অক্ষয়তৃতীয়া ‍তিথিটি রামাশ্রিতদের জন্য গুরুত্বপূর্ণ কেন জানুন, কৈবল্য ভুবন।

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • #পরম_দয়াল_শ্রীশ্রীরামঠাকুর_পরিচিতি:
    পিতা শ্রীরাধামাধব বিদ্যালংকার এবং ‘মাতা’ শ্রীমতি কমলা দেবীর তনয়রূপে ১২৬৬ বঙ্গাব্দের ২১ মাঘ, ১৮৬০ খৃষ্টাব্দের দোসরা ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ব্রাহ্মমূহুর্তে, রোহিনী নক্ষত্রে, শুক্লা দশমী তিথিতে #আবির্ভূত হয়েছিলেন পরম দয়াল ‘শ্রীশ্রীরামঠাকুর’।
    ঠাকুরের শ্রীমুখের বাণীতে জানা যায় যে সত্যযুগ আদ্যা পূত অক্ষয় তৃতীয়া তিথিতে অতি আশ্চর্য্যভাবে তাঁহার মাতৃগর্ভে প্রবেশ। অক্ষয় তৃতীয়ায় হয় উপনয়ন। অক্ষয় তৃতীয়ায় শ্রীগুরুর নিকট অতীন্দ্রিয় উপায়ে দীক্ষা বা মহামন্ত্র লাভ করেন। দীক্ষা লাভের পরে মাঝে এক অক্ষয় তৃতীয়া বাদ দিয়া পরের অক্ষয় তৃতীয়ায় স্থূল ভাবে হয় প্রথম গুরু সাক্ষাৎকার। শ্রীদেহে ঠাকুর ইহাও বলিয়াছিলেন যে অক্ষয় তৃতীয়াতে হইবে স্থূল দেহ সংবরণ, হয়েছিল তাই।
    চৌমুহনী, নোয়াখালীতে, ১৩৫৬ বঙ্গাব্দের ১৮ বৈশাখ, ১৯৪৯ খৃষ্টাব্দের পয়লা মে, রবিবার। পুণ্য #অক্ষয়_তৃতীয়া তিথিতে অগণিত ভক্তের প্রাণের ঠাকুর নশ্বর দেহ ত্যাগ করে অপ্রকট হলেন। #৯০_বছর বয়সে #মহাপ্রস্থান করেন সকলের ‘রামভাই’ শ্রীশ্রীরামঠাকুর।

Komentáře • 4