HSC/ALIM পাশেই আবেদন করা যায় "মদীনা বিশ্ববিদ্যালয়ে"। বছরের যেকোন সময় আবেদন করা যায়।

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • আবেদন লিংক -
    admission.iu.e...
    যেকোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন-
    iu.edu.sa/
    FB Parsonal Page:
    / syedjahir360
    ভর্তি সংক্রান্ত ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ
    • মদিনা বিশ্ববিদ্যালয় ভর...
    মদিনা বিশ্ববিদ্যালয়ের পৃথিবীর প্রায় ১৮০টি দেশের (তার মানে প্রায় সকল দেশ) ছাত্র একসঙ্গে পড়াশোনা করেন।
    সুযোগ সুবিধাসমূহ ঃ
    উচ্চশিক্ষার উন্নত পরিবেশের পাশাপাশি একজন ছাত্রকে আর্থিক সুবিধাও দেওয়া হয়। উল্লেখযোগ্য কিছু সুবিধা হচ্ছে-
    ১. বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর ভিসা ও এয়ার টিকেট খরচ ভার্সিটি বহন করে।
    ২. শিক্ষার্থীর শিক্ষা বেতন ও পরীক্ষা ফি মওকুফ।
    ৩. আধুনিক পরিচ্ছন্ন ছাত্রাবাসে ফ্রি আবাসন ব্যবস্থা।
    ৪. রেস্টুরেন্টে উন্নত খাবারের সুব্যবস্থা। খাবার বিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট হারে ভর্তুকি প্রদান।
    ৫. বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে প্রতিমাসে নির্দিষ্ট হারে (অনার্স, মাস্টার্স, পিএইচডি) ভাতা দেওয়া হয়।
    ৬. শিক্ষার্থী প্রতি বছর গ্রীষ্মকালীন ছুটি (প্রায় ৩/৪ মাস) কাটাতে দেশে যেতে পারেন। ভার্সিটি ভিসা-টিকেট খরচ বহন করে।
    মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য করণীয়
    ৭. নতুন বছরের সেমিস্টারের শুরুতে বইপত্র ক্রয়ের জন্য নির্দিষ্ট হারে অর্থ দেওয়া হয়।
    ৮. যারাপরপর দুই সেমিস্টারে ‘মুমতাজ’ (জিপিএ-৫) ফলাফল অর্জনকারীকে অতিরিক্ত বৃত্তি দেওয়া হয়।
    ৯. বিশ্ববিদ্যালয়ের নিজস্ব হসপিটালে বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা দেওয়া হয়।
    ১০. বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে হজ-ওমরা আদায় করানো হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়।
    ১১. মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরা সস্ত্রীক মদিনায় বসবাসের সুযোগ পান।
    ১২. ক্যাম্পাস থেকে মসজিদে নববীতে যাতায়াতের জন্য ভার্সিটির নিজস্ব গাড়ির সুবিধা।
    বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহঃ
    বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট ৮টি অনুষদ, ২৩টি বিভাগ ও ৩টি মাহাদ (ইনস্টিটিউট) আছে।
    1. FACULTY OF ISLAMIC LAW (SHAREE’AH)
    2. FACULTY OF ISLAMIC PREACHING (DA’WAH) AND THEOLOGY (USOOL UD DEEN)
    3. FACULTY OF THE HOLY QURAN AND ISLAMIC STUDIES
    4. FACULTY OF PROPHETIC TRADITION (HADITH) AND ISLAMIC STUDIES
    5. FACULTY OF THE ARABIC LANGUAGE
    6. THE FACULTY OF SCIENCE
    7. THE FACULTY OF COMPUTER AND INFORMATION SYSTEM
    8. THE FACULTY OF ENGINEERING
    আবেদনের শর্তসমূহ
    এখানে একজন বিদেশি ছাত্রকে ভর্তি হতে হলে প্রথমে শিক্ষাবৃত্তির জন্য উপযোগী হতে হয়। এ জন্য আছে বেশকিছু শর্ত। যেমন-
    ১. ভর্তিচ্ছু শিক্ষার্থীর বয়স ২৫ বছরের কম হতে হবে এবং উচ্চমাধ্যমিক সনদ উত্তীর্ণ সাল ৫ বছর অতিক্রম করতে পারবে না।
    ২. সৌদি আরবের অন্যকোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর আবেদন গ্রহণীয় নয়।
    ৩. সৌদি আরবের অন্যকোনো বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষার্থীর আবেদন গ্রহণযোগ্য নয়।
    ৪. সৌদি আরবের স্থানীয় আইন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং শিক্ষার্থীকে অবশ্যই তা মানতে হবে।
    ৫. সৌদি আরবের আইনের বাইরে কোনো প্রকার রাজনীতি, সন্ত্রাসবাদ ও চরমপন্থা অবলম্বন করা যাবে না এবং এসব বিষয়ে আলোচনাও করা যাবে না।
    ৬. বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে থাকবে।
    ৭. বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তাদের বৃত্তিকালীন নির্দিষ্ট কোর্স সম্পন্ন হলে দেশে ফিরে যেতে হবে।
    ৮. যারা জন্মগতভাবে মুসলিম না, তাদের ইসলামগ্রহণের সনদপত্র লাগবে।
    ৯. শিক্ষার্থীকে ইসলামিক বিশুদ্ধ আকিদা পোষণকারী এবং সালফে সালেহিনদের অনুসারী হতে হবে।
    আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসসমূহঃ
    (ভিডিও তে বিস্তারিত বলা হয়েছে)
    যেভাবে আবেদন করবেনঃ
    (ভিডিও তে বিস্তারিত বলা হয়েছে)
    কওমি মাদরাসার শিক্ষার্থীরা যেভাবে আবেদন করতে পারবেনঃ
    কওমি মাদরাসা শিক্ষার সরকারি স্বীকৃতি না থাকায় আগ্রহ থাকা সত্ত্বেও অনেক মেধাবী ছাত্র মদিনা ভার্সিটিতে আবেদন করতে পারেন না। এটা না জানার কারণে হয়। অথচ কওমি কর্তৃপক্ষ একটু চেষ্টা করলেই তাদের ছাত্রদের এখানে পাঠাতে সক্ষম। এমনকি এখানেও পিএইচডিও করতে পারবে।
    ভার্সিটি প্রধানত সনদের ক্ষেত্রে সরকারের অনুমোদিত সনদ দেখে। কিন্তু দ্বিতীয় অপশন হিসেবে ‘মুআদালা’ নামক একটি সিস্টেম রয়েছে। অর্থাৎ আপনার প্রতিষ্ঠান যদি সরকারি সনদপ্রাপ্ত না হয়, কিন্তু মদিনা ভার্সিটির সঙ্গে দ্বি-পাক্ষিক শিক্ষা চুক্তি বা মুআদালা করা থাকে- তাহলে ওই প্রতিষ্ঠানের ছাত্ররাও আবেদন করতে পারবেন।
    এ জন্য মাদরাসার কর্তৃপক্ষকে নির্দিষ্ট মুআদালা ফরম পূরণ করে চুক্তিবদ্ধ হতে হবে। কওমি মাদরাসাগুলোর মধ্যে চট্টগ্রামের দারুল মাআরিফ এমন একটি প্রতিষ্ঠান। এ ছাড়া বাংলাদেশে আহলে হাদিসদের পরিচালিত বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মুআদালা করা আছে।
    পরামর্শ
    মদিনা ভার্সিটিতে পড়তে ইচ্ছুক হলে আপনাকে দীর্ঘমেয়াদী টার্গেট নিতে হবে। হঠাৎ করে কিছু পাওয়া সম্ভব নয়। জেএসসি, এসএসসি (দাখিল) এইচএসসি (আলিম) পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি আরবিতে দক্ষ হতে হবে।
    #Modina_University
    #Admission_Modina_University

Komentáře • 501

  • @SyedJahir
    @SyedJahir  Před rokem +6

    মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ
    czcams.com/video/5oqeAN9wz9g/video.html

    • @irfanprodhan1941
      @irfanprodhan1941 Před rokem

      আসসালামু আলাইকুম! ভাই আপনার সাথে কি ফোনে যোগাযোগ করা যাবে?? মানে আপনার কন্টাক্ট নাম্বার দেওয়া যাবে?

  • @rajvi....9110
    @rajvi....9110 Před 2 lety +6

    দাখিল 4.56
    আলিম 4.00
    অনার্স আরবি বিষয়ে শেষ করলাম,,, 3.30
    আমি আবেদন করবো ইনশাআল্লাহ,,, দোয়া করবেন যেন চান্স পেয়ে যাইতে পাড়ি,,,🤲🤲

    • @lipyakter6457
      @lipyakter6457 Před 2 lety +1

      Amin

    • @monirkhanali01
      @monirkhanali01 Před 2 lety +1

      আবেদন করেছেন?

    • @MollahNazmulMedia
      @MollahNazmulMedia Před 2 lety +1

      ভাই আমি একজন কওমি স্টুডেন্ট আমি আলিমে৩.৯৩ দাখিল ৪.৫০ আমি কি আবেদন করতে পারব

    • @SalimKhan-hd8pf
      @SalimKhan-hd8pf Před rokem

      আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চাই।

    • @roniislam2881
      @roniislam2881 Před 2 měsíci

      পেয়েছেন?

  • @mdmannan7069
    @mdmannan7069 Před 3 lety +2

    আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জাঝাকাল্লাহ খায়েরান শুকরিয়া ভাই জান

  • @amenaannoor2148
    @amenaannoor2148 Před 2 lety +1

    💝মাশাআল্লাহ🌹 আলহামদুলিল্লাহ 🌹 জাযাকাল্লাহ খয়রান🌹ফাইন্নাল লহা শাকিরুন🌹💝 অপেক্ষায় রইলাম🌹💝

  • @shahadatsaifalmadani7419
    @shahadatsaifalmadani7419 Před 3 lety +5

    অনার্সের জন্য কত বছর বয়সের মধ্যে আবেদন করতে হবে....?
    আবেদনের কতো দিনের মধ্যে ফলাফল জানানো হয়....?

  • @mdkamruzzmankarim4224
    @mdkamruzzmankarim4224 Před 3 lety +7

    ভাই আমি যদি জবের উদ্দেশ্য ভিসার মাধ্যমে সৌদি যাই,তাহ্লে কি সেখানে গিয়ে ভার্সিটিতে ভর্তি হতে পারব?
    Hsc complete kore gele??

  • @ruhanihira6588
    @ruhanihira6588 Před 3 lety +3

    Mashaallah... Zajakallahu khayer Vaiya

  • @abutanif2395
    @abutanif2395 Před 2 lety +4

    আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আমার প্রশ্নটা হচ্ছে আরবীতে অনুবাদ ও নোটারীকৃত সার্টিফিকেটগুলো স্বারাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্ত্বায়িত করব না মূল সার্টিফিকেট গুলো সত্ত্বায়িত করব ?? আর শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্ত্বায়িত করার কোন প্রয়োজন আছে কি??
    দয়া করে যদি একটু জানাতেন তাহলে উপকৃত হতাম
    ধন্যবাদ💖

  • @mdshahinsarker4521
    @mdshahinsarker4521 Před 2 lety +2

    খুব সুন্দর করে বুঝিয়েছেন

  • @m.ashrafulislam1231
    @m.ashrafulislam1231 Před 3 lety +3

    স্কলারশিপ পাওয়ার জন্য দাখিল/আলিমে কতশতাংশ রেজাল্ট পেতে হবে জানালে ভালো হতো।।

  • @moinkhan3731
    @moinkhan3731 Před 3 lety +3

    A lot of thanks to you brother.

  • @fahimahmed3796
    @fahimahmed3796 Před 2 lety +1

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
    আমি জেনারেল ব্যাকগ্রাউন্ড এর কতজন ছাত্র, ssc, Hsc , তে A+ পেয়ে সাথে Hsc তে মেধাভিত্তিক এস্কলারসিপ পেয়েছে। এখন আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখছি।
    আমি কি চান্স পেতে পারি? সম্ভাবণা কতটুকু?
    উত্তরের জন্য অপেক্ষায় আছি।

  • @mdbayezid3806
    @mdbayezid3806 Před 2 lety +1

    ভাই আমি একজন দাখিল পরে ইন্টার পাস করা স্টুডেন্ট।সবি বুঝলাম বাট ভর্তি পরিক্ষা দিতে হবে কিনা?দিতে হলে কি কি পড়তে হবে?মানে কোন বিষয়ের উপর এক্সাম দিতে হবে

  • @bristyislam3923
    @bristyislam3923 Před 3 lety +1

    আসসালামু আলাইকুম। আমি একজন ডাক্তার। ডাক্তারি পাশ করেছি ২০১৭ সালে।।মক্কা বা মদিনা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল রিলেটেড কোনো পড়াশুনার ব্যবস্থা কি আছে?যদি না ও থাকে,অন্য কোনো বিষয়ে পড়ার ব্যবস্থা আছে কি?মক্কা / মদীনার অন্য কোনো বিশ্ববিদ্যালয় এ রকম স্কলারশিপ পাওয়ার ব্যবস্থা আছে কি? জাযাকাল্লাহ খাইরান।

    • @SyedJahir
      @SyedJahir  Před 3 lety

      Walikumussalam, Apni ki Meye ? jodi meye hon tahola Princess Noorah bin Abdul Rahman University ta meyeder jonno Scholarship dicche sekhana apply korta paren.
      echarao King Abdul Aziz university ta apply korta paren

  • @everythings2878
    @everythings2878 Před 2 lety

    ভাই আমি এসএসসি পাস করে ডিপ্লোমা engineering in computer এ পড়াশুনা করছি ২০২৩ মাঝামাঝি সালে শেষ হবে।
    আমি আরবি বিভাগের যে কোনএকটি বিষয় নিয়ে মদিনা ভার্সিটিতে এপ্লাই করতে পারবো?
    বয়স ডিপ্লোমা শেষ যখন হবে তখন ২২ এর কাছাকাছি।

  • @ahmadibnhasan1792
    @ahmadibnhasan1792 Před rokem

    আমার জানা ছিলো স্কলারশিপ ছাড়া অর্থ দিয়ে পড়া যায় না! আপনার থেকে নতুন শুনলাম।

  • @aniseedstar4294
    @aniseedstar4294 Před 2 lety +2

    ভাইয়া..আমি ভর্তি হতে চাই..তবে আপনার হেল্প প্রয়োজন.. প্লিজ ভাইয়া..আমার ssc-5,,, hsc-4.33.
    🙏প্লিজ ভাইয়া আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই..

  • @বিবিধ
    @বিবিধ Před 2 lety +4

    আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক!

  • @voiceofnature6150
    @voiceofnature6150 Před rokem +1

    মাশাআল্লাহ অনেক ধন্যবাদ

  • @sharifulalam7107
    @sharifulalam7107 Před 2 měsíci

    ভাই প্রতিবছর বাংলাদেশ থেকে কতজন ছাত্র মদিনা ইউনিভার্সিটিতে সুযোগ পায় তাদের কোটা কত? জানালে অনেক উপকৃত হব।

  • @abdulkayum851
    @abdulkayum851 Před 3 lety +6

    ভাইয়া আলাদা কোনো যৌগ্যতা লাগবে কি যেমন আরবিতে দক্ষ হওয়া ।।আরেকটি বিষয় জিপিএ কত পয়েন্ট লাগবে আবেদন করতে।

    • @SyedJahir
      @SyedJahir  Před 3 lety

      Ji, apnaka aribic e valo hote hobe

    • @Minhaz_dhali
      @Minhaz_dhali Před 2 lety +3

      Gpa koto lagbe

    • @TRUELiGHTERS
      @TRUELiGHTERS Před 2 lety

      @@SyedJahir একজন HSC এর স্টুডেন্ট যদি আরাবিক ল্যাংগুয়েজে দক্ষ না হয় সে ক্ষেত্রে সে কি করবে?

  • @servantofallah6734
    @servantofallah6734 Před 3 lety +7

    খলিলুর রহমান মাদানী😱😱😱😱আমার সম্মানিত উস্তাদ ❣️❣️❣️

  • @mribrahim8326
    @mribrahim8326 Před rokem

    ভাই জান আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি যে আমার ছোট ছেলে মোঃ জুনায়েদ কে আল্লাহ পাক যেন মদিনা ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সুযোগ করে দেন, আমিন।

  • @mohtasimbillah8708
    @mohtasimbillah8708 Před 3 lety +1

    আসসালামু আলাইকুম, ভাইয়া আপনার অ্যাপলিকেশন এর কী খবর এখন?

  • @halalobjects6964
    @halalobjects6964 Před 2 lety +2

    আসসালামু আলাইকুম ভাই। মেয়েরা কি মদীনা ইউনিভার্সিটিতে পড়তে পারবে?

  • @user-ji8sy3tk2s
    @user-ji8sy3tk2s Před 8 měsíci

    আমি দাখিল দশমে এ মাইনাস এবং ২০২৩ আলিমে এ পেয়েছি এখন আমি কি স্কলারশিপ এর যোগ্যতা রাখতে পারি কি

  • @mdsaifulla6411
    @mdsaifulla6411 Před 2 lety +1

    Apply er video make koren.

  • @mst.rupalyakter8943
    @mst.rupalyakter8943 Před 3 lety +4

    Jazakallah💙

  • @farukahamad3544
    @farukahamad3544 Před 3 lety +1

    মদিনা ইউনিভার্সিটির সার্টিফিকেট আমাদের ইন্ডিয়াতে সরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটি তে চাকরি হবে কি হবে না জানাবেন

  • @md.saifulislamsifat7510
    @md.saifulislamsifat7510 Před 3 měsíci

    শুধু দাখিল পরিক্ষার সার্টিফিকেট দিয়ে কি মদিনা ইউনিভার্সিটি তে যাওয়া যাবে??

  • @mdhabibullahsatkhira
    @mdhabibullahsatkhira Před 3 lety +3

    উম্মুল কুরা মক্কা বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিও চাই

  • @rajibulislam9006
    @rajibulislam9006 Před rokem +1

    ভারত থেকে কি ভাবে প্রস্ততি নিতে হবে?

  • @mdgolamrabbani3302
    @mdgolamrabbani3302 Před 3 lety +13

    ভার্সিটির খরচ সম্পর্কে ভিডিও বানান

    • @ahmadibnhasan1792
      @ahmadibnhasan1792 Před rokem +1

      কোনও খরচ নাই থাকা খাওয়া দেশে ছুটিতে যাতায়াত ফ্রি। উপরন্তু ৮-৯০০ রিয়াল ভাতা দেওয়া হয়। এবং স্কলারশিপ ছাড়া খরচ দিয়ে পড়া যায়না।

    • @asrafiasiddika2155
      @asrafiasiddika2155 Před rokem +1

      Vai sob koroj ki tader

    • @shihababdurrakib5165
      @shihababdurrakib5165 Před 3 měsíci

      ফুল ভিডিও কি দেখেন না?

  • @user-uh7ed9rk1l
    @user-uh7ed9rk1l Před 3 lety +2

    মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডাক্তারি পড়াশোনা করতে পারবে কিনা জানাবেন

  • @muftis.mnurulislammujadded1150

    মদিনা বিশ্ববিদ্যালয়ে এমপিল করতে পারবো কি না? Please give me information.

  • @mdrahman4764
    @mdrahman4764 Před 3 lety +3

    ভাই প্লিজ জানাবেন, নিজ খরচে মাসিক কি পরিমাণ অর্থ প্রয়োজন হয় ।

    • @mhnahin8262
      @mhnahin8262 Před 2 lety

      নিজ খরচে পড়ার কোনো সিস্টেম নাই

  • @Muhammad.Saiful9148
    @Muhammad.Saiful9148 Před 27 dny

    Ami 2015 arabic sahitte kamil kreci. ,,ami kono course admission nite parbo ki.....

  • @muhammedyousuf8139
    @muhammedyousuf8139 Před 2 lety

    বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যা সত্যায়িত করতে হবে সে গুলো কি আমার আরবি অনুবাদ করা গুলো নাকি বোর্ড প্রদত্ত ইংরেজি টা?

  • @rajiurrahman48333
    @rajiurrahman48333 Před 3 lety +1

    Vaiya amar Ssc(dakhil): 4.89
    Hsc: 3.33
    আমি কি এপ্লাই করতে পারব।
    নাকি অনার্স শেষ করে এপ্লাই করব

  • @muslimummah4250
    @muslimummah4250 Před 2 lety

    আসসালামু আলাইকুম,, ভাই আমি মদিনায় থাকি আমি আগে জানতাম না যে জেনারেল লাইনে পড়ে মদিনা বিশ্নবিদ্যালয়ে পড়া যায় , এখন জেনেছি,, কিন্তু মুশকিল হলো আমার এইচ এস সি নেই,, এস এস সি আছে, আমি কি কোন ভাবেই আবেদন করতে পারবো না

  • @foridayeasminukvlog2991

    Jazakallah , may Allah bless you

  • @mohammadatik6135
    @mohammadatik6135 Před 3 lety +1

    মাস্টার্স এর জন্য কি জেনারেল শিক্ষার্থীরা আবেদন করতে পারবো ইনশাআল্লাহ??

  • @islamerpoth1646
    @islamerpoth1646 Před 3 lety +1

    Vaia, school theke HSC pass kore Quranic science e vorti houwa jabe ki? plz bolen.

  • @torikmonwar397
    @torikmonwar397 Před 3 lety +1

    Brother sob kichu thik thakar por jodi kono married people apply korte chai se ki apply korte parben?

  • @mahdihasan606
    @mahdihasan606 Před 2 lety

    আসসালামু আলাইকুম , ভাই । আপনার মতামতগুলো আমার আনেক ভালো লেগেছে। আমি যশোর এম.এম. কলেজ বোটানি বিভাগে অনাার্স ২য় বর্ষে অধ্যয়নরত আছি। আর পাশাপাশি একটি মাদ্রাসা থাকি। আরবি যোগ্যতা বলতে শুধুমাত্র কুরআন দেখে দেখে পড়তে পারি। আমি এখন কী করতে পারি। আপনার গুরুত্বপূর্ণ পরামর্শের অপেক্ষায় আছি। ধন্যবাদ ভাই আপনাকে।

  • @user-xt3wr6pm5s
    @user-xt3wr6pm5s Před rokem

    ভাই এক দুই বছরের ভিতর মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে এরকম কাহারো নাম্বার দেওয়া যাবে, দিলে আমার জন্য একটু উপকার হতো,

  • @ahmadibnhasan1792
    @ahmadibnhasan1792 Před rokem

    শিক্ষাগত যোগ্যতা এবং কি পয়েন্ট লাগে এবং কোনও বিশেষ কোর্স করেছেন কিনা এবং প্রশিদ্ধ আলেমদের সার্টিফিকেট পেয়েছেন কিভাবে??

  • @mdsiamsracn2345
    @mdsiamsracn2345 Před 3 měsíci

    যারা হাফেজ হয়েছে এখন কিতাব খানায় পড়তাছে তারা কি আবেদন করতে পারবে কি না কেউ জানলে একটু জানাবেন প্লিজ

  • @asifahmad017
    @asifahmad017 Před 3 lety +1

    আপনি কি এখন মদিনা ইউনিভার্সিটিতে পড়াশুনা করতেছেন??

  • @AlAmin-mh3ql
    @AlAmin-mh3ql Před 3 lety +1

    2016 আলিম শেষ করেছি gpa 5 রয়েছে, জন্ম তাং হল 1/04/1998 এখন আবেদন করার সময় কি আছে একটু জানাবেন প্লিজ, আমি পিরোজপুর থেকে আপনার কথা সুনছি ৷

    • @SyedJahir
      @SyedJahir  Před 3 lety

      ধন্যবাদ আমাকে শুনার জন্য।
      দুঃখিত ভাই, আপনি আবেদন করতে পারবেন না। তবে আপনি চাইলে মাস্টার্স কোর্সে আবেদন কর‍তে পরবেন ফাজিল পাস করার পর।

    • @hmfozlulkarimfuad9450
      @hmfozlulkarimfuad9450 Před 3 lety +1

      @@SyedJahir ভাইয়া আমিতো শুনেছিলাম
      23 বছর বয়স পর‌্যন্ত অনার্সে আবেদন করা যায়??

  • @rabeyabintehabib3773
    @rabeyabintehabib3773 Před 3 lety +1

    আসসালামু আলাইকুম, ভাইয়া আমার মামাতো ভাই সৌদি আরব থাকে এক্ষেত্রে আমি কি আবেদন করতে পারব আর মেয়েদের আবেদন করার ক্ষেত্রে যে মুহরিম পুরুষের সৌদি থাকা লাগে তার কি মক্কা কিংবা মদিনা তেই থাকা লাগবে নাকি সৌদি যে কোনো জায়গাতে থাকলেই হবে দয়া করে জানাবেন প্লিজ খুব জরুরি এই দুইটা প্রশ্নের উত্তর

    • @SyedJahir
      @SyedJahir  Před 3 lety

      cousin to r mahram na so, parben na. Soudi te thaklei hobe tobe se Mahram hote hobe.

  • @arislamictv1414
    @arislamictv1414 Před 2 lety

    আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ শাইখ এবছর আমি মদিনা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আবেদন করছি কিন্তু হচ্ছে না অনেক চেষ্টা করার পরেও আমি ব্যর্থ হয়েছি।। কেন হচ্ছে না তার রিজেনটাও দেখাচ্ছেনা ।।
    2021 এর জন্য কি করে এপ্লাই করা যাবে যদি বলে দিতেন তাহলে অনেক উপকৃত হতাম।।

    • @SyedJahir
      @SyedJahir  Před 2 lety

      apni amar fb page e knock korun

  • @abdurraufakash
    @abdurraufakash Před 3 lety +1

    ভাইয়া,
    লিংক a গিয়ে আবেদন করতে গেলাম but সবকিছু আরবীতে ।
    আরবীতে আমি এক্সপার্ট না তাই ভুল হবে জন্য করতে পারিনাই।
    কিভাবে করতে পারি??

    • @SyedJahir
      @SyedJahir  Před 3 lety

      Ei playlist e arekti tutorial acha,

  • @mahmudsadiniyaz4214
    @mahmudsadiniyaz4214 Před 3 lety +1

    যদি স্কলারশিপ না পাই?
    তাহলে খরচ কি হতে পারে ?

  • @halalpatawry798
    @halalpatawry798 Před rokem

    কাওমি মাদরাসার চাএ মাদিনা ভর্তি করে দাওরা পাস সহ সব গুলো মুমতাজ জানাবেন

  • @emonraj9550
    @emonraj9550 Před rokem

    ভাই আমার বয়স তো ১৬ সার্টিফিকেট এখন কি স্টুডেন্ট ভিসা টা করতে পারব

  • @ruhulamin-ow6jr
    @ruhulamin-ow6jr Před 3 lety +1

    ভাই, স্কুল থেকে পড়ে hsc এর পর মদিনা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিস এ বা যেকোন সাবজেক্ট এ পড়া যাবে

    • @SyedJahir
      @SyedJahir  Před 3 lety

      Kora jabe but Arabic Language er upor ekta course kora nita hobe

    • @ruhulamin-ow6jr
      @ruhulamin-ow6jr Před 3 lety

      Seta to chance paoar pore korte hoi

  • @majalil3901
    @majalil3901 Před 3 lety +1

    ধন্যবাদ

  • @user-yx4jx4uz8z
    @user-yx4jx4uz8z Před 2 lety

    স্কলারশিপ ছাড়া মদিনাতে অনার্স পড়ার জন্য কি রকম খরচ হতে পারে জানাবেন প্লিজ?

  • @bashirahmad7599
    @bashirahmad7599 Před 3 lety

    আমার জানার বিষয় হল, মাদীনা ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে সমস্ত সার্টিফিকেটের প্রয়োজন, তার সবগুলো না থাকার কারনে কেউ কি আল আজহার ভার্সিটিতে অনার্স করে মদীনা ভার্সিটিতে মাস্টার্স করতে পারবে???
    জানালে খুব উপকৃত হবো।ধন্যবাদ।

    • @SyedJahir
      @SyedJahir  Před 3 lety +1

      se khetre apni ogradikar paben

  • @SbsQueen-iy3zz
    @SbsQueen-iy3zz Před 10 měsíci

    Vaiya scholarship Pele mahram je sathe Jabe tar visa o ki sorkar theke dibe??? Plz Ripley den plz

  • @mdnajimuddin8818
    @mdnajimuddin8818 Před 2 lety

    ভাই মদিনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা কিভাবে হয় এবং কোন কোন বিষয় থেকে হয় দয়া করে জানাবপন

  • @MofidulIslam-zb6ig
    @MofidulIslam-zb6ig Před 2 lety

    vai amr ssc te 4.28
    hsc te 3.50..
    ami ki korte parbo???
    othoba sorashori ki kuno vortir upai ache??
    jodi oi University kuno teacher ra bole tahole ki vorti hote parbo??

  • @ajharislam2429
    @ajharislam2429 Před 2 lety

    ভাই বাংলাদেশ থেকে কামিল পাশের পর মদিনা ভার্সিটিতে পরার কোন সুযোগ আছে কিনা জানাবেন (ফাযিল করে কামিল)

  • @nurjahanpirojpur
    @nurjahanpirojpur Před rokem

    রেজাল্ট ,অর্থাৎ নূন্যতম কত GPA লাগে !!?

  • @R-MDMarufIslamB-
    @R-MDMarufIslamB- Před 3 lety +1

    ভাইয়া এইচএসসিতে কত জিপিএ পয়েন্ট প্রয়োজন মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে? তাহলে এস এস সি এর জিপিএ প্রয়োজন কিনা? প্লিজ বলেন।

    • @SyedJahir
      @SyedJahir  Před 3 lety +1

      তারা পয়েন্ট উল্লেখ করেনি। কিন্তু ভালো পয়েন্ট হলে ভাল

    • @R-MDMarufIslamB-
      @R-MDMarufIslamB- Před 3 lety

      @@SyedJahir Thanks 💖

  • @mahadiHasan-of4oi
    @mahadiHasan-of4oi Před 2 lety

    আসসালামু আলাইকুম,,, ভাইয়া ফাযিল পাস করার পরে মাসটার্স এর জন্য কিভাবে কি করতে হবে একটু যদি বলতেন

  • @trickshotsrevolution899

    Bhaia amr ssc 4.50 r hsc 3.33 science theke. Ami ki abedon korte parbo scholarship er jonno?

  • @chowhanmostafabulbul9417

    Vaya? Pritibite koyty feculty/Onushad ache? Please aktu janaben.

  • @aslamhossain2147
    @aslamhossain2147 Před rokem

    ভাইয়া,
    আমার সব সার্টিফিকেট আরবী,
    তবে সত্যায়ন মানে বুঝলাম না ?

  • @saodaislam.3338
    @saodaislam.3338 Před rokem

    আসসালামুয়ালাইকুম। আমি কামিল পাশ করেছি। আমি কি মদীনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো?

  • @YuriBoyka-ts7tf
    @YuriBoyka-ts7tf Před 2 měsíci

    Kowmer satrora aplay korte parbe

  • @muktadirulislam1863
    @muktadirulislam1863 Před rokem

    ভাই সাইন্স নিয়ে পড়লে গুরুত্ব বেশি পাওয়া যাবে নাকি আর্টস নিয়ে

  • @user-jc1it4nb4w
    @user-jc1it4nb4w Před 11 měsíci

    ভাইয়া দাখিলে পরে কি ডিপ্লোমা কোর্সের জন্য যাওয়ার সুযোগ আছে

  • @servantofallah6734
    @servantofallah6734 Před 3 lety

    ধন্যবাদ ভাইয়া। আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে ভিডিও দেওয়ার অনুরোধ থাকলো

    • @SyedJahir
      @SyedJahir  Před 3 lety +2

      স্বাগতম, ইনশাআল্লাহ শীগ্রই পেয়ে যাবেন।

    • @servantofallah6734
      @servantofallah6734 Před 3 lety +1

      জাযাকাল্লাহ

  • @md.shaidulislam6807
    @md.shaidulislam6807 Před 3 lety +1

    university থেকে পাশ করে ( general) MS programme এর জন্য আবেদন করা যাবে....??

    • @SyedJahir
      @SyedJahir  Před 3 lety

      Jabe... But Arabic Language e kichu dharona thakte hobe

  • @TradewithSalim
    @TradewithSalim Před 3 lety +1

    But valo cilo

  • @SyedJahir
    @SyedJahir  Před 3 lety +8

    প্রয়োজনে নক করুন আমার ব্যাক্তিগত পেইজে: facebook.com/syedjahir360

    • @Englishgrammarstudytogether123
      @Englishgrammarstudytogether123 Před 2 lety

      Blchi ami varoter mushidabad district er high school a pori ucchhomadhhomik diachi, ami ki apply korte parbo

    • @tareaketc2596
      @tareaketc2596 Před 2 lety +1

      আমি ভর্তির হতে চাই

    • @rayhanahmed593
      @rayhanahmed593 Před rokem

      Assalamualaikum vai alim exam amader 4December ses hobe ekon amra ki korbo

  • @smrashed79
    @smrashed79 Před 3 lety

    আবেদন যে গৃহীত হয়েছে এবং আমি এখন এম্বাসিতে যাবতীয় কাগজ সাবমিট করতে হবে,
    সেটা কি ধরণের রিপ্লাই বা অ্যাকসেপ্টেন্সের ভিত্তিতে করব, একটু বলবেন কি?

    • @SyedJahir
      @SyedJahir  Před 3 lety

      Tara Apnar Email e message korbe.

  • @kamruzzaman1999
    @kamruzzaman1999 Před 3 lety

    আসসালামু আলাইকুম
    আমি অনেকের সাথে যোগাযোগ করছি তারা বলছে যে সার্টিফিকেট পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করার প্রয়োজন নেই। এই সত্যায়িত করার কাজ নির্বাচিত হওয়ার পর। শিক্ষা মন্ত্রনালয় থেকে সত্যায়িত করলে ভালো না করলেও হবে।
    দয়া করে উওর দিবেন

    • @SyedJahir
      @SyedJahir  Před 3 lety

      Ekhon hoyto niom change hoicha.
      tahola apni aga apply koren pora attested korayen

    • @kamruzzaman1999
      @kamruzzaman1999 Před 3 lety

      @@SyedJahir জাজাকাল্লাহু খাইরান।
      উওর দেওয়ার জন্য অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ।
      ভাই মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা লাগবে কি না, তা আপনি নিজে যদি একটু ভালোকরে চেক করে জানাইতেন।তবে খুব খুশি হতাম। কারণ আমার জানায় তো ত্রুটি থাকতে পারে।
      আর একটা প্রশ্ন
      আমার মা ২০১২ তে মারা যান,আমি উনার মৃত্যুর তথ্য আমার NID তে আপডেট দেয়নি। এতে কি আমার পাসপোর্ট বা আল্লাহ যদি স্কলারশিপ দেন, তবে কি স্কলারশিপে কোন সমস্যা হবে?
      আমি পাসপোর্ট আমার সার্টিফিকেট অনুযায়ী করেছি।
      আর একটা প্রশ্ন হলো
      আমার এসএসসির প্রশংসাপত্র হারিয়ে ফেলেছি। শুধু এইচএসসিরটা আছে। এসএসসির প্রশংসাপত্রের জন্য কি কোন সমস্যা হবে?
      দয়া করে জানাবেন প্লিজ।
      জাজাকাল্লাহু খাইরান

    • @kamruzzaman1999
      @kamruzzaman1999 Před 3 lety

      @@SyedJahir আসসালামু আলাইকুম।
      আমি মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন এক শিক্ষার্থীর নিকট থেকে জানতে পেরেছি যে শিক্ষা, স্বরাষ্ট্র,পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে পারলে ভালো হয়।
      এখন আমার প্রশ্ন হচ্ছে,মন্ত্রণালয়গুলো কি আরবী অনুবাদের উপর সত্যায়িত করবে নাকি ইংরেজিতে মেইন কপির উপর করবে?
      দয়া করে আমার উওরগুলো দিবেন। উওরের অপেক্ষায় রইলাম
      জাজাকাল্লাহু খাইরান

  • @AyeshaSaleen429
    @AyeshaSaleen429 Před 2 lety +1

    Vhai madina University te female der campus nai??

  • @shantoislam8303
    @shantoislam8303 Před 2 lety

    ami diploma in civil engineering e portesi
    ami ki diploma shesh e bsc or msc program e civil e porte parbo ??
    plz aktu bistarito beparta shonkhepe text korle vlo hoi....
    dhonnobad...

  • @MisterAn4n
    @MisterAn4n Před 3 měsíci

    Ssc hsc diye ki madinah university t apply kora jai?

  • @Abdullah-gg5yx
    @Abdullah-gg5yx Před 3 lety +1

    General শিক্ষিত যারা আরবী জানে না, তারা কী apply করতে পারবে ?

  • @mdjunaidahmad2442
    @mdjunaidahmad2442 Před rokem

    ভাই
    সেখানে ভর্তি এবং যাওয়া-আসার খরচ
    প্রথমে কতো লাগবে??

  • @mdsalauddinahmed1385
    @mdsalauddinahmed1385 Před 3 lety +1

    আমার খুব ইচ্ছা আমি মাদিনা পড়বো,,, কিন্তু আমি জেনারেল এ পড়ছি।

    • @SyedJahir
      @SyedJahir  Před 3 lety

      Apply koren Allah cay to hoyeo jete para

  • @TRUELiGHTERS
    @TRUELiGHTERS Před 2 lety

    মহিলারা মাহরাম নিয়ে গেলে মাহরামের খরচ কে বহন করবে? আর স্টুডেন্ট এর নিজের খরচও তারা কতটা বহন করবে??? জানাবেন

  • @mdrifathossen8102
    @mdrifathossen8102 Před rokem

    Walikumus salam

  • @sultanahmedrimon32
    @sultanahmedrimon32 Před 2 lety

    ভাই মদিনা ভার্সিটিতে পড়াশুনা করতে হলে সরকারি মাদরাসায় পড়া কি আবশ্যক!?

  • @hassanmahmud9479
    @hassanmahmud9479 Před 3 lety

    মাশাআল্লাহ!!!খুব ভালই লাগল ভিডিওটি দেখে,,এখন জানতে চাচ্ছি যে,ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে কি-না আর দিতে হলে নিয়মটা কিরকম একটু জানালে উপকৃত হব আর কি,তো আরেকটা বিষয় হল ক্বওমীতে(দারুল মা'আরীফে)আমি এখন ছানবী ২য় বর্ষে,আর আলীয়া থেকে ধারাবাহিকভাবে ESC,JSC,SSC পরীক্ষা দিয়ে এই বছর ছিলাম HSC পরীক্ষার্থী মানে অটো পাশ আর কি তো এখন অটো রেজাল্ট নিয়ে আমি আবেদন করতে পারব কি না একটু জানাবেন,কেমন???নাম্বারটা দিলে আরও উপকৃত হব ইনশাআল্লাহ।।।

    • @SyedJahir
      @SyedJahir  Před 3 lety +1

      Fb linkঃ Jahir158630
      Knock den

    • @hassanmahmud9479
      @hassanmahmud9479 Před 3 lety

      @@SyedJahir ধন্যবাদ ভাইয়া আপনাকে,আপাদতে আমি Fb ব্যবহার করছিনা তাই bip/whatsapp নাম্বার থাকলে একটু দিয়েন।

    • @mdnerobhossain.6288
      @mdnerobhossain.6288 Před rokem

      @@SyedJahir vi apnar number ta dan

  • @mdabdullahislam7812
    @mdabdullahislam7812 Před rokem

    ভাই মদিনা বিশ্ববিদ্যালয়ের ভর্তির‌ জন্য জিপিএ কত লাগবে।

  • @robiulislam2977
    @robiulislam2977 Před 2 lety

    ভাই শুধু কি এসএসসির সার্টিফিকেট দিয়ে ভর্তি হওয়া যাবে

  • @-redwanrawaha
    @-redwanrawaha Před 2 lety

    আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু ভাই। ফাজিল দিয়ে কি মাস্টার্স করা যায়?

  • @Iepuahmed
    @Iepuahmed Před rokem

    Vi ami apply korte chai,,,,amk aktu bebosta kore diben please,,,,,

  • @ArifHasan-kp5oo
    @ArifHasan-kp5oo Před 3 lety

    ভাইয়া, আমি ২০১৭ সালে আলিম পরীক্ষা দিয়েছি।আমি কি এখন আবেদন করতে পারবো?

    • @SyedJahir
      @SyedJahir  Před 3 lety

      Na, apni Masters er jonno apply korte parben

  • @Englishgrammarstudytogether123

    Ami varoter Murshidabad district er ami highschool e pori , ami ki vorti hte parbo

  • @mdnaimullah7432
    @mdnaimullah7432 Před 3 lety

    ভাইয়া আমি ssc দিয়েছি২০১৮, কারিগরি থেকে --এখন আমি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এ পড়ালিখা করছি, কিন্তু ইচ্ছে মদিনা ইউনিভার্সিটি তে পড়া __ সে ক্ষেত্রে কি আমার হবে __চলাফেরার জন্য ইসলাম এর প্রতি সেটুকু জানা আছে __ সে ক্ষেত্রে কি আমার হবে

    • @SyedJahir
      @SyedJahir  Před 3 lety

      B Sc ses koren aga. because tara 8 point er nicha neyna

  • @abunayeemkhan637
    @abunayeemkhan637 Před rokem

    Ami apner sathe jogajog korbo ki vabe

  • @asadalarabi3246
    @asadalarabi3246 Před rokem

    achcha vaiya sekhane jaoyar jonno khroc koto seta jodi bolen plz.

  • @sharabantahura5640
    @sharabantahura5640 Před 2 lety

    ভাইয়া, সব সুযোগ আলিয়া থেকেই হয়।কওমি লাইন থেকে কোন সুযোগ আছে কি?

    • @IsmailHossain-pe9re
      @IsmailHossain-pe9re Před 2 lety

      কওমি মাদ্রাসা থেকে পরা ওয়ালা মদিনায় অনেক গিয়েছে কিন্তু রেজাল্ট ভালো হতে হবে এবং যারা মদিনায় লেখাপড়া করেছে আহলে হাদিসের মাঝে অনেক শয়খ আছে মাদানী এদের সাথে যোগাযোগ করুন আসসালামুআলাইকুম