সেরা বারোয়ারী পূজা চোরবাগান সার্বজনীন,কাশী বোস লেনের দুর্গা প্রতিমা।সেরা থীম পূজো ২০২৩

Sdílet
Vložit
  • čas přidán 20. 10. 2023
  • সেরা বারোয়ারী পূজা চোরবাগান সার্বজনীন,কাশী বোস লেনের দুর্গা প্রতিমা।সেরা থীম পূজো ২০২৩ -- হলো এই ভিডিওর মূল বিষয়।আমরা দেখাব চোরবাগান সার্বজনীন পূজা ২০২৩ এর মন্ডপ সজ্জা এবং সেরা দুর্গা প্রতিমাকে। আলো আঁধারির এক মায়াবী মন্ডপে কিছুক্ষণের জন্য থাকা। বিষয়টা কি সেটা বুঝতে সময় লেগে যায়।তবে চমতকৃত হতে হয় মন্ডপে প্রবেশ করলেই। আর দেবী দুর্গার দিকে তাকালেই মন জুড়িয়ে যায়। এখন তো দুর্গা পূজার শুভারম্ভ সেই মহালয়ার পর থেকেই। তাই কোনো বারোয়ারী পূজা সবটা সাজিয়ে উঠতে পারে না। তবে চোরবাগান পূজা কমিটি পেরেছে। তবে একটা কথা বলতেই হবে যে মন্ডপে প্রবেশের পথ আর প্রতিমা দেখার শেষে বেরোনোর অনেকটাই ঘোরানো।এমন ব্যবস্থা না হলে কাতারে কাতারে মানুষের ঢলকে সামলানো দুষ্কর হয়ে দাঁড়ায়।কারণ উত্তর কলকাতার অতি ঘন জনবসতি অঞ্চল হলো চোরবাগান। তাই উত্তর কলকাতার বাসিন্দা হয়েও সেই অলি গলি পেরোনো একটা গোলকধাঁধার মতোই লাগে। যখন আমরা ছবি তুলতে যাই এই মন্ডপ আর প্রতিমার তখন কিন্ত শ্রেষ্ঠ প্রতিমা পূজা ২০২৩এর কোনো ঘোষণা করা হয় নি। পরে জানা যায় এশিয়ান পেন্টসের সেরা দুর্গা প্রতিমা ২০২৩ এর মুকুট লাভ করেছে এই চোরবাগানের পূজা। আবহ সঙ্গীতের অনিন্দ্য মূর্চ্ছনা শুনতে শুনতে বেরিয়ে আসা গেল এই পূজা মন্ডপ থেকে। রেশ রইলো মনে আর ভিবনা হলো কত না মানুষের রুটি রোজগার জড়িয়ে আছে এই পূজার আয়োজনকে ঘিরে।এটাই মূল ঘটনা যাতে কিনা বলা যায় বাঙালীদের কৃষ্ট সংস্কৃতির এক চলমান উৎসব যেটি বিশ্বসেরা। ইউনোস্কোর খেতাব কি এমনি এমনি আসে !!! তবে গোটা শহর জুড়ে তাক লাগানো থীমের পূজো বিশ্বের আঙিনায় তুলে ধরতে পারলে রাজ্যের অর্থনীতির হাল অনেকটাই ঘুরে দাঁড়াতে পারত।এরজন্য চাই সচেতনতা আর প্রয়োগ করার সদিচ্ছা।নির্দিষ্ট সময়ে যদি বিদেশী অতিথিদের এই সব পূজা মন্ডপ ঘুরিয়ে দেখার বন্দোবস্ত করা যেতে পারে তাহলে দুর্গা পূজা দেখা ভীড় উপছে উঠতে পরার এক প্রবল সম্ভাবনা আছে।বিষয়টা পূজা কমিটি আর আমরা একবার ভেবে দেখতে পারি কিন্ত।
    এরপরের গন্তব্য কাশী বোস লেন। থীম হলো নারী ট্র্যাফিকিং।আদিম যুগ থেকে আজও সামাজিক ব্যাধি বিশ্ব জুড়ে চলে আসছে।এমন ভিবনায় নারীকে পণ্য হিসাবে না দেখানোর বার্তাই রয়েছে এই পূজারসেই আলো আঁধারির মন্ডপ সজ্জা। ফুটিয়ে তোলা হয়েছে বিষয় ভাবনার প্রয়োগে। বন্দী থেকে সুনীল আকাশের দিকে তাকিয়ে পড়ে সেই হতভাগিনীর দীর্ঘশ্বাস।একবার যদি ফেরা হোত স্বাধীনতার সেই অনাবিল জীবনটাতে।যেখানে আমারও সবকিছুই ছিলো তোমাদেরই মতো।কিন্তু সমাজের যে এখনো চোখ ফোটে নি। অন্ধত্ব তো এখনো বিরাজ করছে বিশ্বের প্রথম সারির দেশ গুলোতে। জানতে আর পড়তে ভালো লাগলেও এই সামাজিক ব্যাধি দূর করতে হবে।আবহ সঙ্গীত শ্যুতিমধুর।প্রতিমাও অতীব সুন্দর।তবে এই পূজা কমিটির থীম আমাদের মনে কতটা সচেতনতার সঞ্চার করবে তা জানেই।যাঁরা এমন কর্মে আজও লিপ্ত তাঁদের চোখ ফোটানোর দরকার,তাদের চিন্তায় বদল আনা প্রয়োজন।কিন্ত তাঁদের কেউই তো এই থীম পূজা দেখতে আসেন না। সার্থক হোত এমন ভাবনা চিন্তার থীমের পূজো।সেটি কি ভাবে করা যেতে পারে সেটাই প্রশ্ন এখন ???
    আশা করি আমাদের পরিশ্রম সার্থক, কারণ আপনারা ভিডিওটি দেখেছেন তাই।
    শারদোৎসবের শুভেচ্ছা সকল দর্শক বন্ধুদের।
    #চোরবাগানসার্বজনীন২০২৩, #কাশীবোসলেনসার্বজনীন২০২৩, #থীমপূজা২০২৩, #থীমেরপূজো২০২৩, #সেরাপূজো২০২৩, #বারোয়ারীপূজা২০২৩, #বারোয়ারীপূজো২০২৩, #Chorbaganসেরাথীমপূজো, #BestThemePuja2023, #ChorbaganSarbajonin2023, #KashiBoselane2023, #ThemePuja2023, #SeraPuja2023, #SeraPujo2023, #BarowaiPuja2023, #BestBarowariPuja2023, #KolkataPuja2023, #কলকাতারবারোয়ারীপূজা২০২৩, #KolkataBarowariPuja2023, #ThemerPujo2023, #BestPratima2023, #সেরাদুর্গা২০২৩, #সেরাপ্রতিমা২০২৩, #BestDurga2023, #BestBarowariDurga2023, #TheyYouMe, #সেরাবারোয়ারীপূজা২০২৩, #সেরাদুর্গাপ্রতিমা২০২৩, #BestDurgaThakur2023, #BestPandal2023, #BestPujaLighting, #BestDurgaMurti, #BestMaDurga, #BestDurgaTheme2023, #বেস্টদুর্গাপ্রতিমা, #বেস্টথীমেরঠাকুর২০২৩, #বস্টমন্ডপ2023, #বেস্টদুর্গাঠাকুর২০২৩, #বেস্টলাইটিং, #বেস্টদুর্গাঠাকুর২০২৩, #বেস্টমাদুর্গা, #বেস্টদুর্গামূর্তি, #শ্রেষ্ঠপ্রতিমা২০২৩, #ShresthoPratima2023, #AsianPaintsSharodSamman, #এশিয়ানপেন্টসসেরাদুর্গা, #সেরাভাবনাথীম, #শ্রেষ্ঠপ্রতিমা২০২৩, #ShresthoPratima2023, #BestPratima2023, #AsianPaintsBestPratima2023, #এশয়ানপেন্টসেরশ্রেষ্ঠপ্রতিমা,
  • Krátké a kreslené filmy

Komentáře • 1

  • @somapaul4954
    @somapaul4954 Před 9 měsíci

    হালে আমরা চোরবাগান সার্বজনীন পূজার নাম শুনছি, তবে প্রতিমার জন্য পুরস্কার পেয়েছে এ বছরের জন্য, প্রতিমা খুবই সুন্দর আর কাশীবোস লেনের পূজার প্রতিমাও খুব সুন্দর হয়েছে থীম নারী ট্র‍্যাফিকিং - যেটার সচেতনতা আজও আমাদের সমাজে এখনো বিদ্যমান,