যেভাবে সারা দেশের যে কোনো যায়গার মৌজা ম্যাপ বা নকশা তুলবেন। How to collect Mouja Map in BD.

Sdílet
Vložit
  • čas přidán 13. 10. 2021
  • শুধু ১ টি মূল প্রিন্ট নকশার খরচ ৬০০ টাকা + কুরিয়ার ৮০ টাকা।
    একাধিক ম্যাপের ক্ষেত্রে প্রতি ম্যাপ ৫৫০ টাকা।
    মূল ম্যাপেরসাথে ১ টি ফটোকপি নিলে অতিরিক্ত ৫০ টাকা।
    উত্তোলন কৃত মূল ম্যাপের সফট বা স্কেন কপি ইমেইলে নিতে ৮০ টাকা।
    ১ টি ম্যাপ এর উন্নত লেমিনিটিং এর খরচঃ ১৮০ টাকা।
    মৌজা ম্যাপ বা নকশা তুলতে যে তথ্য দিতে হবেঃ
    ১. ম্যাপ বা রেকর্ড এর নামঃ যেমন-( Cs / Sa/ RS/ BS)
    ২. জেলাঃ
    ৩. থানাঃ
    ৪. মৌজা ও জে এল নম্বরঃ
    ৫ . সিট নম্বর অথবা দাগ নম্বরঃ
    এবং কুরিয়ার এর মাধ্যমে আপনার উপজেলাতে ম্যাপ নিতে যে তথ্য লাগবে-
    ১. নামঃ
    ২. ঠিকানাঃ
    ৩. মোবাইল নম্বরঃ
    এই তথ্যগুলো আমাদের হোয়াটসএপ অথবা ইমুতে লিখে অথবা ছবি তুলে পাঠাতে হবে।
    আমরা হোয়াটসএপ এবং ইমুর প্রত্যেকটি মেসেজ গুরুত্ব দিয়ে দেখি।
    অর্ডার কনফার্ম করতে বাধ্যতামূলক ৫০০ টাকা + টাকা পাঠানোর শেষের চার ডিজিট মেসেজ দিয়ে কনফার্ম করতে হবে।
    অর্ডার কনফার্মের ৫-৭ কর্ম দিবসের মধ্যে আমরা ম্যাপ কুরিয়ার করে থাকি।
    01832-421046 ( BKash, Rocket, Nagad personal number)

Komentáře • 220

  • @mosarefmridha5312
    @mosarefmridha5312 Před rokem +1

    স্যার আপনার ভিডিও গুলো সব দেখি আমি খুব আমার উপকার হয়েছে

  • @MdMehedi-ec6fb
    @MdMehedi-ec6fb Před 2 lety +2

    Excellent video

  • @thiosnal6040
    @thiosnal6040 Před rokem +1

    Thanks sir

  • @sagor174
    @sagor174 Před 2 lety +1

    Nice video upload

  • @MDAbdullah-mp9wo
    @MDAbdullah-mp9wo Před 5 měsíci

    মাশা-আল্লাহ

  • @mdnazmulhossain2804
    @mdnazmulhossain2804 Před rokem

    ধন্যবাদ

  • @designer_hafiz7773
    @designer_hafiz7773 Před 2 lety +7

    আমি জরুরী ভাবে নকশা ও যন্ত্রাংশ নিতে চাই, আমার জবাব দেননি। প্লিজ ভাই পরামর্শক্রমে নিতে চাই। আপনার জমি মাপার যন্ত্রাংশ সংক্রান্ত যে ভিডিওগুলো আছে সেখানে যে ফোন নাম্বার দেয়া আছে, সে নাম্বারে যোগাযোগ করলে কি হবে?

  • @shimulbiswasshimulbiswas3102

    আমি জেলা নড়াইল থেকে বলছি
    আপনার ভিডিও টা অনেক ভালো লাগছে,আমি নিয়মিত আপনার ভিডিও গুলি দেখে থাকি,
    এখন আমায় আমার এলাকার জমির নকশা প্রিন্ট যেটা জমি মাপার জন্য ভালো হবে সেটাই দিবেন,তবে ব্যাবহারের সুবিধার জন্য,মূল এসটেড ঠিক রেখে ছোট করা যায় তো সেটা ভালো হবে,
    মাপটা পেতে আমায় কি কি দিতে হবে,আমায় দয়া করে একটু জানাবেন।স্যার,
    শুভ
    সকাল

  • @Druguse
    @Druguse Před rokem

    শুভকামনা রইল

  • @taslimaaktertaslima9713
    @taslimaaktertaslima9713 Před 2 lety +2

    স্যার । আমি আপনার ভিডিও নিয়মিত দেখি।আর অনেক কিছু শিখলাম আপনার ভিডিও থেকে। আমার প্রশ্ন হচ্ছে আমি চট্টগ্রাম বাসিন্দা। আমার থানা এলাকায় মৌজার ম্যাপ আমি নিতে চাই।আপনি আমাকে সাহায্য করতে পারবেন। আমি চাই আপনার মাধ্যমে আমার এলাকার ম্যাপ নিতে চাই

  • @JahidHasan-yo6if
    @JahidHasan-yo6if Před 2 lety +1

    স্যার,মেপ থেকে গুনিয়া দিয়া ১৬ইঞ্চি স্কেলে ২-টা, ৩২ ইঞ্চি ২টা বিডিও দেন।স্যার মেপের( ডিজিটাল ফুট ইঞ্চি) বিডিও দিবেন এই আশায় রইলাম।আপনার দীর্ঘ জীবন কামনা করি।

  • @muslimuddin6577
    @muslimuddin6577 Před 2 lety

    স্যার দাগ ভাংগানোর উপর একটা ভিডিও চাই..

  • @mahadihasan6549
    @mahadihasan6549 Před rokem

    Thanks for activities

  • @nabilaislamwazia7220
    @nabilaislamwazia7220 Před 2 lety +1

    স্যার বড় আকারের নকশাগুলো বহন করা কষ্টসাধ্য ও মাপ নিতে সমস্যা হয়। মূল নকশা ছোট করে লেমেনিটিং করে সরবরাহ করা যায় না।

  • @nazimrahman4804
    @nazimrahman4804 Před 2 lety +1

    vai, ami apnader BD land surveyor thake akta course korte cai.

  • @riyria5958
    @riyria5958 Před 2 lety

    বরগুনা জেলা, পাথর ঘাটা, উপজেলার, চরদূয়ানী ইউনিয়নের ছোট টেংরা মৌজার নকশা থাকলে অবশ্যই জানাবেন। ওকে ধন্যবাদ।

  • @sukornqakter2229
    @sukornqakter2229 Před 2 lety

    Bhaiya ami city jorip nai kintu dokhol r jomi dolil ase akhon AMR ki korta hoba

  • @alfazmiah2554
    @alfazmiah2554 Před rokem

    ভাই আমি সিলেট থেকে

  • @user-fj3ec6gt6k
    @user-fj3ec6gt6k Před 2 lety

    mouza simana niye video banan

  • @designer_hafiz7773
    @designer_hafiz7773 Před 2 lety +2

    আপনার সব ভিডিও দেখি। দেখে জমা মাপা শিখি। জমি মাপার এক সেট যন্ত্রাংশ নিতে চাই, তবে নকশা আমি খুব শীঘ্রয় নিতে চাই। সরাসরি আপনার ফোন নাম্বার চাই

  • @romanaakter7224
    @romanaakter7224 Před 2 lety +1

    আচ্চা ভাই আপনি যে নকশা দিবেন, এটা কি, তেজগাঁও অফিস থেকে তুলে দিবেন , নাকি অন্ন পন্থায় আমাদের কে দিবেন, কোনটি,, বলেন তো,

  • @riyria5958
    @riyria5958 Před 2 lety

    ভাই, আমার বাড়ি, বরগুনা জেলা, পাথর ঘাটা, তাই, কাগজ পএ পাঠানো যাবে জানাবেন!

  • @mdsiponali3105
    @mdsiponali3105 Před rokem +1

    পাবনা জেলা উপজেলা সদর ইউনিয়ন আতাইকুলা মৌগাম এস এ নকশা লাগবে।

  • @mdimrankhan585
    @mdimrankhan585 Před 2 lety

    ওয়ালাইকুম-আসসালাম

  • @ag...5471
    @ag...5471 Před 2 lety

    আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন ভাই আমার একটি প্রশ্ন ছিল দয়া করে উত্তর দেবেন আমি একটি জমি কিনেছি জমির মালিক মারা গেছে এখন উনার ছয় ছেলে তিন মেয়ে চায়ের ছেলে বাহিরে থাকে দুই ছেলে বাড়িতে থাকে মা জীবিত আছে এখন ওয়ারিশ সনদ দিয়ে বড় ভাই ছোট ভাই মা দলিল করে দিলে পরবর্তীতে সমস্যা হবে কিনা দয়া করে জানাবেন পাশাপাশি কি দলিল করলে ভালো হবে?

  • @anayethosennizam8140
    @anayethosennizam8140 Před 2 lety

    রিমন ভাই ভূমি বিষয়ক কোন বই কি বের করেছে নাকি।

  • @m.krefrigeration2884
    @m.krefrigeration2884 Před rokem

    ভাই, বরিশাল জেলার নকশা কি ঢাকা থেকে আপনি দিতে পারবেন?

  • @md.jahangiralam6800
    @md.jahangiralam6800 Před 2 lety

    রিমন স্যার আসসালামু আলাইকুম অরকমাতুল্লা স্যার আমি একাধিক নকসা তুলার প্রায় জন যেমন সিএস, এসএ। আরএস। নকশা ভালো কোন টি স্যর। দাওয়াত তরে কি জনা বেন

  • @NHEducation-
    @NHEducation- Před rokem

    আ‌মি কু‌মিল্লার নাঙ্গল‌কোটর ২ টা প্রিন্ট ক‌পি নি‌তে চাই, সেখা‌নে ব‌্যাক সাইটে কি অ‌ফি‌সের সিল থাক‌বে?

  • @earhossain5421
    @earhossain5421 Před rokem +1

    ভাই আমি ১ মাস হলো অনলাইনে নকশার জন্য আবেদন করছি কিন্ত কোনো খবর নাই

  • @romanticallsongandtips9286

    স্যার আমি কি আমাদের এলাকার মৌজা আপনাদের কাছ থেকে নিতে পারব।

  • @mdmahfuj8757
    @mdmahfuj8757 Před 2 lety

    ফরিদপুর, সালথা থানার রামকান্তপুর গ্রামের কোন নকশা আছে কি না?

  • @user-sf4rv2lc4s
    @user-sf4rv2lc4s Před 25 dny

    গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারী মৌজার জে এল নঙ ১০৯সিট নং ৩rsঅরজিনাল নকশা পাওয়া যাবে কি। ।

  • @nabilaislamwazia7220
    @nabilaislamwazia7220 Před 2 lety +3

    শুধু মাঝে মূল নকশাটুকু রেখে চারপাশে কোন কোন মৌজা আছে এগুলো উল্লেখ করে সরবরাহ করবেন তাহলে লেমেনেটিং ও ফটোকপি খরচ কম পড়বে।

  • @MdYasin-vt7mb
    @MdYasin-vt7mb Před rokem

    একটা জেলার পুরা নকশা দেওয়া জাবে না থানার নকশা নিতে হবে জানাবেন ধন্যবাদ

  • @mdhaque2632
    @mdhaque2632 Před 2 lety

    ১)মূল কপি কত?cs/rs same price?
    ২)প্রিন্ট কপি কত?
    কুরিয়ার সহ কত খরচ পড়বে?

  • @zahidul1000
    @zahidul1000 Před 2 lety +1

    জমি তিনজনের নামে খারিজ করার পর প্রত্যেকের অংশভাগ করে দেয়া হয় না কেন, জানাবেন দয়া করে ।

  • @koushikkoushikey6413
    @koushikkoushikey6413 Před 2 lety

    নমষ্কার দাদা, আমার একটি ভালো লেমনেটিং করা SA মূদ্রীত নকশা দরকার, পিরোজপুর জেলার, নাজিরপুর উপজেলার, ৪১নং জেল, শাঁখারীকাঠী মৌজার সীট নং -০২। মোট খরচ কত হবে এবং কিভাবে পেতে পারি জানালে উপকৃত হই।

  • @sajib-nu1kz
    @sajib-nu1kz Před 2 lety

    ভাই আমাদের শরীয়তপুরের কি কোন নকশা আছে

  • @user-ms1bc2dy3n
    @user-ms1bc2dy3n Před rokem

    স্যার আপনারা কি অনলাইনে সার্ভে কোর্স করান?

  • @md.aminulislam4142
    @md.aminulislam4142 Před 2 lety

    আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই🥰🥰

  • @mdmamud9619
    @mdmamud9619 Před 2 lety

    স্যার শরীয়তপুরের নকশা কি আছে

  • @mdnoralikadam7967
    @mdnoralikadam7967 Před rokem

    ভাই আমি বান্দরবান জেলার অন্তরগত আলীকদম উপজেলার সকল ম্যপ প্রয়োজন।

  • @nurmiah2531
    @nurmiah2531 Před 2 lety +1

    আমি আপনার নিয়মিত র্দশক/সাবসক্রাইবার।আমার প্রশ্ন হচ্ছে,আমার নিজ জেলাতে যে ম্যাপ বা নকশা পাব তার সাথে ঢাকার ভূমি জরিপ অধিদফতর এর ম্যাপ /নকশায়ের সাথে এক / হুবহু মিল হবে না কী? প্লিজ উত্তর দিয়েন।

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  Před 2 lety +5

      মিল পাওয়া যায়। আবার অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। সমস্যা টা ৩-৪ লিংক এর বেশি না হলেই হয়

    • @alomger9419
      @alomger9419 Před 10 měsíci

      ​@@bdlandsurveyor8067ভোলা,জেলার,,আগে,নাম,চিলো,
      বাকেরগঞ্জ জেলা,,তাই,নকশা, পাইতে,
      জামেলা,🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @shahjalal6154
    @shahjalal6154 Před 2 lety

    ভাই, আমার দুটি প্রিন্ট নকশা লাগবে। বিএস

  • @MDLiton-xs4jc
    @MDLiton-xs4jc Před 2 lety

    কি ভাবে আপনার সাথে যোগাযোগ করবো বলেন আপনার অফিস কোথায়

  • @asifurrahman8490
    @asifurrahman8490 Před 2 lety

    টাংগাইল থেকে কি ভাবে সি এস ম্যপ তুলতে পারবো।

  • @md.rajibhossen1573
    @md.rajibhossen1573 Před rokem

    স্যার আমার একটা সি এস নকশা প্রয়োজন।

  • @sheikhaminulislam2059
    @sheikhaminulislam2059 Před 4 měsíci

    একইসাথে একই মৌজার ৩ টা এবং অন্য মৌজার ১ টা মোট ৪ টা SA মৌজা ম্যাপ (সাদাকালো প্রিন্টকপি) কত টাকা লাগবে?

  • @shaimmia5237
    @shaimmia5237 Před rokem

    ডাকঘর কান্দি উপজেলা কোটালীপাড়া জেলা গোপালগঞ্জ নকশা পাওয়া যাবে ভাই।

  • @kamrulbsrm
    @kamrulbsrm Před 2 lety

    স‌্যার অা‌মি হ‌বিগঞ্জ জেলার বা‌নিয়াচং উপ‌জেলার কুমড়ী মৌজার এস এ মূল ম‌্যাপ সিট নম্বর ১ ও ২। অার এস মূল ম‌্যাপ সিট নম্বর ১ ও ২ নি‌তে চায় । কত টাকা লাগ‌বে

  • @RafiqulIslam-ms8eb
    @RafiqulIslam-ms8eb Před 2 lety

    আমি নাটোর জেলা, লালপুর উপজেলা, ওয়ালিয়া মৌজার ৫ টি সীট আছে, আমি ৫ টি নক্সা নিতে চাই। আমাকে এই নক্সা সরবরাহ করা যাবে কি? যদি যায় তবে কত টাকা পাঠাতে হবে জানাবেন।

  • @borovai4197
    @borovai4197 Před rokem

    Map hate aste koto din lagbe ???

  • @prethibeislam4211
    @prethibeislam4211 Před 2 lety

    আমি মুল নক্সা মানে প্রিন্ট নক্সা চাই সাথে একটা ফোটকপি।তবে স্ক্যন কপি চাইনা

  • @delwarhossain9860
    @delwarhossain9860 Před 2 lety

    স্যার কোথায় ভালো কপি করা যায় ঠিকানা বলেন প্লিজ

  • @mdsohelrana1275
    @mdsohelrana1275 Před 2 lety

    স্যার আমার একটা সাবেগ দাগের নকশা লাগবে আপনারা কি দিতে পারবেন

  • @ag...5471
    @ag...5471 Před 2 lety

    আসসালামু আলাইকুম প্রিয় ভাই জরুরী ভিত্তিতে আপনার কাছে একটি উত্তর চাচ্ছি জানালে অনেক উপকার হতো উত্তরটা দেওয়ার আশা আছে আপনার কাছে কৃতজ্ঞতা আমার কাকা অংশ 584 এখানে কত শতক আন্টি 125এখানে কত শতক
    আন্টি291এখানে কত শতক

  • @travellerhasan1221
    @travellerhasan1221 Před 2 lety

    Apnader office kothai?

  • @user-mc1tc4dp9v
    @user-mc1tc4dp9v Před 3 měsíci

    স্যার হবীগঞ্জ জেলা নকসা পাওয়া যাবে

  • @mdabdusukkur9363
    @mdabdusukkur9363 Před 2 lety +1

    স্যার দেওয়ানি আদালতে জমির খতিয়ান সংশোধন মামলা করতে গেলে উক্ত জমি বাদী পক্ষের দখলে না থাকলে কি হবে একটু জানাবেন প্লিজ

    • @mubinislam7294
      @mubinislam7294 Před 6 měsíci

      Hbe vai.. ami rangpur land survey te job kri

  • @Zahangir1997
    @Zahangir1997 Před 2 lety

    Ami akta noksa nibo

  • @rafsanadi7111
    @rafsanadi7111 Před 2 lety

    আসসালামু আলাইকুম ভাই,
    আমার বাবা এবং বড় চাচা ক্রয়সূত্রে একই দলিলে ১১ শতাংশ জমির অর্ধেক অর্ধেক মালিক।
    দলিলে লিখা আছে পশ্চিম থেকে পূর্ব ১১ শতাংশ। জমিতে পশ্চিম ও পূর্ব দিকে ২ টা ঘর আছে।
    আমরা পশ্চিমের অংশ দখছে আছি অনেক বছর আগে থেকেই।
    পারিবারিক ভাবেও আগে মুখে এই ভাবে ভাগ মেনে নেওয়া হইছিলো।
    এখন আমার ছোট চাচারা আবার পশ্চিম এর অংশ দাবি করছে। আমার বড় চাচা অবিবাহিত। ছোট চাচারা বড় চাচার অংশ খারিজ করে পশ্চিমের অংশ তাদের নামে রেজিষ্ট্রি করে নিতে চায়।
    এ অবস্থায় আমাদের কি করণীয়?

  • @rakib894
    @rakib894 Před 2 lety

    ভাই তামাদি আইন ২৮ ধারা আইন কি বাতিল হয়েছে কিনা???

  • @mdsaifulislamkhan5444
    @mdsaifulislamkhan5444 Před 2 lety +1

    amader varir mowza paina

  • @romanaakter7224
    @romanaakter7224 Před 2 lety +1

    আমার নকশা লাগবে,,

  • @rezaulrezaul9825
    @rezaulrezaul9825 Před 2 lety

    ভাই আমার একটা নকশা লাগবে আমার বাড়ি ফরিদপূর

  • @subirdas170
    @subirdas170 Před rokem

    স্যার আমার একটা বিএস নকশা দরকার

  • @mdalimran7085
    @mdalimran7085 Před 2 lety

    স্কেন মেইলে দেওয়া যাবে শুধু?

  • @sontoshkumarsarkar6676

    CS Map পাওয়া যাবে কী?

  • @fayazyt409
    @fayazyt409 Před 2 lety +1

    আমি সাভার রাজাশনের মৌজার বি এস খতিয়ানের সব গুলা সিটের ফটকপি নকশা নিলে কতটাকা খরজ পরবে,ফটকপি গুলো দিয়ে যাতে কাজ করতে পারি।দিতে পারবেন মোট ২৮/২৬টা সিট।

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  Před 2 lety +1

      প্রিন্টেড কপি নিতে পারবেন 01832421046 imo whats app for details

  • @abusayedrobi9296
    @abusayedrobi9296 Před 2 lety

    ভাই আমি পিডিএফ ফাইল আকারে নিতে চাই সেটাও অরজিনাল হতে হবে জুম করলে যেন না ফেটে যায়

  • @hamayettalukder1362
    @hamayettalukder1362 Před 2 lety

    আমার মৌজা ঝালকাঠি জেলা সদর উপজেলা আমি কি আমার মৌজার নাকসা নিতে পারবো

  • @rakib894
    @rakib894 Před 2 lety

    রিমন ভাই আমরা অফিস থেকে একটি ২৩০ খতিয়ান তুলেছি তার মালিক খালেক, কিন্তু অনলাইনে চার্স দিলে আসে অন্য একজনের নাম। এখন আমরা কি করব, প্লিজ একটু কষ্ট করে রিপ্লাই দিয়েন💜💖🌷

  • @shaimmia5237
    @shaimmia5237 Před rokem

    ভাই আমি একটা নিতে চাই

  • @mdmosarefmdmosaref6635

    মামা আমার একটা মুদ্রিত কপি ম্যাপ দরকার দিতে পারবেন দয়া করে জানাবেন মামা

  • @tanvirulislam4549
    @tanvirulislam4549 Před 2 lety

    😍😍😍

  • @rashelmiah6419
    @rashelmiah6419 Před rokem

    hell o vai ami tangail sadar upazila parishad... Amar akta mouza map dorkar..
    Jela ;tangail
    Thana:tangail
    Union:gharinda
    Mouza:sarotia
    J.l.no.90.
    Dag no.725

  • @user-hm5hp4pj3m
    @user-hm5hp4pj3m Před 10 měsíci

    ভাই আমার ৩টা আর এস নকশা লাগবে
    মানিকগঞ্জ হরিরাম পুর।
    ও কিছু যত্রাংশ লাগবে। নকশা কতো করে পরবে লেমনি সহ কত পরবে

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  Před 9 měsíci

      ৬০০ টাকা করে।
      আমাদের নিচের নম্বরটিতে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে মেসেজ করুন- 01811-811182

  • @ershadmia7706
    @ershadmia7706 Před 2 lety

    i need 1copy

  • @MamunKhan-fs1oy
    @MamunKhan-fs1oy Před 2 lety

    Sir address Dile valo hoto

  • @shahinooralam3435
    @shahinooralam3435 Před 2 lety

    আপনাদের আইডি দেন যাতে যোগাযোগ সহজ হয়।
    আমার CS, RS দরকার।

  • @dr.majibarrahman4430
    @dr.majibarrahman4430 Před 6 měsíci

    সব জেলায় কি পাওয়া যায়,,,,,

  • @mdalimran7085
    @mdalimran7085 Před 2 lety +1

    স্কেন কপি আছে? আর মূল কত করে?

  • @princeniloy6469
    @princeniloy6469 Před 2 lety

    6 মাসের একটা কোর্স করতে চাই আপনাদের এখানে। কোর্স ফ্রি কতো? আমি দলিল লেখক। নাটোর থেকে বলছি।

  • @riponbakla7297
    @riponbakla7297 Před rokem

    আমার ১টি রংপুর মিঠাপুকুর বিনোদপুর মোজা জেএল নঃ৭৯ নকশা লাগবে orginal

  • @bulbulikhatun5015
    @bulbulikhatun5015 Před 2 lety

    কত দিনের মধ্যে সরবরাহ করতে পারবেন?

  • @JakirHossain-xz9jd
    @JakirHossain-xz9jd Před rokem

    রাংগামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলার ম্যাপ পাওয়া যাবে কিনা

  • @HabiburRahman-dz2he
    @HabiburRahman-dz2he Před 2 lety

    ভাই আপনার আপস টির নামটি বলবেন একটু

  • @Ours68038Vilages
    @Ours68038Vilages Před 2 lety

    যে কোন জেলার অরিজিনাল নকশা পাওয়া যাবে?

  • @MdMahin-it8rv
    @MdMahin-it8rv Před rokem

    টানা পটিয়া চার লক্ষ এক নম্বর সিট অরজিনিয়াল পাওয়া যাবে কি

  • @mdyusuf2027
    @mdyusuf2027 Před 2 lety

    স্যার আপনার নাম্বারটা দেওয়া যাবে?
    আমার সম্পদ দুই মৌজার সিমানায়, দলিলে আছে জমি ৮৬ খতিয়ানে আছে৭৬ নকশায় ৭৬ কিন্তুু দখলে ঠিক আছে এমত অবস্হায় ইউনিয়ন পরিশদ মেপে বড়তি জমি দুই মৌজায় ভাগ করে দেয় 😡! স্যার আপনার পরামর্শ চাই

  • @mdruhulamin-be1dy
    @mdruhulamin-be1dy Před rokem

    আপনার সাথে যোগাযোগ করতে চায়

  • @adibahmed7339
    @adibahmed7339 Před 2 lety

    ভাই আমাকে জার্মানি ৩৩০ স্কেল দিতে পারবেন প্লিজ।

  • @shimoli4416
    @shimoli4416 Před 2 lety

    আমি কি চাঁদ পুরে মতলবে মোজৌ পাবো

  • @graphichome
    @graphichome Před 7 měsíci +1

    স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম, আমার একটা ম্যাপ লাগবে।

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  Před 7 měsíci

      আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!
      ভূমি বিষয়ক বিভিন্ন প্রয়োজনেঃ-
      আমাদের হোয়াটসঅ্যাপ/ইমু নম্বরটিতে মেসেজ করতে পারেন- 01811-811182

  • @gbr9207
    @gbr9207 Před 8 měsíci +1

    স্যার আপনারা জে স্কান দেন সেটা দিয়েকী ডিজিটাল পরিমাপ করা জাবে

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  Před 8 měsíci

      হ্যা করা যাবে
      আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!
      ভূমি বিষয়ক বিভিন্ন প্রয়োজনেঃ-
      আমাদের হোয়াটসঅ্যাপ/ইমু নম্বরটিতে মেসেজ করতে পারেন- 01811-811182

  • @abdulmotaleb8072
    @abdulmotaleb8072 Před rokem

    স্যার আমার একটা মাপ দিতে পারবেন।??

  • @saitanbarua3500
    @saitanbarua3500 Před 4 měsíci

    রিয়েল পিডিএফ পাব????

  • @jahurulhoque2490
    @jahurulhoque2490 Před 4 měsíci

    বাংলাদেশের যে কোন মৌজার নকশা পাওযা যাবে কিনা

  • @mdrafsan9961
    @mdrafsan9961 Před rokem

    সেবা আমরা কিভাবে নেব আপনাকে কোথায় পাবো