তোমাকে ভুলতে ভুলে যাই | কথোপকথন | Shireen Bakul & Shamsuzzoha | Tomake Bhulte Bhule Jai

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • 'তোমাকে ভুলতে ভুলে যাই' জায়িদ হোসেন তানুর লেখা একটি গল্প-কবিতা। কণ্ঠ দিয়েছেন শিরীন বকুল ও শামসউজজোহা। অ্যালবামটির প্রকাশকাল ২০০৯ সাল।
    এই কথোপকথনে অজয় চক্রবর্তী, শারমীন সাথী ইসলাম এবং অণিমা রায়ের কণ্ঠে গাওয়া গান ব্যবহার করা হয়েছে। কথোপকথনটির সংক্ষেপিত রূপ 'রূপকথা' নামে শামসউজজোহা ও দোলা রোজারিওর আবৃত্তিতে 'ত্রয়ী কথোপকথন' অ্যালবামে প্রকাশিত হয়।
    এখানে মূল অ্যালবামের সবগুলো ট্র্যাক একসাথে সন্নিবেশ করা হল।
    © কবিতা কনসার্ট সিরিজ
    'লেজার ভিশন' নিবেদিত একটি সম্প্রচার খামার প্রযোজনা
    Chapters
    0:00 Onnesha
    2:16 Amar Keno Emon Holo
    6:58 Koshto Debar Koshto Thake
    8:47 Shudhu Chai Spordhito Vognangsho
    10:40 Nirbashon
    15:59 Kichu Kichu Mon Khuje Nite Hoy
    20:28 Didha
    25:12 Tomake Bhulte Bhule Jai
    Author: Zaid Hossain Tanu
    Artists: Shamsuzzoha, Shireen Bakul
    Album: Tomake Bhulte Bhule Jai
    © Kobita Concert Series
  • Zábava

Komentáře • 289

  • @Mahmudul-hasan825
    @Mahmudul-hasan825 Před 5 lety +115

    আমার মতো কে কে আছো কাব্য শুনতে বেশি ভালোবাসো।
    তাঁরাই সারা দিন ✌✌

    • @salmakhan-fc3km
      @salmakhan-fc3km Před 5 lety +2

      আমার খুব ভালোলাগে

    • @armultimedia3920
      @armultimedia3920 Před 5 lety +2

      amaro

    • @toufiqul.1392
      @toufiqul.1392 Před 5 lety +1

      গল্পটা তোকে নিয়ে, হে বন্ধু আমিও তোমার মতোই

    • @jonyaiub
      @jonyaiub Před 4 lety +1

      Me

    • @lalimabhowal3659
      @lalimabhowal3659 Před 3 lety +1

      আমার কাব‍্য ও কবিতা খুব ভালো লাগার জায়গা;

  • @simpamaity8476
    @simpamaity8476 Před 5 lety +54

    সূর্যের আলো জীবিকার জন্য , চাঁদের আলো জীবনের জন্য । অপূর্ব ।

  • @kumkumsengupta7686
    @kumkumsengupta7686 Před 3 lety +30

    অসাধারণ।মুগ্ধ হয়ে গেলাম।এভাবেই বাংলা সাহিত্য কে বাচিয়ে রাখুন আমাদের মত সাহিত্য প্রেমীদের জন্য ,এই আবেদন রইল।ধন্যবাদ।

    • @Assorted521
      @Assorted521 Před 2 lety +2

      সাহিত্যের সাথে শুধু সাহিত্যের তুলনা হয়
      জীবনটা যে সাহিত্যে ময় 🖤❤️🖤

    • @THEMEHALGAMER
      @THEMEHALGAMER Před rokem

      )

  • @probasiaktiphool2729
    @probasiaktiphool2729 Před 3 lety +10

    বয়সটা বেশ বেড়েছে, তবে এই কাব্য শুনে নিজেকে অনেক পিছনে ফিরে নিয়ে গেলাম,,সত্যি অসাধারণ,,,,

  • @arijitroy7621
    @arijitroy7621 Před 3 lety +5

    ভাষাহীন হলাম । এমন উপস্থাপনাকে কুর্নিশ। 💐

  • @nayeemuddin6505
    @nayeemuddin6505 Před 3 lety +4

    প্রশংসার যোগ্য 😍আর কিছু বলার মথো বাক্য আমার রক্ত মাখা মস্তিষ্কে নাই।অনুরোধ থাকবে রেগুলেটরির জন্য প্লিজ।
    শুধু কথোপকথন গুলোই চাই।

  • @adnananik6219
    @adnananik6219 Před 3 lety +5

    কবিতা মানেই কবিতালয়ে'র ভুবনমোহিনী স্বপ্ন !!!
    কবিতা মানেই কাজলদিঘী'র পদ্ম !!!
    কবিতা মানেই রূপকথা'র রূপকার !!!

  • @chiranjitray8902
    @chiranjitray8902 Před 3 lety +3

    অসাধারণ, অসাধারণ, ভাষা কলম প্রেম
    অসাধারণ শব্দের সংমিশ্রণের সংযোগ
    অসাধারণ রচনা ও কন্ঠস্বর
    এর পরে ও প্রশংসায় ক্ষত থেকে যায়
    এর প্রশংসার ভাষা জানা নেই আমার

  • @rokon3247
    @rokon3247 Před 3 lety +5

    কতবার করে যে শুনি,,,তবুও আকাঙ্ক্ষা কমেনা,,,

  • @utshopikaroy5468
    @utshopikaroy5468 Před 3 lety +5

    সত্যিই কবিতা আর গান না থাকলে পৃথিবীতে বুঝি অর্ধেকের বেশী মানুষ মরে যেত!আমার কাছে এটা মনে হয় জানি না কার কাছে কি। গান আর কবিতায় পাই সজীবতা। পরবর্তীতে আরও অনেক এমন কথোপকথনের অপেক্ষায় থাকলাম।শুভকামনা অনেক অনেক।।

  • @realfriends7256
    @realfriends7256 Před 3 lety +17

    শিরিন বকুল অভিনেত্রী হিসেবে যেমন অসাধারণ তেমনি আবৃত্তি তেও

  • @madhumitabiswas2793
    @madhumitabiswas2793 Před 5 lety +15

    অসাধারণ, ভাষা নেই প্রশংসার,

  • @rabibikashchakma7563
    @rabibikashchakma7563 Před 2 lety +2

    অসাধারণ কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম অন্য এক জগতে

  • @prantikamondal3420
    @prantikamondal3420 Před 3 lety +5

    দুর্দান্ত উপস্থাপনা,ভাষাহীন,বাক্য হীন বসে থাকা।যাকে বলে speechless

  • @jyotsnabaruahhandique2325

    কি অসাধারণ! বাব় বাব় শুনেছি, তবু হেঁপাহ পলায় না। আমি একজন অসমীয়া। তবুও বাংলা আমার খুবই প্ৰিয়

    • @KobitaConcert
      @KobitaConcert  Před rokem +1

      অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন আশা করি।

  • @kolykhastagir78
    @kolykhastagir78 Před 3 lety +3

    খুব বেশি রকমেরই সুন্দর 😍😍😍 অসাধারণ

  • @drsarmishthaniyogi8159
    @drsarmishthaniyogi8159 Před 3 lety +1

    অনবদ্য অবদান পৃথিবীর প্রতিটি অবয়বের অনুভূতি র অনুভবের স্পন্দন অনুভূত হচ্ছে আমার নিজের অবয়ব অস্তিত্বের স্পন্দনে শুভম অন্তরে সুন্দরের মাধুর্যে পরিপূর্ণ প্রণতা শর্মিষ্ঠা
    ড শর্মিষ্ঠা ঘোষ নিয়োগী ।।

  • @swapnasingh5467
    @swapnasingh5467 Před 4 lety +4

    অসাধারণ প্রেম, প্রেম মানেই কি বিরহ ,না পাওয়ার যন্ত্রনা ,এ থেকেই কি গভীরতার সৃষ্টি প্রমে ও ভালোবাসাতে।
    শুনলা না কেউ ধ্রুপদী ডাক জ্বাললো না সেই সৌর-আলো

  • @mohammadsabbir1366
    @mohammadsabbir1366 Před 3 lety +3

    ভয়ংকর সুন্দর ♥♥ অসাধারণ লেখনি এবং আবৃত্তি। ♥♥

  • @satrughnamondal6749
    @satrughnamondal6749 Před 3 lety +3

    অসাধারণ সব শব্দ চয়ন ও সুমধুর কন্ঠ যুগলের সংমিশ্রণে এক সুন্দর ও শ্রুতি মধুর উপস্থাপনা । অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏🙏

  • @ujjaldas7123
    @ujjaldas7123 Před 3 lety +3

    আহা্...!! এর স্নিগ্ধতায় কার না মন জুড়ায়...!♥
    অপূর্ব সুন্দর...

  • @AnandaMukherjee1973
    @AnandaMukherjee1973 Před 3 lety +4

    অসাধারন লাগলো। স্তব্দ্ধ হয়ে বসে রইলাম। শেষ হয়েও যেনো ঘরে ভেসে বেড়াতে লাগলো কণ্ঠ দুটি 🙏

  • @mdjahid9246
    @mdjahid9246 Před 3 lety +1

    আমি মনে করি পৃথিবীতে সবথেকে যদি পছন্দের কিছু থেকে থাকে সেটা হচ্ছে এই গল্পগুলো

  • @supriyabhuiyan6927
    @supriyabhuiyan6927 Před 4 lety +6

    অসম্ভব সুন্দর,,,, কবিতা আমার অনেক ভালো লাগার একটা জায়গা,,,, আবৃতিটা ভিসন প্রশংসা পাওয়ার দাবিদার,,,,, যতই করব কম হয়ে যাবে।

  • @mdmasummonsi5086
    @mdmasummonsi5086 Před 3 lety +2

    কবিতাটার প্রেমে পড়ে গেলাম

  • @wizardheart8272
    @wizardheart8272 Před 3 lety +3

    আহা যতোবার শুনি হৃদয় ছুয়ে যায়🥰

  • @crochetgharbangla8676
    @crochetgharbangla8676 Před 2 lety +1

    সত্যিই বলতে হৃদয় ছুঁয়ে যাই এতটাই যে কখন নয়ন জলে ভরে যাই বুঝতেও পারি না। ভালবাসি, ভালবাসি কবিতা। কন্ঠস্বর স্বর ও মহিত করার মত।

  • @kumkumroy1817
    @kumkumroy1817 Před 4 lety +2

    অসাধারণ কবিতা
    বলার কনো ভাষা নেই

  • @malaysamai4555
    @malaysamai4555 Před 3 lety +2

    মন ছুঁয়ে গেল। অসাধারণ।

  • @mdsakhawathossain4340
    @mdsakhawathossain4340 Před 3 lety +4

    সত্যিই অসাধারণ! ♥

  • @saidulhasan9839
    @saidulhasan9839 Před 3 lety +5

    রাত চারটা বাজছে। ভাবছিলাম এটা শুনতে ঘুম চলে আসবে। দুইবার শুনে আবারও শুনতে ইচ্ছে করছে।

  • @dilipkumargupta.3374
    @dilipkumargupta.3374 Před rokem +2

    🥀 অপূর্ব!!!🥀

  • @jibon8875
    @jibon8875 Před 4 lety +3

    অসাধারন কবিতা।ভালো লাগার মতো

  • @ahsanhabib2607
    @ahsanhabib2607 Před 11 měsíci

    কঠিন 💝✌️

  • @choyanbiswas2042
    @choyanbiswas2042 Před 3 lety +2

    মন চুয়ে গেল❤️

  • @bhoomi2407
    @bhoomi2407 Před rokem +1

    মুগ্ধতা শব্দের অর্থ জানতে পেরেছি এটার সংস্পর্শে এসে।

  • @nusratkamal9884
    @nusratkamal9884 Před 6 měsíci

    অসাধারণ !!!

  • @ferdousibegum7027
    @ferdousibegum7027 Před 2 lety

    কিছু কিছু যন্ত্রণা আছে আকাশ শুধু জানে।
    অসাধারণ

  • @sirinakhatun2332
    @sirinakhatun2332 Před 3 lety +2

    সত্যিই দারুণ ❤️❤️

  • @muhammedmizan249
    @muhammedmizan249 Před rokem +8

    প্রিয় নদী তুমি সেদিন জানতে চেয়েছ
    আমি তোমার কি হতে চাই?
    আজ বলছি শোনো প্রিয়
    আমি তোমার অনেক বড় কিছু হতে চাই না
    আমি আমার সারাটা জীবন তোমার নাকের
    ছোট্ট নাকফুল হয়ে থাকতে চাই।
    বলো দেবে কি সে অধিকার?
    বলো দেবে কি আমায়?
    কারণ আমি ওখানে বসে
    সারাক্ষণ দেখে যাবো তোমার ঐ যাদু মাখা
    মায়াবি দুচোখ,
    যে চোখের প্রেমে পড়ে ভুলেছি এই জগত সংসার।
    তোমার চোখের তারায় আমি আমার অস্তিত্ব খুঁজে পাই,
    তোমার সকল অবহেলা হাসিমুখে বুক পেতে নিয়েছি তাতে কোনো দুঃখ নাই যদি তোমার
    নাকের নাকফুল করে দাও মোরে ঠাই।
    -----:-----
    কুয়েত থেকে
    লেখক: মোহাম্মদ মিজান

  • @gatumapaul2525
    @gatumapaul2525 Před 4 lety +3

    Darun didi👌 👌👌 👌👌 👌👌 👌1

  • @badhankumarghosh3581
    @badhankumarghosh3581 Před 3 lety +1

    কি ভয়ংকর সুন্দর!

  • @somapradhan7899
    @somapradhan7899 Před rokem

    অপূর্ব

  • @KOBITARSHONGSHAR
    @KOBITARSHONGSHAR Před 8 měsíci

    অসাধারণ আবৃত্তি

  • @user-ur5lo1eo5b
    @user-ur5lo1eo5b Před rokem

    দারুণ।

  • @abdulhalim9639
    @abdulhalim9639 Před rokem

    অসাধারণ❤

  • @sayanitadas3348
    @sayanitadas3348 Před 3 lety +4

    তোমাকে ভুলতে ভুলে যাই.…... কিন্তু আমি এই লেখনীর মোচড় দেওয়া কথা গুলো ভুলতে ভুলে যাই।

  • @saminadoly7556
    @saminadoly7556 Před rokem

    Oshadharon kobita
    Jokhon shuni tokhon mon jeno kothai hariye jai
    ❤❤❤❤❤

  • @AshikKhan-kt6mz
    @AshikKhan-kt6mz Před 2 lety

    আমার খারাপ লাগার মুহুর্তে একমাত্র সাথি কথপোকথন, এতো ভালো লাগে যেন নিজেকে হারিয়ে ফেলি মনের অজান্তেই কথাই যে ভালোবাসি আমি প্রিয় কথপোকথন ❤️❤️

  • @mdjahid9246
    @mdjahid9246 Před 3 lety +1

    যখনই এই গল্পগুলো শুনে তখনই প্রাণ ফিরে পায়

  • @mizanmasum7381
    @mizanmasum7381 Před 5 lety +4

    আপনার কথোপকথন সিরিজ আমার অনেক প্রিয়, আশা করি সামনে আরও পাবো। 😪😪😪

  • @mppradhan9266
    @mppradhan9266 Před rokem

    অসাধারণ

  • @Sikder75imc
    @Sikder75imc Před 3 lety +1

    অসাধারণ লিখা,অসাধারণ আবৃতি।

  • @barunpal6568
    @barunpal6568 Před 2 měsíci

    Asadharon ❤

  • @KK-th6fx
    @KK-th6fx Před 3 lety +3

    আপনার কন্ঠ..... ❤️

  • @biplabbarman1164
    @biplabbarman1164 Před 4 lety +3

    কিছুক্ষনের জন্য স্তব্দ হয়ে গেলাম

  • @samaptyroy6385
    @samaptyroy6385 Před rokem +1

    আগে যখন সাহিত্য পড়তাম, কবিতা শুনতাম তখন ভীষণভাবে কোন সাহিত্যিক এর প‌্রেমে পড়তে মোন চাইত।

  • @gandhijana2786
    @gandhijana2786 Před rokem +1

    Wonderful poems , the heart touched the mind , like very much to me . thank you .

  • @boshir-lc5fb
    @boshir-lc5fb Před 4 lety +2

    একসময় তুমি আমার সাথে কথা না বললে আমার রাতে ঘুম খারাম হয়ে যেত আর এখন এগুলি কল্পনা মনে হয়

  • @naimgaming6182
    @naimgaming6182 Před 3 lety +1

    Apnar sob kobita amr onek valo lage.eto sundor Abbriti kivabe koren.apnar jonno shuvokamona roilo

  • @user-rj5qm5js4b
    @user-rj5qm5js4b Před 3 lety +2

    *Woooooow♥♥What a vocal♥Masha Allah♥♥*

  • @user-ej5rh8wm7r
    @user-ej5rh8wm7r Před 5 lety +2

    অসাধারণ ভয়েজ.....
    ..

  • @user-uj7vu8uw2y
    @user-uj7vu8uw2y Před 4 lety

    চমৎকার। মন ছুয়ে গেল।

  • @user-ik2fw3yh6p
    @user-ik2fw3yh6p Před 10 měsíci

    এভাবেই চাইতে শিখেছি, দিতেও শিখেছি কার্পন্যহীন,অসাধারণ ❤কমেন্ট করে গেলাম আবার বছর কয়েক পরে যদি কেউ কমেন্টে লাইক রিয়েক্ট বা লাভ রিয়েক্ট দেয়,তাহলে আবার শুনবো

  • @purnotripti3112
    @purnotripti3112 Před 2 lety

    ইদানিং আমার রাত গুলো যেন শেষ হতেই চায় না, দিন গুলো ও বড্ড বিষন্নতায় চেয়ে থাকতো, কিছুদিন ধরে আপনার সাবলিল কন্ঠের মধুরতায় আমায় অনেক টা ভালো রাখলো ভাইয়া, দুজনের উপস্হাপনাই ভালো ছিল, এককথায় অপূর্ব সুন্দর, অনেক ধন্যবাদ এভাবে আমাদের ভালো রাখবেন আশা করছি।

  • @user-pj8sb9sv2n
    @user-pj8sb9sv2n Před 6 měsíci

    কঠিন কথোপকথন.

  • @mohammadnazrulislam3533

    চমৎকার

  • @5a02aahanpattanayak4
    @5a02aahanpattanayak4 Před rokem

    Apurbo

  • @mohammedabdulmukim9597
    @mohammedabdulmukim9597 Před 3 lety +2

    Beautifully recited!

  • @LifeofBangladesh
    @LifeofBangladesh Před 6 lety +4

    অসাধারণ আবৃতি। খুব ভালো একটি কবিতা। ভালো লাগল

  • @konikaakter2016
    @konikaakter2016 Před 4 lety +1

    কতোবার যে শুনেছি হিসেব নেই,,

  • @lalimabhowal3659
    @lalimabhowal3659 Před 3 lety +1

    অসাধারন লাগলো👍

  • @gourimandal7169
    @gourimandal7169 Před rokem +1

    বাকরুদ্ধ হয়ে শুনলাম। অসাধারণ বললেও কম বলা হবে।

  • @marufhossen8353
    @marufhossen8353 Před 2 lety

    Monta vora galo, very nice from India west bangal

  • @muqitajmainshahriyar5309
    @muqitajmainshahriyar5309 Před 3 lety +1

    কবিতায় ডুবে গেলাম ❤️❤️

  • @nusratkamal4551
    @nusratkamal4551 Před 2 lety

    অদ্ভুত !!!
    অসাধারণ !!!

  • @mdshaalom3020
    @mdshaalom3020 Před rokem

    শুনে মনটা জুরে গেল 💐💐💐💐💖💖💖

  • @mousumizaman9940
    @mousumizaman9940 Před 5 lety +2

    অসাধারণ কথোপকথন

  • @kobirtushar2917
    @kobirtushar2917 Před rokem

    Obak Hoya sunsilam

  • @reza40304
    @reza40304 Před 2 lety

    সত্যি খুব অসাধারণ লেগেছে

  • @dr.mrinalkantikoley6421

    Really fabulous, Fantabulous

  • @chyafrin
    @chyafrin Před 25 dny

    জীবন, যার প্রতি, আকুল,
    আগ্রহী হয়ে বসে থাকে, থাকে,
    জীবন, কখনো, স্পর্শ করতে
    পারে না, কিন্তু, বার বার চেষ্টা
    করলে, মনে মনে হয় না, বাস্তবতায় যদি ও , আমি, অদৃশ্যের, অবোস্ত হয়ে, ব্যস,
    ধরে বেঁচে আছি, জীবনের, শুরুতেই,যে ভাঙ্গন দেখতে,
    পেয়েছি,সেই, থেকে, আমিও,
    অদৃশ্য,

  • @mdrubelmia1611
    @mdrubelmia1611 Před 2 lety

    যদি পারতাম সবাইকে মুগ্ধ করে ভাল না বেসেই এই জীবন থেকে হারিয়ে যেতাম। সবাইকে বুঝিয়ে দিতাম ভালবাসাই শুধু ভালবাসা থাকে।

  • @shimburoy2796
    @shimburoy2796 Před 6 lety +3

    কি অসাধারণ কথোপকথন দু'জনের কবিতা আবৃত্তি, সত্যি আমি মুগ্ধ।

  • @SweetyBarishal
    @SweetyBarishal Před 3 lety +1

    অসাধারণ সুন্দর। ❤️

  • @mohonislam6429
    @mohonislam6429 Před 6 lety +3

    অনেক সুন্দর কবিতা আমার চোখে অশ্রু এনে দিল!

  • @anantapaul5343
    @anantapaul5343 Před 2 lety

    চমৎকার খুবি চমৎকার
    অসাধারণ কন্ঠর সর

  • @nupurnandy427
    @nupurnandy427 Před 3 lety

    অসাধারণ অসাধারণ

  • @titanarny3052
    @titanarny3052 Před 3 lety

    অনেকবার শুনেছি। আবার শুনলাম।

  • @mdlinconmridha1705
    @mdlinconmridha1705 Před 3 lety

    হৃদয় ছুঁয়ে যায়!

  • @arefinhoosain654
    @arefinhoosain654 Před 2 lety

    বাহ্ । সুন্দর।

  • @TaniaAkter-tp5ev
    @TaniaAkter-tp5ev Před 4 lety

    majhe majhe sotti prem a pore jai,voice tar.onno rokom akta valo laga jeno joria thake puro kobita jure.dhonnobad apnk.

  • @mousumizaman9940
    @mousumizaman9940 Před 5 lety +5

    বিশ্রী রকমের এক ভালো লেখা । কিছু সময়ের জন্য স্থবির করে দেয়।

  • @user-bn1xt7eh2z
    @user-bn1xt7eh2z Před 2 lety

    দারুণ!

  • @kalagunda0993
    @kalagunda0993 Před 3 lety

    Aah darun bhalo

  • @marjansalis6975
    @marjansalis6975 Před 3 lety

    কবিতা তোমার কাছে পরে রইলাম
    জীবনের সব জ্বালাপোড়া সইলাম😥😥

  • @sunys7547
    @sunys7547 Před 2 lety

    কবিতার কথাগুলো খুবই কাব্যিক, আবার বাস্তবিক ও।

  • @ShafiqulIslam-ui1qf
    @ShafiqulIslam-ui1qf Před 5 lety +2

    mind blowing
    zoha vai.......

  • @dukkherprotima567
    @dukkherprotima567 Před 4 lety

    Ato sundor lekhar Jonno prothomei ank dhonnobad ebong sroddha... R apnara dujon jevabe bolechhen tar por r kono Kotha Bola saje na... Apnara sobai khub Valo thakun r erokom kichhu moni manikya chhoriye diye jan ei premhin somoyer mohasomudre....💜💜💜

  • @md.tanjidislam4280
    @md.tanjidislam4280 Před 2 lety

    Sotti khub sundor hoyeche