শ্রীশ্রীগুরুগীতা পাঠ,সম্পূর্ণ অনুবাদ সহ ‍Sri Sri GuruGita Path (Full, bangla translate), কৈবল্য ভুবন

Sdílet
Vložit
  • čas přidán 11. 04. 2020
  •  গুরুগীতা ভক্তি সহকারে পাঠ, শ্রবণ অথবা লিখিয়া অন্য কাহাকে প্রদান করিলে সর্ব্বকর্ম্ম ফল লাভ হইবে।
     গুরুগীতার এক একটি অক্ষর এক একটি শ্রেষ্ঠ মন্ত্র (মন্ত্রের রাজা) অন্যবিধ মন্ত্রসমূহ ইহার ষোল ভাগের একভাগও নহে।
     ইহা (গুরুগীতা) সকল প্রকার পাপ, উদ্বেগ ও দারিদ্র্যনাশক। ইহা অকালমৃত্যু নিবারণ করে এবং সর্ব্ব প্রকার সংকট বিদূরিত করে।
     ইহা যক্ষ, রাক্ষস, ভূত, চোর, ব্যাঘ্র ইত্যাদির ভয় দূরীভূত করে। মহাব্যাধি হরণ করিয়া বিভূতিরূপ সিদ্ধি প্রদান করে।
     ইহা সর্ব্বপ্রাণীকে মোহিত করে এবং শ্রেষ্ঠ বন্ধন বিমোচক। ইহা দেবতা ও রাজাকে প্রিয় করে এবং সর্ব্বলোককে বশীভূত করে।
     ইহা লোকদের মুখকে স্তম্ভিত করে, সদ্গুণরাশিকে বর্দ্ধিত করিয়া দেয় এবং দুষ্কর্ম্মসমূহকে বিনাশ করিয়া সৎকর্ম্মে সিদ্ধিলাভ দান করে।
     ইহা ভক্তি-প্রদান করে, সর্ব্বকার্য্যে সিদ্ধিদান করে, নবগ্রহ ভীতি বিদূরিত করে এবং দুঃস্বপ্নকে বিনাশ করিয়া সুস্বপ্ন প্রদর্শন করায়।
     ইহা পাঠ করিলে নিত্য সর্ব্বশান্তি বিরাজ করে, বন্ধ্যাকে পুত্রফল প্রদান করে এবং নারীগণের বৈধব্য-দোষ বিনষ্ট করিয়া পরম সৌভাগ্য প্রদান করে।
     ইহার পাঠে আয়ু, আরোগ্য, ঐশ্বয্য, পুত্র, পৌত্রাদি বর্দ্ধিত হয়। নিষ্কামভাবে তিনবার পাঠ বা জপ করিলে মোক্ষলাভ হয়।
     ইহা পাঠ করিলে সর্ব্বপ্রকার দুঃখ, ভয়, বিঘ্নাদি বিনাশ করে, সর্ব্বপ্রকার তাপ হরণ করে।
     সকল প্রকার বাধা প্রশমন করিয়া ধর্ম্ম, অর্থ, কাম ও মোক্ষ প্রদান করে।
     ইহার পাঠক বা শ্রোতা যাহা চিন্তা করেন, নিশ্চয়ই তাহা প্রাপ্ত হন।
     এই শ্লোকগুলি কামনাশীল ব্যক্তির পক্ষে কামধেনু স্বরূপ এবং কল্পনার দেববৃক্ষ সদৃশ।
     এই গুরুগীতা চিন্তাকারীদের চিন্তামণিস্বরূপ এবং সর্ব্বমঙ্গল কারক। শাক্ত, শৈব, গাণপত্য, বৈষ্ণব এবং সৌরগণ ইহা জপ করে।
     সংসাররূপ মল বিনাশ করিবার নিমিত্ত এবং ভবতাপ নিবারণের জন্য গুরুগীতারূপ জলে তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ সর্ব্বদা স্নান করে।
     এই দুর্ল্লভ গুরুগীতা যে দেশে অবস্থান করেন, সেই ক্ষেত্ররূপ পীঠস্থানে সকল দেব-দেবী বাস করিয়া থাকেন।
     যে সকল জ্ঞানীব্যক্তিরা শুচি (পবিত্র) অন্তঃকরণে গুরুগীতা জপ করেন, তাঁহাদের দর্শনে আর পুনর্জ্জন্ম হয় না।
     গুরুগীতা পাঠকের মাতা-পিতা ধন্য, বংশকুল ধন্য, পৃথিবীও ধন্যা।
    গুরুগীতায় ভক্তি সাধনার শ্রেষ্ঠ পাত্র শঙ্কর, দেবী পার্ব্বতীকে বলিলেন, ইহাই সত্য সত্য যে - এই গুরুগীতার সমান আর কিছুই নাই।

Komentáře • 47