One day tour tribeni sangam || ত্রিবেনীর রহস্যময় নেতাই ধোপানী ঘাট

Sdílet
Vložit
  • čas přidán 31. 08. 2023
  • #tribeni
    #ত্রিবেণী
    নেতাই ধোপানী ঘাটের আশ্চর্য এবং অলৌকিক কাহিনী || ancient Tribeni ghat|| tribeni history
    Tribeni পরিত্যক্ত নেতাই ধোপানীর ঘাট যেখানে আজও দেখা যায় সেই শিব মন্দির/ Tribeni/ mysterious place
    One day tour tribeni sangam || ত্রিবেনীর রহস্যময় নেতাই ধোপানী ঘাট
    ত্রিবেনী হুগলী জেলায় বাঁশবেড়িয়া পৌরসভার মধ্যে অবস্থিত একটি প্রাচীন জনপদ। এই স্থানটি তীর্থস্থান হিসেবে বিখ্যাত। গঙ্গা, কন্তী ও সরস্বতী এই তিনটি নদীর ধারা এই স্হান থেকে মুক্ত হওয়ায় এই স্হান কে মুক্তবেনী ত্রিবেনী বলা হয়। এটি ঐতিহাসিক নগর। এই নগরীর বিভিন্ন প্রান্তে ইতিহাস লুকিয়ে আছে। ত্রিবেনী তীর্থক্ষেত্র কে বাংলার কাশী ও বলা হয়।
    ত্রিবেনীর নেতাই ধোপানী ঘাটটি একটি পরিত্যক্ত রহস্যময় স্থান। মনসা মঙ্গল কাব্যের বেহুলা ও লক্ষীন্দর এই ঘাটে এসেই স্বর্গারোহণের পথটি জানতে পেরছিল নেতাই
    ধোপানীর মাধ্যমে।
    ত্রিবেনী তীর্থে কিভাবে আসবেন - হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে ত্রিবেনী আসবেন।
    ত্রিবেনী স্টেশন থেকে ত্রিবেনী ঘাটের দূরত্ব মাত্র এক কিলোমিটার। স্টেশন থেকে টোটো বা অটো ধরে আসতে পারেন।
    ত্রিবেনীর রহস্যময় ধোপানী ঘাট
    ত্রিবেণীর ঘাট
    ত্রিবেনীর গোপন রহস্য

Komentáře • 5