শ্রীশ্রীগুরুগীতা মাহাত্ম্য, কৈবল্য ভুবন। The Greatness of Sri Sri GuruGita by Kaibalya Bhuban.

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • শ্রীশ্রীগুরুগীতার মাহাত্ম্য
    শ্রীশ্রীরামঠাকুরের সকল আশ্রিতদের প্রথমেই মনে রাখা দরকার যে শ্রীশ্রীরামঠাকুরই আমাদের একমাত্র গুরু। তারপর গুরুগীতার বিষয়বস্তুতে বলা হয়েছে, শ্রীগুরুর কৃপা ব্যতীত সামান্যতম বস্তুও লাভ করা যায় না-ইহা অতীব সত্য। প্রত্যহ গুরুমূর্তি স্মরণ করা, সদা সর্ব্বদা গুরুনাম (শ্রীগুরু প্রদত্ত নাম) জপ করা এবং শ্রীগুরুর আজ্ঞা পালন করাই একমাত্র কর্ত্তব্য। শ্রীগুরুই দেবতা, তিনিই ধর্ম, তাঁহার প্রতি নিষ্ঠাই পরম তপস্যা। গুরু হইতে শ্রেষ্ঠ কিছুই নাই, শ্রেষ্ঠ তত্ত্ববস্তুও কিছুই নাই।
    গুরুগীতায় আমরা পাই শ্রীগুরুদেবের মূর্ত্তিই ধ্যানের মূল, শ্রীগুরু-পাদপদ্ম পূজার মূল, গুরুবাক্য মন্ত্রের মূল এবং মোক্ষলাভের মূলবস্তু হইল গুরুকৃপা।
    পরমজ্ঞান ব্যতীত কেবল গুরুভক্তিতেই মুক্তিপদ লাভ করা যায়। গুরুপথাবলম্বীগণের নিকট শ্রীগুরুদেবের ধ্যান ব্যতীত শ্রেষ্ঠতর আর কিছুই নাই।
    যে গুরুনিন্দা করে, যতদিন চন্দ্র-সূর্য বিরাজ করিবে, ততদিন সে ঘোর নরকে বাস করিবে।
    দেহের অন্তকাল অবধি শ্রীগুরুদেবকে স্মরণ করিবে। মুণিগণ, সর্পগণ, দেবগণও যদি অভিশাপ প্রদান করেন, শমন (কাল) ও মৃত্যুভয় হইতে একমাত্র শ্রীগুরুদেবই রক্ষা করিতে পারেন। অপরদিকে সকল দেবতা এবং মুনিগণ গুরুশাপগ্রস্ত ব্যক্তিকে রক্ষা করিতে অপারগ, তাহার বিনষ্টি অবশ্যম্ভাবী।

Komentáře • 21