প্রিয় অনিমেষ |বাইশ বছর পর| এলিট দাশ গুপ্তা(এ্যানি)|নন্দিনী

Sdílet
Vložit
  • čas přidán 15. 04. 2019
  • Recording place : Chennai
  • Zábava

Komentáře • 1,8K

  • @elitedasgupta
    @elitedasgupta Před 4 lety +882

    দিদি, আমার লেখাটা স্বার্থক!
    এতো সাবলীল করে আবৃত্তি করেছেন, আমার সাধারণ লেখাটাও খুব অসাধারণ হয়ে গেছে ❤❤❤

  • @maddinascuriousworld6338
    @maddinascuriousworld6338 Před 3 lety +376

    কাঁদলাম আজ... অনেকদিন পর! ধন্যবাদ! এই কান্নাটার আমার দরকার ছিলো।

    • @shohaghossen6749
      @shohaghossen6749 Před 3 lety +7

      ভালবাসা ধোয়াশা বড্ড,তাই নয় কি?

    • @maddinascuriousworld6338
      @maddinascuriousworld6338 Před 3 lety +8

      @@shohaghossen6749 হুম। Bangla Five ব্যান্ডের "Confusion" গানটা শুনেছেন? আমার অবস্থাও এখন তাই।

    • @shohaghossen6749
      @shohaghossen6749 Před 3 lety +4

      হুম শুনেছি। তবে আমার মনে হয় কি। এখান থেকে বেরিয়ে আসায় ভালো। বিয়ের পরেই না হয় বাকিটা,,,,,,,,,,

    • @maddinascuriousworld6338
      @maddinascuriousworld6338 Před 3 lety +2

      @@shohaghossen6749 হুম।

    • @shohaghossen6749
      @shohaghossen6749 Před 3 lety +2

      জীবন সুখময় হোক। সাতরাঙা আলো উকি দিয়ে উঠুক ঘোর মিছে দূর্বিষহ মাতালের প্রলাপ শেষে। শুভ কামনা রইল

  • @sumaiyasultana8873
    @sumaiyasultana8873 Před rokem +5

    কেমন জানি থমকে গেছিলাম,
    প্রতিটা শব্দই হৃদয় স্পর্শ করে গেছে
    বেশ কষ্ট পেয়েছি আর নিজেকে বুঝিয়েছি সময় বহমান নিজেকে শক্ত হতে হবে

  • @mdtonu3981
    @mdtonu3981 Před 3 lety +128

    কবিতা, গান তখনই বেশি ভালোলাগে যখন নিজের জীবনের সাথে মিলে যায়।

  • @purkayasthalipika
    @purkayasthalipika Před 4 lety +64

    বাক্-রুদ্ধ আমি.. বড়ো কাছের এই কবিতা।বেঁচে না থাকলেও একবার ছুঁয়ে দিয়ে যেও..

  • @debasreeroy621
    @debasreeroy621 Před rokem +26

    বাইশ বছরের বিচ্ছেদ শেষে আজও ভুলতে পারিনি। আজও সেই অবুঝ বয়সের অনুভূতি গুলো বড়ো কাঁদায় 😢😢 এই কবিতাটা অনেক কিছু মনে করিয়ে দিলো 😢😢 ভালো থাকুক সে।

  • @saifhasanrobin4226
    @saifhasanrobin4226 Před 3 lety +22

    মনে পড়ে গেলো সেই ১৯৯৯ সালের প্রথম প্রেমের প্রেমিকা'কে হারিয়ে ফেলা’র মুহুর্তগুলো।
    ২৯/১২/২০২০

    • @fiya8850
      @fiya8850 Před 3 lety

      বলবেন কি ওনার কোন খোজ আছে কিনা

  • @gaytrhyranysuttrodhar8212
    @gaytrhyranysuttrodhar8212 Před 4 lety +119

    কেমন জানি ,,থমকে গেলাম ।।।ভালোবাসার মানুষকে ছেড়ে থাকার মতো কষ্ট আর দ্বিতীয়টি নেই .....ভালো থাকুক ভালোবাসা 💚

    • @rubaiyasrecitation8272
      @rubaiyasrecitation8272 Před 4 lety +5

      ভালো থাকুক পৃথিবীর সব মানুষ।

  • @shakilahamed9846
    @shakilahamed9846 Před 4 lety +243

    বয়স টা আমার ১৯ কি ২০, আমি এই ৭ মিনিটের কথায় ৫০ বছরের বুড়ো হয়ে গিয়েছিলাম,অসাধারণ দিদি😍ভালবাসি😍

    • @mdsohag8734
      @mdsohag8734 Před 4 lety

      দাদা তখন কি মোবাইল ছিলো দিদি বললো যে ফোনের অপেক্ষায় ছিলো

    • @rajarshibhattacharyya987
      @rajarshibhattacharyya987 Před 4 lety

      Md sohag ...besi chudio na.

    • @brototichatterjee4844
      @brototichatterjee4844 Před 4 lety +1

      Sotti tai...

    • @abutaherchowdhury638
      @abutaherchowdhury638 Před 4 lety +1

      @@mdsohag8734 হয়তো মোবাইল ছিল না, টেলিফোন ছিল। আর কবিতা তো হলো কল্পনায় আবেগ অনুভূতির খেলা।

    • @user-cg1up8eu1b
      @user-cg1up8eu1b Před 4 lety

      @@abutaherchowdhury638 czcams.com/video/TPsKSvTO4t8/video.html আমার আবৃত্তি শোনার জন্য অনুরোধ রইল;ভালো লাগলে কমেন্ট এ জানাবেন 😊

  • @polydas4221
    @polydas4221 Před 4 lety +196

    দূরত্ব বাড়ানো সহজ! বিচ্ছেদ সহজ!
    জটিল ছিল শুধু তোমার শূন্যতা টা
    একেবারে মুছে ফেলা,,,, 😭

  • @rupshaacharjee5304
    @rupshaacharjee5304 Před 3 lety +32

    কবিতাটা " রাধা তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার " লাইনটির সাথে মিলে গেল !!!!

  • @shaondey3846
    @shaondey3846 Před 4 měsíci +4

    প্রিয় প্রিয়া দাশ,
    হয়তো এভাবেই একদিন একে অপরের মুখোমুখি হবো কিন্তু তখন আর কোনো অধিকার থাকবে না কথা বলার। হয়তো আমাদের শেষ দেখাটাও হয়ে গিয়েছে সেটা অস্বাভাবিক কিছু নয়।
    💔

  • @sunandasen5119
    @sunandasen5119 Před 4 lety +250

    আপনার বাচিক মেধায় আপ্লুত হলাম। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। জীবনের সাথে কবির ভাবনা মনকে এমনভাবে ভাসিয়ে নিয়ে যায় সে তো ধন্যবাদের উর্দ্ধে। চোখের জলে বাঁধ দিতে পারলাম না।

    • @nandinibhar8152
      @nandinibhar8152  Před 4 lety +14

      অনেকটা সাহস দিলেন। আপনাদের এই উৎসাহই আমার পাথেয়। ভালো থাকবেন। 😇😇😇

    • @neelnirjon4084
      @neelnirjon4084 Před 3 lety +3

      কিভাবে এতটা মোহাবিষ্ট আবৃতি করা যায় আমি জানিনা.... কিযে করতে ইচ্ছা হচ্ছে, কিযে দিতে ইচ্ছা হচ্ছে আপনাকে বিনিময়ে, কোনভাবেই বোধে আসছে না........!!!

    • @neelnirjon4084
      @neelnirjon4084 Před 3 lety +1

      আপাতত সাবস্ক্রাইব করলাম পাশে থাকবার বাসনায়

    • @nandinibhar8152
      @nandinibhar8152  Před 3 lety +4

      Please... Etukuiiii amar porom prapti.. Please please pashe thakben.. 🙏🙏🙏

    • @neelnirjon4084
      @neelnirjon4084 Před 3 lety +4

      @@nandinibhar8152 আমার ভাঙ্গা চুড়া চ্যানেলটা একটু ছুঁয়ে আসলে কৃতজ্ঞ থাকব আর পাশে থাকলে তো কোন কথাই নেই.....!!

  • @akr7600
    @akr7600 Před 4 lety +14

    ভাবছি প্রেম এর দিকে এগোবই না । কত কষ্ট অনুভব । এখন এটাই ভাবছি সে কি এখনো আসবে আমার জীবনে ।সেই1 মাস এর মেলামেশা আর ভোলা যায়না।,,,😔

  • @mahmodasultanaorni2652
    @mahmodasultanaorni2652 Před 3 lety +8

    কবিতার প্রতিটা লাইন,প্রতিটা শব্দ হৃদপিণ্ডে ছুয়ে গেল...
    "আমি হাজারবার টের পেয়েছি
    " দূরত্ব বাড়ানো সহজ,বিচ্ছেদ সহজ!
    জটিল ছিল শুধু তোমার শূন্যতাটা
    একেবারে মুছে ফেলা...
    এই কথাটা যে কতটা সত্য,,তা আমি খুব ভালো করে জানি...
    সত্যি বলতে ভালোবাসা মানুষটাকে চিরতরে মুছে ফেলা কখনো যায় না...এতটা শক্তি বিধাতা আমাদের দেয়নি...

  • @tanishatasrin7444
    @tanishatasrin7444 Před 4 lety +44

    "দুরত্ব বাড়ানো সহজ!বিচ্চেদ সহজ!"
    জটিল শুধু তোমার শূন্যতা ভুলে যাওয়া।

    • @user-cg1up8eu1b
      @user-cg1up8eu1b Před 4 lety +1

      czcams.com/video/TPsKSvTO4t8/video.html আমার আবৃত্তি শোনার জন্য অনুরোধ রইল,ভালো লাগলে কমেন্ট এ জানাবেন 😊

  • @msnierjhorshak8638
    @msnierjhorshak8638 Před 3 lety +31

    সত্যি ,ভসলোবাসা হয়তো কখনো ভোলা যাই না, আমি আবার তার কথাই কল্পনা করলাম.. হয়তো আমার জীবনেও একদিন হঠাৎ মাঝপথে তার দেখা পাব.. কিন্তু তখন হয়তো.... দৌড়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরার অধিকারটা থাকবে না আর... ভালো থেকো প্রিয়😢💔

  • @Mdfaruk-su9zv
    @Mdfaruk-su9zv Před rokem +9

    বলার মতো কিছু সুদু এ-ই তুটুক বলবো যারা কবিতা টা এখনো দেখতে পান নাই তারা একটু শুনে নিবেন আপনার সব অতিত মনে করে দিবে কমেন্ট টা ২০৯০ সালের জন্য রেখে গেলাম

  • @Ashikur98
    @Ashikur98 Před 2 lety +12

    কেন জানিনা কবিতাটি শোনার সময় বুকের মধ্যে কেঁপে কেঁপে ওঠে!!! পুরা কবিতা সাথে এত চমৎকার আবৃত্তি সত্যি অবাক করার মত। ❤️

  • @biditaaditidutta9155
    @biditaaditidutta9155 Před 3 lety +7

    যার জীবনে প্রেম এসে চলে গেছে সেই এই কবিতার মর্ম বুঝবে তার দুই চোখ ভিজবে

  • @dinislam6657
    @dinislam6657 Před 4 lety +16

    ২১ এ থেকে ৫০ এর ওপার গিয়ে ২১ এর স্বাদ টা সত্যিই অমাইক ছিলো..
    যাস্ট অসাধারণ
    মনে হচ্ছে দূরে যেতে দিনে নেই প্রিয় মানুষ নামের সেই অন্য একটা পৃথিবীকে

  • @manashimishra5967
    @manashimishra5967 Před 4 lety +54

    নির্বাক করে দিল এই কয়েক মিনিটের কবিতাটা, হৃদয় স্পর্শ করে গেল

    • @pen-7706
      @pen-7706 Před 4 lety

      আমি একটা তুই চাই
      কন্ঠ : এরেনা
      czcams.com/video/68nWAtEtb6Q/video.html

    • @rubaiyasrecitation8272
      @rubaiyasrecitation8272 Před 4 lety

      সত্যিই হৃদয়স্পর্শি।

    • @soumidey693
      @soumidey693 Před 4 lety

      একদম ঠিক।

  • @thinking2041
    @thinking2041 Před 3 lety +19

    যারা কাউকে মন থেকে ভালোবেসেছে কিন্তু ভালোবাসার মানুষটি কে পাইনি তারা এই গল্প টা শুনলে সবাই কাঁদবে 😭😭😭😭

  • @shiladityasaha6435
    @shiladityasaha6435 Před 3 lety +6

    ... কান্না অনিমেষের ও পায়.. শুধু তার বলার কোনো কথা থাকে না, তার জন্যে অপেক্ষা করে অপ্রকাশিত কবিতা..

  • @25jannatul
    @25jannatul Před 4 lety +38

    কি অদ্ভুত তাইনা কবিতা জীবনের সাথে মিলে যায় 😥😥

    • @user-cg1up8eu1b
      @user-cg1up8eu1b Před 4 lety

      czcams.com/video/TPsKSvTO4t8/video.html আমার আবৃত্তি শোনার জন্য অনুরোধ রইল;ভালো লাগলে কমেন্ট এ জানাবেন 😊

    • @rubaiyasrecitation8272
      @rubaiyasrecitation8272 Před 4 lety +1

      হুমমম।

  • @simpamaity8476
    @simpamaity8476 Před 4 lety +8

    যেমন লেখা , ঠিক তেমন ই উপস্থাপনা । সত্যি ফিরে গেলাম ঠিক 15 বছর আগে

  • @bulbulhasan9787
    @bulbulhasan9787 Před 4 lety +33

    এই কবিতাটা আবৃত্তি শুনতে শুনতে আমার দম বন্ধ হয়ে আসছিলো । খুব কষ্ট পাচ্ছিলাম মনে হয় এই মুহূর্তে শেষ নিঃশ্বাস বের হয়ে যায়। তোমাকে হারানোর ভয় পাচ্ছিলাম।

  • @evanaislamdisha4782
    @evanaislamdisha4782 Před 2 lety +8

    প্রচন্ড মন খারাপ হয় যখন তখন এই কবিতাটা শুনি।
    প্রচন্ড করে কাঁদি তখন।
    আসলে অনিমেষরা ভালই থাকে সবসময়।

    • @yeashinshaik6181
      @yeashinshaik6181 Před 10 měsíci

      সব সময় অনিমেষ রা ভালো থাকে না।

  • @UllahMohd
    @UllahMohd Před 4 lety +37

    দেখা হবে বলে ভেবো না, কথাও হবে!
    অপরিচিত যখন হয়েই গেছি,
    অপরিচিত থেকেই যাব!
    - অনিমেষের জবাব!
    মজা করলাম। তবে এ কন্ঠের প্রেমে না পড়ার মতো ক্ষমতা অামার নেই! অসাধারণ!

    • @nandinibhar8152
      @nandinibhar8152  Před 4 lety +1

      সুন্দর জবাব। আন্তরিক ধন্যবাদ স্যার।

    • @user-cg1up8eu1b
      @user-cg1up8eu1b Před 4 lety

      czcams.com/video/TPsKSvTO4t8/video.html আমার আবৃত্তি শোনার জন্য অনুরোধ রইল,ভালো লাগলে কমেন্ট এ জানাবেন 😊

    • @rubaiyasrecitation8272
      @rubaiyasrecitation8272 Před 4 lety

      একেবারেই সঠিক বলেছেন।

  • @m.rakibulislam1276
    @m.rakibulislam1276 Před rokem +5

    এই আবৃত্তি আমার খুব ভালো লাগে। প্রায় মধ্যরাত হলো শুনি এই কবিতা।
    কিন্তু এই কবিতার সাথে আমার জীবনের মিল নেই কারণ আজ থেকে ঠিক দুই বছর আগে তাকে আমি আমার করে নিয়েছি।
    বাইশ বছর না হাজার বাইশ বছর থাকতে চাই তার সাথে, হোক সেটা এপারে বা ওপারে।
    দোয়া করি যারা না পাওয়ার বেদনায় কাতর তাদের সবার জীবনে একটা দুর্দান্ত প্রেম আসুক।

  • @sarnalimk4546
    @sarnalimk4546 Před 3 lety +33

    অনিমেষ ও হয়তো সেদিন একবার পিছনে তাকিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশতঃ মুহূর্তটা মিলে যায়নি। একইভাবে সেও হয়তো একই কথাগুলি ভেবেছিল যা মৃন্ময়ী ভেবেছে। কিন্তু মুখ ফুটে বলতে পারেনি। এই না পারার কারন ব্যাখ্যায় না হয় নাই গেলাম। তবে কি জানেন তো, কারণ গুলো দূরে সরিয়ে রেখে, যদি কোনো একজন এটা পারতো...তাহলে হয়তো এই চিরন্তন দূরত্বটা আর আসতো না।🙂
    জীবনে যদি সিনেমার মতো দুই তরফের মনের অবস্থাই পর্দায় ফুটিয়ে তোলা যেত, আর দেখা যেতো তাহলে এতো ভুল বোঝাবুঝি হতো না।😂
    মাঝেমধ্যে চরম নির্লজ্জ হতে ইচ্ছে করে। কিন্তু অনেক অনেক কারণ সামনে বাঁধা হয়ে দাঁড়ায়। সেই কারণ ব্যাখ্যায় না হয় নাই গেলাম 🙃।

    • @nandinibhar8152
      @nandinibhar8152  Před 3 lety +2

      একদম ঠিক বলেছেন। কিন্তু সব জানা সত্ত্বেও আমরা সেই অদৃশ্য বাধার পাঁচিল ডিঙিয়ে যেতে পারি না। তাতে ক্ষতি নিজেদেরই।
      সব যেন উপরওলার খেলা।
      খুব খুব ভালো লাগল আপনার কমেন্ট পড়ে। ভালোবাসা নেবেন❤️

    • @sarnalimk4546
      @sarnalimk4546 Před 3 lety

      @@nandinibhar8152 ধন্যবাদ দিদি।🥰

    • @swastikadey2399
      @swastikadey2399 Před 2 lety +1

      একদম ঠিক বলেছেন।

  • @nazmulhasanfaruk8672
    @nazmulhasanfaruk8672 Před 3 lety +3

    খুব সুন্দর কবিতা এবং আবৃত্তি ,দুটোই মনোমুগ্ধকর । আজকে আমার জন্মদিন, আমার ছেলেবেলার বান্ধুবির সাথে অনেকদিন পর আজ দেখা করব । তাকে কল্পনা করে টুকটাক লেখালেখি করতাম । কিন্তু আজ তার জন্যে কিছু লিখিনি বলে খারাপ লাগছিল । আপনার আবৃত্তি মন কেড়ে নিল, আপনার সম্মুখীন যদি হতে পারতাম তবে শিষ্যত্ব গ্রহণ করতাম । ভাল থাকবেন দিদি 🤍

  • @faridmia3621
    @faridmia3621 Před 3 lety +4

    মানুষ যখন প্রেমে পড়ে,,তখন মানুষ সাহিত্য পড়তে শুরু করে,,,, আর যখন প্রেমের বিচ্ছেদ হয়,,তখন মানুষ সাহিত্য বুঝতে শুরু করে ❤️❤️😪😪

  • @kobitabaz6395
    @kobitabaz6395 Před rokem +4

    একরাশ মুগ্ধতা রেখে গেলাম কবি ও আবৃত্তি শিল্পী উভয়ের জন্যই রইল নিঃসীম শুভকামনা।

  • @sampadebnath5333
    @sampadebnath5333 Před 4 lety +2

    কোথাও না কোথাও অদৃশ্য শিশিরের মতো অনিমেষদের স্পর্শটা লেগেই থাকে...ভাবনারা যখন ছুঁয়ে দেয়,আবেগের সমুদ্রে কাফন দেবার শক্তি থাকেনা কেবল...

  • @anushreepal6389
    @anushreepal6389 Před 18 dny

    সেদিন ছিলো শেষ যেদিন তুমি আমি ছিলাম বাস এর শিট এ একে অপরের বিপরীতে।।
    যদিও,প্রথম দিন ছিলাম পাশাপাশি।
    কবিতার লাইন গুলি হৃদয়ে তরঙ্গ বয়ে দিলো। ❤❤❤❤

  • @nazninakternazia3165
    @nazninakternazia3165 Před 4 lety +6

    কবিতা শুনতে শুনতে কখন যে চোখের জল ঝরতে শুরু করেছে বুঝতেই পারিনি।
    হৃদয় ছুয়ে গিয়েছে আপু।

  • @Shilpi_906
    @Shilpi_906 Před 4 lety +3

    অজান্তেই চোখের কোনটা ভিজে গেল, বাক্যহারা হয়ে গেলাম, সত্যিই সময় মানুষকে একেঅপরের থেকে কতো দূরে সরিয়ে দেয়, তবে এই পৃথিবীটা গোল, তাই না চাই তেও অতীত কে সে সামনে তুলে ধরে।।।

  • @mirabiswas2300
    @mirabiswas2300 Před 3 lety +2

    চোখের কোন বেয়ে মনের অজান্তেই জল চলে আসল😭😭

  • @sumondas293
    @sumondas293 Před 3 lety +2

    বুকের ভিতরটা কেঁপে উঠলো, দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চোখ দুটো বন্ধ করতেই বাইশটা বছর পরের সেই মূহুর্তটা চোখের সামনে ভেসে উঠলো,,,,

  • @tamaldas3765
    @tamaldas3765 Před 4 lety +34

    দারুন, দারুন ।
    আপনার গলা অনেকের হৃদয় কে কাঁপিয়ে দেবে দিদি ।
    অসাধারণ হয়েছে ।

  • @sayantanibanerjee8447
    @sayantanibanerjee8447 Před 4 lety +7

    অসাধারণ, যদিও এই শব্দটি যথেষ্ট নয় এটা শোনার পরের অনুভূতি বোঝানোর জন্য।
    সবার জীবনেরই কোনো না কোনো বাঁকে কোনো "অনি" থেকে যায় আর সাথে সম্পর্কের এমন কিছু অনুভূতি যা মনের গভীরে স্মৃতির পাতায় খোদাই হয়ে থাকে আমৃত্যু।

    • @nandinibhar8152
      @nandinibhar8152  Před 4 lety +1

      খুব সুন্দর করে বললেন ম্যাডাম। ভালো থাকবেন

  • @md.reduanislam6481
    @md.reduanislam6481 Před rokem

    কবিতাটি মনের সর্বোচ্চ কোঠায় তীব্র আঘাত হেনেছে।অসাধারণ

  • @user-it9dn3pb7s
    @user-it9dn3pb7s Před 2 lety +5

    হৃদয় ছুঁয়ে গেলো আমার - শুভ কামনা জানাচ্ছি কবি এবং আবৃত্তিকার দু'জনকে...

  • @aminurroshid9542
    @aminurroshid9542 Před 4 lety +11

    দিদি,, আমি বাংলাদেশ থেকে বলছি
    আপনার আবৃত্তি আমাকে কেমন জানি স্তম্বিত করে দিল,,,,
    খুব ভালো হয়েছে দিদি

  • @iffatjahan3347
    @iffatjahan3347 Před rokem +5

    এমন কেউ নেই,হয়ে ওঠেনি এখনো।
    তবে কবিতা খুব পছন্দ বরাবরের মতোই এই কবিতা টাও বুকের বা'পাশে গিয়ে বিঁধল।
    ১৭ বছর বয়সী আমি😊

    • @nazimahmed3299
      @nazimahmed3299 Před 5 měsíci +1

      এই কবিতার মতো না হওয়াই ভালো।
      সুন্দর হোক সমস্ত কিছু

    • @nandinibhar8152
      @nandinibhar8152  Před 5 měsíci

      Ekdom... Sob tuku sundor hok

  • @Mintu-629
    @Mintu-629 Před 5 měsíci +2

    হঠাৎ চোখে জল এলো.......😥
    অসাধারণ আব্বৃতি ❤ ও লেখাটাও Just অসাধারণ ❤

    • @nandinibhar8152
      @nandinibhar8152  Před 5 měsíci +1

      অসংখ্য ধন্যবাদ। 🙏

  • @deepagain1112
    @deepagain1112 Před 3 lety +1

    নিজেকে অনুভব করতে পারছিলাম ওই জায়গায়, চোখে জল এনে দিলো কথা গুলো❤️

  • @ayeshaafrin9456
    @ayeshaafrin9456 Před 4 lety +6

    কথা এবং সুর অসাধারন!
    মনের অবচেতনে কোথায় যেন স্পর্স করে যায়! ছুয়ে যায় হৃদয়!

  • @tarekchowdhury8669
    @tarekchowdhury8669 Před 4 lety +5

    লেখা এবং আবৃত্তি , এতটাই সুন্দর যে, কিছুক্ষনের জন্য কোথায় যেন হারিয়ে গেছিলাম।

  • @uttombormon7562
    @uttombormon7562 Před rokem

    কখন জানি চোখটা ঝাপসা হয়ে গেল,তা মনের অজান্তেই।আজ বড্ড বেশি মনে পড়েছিল, সেই অচেনা মানুষের কথা। অনেক অনেক ধন্যবাদ।

  • @rabeyajenny4642
    @rabeyajenny4642 Před 3 lety

    কি অদ্ভুত কিছু কিছু সময় কিছু কবিতা,কিছু গল্প,কিছু কাহিনি জীবনের সাথে মিলে যায়।

  • @sangitasadhukhan7641
    @sangitasadhukhan7641 Před 4 lety +6

    সময়টা ফুঁটে উঠলো যেন চোখের সামনে... অসাধারণ!! ❤

  • @maniksarkar412
    @maniksarkar412 Před 4 lety +6

    অনবদ্য সুন্দর ভাবের ছন্দ।
    এত টুকু সময়ে খুলে গেল যা ছিল বন্ধ।।

  • @anweshatiwari9342
    @anweshatiwari9342 Před 3 lety +3

    বুকের ভেতর টা কেমন জানি চিন চিন করে উঠল তোমার এই কন্ঠস্বর শুনে, অনবদ্য ।।

  • @skmojammelhossain2509
    @skmojammelhossain2509 Před 3 lety +1

    বাকরুদ্ধ,,,,,,কোনো ভাষা নেই । এক মুহূর্তের জন্য হারিয়ে গেলাম ফেলে আসা সেই পুরোনো দিনে । যদি একবার,,,,,,

  • @animeshnandy7378
    @animeshnandy7378 Před 4 lety +17

    আমিও এক কালে একজনের অনি ছিলাম । কিছুটা এমন ভাবেই আমরা একে অপরের থকে দূরে সরে যাই।এটা শোনার পর পুরোনো স্মৃতি টা কিছু ক্ষণের জন্য সব থামিয়া দিয়েছিল। জানি এখন র পুরোনো দিন গুলোতে ফিরে যাবার সুযোগ নেই কিন্তু তাও .........যদি আরো একবার সুযোগ পেতাম.......

    • @ManimalaRudra
      @ManimalaRudra Před 4 lety

      তাইতো, কিন্তু তা আর হয় না বন্ধু ।
      আমার লিঙ্ক টা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ ।
      *czcams.com/video/ehJEKGCAgXU/video.html*

    • @MOUMITADAS-dj7eh
      @MOUMITADAS-dj7eh Před 4 lety

      Please Jodi r ekbar chesta Kore dekhte,may be oke fire Pete....

  • @mousumipariksha6948
    @mousumipariksha6948 Před 4 lety +10

    কখন চোখ দুটো কান্নায় ভিজে গেল বুঝতেই পারলাম না...😭😭
    অসাধারণ পরিবেশনা..

    • @masudmasud8917
      @masudmasud8917 Před 4 lety +1

      পরিবেশ মানুষকে অনেক দূরে ঠেলে দেয়। জীবনকে করে তুলে এক দূঃভিসহ এক যনএনার আবেশ্্

    • @ManimalaRudra
      @ManimalaRudra Před 4 lety

      আমার লিঙ্ক টা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ ।
      *czcams.com/video/ehJEKGCAgXU/video.html*

    • @masudmasud8917
      @masudmasud8917 Před 4 lety +1

      ভালো লাগলো কবিতাটি। জীবন বসন্তোকে শীতের হীমেল হাওয়া আর কুয়াশার আধারেই ঢেকে রয়েছে যে!হারিয়ে গেছে জীবন থেকে চবিবশটি বসন্তো। ঝরে গেছে অনেক অজানা অশ্রুর অফোটা কলি।তাই হতাশায় এখন জীবন চলার পথের সঙী্্্্

    • @user-ks2ft1pz1y
      @user-ks2ft1pz1y Před 4 lety +1

      তুই কি আমার দুঃখ হবি?
      একবার আমার কবিতাটি শুনবেন।
      আশা করি আপনাদের ভাল লাগবে
      czcams.com/video/o-NqApXL5EI/video.html

  • @somabiswas1275
    @somabiswas1275 Před 2 lety +1

    অঝোরে কাঁদলাম। সত্যি মনে হলো চোখের সামনে আমার ভবিষ্যতের একটা প্রতিচ্ছবি ভেসে উঠলো। 😊

  • @easycookstips8569
    @easycookstips8569 Před 2 lety

    হৃদয় স্তব্ধ হয়ে রইল, হৃদয়ে এ কোন করুন বীণা বাজালে....
    তারপর ও বলি অসাধারণ আবৃত্তি ছিল।

  • @abdurrashid5867
    @abdurrashid5867 Před 4 lety +9

    কঠিন বাস্তবতা...
    এই কঠিন চোঁখে কখনো পানি আসে না আমার
    তবুও আজ অনুভব করলাম চোঁখের কোনো বিন্দু বিন্দু জ্বল কনা গড়িয়েছে😥

  • @talukderrajoshree7806
    @talukderrajoshree7806 Před rokem +4

    আমার অনির পুরনো ঠিকানার মৃন্ময়ী আমি। বসন্তের মতো সেও এসেছিল আমার জীবনে! জীবনের শেষটায় একসাথে নিশ্বাস ত্যাগের ব্রতে অনি শত মান-অভিমান,,রাগারাগি স্বত্বে ও কখনো ছেড়ে যায়নি আমায়🌺 শেষজীবনটায় রাস্তায় হঠাৎ এমন করুণ দেখা আমাদের হবে না ভাবলে বুকের ভেতর একটা অদ্ভুত আনন্দ হয়🖤

    • @prantodash1741
      @prantodash1741 Před rokem +2

      তুমি তো কবিতা, আর আমি তোমার কবিতার চরিত্র প্রিয়❤️ শেষ মূহুর্তে তুমি আমি পাশাপাশি বসে এই কমেন্ট টা খুঁজে বের করব🌸

    • @nandinibhar8152
      @nandinibhar8152  Před rokem +1

      নিদারুণ প্রেম.. তবু অভিমান..তবু বিচ্ছেদ..

  • @souravbiswas2027
    @souravbiswas2027 Před 3 lety +1

    আমার কন্ঠ থামকে গেলো শুনে আর এমনি এমনি চোখে জল এসে গেলো। ।। কত সুন্দর ভেবে বলা সব যেনো চোখের সামনে ভেসে উঠল। ।। খুবই সুন্দর আবৃত্তি টা। ।। মন ছুঁয়ে গেলো। ।। 😪😪😪😪😑😑😑😑😑

  • @Saju_Rahaman_Emanur
    @Saju_Rahaman_Emanur Před 3 lety

    5 bar already sona hoye gelo
    Monehocce aro sunii
    Purono hotei chacce na...
    জটিল ছিল শুধু অনুভূতি টা মুছে ফেলা ❤️

  • @PoetryWithSourav
    @PoetryWithSourav Před 4 lety +5

    লেখাটাও যেমন অসাধারণ, তেমন ভাবেই আপনি লেখাটিকে জীবন্ত করে তুলেছেন আপনার কন্ঠে 🙏
    আমিতো আপনার কন্ঠের প্রেমে পরে গেলাম❤

  • @GhoshBabuAnimesH
    @GhoshBabuAnimesH Před 4 lety +4

    অসাধারণ, না চাইতেও চোখের কোণ টা বিন্দু বিন্দু জলকনায় ভিজে গেল 😊

  • @priyasankarghoshhajra7508

    আবেগ ও অনুভবের গভীরতম অনুরনন শব্দ গুলোর প্রকৃত অর্থকে মূর্ত করে আমাদের ধন্য করেছে।

  • @sk.habiburrahman3297
    @sk.habiburrahman3297 Před 2 lety

    কি অসাধারন!! কত কিছু মনে পড়ে যায়। আহ !! পুরাতন সোনা মাখা স্মৃতি!!

  • @ashrafmasum6917
    @ashrafmasum6917 Před 3 lety +4

    দারুণ আবৃত্তি আর যিনি লিখেছেন তাকে অসংখ্য শ্রদ্ধা ও ধন্যবাদ।

  • @sudipmaji3599
    @sudipmaji3599 Před 4 lety +9

    সত্যিই আপনার ভীষণ সংবেদনশীল কন্ঠ শোনার পরে বুকের ভেতরে হু হু করে ওঠে ❤❤

  • @munemasetustudent549
    @munemasetustudent549 Před 3 lety +1

    কবিতা টা যতবার পড়ি আর যতবার শুনি, চোখ দুটো ছলছল হয়ে যায়। অসাধারণ একটি কবিতা। 💔💔

  • @23dutta
    @23dutta Před rokem

    প্রচন্ড কাঁদলাম, ধন্যবাদ

  • @dipankarsaha6121
    @dipankarsaha6121 Před 3 lety +3

    ভাষা নেই আমার। 💗💗💗
    কুর্নিশ জানালাম। ❤❤❤

  • @papiaislam776
    @papiaislam776 Před 3 lety +3

    অসাধারণ এক লেখার মধ্যে মুগ্ধ হয়ে গেলাম,,,ভালো লাগলো!

  • @artistanujdas8617
    @artistanujdas8617 Před 3 lety +1

    মন ছুয়ে গেছে দিদি।ভালবাসা আসলেই একটা কঠিন অনুভূতি 💕

  • @Bikram_Pal
    @Bikram_Pal Před rokem

    হটাৎ করে আবারও সেই পুরোনো স্মৃতিতে ফিরে গেছিলাম..🖤
    অসাধারণ

  • @showmitrabiswas9699
    @showmitrabiswas9699 Před 3 lety +3

    খুবই সুন্দর আবৃত্তি করেছেন, এক কথায়, অসাধারণ। চমৎকার কণ্ঠের মাধুর্য আপনার।

  • @motiurrahaman7900
    @motiurrahaman7900 Před 4 lety +4

    Speach less it's true or Divine love
    💙Which is boarder less, eternal and infinity...Dil ko chu geya...
    Love you too all for making and presenting this video..
    Love you

  • @sanskarishrea5388
    @sanskarishrea5388 Před 4 lety

    অসাধারণ... সত্যি....কোনো কথা নেই... ডুবে গেলাম...❤️❤️❤️❤️❤️❤️

  • @swastikaghosh161
    @swastikaghosh161 Před 22 dny

    আহা অসাধারণ । প্রতিটা অনুভূতিই আমার খুব কাছের মনে হলো ।।

  • @sampasampan4519
    @sampasampan4519 Před 4 lety +126

    কারো যেন অতীত না থাকে। সে যত বিচ্ছিরি অতীত হোক না কেন

    • @sampadebnath5333
      @sampadebnath5333 Před 4 lety +1

      একদম ঠিক ...

    • @user-cg1up8eu1b
      @user-cg1up8eu1b Před 4 lety +1

      czcams.com/video/TPsKSvTO4t8/video.html আমার আবৃত্তি শোনার জন্য অনুরোধ রইল;ভালো লাগলে কমেন্ট এ জানাবেন 😊

    • @rubaiyasrecitation8272
      @rubaiyasrecitation8272 Před 4 lety +1

      সহমত পোষণ করছি।

    • @aleyahassan6817
      @aleyahassan6817 Před 3 lety +2

      অতীত ছারা বর্তমান বা ভবিষ্যৎ এর কোন অর্থ থাকে না। অতীত থাকবেই।।

    • @soniajebin3342
      @soniajebin3342 Před 3 lety

      কস্টের অতীত না থাকুক

  • @user-dh4lj3cz5f
    @user-dh4lj3cz5f Před 3 lety +3

    দিনে অন্তত দশ বার এর বেশি শুনতে হয় না হলে ভালো লাগেনা,❤️

  • @azadulkarim6979
    @azadulkarim6979 Před rokem

    শুধু একটা বার প্রিয় নামে ডাকবে কিগো, দিবে কিগো একটুকু ছুঁয়ে। চমৎকার পরিবেশনায় মুগ্ধ।

  • @ankitapal7623
    @ankitapal7623 Před 2 lety

    অনুভুতি গুলো এত সুন্দর । যে চোখের জল ধরে রাখতে পারলাম না🙂

  • @LilyLaksh
    @LilyLaksh Před 3 lety +3

    কেমন জানি থমকে গেলাম কিছুক্ষণ এর জন্যে!!!সত্যিই চোখের কোনে জল চলে এলো❤️ভালো থাকুক তারা!🙂❤️

  • @rajshuhan7020
    @rajshuhan7020 Před 3 lety +4

    Just Speechless!!!

  • @lolitadas6161
    @lolitadas6161 Před 2 lety

    Heart touching..koto kotha amar jiboner sathe mile gelo

  • @fakirchandhalder5884
    @fakirchandhalder5884 Před 7 měsíci

    খুব ভালো লাগলো কিন্তু মনের মধ্যে একটা পূরানো স্মৃতি জেগে উঠেছে ।
    ধন্যবাদ।

  • @mdalamgirhossain901
    @mdalamgirhossain901 Před 3 lety +3

    ভালোবাসাটা হলো কুড়ানো মানিক।কেউ পাবে আর কেউ দেখবে এটাই কি স্বাভাবিক নয়।যারা দেখে তারা মহান আর যারা পায় তারা ভাগ্যবান।ভালো আছে শুনতেই তো ভালো লাগে।সে খারাপ থাকলে হয়তো আমার ও ভালো নাও লাগতে পারে।তাই আমার স্বার্থের জন্য বলছি কেউ ভালো থাক।

    • @nandinibhar8152
      @nandinibhar8152  Před 3 lety

      খুব সুন্দর করে বললেন। 🙏

  • @SalmaAkter-zf5jw
    @SalmaAkter-zf5jw Před 3 lety +31

    "বিকেলে ঘুম ভাঙলে অস্থির লাগে।কেন লাগে কে জানে!তখন খুব একজন প্রিয়জনের সাথে কথা বলতে ইচ্ছে হয়।"
    -

  • @niloyroy3711
    @niloyroy3711 Před 3 lety

    যত বার শুনি ততই ভালে লাগে। নিজেকে হারিয়ে ফেলি মাঝে মাঝে

  • @malihamehnaj8615
    @malihamehnaj8615 Před 3 lety +1

    অসাধারণ! সত্যিই অসাধারণ! চোখের পানি ধরে রাখা সম্ভব নয়😊

  • @deepakchhetry5702
    @deepakchhetry5702 Před 3 lety +3

    So painful revelation ! The pain of separation, sometime that comes to be uttered.Wound heals but the mark remains.

  • @abutaher7695
    @abutaher7695 Před 3 lety +5

    অনিমেষ নামে কত মানুষ আজও বেঁচে থাকতে হই বুকে চাপা কষ্ট নিয়ে ।😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ArmanKhan-xv7hj
    @ArmanKhan-xv7hj Před rokem

    অনেকবারই শুনেছি আবৃত্তিটা।
    বার বার শুনি, তারপরও কেনো জানি শোনার তৃষ্ণা মেটে না।
    ভালো থাকুক সকল ভালোবাসা ❤️
    (চারু)

  • @srilekhasamanta1259
    @srilekhasamanta1259 Před 3 lety +1

    অসাধারন।
    চোখে জল চলে এলো আপনার এই জীবন্ত আবৃত্তি শুনে।

  • @munnathesailor6887
    @munnathesailor6887 Před 4 lety +3

    মুগ্ধ হয়ে শুনলাম পুরোটা 😍
    ভালবাসা 💜

  • @rumansabrinatumpa320
    @rumansabrinatumpa320 Před 2 lety +3

    প্রিয় অনিমেষ,
    কেমন আছো? ভাবছো, এতোগুলো বছর পর আমি কোথা থেকে! সেদিন তোমায় দেখলাম অনেকটা দূর থেকে, রাস্তা পার হবার সময়। গায়ে একটা হলুদ পাঞ্জাবী, হাতে বাজারের ব্যাগ। চোখে মোটা ফ্রেমের চশমা দেখলাম একটা! বেশ সংসারি লাগছিল তোমায়!
    তবু চিনতে এতোটুকু সময় লাগল না! শুধু বয়সের ছাপে একটু মুড়িয়ে গেছো। কিন্তু গালে সেই খোঁচা খোঁচা দাড়ি, ঠোটের পাশে ছোট কালো তিল, সেই নেশা লাগানো ঘোলাটে চোখ, সবটা এক আছে! কেবল চুলে পাক ধরেছে খানিকটা!
    অনি, তোমার মনে পড়ে? তুমি যখন বলতে - চুল দাড়ি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে, আমি কি রেগে যেতাম সেটা শুনে?
    আমি শুধু ভাবি, জীবনের এই ২২টা বছর কিভাবে চলে গেল আমাদের দুজনের থেকে!
    সবতো ঠিক-ই ছিলো, হঠাত...
    শেষ যেদিন তোমায় দেখলাম, সেদিন এক বর্ষার সন্ধ্যা! রাস্তাটা মরিচবাতি দিয়ে সাজানো ছিল! দুজনে মুখোমুখি দাড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিলাম, ''আর একসাথে নয়!''
    কতোটা সহজে সেদিন এতোটা কঠিন হয়ে সারাজীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আমরা?
    অনিমেষ, সেই সন্ধ্যায় দুজন দুপাশে হেটে যাওয়ার সময় আমি খুব করে চাইছিলাম, তুমি আমায় একটাবার আটকাও! কিছুটা যাওয়ার পর যখন পিছু ফিরে দেখলাম- তখন নিয়ন বাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছো! ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছ দূরে কেমন জানি ধূসর হয়ে!
    আকাশ ভেংগে খুব জোরে বৃষ্টি পড়েছিল সে রাতে! আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম! এভাবে রোজ আকাশ কালো করে রাত নামতো, আর আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটারাত! তারপর একদিন বুঝে নিলাম,বিধাতা আমাদের সংসারটা একসাথে লেখেননি....
    অনি, আমি হাজারবার টের পেয়েছি- "দূরত্ব বাড়ানো সহজ! বিচ্ছেদ সহজ!" জটিল ছিল শুধু তোমার শূণ্যতাটা একেবারে মুছে ফেলা!
    অনিমেষ,খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পরে হাঁটলে এক ধরনের অনুভূতি হয়! সেদিন রাস্তা পার হবার সময় যখন তোমার মুখটা দেখলাম,মুহূর্তেই আমার সমস্ত অতীত চোখের সামনে ওলটপালট হয়ে গেল! সেদিন তোমায় একটু ছুঁয়ে দেখা হয়নি! ২২টা বছর আমাদের এতোটা দূরে সরিয়ে দিল কি করে অনিমেষ??
    মাঝে মাঝে ভীষণ ইচ্ছে হয়, পুরাতনে ফিরে যাই! আবার গোধূলীর সময় শহরের শেষ মাথায় বসে জ্যোৎস্নার আলো মাখি!
    তোমার মোটা ফ্রেমের চশমার নিচে যত্ন করে লুকিয়ে রাখা চোখের দিকে তাকিয়ে আমি আবার নেশাগ্রস্থ হই!
    আচ্ছা অনি, তোমার সেই বইয়ের নেশাটা এখনো আছে? তুমি ভালোবাসতে "বুদ্ধদেব গুহ" আর আমি "সমরেশ মজুমদার"!?
    সেই আঠারো কি কুড়ি বছর বয়স তখন আমার! তারপরেই একদিন বসন্তের মতো জীবনে তুমি এলে!
    আমার এখন বয়স বেড়েছে অনি! মুখে কুচকোনো চামড়া,চোখের নিচে কালো দাগ, তলপেটের মেদ, মাথায় কমে যাওয়া চুল,শরীরে রোগের বাসা প্রতিমুহূর্তে মনে করিয়ে দেয়- আমি কতোটা মুড়িয়ে গেছি বয়সের তুলনায়! সবাই আমায় সান্ত্বনা দেয়, কিন্তু আমার মন বলে- আমি আর বেশিদিন নেই! অনিমেষ, মৃত্যুর দরজাটা খুব কাছ থেকে দেখছি জানো? এখন একএকটা দিন আমার কাছে কেবল স্রষ্টার উপহার!
    বিধাতার খেলা দেখো অনিমেষ, চলে যাওয়ার আগেই বোধহয় তোমায় দেখিয়ে দিলেন তিনি!
    অনি, আমরা এখনো এক শহরেই আছি অথচ তাও কতোটা ভীষন দূরে তাইনা? কতোটা পথ হেঁটে গেলে তোমায় ছুঁতে পাবো, তাও জানা নেই!
    অনি,তুমি ভালো থেকো! যদি কোনদিন পারো, এসে একবার ছুঁয়ে দিও! হোক সেই মুহূর্তে আমার শরীরটাই আর প্রাণ নেই...! 🙂
    কতোগুলো বছর তোমার মুখে "মৃন্ময়ী" ডাকটা শুনিনা অনিমেষ! সখ করে দিয়েছিলে তুমি আমায় নামটা !
    অনি...আবার একটাবার ডাকবে আমায় সেই নাম ধরে? চোখ বুজার আগে কেবল একটাবার.....???
    এই ব্যস্ত শহরে কোন এক ফিকে সন্ধ্যায়, তোমার সেই পুরোনো ঠিকানায় ফিরে আবার একটাবার... ??
    -ইতি তোমার 'মৃন্ময়ী'!

  • @joyatoya3777
    @joyatoya3777 Před 2 lety

    I have no words.. just speechless 💖💖💖💖💖💖💖

  • @afrojaroz1009
    @afrojaroz1009 Před 3 lety +1

    #"সেই নেশা লাগানো ঘোলাটে চোখ,
    সবটা এক আছে"
    #"আমি আবার নেশাগ্রস্ত হই !"
    wow .just 💓