Tej Kobita | তেজ কবিতা | Debabrata Singha Kobita | দেবব্রত সিংহ | Salma Subah Prionti |কবিতা আবৃত্তি

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • কবি দেবব্রত সিংহের "তেজ" কবিতাটি একজন প্রত্যন্ত অঞ্চলের মেয়ে সাঁঝলির এক অসাধারণ গল্প। সাঁঝলির বাবার শিক্ষার প্রতি তাকে উৎসাহিত করা, তার হাজারো বাধা পেরোনো এবং সর্বস্তরে শিক্ষা পৌঁছে দেয়ায় সাঁঝলির অকুণ্ঠ তাড়না এ কবিতাটির মূল প্রেরণা।
    আবৃত্তিঃ সালমা সুবাহ প্রিয়ন্তী
    কবিতাঃ তেজ
    কবিঃ দেবব্রত সিংহ
    চিত্রায়নঃ তকী তাজওয়ার রহমান
    তেজ
    -দেবব্রত সিংহ
    আমি জামবনির কুঁইরি পাড়ার শিবু কুঁইরির বিটি সাঁঝলি বটে।
    কাগজওয়ালারা বইললেক,
    “উঁ অতটুকু বইললে হবেক কেনে?
    তুমি এবারকার মাধ্যমিকে পত্থম হইছ।
    তোমাকে বইলতে হবেক আরো কিছু।
    টিভিওয়ালারা বইললেক,
    তুমি খেতমজুরের মিয়া,তুমি কি করে কামিন খাইট্যা মাধ্যমিকে পত্থম হলে বলো দিকি!সেটা তোমাকে বলতে হবে খুলে...
    পঞ্চায়েতের অনি বৌদি, পধান, উপপধান, এইমেলে, এম.পি-
    সব একেবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির কুঁইড়াঘরে।
    জামবনি ইস্কুলের হেডমাস্টর
    কোন বিহান বেলায় টিনের আগর খুইলে,
    হেইকে, ডেইকে, ঘুম ভাঙাই- খবরটা যখন পথম শুনালেক
    তখন মাকে জড়াই শুয়ে ছিলুম আমি।
    কুঁড়াঘরের ঘুটঘুইটা আঁধারে হেডমাস্টার মশাইরে দেইখে
    মায়ের পারা আমিও চোখ কচালে হাঁ - হয়ে ভাইবে ছিলেম।
    একি স্বপুন দেখছি নাকি
    স্যার বইললেক, এটা স্বপুন লয়, স্বপুন লয়, সত্যি বইটে।
    কথাটো শুইনে কাঁদে ভাসায়ে দিয়ে ছিলুম আমরা দু'মা বিটি।
    আজ বাপ বাঁচে থাইকলে
    আমি মানুষটাকে দেখাইতে পাইত্থম। দেখাইতে পাইতত্থেম বহুত কিছু-
    আমার বুকের ভিতর
    যে তেজালো সইনঝা বাতিটা জ্বালায়ে দিয়েছিল মানুষটা।
    সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁইড়া ঘরটাকে আলো কইরেছে।
    সেটো দেখাইতে পাইত্থম।
    আপনারা বইলছেন বটে
    “তুমাদের মতো মেইয়ারা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে।”
    কথাটা খুবই সত্যি, কিন্তু
    উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই।
    খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস।
    বহুত দম লাগে। বহুত ত্যাজ লাগে…
    আমি জামবনির কুঁইরি পাড়ার শিবু কুঁইরির বিটি সাঁঝলি।
    যখন থেকে হুঁশ হইছে তখন থেকে শুইনে আসছি
    “বিটি না মাটি’
    ঠাকুমা বইলথক্,
    পরের ঘরে হেঁইসেল ঠেইলবেক্ তার আবার লিখাপড়া।
    গাঁয়ের বাবুরা বইলথক্
    "তুই কুইড়িপাড়ার বিটি ছিলা, তর কামিন খাটা ছাড়া গতি কি"
    বাপ বইলথক,
    “দ্যাখ সাঁঝলি - মন খারাপ কইরলি তো হেইরে গেলি।
    শুন যে যা বইলছে বলুক্। সে সব কথা এক কানে সিমহালে
    আর এক কানে বার কইরে দিবি।"
    তখ্যান বাবুপাড়ার কুচিল দেঘইর‍্যা ঘরে কামিন খাইটতক মা।
    ক্ষয় রোগের তাড়সে-মায়ের গতরটা ভাঙে নাই অতোটা।
    মাঝে মইধ্যে জ্বরটর আইত বটে, জ্বর এলে মা
    চুপচাপ এঙনাতে তালাই পাইতে শুইয়ে থাইকতো।
    মনে আছে সে ছিল এক জাঁড় কালের সকাল।
    রোদ উঠেছিল ঝলমলানি।
    ঝিঙা ফুলা রোদ।
    আমি সে রোদে পিঠ দিয়া গা দুলাই পড়ছিলাম
    ইতিহাস…
    কেলাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস।
    দেঘইর‍্যা গিন্নি লোক পাঠাইছিল বারকতক।
    মায়ের জ্বর, সে তারা শুইনতে নাই চায়!
    আমাদের দিদি বুঢ়ি তখনো বাঁইচে।
    কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়হি দিয়ে বিড়ি ফুকছিল বুড়হি।
    শেষতক্ বুড়হি সেদিন পড়া থেকে উঠাই
    মায়ের কাইজ টুকুন কইরতে পাঠাই ছিল বাবু ঘরে।
    পুরানো ফটক ঘেরা উঠান-অতোবড়ো দরদালান- অতোবড়ো বারান্দা,
    সব ঝাঁট ফাট দিয়ে সাফ সুতরো করে আসছিলুম চইলে,
    দেঘইর‍্যা গিন্নি নাই ছাইড়ল্যাক, একগাদা এটাকাটা-জুঠা বাসন
    আমার সামনে আইনে ধইরে দিলেক। বইল্লুম
    “আমি তোমাদের জুঠা বাসন ধুইতে লাইরবো,”
    বাবু গিন্নির সেকি রাগ’-
    “কি বইল্লি তুই যতবড়ো মু লয় তত বড়ো কথা? জানিস,
    তর মা, তর মায়ের মা, তার মায়ের মা সবাই এতক্কাল
    আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গ্যালো
    আর তুই আমাদের জুঠা বাসন ধুইতে লাইরবি!”
    বল্লুম “হ আমি তোমাদের জুঠা বাসন ধুইতে লাইরবো।
    তোমরা লোক দেখে লাওগা। আমি চইল্লোম”
    কথাটো বইলে গটগট গটগট কইরে বাবু গিন্নির মুখের সামনে
    আমি বেড়োই চইলে আইলম।”
    তা বাদে সে লিয়ে কি কাইন্ড। কি ঝাম্যালা।
    বেলা ডুবলে মাহাতোদের ধান কাট্টে বাপ ঘরে ফিরে আইলে
    দুপাতা লিখাপড়া করা লাত্নির ছোট মুখে বড়ো থুতির কথা
    সাতকাহন কইরে বইলেছিল দিদি বুড়হি।
    মা কুনো রা কাড়ে নাই।
    আঘর মাসের সইন্ ঝা বেলায় এঙ্গ্নাতে আগুন জ্বেইলে
    গা-হাত-পা সেঁকছিল মা।
    একমাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা
    ঝইলকে উঠেছিল আগুনের আঁচে।
    আমি বাপের অমুন চেহারা কুনোদিন দেখি নাই।
    বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাইছে ডেইকে
    মাথায় হাত বুলাই গম্ গমা গলায় বইলেছিল -
    যা কইরেছিস্! বেশ্ কইরেছিস্।
    শুন্, তর মা, তর মায়ের মা, তার মায়ের মা- সবাই কইরেছে কামিনগিরি।
    বাবুঘরে গতর খাটাই খাইয়েছে। তাইতে হইছে টা কি।
    তাতে হইছে টা কি! ই-কথাটো মনে রাখবি সাঁঝ্লি,
    তুই কিন্তু কামিন হবার লাগে জম্মাস লাই।
    যত বড় লাট সাহেবই হোক কেনে কারু কাছে মাথা নুয়াই
    নিজের ত্যাজ বিকাবি লাই।
    এই ত্যাজ টুকুর ল্যাইগে লিখাপড়া শিখাচ্ছি তুকে।
    না হলে আমাদের মতো হা-ভাতা মানুষের ঘরে আর আছে টা কি?”
    আমি জামবনির কুঁইরি পাড়ার শিবু কুইরির বিটি সাঁঝলি,
    কবেকার সেই কেলাস সেভেনের কথা ভাবতে যায়ে
    কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখুন কি যে বলি…
    **Contact with us for full lyrics **
    Please like, comment, and subscribe. Your support is my power. Stay tuned for more amazing recitations and share my channel and videos. Thank you❤
    Subscribe to my Channel: www.youtube.co....
    Facebook: / salmasubah.p.. .
    Mail: salmasubahprionti@gmail.com
    #Tej
    #Debabrata_Singha
    #Ancholik_Kobita
    #Bangla_Kobita

Komentáře • 25

  • @KobitarMela-
    @KobitarMela- Před měsícem

    ❤❤❤❤❤ অসাধারণ কবিতা। আর অসাধারণ তার আবৃত্তি। মাঝে মাঝে এই কবিতা শুনতে আসবো। 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏

    • @salmasubahprionti
      @salmasubahprionti  Před měsícem

      অসংখ্য ধন্যবাদ ❤️ পাশে থাকার জন্য সবসময় আমন্ত্রণ রইলো💕

  • @runaskitchen-3695
    @runaskitchen-3695 Před 3 lety +1

    আঁধার পেরিয়ে স্নিগ্ধ পূর্ণিমার আলোয় ভরে গেলো "মা" তোমার সুন্দর আবৃত্তিতে🌷❣️🦋

    • @salmasubahprionti
      @salmasubahprionti  Před 3 lety +2

      অসংখ্য ধন্যবাদ আন্টি❤️ এতো সুন্দর করে বলার জন্য💖

    • @runaskitchen-3695
      @runaskitchen-3695 Před 3 lety +1

      @@salmasubahprionti তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর আবৃত্তি উপহার দেওয়ার জন্য। শুভ কামনা ও ভালবাসা রইলো মা❣️🌹

    • @salmasubahprionti
      @salmasubahprionti  Před 3 lety

      আপনাকেও অনেক ধন্যবাদ সব সময় এভাবে পাশে থাকবার জন্য❤️

  • @ashrafulislam4075
    @ashrafulislam4075 Před 2 měsíci +1

    Ekta ghotonar bornona abritti die eto shundor vabe prokash kora shomvob na shunle bishwas hoto na. Oshadharon abritti.

  • @sabihamahmud9135
    @sabihamahmud9135 Před 3 lety +2

    Etoooo sundor hoyeche Guru ❤️❤️❤️❤️khub vhalobasha!!!!

  • @ashrafulislam4075
    @ashrafulislam4075 Před 3 měsíci +1

    Very nice expression.One of the best.

    • @salmasubahprionti
      @salmasubahprionti  Před 3 měsíci

      অসংখ্য ধন্যবাদ আব্বু❤️😊

  • @selinaarjumand7190
    @selinaarjumand7190 Před 3 lety +1

    অসাধারণ হয়েছে মা তোমার প্রথম আঞ্চলিক কবিতা♥️ keep it up!

  • @shanzidanigar5816
    @shanzidanigar5816 Před 10 měsíci +1

    খুব সুন্দর 💗

  • @akmmainulhossain3432
    @akmmainulhossain3432 Před 3 lety +1

    Outstanding, Prionti!
    Glad to see you after two months.

  • @nishatlira4897
    @nishatlira4897 Před 3 lety +1

    Onek beshi sundor ❤️

  • @shuprovamahit7326
    @shuprovamahit7326 Před 3 lety +1

    Khub shundor hoise shonar meye❤❤

  • @rabbyislam6992
    @rabbyislam6992 Před 3 lety +1

    এত সুন্দর হইছে বলে বোঝানো যাবে না💌💌

  • @shaifulazimrashed5817
    @shaifulazimrashed5817 Před měsícem +1

    Medha bondipoddy is the best