জটার দেউলের গুপ্তধন রহস্য || হাজার বছরের প্রাচীন জটার দেউলের রহস্যময় ইতিহাস

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • জটার দেউল : সুন্দর বনের গভীরে গুপ্তধনের সন্ধানে || #jatadeul #historyofsundorbon
    জটার দেউল , রায়দীঘি || Jater deul ,Raidighi
    জটার দেউলের গুপ্তধন রহস্য || হ াজার বছরের প্রাচীন জটার দেউলের রহস্যময় ইতিহাস
    ১৮৭৫ সালে ডায়মন্ড হারবারের ডেপুটি কমিশনার জানিয়েছিলেন যে জটার দেউলের কাছাকাছি পাওয়া গেছে সংস্কৃত ভাষার একটি তাম্রশাসন, অর্থাৎ তামার পাতে খোদাই করা রাজকীয় নির্দেশনামা। তাম্রশাসনে লেখা ছিল যে ওটি প্রকাশ করেছিলেন রাজা জয়ন্তচন্দ্র বা জয়চন্দ্র ৮৯৭ শকাব্দ বা ৯৭৫ খ্রিস্টাব্দে। তিনি সম্ভবত বিক্রমপুরের চন্দ্র বংশের রাজা ছিলেন। তাম্রশাসনটি এখন কোথায় আছে তা অবশ্য জানা যায় না। অনেকে মনে করেন, এই জয়ন্তচন্দ্রই তৈরি করিয়েছেন জটার দেউল। আবার কেঁদুলির পাশে অজয় নদীর দক্ষিণে প্রাচীন বাংলার পাল বংশের শাসক দেবপালের সময়ে তৈরি যে ইছাই ঘোষের দেউল রয়েছে, জটার দেউল অনেকটা তার মতো দেখতে। সেই কারণে অনেক গবেষকের ধারণা, ওই সময়েই জটার দেউল বানানো হয়েছিল। দেবপাল রাজত্ব করতেন খ্রিস্টীয় নবম শতকে। আবার কিছু লোকের বিশ্বাস, এটি যশোরের শাসক প্রতাপাদিত্যের বিজয়স্তম্ভ। মন্দিরটি কে তৈরি করেছিলেন তা নিয়ে ধোঁয়াশা থাকলেও একটা প্রচলিত মত হল, জটার দেউল মোটামুটি এক হাজার বছরের পুরোনো।

Komentáře • 3