আপনার জমি ভুলে অন্যের নামে রেকর্ড হয়েছে? সহজ সমাধান।

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #দলিল #বেদখল #ভূমিআইন #%#রেকর্ড #জমি #দখল #বিডিএস #এসএ

Komentáře • 21

  • @mdkhurshedali7092
    @mdkhurshedali7092 Před 4 měsíci +1

    ভমি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের কারসাজিতে বহু মানুষ পথের নামছে। কোনো কাজে ভুমি অফিসের

  • @mohammadpasha6429
    @mohammadpasha6429 Před 5 měsíci

    সবই ঠিক কিন্তু সময় টি আরও কয়েক বছর বেশি দেওয়া উচিত ছিল ট্রাইবুনাল আদালতে কেস দেখি ল করা।

  • @mdshamimahamed8038
    @mdshamimahamed8038 Před 5 měsíci

    স্যার সি এস খতিয়ান এর মালিক একজন এবং এস খতিয়ানের মালিক আরেকজন, এবং বি আর এস খতিয়ান হয়েছে অন্য এক ব্যাক্তির নামে এখন কার গুরুত্ব বেশী।

  • @mdashrafaliakanda6709
    @mdashrafaliakanda6709 Před 5 měsíci

    আমার দাদার নামে সি এস,, রেকর্ড আছে এবং এস এ,, রেকর্ড এসে অধেক জমি এসেছে। কিন্তু এস এ রেকর্ড কিছু টা এবং আর এস রেকর্ড পুরো পুরি দাদা ভাইয়েরা রেকর্ড করে নিয়েছে এবং তাদের দখলে আছে। আমার দাদার জমি গুলো উদ্ধার করা পসিবল?

  • @saidurrahmanmridha5789
    @saidurrahmanmridha5789 Před 5 měsíci

    I have Reg.deed from c.s record owner in 1959,after that s.a record continued as it cs. Next, Diyara record also the same,but it mentioned enemy propetty, due to record owner was hindu. Now,what can i do for record correction? Pls.reply.Thankyou.

  • @md.tushar1057
    @md.tushar1057 Před 5 měsíci

    আস সালামুয়ালাইকুম স্যার, আমার বড়ো আব্বার নামে সি এসে ৬৪ ডিসিম বাড়ি। আমার দাদারা ৩ ভাই এর মদ্যে আমার দাদার দখলে পেয়েছি ২০ ডিসিম।প্রায় ৬০ বছরের দখল। এখন এস এ এবং আর এস আরেক দাদার নামে ৪৮ ডিসিম তাই তারা আমাদের বাড়ি জুরে দখলে আসতে চাচ্ছে।তাদের সাথে কিছুতে পেরে উঠছিনা ২২ বছর আগে তারা আমাদের দখল থেকে ৩ডিসিম গোপনে দলিল করে রেখছিলো ও এক বছর আগে তারা খারিও করে। এখন দখলের জন্য হুমকি দিচ্ছে। স্যার আমাদের এখানে বি আর এস হয়নি কি করলে আমাদের বাড়ি দ্রুত রক্ষা করা যাবে দয়া করে বলবেন। ধন্যবাদ স্যার

  • @mdanwarhossain1104
    @mdanwarhossain1104 Před 5 měsíci

    আসসালামু আলাইকুম স্যার,স্যার আমাদের একটা জমি নিয়ে জামেলা চলছে, RS,SA দুটোই খতিয়ান আমাদের নামে, তাদের আছে সুধু সিএস, এবং তারা আদালত মামলা করেছে, এখন তারা রায় পাওয়ার আগেই জমি দখন নিতে চায়, এ নিয়ে গ্রামের শালিস হয়েছে এবং টাকা খাইয়ে জমি অর্ধেক তাদের দখলে দিয়েছে দের মাস আগে, এখন আমরা কি করতে পারি জানাবেন প্লিজ, ধন্যবাদ স্যার।

  • @sharifulislam-nu8um
    @sharifulislam-nu8um Před 5 měsíci

    ভাই দয়াকরে বলেন কোন পিতা তার কোন সন্তানকে নিদিষ্ট করে কোন জমির অংশ দিল কিন্তু লেখে দেয়ার আগে মারা গেল। এখন সকলে মালিক। ওই জমি কি সে পাবে। কোন আইন আছে কি, যেহেতু সকলকে বলে গিয়াছে।

  • @user-sd7cu9zx2c
    @user-sd7cu9zx2c Před 4 měsíci

    ভাই আমার দলিলে যে টুকু জায়গায় আছে
    কিন্তু আমার খতিয়ানে কম আছে
    এই জন্য আমি কি করবো

  • @MdsakibAhmedSakib-hw3vg
    @MdsakibAhmedSakib-hw3vg Před 4 měsíci

    আমার দাদা Cs Sa অনুযায়ী ৯১ ডিসিম জায়গা পাইছে কিন্তু Rs রেকর্ডে দাদার নামে অর্ধেক দাদার চোট ভাইয়ের নামে অর্ধেক এখন চোট ভাই তার নামের ২৩ ডিং বিক্রি করে দিছে যাদের থেকে বিক্রি করছে তারা নামজারি করায় পেলছে আমরা এখন কি করতে পারি ভাই দয়া করে বলবেন

  • @user-rl2ku9hc7e
    @user-rl2ku9hc7e Před 3 měsíci

    দাদা আপনাদের ভিডিও সব ভয়া মনে হয় আমার,, কারণ আমার দাদার বাবার 100 পাখি সম্পতি ছিলো 1962 রেকোডে নাম আছে 1926 এ নাম আছে। 1996রেকোডে জমিতে রেকোড হয়নি কেনো

  • @khursuddinjamansk1111
    @khursuddinjamansk1111 Před 5 měsíci

    দাদা আমার খালা আমাকে একটা 12 শতক জমি বিক্রয় কবলা করে, ফলে খালু ভাইপো premption case করে,আমার উকিল বলে খালা কে আপনি একটা মামলা করুন যে ভুল করে অন্য জমি regestri করতে গিয়ে রেজিস্ট্রি হয়েছে আমার নামে মামলা করে casta সলানামা করে খালা ডিগ্রী পেয়েছ,তাহলে কি জমিটি পুনরায় খালার থাকবে দাদা,একটু বলবেন,,,

    • @landlawproblemnsolutionBD
      @landlawproblemnsolutionBD  Před 5 měsíci

      বুঝিনি

    • @khursuddinjamansk1111
      @khursuddinjamansk1111 Před 5 měsíci

      আমার খালা আমাকে 12শতক জমি বিক্রয় কবলা দলিল করেছে, ফলে খালুর ভাইপো প্রেম premption case করেছে,আমাদের উকিল বাবু বললো যে তোমার খালা কে তোমার নামে মামলা করতে বলে যে ভুলে অন্য জমির রেজিস্ট্রি করতে গিয়ে ওই জমি রেজিস্ট্রি হয়ে গেছে,আমার সঙ্গে খালার মামলা চলা কালীন সোলানামা করে খালা ডিগ্রী পেয়ে যায়,জমিটি এক্ষণ খালা ডিগ্রী পাই,তাহলে কি premption case চলবে,বা এর ফল কি হবে,

  • @shuvoafsar6845
    @shuvoafsar6845 Před 5 měsíci

    পুরোনো অরেজটি দান ধলিল আছে বর্তমান দখলে আছি নতুন ভূমি আইনে বন্টন মামলায় বিবাদী। পুরোনো অরেজটি ধলিল নতুন ভূমি আইন কতটুকু সাংঘর্ষিক।