শিল্প উদ্যোক্তা জাবেরের বায়োফ্লক খামার | Shykh Seraj | Channel i |

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • শিল্প উদ্যোক্তা জাবেরের বায়োফ্লক খামার
    সম্পূর্ণ অনুষ্ঠান- • শিল্প উদ্যোক্তা জাবেরে...
    ===============================
    বায়োফ্লক নিয়ে স্বপ্ন দেখছেন বড় শিল্প উদ্যোক্তা। শিল্প কারখানার হাজার হাজার শ্রমিকের বিশুদ্ধ আমিষের যোগান দিতে অধিক ঘনত্বে মাছ চাষের ওই প্লান্ট স্থাপন করেছে তরুণ শিল্প উদ্যোক্তা আব্দুল্লাহ জাবের। অল্পদিনের উৎপাদন সাফল্যে বড় সম্ভাবনা দেখছেন তিনি।
    নদী জলাশয় বা পুকুরে নয়, বাড়ির উঠোনে বা ঘরের ভেতর চৌবাচ্চায় বাণিজ্যিক মাছের খামার। অধিক ঘণত্বে ঘরোয়া মাছ চাষের পদ্ধতি বায়োফ্লকের বার্তা পৌঁছে গেছে সবখানে। জেনে বুঝে উদ্যোগ নিয়ে অনেকেই শুনিয়েছেন সাফল্যের নানা গল্প। সেই ধারায় এবার যুক্ত হয়েছে নোমান গ্রুপের কর্নধার আব্দুল্লাহ জাবের। বিশাল শিল্প আয়োজনের ভেতরেই একটি অংশে তার বায়োফ্লকের খামার।
    ১১টি ছোট বড় চৌবাচ্চায় বিজ্ঞানসম্মত সব নিয়ম মেনে নানা রকম মাছ ছাড়া হয় ছয় মাস আগে। উদ্যোক্তা বলছেন, উৎপাদন লক্ষ্যের সঙ্গে মিলে গেছে বাস্তবতা।
    আব্দুল্লাহ জাবের বলছেন, কোম্পানীর ৭০ হাজার কর্মীর মাছের চাহিদা পুরণে এই উদ্যোগ আরো সম্প্রসারণের লক্ষ্য রয়েছে তার। তরুণ ব্যবসায়ী হিসেবে মাছ নিয়ে রপ্তানী বাণিজ্যের স্বপ্নও দেখছেন তিনি।
    / shykhseraj
    / shykhseraj
    / shykhseraj
    / shykhseraj
    / shykhseraj
    #SSERAJ #বায়োফ্লক #BioFloc

Komentáře • 169

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 Před 3 lety +18

    খুব সুন্দর এবং মানসম্মত একটা খামার দেখলাম আমার ভালো লাগলো শেখ সিরাজ ভাইয়ের প্রতি রইল সালাম

  • @orvyahmed6406
    @orvyahmed6406 Před 3 lety +7

    আল্লাহ আপনাকে জান্নাতীদের কাতারে অন্তর্ভূক্ত করুন স্যার।

  • @josimuddin6549
    @josimuddin6549 Před rokem +1

    বায়োফ্লক আনেক মাছ চাষী সবনাশ হয়েছে

  • @rahimmediapro1560
    @rahimmediapro1560 Před 3 lety +7

    স্যারের এই অনুষ্ঠান ‍গুলো যুব সমাজকে উদ্ভদ্য করছে

  • @Simana936
    @Simana936 Před 3 lety +8

    প্রকৃতি প্রেমিক জনাব, "শাইখ সিরাজ" সাহেব যতদিন বেঁচে থাকবেন, ততদিন সব পরিশ্রমী ব‍্যক্তিবর্গের , কৃতকার্যের চিত্র দেখতে পাব, ইনশাআল্লাহ।
    দোয়া করি, উনি সুস্থ থাকুক।
    আমিন।

  • @PacificAnwer
    @PacificAnwer Před 3 lety +6

    Thanks Shykh Seraj & Channel I for Broadcasting our project. Love from Noman group.

  • @Arif-xq2wg
    @Arif-xq2wg Před 3 lety +27

    স্যার হ্যাচারির একটা প্রতিবেদন করিয়েন, যে হ্যাচারিতে ১০০% মানসম্মত মাছের পোনা পাওয়া যাবে। ধন্যবাদ

  • @mohammadrakibulislam3995
    @mohammadrakibulislam3995 Před 3 lety +1

    খুব সুন্দর একটি প্রজেক্ট , আমিও ২.৬ লাখ লিটারের বায়োফ্লক প্রজেক্ট করেছি, আমি আপনার ভিডিও দেখেই অনুপ্রানিত হয়েছি, সবসময় আমাদের পাশে থাকবেন, তবে কিছু প্রতিবন্ধকতার সম্মুক্ষিনও হচ্ছি আমরা,এ বিষয়ে পদক্ষেপ নিতে পারলে আমাদের মতো শিক্ষিত তরুন উদ্দোক্তারা আরও অনুপ্রানিত হবে..

    • @mdmahmud1079
      @mdmahmud1079 Před 3 lety +1

      Apnar project ar obostha kemon?

    • @mohammadrakibulislam3995
      @mohammadrakibulislam3995 Před 3 lety

      @@mdmahmud1079 alhamdulilla Vi, apnar ki Biofloc project ase?

    • @akborhossain7888
      @akborhossain7888 Před 5 měsíci

      এখন আপনার বায়োফ্লক কালচার আছে?

  • @mohammedhanif8442
    @mohammedhanif8442 Před 3 lety +3

    দোয়া করি, উনি সুস্থ থাকুক।
    আমিন।

  • @mdsumon-fx2yq
    @mdsumon-fx2yq Před 3 lety +2

    স্যার আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভাল রাখে সব সময়

  • @tushergee
    @tushergee Před 3 lety +2

    আলহামদুলিল্লাহ ভালো লাগলো ধন্যবাদ প্রথমে স্যারকে ও উদ্দোক্তাকে।আমি ১বছর ৪ মাস ধরে করছি এখন ১৯০০০০লিটারে ১০০৪০০পিছ গুলশা টেংরা মাছ করছি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে।

    • @mdsifatullahsaif1406
      @mdsifatullahsaif1406 Před 3 lety

      Md Salauddin ভাই আপনার নাম্বারটা দেওয়া যাবে?
      +8801966878567 WhatsApp

    • @mominulislam6690
      @mominulislam6690 Před 3 lety

      করলেই হোগা নারা খাইবেন

    • @user-ow7ov5ig4q
      @user-ow7ov5ig4q Před 8 měsíci

      ভাই আমরা লসে আছি। আপনার ঠিকানা কোথায়।

    • @akborhossain7888
      @akborhossain7888 Před 5 měsíci

      আপনার মোবাইল নাম্বার দেন

  • @pabitrakamalroy6059
    @pabitrakamalroy6059 Před rokem

    অসাধারণ প্রতিবেদন, মনোজ্ঞ অনুষ্ঠান মনে হলো ভিডিও টি দেখে। ভারত থেকে।

  • @magicoppo6069
    @magicoppo6069 Před 3 lety +2

    খুব সুন্দর সার এবিষয়ে বিস্তারিত আমাদের ভালো ভাবে জানার বুজার জন্য সার আপনার কাছে অনুরোধ একটা ভিডিও দিবেন

  • @Mir-Tanvir-Official
    @Mir-Tanvir-Official Před 3 lety +12

    স্যার বায়োফ্লক এর উপর খুব ভাল ভাবে কোথায় ট্রেনিং করা যাবে ওই ব্যাপারে একটা প্রতিবেদন আশা করছি।
    ধন্যবাদ বাঙ্গালির হৃদয়ের মানুষ প্রিয় স্যার

  • @trtune1870
    @trtune1870 Před 3 lety +8

    ভালো লাগার একটি মানুষ শাইখ সিরাজ

  • @MdJakir-fx9rd
    @MdJakir-fx9rd Před 3 lety +1

    কুমিল্লা বুড়িচং থেকে সুন্দর একটা ভিডিও ধন্যবাদ

  • @rashedamin5912
    @rashedamin5912 Před 3 lety +8

    স্যার আপনার ভিডিওর অপেক্ষায় থাকি

  • @mhdfaisal5806
    @mhdfaisal5806 Před 3 lety +11

    ইউটিউব দেখে নয় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে প্রশিক্ষণ নিয়ে ব‍্যবসাতে নেমে পড়ুন সফলতা আসবে ইনশাআল্লাহ

    • @rajibsabu6961
      @rajibsabu6961 Před 3 lety

      ঐ দপ্তরে সব ধান্দবাজ

    • @mhdfaisal5806
      @mhdfaisal5806 Před 3 lety +1

      @@rajibsabu6961 ভাই তোমার জন‍্য সব দান্দাবাজ কারণ তোমার ভিতরে ঠিক নেই।
      আমরা এত প্রশিক্ষণ করেছি একটাকাও দিনি আরো উল্টো থেকে খেয়ে এসেছি।

  • @masudfaraji8238
    @masudfaraji8238 Před 3 lety +2

    মাশাহ্ আল্লাহ

  • @anamulbh1372
    @anamulbh1372 Před 3 lety +2

    স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ

  • @abdulaziztaseen2998
    @abdulaziztaseen2998 Před 3 lety +2

    Masha Allah, Congratulations 👍

  • @xavi2617
    @xavi2617 Před 3 lety +3

    স্যার, আপনার প্রতিবেদন দেখে আমি আমি খুবই উৎসাহী। কিন্তু বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ সম্পর্কিত বিস্তারিত তথ্য কোথাও খুঁজে পাচ্ছি না।
    বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করার বিনীত অনুরোধ করছি।

  • @jannatarakhushbu5378
    @jannatarakhushbu5378 Před 3 lety +1

    Assalamualaikum sir,apnk sobsomoy khub bhalolage dekhle,oshadharon ekjon manush apni❤️❤️❤️

  • @AboutFarmers
    @AboutFarmers Před 3 lety +4

    খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ ভিডিও,

  • @sheulyjahan-digitalbangla9076

    আমরা উদ্যোগ নিয়েছি বায়োফ্লক পদ্ধতিতে আমরা সফল হবো ইনশাআল্লাহ

    • @mominulislam6690
      @mominulislam6690 Před 3 lety +1

      যদি পারেন সফল হইতে, কান কেটে কুকুরের গলায় ঝুলাব

  • @mdismail.5744
    @mdismail.5744 Před 3 lety +2

    পুকুরের মাছ আর এই আলো বাতাসহীন হাইব্রিড মাছ অনেক পার্থক্য।

  • @anisurrahman3409
    @anisurrahman3409 Před 3 lety +1

    ধন্যবাদ স্যার আপনাকে

  • @abdullahalmamun5488
    @abdullahalmamun5488 Před 3 lety +3

    স্যার, ফাউমি মুরগির লালন পালন নিয়ে একটি ভিডিও চায় ।

  • @mdrokon5221
    @mdrokon5221 Před 3 lety +2

    Ami dekhesi.

  • @mdsamiulislammdsamiulislam4798

    স্যার আপনার ভিডিওরজন্য অপেক্ষায় থাকি

  • @redoykhan3907
    @redoykhan3907 Před 3 lety +1

    মাশাআল্লাহ

  • @krishomanus5220
    @krishomanus5220 Před 3 lety +2

    ভালো হয়েছে ভিডিও টা ভাই জান
    🌹🌹🥀🥀🌷🌹🌹🥀🌷🌹🌹🥀🌹
    কৃষি ও মানুষ চেনেলের পখ থেকে ধন্যবাদ

  • @islamicwaztv1086
    @islamicwaztv1086 Před 3 lety +2

    🌹✔️আমি অনেক কষ্ট করে "কুরআন তিলাওয়াতের" ভিডিও বানাই,,সবাই চাইলে শুনতে পারেন🌹✔️✔️✔️✔️✔️🌹

  • @abduljalil716
    @abduljalil716 Před 3 lety +1

    সত্যিই চেষ্টার অসাধ্য কিছুই নেই। তাই বলি চেষ্টা করলে মানুষ বেশীদিন গরীব হয়ে থাকেনা। যেকোনো কাজে মানুষের শিক্ষাদীক্ষা থাকাটা খুবই ভালো।

  • @mdarhamsohan3304
    @mdarhamsohan3304 Před 3 lety +14

    রঙ্গিন মাচ চাষের প্রশিক্ষণ কোথায় দেয়া হয় একটু বলবেন?

  • @alshahriar1335
    @alshahriar1335 Před 3 lety

    Suvo kamona roilo sir ar project ar jonno.

  • @bikashpanja7936
    @bikashpanja7936 Před 3 lety

    👌🏾👌🏾all the bedt, good luck.

  • @forhadmd2520
    @forhadmd2520 Před 3 lety

    মাশাআল্লাহ দোয়া রইল কুয়েত টু বি বাড়ীয়া থেকে ধন্যবাদ ভাই।

  • @misssayma313
    @misssayma313 Před 3 lety +4

    খুবই ভালো উদ্যোগ

  • @moinboss5001
    @moinboss5001 Před 3 lety +2

    NICE

  • @filmbyimran6310
    @filmbyimran6310 Před 3 lety +3

    আমগো তিন বন্ধুও মাছের খাামার শুরু করেছে। করোনা তাদের দমায়া রাখতে পারে নাই। আপনার কিন্তু আসনই লাগবো।।।নোয়াখালীতে

    • @mahbub9675
      @mahbub9675 Před 3 lety

      কোন জায়গায় এবং উনাদের কারো ফোন নং দিতে পারবেন প্লিজ

  • @mohammadmusarrofhossain4308

    মুজিবীয় শুভেচ্ছা রইলো স্যার❤️

  • @md.kamrulislam7743
    @md.kamrulislam7743 Před 3 lety +3

    লক ডাউনের কারনে গর্মেন্স শিল্প বন্ধ হবার পথে তাই বুদ্ধিমানি করে মছ চাষ শুরু করছে । GOOD JOB KEEP IT UP.

  • @masumhibibullhamasumhabibu8145

    Jai Bangladesh BaNgLaDeSh💌🇧🇩🌏

  • @mdmahmud1079
    @mdmahmud1079 Před 3 lety +1

    Romel agro to vai hariye gese !

  • @mdrokon7309
    @mdrokon7309 Před 3 lety +3

    আমি তখন উপস্থিত ছিলাম

  • @candansaha8687
    @candansaha8687 Před 3 lety +3

    স্যার,, কাশ্মীরি আপেল কুল চাষ,, গাছ এর যত্ন কিভাবে নিতে হয় সেই বিষয় এ একটা ভিডিও দেন!!! Thanks.

  • @mdmoshiurrahman5425
    @mdmoshiurrahman5425 Před 3 lety

    Awesome

  • @krishibondhon
    @krishibondhon Před 2 lety

    স্যার বায়োফ্লক নিয়ে আপনার প্রতিবেদন দেখে অনেক তরুন উদ্যোক্তা এই প্রযুক্তিতে মাছ চাষ করছেন।কিন্তু বাজার ব্যবস্থা ভাল না হওয়ার কারনে অনেকেই এই প্রযুক্তি থেকে মুখ সরিয়ে নিচ্ছেন। তাই দয়া করে বাজার ব্যবস্থা নিয়ে কিছু একটা করেন যেন টেকসই এই প্রযুক্তি বাংলাদেশ থেকে হাড়িয়ে না যায়।

    • @riyadkhan3481
      @riyadkhan3481 Před 2 lety

      ভাই আমারবও দুই বার কৈ মাছ চাষ করে। দুই দুই বারয়ে লস খেয়েছি 2 লাক টাকা। এখন আর চাষ করি না

  • @Smshams-hc2wp
    @Smshams-hc2wp Před 3 lety +3

    স্যার আমি বুঝিনা সৌদিআরবে রুই মাছের প্রচুর চাহিদা থাকার সত্তেও কেন আমাদের দেশ কেন সৌদিআরবে মাছ রফথানি করছেনা,আরমা মিয়ানমারের মাছ কিনে খায় ১৫/থেকে ১৮টাকা কেলুতে,

  • @shargosurjoagrofisheries7854

    জীবনের চূড়ান্ত খারাপ সময়ে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকতে পারলে, সাফল্য একদিন ঠিক আমাদের সামনে মাথা নোয়াবে,

  • @rannavlogsaasbpk3910
    @rannavlogsaasbpk3910 Před 3 lety +1

    Nice

  • @rsrishad1461
    @rsrishad1461 Před 3 lety

    Frist comment 😉❤️

  • @soyaibislam9615
    @soyaibislam9615 Před 3 lety +1

    seraj vai you should create a new youtube chennel just for trainnig in agriculture

  • @salmaakter9815
    @salmaakter9815 Před 3 lety +9

    Biofloc নয় Bioflop বলতে হবে। প্রবাসী ভইয়েরা Biofloc থেকে 1000 হাত দুরে থাকবেন।

  • @mehazabienchowdhuryofficia5784

    *বিচারের দিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে,আর অনেক মুখমণ্ডল সেদিন উদাস হয়ে পড়বে*
    (সূরা আল ক্বেয়ামাহ:২২,২৪)

  • @subratadas9035
    @subratadas9035 Před 3 lety +1

    👍👍👍👍

  • @davidpetersondas48
    @davidpetersondas48 Před 3 lety +6

    নোমান গ্রুপের মালিকে ধন্যবাদ। তিনি তার কর্মচারীদের জন্য চিন্তা করেন।

    • @alamfatema9871
      @alamfatema9871 Před 3 lety

      Assalamualaikum Ami we Malik at Sathe khota bolten ci

  • @mukterhossain5746
    @mukterhossain5746 Před 3 lety

    Nice ❤❤❤👏👏👏💗💗💗👍👍👍❤❤❤

  • @aynanitv24
    @aynanitv24 Před 3 lety +5

    আমি কোরআন তিলাওয়াতের ভিডিও বানাই, কারো ইচ্ছা থাকলে শুনতে পারেন ইনশাআল্লাহ 💜

  • @mdkawsarmia9041
    @mdkawsarmia9041 Před 2 lety

    এই পদ্ধিতে মাছ চাষ নিয়ে আমাদের কৃষি অফিস, কি বলে সেটা নিয়ে একটি পতিবেদন দেখতে চাই।

  • @varietiesyt999
    @varietiesyt999 Před 3 lety

    Love u

  • @sohansohan8042
    @sohansohan8042 Před 2 lety +1

    মাচের খাবারের অনেক দাম।

  • @MSEusuf
    @MSEusuf Před 3 lety

    প্রিয় স্যার.
    আমি ইউরোপ প্রবাসী আমি সব সময় আপনাকে ফলো করি,স্যার আমি চাচ্চিলাম বাণিজ্যিক ভাবে বায়োফ্লক করতে, আমার ছোট ভাই আছে ও ইন্টার করেছে ওকে দিয়ে এই বিজনেস করাতে চাই,দয়া করে আপনি সঠিক একটা পরামর্শ দিবেন🙏

  • @realtopic7181
    @realtopic7181 Před 3 lety

    3rd comment

  • @jvedmolla505
    @jvedmolla505 Před 2 lety

    আমার প্রিয় জাবেদ ভাই আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনি মাছের যত হ্যাচারী আছে তাদেরকে নিয়ে একটা প্রতিবেদন করবেন এবং পাশাপাশি ভালো মাছ হ্যাচিং করার জন্য অনুরোধ জানাবেন আমি কুয়াকাটা থেকে বলছিলাম আমার মাছ চাষের খুব আগ্রহ কিন্তু যারা মাছের হ্যাচারি পরে তাদের জন্য পারতেছি না কারণ তারা দুই নম্বর মাসের বাচ্চা দিয়ে শুধু তারাই লাভবান হচ্ছে

  • @hbizahin
    @hbizahin Před 3 lety +2

    ❣️❣️❣️

  • @romjanali6250
    @romjanali6250 Před 24 dny

    ইউটিউবে যত Biofloc এর ভিডিও আছে সব দেখি তিন-চার বছর আগের।
    তারমানে বেশিরভাগই ধরা খাইছে। ধরা খাওয়া প্রজেক্টগুলো দেখান।

  • @zamanshorpi4022
    @zamanshorpi4022 Před 3 lety +1

    ASSALAMUALAIKUM WA RAHMATULLAH

    • @mohsinhossainjunior
      @mohsinhossainjunior Před 3 lety +1

      আমার বান্ধবী জাপানি🎌
      সখ করে ভিডিও বানায়।
      ইচ্ছে হলে দেখে আসবেন, ধন্যবাদ💝

    • @zamanshorpi4022
      @zamanshorpi4022 Před 3 lety

      @@mohsinhossainjunior - VORTA BANANO TA DARUN HOICHE VAI.

  • @khokon5364
    @khokon5364 Před 2 lety

    শিল্প প্রতি রা আসতে হবে

  • @fantasyflower-uae
    @fantasyflower-uae Před 3 lety

    ❤❤

  • @fardinahsanemon7946
    @fardinahsanemon7946 Před 3 lety +2

    আমিও নোমান গ্রুপে কর্মরত আছি।

  • @SouvikRoy-1316
    @SouvikRoy-1316 Před 9 dny

    বাস্তব অভিজ্ঞতা টা বলুন

  • @thestranger3897
    @thestranger3897 Před 3 lety

    Had to say it's bioflop

  • @MdIsmail-bs2yi
    @MdIsmail-bs2yi Před 3 lety

    Amak ai projekta korar jonno keo hellp korte parben.jini help korbe take tar parosromik dea debo

  • @akhiahmed3716
    @akhiahmed3716 Před 3 lety

    আসসালামু আলাইকুম স্যার একটা ভালো হ্যাচারির ভিডিও দেন

  • @mdrakibulislam5360
    @mdrakibulislam5360 Před 3 lety

    স্যার মাছের হারবেস্ট দ্যাখান।

  • @sholelmiy2595
    @sholelmiy2595 Před rokem

    আমায় একটা চাকরী দিবেন মাছের খামারে

  • @myasinkhanjh247
    @myasinkhanjh247 Před 3 lety +3

    রাষ্ট্রের পক্ষ থেকে আমরা কোন সহযোগিতা পাই না স‍্যার। বরং তারা উল্টো মৎস্য অধিদপ্তরে যে চাষীদের জন্য যে বরাদ্দ আসে।তার সিকি ভাগোও চাষিরা পায় না।

  • @easyearningmony9288
    @easyearningmony9288 Před 3 lety

    ভাই খাদ্য তো বাজারের তাহলে সেফ কোথায়

  • @MdmasudRana-lp4rx
    @MdmasudRana-lp4rx Před 3 lety +2

    এটাতে রিস্ক আছে

    • @mdrokon7309
      @mdrokon7309 Před 3 lety +1

      হুম।এজন্য শিল্পপতিদের এগিয়ে আসতে হবে

    • @abdurrahsid7892
      @abdurrahsid7892 Před 3 lety +1

      রিক্স নাই কোথায় ?
      আপনার জীবনে কি অর্জন আছে ?

  • @hasanmasud5383
    @hasanmasud5383 Před 3 lety

    অনেক ইনভেস্ট দরকার

  • @monirenterprise635
    @monirenterprise635 Před 3 lety

    বায়োফ্লকের এটুজেট সবই আমাদের কাছে পাবেন, কাপ্তান বাজার কম্প্লেক্স, ভবন ২ দোকান ১১২/১ গুলিস্তান ঢাকা, মোবাইল 01611 999871

  • @hasanmasud5383
    @hasanmasud5383 Před 3 lety +3

    দেশী মুরগি ২৪ টা ডিম কখনো পারে না।চাবাপাজ।

  • @ashadopu1744
    @ashadopu1744 Před 3 lety +4

    ফালতু একটা বিষয় দিয়ে আর কত মানুষকে ঠকাবেন। আপনার এই সব প্রতিবেদনের কারনে আজ হাজারো মানুষ সর্বহারা হয়ে গিয়েছে......😭😭😭😭

    • @tushergee
      @tushergee Před 3 lety +1

      আমিও করছি অনেক ভালো হচ্ছে, জেনে বুঝে করুন লাভ হবেই ইনশাআল্লাহ

    • @makingworld6179
      @makingworld6179 Před 3 lety

      মাথা মোটাদের থেকে সাবধান

    • @ashadopu1744
      @ashadopu1744 Před 3 lety

      @@tushergee vai hocche na hoye giease konta....? Already hoye giea thakle kindly amader akto help korun apnader experience share kore r hocche hole hoye nik tarpor.

  • @anikbro2909
    @anikbro2909 Před 3 lety +2

    করোনার ভিতোর মাক্স না পরে আপনি ভিডিও বানাছেন।

    • @ArifulIslam-1992
      @ArifulIslam-1992 Před 3 lety +2

      অবশ্যই স্যার প্রজেক্ট ভিজিটে মাস্ক পড়ে ছিলেন এবং দূরত্ব বজায় রেখেছিলেন। তবে ক্যামেরার সামনে মাস্ক খুলেছেন কিন্তু দূরত্ব বজায় রেখেছিলেন ।

  • @abdulaziztaseen2998
    @abdulaziztaseen2998 Před 3 lety

    Hash na Hasher ghoshto?

  • @akborhossain7888
    @akborhossain7888 Před 5 měsíci

    খামারি ভাইয়ের মোবাইল নাম্বার দরকার

  • @shahinsheik7613
    @shahinsheik7613 Před 2 lety

    আপনার নাম্বার দেন

  • @mdrokon5221
    @mdrokon5221 Před 3 lety +2

    Ami akhanejob kori

    • @rashedamin5912
      @rashedamin5912 Před 3 lety

      আপনার বাড়ি কোন জেলায়

  • @imshuvam
    @imshuvam Před 3 lety

    10k liter pani te 10k sighi pona.. hotei pare na.. puro growth asbei na..

  • @rashidahmedsunaali209
    @rashidahmedsunaali209 Před 3 lety

    আপনার;সাতে;কথাবলতে;চাই

  • @AbAb-fn2hj
    @AbAb-fn2hj Před 3 lety

    বাই জান বাংলা কথাবলে ভাল হথ

  • @shofiqrahman7046
    @shofiqrahman7046 Před 3 lety

    Pran company moto sob business cora tik na. Lob porihar coron. Lohagara Ctg hoitea.

  • @user-lj4go7vf3b
    @user-lj4go7vf3b Před 3 lety +1

    এইসব ভিডিও দেখে করবেন আর লস খাবেন বাজারে মাছের দাম নাই, দামী মাছ ছাড়া করলেই ধরা খাবেন। আর আমাদের দেশের বাজারে দামী মাছ যা আছে সে সব বায়োফ্লকে হয় না। উনি বিশাল ব্যবসায়ী লাভ লস কিছু যায় আসে না আমার আপনার আসে যায়।

  • @rashidahmedsunaali209
    @rashidahmedsunaali209 Před 3 lety

    চার;আপনার'মোবাইল;নামবার ;চাই

  • @muzammelali007
    @muzammelali007 Před 3 lety

    আপনি কোয়েল পাখি পালন নিয়ে ভিডিও করেন না কেন?

  • @raseluzzaman5310
    @raseluzzaman5310 Před 3 lety

    যেভাবে বাংলাদেশে মাছ শুরু হয়েছে তাতে তো মাছ আর পটলের দাম এক হয়ে গেল।

  • @easyearningmony9288
    @easyearningmony9288 Před 3 lety +3

    ভাই এটা আপনারা না করে বেকার যুবকদের ট্রেনিং দেন । সব আপ্নারা দখল করে বসে থাক্লে হবে না।

  • @user-gj1ke2zr3y
    @user-gj1ke2zr3y Před rokem

    এরা ই আবার প্রজেক্ট করবে