Natural feed of fish । Part 01 । মাছের প্রাকৃতিক খাদ্য। পার্ট ০১। Abeed Lateef

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • When a fish farmer wants to cultivate fish in his pond he is to assay the expenditure of culturing fish.
    If a farmer's fish culture completely depends upon the supplementary or balanced feed then he would be loser regarding the expenditure of fish feed.
    If the farmer try to to produce a certain amount of natural feed ie; phytoplankton and zooplankton & other aquatic organisms in his pond then he would be helped actively or passively by the reduction of use of supplementary feed.
    By using the chemical fertilizers and pure organic manure; a fish farmer can produce natural feed.
    Phytoplankton contains 15 to 20% of protein ( dry wt. basis) and the zoo plankton and other organisms contain 35 to 40%
    protein ( dry wt. basis) which helps the metigation of protein requirement and other ingredients as nutrients in fish culture.
    যখন কোনও মাছ চাষি তার পুকুরে মাছ চাষ করতে চান তখন তিনি মাছের ব্যয় হিসাব করেন।
    যদি কোনও কৃষকের মাছের চাষ পরিপূরক বা সুষম ফিডের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে তবে তিনি মাছের খাদ্যের ব্যয়ের হিসাবে ক্ষতিগ্রস্থ হবেন।
    কৃষক যদি নির্দিষ্ট পরিমাণে প্রাকৃতিক খাদ্য উত্পাদন করার চেষ্টা করেন; তার জলাশয়ে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন এবং অন্যান্য জলজ জীব তখন তাকে পরিপূরক খাবার ব্যবহার হ্রাস করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা সহায়তা করবে।
    রাসায়নিক সার এবং খাঁটি জৈব সার ব্যবহার করে; এক জন মাছ চাষি প্রাকৃতিক খাদ্য উৎপাদন করতে পারেন।
    ফাইটোপ্ল্যাঙ্কনে ১৫-২০% প্রোটিন থাকে (শুকনো অবস্থায় ওজন ভিত্তিক) এবং জুপ্লাঙ্কটন ও অন্যান্য জীবগুলি ৩৫-৪০% প্রোটিন (শুকনা অবস্থায় ওজন ভিত্তিক) যা মাছের চাষে পুষ্টি হিসাবে প্রোটিনের প্রয়োজনীয়তা এবং অন্যান্য উপাদানগুলিকে পূরণ করতে সহায়তা করে।
    মাছের প্রাকৃতিক খাবার পার্ট ০২ দেখার জন্য এই লিংকে যেতে পারেন-
    • Natural feed of fish। ...
    #Abeed Lateef
    ফেসবুক আইডি / kazi.a.lateef

Komentáře • 165

  • @hafizsk5132
    @hafizsk5132 Před 4 lety +4

    আপনি আমাদের মত চাষী দের কাছে অনুপ্রেরণা...
    সফল হোক সকল চাষী দাদা ভাইরা

  • @prabirdas1968
    @prabirdas1968 Před 4 lety +6

    গরিব চাষিদের কথা মাথায় রেখে কাজ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

  • @subratabasu5747
    @subratabasu5747 Před 4 lety +3

    নমস্কার স্যার,
    রুই, কাতলার চাষের আলোচনা টা দারুণ হয়েছে এরপরে আপনার এই আলোচনা আমার মনে হয় সকলের খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে।👌🙏💗👏👏👏

  • @hasanchoudhury5401
    @hasanchoudhury5401 Před 9 dny

    জৈব সার নিজেরা তৈরি করা সম্বন্ধে বলা খুব উপকারী হয়েছে।
    খৈল বিভিন্ন ভাসমান জলজ উদ্ভিদ বা পাতা খুব সহজে নিজেরা জোগাড় করা চলে।
    গোবরের মধ্যে অনাকাঙ্কিত বেশী রোগ বালাই বা ইন্সেক্তিসাইড থাকতে পারে।

  • @AbdulAziz-lk7wh
    @AbdulAziz-lk7wh Před 4 lety +1

    Sir,আপনার class গুলো মাছ চাষীর জন্য অনেক
    গুরুত্বপূর্ণ ।আমরা আপনার class থেকে অনেক কিছু
    শিখতে পাচ্ছি।
    Regards
    Abdul Aziz
    Mahin Agro
    Mymensingh.

  • @raisulalam7
    @raisulalam7 Před 3 lety +1

    আস্সালামু আলাইকুম স্যার,
    আপনি বাংলার প্রান্তিক চাষীদের জন্য যুগান়তকারী কমসূচী পরিচালনা করছেন। যা দরিদ্র চাষিদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই কমসূচীকে আল়লাহ ছদকায় যারিয়া হিসাবে কবুল করুন। আল়লাহ আপনার সহয় হউন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety

      আল্লাহ্ আমাদের সবার মঙ্গল করুন।
      আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

  • @Spidyman700
    @Spidyman700 Před měsícem

    May Allah grant you.

  • @samitbarua6944
    @samitbarua6944 Před 4 lety +1

    অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দামী পোস্ট। ধন্যবাদ স্যার।

  • @sumonjoynalabedin1939
    @sumonjoynalabedin1939 Před 4 lety +3

    অনেক অনেক সুন্দর প্রিয় ।
    কুমিল্লা বুড়িচং থেকে ।।।

  • @mukulmiah3233
    @mukulmiah3233 Před 4 lety +1

    আসসালামু আলাইকুম,স্যার আমি একজন খামারি, আমার ৩০ শতকের পুকুরে তেলাপিয়ার একক চাষ করেছি কিন্তু তার সাথে কাতল,পুটি ও কিছু দিয়েছি, আর পুকেরের পরিচর্যা বরা বরই করে আসছি, মাছ গুলো বয়স ৩ মাস চলিতেছে সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু ৩/৪ দিন পর্যন্ত কাতল মাছ গুলো ২/১ টা করে মারা যাচ্ছে, কিন্তু অন্য মাছ গুলো অনেক ভালো আছে, তাই আপনার পরামর্শ কামনা করছি, যদি দয়া করে একটু পরামর্শ দিতেন তাহলে খুবই উপকৃত হব, আপনার সুসাস্ত কামনা করছি,আল্লাহ করোনাভাইরাস থেকে বিশ্ববাসীকে হেপাজত করুন।
    আমার পুকুটাতে এয়রেটর ও লাগিয়েছি।

  • @mdmorshed7579
    @mdmorshed7579 Před 4 lety +1

    very helpful sir

  • @bapisarkar8248
    @bapisarkar8248 Před 4 lety

    কাকা আপনার উদাহরণ গুলো খুব ভালো লাগে ।
    ধন্যবাদ কাকা।

  • @rayhanmashood3703
    @rayhanmashood3703 Před 4 lety

    জাযাকাল্লাহু খাইরান
    May Allah give baraka in your Rizk...
    Always timely needed post from you...

  • @user-ud1fn6es8y
    @user-ud1fn6es8y Před 2 lety

    ধন্যবাদ স্যার

  • @Spidyman700
    @Spidyman700 Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tahaseenislam3555
    @tahaseenislam3555 Před 4 lety

    ভিডিও অসমাপ্ত রয়ে গেল

  • @nityanandabarman791
    @nityanandabarman791 Před 4 lety

    খুব ভালো লাগলো ধন্যবাদ স্যার। I love you SAR.

  • @jahidulislam5040
    @jahidulislam5040 Před 4 lety

    স্যার!
    আসসালামু আলাইকুম
    আমি সৌদি আরব থেকে নিয়মিত আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে আপনার সব পরামর্শ, অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ!
    আপনার দীর্ঘায়ু কামনা করি❤

  • @pujakarmakar9926
    @pujakarmakar9926 Před 4 lety

    Asadharon post guruji..

  • @tabibahmed9779
    @tabibahmed9779 Před 4 lety +1

    অনেক ধন্যবাদ স্যার ❤️

  • @mohdshahab826
    @mohdshahab826 Před rokem

    👍❤️👍❤️👍❤️

  • @uttamdebnath214
    @uttamdebnath214 Před 4 lety

    স্যার আপনার এই পোস্টটা খুব ভালো লাগলো আমার একটা পুকুরে জল সবসময়ই ঘোলা থাকে আপনার সবগুলি সিস্টেম আমি ব্যবহার করেছি যেমন জৈব সার এবং রাসায়নিক সার এগুলি ব্যবহার করার পরে জলটা ঘোলা থাকে কিন্তু জলের উপর সবুজ কালারের একটা কাই হয় এটা মাছ খুব মজা করে খায় আটা এবং ইউরিয়া এটাও দিয়েছি কিন্তু জলটা সবুজ করতে পারিনা যদি আর কোন ব্যবস্থা থাকে তাহলে বলবেন জৈব সার এবং রাসায়নিক সার ব্যবহার করার পরে এক দুই দিন সকাল বেলা সব মাছ ভেসে যায়

  • @monirsossain2757
    @monirsossain2757 Před 4 lety

    মাশাল্লাহ অসাধারণ আপনি ভালো থাকেন

  • @bapisarkar8248
    @bapisarkar8248 Před 4 lety

    নমস্কার কাকা,
    খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

  • @chandroshaker2376
    @chandroshaker2376 Před 4 lety +2

    স্যার, সয়াবিন খৈল কি সরিষার খৈলের মত ৪৮ ঘন্টা ভিজিয়ে রেখে দিতেহয়?

  • @saimmahmud5202
    @saimmahmud5202 Před 2 lety

    ভাই আপনার ক্লাস নেওয়ার ধরন অনেক ভালো লেগেছে

  • @yeasinalom9196
    @yeasinalom9196 Před 11 měsíci

    স্যার আপনার সঙ্গে যদি মোবাইলে কথা বলতে পারতাম, আপনার নাম্বারটা যদি দিতেন। অনেক উপকৃত হতাম এবং নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। আমি বাংলাদেশের যশোর জেলার একজন উদ্যোক্তা। আপনার ভিডিও দেখে ২০২১ সাল থেকে ২৭ একর একটা ঘের পরিচালনা করে আসছি।ন্যূনতম অভিজ্ঞতা না থাকায়,এই পর্যন্ত লাভের মুখ দেখতে পারিনায়।আপনার অনুগ্রহ একান্ত কাম্য ❤অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য স্যার।

  • @mdrefath3340
    @mdrefath3340 Před 2 lety

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ

  • @atindraachari2653
    @atindraachari2653 Před 4 lety

    Sie, You are a real Hero...

  • @rafiksk1989
    @rafiksk1989 Před 4 lety

    Very very nice 👍 👌👍

  • @user-kw4pl2iz5f
    @user-kw4pl2iz5f Před 4 lety +1

    স্যার খড়ের পরিব্রতে কি লাম্বা দুরবা ঘাস দেয়া যায় কিনা?

  • @Anikmondal428
    @Anikmondal428 Před 4 lety

    অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার আমার প্রণাম নেবেন ও অনেক ভালো থাকবেন

  • @gayaramkayalkayal2223
    @gayaramkayalkayal2223 Před 4 lety +1

    স্যার, আমার পুকুরে বড়ো রুই, কাতলা মাছ গুলো সব হঠাৎ করে মারা যাচ্ছে কিন্তু চারা মাছের পরিমাণ অনেক বেশি, এগুলো সব ভাসছে।কি করবো বুঝতে পারছি না।কেউ কি পুকুরে বিষ দিয়েছে ,দিলে ছোট মাছ আগে মরার কথা।স্যার মরা মাছ দেখে কি কিছু বোঝা যায়।

  • @mdahad1991
    @mdahad1991 Před 2 lety +1

    🐠

  • @litonkhan3411
    @litonkhan3411 Před 4 lety

    আসসালামু আলাইকুম স্যার,
    আপনার প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করি

  • @litonmiah1450
    @litonmiah1450 Před 3 lety +1

    স‍্যার আমার সালাম নিবেন।আপনার এই উদারতাকে কি বলে যে সাদূবাদ জানাব সেই ভাষা খুজে পাচ্ছি না।

  • @amithhassan5375
    @amithhassan5375 Před 4 lety

    উপকৃত হলাম
    ভালবাসা রইলো আপনার জন্য❤️

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety

      আপনার জন্যেও ভালোবাসা রইলো।

  • @mohammadraihan4926
    @mohammadraihan4926 Před 3 lety +1

    স্যার আআচ্ছালামুয়ালাইকুম।। আমি পুকুরে মাছ ছাড়ছি ২দিন হয়ছে।। এখন আমি কি পুকুরে গোবর দিতে পারব।।। আর টাটকা গোবর দিলে কি পানির সাথে মিশাই দিব।। জানালে খুব উপকৃত হব।।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      পরিমিত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখুন এবং ২৪ ঘণ্টা পরে দিবেন।

  • @ManikDuronto
    @ManikDuronto Před 3 lety +1

    Assalamu walaikum sir,
    জৈব সার হিসাবে শুধু খোল দিলে হবে কি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      পরিমাণে দ্বিগুণ দিতে হবে।

  • @tanvirhuda1478
    @tanvirhuda1478 Před 4 lety

    Sir আপনার কথা গুলি অনেক সুন্দর, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন sir

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety

      আমীন।

    • @tanvirhuda1478
      @tanvirhuda1478 Před 4 lety

      Sir আমার খুবই শখ আপনার সাথে দেখা করার, আমি গাজীপুর pepsi cola shift engineer হিসেবে job করি, জীবনে অনেক issa মাছের খামার করার তাই আমি আপনার সব ভিডিও আস্তে আস্তে dekhsi, r আপনার চ্যানেল subscribe koresi, স্যার আপনার এলাকার ঠিকানা টা দিয়েন plz, যদি কখনো সুযোগ করে আপনার সাথে দেখা করতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে, আপনি আমার অনেক প্রিয় akta মানুষ

  • @chandroshaker2376
    @chandroshaker2376 Před 4 lety +1

    শতকে এক কেজি হারে খড় দিলে একই সাথে রাসায়নিক সার দেয়ার প্রয়জন আছে কি? থাকলে পরিমাপ টা কি ৫০+৫০+১০ গ্রাম করে হবে?

  • @greenbangla2603
    @greenbangla2603 Před 2 lety

    Sir poltry damage khaber khol er sathe misiye ki mach ke dite pari

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      যদি বেশি মাত্রায় নষ্ট না হয় তাহলে দিতে পারেন।

  • @azadhussain7647
    @azadhussain7647 Před 4 lety

    Salm niben
    Ami protidin jaibo sar proug kori gubor o khoil 3/4 din bijea raki tar pore daily 5 ,7kg kore dai.
    8 ,10din por por farmantation dai aponar vedio deke kori.
    Uria dai r dap ta gubor kohil sat mixed kore dai.

  • @user-lz1jw3fc6l
    @user-lz1jw3fc6l Před rokem

    Sir - ami Shaheen Mahamud apner shata berber sesta kora jogajog korta beartho hoschi.

  • @santobiswas8593
    @santobiswas8593 Před rokem

    স্যার কেমন আছেন জৈব সার ও রাসায়নিক সার একসাথে প্রয়োগ করব কি

  • @masumbillah7437
    @masumbillah7437 Před 4 lety

    স্যার জৈব সার প্রয়োগ করার আগে পুকুরে চুন,লবন, পটাস কি মিক্স করে দেয়া যাবে? দেয়া গেলে সেটা শতাংশে কি পরিমান দিতে হবে? আমার পুকুর ৬ শতাংশ। পুকুরে চার ইঞ্চি সাইজের কাতল আছে ১০০ বড় রুই মাছ আছে ৮ টি।

  • @mirzaagro
    @mirzaagro Před 4 lety +1

    sir,
    how can i meet with you.
    জাজাল্লাহু খাইরান। for your vedio.

  • @sardershamimahmmed8005

    রাসায়নিক সার আর জৈব সার কি একদিনেই দিবো নাকি মাঝখানে গ্যাপ রাখবো?
    আর জৈব সার কি প্রতিদিন শতক প্রতি ২০০ গ্রাম হারে দেয়া যাবে? নাকি ৭ দিন পর ১.৫ কেজি দিলে ভালো হবে?
    প্লিজ জানাবেন Sir..

  • @ahsanhabib9279
    @ahsanhabib9279 Před 4 lety

    ধন্যবাদ স্যার।

  • @durgamgiri5695
    @durgamgiri5695 Před 4 lety +1

    Very good class.
    Thank you sir!

  • @hafizsk5132
    @hafizsk5132 Před 4 lety

    আসসালমুয়ালাইকুম স্যার,
    স্যার রাইকর/টাটকিনি মাছের চাষ পদ্ধতি,খাবার,পরিবেশ সম্পর্কে আমাদের জানাবেন 🙏....
    ভালো থাকবেন স্যার।
    অনেক ধন্যবাদ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety +1

      ব্রাউন মোলাসেস ঈষ্ট এর ট্রিটমেন্ট ভালোভাবে করলে ভালো ফল পাবেন

  • @ajaymahato4048
    @ajaymahato4048 Před 4 lety

    Thanks sir

  • @nazmussakibsojib3549
    @nazmussakibsojib3549 Před 4 lety

    Thanks sir..

  • @chayanpanday2138
    @chayanpanday2138 Před 3 lety

    স্যার চিংড়ি মাছের গায়ে শেওলা এবং মাটির উপ্রে হাল্কা পিচ্ছিল শেওলা হয়েছে,এখন কি করনীয়

  • @luminousipsbazarbangladesh3542

    স্যার আমার পুকুর ৩৩শতক সেখানে খুদি পানা হয় সেই পানা গুলো পুকুরের পারে তুলে রাখি এখন পানা গুলো পচেগিয়েছে
    এইগুলো কি জৈব সার হিসেবে ব্যবহার করা যাবে কি

  • @sibaprasadsantra1126
    @sibaprasadsantra1126 Před 4 lety

    Sir namaskar naben... Ami SIBA PRASAD SANTRA INDIA... Sir ami ekak chas catla carp fattening korte chichi 12 month er jono... Amr pukura jal 6 feed thake.. koto gm/kg macher pona dile valo hobe... Sothoke koto peace cutla debo... Amr kache sorsha khol , gomer vusi, sutki ei upadan guli khub sohoje pawoa jabe... Ei upadan guli die catla carp fattening er khadha hobe ki na.. Jodi hoy Tobe sir koto ta ki ki upadan dite hobe...amr jall change korara subidhe nai...sir help me

  • @tanvirhuda1478
    @tanvirhuda1478 Před 4 lety

    Sir dhonsa গাছ কিভাবে দিবো r গোবর পানিতে কয় দিন pochiye দেবো, plz জানাবেন স্যার

  • @mdyounus5228
    @mdyounus5228 Před 4 lety

    স্যার আমি টেংকে এখন মাছ চাষ করেছি এখন শীতে যাতে কোন রোগবালাই না আসে সেখেত্রে আমি কি করতে পারি প্লিজ বলবেন

  • @kartikmondal7126
    @kartikmondal7126 Před 4 lety

    চিটা গুর বা মোলাশেস এর বদলে আখের গুর দিলে চলবে? চললে কি পধোতিতে পোওগ করা যাবে?

  • @SahedMia-bd
    @SahedMia-bd Před 4 lety +2

    আস্সালামু আলাইকুম স্যার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety

      ওয়ালাইকুম সালাম।

    • @skanjumparvej3538
      @skanjumparvej3538 Před 3 lety

      @@abeedlateef8059আসসালামু আলাইকুম sir আমি ভারত থেকে আপনাকে observe করি বেশ ভালো লাগে এবং শিক্ষা পাই। আপনার নম্বর তা পেলে সরাসরি কথা বলতে ইচ্ছুক।

  • @mdalaulhaque3754
    @mdalaulhaque3754 Před 4 lety

    স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমার ৩৩ শতাংশ পুকুর আছে, মাছ চাষ করতে চাই কি মাছ চাষ করব স্যার সু পরামর্শ দেন।

  • @roufansari6983
    @roufansari6983 Před 4 lety

    Sir ami india theke bol6i ami khadyo hisebe black soldering fly dite parbo???

  • @islamicexplain3593
    @islamicexplain3593 Před 4 lety

    Allah bless you sir apnake peye
    Amra gorvito

  • @rafinkhan3872
    @rafinkhan3872 Před 2 lety

    স্যার আমরা কি কলমি,,বা এই ধরনের কিছু থেকে জৈব সার পেতে পারি,,,
    যেটার জন্য পানির কালার হালকা কালো হচ্ছে
    কিন্তু মাছের কোন হ্মতি হচ্ছে না

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      অবশ্যই জৈব সা র পাবেন।

    • @rafinkhan3872
      @rafinkhan3872 Před 2 lety

      পানি কালো সে জন্য কি করতে পারি পুকুর পরিস্কার আছে

  • @binaysarkar5654
    @binaysarkar5654 Před rokem

    ধনিচার পাতা মাচে খায

  • @imrankhanchy570
    @imrankhanchy570 Před 4 lety

    আসসালামু আলাইকুম।
    ভাইয়া গলদা চিংড়ির রেণুর খাবার হিসেবে কি দিব????

  • @kripendradash4926
    @kripendradash4926 Před 3 lety

    স্যার জৈব সার এবং ইউরিয়া কি একই দিনে এক সাথে মিশ্রিত ভাবে প্রয়োগ করা যায়?

  • @mashudrana8368
    @mashudrana8368 Před 3 lety

    স্যার শীতকালে কি জুওপ্লাটন কম তৈরি হয়?

  • @abhijitbengalfishing7869

    Dada amar pukur a onk tab pana ho6a,poriskar kor6i abar hoyga6a,kono osud ar nam bolun

  • @rezahanif604
    @rezahanif604 Před 2 měsíci

    আসসালামু আলাইকুম স্যার, আমার পাবদা মাছের পুকুরে পটাশ দিয়েছি এখন মাছ খুব বেশি নারাছাড়া করতেছে সিলভার মাছ গুলু উপরে এসে খাবার কাচ্ছে এর কারণ কি?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 měsíci

      পুকুরে কোন পটাশ দিয়েছেন??

    • @rezahanif604
      @rezahanif604 Před 2 měsíci

      পটাসিয়াম পারমেঙ্গানেট খুচরা কিনেছি ৬০০ টাকা কিলো।৫০শতকে ৪০০গ্রাম।৬ফুট পানি। দেখতে বেগুনি।

    • @rezahanif604
      @rezahanif604 Před měsícem

      আস্সালামুআলাইকুম স্যার, একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনার সাথে, কালকে পটাশ দিয়েছিলাম এর কিছুক্ষন পর পুকুরের সব মাছ খুব ছুটা ছুটি করছে মনে হচ্ছে নিচের সব খাবার উপরে উঠে এসেছে সিলভার মাছ গুলু পানির ১ইঞ্চি নিচে খাবারখাচ্ছে পাবদা মাছ পানির উপরে লেজ দিয়ে বাড়ি মারছে , আর একটা বিষয় সে টা হলো মাছের পেটের অনেক খাবার মল হিসেবে বের করে দিয়েছে, সন্ধ্যা বেলা আবার সব খেয়ে নিয়েছে এবং খাবার খুব তাড়া তারি খেয়েছি। সব মিলিয়ে খুব উপভোগ করলাম। ধন্যবাদ স্যার আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবাহানাহতালা আপনার কাজ গুলু কবুল করুক।

  • @Anikmondal428
    @Anikmondal428 Před 4 lety

    স্যার আমার ধান চাষ আছে তাই আমার প্রচুর পরিমাণ খড় আছে তাই স্যার জৈব সার হিসাবে শতকে 1কেজি করে খড় ব্যাবহার করি 15দিনের ডোজ হিসেবে স্যার ঠিক আছে কি

  • @nazmuhaque6577
    @nazmuhaque6577 Před 3 lety

    আসসালামু আলাইকুম স্যার,,,
    পাংগাসে চাষে কি প্রতি সপ্তাহে সার প্রয়োগ করা যাবে,,পরামর্শ দিলে উপকৃত হবো

  • @monirsossain2757
    @monirsossain2757 Před 4 lety

    স্যার রাসায়নিক সার টা কি প্রতি দিন শতাংশে দুই শ গ্রাম নাকি সাপ্তাহিক ভাবে দুইশত গ্রাম বুঝতে পারছি না প্লিজ একটু বলেন

  • @uttambansode6498
    @uttambansode6498 Před 3 lety

    please give information in English or Hindi

  • @arjomondal2502
    @arjomondal2502 Před 4 lety

    Apnar vedio ta complete holo na?

  • @texcropbd1329
    @texcropbd1329 Před 3 lety

    স্যার আমার পুকুর আছে কিন্তু ভালো পরামর্শ এর অভাবে কিছু করতে পারছি না।দয়া করে আপনার সাথে যোগাযোগ এর একটা রাস্তা দেখান।

  • @masudrana-qs9ig
    @masudrana-qs9ig Před rokem

    পাঙ্গাস মাছের ক্ষেত্রে প্রাকৃতিক খাদ্য তৈরি করা উচিত স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem +1

      করতে পারলে খাদ্য খরচ কম হবে।

  • @sheikhenamul1095
    @sheikhenamul1095 Před 4 lety

    স্যার কেচো সার কি ব্যবহার করা যাবে?

  • @indrajitmaity8048
    @indrajitmaity8048 Před 4 lety

    আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি দাদা 1 একর পদৌ পুকুরে কি মাছ চাষ করা যাবে যদি যাই তাহলে কী রুই মাছ ছারা যাবে বললে খুব উপকৃত হতাম ধন্যবাদ স্যার.

  • @md.tahurulislam2007
    @md.tahurulislam2007 Před 4 lety

    স্যার মাগুর আর শিং মাছের মধ্যে রোগাক্রান্ত বেশি হয় কোনটি এবং বায়োফ্লক সহ সকল পরিবেশে খাপখাওয়াতে পারে কোনটি?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety +1

      শিং। সঠিক পরিচর্যা করলে এবং পরিমিত সংখ্যায় মাছ ছারলে সবই সম্ভব।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety +1

      শিং মাছ। সঠিক পরিচর্যায় দুটিই খাপ খাওয়াতে পারে।

    • @md.tahurulislam2007
      @md.tahurulislam2007 Před 4 lety

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার,,

  • @shahinshah9333
    @shahinshah9333 Před 2 lety

    স্যার শতকে ২০০গ্রাম রাসায়নিক সারের ড়োজ বললেন সেগুলো কি সপ্তাহ না প্রতিদিনে?আবার ৫০গ্রাম ইউরিয়া, ৫০ গ্রাম ডিএপি এবং ১০ গ্রাম এম ও পি সারের কথা বললেন সেগুলো কখন প্রয়োগ করতে হবে দয়া করে যদি বলতেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      এটা পুকুর প্রস্তুতির সময়।
      এক এক সময় এক এক ধরনের ডোজের পরামর্শ দেওয়া হয়েছে।

  • @nibashmohata7117
    @nibashmohata7117 Před 4 lety

    ধন্যবাদ ।

  • @user-bw4zb9hv6h
    @user-bw4zb9hv6h Před 4 lety

    স্যার ভিডিও টা তো পুরোটা দেখতে পেলাম না স্যার দয়া করে ভিডিওটা পুরোটাই ইউটিউবে শেয়ার করুন না হলে আমাদের এই বিষয়ে শিক্ষাটা অসম্পূর্ণ থেকে যাবে ভালো থাকবেন স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety

      দিয়ে দিলাম, দেখে নিন প্লিজ।

    • @user-bw4zb9hv6h
      @user-bw4zb9hv6h Před 4 lety +1

      @@abeedlateef8059 স্যার আমি একজন আপনার ভিডিওগুলোর নিয়মিত দর্শক আপনি যে আমার প্রশ্নের উত্তর দিয়েছেন এতেই আমার জীবন ধন্য পশ্চিমবঙ্গে আমার মত অনেক মৎস্যচাষী আপনার দিকেই তাকিয়ে থাকে

  • @madhusudhannag7642
    @madhusudhannag7642 Před 3 lety

    3_4 ইংচি চারা মাছের গায়ে পোকা হয়েছে , বড়ো বড়ো কেটে বসে আছে, এক বার ঔষধ দেওয়া হয়েছে কাজ করে ছে বলে মনে হয় না , এখন কি দেবো?
    পরিমাণ _ 150 ডেসমেল;

  • @jaheraftab5324
    @jaheraftab5324 Před 4 lety

    আমার পুকুর 15 শতাংশ
    আমি রাসায়নিক সার দিতে চাই
    কোনটা কতটুকু দিব এবং কিভাবে দিব
    প্লিজ জানাবেন
    ধন্যবাদ স্যার

  • @MotiurRahman-kk1np
    @MotiurRahman-kk1np Před 3 lety

    আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ্ সার ্ আপনার চ্যানেলকে fish culture bank বলা যায়।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety

      ফিস কালচার ব্যাংক না বলে বরং "এজেন্ট ব্যাংকিং!" বলা যায়।🤣🤣🤣🤣🤣
      আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

  • @durgamgiri5695
    @durgamgiri5695 Před 4 lety

    স্যার,
    সবুজ রঙ যদি অতি ঘন হয়ে জমাট বেধেঁ যায়। এমনকি হাতে উঠে ও কাপড় কালার হয়ে যায়।
    এমতাবস্থায় কতদিন সার ও খাবার বন্ধ রাখবো?
    এছাড়া বিকল্প কিছু আছে কি?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety +1

      পানি বাড়িয়ে দেওয়া।
      অপেক্ষা করা যতদিন না পর্যন্ত পানি সবুজ রং হালকা হয়।

  • @mdkamruzzamanjaman2226

    ASSALAMOALAIKUM AMAR NAAM MD KAMRUZZAMAN (ZAMAN) AMAR BAREE DINAJPUR SADAR. APNAR CLASS AMEE KEE JOG DITE PAREE? JODI PAREE TAHOLE KIVABE? PLEASE AMKE JANABEN.
    ENGLISH FONT E LEKHAR JONNO SORRY.

  • @rahathossain9851
    @rahathossain9851 Před 3 lety

    কাঁচা গোবর দিলে সমস্যা হবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety

      পদ্ধতি গত ভাবে দিলে বিশেষ সমস্যা হবে না ।

  • @md.delowarhossain682
    @md.delowarhossain682 Před 4 lety

    sir amar mas er boyos renu theke 40 din. ami ki pukure চুন dite parbo ? শতকে কি পরিমান ?

  • @mdshofikulislamshofik8217

    স্যার আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে আমার

  • @taherhossain312
    @taherhossain312 Před 3 lety

    স্যার প্রাকৃতিক খাদ্য (জুপ্লান্টন আর ফ্লাইটোপ্লান্টন) অনেক বেশি হয়েছে , তাই ম্যাচে ভাসে ।এই অবস্থায় আমার কি করণীয়??

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety

      সার, খাদ্য কমিয়ে দিন।

  • @norulhoque1190
    @norulhoque1190 Před 6 měsíci

    স্যার সালাম নিবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 6 měsíci

      ওয়ালাইকুমুস সালাম।

  • @thfzaziz282
    @thfzaziz282 Před 4 lety

    আসসালামুয়ালাইকুম স্যার।আাসা করি আপনি ভালো আছেন।এরেটর সহ দেশি কই মাছ শতকে কত পিছ দিতে পারব।দয়া করে বলবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety

      ১০০০/শতক

    • @humaunkhalid3576
      @humaunkhalid3576 Před 4 lety

      দেশি কই চাষের চেষ্টা করেছি রেজাল্ট ভালো হয়নি।

  • @UPEN30
    @UPEN30 Před 3 lety

    WHAT IS "SATAK" DONT UNDERSTAND.

  • @mukul13244
    @mukul13244 Před 4 lety

    What is the meaning of DORB jadi paren amake balun na please ?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety

      Deoiled Rice Bran
      =তৈল নিকশিত ধানের কুড়া

  • @anokchy7495
    @anokchy7495 Před 4 lety

    স্যার আমার পুকুরে কচুরিপানা দেওয়া হয় গ্লাস কাপ মাছের জন্য কিন্তু পাংকাস এবং তেলাপিয়া কচুরিপানা খেয়ে ফেলে। এইজন্য পাংকাস এবং তেলাপিয়া কোন সমস্যা হবে। দয়া করে একটু বলবেন

  • @MuktaBabu-gw5zk
    @MuktaBabu-gw5zk Před 4 měsíci

    আসসালামু ওয়ালাইকুম স্যার, আমি আপনার গ্রপ টা খুজছি।আমাকে দয়া করে লিংক দিয়ে বাধিত করবেন ইনশাআল্লাহ।

  • @milankumarguriya8695
    @milankumarguriya8695 Před 3 lety

    Mp ki sir bujhte parlam na

  • @prohelikaprokashonltd.2449

    স্যার আপনার বাসা কোথায়?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety

      বাড়ী নীলফামারী।
      থাকি রংপুর শহরে বাপের ছাপড়ায়।