মৌজা ম্যাপ বা নকশা তোলার উপায় || How to collect original mouja map in Bangladesh

Sdílet
Vložit
  • čas přidán 17. 03. 2020
  • শুধু ১ টি মূল প্রিন্ট নকশার খরচ ৭০০ টাকা + কুরিয়ার ৮০ টাকা।
    একাধিক ম্যাপের ক্ষেত্রে প্রতি ম্যাপ ৬৫০ টাকা।
    মূল ম্যাপেরসাথে ১ টি ফটোকপি নিলে অতিরিক্ত ৫০ টাকা।
    চারটি ম্যাপ একসাথে নিলে প্রতি ম্যাপ ৬০০ টাকা।
    ৫ টির বেশি ম্যাপ নিলে প্রতিটি মূল প্রিন্ট ম্যাপ ৫৬০ টাকা।
    উত্তোলন কৃত মূল ম্যাপের সফট বা স্কেন কপি ইমেইলে নিতে ৮০ টাকা।
    ১ টি ম্যাপ এর উন্নত লেমিনিটিং এর খরচঃ ১৮০ টাকা।
    মৌজা ম্যাপ বা নকশা তুলতে যে তথ্য দিতে হবেঃ
    ১. ম্যাপ বা রেকর্ড এর নামঃ যেমন-( Cs / Sa/ RS/ BS)
    ২. জেলাঃ
    ৩. থানাঃ
    ৪. মৌজা ও জে এল নম্বরঃ
    ৫ . সিট নম্বর অথবা দাগ নম্বরঃ
    এবং কুরিয়ার এর মাধ্যমে আপনার উপজেলাতে ম্যাপ নিতে যে তথ্য লাগবে-
    ১. নামঃ
    ২. ঠিকানাঃ
    ৩. মোবাইল নম্বরঃ
    এই তথ্যগুলো আমাদের হোয়াটসএপ অথবা ইমুতে লিখে অথবা ছবি তুলে পাঠাতে হবে।
    আমরা হোয়াটসএপ এবং ইমুর প্রত্যেকটি মেসেজ গুরুত্ব দিয়ে দেখি।
    অর্ডার কনফার্ম করতে বাধ্যতামূলক ৫০০ টাকা + টাকা পাঠানোর শেষের চার ডিজিট মেসেজ দিয়ে কনফার্ম করতে হবে।
    অর্ডার কনফার্মের ৫-৭ কর্ম দিবসের মধ্যে আমরা ম্যাপ কুরিয়ার করে থাকি।
    শুধু হোয়াটস এপ বা ইমুর মেসেজের মাধ্যমে ভূমি বিষয়ক সকল সেবা নেয়া যাবে।
    01832421046 imo & whats app
    মোবাইল নম্বর সেভ না করে সরাসরি হোয়াটস এপ মেসেজ করুন এই লিংকে।
    হোয়াটসঅ্যাপে মেসেজ লিংক-
    wa.me/8801832421046

Komentáře • 113

  • @nextday6779
    @nextday6779 Před 3 lety +1

    ধন্যবাদ স্যার আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
    অনেক উপকৃত হতে পেরেছি আপনার এই চ্যানেল থেকে।
    তাই আপনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
    এবং আপনাকে সহ আপনার পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
    ভালো থাকবেন সবসময়
    আসসালামুয়ালাইকুম
    মালয়েশিয়া থেকে।

  • @fahrukhakash1323
    @fahrukhakash1323 Před 10 měsíci +1

    এতো সুন্দর ভাবে বুঝিয়ে দেয়ার জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা। আপনার সাথে একটা দলিলের বিষয়ে সরাসরি কথা বলতে চাই,

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  Před 9 měsíci

      আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!
      ভূমি বিষয়ক বিভিন্ন প্রয়োজনেঃ-
      আমাদের হোয়াটসঅ্যাপ/ইমু নম্বরটিতে মেসেজ করতে পারেন- 01811-811182

  • @hasanalromen8698
    @hasanalromen8698 Před 3 lety

    মাশাআল্লাহ অনেক সুন্দর তথ্য

  • @worldofgameplay1228
    @worldofgameplay1228 Před 5 měsíci

    ধন্যবাদ তথ্য ভিত্তিক ভিডিওর জন্য

  • @md.shohel8801
    @md.shohel8801 Před rokem

    দিমন ভাই আপনার ভিডিও গুলো সঠিক ব্যবহার করার জন্য ধন্যবাদ,,,,

  • @jahidulislam-vf6ri
    @jahidulislam-vf6ri Před 2 lety

    অসংখ্য ধন্যবাদ

  • @tazrehanzaman3164
    @tazrehanzaman3164 Před 4 lety

    Thank you !!

  • @nextday6779
    @nextday6779 Před 3 lety +3

    আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামীন এর দরবারে।

  • @miajaan7324
    @miajaan7324 Před 2 lety

    একটি অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও। সম্ভব হলে এধরণের আরও ভিডিও আপলোড করার অনুরোধ রইল।

  • @abdullahmamun9118
    @abdullahmamun9118 Před 4 lety +1

    ধোন্যোবাদ ভাই

  • @MDMizanurRahman-tu5oq
    @MDMizanurRahman-tu5oq Před 2 lety

    ধন্যবাদ স্যার

  • @astartv764
    @astartv764 Před 3 lety

    tnq bro

  • @skkamaluddin6176
    @skkamaluddin6176 Před rokem

    খুব ভালো স্যার

  • @muhammadhusain5650
    @muhammadhusain5650 Před 4 lety +1

    Thanks

  • @bdhealthtips6662
    @bdhealthtips6662 Před 4 lety +1

    thx vai

  • @mdsafiqulislam9990
    @mdsafiqulislam9990 Před 3 měsíci

    খুব ভালো

  • @abdulkhalek9181
    @abdulkhalek9181 Před rokem

    bai very nice

  • @robertdavid5947
    @robertdavid5947 Před rokem

    ভাই আপনার বক্তব্য অনেক সুন্দর ও স্পষ্ট। অনুগ্রহপূর্বক মৌজা ম্যাপ আবেদন ফরম পিডিএফ এর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এ অ্যাড করে দেন। তাহলে আরও সুন্দর হবে।

  • @bdlandsurveyor8067
    @bdlandsurveyor8067  Před 4 lety +6

    কিভাবে সারা বাংলাদেশের অর্জিনাল মৌজা ম্যাপ এর স্কেন কপি সংগ্রহ করবেন?
    আমাদের বিভিন্ন কাজের জন্য CS, SA, RS, BS মৌজা ম্যাপ এর অরজিনাল কপি সংগ্রহ করতে হয়।
    সারা বাংলাদেশ এর মৌজা ম্যাপ সংগ্রহ করতে বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তেজগাঁও সাতরাস্তার মোড়, ঢাকা
    সংলগ্ন অফিস হতে সংগ্রহ করতে পারবেন।
    প্রশ্নঃ একটি ম্যাপ তুলতে খরচ কতো?
    উঃ৫৩০ টাকা।
    কোট ফি + আবেদন ফর্ম = ৩০ টাকা।
    ৫০০ টাকা অফিসে জমা দিতে হবে।
    রিসিট বা ডিসি আর এর মাধ্যমে জমা নিবে এবং কত তারিখে ম্যাপ সরবরাহ করবে তা জানিয়ে দেয়া হবে।
    প্রশ্ন: যে দিন আবেদন করবেন ঐ দিন কি ম্যাপ দিয়ে দিবে?
    উত্তর; না। কারণ একদিনে অনেক ম্যাপ এর আবেদন করে। ফলে যেদিন আবেদন করবেন
    ঐ দিন ম্যাপ সরবরাহ এর তারিখ দেয়া হবে।
    মোটামুটি ২-৭ দিন সময় লাগবে।
    প্রশ্নঃ সারা বাংলদেশের নকশা বা মৌজা ম্যাপ কি পাওয়া যাবে?
    উ: হুম। ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর হতে সারা বাংলাদেশের যে কোন ম্যাপ তুলতে পারবেন।
    প্রশ্নঃ আবেদনের সময় যে যে তথ্য লাগবে :
    ১. জেলা ২. থানা 3 মৌজা 4. সিট নং অথবা দাগ নম্বর 5. ম্যাপ এর নাম ( সিএস এসএ আর এস বি এস)
    প্রশ্ন: অনেক সময় ডিসি অফিসে ম্যাপ পাওয়া যায় না?
    উত্তর : ওইগুলো জরিপ অধিদপ্তর তেজগাঁও সাত রাস্তা মোড় হতে সরবরাহ করতে হবে।
    ম্যাপ বা নক্সা তুলতে কোন রকম দালাল লাগবে না। যে কেউ ম্যাপ তুলতে পারবেন।
    প্রশ্নঃ ম্যাপ উঠাতে কি দালাল লাগে?
    উঃ না। দালাল লাগে না।
    আবেদন ফর্ম নিয়ে সরাসরি জরিপ অফিসের ১০১ নম্বার রুমে চলে যাবেন।
    ১০২ নম্বর রুম হতে নির্ধারিত তারিখে গিয়ে ম্যাপ সংগ্রহ করবেন।
    প্রশ্ন: একটি ফর্মে কয়টা আবেদন করা যাবে?
    উঃ তিনটি। প্রত্যেকটির জন্য আলাদা কোর্ট ফি লাগাতে হবে।
    প্রশ্নঃ কয়টার মধ্যে আবেদন করতে হবে?
    উঃ দুপুর ১ টা।
    প্রশ্ন: একদিনে কয়টা ম্যাপ এর আবেদন করা যায়?
    উত্তর: ৩ টি।
    প্রশ্নঃ যারা দূর থেকে এসে ম্যাপ সংগ্রহ করবে? তারা কিভাবে করবে?
    উঃ তারাও একই পদ্বতিতে আবেদন করবে। এবং নির্ধারিত তারিখে সংগ্রহ করতে হবে।
    নির্ধারিত তারিখে গিয়ে ম্যাপ সংগ্রহ করবেন এবং ম্যাপ এর মধ্যে রেকর্ড কিপার এর সিল ও স্বাক্ষর নিয়ে নিবেন।
    প্রশ্নঃ রেকর্ড কিপার কে কোথায় পাবেন?
    উঃ ১০২ নম্বর রুমে
    অনেকের পক্ষে দূর থেকে এসে থাকা + যাতায়াত জনিত সমস্যার কারণে ম্যাপ উঠাতে পারেন না বা সমস্যায় পড়েন।
    তারা ইচ্ছে কড়লে আমার সহকারী র সহায়তায় ম্যাপ এর অরিজিনাল স্কেন কপি সরবরাহ করতে পারেন।
    আপনার আবেদন টা করে রাখলো আপনি এসে অথবা যদি না আসতে পারেন কুরিয়ার এর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।
    মোবাইলঃ 018324-21046
    বেশী জরুরি না হলে এশার নামাজ এর পর অথবা রাত ৯ টার পর ফোন দিবেন দিনের বেলায় কাজের ব্যাস্ততার কারণ এ সব সময় ফোনে কথা বলতে সমস্যা হয়।
    [ বিঃদ্রঃ ঢাকা জেলা বা আশে পাশের কোনো জেলার মৌজা ম্যাপ এর জন্য ফোন দিবেন না]
    শুধু মাত্র দূরবর্তী জেলার মৌজা বা যাদের ঢাকা আসতে সমস্যা শুধু মাত্র তারা যোগাযোগ করতে পারেন।

    • @Abdur_Rahman176
      @Abdur_Rahman176 Před 3 lety

      স্ক্যান মৌজা ম্যাপ নিতে কত টাকা লাগবে ভাইয়া??এবং কিভাবে পেতে পারি?

    • @hasanparvaz595
      @hasanparvaz595 Před 3 lety

      ম্যাপের সীট নং কিভাবে জানা যায়??

  • @zahedsaif9900
    @zahedsaif9900 Před 2 lety

    আস,সালামুআলাইকুম, অনেক সুন্দর ভিডিও ভাই, ঠিক এভাবে যদি বলতেন নামজারি কি ভাবে করবো ভালো হতো।

  • @nextday6779
    @nextday6779 Před 3 lety

    Walaikum salam wrb 💞

  • @tapossaha8243
    @tapossaha8243 Před rokem

    nice video

  • @mdomarfarukkhan1876
    @mdomarfarukkhan1876 Před 3 lety

    nice

  • @Salimakond12399
    @Salimakond12399 Před 2 lety

    Good

  • @mdforhad-ck7uq
    @mdforhad-ck7uq Před 3 lety +3

    বড় ভাই আমি জানতে চাই বাংলাদেশে সর্বমোট কয়টা ম্যাপ আছে?আর আমার দুইটা ম্যাপ দরকার তাহলো,CS or BRS কত টাকা লাগবে জানাবেন উপকৃিত হবো দন্যবাদ।

  • @alfaroque4610
    @alfaroque4610 Před 3 lety

    একটি ‍ survey report কিভাবে তৈরী করে এর উপর একটি review দিলে উপকার হবে

  • @newtansardar1916
    @newtansardar1916 Před měsícem

    স্যার আমি বাড়ির সীমানা নির্ধারণ করবো, আমি CS, SA, RS, BS, কোন ম্যাপটা তুলবো।

  • @kidzhome77
    @kidzhome77 Před 3 lety

    Vai ami Naogaon theke bolsi ....amy akta map diben ki??

  • @aminjanah2170
    @aminjanah2170 Před 4 lety

    আমাদের Dc অফিস কুমিল্লা ওখানে সবগুলো পাওয়া যাবে?

  • @legalthinking5311
    @legalthinking5311 Před 3 lety

    মুদ্রিত ম্যাপ কি তেজগাঁও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাওয়া যাবে।

  • @thanos5227
    @thanos5227 Před 3 lety

    আমার জেলায় ২০০২ সালে বি এস জরিপ হয়েছে এখনো প্রিণ্ট পর্চা বিতরণ হয়নি।
    এখন কি বি এস ম্যাপ তুলতে পারব?

  • @anoymojumder7658
    @anoymojumder7658 Před 5 měsíci

    এস এ খতিয়ান তোলা যাবে তেজগাঁও থেকে।?

  • @kawsarahmed5155
    @kawsarahmed5155 Před 6 měsíci

    Thanks vay❤

  • @masumahammad8959
    @masumahammad8959 Před 3 lety

    ভাইজান,স্কেন কপিতে কি সটিক মাপ পাওয়া যাবে?আসল কপি উঠানো যাবে না?

  • @enayethossainlin5166
    @enayethossainlin5166 Před 2 lety

    স‍্যার আমি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নৈলতলা মৌজার সিএস ম‍্যাপ এখান থেকে তুলতে পারব?

  • @jan24467
    @jan24467 Před 12 dny

    আপনাদের মেছেজ দিয়েছি , 0:19

  • @mdsalauddin5737
    @mdsalauddin5737 Před 2 lety

    অদিদপ্তর থেকে ম্যাপ দেওয়ার সময় এটা কি প্যাকিং করে দেয়। নাকি ভাজ করে দেয়? একটু জানাবেন

  • @hakimmdabdul2630
    @hakimmdabdul2630 Před 3 lety

    at ki sob zilla vumi office a paoagabea kena

  • @md.tarikulislam3937
    @md.tarikulislam3937 Před 2 lety

    আপনার সাথে কথা বলবো একটু সময় দিবেন।

  • @sadekulislam5251
    @sadekulislam5251 Před 2 lety

    হ্যালো আসসালামু আলাইকুম ভাই ভাই দিনাজপুর জেলার ম্যাপ কি পাওয়া যাইবো ঢাকায়

  • @satatachanalshajhan7121

    অামার ডিসটিকে অাবেদন করলে হবে কি অার কত দিন পর পাওয়া জাবে

  • @ramproshad65
    @ramproshad65 Před 2 lety

    ঢাকা জেলা ধামরাই উপজেলা মৌজার দেলধা ১৬৫ ১ নং সিট মৌজা নকশা দরকার ।

  • @mohammadsaiful9747
    @mohammadsaiful9747 Před 3 lety

    Vaiya amake doya kore hallp Korben.

  • @user-on3wf1mg7r
    @user-on3wf1mg7r Před 4 měsíci

    আচ্ছা ভাইয়া আপনার সাথে কিভাবে কন্টাক্ট করতে পারি

  • @tarifrana2474
    @tarifrana2474 Před 3 lety

    স্যার,নিজ জেলা থেকে ম্যাপ তোলা যায় কি না? জানাবেন

  • @mdashirulislam7584
    @mdashirulislam7584 Před rokem

    ভাইজান চুয়াডাঙ্গা জেলার ম্যাপ পাওয়া যাবে??
    আমার ম্যাপ লাগবে

  • @assaduzzamanshohough7039

    ভাই আমার মৌজায় কতটা ম্যপ আছে আমি জানি না সব ম্যপ তুলতে হলে কি করতে হবে

  • @Zohura.21
    @Zohura.21 Před rokem

    যে কোন মৌজার মেপ নিতে পারবো?? আমি কেরানীগঞ্জ এর গোফপার মৌজার ম্যাপ দরকার! তেজগাও অফিসে একজন বলল ১০০০০ টাকা একটা মেপ,

  • @shahidbhuiyan6553
    @shahidbhuiyan6553 Před 3 lety +1

    orginal map kivabe tulbo..?

  • @kamalhussain2367
    @kamalhussain2367 Před 2 lety

    যে সব মোৌজায় RS চড়ান্ত ভাবে প্রকাশিত।সে সকল মৌজার SA ম্যাপ পাওয়া যবে কি?

  • @drrobislamdmf9385
    @drrobislamdmf9385 Před 2 lety

    জেলা ডিসি অফিস থিকে কি পাওয়া যাবে

  • @bablurahman503
    @bablurahman503 Před 3 lety

    আমার নিজ জেলা থেকে কি ম্যাপ তোলা যাবে?

  • @polashmiah-qr3kg
    @polashmiah-qr3kg Před 3 měsíci

    ভাই এখানে কি খতিয়ান পাওয়া যাবে

  • @mainulhassan7516
    @mainulhassan7516 Před rokem

    একসাথে তিনটা মৌজা ম্যাপ একই ফর্মে উঠানো যাবে কিনা

  • @ashatailorsfabrics9036

    ভাই স্কেন কপি পাওয়া যায় কিন্তু অরজিনাল কপি কোথায় বা কিভাবে পাবো

  • @mdashikmondol1613
    @mdashikmondol1613 Před 3 lety

    ভাই আপনার দারা তুললে কয় টাকা লাগবে

  • @goodluck4222
    @goodluck4222 Před 2 lety

    আপনারা ভুমি জরিপ অধিদপ্তরের থেকে তুলে দিতে পারবেন

  • @pronabkumar4423
    @pronabkumar4423 Před 8 měsíci +1

    ভাই আপনি কি অন্য কোন জেলায় সরজমিনে এসে জমি মেপে দিতে পারবেন।

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  Před 8 měsíci

      হ্যা। হোয়াটসএপ করুন
      আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!
      ভূমি বিষয়ক বিভিন্ন প্রয়োজনেঃ-
      আমাদের হোয়াটসঅ্যাপ/ইমু নম্বরটিতে মেসেজ করতে পারেন- 01811-811182

  • @optimisticmousumi7307
    @optimisticmousumi7307 Před 2 lety

    আমি নাটোর থেকে সি এস, এস এ এবং আর এস ম্যাপ নিতে চাই

  • @mithushahadat3167
    @mithushahadat3167 Před 3 lety

    রাস্তা একোয়ার ম্যাপ কি ভাবে বা কোথায় পাবো।

  • @samsualom7772
    @samsualom7772 Před rokem

    আমি আবেদন করলে ঐ সিটের সব দাগের নকসা পাবো ্ না যে দাগের জন্য আবেদন সে দাগের ম্যাপ দিবে।

  • @manikdhaly9717
    @manikdhaly9717 Před 2 lety

    ভাই কোটফি কোথায় পবো জানাবেন

  • @saaia1858
    @saaia1858 Před rokem

    ওখানে কি মুদ্রিত কপি পাওয়া য়াই?

  • @user-qi8kk6so9m
    @user-qi8kk6so9m Před 2 lety

    একজন লোক কি কোন গ্রামের ৫-৭ জন লোকের আবেদন করে ম্যাপ উত্তোলন করতে পারবে

  • @shahabuzafarzubaer6919

    Do CS, SA, RS, BS MAP CAN FIND ONLINE PORTAL OF BD GOVT

  • @md.mehedihasan8474
    @md.mehedihasan8474 Před 3 lety

    ভাই হালট এর ম্যাপ কোথায় পাব?

  • @mdzakirhossainkhan8247

    যদি বলে এখন নেই কয়েক দিন পর আসেন, তখন কী করবো?

  • @sabinayesmin6686
    @sabinayesmin6686 Před 3 lety

    কোর্ট ফি কোথায় পাবো?

  • @sadekulislam5251
    @sadekulislam5251 Před 2 lety

    ভাই আপনার এসিস্টেন্ট দিয়ে কিছু ম্যাপ তোলা সাহায্য করতে হবে আমার বাসা দিনাজপুর যদি হয় পারেন পায় তাহলে বিকাশ নাম্বার দেন আমি টাকা পাঠায় দিমু

  • @fazlerabbi9240
    @fazlerabbi9240 Před 3 lety

    ভাই আমার একটা ম্যাপ তুলে দেবেন। আমি টাংগাইলের মধুপুর থেকে বলছি। আমার জয়নাতলী মৌজার ম্যাপ বি আর এস ম্যাপ প্রয়োজন

    • @fazlerabbi9240
      @fazlerabbi9240 Před 3 lety

      আমার সি এস নকশা এবং বি আর এস নকশা লাগবে। জয়নাতলী মৌজার জে এল নং ২৩০ (সি এস)এবং জে এল নং ২৪০(বি আর এস) সিট নং ১। টাংগাইল, মধুপুর। ০১৭৩৫১১৪৪৬১

  • @hasanparvaz595
    @hasanparvaz595 Před 3 lety

    ম্যাপের সিট নং কিভাবে জানা যায়??

  • @xahidhasan9928
    @xahidhasan9928 Před 3 lety +1

    ভাই আমার ৭ টা দাগ, তাহলে কি ওই ৭ টা দাগ লিখে দিব যদি সিট নং না জানি

    • @md.abdulhannan8499
      @md.abdulhannan8499 Před 3 lety +1

      একই মৌজায় হলে একটা দাগ উল্লেখ করলেই হবে

  • @yoddhadurjodhon6498
    @yoddhadurjodhon6498 Před 3 lety

    সিট নম্বর ও দাগ নম্বর কিভাবে পাব

  • @shahinsheikh4027
    @shahinsheikh4027 Před 2 lety

    ভাই আমাকে ১টা ম্যপ দেন আমি খব উপকৃত হব

  • @sksababu9610
    @sksababu9610 Před 4 lety

    vai aponar number ta diben

  • @mdfarookhossain7980
    @mdfarookhossain7980 Před rokem +1

    J. L এর পূর্ণ নাম কি ? দয়া করে কি জানাবেন?

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  Před 7 měsíci

      আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!
      ভূমি বিষয়ক বিভিন্ন প্রয়োজনেঃ-
      আমাদের হোয়াটসঅ্যাপ/ইমু নম্বরটিতে মেসেজ করতে পারেন- 01811-811182

  • @cstefest7127
    @cstefest7127 Před rokem

    নকশা পরিষ্কার আসেনা ।

  • @sharifbhuiyan8199
    @sharifbhuiyan8199 Před 11 měsíci

    নরসিংদী জেলার ম্যাপ দিতে পারবেন?

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  Před 7 měsíci

      আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!
      ভূমি বিষয়ক বিভিন্ন প্রয়োজনেঃ-
      আমাদের হোয়াটসঅ্যাপ/ইমু নম্বরটিতে মেসেজ করতে পারেন- 01811-811182

  • @ashatailorsfabrics9036

    ভাই আপনার মোবাইল নাম্বার টা দিন প্লিজ

  • @nikhildas882
    @nikhildas882 Před 3 lety

    BRS কি

    • @allnte5448
      @allnte5448 Před 3 lety

      আমি চট্টগ্রাম থেকে বলতেছি আমাকে একটা বিয়ের ম্যাপ লাগে কিভাবে সংগ্রহ করে দিতে পারবেন

    • @allnte5448
      @allnte5448 Před 3 lety

      চট্টগ্রাম মিরসরাই বিয়েস মে প্রয়োজন আমার কিভাবে জানতে পারি লিরিকস BRS

  • @mdmahfuz8343
    @mdmahfuz8343 Před 4 lety

    আসসালামু আলাইকুম, ভাই সাহেব ৫০০ টাকা ফিস দিয়ে একই ফর্মে তিনটি মৌজার ক্রমানুসারে ৩০+৩০+৩০ টাকা কোর্টফি লাগিয়ে অরজিনাল ম্যাপ উঠাতে পারবো?

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  Před 4 lety +3

      একই ফর্মে 20+20+20 কোর্ট ফি দিয়ে পারবেন।

    • @mdmahfuz8343
      @mdmahfuz8343 Před 4 lety +1

      অসংখ্য ধন্যবাদ, আল্লাহ আপনার সহায় হোন।

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  Před 4 lety +2

      তবে ৩ টা ম্যাপের জন্য ১৫০০ টাকা দিতে হবে

    • @mdmahfuz8343
      @mdmahfuz8343 Před 4 lety

      ১৫০০ টাকা ফিস?

    • @mdmahfuz8343
      @mdmahfuz8343 Před 4 lety

      প্রতিটি ম্যাপের জন্য ৫০০ টাকা ফিস দিতে হবে?

  • @user-zz2qm4xh2s
    @user-zz2qm4xh2s Před 4 lety

    ভাই আমার নিজ গ্রামের খন্ড খন্ড কতগুলি মৌজা আছে সেগুলি থেকে এক নম্বর মৌজা কিংবা পুরা গ্রামের মৌজায় থানা ভূমি অধিদপ্তর অফিস থেকে কিভাবে সংগ্রহ করা যায়?

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  Před 4 lety

      আবেদন করে

    • @mdkarim4740
      @mdkarim4740 Před 4 lety

      ভাই আমাদের সাভার থানার ভাকুর্তা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড শ্যামলাপুর মৌজার ম্যাপ অনলাইনে কিভাবে সংগ্রহ করতে পারবো আর যদি আপনি ম্যাপটা আপলোড করতেন তাহলে ভালো হত।

  • @shahabuzafarzubaer6919

    Give your fb id reference

  • @MDJahangirAlam-uo7rx
    @MDJahangirAlam-uo7rx Před rokem

    স্যার আমার সিএস । পিএস ও এস এ। নকশা দরকার আপনাকে ইমু নাম্বার এ ফটো
    দিয়ে ছি আমাকে ইমু নাম্বারে দয়া করে জানাবেন।

  • @skkamruzzaman4574
    @skkamruzzaman4574 Před rokem

    Thanks