Video není dostupné.
Omlouváme se.

মদিনা বিশ্ববিদ্যালয় হতে বলছি / student of Islamic University, By Md Muhiuddin

Sdílet
Vložit
  • čas přidán 31. 01. 2020
  • FollOW Me:
    Instagram:
    / ananno.tanzil
    Facebook
    / ananno.tanjilpolok
    Facebook Group: / 2319426594969002
    Facebook Page: / scholarship-bangla-337...
    Contact: tanzilahmad.ec@gmail.com
    Md Muhiuddin ভাইয়ের প্রতি ভালবাসা ও দোয়া রইলো আমার পক্ষ হতে। সুন্দর একটি ভিডও তৈরি করার জন্য।ইনশাল্লাহ তিনি আরো ভিডিও তৈরি করবেন আপনাদের জন্য।
    সবার ভাইয়ের জন্য দোয়া করবেন।
    👉ইসলামী বিশ্ববিদ্যালয়,মদীনা,সৌদি আরব এ আবেদন করার পদ্ধতি ও করণীয়ঃ
    Islamic University of Madina al-Munawrah
    'যে বিশ্ববিদ্যালয় থেকে 🌅সূর্য🌅 অস্তমিত হয় না'
    🇧🇩 বাংলাদেশী ছাত্রদের জন্য সৌদি আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার স্বর্গভূমি।২০১৬/১৭ সেশন থেকে ৪০-৫০ ছাত্রকে প্রতি বছর ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে।
    এছাড়াও উল্লেখ করার মত বিষয় সৌদি আরব তার শিক্ষানীতির পরিবর্তন করার ফলে প্রতিটি বিশ্ববিদ্যালয়েই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্র নিচ্ছে এবং বাংলাদেশ থেকেও অনার্স,মাস্টার্স,পিএইচডি ছাত্র নিচ্ছে,আলহামদুলিল্লাহ কিছু কমবেশি করে সকল বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে একই নিয়ম/পদ্ধতি প্রযোজ্য হয়।
    👉মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় আবেদন করার জন্য প্রয়োজন-
    ✓ এইচএসসি/আলিম/সানুবীয়া/কুল্লিয়া(সমমান) পাশের সার্টিফিকেট ও মার্কশীট;
    ✓ এসএসসি/দাখিল পাশের সার্টিফিকেট ও মার্কশীট;
    ✓ হাফেজ হলে, হিফজ সার্টিফিকেট;
    ✓বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ;
    ✓ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/কমিশনার এর সার্টিফিকেট;
    ✓ পাসপোর্ট;
    ✓ তাজকিয়া বা সুপারিশ পত্র(মাদানী,অধ্যাপক,শিক্ষক, নির্ভরযোগ্য আলেম,ইসলামি বিভিন্ন সংস্থা প্রধান/সেক্রেটারি থেকে নিতে হবে।);
    ✓মেডিকেল ফিটনেস সার্টিফিকেট;
    ✓ নিজস্ব ই-মেইল ঠিকানা।
    👉নতুন মুসলিম হলে মুসলিম হওয়ার সার্টিফিকেট
    ***আবেদনের জন্য উল্লেখিত সকল কাগজের (পাসপোর্ট ব্যতীত) আরবীতে অনুবাদ নোটারীসহ ও মূল কাগজ স্ক্যান করে পাঠাতে হবে।ঢাকার দৈনিক বাংলা মোড়সহ বিভিন্ন স্থানে অনুবাদ সেন্টার রয়েছে,সেসব অনুবাদ সেন্টার থেকে কাগজগুলোর অনুবাদ করে নিতে হবে। এক্ষেত্রে তারা কাগজ প্রতি ৮০-১৫০ টাকা নিয়ে থাকে।
    ****সকল ক্ষেত্রে আপনার সার্টিফিকেট রেজাল্ট গোল্ডেন/এ+/এ গ্রেড থাকতে হবে।
    👉আবেদন করবেন যেভাবে: দৈনিক বাংলা,পল্টন,কাকরাইল,ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আবেদন সেন্টার রয়েছে।তবে অভিজ্ঞ/পরিচিত কাউকে দিয়েই আবেদন করানো উচিত।
    আর যদি প্রযুক্তি বিষয় আপনার জানাশোনা থাকে সেক্ষেত্রে নিজেই একাজ আপনার কম্পিউটার/ল্যাপটপ/মোবাইল থেকে করতে পারেন।তবে এক্ষেত্রে মনে রাখতে হবে স্ক্যান ফাইল যেন ২০০ কেবির বেশি না হয়।সকল ক্ষেত্রে আপনার নিজের ই-মেইল ঠিকানা থেকেই আবেদন করতে হবে।আবেদনের লিংক - admission.iu.edu.sa
    এই সাইট থেকে আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যও জানা যাবে।
    👉মদীনা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টসমূহ ★★
    (ক) শরী'আহ-ফিক্বহ (সংযুক্ত ইসলামিক বিচার ব্যবস্থা)
    (খ) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
    (গ) আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
    (ঘ) দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ
    (ঙ) কুল্লিয়াতুল লুগাহ -ভাষা শিক্ষা
    ★এসব বিষয় পড়ার জন্য আরবী ভাষা প্রয়োজন। তাই ভাষা শিক্ষার জন্য ২ বছরের কোর্স রয়েছে।
    (চ) ইঞ্জিনিয়ারিং (সাইন্স)
    (ছ) কম্পিউটার সাইন্স এন্ড ইনফরমেশন
    (জ) কুল্লিয়াতুল ঊলূম-বিজ্ঞান (ফিজিক্স,কেমিস্ট্রি,ম্যাথ)
    ★এসব বিষয় ইংলিশ ভাষাতে পড়ানো হয় এবং কিছু বিষয়ে আরবীতে পড়তে হয়।এক্ষেত্রেও ভাষা শিক্ষা কোর্স রয়েছে।
    👉এছাড়াও আগামী শিক্ষা সেশন থেকে মেডিকেল বিষয় চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
    গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে,উপরে উল্লেখ করেছিলাম সানুবীয়া/কুল্লিয়া পাশ।এই সার্টিফিকেট হচ্ছে,
    আমার জানা মতে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় এর সাথে বাংলাদেশের ৮টি মাদরাসার বিশেষ চুক্তি রয়েছে,সেসকল মাদরাসার সার্টিফিকেট।আর এই চুক্তির ফলে উল্লেখিত মাদরাসা থেকে তারা উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী ছাত্রদের সুযোগ দিয়ে থাকে।মদীনা বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানের মু'আদালাহ বা বিশেষ চুক্তি রয়েছে-
    ১. মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া
    ৭৯/ক,উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
    ২. মাদরাসা দারুল হাদীস সালাফীয়্যাহ,পাঁচরুখী, নারায়ণগঞ্জ।
    ৩. মাদরাসাতুল হাদীস,নাজিরা বাজার, ঢাকা।
    ৪. মাদরাসা দারুস সুন্নাহ, মিরপুর, ঢাকা।
    ৫.মাদরাসা ইশাআতুল ইসলাম, রাণীবাজার, রাজশাহী।
    ৬. মাদরাসা দারুল হুদা সালাফিয়্যা,আলাদীপুর, সাপাহার, নওগাঁ।
    ৭. মাদরাসাতুল হাদীস,বাশবাজার,পাবনা।
    ৮. মাদরাসা সিরাজুল হুদা, চরবাগডাঙ্গা, চাপাইনবাবগঞ্জ।
    (আমি ২নং মাদরাসার ছাত্র)
    একটি কথা বলতে হয়,আবেদন করলেই সুযোগ হবে এমন নিশ্চয়তা নেই,রিযক থাকতে হবে।তবে আবেদন করে অন্তত সুযোগ সৃষ্টি করতে হবে আপনাকেই।
    👉কেন পড়তে আসবেন এখানে?
    ✓বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ে মদীনা বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন করা হয়।এখানে অনার্স/মাস্টার্স করে ব্রিটেন/ইউরোপ/আমেরিকা/অষ্ট্রেলিয়া ইত্যাদি দেশে মাস্টার্স/পিএইচডি করতে পারবেন।✓আল্লাহর রসূল সাঃ মদীনাকে ঈলম বা জ্ঞানের শহর বলেছেন।✓পড়াশোনার যাবতীয় মৌলিক প্রয়োজনগুলো বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ পূরণ করে তাই নিরবচ্ছিন্ন জ্ঞান অর্জনে এখানে আসবেন। ✓বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ শিক্ষক পাবেন।✓ বিশ্বের প্রায় ২০০ দেশের ছাত্ররা এখানে পড়াশোনা করে অর্থাৎ আপনি এখানে সকল দেশের সংস্কৃতির সাথে মিশতে পারবেন অর্থাৎ বিশ্ব নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন।✓এছাড়াও অনেক কথা বলা যায়।বাকীগুলো আপনিই খুজে নিন।✓মুসলিম হিসেবে ইবাদাতের শহর ও উমরাহ,হজ্জ্ব করার সেই সুবর্ণ সুযোগতো রয়েছেই।

Komentáře • 396

  • @x64cx99
    @x64cx99 Před 3 lety +29

    আল্লাহ তুমি এই ভাইকে রাসুলের তরিকায় অনুযায়ী বড় একজন আলেম বানিয়ে দাও

  • @bahauddin2956
    @bahauddin2956 Před 4 lety +16

    আপনার প্রচেষ্টা আল্লাহ কবুল করুন। ভিডিও গুলো ছাত্র-ছাত্রীদের খুবই উপকারী।

  • @saifmansur618
    @saifmansur618 Před 4 lety +28

    অসংখ্য ধন্যবাদ ভাই মদীনা বিশ্ববিদ্যালয় এর ক্যাম্পাস এর ভেতর থেকে এমন একটি ভিডিও উপহার দেওয়ার জন্য।আল্লাহ তাআ'লা আমাদের কে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দান করুন।আমিন।

  • @Atikuzzaman.
    @Atikuzzaman. Před 2 měsíci +1

    ইনশাআল্লাহ, এই বিশ্ববিদ্যালয়ে আমার ২ টা ছেলেকে আল্লাহ যদি চান পড়াশোনা করাবো।

  • @user-df6wt5el8v
    @user-df6wt5el8v Před 2 měsíci

    আমার স্বপ্ন আমার ছেলেকে এই মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ।
    আপনারা দোয়া করবেন সবাই। ❤

  • @ruhanihira6588
    @ruhanihira6588 Před 2 lety +3

    মাশাআল্লাহ। অনেক সুন্দর ভিডিও। অনেক দুয়া থাকবে ইনশাআল্লাহ।

  • @smselimreza8965
    @smselimreza8965 Před rokem

    আসসালামুয়ালাইকুম মহান আল্লাহ তায়ালা আপনাকে উত্তম বরকত দান করুক। উত্তম জাজা দান করুক আমাদের সাথে মূল্যবান তথ্যগুলো শেয়ার করার জন্য। আরো বেশি বেশি তথ্য মদিনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ রইলো।

  • @saislamicmedia9549
    @saislamicmedia9549 Před 4 lety +1

    ধন্যবাদ ভাই জনানোর জন্য।।।

  • @mdmamun-lf4jj
    @mdmamun-lf4jj Před 7 měsíci

    আমিন,আল্লাহ্ দীণের জন্য কবুল করুক আপনাকে,এবং আমাদের দেশে কোরআনের শাসন ব্যবস্থা জন্য নিজেকে গড়ে তুলুন,

  • @aktv7622
    @aktv7622 Před 2 lety +2

    আল্লাহ তাআলা কবুল করুক
    আল্লাহুম্মা আমীন 😘

  • @samsulislam9571
    @samsulislam9571 Před 2 lety

    جزاك الله خيرا

  • @mdgolamazam1363
    @mdgolamazam1363 Před 4 lety +2

    অসাধারণ ভিডিও এরকম ভিডিও আরো চাই

  • @mohammadalam1553
    @mohammadalam1553 Před 3 lety +1

    অাপনার সাফলতা কামনা করি।

  • @tabligofislam
    @tabligofislam Před 4 lety +11

    মাশা আল্লাহ! আল্লাহ আমাদেরকেও কবুল করেন! আমিন।

  • @niloyahmed508
    @niloyahmed508 Před 3 lety

    মাশা অাল্লাহ

  • @samsulislam9571
    @samsulislam9571 Před 2 lety +2

    تقبل الله لي ولمن يتمنى الالتحاق هذه الجامعة

  • @saifmohammad8353
    @saifmohammad8353 Před 3 lety

    আসসালামুয়ালাইকুম কেমন আছেন ভাই।
    ভিডিওটি দেখে খুব ভালো লাগলো।
    আল্লাহ তায়ালা আপনার খেদমত কবুল করেন।
    ভাই জান আপনার সাথে যোগাযোগের কোন লিংক দিলে অনেক উপকার হতো।

  • @tabligofislam
    @tabligofislam Před 4 lety +1

    এরকম আরো ভিডিও চাই ভাই!

  • @nazmulnazmul9508
    @nazmulnazmul9508 Před 4 lety +13

    ভাই আমি বাংলাদেশ থেকে বলছি দয়া করে আপনার নাম্বার টা দেওয়া যাবে কি আমার পরার খুব ইচ্ছা

  • @waliullahislamicvoice5972

    মাশাআল্লাহ ভাইয়া

  • @mostakchowdhury8099
    @mostakchowdhury8099 Před 4 lety +1

    মাশাআল্লাহ

  • @ummemohammad1426
    @ummemohammad1426 Před 5 měsíci

    মাশা আল্লাহ

  • @harunrashid5685
    @harunrashid5685 Před 4 lety +1

    Thanks

  • @rhifaatsorker3000
    @rhifaatsorker3000 Před 3 lety

    ঠিকই বলেছেন ভাই ।

  • @s.m.arifurrahman4953
    @s.m.arifurrahman4953 Před 3 lety +1

    Masallah

  • @mahmudkachua4461
    @mahmudkachua4461 Před 3 lety +15

    আসসালামু আলাইকুম, ভাই আপনার সাথে কি এজটু কথা বলতে পারি?অনুগ্রহ পূর্বক কি একটু সাড়া দিবেন? আপনার সাথে যোগাযোগ এর জন্য কোনো একটা লিংক দিলে খুশী হতাম।

    • @maashraf8068
      @maashraf8068 Před rokem +1

      আসসালামু আলাইকুম ভাই আমি সৌদি আরব থেকে বলছি আপনার নাম্বার টা একটু দিতেন

    • @scholarshipbangla
      @scholarshipbangla  Před rokem

      Md Muhiuddin

  • @islamicmedia3018
    @islamicmedia3018 Před 3 lety +2

    ভাই মদিনা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে হলে কি কি প্রশ্ন করে তা নিয়ে একটা ভিডিও দেও

  • @sadmansakib6877
    @sadmansakib6877 Před 3 lety +2

    Assalamu alaikom i have some questions and want to connect with brother in medina uni, can anyone help? Jajakallah khair.

  • @usmanienterprize.7885
    @usmanienterprize.7885 Před 3 lety +5

    ভাই, আমার খুব ইচ্ছা। একটু সহযোগিতা যদি করতেন।

  • @mefoisalkhan-oo7xt
    @mefoisalkhan-oo7xt Před 4 měsíci

    يا أيها الشيخ! إن لي رجاء عظيما أنني أدرس في المدينة المنورة ولهذا أرجو منكم ان تنصرني لأجيء إليك

  • @MdObaidullah-dh1vp
    @MdObaidullah-dh1vp Před 6 měsíci +1

    আমার জন্য খাস করে দোয়া করবেন ভাই জান প্লজ❤❤❤

  • @Raqibur.Rahman
    @Raqibur.Rahman Před 2 lety

    Oya alaikumussalaam oya rohmatollah

  • @saifulislam-qt3ih
    @saifulislam-qt3ih Před 4 lety +1

    vai ami jodi family visa te saudi jai tahole ki university te gia sorasori admition nite parbo??

  • @shimuali4504
    @shimuali4504 Před rokem

    Mashallah Mashallah Mashallah

  • @mdrifathossen8102
    @mdrifathossen8102 Před rokem

    Walikumus salam wa rohmatullahi wa barakatuh

  • @AliAhmad-hs9tr
    @AliAhmad-hs9tr Před 4 lety +3

    ভাই মাসিক খরচ কতো। আর দাখিল ও আলিমে মোট কতো পয়েন্ট লাগে আর কি কি জগ্যতার দরকার

  • @ahsanhabib2075
    @ahsanhabib2075 Před 3 lety +1

    আসসালামুয়ালাইকুম ভাই আপনার সঙ্গে কথা বলতে পারবো কি ভাবে ??

  • @Everything_for_Akhirat

    vai genaral line theke ki modina university te addmission neoya jay. plz janaben

  • @actiontime4203
    @actiontime4203 Před 3 lety +1

    অনেক ধন্যবাদ ভাই,
    একটা প্রশ্ন হলো ,, আমি কি নিজের ইচ্ছায় cse, বা science নিয়ে পড়তে পারবো ?
    এবং ,। নিজের যাবতীয় কোনো খরচ কি নিজের বহন করতে হবে ?যেমন রুম ভাড়া, জামা কাপড় ইত্যাদি ,

  • @tabligofislam
    @tabligofislam Před 4 lety

    গ্রেজুয়েশন+মাস্টারস+ পিএজডি কত বছর লাগবে। বা শুরুতে গিয়েই কীভাবে ভালো করে পড়লে সরাসরি গ্রেজুয়েশন করা যাবে লুগাত না পড়েই। ইত্যাদি নিয়ে

  • @AbdulKarim-dk6vn
    @AbdulKarim-dk6vn Před 4 lety

    application start date & end date kokhon bolte paren??

  • @albabchy4563
    @albabchy4563 Před 3 lety

    Madina university mayera ki por ta para

  • @Islamicsnewgojolemediasong

    🥰🥰🥰🥰দোয়া রইল। আমাদের জন্যেও দোয়া করবেন ভাইয়্যা

  • @mustakahmedmustakahmed9140

    এই বিশ্ববিদ্যালয়ের সম্পকে সকল তথ্য কোথায় থেকে পেতে পারি

  • @MadinaHDMedia581
    @MadinaHDMedia581 Před 3 lety

    ami aste cai ki ki korte hbe

  • @junaedallhabib
    @junaedallhabib Před 4 měsíci

    ভাই আবেদন কোন লিংক এর মাধ্যমে করব ,,একটু বললে ভালো হয় আর দাওরা হাদীসে কি রিজাল্ট লাগবে

  • @footballplayers2531
    @footballplayers2531 Před 2 lety

    Apni kun certificate siye apply korsen bai

  • @user-uh7ed9rk1l
    @user-uh7ed9rk1l Před 3 lety

    জাযাকাল্লাহ খায়ের , মদিনা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়ার বিভাগ আছে কিনা জানাবেন ?

  • @abusufian349
    @abusufian349 Před 3 lety

    আসসালামুআলাইকুম

  • @mdazizulhoqueshurov9972

    Vai apnar sathe akto poramorsho kortam...

  • @tcnwork2935
    @tcnwork2935 Před 3 lety +1

    আমি আরবি লাইনে পড়ি নাই। ইঞ্জিনিয়ারিং পড়েছি। আমি কি পারবো Phd করতে এখান থেকে?

  • @sharifahmod485
    @sharifahmod485 Před 3 lety

    ভাইয়া, আমি নিজ খরচে যাওয়ার সিস্টেম কি?নিজ খরচে যাওয়ার পর স্কলার শীপ নেয়া যায় কি?

  • @mohammadabdurrahim943
    @mohammadabdurrahim943 Před 3 lety

    Bhai Ami India thike bolsi ami ki hishpe jate pari olpo bolben

  • @hajratalialazhari
    @hajratalialazhari Před 2 lety

    Ami ei vaijan er sathe sora sori kotha bolte chai, kew ki amke ektu help korben 🙏🙏

  • @EisaRaji
    @EisaRaji Před 2 měsíci

    আস্সালামু আলাইকুম,
    বড় ভাই! আপনার সাথে জরুরী কিছু কথা ছিলো,
    আসা করি আপনি আমার ডাকে সাড়া দিবেন,।।

  • @mdnajimuddin8818
    @mdnajimuddin8818 Před 2 lety

    ভাই ভর্তি পরিক্ষা কিভাবে হয় কোন কোন বিষয় থেকে হয় এ ব্যাপারে একটু জানালে উপকৃত হব।

  • @asimdesai5786
    @asimdesai5786 Před 3 lety +1

    Assalamualikum

  • @arshadulislam9318
    @arshadulislam9318 Před 4 lety +2

    আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো হে আমার প্রিয় দ্বিনী ভাই,,,আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ সুবহানাহুওয়াতায়ালা আমাকে জেনো মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়া লেখা করে তিঁনার দ্বিন প্রচার করার তৌফিক দান করেন, আমিন

  • @Shimantomedia610
    @Shimantomedia610 Před 3 lety +1

    Assalamu alaikum vai. আপনার সাথে ইমু বা ওয়াটসাপে যোগাযোগ করবো কিভাবে? খুবই জরুরী একটা পরামর্শ ছিল

  • @slave7788
    @slave7788 Před rokem

    السلام عليكم ورحمة الله وبركاته
    বলছিলাম ভাই এই বছর মানে, 2023 ফর্ম ফিলাপ এর date কী শেষ গেছে ।
    নতুন একটা পদ্ধতি চালু হয়েছে নাকি , যেখানে সব ইউনিভার্সিটি গুলোকে একত্রিত করে দেওয়া হয়েছে ।
    জানা থাকলে একটু বলে উপকৃত করবেন । جزاك الله خيرا

  • @5star9410
    @5star9410 Před 11 měsíci

    Bahi .. University te apply kokhon korte hobe

  • @mdhabibrohman9542
    @mdhabibrohman9542 Před 10 měsíci

    আসসালামু আলাইকুম ভাই আমি একটু আপনার সাথে কথা বলতে চাই আমি সৌদি আরবে আছি

  • @aljamiya5741
    @aljamiya5741 Před 3 lety

    ভাই কওমী থেকে কিভাবে আসা যায় একটু কষ্ট করে বলবেন,এবং প্রক্রিয়াটা সুন্দর করে বলবেন।

  • @mawlanareajulislam5994

    সাধারণত অনার্স কোর্স কোন মাসে শুরু হয়?

  • @shayontysultanashoshi3126

    আসসালামু আলাইকুম, এই বিশ্ববিদ্যালয় কি আকাইদে আহলে সুন্নাহ ওয়াল জামায়াত মতামতের উপর অধিষ্ঠিত আর জেনারেলের স্টুডেন্টরা (যারা মাদ্রাসার স্টুডেন্ট না) তারা কি এই ইউনিভার্সিটিতে পড়তে পারবে আর এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য কি কোনো নির্দিষ্ট বয়স সীমা লাগে?দয়া করে উত্তরটি জানালে উপকৃত হবো।জাযাকাল্লাহু খাইরান

  • @israfilsardar6931
    @israfilsardar6931 Před 3 lety +1

    আপনি কী ভাবে hoa6ilan
    ?

  • @mdmamonbepari8014
    @mdmamonbepari8014 Před 2 lety

    জাঝাকুমুল্লাহু খাইরান ফিদদুনিয়া ওয়াল আখেরা আবু বেলাল মামুনুর রশীদ ইরাক থেকে ইনশাআল্লাহ্ মহান আল্লাহ তাআলা আপনাকে দিনের দাঈ হিসেবে কবুল করুন আমিন ইয়া রাব্বুল আলামিন দিনি মুসলিম ভাই আপনার মোবাইল নাম্বার টা দিলে কথা বলতাম

  • @mdamanat3068
    @mdamanat3068 Před 4 lety

    আসসালামু আলাইকুম ভাইয়া মদিনা বিশ্ববিদ্যালয়ে কি আরবি শেখানো হয় আর যদি হয় সেটা কয় বছরের মধ্যে আর যাওয়ার জন্য যে বিষয় গুলার কথা বলেচেন তা কি ভাবে নেট করতে হবে রেজাল্ট এর কয় দিন পর আবেদ করতে পারে প্রতি বছরে কয় জন ছাএ নেওয়া হয় রিজাল্টে কি গ্রেট হতে হবে একটু জানাইবেন তাড়াতাড়ি আমি অপেক্ষায় আছি

  • @mdsakhaoyat3161
    @mdsakhaoyat3161 Před 2 lety

    আসসালামু আলাইকুম, ভাই আমি মাস্টার্স শেষ করেছি এখন phd করতে চাই এখন আমার করনিও কি???

  • @ajijullahcoxs.
    @ajijullahcoxs. Před rokem

    আসসালামু আলাইকুম। ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারবো, দয়া করে একটু বলবেন।

  • @mhomar3454
    @mhomar3454 Před 2 lety

    বিজ্ঞান বিভাগ থেকে কি কুরআন নিয়ে পড়তে পারবো

  • @user-iy4hi1gv7f
    @user-iy4hi1gv7f Před rokem

    Vai madina University.. ki ki course a6e ..

  • @sayeedahammed3350
    @sayeedahammed3350 Před 4 lety

    Ami ay year a dakhil diyesi vai. Akhn Bangladesh ar kothay alim porle chance pawata shohoj hobe vai?

  • @hnayeemahmed6763
    @hnayeemahmed6763 Před rokem

    আল্লাহ আমাকেও তাওফিক দান করুন
    আমি HSS /আলিম পরিক্ষা দিবো এই বছর। তারপর ইনশাআল্লাহ আবেদন করবো।
    সবাই আমার জন্যও দোয়া করবেন।

  • @HridoyEnterprise2592
    @HridoyEnterprise2592 Před rokem

    Oalaikumassalam

  • @mdnurullahnur3683
    @mdnurullahnur3683 Před 4 lety +1

    এপ্লিকেশন করবো ইনশাআল্লাহ

  • @s.i6177
    @s.i6177 Před 2 lety

    ওয়া আলাইকুমুস্ সালা-ম ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারকা-তুহ

  • @mostafatutul6160
    @mostafatutul6160 Před 2 měsíci

    Bangladesh er kon madrasa best helpful hobe Modena university te vorti hoite

  • @KaziShahriarHasan
    @KaziShahriarHasan Před 2 lety

    Kintu vai...! Onke j boltese daora certificate diye apply kora jabe na???

  • @user-tj3nr5nk3l
    @user-tj3nr5nk3l Před měsícem

    কিভাবে আবেদন করতে পারি

  • @salmankabir1014
    @salmankabir1014 Před 4 lety +1

    Vaia plz amr ei qsntr ansr diben plz... Shudu qoumi madrasar daura er certificate diyei ki madina University te vorti houa jay... Naki hsc er certificate tau lagbe

  • @abbasmiha4032
    @abbasmiha4032 Před rokem

    HSC result koto point lagbe,,,,,bolen please

  • @rokyahmod4340
    @rokyahmod4340 Před 2 lety

    vai english ee porashuna korano hoy naki arabic ee

  • @muktirpoth3132
    @muktirpoth3132 Před 3 lety

    তাজকিয়া সার্টিফিকেট কি

  • @arifulislam4499
    @arifulislam4499 Před 4 lety +3

    ভাই আবেদন শুরু ও শেষের তারিখ দিলে ভালো হয়।

  • @mohammadjalal7500
    @mohammadjalal7500 Před 4 lety

    Vi apni ki quame student

  • @MdObaidullah-dh1vp
    @MdObaidullah-dh1vp Před 6 měsíci

    আমার জন্ম ২০০২ আমি কি আবেদন করতে পারবো ভাই জান
    আমার খুব ইচ্ছা যে সৌদি আরব পড়াশু করার

  • @hafizmotiur9680
    @hafizmotiur9680 Před rokem

    আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।ভাই আমি জানতে পেরেছি এখন মদিনা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য শুধু আলীমের সার্টিফিকেট ই যথেষ্ট। কথাটা কতটুকু যুক্তিযুক্ত? আর 2023 সালে নতুন করে এপ্লাই করা শুরু হবে কবে?

  • @mustakahmedmustakahmed9140

    ভাইয়া এসএসসি ও এইচএসসি যে কত রেজাল্ট থাকতে হবে

  • @ittechtutorials2528
    @ittechtutorials2528 Před rokem

    মদিনা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষকদের একটি তালিকা কি দিতে পারবেন দয়া করে।

  • @mohammadsahjahan7832
    @mohammadsahjahan7832 Před 2 lety

    ভাই সার্টিফিকেটগুলো আরবী কিভাবে করবো এবং কোথায় যেতে হবে একটু জানাবেন প্লিজ।

    • @sharifuddin1216
      @sharifuddin1216 Před 2 lety

      ঢাকাতে যেকোনো অনুবাদ সেন্টারে। সেখানে অনেক অনুবাদ সেন্টার আছে।

  • @user-tj3nr5nk3l
    @user-tj3nr5nk3l Před měsícem

    ভাই আবেদন করার জন্য কি করতে হবে

  • @user-rk9rx6rm5v
    @user-rk9rx6rm5v Před 2 měsíci

    ❤❤❤😢😢

  • @rajibulislam9006
    @rajibulislam9006 Před rokem

    সৌদির 20ভাগ পড়েআর 80ভাগ কি করে?

  • @mhomar3454
    @mhomar3454 Před 2 lety

    আসসালামু আলাইকুম। আমি এইচএসসি ২০২২ এর বিজ্ঞান বিভাগের একজন ছাএ। আমি মদিনা বিশ্ববিদ্যালয় এ (আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ)পড়তে চাই। আমি কি এ বিষয় নিয়ে পড়তে পারবো। যদি এটা নিয়ে পড়ার সুযোগ থাকে, তাহলে আমি পরীক্ষার পর ঐখানে আবেদন এর জন্য কি কি করণীয় জানাবেন, স্কলারর্শিপ আর আরবি বা ইংরেজি ভাষা শিখতে হবে কিনা এটা একটু জানাবেন।

    • @scholarshipbangla
      @scholarshipbangla  Před 2 lety

      walaikumasslaam. porikka por,orginal certificate markshit pele apply korte parbn.Amr video ase kuja dkte pren

  • @samsulislam9571
    @samsulislam9571 Před 2 lety

    اريد ان التحق هذه الجامعة

  • @salmankabir1014
    @salmankabir1014 Před 4 lety

    Vaia

  • @haseebullahmohammadkhil6565

    Asslamu alikm,
    is there any master fully funded scholarship in computer science at islamic university of madinah?

  • @Mizanurrahman-jp5zi
    @Mizanurrahman-jp5zi Před 2 lety

    ভাইয়া মাদিনা ইউনিভার্সিটিতে জেতে হলে ইনটারভিউ দিতে হয় জানাবেন

  • @techbanglaprogamingff3743

    Vai apnar email ta ki paoya jabe .