মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে চান? তাহলে অবশ্যই দেখুন!! মিশর | Egypt vlog 15

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • As salamu alaykum
    This is my first travel web series in Egypt, Where I stay 11 days in May 2021. In this episode I talked a student from Al Azhar University. He explained us, how can we proceed an admission process.
    আল আযহার সহ ইসলামী বিশ্ববিদ্যালয় গুলতে Scholarship পেতে আবেদনের জন্য যা করণীয়।
    ---------------------------------------
    যা যা লাগবে এক নজরে,
    দাখিল ও আলিম: (সার্টিফিকেট, মার্কসীট, টেস্টিমোনিয়াল) মোট ৬ টি।
    পাসপোর্ট
    মেডিক্যাল সার্টিফিকেট
    পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
    জন্ম সনদ + চেয়ারম্যান সনদ
    ন্যাশনাল আইডি কার্ড।
    তাযকিয়া ২ টি।
    অ্যারাবিক কোর্স সার্টিফিকেট।
    ছবি
    ---------------------------------------------------------
    * আলিম অথবা সমমান পরীক্ষার সার্টিফিকেট ও মার্কসীট। শিক্ষাবোর্ড কর্তৃক সত্যায়নের পর পর্যায়ক্রমে শিক্ষামন্ত্রনালয়, পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে সত্যায়িত করতে হবে।
    * চারিত্রিক সনদপত্র ( প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র) ইংরেজি Testimonial প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে।
    * জন্ম নিবন্ধন সনদপত্র। ইপি থেকে ইংরেজি Birth certificate সংগ্রহ করতে হবে।
    * মেডিকেল সার্টিফিকেট। নিজ জেলার সিভিল সার্জন থেকে সংগ্রহ করতে হবে।
    * তাযকিয়া (চারিত্রিক প্রশংসাপত্র) ২টি। যে কোন দুজন প্রসিদ্ধ আলেম অথবা যে কোন দু’জন মাদানী হতে ।(যা আরবীতে থাকে)।
    এগুলি নির্ভরযোগ্য অনুবাদ সেন্টার থেকে আরবীতে অনুবাদ করার পর নোটারী পাবলিক করে পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে সত্যায়ন করাতে হবে।
    * পাসপোর্ট
    * ছবি (চশমা ও টুপি বিহীন) আথবা সহ। ল্যাব থেকে সাদা Background করলে সবচেয়ে ভালো হয়।
    * Police Clearance Certificate যেটা নিজ থানা থেকে সংগ্রহ করতে হবে। (পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওরাই সত্ত্বায়িত করে দিবে।)
    অ্যারাবিক কোর্স সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। (আধুনিক ভাষা ইনস্টিটিউট অথবা জামেয়া ই আবু বকর এ ধরনের কোর্স প্রতিষ্ঠান থেকে)
    * National Id Card সংগ্রহ করতে হবে। হাতে না পেলে অনলাইন কপি হলেও চলবে। তাছারা যদি একদমই না থাকে তাহলে চেয়ারম্যান নাগরিক সনদ সংগ্রহ করতে হবে। ইংরেজিটাও নিতে হবে। এর সত্যায়িত করতে হবে।
    বি. দ্র. সব ডকুমেন্টগুল যেন সার্টিফিকেটের হুবহু অনুকরণে হয়। সমান্য (.) ডট যেন পরিবর্তন না হয়।
    *** আল আযহারের জন্য সব ডকুমেন্টগুলোর ইংরেজিতে হতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইট থেকে (বৃত্তি সংক্রান্ত তথ্যবলী) আবেদন সার্কুলার পাওয়া যাবে।
    *** প্রতি বছর Scholarship সমূহের এর আবেদন, সাধারণত অক্টোবর মাস থেকে শুরু হয়। যেমন, মাদিনা, উন্মুল কুরা, কিং সাউদ, নাজরান, তাবুক, মালয়েশিয়া ও তুরস্কের বিশ্ববিদ্যালয় গুলোতে।
    যাদের আলিম সার্টিফিকেট এখনো হাতে পাননি তারা মাদ্রাসা বোর্ড থেকে প্রভিশোনাল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
    * উল্লেখ্য যে, প্রার্থীকে অবশ্যই পাসপোর্ট ও সার্টিফিকেটের বয়স অভিন্ন হতে হবে এবং ২৫ এর মধ্যে থাকতে হবে।
    Keep in mind that this kind of nasheeds can never replace The Noble Quran!
    I am using only vocal hamming for my content.
    Track 1
    Title: Tranquil and Soothing Background Nasheed || Vocal Only
    Watch: • Tranquil & Soothing Ba...
    #আল_আজহার_বিশ্ববিদ্যালয়ে_পড়তে_চান#মিশরের_আল_আজহার_বিশ্ববিদ্যালয় #মিশর #আল_আজহার_বিশ্ববিদ্যালয়ে #ভর্তি_পদ্ধতি #কিভাবে_ভর্তি_হবেন #কায়রো #কিভাবে_আবেদন_করবেন #মিজানুর_রহমান_আজহারী

Komentáře • 174

  • @zayediqbal5362
    @zayediqbal5362 Před rokem +9

    আল্লাহ তা'আলা জোহরুল ইসলাম ভাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন এবং উনার মনের নেক তামান্নাগুলো পূরণ করে দেন। আমীন 🤲🏿

  • @monirulislam-xt9eo
    @monirulislam-xt9eo Před 14 dny

    আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব সুন্দর ভিডিও তৈরি করছেন ।অনেকের ভিডিও দেখেছি কিন্তু এতটা ভালো করে কেউ বলতে পারে নাই আপনি একজন দক্ষ ছাত্র এর কাছ থেকে ইনফর্মেশন গুলো দিয়ে আমাদের খুবই উপকার করলেন। বিশ্বের ভেতর নামকরা কয়টি বিশ্ববিদ্যালয় আছে এ বিষয়ে যদি একটু ভিডিও দিতেন এবং এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা এগুলো নিয়ে যদি বলতেন ভালো হতো ।আশা করি অনুরোধটা রাখবেন।

  • @IbrahimTurak-eq6lf
    @IbrahimTurak-eq6lf Před 9 dny

    Alhamdulillah Azharer Student 😊

  • @user-tz3wd2tt7q
    @user-tz3wd2tt7q Před 9 měsíci +4

    আমার ছোট ভাই নন স্কলারশিপে মিশরের আজহারে গিয়েছে আল্লাহ যেনো আমার ভাই ও সকল ছাত্র ছাত্রীকে হেফাজতে রাখেন আমিন

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 9 měsíci

      আমিন।

    • @AsrafulIslam-ue3qh
      @AsrafulIslam-ue3qh Před 7 měsíci

      নন স্কলারশিপে যাওয়ার পদ্ধতিটা জানাবেন ভাই

    • @munna954
      @munna954 Před 4 měsíci

      ভাই কি রকম টাকা খরচ হয়?

    • @gurishihad1747
      @gurishihad1747 Před 3 měsíci

      ভাই খরচ কেমন যায়?

  • @MdShahaAlam-jc5dq
    @MdShahaAlam-jc5dq Před 5 měsíci +1

    মাশাআল্লাহ এত সুন্দর কথার কেহ উত্তর দিতে পারবে মনে হচ্ছে না

  • @moukitchenwithvillagefood7147

    খুব উপকৃত হলাম।

  • @akmorsed67
    @akmorsed67 Před 10 měsíci +1

    জহিরুল ইসলাম বন্ধু দোয়া রইলো

  • @aleyarita9660
    @aleyarita9660 Před 3 lety +2

    Very good informative vlog

  • @raihanmediacenter4948
    @raihanmediacenter4948 Před 5 měsíci

    মাশা-আল্লাহ

  • @jahidulnazeef7320
    @jahidulnazeef7320 Před rokem +2

    جزاك الله خيرا

  • @beautyofneturebdofficial
    @beautyofneturebdofficial Před 3 lety +3

    Alhamdulillah

  • @tahminakhatun7849
    @tahminakhatun7849 Před rokem +5

    অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু শুনতে অনেক কষ্ট হলো

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před rokem

      দুঃখিত, সে সময় আমার ভয়েস রেকর্ডার ভালো ছিলোনা + আশপাশেও অনেক শব্দ ছিলো।

    • @md.javedmiah7461
      @md.javedmiah7461 Před rokem

      ​@@AzmalBiplob ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধ করে ভিডিও আপলোড করবেন।

  • @territoryoffaithofficial
    @territoryoffaithofficial Před měsícem

    مشالله ،

  • @mahafi5471
    @mahafi5471 Před rokem +1

    ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ভিডিও টা করার জন্য

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před rokem

      জাযাকাল্লাহ খায়ের ভাই।

  • @MdSagorMiah-gr7xu
    @MdSagorMiah-gr7xu Před 6 měsíci

    Masha Allah

  • @abirmedia2478
    @abirmedia2478 Před rokem +3

    জহির ভাইয়ের আর আমাদের বাড়ি এক জায়গায় তার আব্বুর নাম আবেদ খান।

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před rokem +2

      আলহামদুলিল্লাহ। খবই ভদ্রলোক জহির ভাই। তার উজ্জল ভবিষ্যতের জন্য দোয়ার ফরিয়াদ রইলো।

    • @user-ld4vj6mn2h
      @user-ld4vj6mn2h Před 11 měsíci +1

      আসসালামু আলাইকুম! ভাইয়া আমি কি জহির ভাইয়ার সঙ্গে যোগাযোগ করতে পারি? যদি আপনারা একটু সাহায্য করতেন অনেক বেশি উপকৃত হতাম।

    • @jakariaahmadjakir5235
      @jakariaahmadjakir5235 Před 3 měsíci

      আমিও যোগাযোগ করতে চাই।

  • @robiulislam-tp3gn
    @robiulislam-tp3gn Před rokem +2

    আলাদা সাউন্ড খুব বেশি হয়ে গেছে। তাই শুনতে কষ্ট হচ্ছে

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 8 měsíci

      জি ভাইয়া। এজন্য দুঃখ প্রকাশ করছি।

  • @serajulhalder6293
    @serajulhalder6293 Před 2 lety +3

    Akhon 3 mas holo madrasha te porche insha Allah misore porabo Allah Jeno dua Kabul Koren ameen

  • @mdomarfaruqsaqib6187
    @mdomarfaruqsaqib6187 Před rokem +1

    Masallah
    Thank you very much

  • @frplockopen3247
    @frplockopen3247 Před 2 lety +3

    মাসাআল্লাহ।

  • @SuhagChowdhury-lz7zj
    @SuhagChowdhury-lz7zj Před 8 měsíci +1

    আমিন

  • @ZakirHossain-gm1ie
    @ZakirHossain-gm1ie Před rokem +1

    আলহামদুলিল্লাহ

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před rokem

      ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ❤️❤️

  • @theblessing0
    @theblessing0 Před 2 lety +2

    ভাইয়া আমি ইন্ডিয়া থেকে বলছি, আমি এই 5 বছর ধরে চেষ্টা করছি আল আজহার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার, কিন্তু কোথাও যোগাযোগ করতে পারছি না,
    ভাইয়া আমি আপনার থেকে সাহায্য কামনা করি,
    আমি আপনার সাথে কথা বলতে চাই,

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety +3

      ঐ ভাইয়ের ফেসবুক আইডি দিচ্ছি। যোগাযোগ করবেন।
      facebook.com/johirulislamabedy

    • @user-su8ds8mb6o
      @user-su8ds8mb6o Před 2 lety

      @@AzmalBiplob ধন্যবাদ ভাই

  • @shamsulkabir
    @shamsulkabir Před rokem +3

    দুঃখিত অতিরিক্ত আওয়াজের জন্য আপনাদের কথাবার্তায় মনোনিবেশ করতে পারি নাই। ভবিষ্যতে খেয়াল রাখবেন ।

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před rokem +1

      ইন শা আল্লাহ ভবিষ্যতে লক্ষ্য রাখবো বিষয়টি। ধন্যবাদ।

  • @MD.Ridoy_khan01720
    @MD.Ridoy_khan01720 Před 8 měsíci +1

    এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য জেনারেল থেকে কি মাস্টার্সের জন্য আবেদন করা যাবে

  • @serajulhalder6293
    @serajulhalder6293 Před 2 lety +1

    Assalamu alaykum Amar akmatro sontan Akhon or boyes matro 10+amar Khub ichcha OK misor Al Azhar madrasha te porabo Allah Jeno Amar ichcha puron kore dua korben sobai ameen

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      আল্লাহ আপনার চেস্টা কবুল করবেন। আমিন

  • @abdullahalabid5322
    @abdullahalabid5322 Před rokem +1

    ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে কি আবেদন করা যাবে?
    পড়া লেখার পাশাপাশি কাজ করা যাবে?

  • @kadarkhan1753
    @kadarkhan1753 Před rokem

    Amin

  • @user-hv4uu7ns9b
    @user-hv4uu7ns9b Před 7 měsíci

    ভাইয়া আমি এবার ২০২৩ সালে আলিমে পরিক্ষা দিয়েছি,,, আমার আল আযহার বিশ্ববিদ্যালয়ে পড়ার অনেক ইচ্ছা,, কিন্তু আমি জানি না কিভাবে কি করতে হয়,, প্লিজ কোনো বড় ভাই আমাকে সাহায্য করবেন

  • @kolyakther8502
    @kolyakther8502 Před rokem +4

    মাশাআল্লাহ মাশাআল্লাহ আমিন

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před rokem

      জাযাকুমুল্লাহ খাইরান।

  • @user-lg2re1cx5o
    @user-lg2re1cx5o Před 9 měsíci

    আসসালামু আলাইকুম ভাইয়া মেয়েদের লেখা পড়া বিষয়ে একটি ভিডিও তৈরি করেন।

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 8 měsíci

      ওয়া আলাইকুম সালাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি এবিষয়ে এতোটা জানি না। আমি মিশরে গেলে আবার বিশেষ কাউকে নিয়ে নতুন ভিডিও করার চেস্টা করবো। ইন শা আল্লাহ।

  • @futgoat4841
    @futgoat4841 Před rokem

    Daily life niye video cai

  • @Shayla_Akter.
    @Shayla_Akter. Před 2 lety +2

    ماشاءالله
    اللهم امين

  • @neyamotullah3697
    @neyamotullah3697 Před 2 lety +1

    Assalamu Alaikum brother, can you tell me about Al Azhar university's course or subjects,I wanna be a Hafiz after going to there,can i

  • @kumkumm7592
    @kumkumm7592 Před rokem

    Vaiya aktu somoiden vai pls hefjo ses kore ki okhane porar bebosta ace vai

  • @abdulkayum6447
    @abdulkayum6447 Před 2 lety

    Admission criteria aktu bolbe ami India thake bolchi amar bhai Quran a Hafiz .kub icca oi University te admission nawar jonno

  • @osamabillahkhandokar
    @osamabillahkhandokar Před 2 lety +3

    As-salamu alaikum,,, ভাই আমি ২০২১ সালে আলিম পাশ করেছি,,, এখন এই মুহূর্তে আমার করনীয় কী আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety +2

      আস সালামু আলাইকুম ভাই। এটা এই ভাইয়ের ফেসবুক আইডি। আপনার প্রশ্নটি এখানে করুন।
      facebook.com/johirulislamabedy

    • @osamabillahkhandokar
      @osamabillahkhandokar Před 2 lety +1

      Ok vaiya... Jaja-ka-allah koiran sukriya

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety +1

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনার মনের আশা পূরন করবেন। আমিন।

    • @osamabillahkhandokar
      @osamabillahkhandokar Před 2 lety

      @@AzmalBiplob ❤️ ছুম্মা আমিন 🤲 ইন-শা-আল্লাহ 🤲

    • @osamabillahkhandokar
      @osamabillahkhandokar Před 2 lety

      @@AzmalBiplob ভাই চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখলাম,,, আশা করি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির আরো আপডেট তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন,,,

  • @ismailhouqe300
    @ismailhouqe300 Před 9 měsíci

    ভাই আমি ছোট আমার বয়স১৪ বছর কিন্তু আমার আজহার বিশ্ববিদ্যালয় পরার খুব ইচ্ছা আমি বর্তমান জেনারেল ক্লাস নাইন এ পড়ি আমি কি করলে আল আজহারে সুযোগ পাবো একটু জানাবেন প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 8 měsíci

      ইউটিউবে আরো ভিডিও দেখুন ভাই। আর নিজেকে তৈরী করুন। আল্লাহ রাব্বুল আল আমিন এর কাছে দোয়া করুন।
      আল্লাহ আপনাকে সাহায্য করুন।

  • @masumahmed-nf2wp
    @masumahmed-nf2wp Před 3 lety +1

    আস্সালামু আলাইকুম
    ভাই বাংলাদেশ থেকে ফাযিল অনার্স শেষ করে এখানে কি মাষ্টার্স পড়া যাবে?
    যদি কেউ মিশরে ভাষা কোর্স করতে চায় তাহলে কতটুকু যোগ্যতার প্রয়োজন এবং কিভাবে বাংলাদেশ থেকে যেতে হয়?
    উত্তর দিয়ে সহযোগিতা করলে অনেক উপকার হবে? আপনার নেক হায়াত কামনা করি।

    • @beautyofneturebdofficial
      @beautyofneturebdofficial Před 3 lety +1

      ওয়ালাইকুম আসসালাম,
      আল আজহারে মাস্টার্সে ভর্তি হওয়ার সুযোগ নেই,
      ভাষা কোর্স করার জন্য প্রথম যোগ্যতা হলো আরবি ভাষার যোগ্যতা থাকা এবং কাগজপত্র ঠিক মত থাকা। আলিম পাশ হতে হবে।

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 3 lety +1

      ধন্যবাদ ভাই।

  • @mdsamiul4764
    @mdsamiul4764 Před 2 lety

    ভাইয়া SSC ও HSC তে পয়েন্ট কেমন লাগবে,,,,আর কতো বছর বয়স প্রজন্ত আবেদন করতে পারবো,,,,জদি জানাতেন উপকৃত হতাম

  • @muhammadmikdad14
    @muhammadmikdad14 Před 2 lety

    আসসালামু আলাইকুম!!ভর্তি যোগ্যতা কেমন যদি বলতেন অনেক উপকৃত হতাম।

  • @mmabdullah8689
    @mmabdullah8689 Před 2 lety +1

    ভাই লোগা বিষয় পড়তে হলে কি করনিয়

  • @Adnansiddiq156
    @Adnansiddiq156 Před rokem

    Qawmi madrasar theke kivabe ASA jabe

  • @FoysalWaz
    @FoysalWaz Před rokem

    ভাই, দাখেল আলেমে রেজাল্ট কত লাগবে?
    দয়া করে একটু জানাবেন

  • @MdSadik-th8fc
    @MdSadik-th8fc Před 10 měsíci

    ভাই একটু জানায়েন

  • @gamingwithmahatir82
    @gamingwithmahatir82 Před 2 lety +1

    Sobai ki jete parbe? And alim pass korar sate sate jawa jbe?

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      Ji vaiya jete parben jodi requirements fulfill koren sob. jazakAllah

  • @user-oy6pz4rb3e
    @user-oy6pz4rb3e Před 11 měsíci

    পিরোজপুরে কোথায় ভাইয়ের বাড়ি ওনার সাথে আমি যোগাযোগ করতে চাই

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 8 měsíci

      উনাকে fb তে পাবেন, তার নাম লিখে খুঁজবেন। ইন শা আল্লাহ।

  • @user-sf1qi4mu9e
    @user-sf1qi4mu9e Před 2 lety +1

    ভাই আমার একটা বিষয় জানার ছিল। সেটি হলো, যদি কেউ স্কলারশীপের আবেদন করার পর স্কলার না পায়, তাহলে তার জন্য কি ঐ একই বছরে মিশরে গিয়ে ব্যক্তিগত খরচে পড়ার সুযোগ থাকবে কি না?

  • @AgainsTIzlaM
    @AgainsTIzlaM Před 2 lety +1

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ভাই। আমি এবার এইচএসসি দিলাম। কিভাবে আবেদন করব???
    ওয়েবসাইট লিংক আছে কোনো?
    জাযাকাল্লাহু খাইরান

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতু্লাহভাই। এভ্লগে সমস্ত তথ্য পেয়ে যাবেন ভাই।
      studyegypt.blogspot.com/2018/03/applying-for-al-azhar-university.html?m=1

  • @sofiqulalam3096
    @sofiqulalam3096 Před 2 lety +1

    Bhaiya alim 2020 a dei,,,akhon ami koto sal porjonto abedon korte parbo? Jodi 2022 amar abedoner sesh somoy hoy tahole olpo somoy a ato kicu ki vabe sikhbo?

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      ঐ ভাইয়ের ফেসবুক আইডি দিচ্ছি। যোগাযোগ করবেন। ধন্যবাদ।
      facebook.com/johirulislamabedy

  • @MdObaidullah-dh1vp
    @MdObaidullah-dh1vp Před 7 měsíci

    ভাই আমার ২০০২ সালে জন্ম আমি আবেদন করতে পারবো কি

  • @user-qv9jf4vs7l
    @user-qv9jf4vs7l Před rokem

    ভাইয়া,ইলমুল কিরাত বিভাগে পরতে হলে কি করতে হবে

  • @ruhanakhushy1835
    @ruhanakhushy1835 Před 2 lety +1

    ভাইয়া বাংলাদেশ থেকে এইসএসসি পাশ করে কিভাবে আল আজহারে যাওয়া সম্ভব??

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      প্রক্রিয়াটা ভ্লগে বলা হয়েছে আপু। আবার দেখুন এবং সকল কমেন্ট পড়ুন।

  • @mdtanvirhasan866
    @mdtanvirhasan866 Před rokem

    ভাই নিজ খরচে পড়তে হলে GPA কত লাগবে?
    দয়া করে জানাবেন।

  • @gulshanara7385
    @gulshanara7385 Před rokem

    ভাইয়া আল আজহার ইউনিভার্সিটি তে ফোন থাকবে??

  • @mdhasnainahmmed3038
    @mdhasnainahmmed3038 Před 2 lety

    Mera Porte parbe janaban Ami akjon mahila alim parikrati 2022

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      Meyeder jonno different campus ache Apu.

  • @blackteamblackteam6297
    @blackteamblackteam6297 Před 2 lety +1

    general line theke non scholarship a porte caile ki arabic language jante hobe?

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      Ji vai, fluently arabic jante hobe..

    • @shalinashely9379
      @shalinashely9379 Před 2 lety +1

      General line e porle to arbi janbena, she khetre English language e porte parbe ki?

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      or Al azhar e arabic course korte hobe.

  • @m.ahosanulkobir3647
    @m.ahosanulkobir3647 Před 2 lety +1

    ভাইয়া আমি জেনারেলের বিজ্ঞান বিভাগে লেখা পড়া করছি আমি কি IA পড়ার জন্য কি করতে পারি যদি বলতেন

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety +1

      জেনারেল লাইন থেকেও পড়া যায় এখানে, ভিডিওতে বলেছেন। আপনি মেসেন্জারে যোগাযোগ করতে পারেন, একই নামে।

    • @m.ahosanulkobir3647
      @m.ahosanulkobir3647 Před 2 lety +2

      ফেসবুকের

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      @@m.ahosanulkobir3647 জি ভাই

  • @imranhossan3785
    @imranhossan3785 Před rokem

    পিরোজপুরের কোন যায়গা

  • @kawsarhawlader1339
    @kawsarhawlader1339 Před rokem

    Vai misor jaite koto taka lagbe.....

  • @MdSadik-th8fc
    @MdSadik-th8fc Před 10 měsíci

    সুদু হাফেজ হলে কি পড়া জাই

  • @jannatulferdousi5399
    @jannatulferdousi5399 Před 2 lety +1

    আসসালামু আলাইকুম...
    মেয়েরাও কি পড়তে পারে?

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety +1

      ওয়া আলাইকুম সালাম
      মেয়েদের পৃথক ব্যবস্থা আছে আপু। তাদের ওয়েবসাইটে বিস্তারিত জানতে পাবেন।

  • @sharifulalam7107
    @sharifulalam7107 Před 2 měsíci

    ভাইসাব যদি বলবেন এখান থেকে পাশ করার পরে কর্মসংস্থান কিভাবে হবে এদের কোথায় এদের কর্মসংস্থান হয় সাধারণত?

  • @mdsakhaoyat3161
    @mdsakhaoyat3161 Před 2 lety +1

    phd করার সুযোগ আছে?? ব্যাগরাউন্ট সাউন্ড না দিলে ভাল হয়!!

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      Phd korte parben in sha Allah. only vocal nasheed use korechi vai. no instrument is used here.

  • @paintcrafts6266
    @paintcrafts6266 Před rokem +1

    ব্যাকগ্রাউন্ডে টিউন এদ করার কি দরকার ছিলো। টিউন এর জন্য ভালো করে শুনা যাচ্ছে না কথাগুলো

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před rokem

      এখন আর কোন টিউন দিচ্ছি না। ধন্যবাদ দেখার জন্য।

  • @msrahmanibangladeserkhelak9818

    পড়াশুনার পাশাপাশি কি ইনকামের সুযোগ আছে নাকি

  • @emdadullah9425
    @emdadullah9425 Před rokem +1

    থাকা খাওয়াতো 10000 টাকা বহুত বেশী এতোটাকা দিয়ে কিভাবে পড়বো

  • @imranhridoy8953
    @imranhridoy8953 Před 2 lety

    Admit hote gele Dakhil o alim mile GPA koto point lagbe? Jante chai.

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      8.5 lagbe r 2019 saler pore pash hote hobe.

    • @imranhridoy8953
      @imranhridoy8953 Před 2 lety

      @@AzmalBiplob ওইখানে কি ইন্টারমিডিয়েট এ সহ ভর্তি হওয়া জাবে ভাই?

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety +1

      @@imranhridoy8953 general line e pora jay may b. video te bola ache vaiya

    • @saifullahkhan2736
      @saifullahkhan2736 Před 2 lety

      @@AzmalBiplob আমার SSC @HSC tay 3,70
      3,71 acay.ami ki বেসরকারীভাবে পড়তে পারবো?

  • @SalmaAkter-ok4ze
    @SalmaAkter-ok4ze Před 2 lety +1

    আমার বাচ্চারা হিফয শেষ করছে। আমি ওদের স্কুল পযায়ে পড়াতে চাই।আল আযহার আন্ডারে স্কুল ভর্তির কোন লিন্ক দিতে পারববেন কি???

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety +1

      আস সালামু আলাইকুম বোন
      ভ্লগ দেখার জন্য ধন্যবাদ। আপনি কি বাংলাদেশে আল আযহার এর অধীনে পরিচালিত কোন স্কুল আছে কিনা জানতে চাইছেন?
      এ বিষয়ে কিছু বলতে পারছি না।
      আপনি ফেসবুকে আল আযহারের ছাত্রদের কিছু গ্রুপ আছে, সেখানে প্রশ্নটি রাখতে পারেন।
      আপনার বাচ্চাদের এবং আপনার পরিবারের সবার জন্য শুভ কামনা রইলো।

  • @QuranicJourney_185
    @QuranicJourney_185 Před rokem

    Alim mana ki maulana pass

  • @mdelias5989
    @mdelias5989 Před 2 lety +1

    ভাইয়া আমি কওমি মাদরাসার ছাত্র আমি সরহে বিকায়া শেষ করে আল আযহারে পড়তে চাই আমি কি ভর্তি হতে পারবো কি না দয়া করে জানা বেন

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      আস সালামু আলাইকুম ভাই। ঐ ভাইকে মেসেন্জারে মেসেজ করুন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। লিংক facebook.com/johirulislamabedy

  • @user-ps3pl5oh2o
    @user-ps3pl5oh2o Před 2 lety

    ভাই,,আসসালামু আলাইকুম, ভাইয়া এখন নন স্কলারশিপে জেতে চাই,,তাহলে কত টাকা লাগতে পারে,, একটু জানালে উপকৃত হতাম ভাই।। ভাই যদি একটু বলতেন,আমি এখন ইন্টারমিডিয়েট পরিক্ষা দিয়েছি ভাই মাদ্রাসায় থেকে,, এখিন আমার কি করা উচিত ভাই

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      ওয়া আলাইকুম সালাম ভাই।
      আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য কোন ফি পরিশোধ করতে হয় না। শুধু আপনার থাকা খাওয়া খরচ বাবদ মাসিক ৮/১০ হাজার টাকার প্রয়োজন হবে। আপনার সমস্ত প্রয়োজনীয় কাগজ আরবিতে অনুবাদ করে সত্যায়িত করে অনলাইনে আবেদন করবেন।
      সাব্সক্রাইব করে পাশে থাকবেন।
      ধন্যবাদ।

    • @user-ps3pl5oh2o
      @user-ps3pl5oh2o Před 2 lety

      @@AzmalBiplob ভাই আমি যেতে চাচ্ছি এখন আমার করনীয় কী? যদি ভাই একটু বুজিয়ে বলতেন ভাই,, খুভই উপকৃত হতাম ভাই

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      @@user-ps3pl5oh2o সমস্ত প্রয়োজনীয় কাগজ অনুবাদ করে অনলাইনে আবেদন করবেন। অবশ্যই ইন্টার মিডিয়েট অথবা আলিম পাশ হতে হবে। প্রয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের সাহায্য নিতে পারেন। ধন্যবাদ ভাই।
      আল্লাহ আপনাকে সাহায্য করবেন।

    • @user-ps3pl5oh2o
      @user-ps3pl5oh2o Před 2 lety

      @@AzmalBiplob ভাই আমি এই বছর আলিম পরিক্ষা দিয়েছি বুজলেন ভাই,,এখন আমার কি কি লাগতে পারে শুধু এই টুকু বললেই ভাই চলবে, যদি ভাই আপনি কষ্ট না নিয়ে একটু হেল্প করতেন ভাই, অনেক উপকারে আসত ভাই

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      @@user-ps3pl5oh2o নম্বর পত্র, সনদ শিক্ষা মন্ত্রনালয় বা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সত্যায়িত করে অনলাইনে আবেদন করবেন ভাই।

  • @user-pe8mr2cq4z
    @user-pe8mr2cq4z Před 2 lety +1

    ভাই আমার ছোটো ভাই হেফজো শেষ করেছে এখন মাওলানা লাইনে পরছে,,,আমি ওকে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াতে চাই,,, ওই ভাইয়ের imo নাম্বার টা দিলে খুব খুশি হতাম

  • @m.ahosanulkobir3647
    @m.ahosanulkobir3647 Před 2 lety

    ভাইয়া আপনার সাথে কিছু পার্সোনাল কথা ছিল আল-আজহার ভর্তি হওয়া সম্পর্কে সেই তথ্যটা ভিডিওতে পায় না এজন্যই কথা বলতে চাচ্ছিলাম নাম্বারটা দেন ভাইয়া

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      মেসেন্জারে যোগাযোগ করুন ভাই। একই নামে খুঁজবেন।

  • @m.ahosanulkobir3647
    @m.ahosanulkobir3647 Před 2 lety +2

    ভাই বলল যে ৮০০০- ১০০০০ টাকার কতা বলল এটা কি বাংলাদেশী টাকার কথা

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      জি ভাইয়া, মিশরে খরচ অনেক কম। বাংলাদেশ থেকেও সস্তা।

  • @smr202.
    @smr202. Před 4 měsíci

    ভাই ওনার সাথে একটু কানেক্ট করে দেন প্লিজ

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 3 měsíci

      ওনার কন্টাক্ট নাম্বার আমার কাছে নাই ভাই। দুঃখিত।

  • @md.farhadhossain1581
    @md.farhadhossain1581 Před 2 lety +1

    কামিল পাস করার পর কি ভর্তি হওয়া যায়।

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      ভর্তি হওয়া যায় তবে খুব কঠিন হবে।

    • @md.farhadhossain1581
      @md.farhadhossain1581 Před 2 lety

      নিজ খরচে হতে চাইলে পরব কি।

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      @@md.farhadhossain1581 পারবেন, তবে আপনাকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১/২ বছর পড়তে হবে আরবি ভাষার দক্ষতা অনুযায়ী অনার্স পর্যায়ে পড়ার আগে। সরাসরি মাস্টার্স করার সুযোগ নাই।

    • @md.farhadhossain1581
      @md.farhadhossain1581 Před 2 lety +1

      আমাকে আপনার ইমু নাম্বার টি দিতে পারবেন ভাই,আমি উপকৃত হব, ইনশাআল্লাহ।

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      আমার ইউটিউব নামেই মেসেন্জার আছে। আপনি যোগাযোগ করবেন। আর সাব্সক্রাইব করে পাশে থাকবেন ভাইজান।

  • @QuranicJourney_185
    @QuranicJourney_185 Před 2 lety

    Intermediatea mana ki class 12

  • @imranhossan3785
    @imranhossan3785 Před rokem

    ভাই ওনার পেসবুক লিংকটা দিলে ভালো হতো

  • @mdsayeedahmadattari9087
    @mdsayeedahmadattari9087 Před 2 lety +1

    ভাইজান মিসর যাওয়া আসার ভাড়া কত টাকা লাগে।

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      ভাইজান ঢাকা থেকে কায়রো আসা যাওয়া বর্তমান সময়ে আনুমানিক ৬০০০০ টাকা হবে। ধন্যবাদ।

  • @m.ahosanulkobir3647
    @m.ahosanulkobir3647 Před 2 lety +2

    বা নাম্বারটা দিতেন

  • @raselahmod7113
    @raselahmod7113 Před 2 lety +1

    আরবি ভাষা কোর্সের নাম একটু বলেন

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      ভাইয়ার মেসেন্জার্ যোগাযোগ করুন। আর চ্যানেলটি সাব্সক্রাইব করবেন। facebook.com/johirulislamabedy

  • @imranhossan3785
    @imranhossan3785 Před rokem +1

    ভাইয়ের ফোন নাম্বার টা জরুরি

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před rokem

      উনার কোন নাম্বার সংগ্রহে নাই ভাই। দুঃখিত।

  • @hafezgiasuddinqadri1448
    @hafezgiasuddinqadri1448 Před 2 lety +1

    ভাইটির ফেসবুক আইডি দিলে উপকৃত হতাম।

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      facebook.com/johirulislamabedy
      ধন্যবাদ ভাই।

  • @angelfahimaaktar3412
    @angelfahimaaktar3412 Před 2 lety +1

    ভাইয়া আমি আপনাকে একটি পস্ন করতে চাই সেটি হলো যে আমার ছেলের এখন চার বছর তো এখন ওকে কিভাবে পডাশুনা করাবো আর আমার অনেক আসা যে আমার ছেলেকে আমি মিজানুর রহমান আজহারির মত পডাশুনা করাবো আমার ছেলে মাফিল করবে তো কথাটি হচ্ছে যে ছোটো থেকে খডে উঠাতে হবে কিভাবে সেটি বলবেন পিলিজ

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety +1

      আসসালামু আলাইকুম বোন,
      ধন্যবাদ ভ্লগটি দেখার জন্য। অবশ্যই মাদ্রাসা থেকে দাখিল এবং আলিম পাশ করবে, পাশাপাশি আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। এরপর মদিনা বা আল আজহারে পড়তে চেস্টা করবে সে। সঠিক দ্বীনের শিক্ষা ছোটবেলা থেকে দিবেন আশা করছি। কোরআন এবং হাদিস নির্ভর জীবন গড়তে তাকে সাহায্য করবেন।
      আল্লাহ আপনার পরিবারকে দ্বীনের পথে কবুল করুন। আমিন।

    • @angelfahimaaktar3412
      @angelfahimaaktar3412 Před 2 lety

      @@AzmalBiplob ভাইয়া আলিম মাদরাসায় নাকি কাওমি মাদরাসায় ভতি করবো বলবেন পিলিজ আর একটি কথা সেটি হলো যে আল আজহার বিশ্ববিদালয় কত বছর পড়তে হবে

    • @ayeshasiddika1775
      @ayeshasiddika1775 Před 7 měsíci

      মাশাআল্লাহ

  • @islamsaiful6561
    @islamsaiful6561 Před 2 lety

    ভাই আপনি চাত্রর ভাইয়ের নাবার টা দিতে পার বেন

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      আমি এ নামের কাউকে চিনি না ভাই। দুঃখিত।

    • @islamsaiful6561
      @islamsaiful6561 Před 2 lety

      @@AzmalBiplob ভাই আমার ভর ভাই আল আজাহারে পরতে চাই তাই অই ভাইয়ের নাম্বার টা চাইচিলাম

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      এটা ঐ ভাইয়ের ফেসবুক আইডি তার মেসেন্জার্ যোগাযোগ করুন। তার কোন নাম্বার আমার কাছে নাই।
      facebook.com/johirulislamabedy

  • @user-cf4jb5fk7k
    @user-cf4jb5fk7k Před 6 měsíci

    Bay tomar nambar daw

  • @tanjilasultana4775
    @tanjilasultana4775 Před rokem

    মহিলা রা ভর্তি হতে পারবে

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před rokem

      পারবে। মহিলাদের জন্য পৃথক অনুষদ আছে।

  • @ronyahmedmitumoniislam9406

    Alhamdulillah

    • @AzmalBiplob
      @AzmalBiplob  Před 2 lety

      জাযাকাল্লাহু খাইরান।

  • @msrahmanibangladeserkhelak9818

    পড়াশুনার পাশাপাশি কি ইনকামের সুযোগ আছে নাকি