Pond Preparation : Mahua Oil Cake in Aquaculture ( পুকুর প্রস্তুতিতে মহুয়া খোলের ব্যবহার )

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2021
  • Pond Preparation - Mahua Oil Cake in Aquaculture ( পুকুর প্রস্তুতিতে মহুয়া খোলের ব্যবহার ) :
    Mahua shell is an organic substance. As a result of its biological action, the natural environment of water is beautiful. It is a delicious and nutritious food for fish. Mahua shells play an important role in the birth, reproduction and growth of the flora and fauna present in the pond. Open the Mahua to help protect and grow the beneficial germs that live in the pond soil and soil. But open Mahua is quite expensive. In addition, the Mahua shell causes poisoning in the body of small animals in the first stage. Therefore, in the preparation of the pond, it is necessary to follow some rules of application of Mahua shell.
    How to use Mahua shell in pond preparation:
    Mahua shells are applied to control unwanted fish during pond preparation. When there is 3 feet of water in the pond, if 200 to 300 kg of Mahua shell is spread per bigha, all the fish in the pond will die or float away in four to six hours. Fish or dead fish floating in the pond can be eaten by applying Mahua shell. Also later Mahua shell acts as organic manure.
    Application of dung manure in pond preparation:
    Dung manure should be applied in the pond 7 days after application of Mahua shell. The application of dung manure increases the natural food of the fish in the pond. Therefore, during the preparation of the pond, raw dung should be applied at the rate of 15 to 20 kg per decimal .
    Applying lime in pond preparation:
    There are many benefits of applying lime in ponds. Applying lime reduces the acidity of water, destroys fish disease germs and increases the amount of dissolved oxygen. Lime must be applied 7 days after application of dung manure, as application of dung manure may increase the acidity of water and germs and may reduce them as a result of application of lime. Therefore, in the preparation of the pond, lime should be applied at the rate of 2 to 3 kg per decimal.
    Poisoning test:
    Poisoning of Mahua shell is destroyed after 15 to 20 days. To find out if the poisoning has taken place, take some water from the pond in a container and leave some fish in it and if the fish survives, egg fry can be stored in that pond.
    Hopefully, during the preparation of the pond, if you apply Mahua shell, dung manure and lime in this way, the colour of the water will be very nice, but if the colour of the water does not come, then you have to use 50 g urea and 50 g DAP.
    Medicine of Cypermethrin group should be given at the rate of 0.2 ml per 100 feet of water 48 hours before the release of Renu or Pona in the pond.
    মহুয়া খোল একটি জৈব পদার্থ । এর জৈবিক ক্রিয়ার ফলে জলের প্রাকৃতিক পরিবেশ সুন্দর হয় । এটি মাছের উপাদেয় এবং পুষ্টিকর খাবার । পুকুরে উপস্থিত উদ্ভিদকনা ও প্রাণীকনাগুলির জন্ম ও বংশ বিস্তার ও বৃদ্ধিতে মহুয়া খোলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । পুকুরের মাটি এবং মাটিতে বসবাসকারী উপকারী জীবাণু রক্ষা ও বৃদ্ধিতে সহায়তা করে মহুয়া খোল। কিন্তু মহুয়া খোল বেশ ব্যায়সাধ্য। এছাড়া মহুয়া খোল প্রথম অবস্থায় ক্ষুদ্র প্রাণীর দেহে বিষ ক্রিয়া ঘটায় । তাই পুকুর প্রস্তুতিতে মহুয়া খোল প্রয়োগের কিছু নিয়মবিধি মেনে চলা দরকার ।
    পুকুর প্রস্তুতিতে মহুয়া খোল ব্যবহারের পদ্ধতি :
    পুকুর প্রস্তুতি সময় অবাঞ্ছিত মাছ দমনে মহুয়া খোল প্রয়োগ করা হয় । পুকুরে যখন 3 ফুট পরিমান জল থাকবে , তখন বিঘা প্রতি 200 থেকে 300 কেজি মহুয়া খোল ছড়িয়ে দিলে চার থেকে ছয় ঘণ্টার মধ্যে পুকুরের সব মাছ মরে যাবে কিংবা ভেসে উঠবে । মহুয়া খোল প্রয়োগে পুকুরে ভেসে ওঠা মাছ বা মরা মাছ খাওয়া যায় । এছাড়াও পরবর্তীতে মহুয়া খোল পচে জৈব সার হিসেবে কাজ করে।
    পুকুর প্রস্তুতিতে গোবর সার প্রয়োগ :
    মহুয়া খোল প্রয়োগের 7 দিন পর পুকুরে গোবর সার প্রয়োগ করা উচিত । গোবর সার প্রয়োগে পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্য বৃদ্ধি পায় । তাই পুকুর প্রস্তুতির সময় শতকে 15 থেকে 20 কেজি হারে কাঁচা গোবর প্রয়োগ করা উচিত।
    পুকুর প্রস্তুতিতে চুন প্রয়োগ :
    পুকুরে চুন প্রয়োগের উপকারিতা অনেক ।চুন প্রয়োগ করলে জলের অম্লত্ব কমে , মাছের রোগের জীবাণু বিনষ্ট হয় এবং দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় । গোবর সার প্রয়োগের 7 দিন পরে অবশ্যই চুন প্রয়োগ করতে হবে, কারণ গোবর সার প্রয়োগের ফলে জলের অম্লত্ব এবং রোগজীবাণু বৃদ্ধি পেতে পারে এবং চুন প্রয়োগের ফলে এগুলো কমে যাবে । তাই পুকুর প্রস্তুতিতে শতকে 2 থেকে 3 কেজি হারে চুন প্রয়োগ করা উচিত।
    বিষক্রিয়া পরীক্ষা :
    মহুয়া খোলের বিষক্রিয়া 15 থেকে 20 দিন বাদে নষ্ট হয়ে যায় । বিষক্রিয়া নষ্ট হয়েছে কিনা তা বোঝার জন্য কোন পাত্রে পুকুরের জল নিয়ে তাতে কিছু পরিমাণ মাছ ছেড়ে দিতে হবে এবং যদি মাছ বেঁচে থাকে , তবে ওই পুকুরে ডিম পোনা মজুদ করা যেতে পারে ।
    আশাকরি পুকুর প্রস্তুতির সময় এইভাবে মহুয়া খোল,গোবর সার এবং চুন প্রয়োগ করলে জলের রং খুবই সুন্দর হবে কিন্তু তা সত্ত্বেও যদি জলের রং না আসে ।সেক্ষেত্রে শতকে 50 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম ডিএপি ব্যবহার করতে হবে।
    পুকুরে রেনু কিংবা পোনা ছাড়ার 48 ঘণ্টা আগে সাইপারমেথ্রিন গ্রুপের মেডিসিন শতক ফুট জলে 0.2 ml হারে দিয়ে দিতে হবে ।
    -------------
    Dreams by Markvard / markvard Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0 Free Download / Stream: bit.ly/-dreams- Music promoted by Audio Library • Dreams - Markvard (No...

Komentáře • 89

  • @bharatchandraroy3726
    @bharatchandraroy3726 Před rokem

    ধন্যবাদ খুব ভালো লাগলো আপনার পরামর্শ।

  • @pavellovely5364
    @pavellovely5364 Před rokem +1

    Khub sundor

  • @sourenpal2447
    @sourenpal2447 Před 3 lety +2

    Dada valo laglo apnar video o tii dekhe

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      ধন্যবাদ দাদা।
      আরো অনেক দরকারি video upload করা আছে দেখে নেবেন । অবশ্যই কাজে লাগবে ।ধন্যবাদ।

  • @shakyssinghabiswas3064
    @shakyssinghabiswas3064 Před 2 lety +2

    Very nice explanation

  • @antonygansalves4433
    @antonygansalves4433 Před 2 lety +1

    Superb!! Joto tuku janen...khub sundor vabe bujhiyechen

  • @biswajitmandalikoyel5407
    @biswajitmandalikoyel5407 Před 3 lety +1

    Khub valo Da da

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      ধন্যবাদ

  • @roymitu1405
    @roymitu1405 Před 2 lety

    বাগদা চিংড়ি চাষ পদ্ধতি সম্পর্কে একটি ভিডিও দিলে উপকৃত হব।

  • @mitunsatabdi5908
    @mitunsatabdi5908 Před 3 lety +1

    👍👍👌👌🙏

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      ধন্যবাদ

  • @anirbansinfinitygallerygam5857

    Dada mohuaa khol ki badite pochiye pukure dewa jabe

  • @DEEP-P.F.G.O
    @DEEP-P.F.G.O Před 3 lety +1

    নমস্কার স্যার 🙏কেমন আছেন ,আপনার ভিডিওটা খুবই ভালো লাগলো। স্যার আমি পুকুরে কালারিং মাছ এবং নরমাল মাছ চাষ করি, স্যার কালারিং মাছ চাষের ক্ষেত্রে জুপ্লাংকটন এবং ফাইটোপ্লাংটন তাদের খাদ্য হিসেবে রাখলে কোন সমস্যা হবে কি? আপনি যানালে বা এর বৃত্তান্ত কোন ভিডিও তৈরি করলে খুব উপকৃত হব।🙏

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      প্ল্যাঙ্কটন মাছের খুবই প্রিয় খাদ্য। এটা একটা প্রাকৃতিক খাদ্য। এটা দিলে মাছের বৃদ্ধি এবং রং দুটিই ভালো হবে।

  • @jeebonojeevika3122
    @jeebonojeevika3122 Před 3 lety +1

    পাঙ্গাস ও ব‍্যাককার্প মাছের রেনু পুকুরে চাষ পদ্ধতি Next vdo দিলে ভালো হয়.......

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety +1

      Ok. Video upload করা হবে। সাথে থাকবেন। রেনুর পুকুর প্রস্তুতি নিয়ে video upload করা আছে। দেখে নেবেন।
      ধন্যবাদ।

    • @jeebonojeevika3122
      @jeebonojeevika3122 Před 3 lety +1

      দেখেছি

  • @milanjana6365
    @milanjana6365 Před rokem

    Sing fish chaskorbo pukur livable radio korbo

  • @prasenjitdeb9360
    @prasenjitdeb9360 Před 3 lety +1

    Dada ami syfermetrin group ar ( 10 ec) pukure fish thakle dite prbo ki, r jodi pari tahole satok a kto tuku debo

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      শতক X গভীরতা (ফুট ) X 0.2 = result ( ml)
      ধন্যবাদ

  • @pabannarjinary7830
    @pabannarjinary7830 Před 3 lety +1

    Dada 1 bigha pukure chilotol much chas kora jabe ki.????koto pice chara jabe?pukurer govirota koto Fut hole valo hobe.?..ektu bolben...

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      5-6.5ft
      এই নিয়ে ভিডিও দেওয়া আছে দেখে নিন।

  • @tarunkantidas2440
    @tarunkantidas2440 Před 3 lety +1

    After mahua gabor ki bhabe debo.

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      গোবর যদি 1 দিন আগে জলে গুলিয়ে দিতে পারেন তো ভালো ,নাহলে পুকুরে এমনি ছিটিয়ে দেবেন। শেষে জলে নেমে তলটা একবার ঘেটে দেবেন।
      আরো অনেক দরকারি video upload করা আছে দেখে নেবেন । অবশ্যই কাজে লাগবে ।ধন্যবাদ।

  • @probinroy9930
    @probinroy9930 Před 2 lety

    এক বিঘা পুকুরের মধ্যে ইউরিয়া এবং ডিএপি কতটুকু পরিমাণে দিতে হবে????
    Kg te bolun???

  • @mohammedbojlu447
    @mohammedbojlu447 Před 3 lety +1

    দাদা,মাছ ছাড়ার আগে পুকুর তৈরিতে জৈব সার হিসাবে, আপনার পুকুর পরিচর্যায় খৈল, গোবর পচিয়ে ডেপ সারের যে ডোসটা আছে সেটা দিলে হবে কি? আমার ২৫ শতাংশ পুকুরে। বিস্তারিত জানাবেন।

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      মাছ ছাড়ার আগে পুকুর প্রস্তুতির ভিডিও দেওয়া আছে দেখে নিন।

  • @ashikmahmud3966
    @ashikmahmud3966 Před rokem +1

    বাংলাদেশের কোথায় পাবো?

  • @subhasisroy5680
    @subhasisroy5680 Před 3 lety +1

    Dada amar pukur a onek mach churi hoye galo .250 size ar 500- 600 pis moto mach churi hoye galo. Tar poriborte ki ami onno mach pukur a charbo. Abong churi ta atkanor kono upai bolben.🙏

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      Khub kharap laglo sune. But next time preparation ta jeno valo hoy. Ache Apni amar video gulo Sab dekhun. Pukurer par K Kivabe kaje lagate hoy. Lebu tree char dike lagia din. Tarpor Moja dekhun.

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      Nije jal bania nin most of the time Jele rai fish er khabar Dia dey.

  • @sanjeebkumarnayak4790
    @sanjeebkumarnayak4790 Před rokem +1

    Can I use for culture pond
    Pls advise me

  • @biltusk8776
    @biltusk8776 Před 3 lety +1

    নমস্কার দাদা আমি জানতে চাইছিলাম যে পুকুরে চারাপোনা এবং বড় মাছ থাকাকালীন মহুয়া খোল কিভাবে ব্যবহার করা যেতে পারে এবং কত পরিমাণে প্লিজ দাদা একটু জানাবেন

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      দরকার নেই।
      গোবর, খোল, DAP এবং বুস্টার ডোজটি প্রয়োগ করলেই Magic দেখতে পারবেন। ধন্যবাদ

  • @chauindra
    @chauindra Před 3 lety +1

    Homemade carp,singi fish feed. Ingredients vs qty

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      খোল, ব্রান মিশিয়ে তৈরি করুন

  • @jayantadas834
    @jayantadas834 Před rokem

    পুকুরের জল সুকানোর পর কিছু তেলাপিয়ার ডিম আছে ওগুলো শেষ করার জন্য কোন উপায় জানা জাবে

  • @user-xr3px4tq3n
    @user-xr3px4tq3n Před 2 lety +1

    দাদা আপনার শিং মাছের খাদ্য দেওয়ার আপটুডেট দেবেন

  • @chauindra
    @chauindra Před 3 lety +1

    Mahua khol kolkata kothay pawaa jaye

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      বলতে পারছি না। একটু খোজ করুন পেয়ে যাবেন। বড় বাজারে খোজ করুন।

  • @SouvikGhosh-eo3zc
    @SouvikGhosh-eo3zc Před 2 lety

    100 kg muhia khol এর দাম কতো?

  • @naftalibennet90
    @naftalibennet90 Před rokem

    বর্তমানে প্রতি কেজি দাম কত ?

  • @bivashgolder6409
    @bivashgolder6409 Před 11 měsíci

    মহুয়া খোল এর দাম কত

  • @chandrasekhargoldar3769

    মাছের লেজসরু মাথা মোটা হওয়া কারন কি এবং তার সমাধান কি করে করা যায়।

    • @alxreaction1481
      @alxreaction1481 Před rokem

      তুলে বিক্রি করে দিন।

  • @sohelmahfuz635
    @sohelmahfuz635 Před 2 lety +1

    মহুয়া খৈল কি দিয়ে তৈরি, কোথায় পাওয়া যায়।

    • @AMAQUA
      @AMAQUA  Před 2 lety

      মহুয়া গাছের ফুল এবং বীজ থেকে পাওয়া যায়। আপনি কোথা থেকে বলছেন...?

    • @debasispatra5936
      @debasispatra5936 Před 2 lety

      @@AMAQUA দাদা মহুয়া খৈল কতটাকা কেজি ?

  • @mdalemulsk2790
    @mdalemulsk2790 Před 3 lety +2

    ভাই 12কাঠা পুকুরে কত কেজি শিঙ মাছ ছাড়া যাবে কেজিতে৫00পিস

  • @subhenduchatterjee2664
    @subhenduchatterjee2664 Před 3 lety +1

    নমস্কার দাদা এই মহুয়া খোল কি উপাদান থেকে প্রস্তুত করা হয়। যেমন সরিষা খোল সরিষা বীজ থেকে তেল নিষ্কাসন করবার পর যেটি পরে থাকে সেটি সরিষার খোল। তেমনি মহুয়া খোল কি উপজাতো দ্রবো থেকে তৈরি......

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      মহুয়া ফুল এবং এর বীজ থেকে তেল বের করার পর খোল পাওয়া যায়।

    • @subhenduchatterjee2664
      @subhenduchatterjee2664 Před 3 lety +1

      ধন্যবাদান্তে

  • @sourenpal2447
    @sourenpal2447 Před 3 lety +2

    দাদা পুকুরে মহুয়া খোল দেবার 7 দিন পর গোবর এর পরিবর্তে শষ্য খোল দেয়া যাই কী। যদি দেয়া যাই তাহলে কত টা কী দিতে হবে? গোবর টা এখানে পাওয়া যাচ্ছে না। একটু plz reply din dada .

    • @sourenpal2447
      @sourenpal2447 Před 3 lety +1

      দাদা কোই কীছু বলেন না যে??plz reply first.

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety +1

      গোবরের কাজ খোল দিয়ে কখনও হবে না। যেহেতু পাচ্ছেন না। সেহেতু বিঘায় 5কেজি খোল 5 দিন আলাদা জায়গায় পচিয়ে দিতে পারেন।

  • @abdussalamlaskar4303
    @abdussalamlaskar4303 Před 3 lety +1

    দাদা পুকুরে মাছ চাষ করা অবস্থায় মহুয়া খৈল ববহার করা যাবে কি?

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety +1

      না ।
      গোবর, খোল, DAP ডোজটি এবং বুস্টার ডোজটি প্রয়োগ করলেই হবে। ধন্যবাদ

  • @ektadarulhaider5839
    @ektadarulhaider5839 Před 3 lety +1

    দাদা মহুয়া খলের যে দাম তাতে আমি হিসাব করে দেখলাম এটা অত্যন্ত ব্যয়বহুল ,পুকুরের অর্ধেক খরচ এটাই হয়েযাবে।

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      এটা প্রধানত হ্যাচারির লোকজন রেনু চাষের জন্য ব্যবহার করে থাকেন। ধন্যবাদ।

  • @anupammaji3546
    @anupammaji3546 Před rokem +1

    pH no din

  • @user-zo9wi5oe6y
    @user-zo9wi5oe6y Před 2 lety +2

    মহুয়া খোল কোথায় পাওয়া যাবে?

  • @anupkumarmanna6440
    @anupkumarmanna6440 Před rokem

    Dada mohuya khol apni originali paben...vogas asob bandho korun...

  • @malaysinharoy6858
    @malaysinharoy6858 Před 3 lety +1

    Q.1. কার্প মিশ্র চাষে মহুয়া খোল দিয়ে পুকুর প্রস্তুত কোরে পোনা ছাড়ার কতদিন পর (খোল+গোবর+ডিএপি) ব্যবহার করতে হবে ?
    Q.2. কার্প মিশ্র চাষে মহুয়া খোল দিয়ে পুকুর প্রস্তুত কোরে পোনা ছাড়ার কতদিন পর থেকে সম্পূরক খাবার মাছকে দেওয়া যাবে ?
    Q 3. কার্প মিশ্র চাষে মহুয়া খোল দিয়ে পুকুর প্রস্তুত কোরে পোনা ছাড়ার পর দেখা যায় পুকুরের জলের ওপরের স্তরে সবুজ সর টাইপের পড়ে, বৃষ্টি হলে ওগুলো সব ফেটে যায়, কিন্তু কয়েক ঘন্টা পর থেকে আবার জলের ওপরের স্তরের ওপর পড়তে শুরু করে ।
    a) এটা আসলে কী ?
    b) এটা কি মাছের ক্ষেত্রে ক্ষতিকর না উপকারী ?
    c) যদি ক্ষতিকর হয় তো এটা কাটানোর উপায়....?

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety +2

      1) জলের সবুজ রং হালকা হয়ে আসলে ডোজটি প্রয়োগ করবেন।
      2)পোনা ছাড়ার 6 ঘন্টা পর থেকেই খাবার দিতে পারবেন।
      3) জলের গভীরতার উপর মহুয়া খোল প্রয়োগ করতে হয়। প্রয়োগ মাত্রা বেশী হয়ে গেলে ফাইটোপ্লাংটন ব্লুম হতে পারে।তাই সঠিক পরিমাণে মহুয়া খোল দিতে হবে। কিছু সিলভার কার্প, গ্রাস কার্প, পুরুষ তেলাপিয়া, পুটি মাছ ছেড়ে দেবেন, পরিষ্কার হয়ে যাবে। সাথে খাবার কম পরিমাণে দেবেন, সেই সময়। ফাইটোপ্লাংটন বেশী হলে কি করা উচিত details এ video করা আছে, দেখে নেবেন। ধন্যবাদ।

    • @malaysinharoy6858
      @malaysinharoy6858 Před 3 lety +1

      @@AMAQUA আমি হুগলীর বাসিন্দা । আমার একটি পুকুর আছে ৫০ শতক । গভীরতা ৭ ফুট । বর্তমানে জল আছে ৪.৫ ফুট মতো । মাছ ছেড়েছি প্রায় ১ মাস ১০ দিন হচ্ছে । মাছ আছে প্রায় ১২০ কেজি মতো [ কাতলা ও সিলভার (২০০-২৫০গ্রাম সাইজে) ৩৫কেজি, রুই (ফিংগার লাইনে) ৩৬কেজি, বাটা (ফিংগার লাইনে) ১০কেজি, মৃগেল (ফিংগার লাইনে) ৩০কেজি, ১০ কেজি ফুল ধানি মাছ দেওয়া আছে । মাছ ছাড়ার আগে পুকুর প্রস্তুতির সময় ৩৪০ কেজি মহুয়া খোল দিয়েছি , তারপর ২১ দিন পর ৭০ কেজি চুন দিয়েছি। জল মাছ ছাড়ার উপযুক্ত হয়েছে কিনা জানার জন্য ফিংগার লাইনে ২৫টা মতো মৃগেল মাছ ছেড়ে ৭ দিন টেস্ট করেছি । ৭ দিন পর জাল দিয়ে দেখলাম সব মাছ সুস্থ আছে । তার পর দিন থেকে ধাপে ধাপে ১০ দিন ধরে ১২০ কেজি মাছ লোড দিয়েছি । কিন্তু এখনো মাছকে কোনো সম্পূরক খাবার দিইনি, এখানে জেলেরা বলছে পুকুরে মহুয়া খোল দেওয়া থাকলে, ২.৫ - ৩ মাস মাছকে কোনো সম্পূরক খাবার দিতে হবেনা । কথাটা কি ঠিক......? বিষয়টি নিয়ে বেশ ধন্দে আছি ।
      আমার পুকুরের জলের রং এখনো সবুজ আছে । মাসিক পরিচর্যা ( হরা টানা, চুন, লবণ, মোলাসেস প্রয়োগ) করেছি ।
      কোন চুন টা মাছ থাকা অবস্থায় মাসিক পরিচর্যা হিসাবে পুকুরে দেওয়া যায়........ ডাস্ট টাইপের চুন (যেগুলি হার্ডওয়ারের দোকানে ১০কেজি প্যাকেট হিসাবে পাওয়া যায়) নাকি ডেলা চুন (যেটা মুদির দোকানে পাওয়া যায়) । কোনটা......?
      আমি ডাস্ট চুনটা ব্যবহার করলাম... কিন্তু চুনটা ভেজানোর সময় ফুটতে দেখলামনা ।
      আমার পুকুরে ইলেক্ট্রিক পাম্প মেশিন (১.৫hp ~ inlet 2.5 & outlet 1.5) দিয়ে এয়ারেটরের ব্যবস্থা করেছি । দু-এক দিন ছাড়াই রাত্রি ৩ টা থেকে সকাল ৬:৩০ টা এবং দুপুর ১২ টা থেকে ২ টো পর্যন্ত এয়ারেশন দিই ।
      আমার পুকুর বিষয়ক সমস্ত তথ্যই আপনাকে দিলাম..... উক্ত বিষয় নিয়ে আপনার মতামত চাই.....
      গ্রাস কার্প শতকে কয়টি দেওয়া যেতে পারে......? শতকে ১টি / ২ শতকে ১টি ?
      ব্ল্যাক কার্প শতকে কয়টি দেওয়া যেতে পারে......? ২ শতকে ১টি / ৩ শতকে ১টি / ৪ শতকে ১টি ?

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      Commercial ভাবে মাছ চাষ করলে সময় টা একটা ফেকটর। তাই কম সময়ে মাছ বিক্রি করতে চাইলে শুধু প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করে থাকলে হবে না,কেননা এতে মাছের চাহিদা মিটবে না এবং খালি পেটে মাছের গ্রোথ তাড়াতাড়ি সম্ভব না। জেলেরা কি মনে করে সেটা আমার জানা নেই।
      অবশ্যই আপনাকে দলা আকারের চুন ব্যবহার করতে হবে। ডাস্ট চুন কখনই দেবেন না।
      পাম্প দুপুরে না চালিয়ে সন্ধ্যা থেকে চালান।
      মোলাসেস এবং ছাই পুকুরে দেবেন। Pond Biofloc তৈরি হবে। ধন্যবাদ

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety +1

      শতকে কয়টি করে মাছ ছাড়বেন সেটা স্পষ্ট করার জন্য video upload করবো এই week এ। সাথে থাকবেন।

    • @malaysinharoy6858
      @malaysinharoy6858 Před 3 lety +1

      @@AMAQUA ওকে..... ধন্যবাদ