বায়োফ্লকে গুলশা মাছের চাষ পদ্ধতি । Bangotube

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2022
  • না জেনে, না বুঝে কেউ বায়োফ্লক করবেনা ।
    বায়োফ্লকে গুলশা মাছের চাষ পদ্ধতি । #Bangotube
    বিসমিল্লাহির রাহমানির রাহিম
    দর্শক স্বাগতম আমার শখের বায়োফ্লক ফিশ ফার্মিং এ, আশা করি আপনারা সবাই ভাল আছেন
    "Bangotube" ইউটিউবে আমার এটি অফিসয়াল চ্যানেল।
    বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে এসে আমি, যে সকল স্থানে সমস্যায় পড়েছি এই সমস্যা গুলোকে নিয়ে আমি নিয়মিত ভিডিও বানাই এবং "Bangotube" চ্যানেলের মাধ্যমে তা পাবলিস্ট করি। যারা বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চাচ্ছেন এই ভিডিওগুলো দেখলে হয়তো আপনাদের কোনো উপকারে আসতে পারে।
    বাংলাদেশের জন্য বায়োফ্লক একটি খুব রিস্কি ব্যবসা ।এটা না জেনেশুনে করলে ভয়াবহ অর্থনৈতিক বিপদের সম্মুখীন হতে পারেন ।
    এই ভিডিও গুলোর মাধ্যমে আমি চেষ্টা করেছি বায়োফ্লকের অভিজ্ঞতার কিছুটা বিবরণ দেওয়ার জন্য।
    ধন্যবাদ
    মো: শাহনেওয়াজ
    কৃষক ( LABIB AGRO)
    বায়োফ্লক
    বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ বর্তমান সময়ের একটি জনপ্রীয় মাছ চাষ পদ্ধতি। মাছ চাষের এই পদ্ধতিটি বাংলাদেশে এসেছে মূলত দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে।
    এটি এমন একটি পদ্ধতি যেখানে বিশেষ ব্যবস্থাপনায় অল্প জায়গায় বিপুল পরিমান মাছ চাষ করা যায়। প্রোবায়োটিক ব্যাবহার করে বিভিন্ন প্রজাতির অনুজীব ও জলজ কনাকে সাথে নিয়ে বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া ও বাণুর সমন্বয়ে বায়োফ্লকে কালচার করতে হয়।
    শৈবাল, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, বিভিন্ন ধরণের জৈব কণা যেমন মাছের মল ও অব্যবহৃত ফিড ইত্যাদির সমষ্টি। পানিতে ফ্লক একসাথে মিউকাসের মাধ্যমে সংযুক্ত থাকে যা ব্যাকটিরিয়া দ্বারা খাদ্যে রূপান্তরিত হয়। কার্বন এবং নাইট্রোজেনের ভারসাম্য বজায় রাখার মাধ্যমে মাছ চাষে পানির গুণমান বাড়ানোর একটি কৌশল। অন্যভাবে বলা যায়
    বায়োফ্লক প্রযুক্তি জল থেকে বর্জ্য অপসারণ করার একটি ব্যবস্থা।
    আমাদের বাংলাদেশের সরকারের মৎস্য গবেষণা ইন্সটিটিউট বলছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কতটা সঠিক হবে কিংবা চাষিরা কতটা লাভবান হবেন,
    তা নিয়ে এখন তারা গবেষণা করছেন। প্রচলিত পদ্ধতিতে মাছ চাষের চেয়ে এই পদ্ধতিটি সম্পূর্ণ আলাদা। তাই এই পদ্ধতিতে কেউ মাছ চাষ করতে চাইলে তাকে অবশ্যই এই বিষয়ে খুব ভালো করে জেনে বুঝে শুরু করতে হবে । তা না হলে ক্ষতি হওয়া সম্ভাবনা রয়েছে।
    এ পদ্ধতির মাছ চাষের অবকাঠামোতে সার্বক্ষণিক বিদ্যুতের প্রয়োজন হবে এবং মাছের ট্যাংকের পানি পরিবর্তন করা খুব একটা প্রয়োজন নেই ।
    #Bangotube#biofloc#gulsha_fish

Komentáře • 18

  • @FishfarmingNarsari
    @FishfarmingNarsari Před 2 lety

    ভিডিওটি অনেক ভালোলাগলো

  • @RabeyasVlogs
    @RabeyasVlogs Před 2 lety

    আসসালামু আলাইকুম ভাইয়া গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ 💯

  • @hossain1219
    @hossain1219 Před 2 lety +1

    Good video

  • @koyomineko8655
    @koyomineko8655 Před 2 lety

    Nice upload!

  • @Traveltimesharmin
    @Traveltimesharmin Před 2 lety

    First like , first comments go ahed friend.

  • @alimdomar4525
    @alimdomar4525 Před 2 lety

    আসসালামুয়ালাইকুম কেমন আছেন ভাই, ঠিক এরকম একটা ভিডিও চাই মনোসেক্স তেলাপিয়া মাছের উপর।।

    • @BangoTube90
      @BangoTube90  Před 2 lety +1

      আশা ক‌রি খুব তাড়াতা‌ড় ই দি‌তে পার‌বো

  • @CanalGalista
    @CanalGalista Před 2 lety +1

    Hiii good morning

  • @mizanagrofarming7277
    @mizanagrofarming7277 Před 2 lety

    Bay dokat0 ami khalam akhon k khabe Jani na

    • @BangoTube90
      @BangoTube90  Před 2 lety

      ‌কি ব‌লে‌ছেন সেটা বুঝ‌তে পার‌ছিনা

  • @arianbioflocfishfarm8832
    @arianbioflocfishfarm8832 Před 2 lety +1

    Vai 413 kg korci 20 hajar litare 26000 hajar die

  • @sirajulalomsarker8018
    @sirajulalomsarker8018 Před 2 lety

    প্রিয় দর্শক, কিছু দিন পর এই ব্যাটার প্যান-প্যানানী আর চোখে পরবে না। লেজ গুটিয়ে পালাবে। আমার কথা মিলিয়ে নিবেন।

    • @BangoTube90
      @BangoTube90  Před 2 lety

      ধন্যবাদ প্রিয় দর্শক আপনার মূল্যবান মন্তব্যের জন্য ভবিষ্যতে আপনার সাথে আবার দেখা হবে আশা করি

    • @sirajulalomsarker8018
      @sirajulalomsarker8018 Před 2 lety

      @@BangoTube90 বায়োফ্লক আমাদের জীবন ও স্বপ্ন বিধ্বংসী টেকনোলজি।