দেখা হলো বছর কুড়ি পর || Dekha Holo Bochor Kuri Por || Mir Afsar Ali

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • দেখা হলো বছর কুড়ি পর
    তুই এখন অন্য কারোর ঘর
    তুই এখন বড্ড ভীষণ পর!
    এখন অনেক বুঝতে পারিস বুঝি?
    আমার প্রিয় গন্ধটা আর মাখিস?
    আচ্ছা, অমন ঝক্কি পোহায় কে তোর?
    কেই বা শোনে এখন মিথ্যে নালিশ?
    এখনও কি ঠাণ্ডা লাগার ধাঁচ?
    মাথা মুছিস কার বকুনি খেলে?
    হঠাৎ হঠাৎ আজো আড়ি করিস?
    ভাল্লাগে আর কাব্য করা ছেলে?
    নতুন মানুষ-- বৃষ্টি ভালোবাসে,
    আমার মতন জোর করে ভেজবার?
    নাকি এখন তোর বারণের জোরে
    বর্ষা থামায় বৃষ্টি হাজারবার!
    তার নিশ্চয় বুকে ব্যাথা নেই?
    নিশ্চয় নেই মন খারাপের ব্যামো?
    আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে!
    আগের মত পাগলী নস কেন?
    আচ্ছা তোর ঐ অভ্যেস টা আছে,
    অল্প কথায় আজো ছেড়ে আসিস?
    নতুন মানুষ ঝগড়া করার আগেই
    বুকের ভেতর অমন ভালোবাসে?
    সে বুঝি খুব বকবকিয়ে নয়
    স্বল্পভাষী? চাইতি যেমন তুই?
    আজকে কেমন নরম দেখায় তোকে
    এক দেখাতে থমকে গেছে তুই!
    এই যে এখন চুপটি করে একা
    তাকিয়ে আছিস নালিশ ভুলে গিয়ে,
    নতুন মানুষ নতুন নতুন প্রেমে
    খুব বেঁধেছে শক্ত করে জোরে?
    ইনসোমিয়াক নিশ্চয় সে নয়?
    রাত জাগবার ঝক্কি টা আর নেই।
    স্বপ্নের ভিড়ে লুকিয়ে দেখি তোকে
    হারিয়ে যাবো ওচোখ ফেরালেই!
    দেখা হলো বছর কুড়ি পর
    তুই এখন বড্ড ভীষণ পর
    তুই এখনো আমার একার ঘর ।
    কন্ঠে : মীর আফসার আলি
    #bengali #youtube #bengalipoem #poem #voice #voiceover #mirafsarali

Komentáře • 8