🕌🕌💖💖🌺🌺

  • @aminulkhan3619
    @aminulkhan3619 Před rokem +22

    যেমন উচু মানের রচনা ঠিক তেমনই যথাযথ মানের আবৃত্তি ।

  • @md.rafiqulislam2456
    @md.rafiqulislam2456 Před rokem +16

    আহা ! সৃষ্টির সাথে স্রষ্টার এই ভালোবাসার সম্পর্ককে নজরুল যেভাবে উপলব্ধি করেছেন, বেশিরভাগ আলেমেরও এই জ্ঞান নেই। নজরুল ছিলেন একজন প্রকৃত মহা সাধক। ❤️

  • @mubarokmiha5501
    @mubarokmiha5501 Před 5 měsíci +3

    .mashallah sobhanallah Alhamdulillah

  • @Bela-cf8nl
    @Bela-cf8nl Před 2 lety +27

    আল্লাহ কবি কে বেহেস্ত নসিব করুন ।

  • @mizanurrahman3234
    @mizanurrahman3234 Před 5 měsíci +2

    বিনম্র শ্রদ্ধা রইলো প্রিয় কবি,, মহান আল্লাহ্ আপনাকে ক্ষমা করুন 🤲🤲🤲

  • @user-xn6hm5qm2q
    @user-xn6hm5qm2q Před 10 měsíci +3

    মাশাল্লাহ প্রিয় কবির শ্রেষ্ঠ কবিতা
    আল্লাহ তুমি কাজী নজরুল ইসলামকে জান্নাতুল ফেরদৌস দান করুন ❤❤❤আমিন ❤❤❤

  • @mdabdul168
    @mdabdul168 Před rokem +5

    এই বয়সে অদ্ভুত ভঙ্গিতে আপনি আবৃত্তি করতে পারেন সত্যি কাজি নজরুলের একজন সৈনিক আপনি

  • @bangladesherjanagan24649
    @bangladesherjanagan24649 Před 24 dny +2

    অসাধারণ কবিতা অসাধারণ আবৃত্তি।

  • @nurunnaharjharna5081
    @nurunnaharjharna5081 Před 9 měsíci +2

    মনোমুগ্ধকর আবৃত্তি। এতো সুন্দর করে কিভাবে আবৃত্তি করেন বার বার শুনে ও মন ভরেনা।
    আল্লাহ কবিকে তুমি দয়া করে বেহেশত নসীব করো।

  • @faruqeparvez
    @faruqeparvez Před rokem +3

    অসাধারণ

  • @nurunnaharjharna5081
    @nurunnaharjharna5081 Před rokem +14

    আল্লাহ কবিকে বেহেশত নসীব করো।
    অসামান্য আবৃত্তি করেছেন। বহুবার শুনে ও মন ভরে না বারবার শুনতে ইচ্ছে করে।

  • @nurunnaharjharna5081
    @nurunnaharjharna5081 Před rokem +4

    কবি কাজী নজরুল ইসলাম যদি এই আবৃত্তি শুনতেন তাহলে আবৃত্তিকারকে বুকে জড়িয়ে ধরতেন।উনার আবৃত্তি মন্ত্রমুগ্ধ হয়ে আমি সব সময় শুনি।বাচিক শিল্পীকে আমার শত সহস্র সালাম জানাচ্ছি।

  • @sukdevsardar8649
    @sukdevsardar8649 Před rokem +3

    Apurbo...silpike anek anek shuvechha . Dirgho jiban kamona kri...thanks..India

  • @tuhinchowdhury5633
    @tuhinchowdhury5633 Před rokem +3

    আশেকে রাসুল
    শ্রদ্ধার কবি নজরুল

  • @allitem950
    @allitem950 Před rokem +6

    কবি কাজী নজরুল ইসলামের কবিতা অসাধারণ সষটি আললা আপনি তারে সুখময় জীবন দান করিন

    • @baisalipanda5767
      @baisalipanda5767 Před rokem

      দারুণ! ভীষণ প্রাঞ্জল।

    • @sattersikder5042
      @sattersikder5042 Před rokem

      It is the best situation with Allah and bandas via the poet.

  • @allbanglaexpress
    @allbanglaexpress Před rokem +7

    সুবহানাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ!

  • @mdshadull4635
    @mdshadull4635 Před 2 lety +11

    মাশাআললা কবি নজরুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি

  • @mejanurrahman9788
    @mejanurrahman9788 Před 2 lety +6

    প্রশংসা করার মত কোন ভাষা পেলাম না

  • @rokeyakeya7944
    @rokeyakeya7944 Před rokem +6

    চোখ জ্বলে ভরে গেলো।

  • @abdurrobkhan2782
    @abdurrobkhan2782 Před rokem +12

    কি অপরুপ সুন্দর মধুর মিলন বানী কতো যে জ্ঞানী মানুষ ছিলেন বানাতে প্রমাণ পাই আমি

  • @kaziziaul5612
    @kaziziaul5612 Před rokem +6

    এমন সুন্দর আবৃত্তি শুনে মন ভরে গেল। প্রীয় আবৃত্তিকার আপনার জন্য রইল শুভকামনা।

  • @nurunnaharjharna5081
    @nurunnaharjharna5081 Před rokem +5

    বারবার শুনেও আবার শোনার তৃষ্ণা জাগে।আল্লাহ প্রিয় কবি কে বেহেশত নসীব করো। বাচিক শিল্পী কে সশ্রদ্ধ সালাম।

  • @riktadey6856
    @riktadey6856 Před rokem +3

    Ami India theke bolchhi --apnar recitation amar vishon valo lage. Darun valo Bolen. Apurbo...

  • @alhazhosen9766
    @alhazhosen9766 Před rokem +5

    অামি মুগ্ধ!!

  • @sam_sarfarash
    @sam_sarfarash Před 2 lety +4

    সুব্হানাল্লাহি।

  • @mohammedfahimhossen254
    @mohammedfahimhossen254 Před 2 lety +9

    আহ্ হৃদয় শান্তি হয়ে গেছে। প্রতিটি শব্দ হৃদয়ে বিদে।

  • @sohelrana-bb7yi
    @sohelrana-bb7yi Před rokem +5

    অসাধারণ কবি, অসাধারণ কবিতা, অসাধারণ আবৃত্তি।

  • @MdRubel-uf3dn
    @MdRubel-uf3dn Před rokem +4

    অন্তর জুড়িয়ে যায়।

  • @bokakneel
    @bokakneel Před rokem +4

    অন্তর ছুঁয়ে গেল আমার প্রিয় কবি নজরুল স্যারের কবিতা শুনে আপনার কন্ঠে ধন্যবাদ আপনাকে

  • @monoranjansarker1783
    @monoranjansarker1783 Před rokem +2

    কি অসাধারণ সৃষ্টি। প্রণাম হে মহান কবি।

  • @mdrajibmollavisitor
    @mdrajibmollavisitor Před rokem +3

    মাশাল্লাহ কবি এবং আবৃত্তিকার দু'জনকেই ধন্যবাদ

  • @aminulkhan3619
    @aminulkhan3619 Před rokem +5

    অসম্ভব সুন্দর ও ভীষণ আবেগ এবং দরদ সমন্বিত একটা আবৃত্তি।

  • @user-fv7qz6ub9h
    @user-fv7qz6ub9h Před 2 měsíci

    আমার প্রাণের কবি র প্রতি রইলো
    বিনম্র শ্রদ্ধা ন্জলী

  • @MDImran-qp3ks
    @MDImran-qp3ks Před 2 lety +4

    বারবার শুনতে ইচ্ছে করে

  • @sam_sarfarash
    @sam_sarfarash Před 2 lety +5

    অসাধারণ কবিতা আবৃত্তি

  • @pilotacademy2858
    @pilotacademy2858 Před rokem +3

    অমৃত সুধা একবার শুনলে বার বার শুনতে মনে চায়।

  • @RajuAhmed-ci6ur
    @RajuAhmed-ci6ur Před rokem +4

    আল্লাহ আপনি কবিকে বেহস্তহ নসিব করিও আমিন।

  • @archanabiswas7328
    @archanabiswas7328 Před rokem +3

    Titu bhai apne kaji sahebere onek kechu deyeasen lote of thanks bhalo. Thakun

  • @emranhossain4281
    @emranhossain4281 Před 2 lety +3

    আহাঃ কি চমৎকার লাগছে

  • @shikhahalder1293
    @shikhahalder1293 Před 3 měsíci

    এতো যে সুন্দর আবৃত্তি! আহা!

  • @safiul1930
    @safiul1930 Před rokem +2

    Allah is the boss, Allah is the best friend!!
    Talk to Allah all the time. Make the connection. You got Allah, you got everything.
    La ilaha illalla.

  • @mohammedfahimhossen254
    @mohammedfahimhossen254 Před 2 lety +4

    মাশাল্লাহ

  • @mdshahinalam9640
    @mdshahinalam9640 Před 11 měsíci

    মাশাআল্লাহ চমৎকার আবৃত্তি

  • @HafijBhuyan
    @HafijBhuyan  Před 7 měsíci

    সকলকে ধন্যবাদ

  • @nurunnaharjharna5081
    @nurunnaharjharna5081 Před 9 měsíci

    যতবার শুনি ততো বারই নতুন লাগে। কি দুর্দান্ত আবৃত্তি।

  • @glossytown9329
    @glossytown9329 Před rokem

    চোখগুলো জলে ভরে গেলো কবিতার কথায়...❤️🙏

  • @nurunnaharjharna5081
    @nurunnaharjharna5081 Před 9 měsíci

    প্রতিদিন শোয়ার সময় দুই একবার আবৃত্তি শুনি।সাদুবাদ জানাই আপনাকে। অসম্ভব সুন্দর আবৃত্তি।আল্লাহ কবিকে বেহেশত নসীব করো।

  • @JahangirAlom-hh9ds
    @JahangirAlom-hh9ds Před 5 měsíci

    অসাধারন আবৃত্তি।

  • @samaptinandi9885
    @samaptinandi9885 Před měsícem

    অনেক ভালো হয়েছে

  • @nurunnaharjharna5081
    @nurunnaharjharna5081 Před 9 měsíci

    আল্লাহ কবিকে বেহেশত নসীব করো।

  • @rejaulhaque1788
    @rejaulhaque1788 Před 7 měsíci

    অসাধারণ আবৃত্তি

  • @mahabubmridha9446
    @mahabubmridha9446 Před rokem +1

    কি অসাধারণ। কি অন্যন্য।।

  • @kormopara
    @kormopara Před 2 lety +3

    অসাধারণ।

  • @user-wh5el2vp6p
    @user-wh5el2vp6p Před měsícem

    আছকে কাজী নজরুল ইসলামের ১২৫ তর জর্ম দিন, ❤❤

  • @md.farhadhossain8673
    @md.farhadhossain8673 Před 10 měsíci

    Mass Allah

  • @keshobchandra4160
    @keshobchandra4160 Před 11 měsíci

    অপূর্ব

  • @kmasrafulzannat6994
    @kmasrafulzannat6994 Před rokem +3

    জবাব নাই কবির কবিতায়, এবং বাচন ভংগিতে

  • @mahbubkhondaker8236
    @mahbubkhondaker8236 Před rokem

    তুমি বন্ধু.... আল্লাহ র অশেষ কৃপা

  • @ddtsgr2511
    @ddtsgr2511 Před rokem +2

    💖💖💖💖💖💖💖💖💖💖

  • @latifbhuiyan7534
    @latifbhuiyan7534 Před 8 měsíci

    Extraordinary recitation

  • @nazimuddinmondal3696
    @nazimuddinmondal3696 Před rokem +1

    Great recitation of the greatest poet of kazi Nazrul Islam sir. He is the pride of us.

  • @nazrul.islambd1032
    @nazrul.islambd1032 Před rokem +1

    অসাধারণ বার বার শুনিবার মণ চাহে

  • @1968Jahangir
    @1968Jahangir Před 9 měsíci

    অসাধারণ আবৃত্তি করেছেন স্যার । আপনার প্রতি হাজারো সালাম ও ভালবাসা রইলো। ভাল থাকুন , দীর্ঘজীবি হউন আল্লাহর নিকট ইহাই প্রার্থনা ।

  • @maulanam.amatin7406
    @maulanam.amatin7406 Před rokem +1

    আর একজন নজরুল দাও খোদা দয়াময়।

  • @user-lf3vq1uq9d
    @user-lf3vq1uq9d Před rokem

    Sundor hoica

  • @MdAbdullah-mx5qq
    @MdAbdullah-mx5qq Před rokem

    alhamdulillah

  • @nurjahanabdullah21
    @nurjahanabdullah21 Před rokem +1

    ❤️🇧🇩👍🥰

  • @mrsolaiman474
    @mrsolaiman474 Před 10 měsíci

    ইয়া এলাহী আপনি বাবা কাজী নজরুল ইসলামের উসিলায় আমাকে ক্ষমা ভিক্কা দান করেন 💖💖💖

  • @Moslehuddin123
    @Moslehuddin123 Před rokem

    আবৃ‌তি আপনার অন্তরছুয়া

  • @eiadulislam1
    @eiadulislam1 Před 9 měsíci

    জয়গুরু

  • @amirwahab907
    @amirwahab907 Před 9 měsíci

    অসাধারন

  • @rabinchanda9249
    @rabinchanda9249 Před rokem +1

    Aapaner charane koti koti pranam koti koti naman koti koti bandhan. Kaji Najrul Islam jey bhabe prokash korte cheychen seta aapani aapaner kantho sware e tuley dharechen. Aallah bless you.

  • @smshate662
    @smshate662 Před rokem

    Thank s

  • @javedmamun
    @javedmamun Před 11 měsíci

    Aha're aaahhhaaa ❤

  • @shikhahalder1293
    @shikhahalder1293 Před 7 měsíci

    কি আবৃত্তি শুনছি আমি কোথায় হারিয়ে গেছি কিছুক্ষণ নিজেই যেন জানিনা কিছু লেখার ভাষাও যেন হারিয়ে ফেললাম

  • @mdsayedhosen3938
    @mdsayedhosen3938 Před rokem +1

    অতুলনীয়।

  • @dr.md.shahidulislam5763
    @dr.md.shahidulislam5763 Před rokem +1

    EXCELLENT. May Allah bless him

  • @Md.milon.mhamud-rh1ig

    Allah Kavi ke best Naseeb karo

  • @MdShamem-gu9rj
    @MdShamem-gu9rj Před rokem

    Ami je koto bar sonici.taw jeno bar bar sonte mon cai.

  • @jubairulhaque1659
    @jubairulhaque1659 Před rokem +1

    Ma sha Allah

  • @user-kp9gp4vr5y
    @user-kp9gp4vr5y Před 3 měsíci

    Thanks

  • @salimullah6260
    @salimullah6260 Před rokem

    ❤❤❤❤

  • @rabbilmia2601
    @rabbilmia2601 Před 10 měsíci

    ভালোবাসি তোমায়

  • @mdrazzak4941
    @mdrazzak4941 Před 4 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @5a02aahanpattanayak4
    @5a02aahanpattanayak4 Před rokem +1

    Apurba

  • @shajahanmdshajahan8108
    @shajahanmdshajahan8108 Před rokem +1

    Mashallah

  • @shamsulalam3601
    @shamsulalam3601 Před rokem +1

    Nice and beautiful ❤️❤️

  • @tabassumferdous9906
    @tabassumferdous9906 Před rokem +1

    Splendid 🥇🥇🥇🥇🥇🥇🥇

  • @MasumKhan-yj1wu
    @MasumKhan-yj1wu Před rokem +1

    মাশাআল্লাহ

  • @tahminaakhter967
    @tahminaakhter967 Před rokem +6

    আমাদের দেশের দুই জন বিখ্যাত কবি
    কাজী নজরুল ইসলাম
    আরেকজন কবিগুরু
    রবীন্দ্র নাথ ঠাকুর
    তাদের ফলো করো

  • @user-hu5xr8qv2r
    @user-hu5xr8qv2r Před 22 dny

    ❤️🇧🇩❤️

  • @mohammadrobi7942
    @mohammadrobi7942 Před rokem +2

    আহা
    কি না মধুর আবৃত্তি করেছেন
    আর কি মহান বানী কবি বলেছেন
    যে ঙ্গানি সে অবশ্যই ভাব লইয়াছেন

  • @ishanraj6474
    @ishanraj6474 Před rokem +1

    💖💖💖💖💖

  • @rahamatalimondal4796
    @rahamatalimondal4796 Před rokem +1

    অনুধাবনযোগ্য

  • @abdurrahman-qp3vi
    @abdurrahman-qp3vi Před rokem +1

    👏