বনেদি বাড়ির দুর্গা পূজা ২০২৩।দুর্গা পূজা ২০২৩।Bonedi Barir Durga Puja 2023।প্রথম এপিসোড

Sdílet
Vložit
  • čas přidán 22. 10. 2023
  • বনেদি বাড়ির দুর্গা পূজা ২০২৩।দুর্গা পূজা ২০২৩।Bonedi Barir Durga Puja 2023।প্রথম এপিসোড -- এই ভিডিওতে তিনটি বনেদি বাড়ির দুর্গা প্রতিমা ২০২৩ সালের আপনারা দেখবেন।বাড়ি গুলি হলো লাহা বাড়ি, চ্যাটার্জী বাড়ি, রামদুলাল সরকারের বাড়ি। শুধু বাড়িই নয়, দেখুন সেই বাড়ির দীর্ঘকাল ধরে চলে আসা পূর্বপুরুষদের সৃষ্ট দুর্গার মৃন্ময়ী মূর্তিকেও। একেই বলে ট্র্যাডিশন। দেড়শো দুশো বছরের পারিবারিক দুর্গারঐতিহ্যকে বর্তমান প্রজন্ম ২০২৩ সালেও বহন করে চলেছে আর ধরেও রেখেছে। এটাই কৃতিত্বের বিষয়। বনেদি বাড়ির পূজোই কিন্ত এখনকার বারোয়ারী বা সার্বজনীন দুর্গা পূজার সূতিকাগার।এই পূজো সেই সময়ের কলকাতা শহরের বাবুদের পূজো বলেই অভিহিত। সাধারণ মানুষের ছিল না প্রবেশাধিকার। অথচ মনে তো সাধ জাগেই। সেই সাধ মেটাতেই বারোজন বন্ধুদের তোলায় চাঁদা এবং সক্রিয় ভুমিকার জন্য সর্বসাধারণের জন্য যে পূজার প্রচলন হয় সেখানে কেউ ব্রাত্য নয়।স্বাগত পাড়া/অঞ্চলের প্রতিটি মানুষজন।তাই সে পূজার নামকরণ হলো সার্বজনীন পূজা বা বারোয়ারী পূজা। আজ শহরের আনাচে কোনাচে যে সব সার্বজনীন পূজা বা বারোয়ারী পূজা আমরা দেথতে পাই তার মূল উৎসই ছিল ঐ সম্ভ্রান্ত বাবুদের বাড়ির দুর্গা পূজায় অনধিকার প্রবেশ।ভাগ্যিস এমন ঘটনা ঘটেছিল।নইলে যে সার্বজনীন বারোয়ারী পূজোর এতো বাড়বাড়ন্ত আমরা আজ দেখতে পেতাম না।আর সমাজের বিভিন্ন স্তরের বিশেষ দক্ষ কারিগরদের রুটি রোজগারের রাস্তাটাও গেল খুলে। বনেদি বাড়ির পূজো গোটা কয়েকিট বাড়িতে টিঁকে রয়েছে এখনও।মূলতঃ পরিবারের বয়োঃজেষ্ঠ্যদের সুশিক্ষার জোরে। তাছাড়া ২০২৩ সালের দুর্গা পূজা বনেদি বাড়িই হোক বা বারোয়ারী সার্বজনীন পূজাই হোক সেটি সম্পাদন করা অনেক ব্যয় সাপেক্ষ।বারোয়ারী সার্বজনীন পূজো কমিটিগুলির সিংহভাগ মেটাবার একটা সুযোগ রয়েছে।সেটি স্পনসরশিপ বা বিজ্ঞাপন তথা হোর্ডিং থেকে।সেদিকে বনেদি বাড়ির পূজো সম্পূর্ণই আপন ব্যয়ের দ্বারা সম্পন্ন করতে হয়।এখন থীম আর আর্টের প্রতিমার উপর ভরসা করে সার্বজনীন বারোয়ারী পূজোগুলি কোনো মতে উৎরে যাচ্ছে।বিবর্তন হওয়ার সুবাদে সেগুলোর অস্তিত্ব কতদিনের তা অনুমান করা অসাধ্য।এতৎ সত্ত্বেও উল্লেখ করতেই হয় বাগবাজারের ১০৫তম বর্ষের ডাকের সাজের একচালার প্রতিমাকে।এখনো পর্যন্ত এই সার্বজনীন পূজো স্বমহিমায় বিরাজিত।কালের বিবর্তনে দুর্গা পূজার ভবিষ্যৎ বলতে পারেন একমাত্র মা দুর্গা স্বয়ং।
    আজ শুভ নবমী তিথি। ২০২৩ সালের পূজার শেষ দিন।আগামীকাল বিজয়া দশমী।তিলোত্তমার সাজ পোষাক ও রঙীন আলোর রোশনাই ফিরিয়ে নিয়ে যাবে সেই কেজো দিনগুলিতে।২০২৪এর পূজার প্রতীক্ষার শুরু।
    ভালো থাকবেন সবাই।
    #বনেদিবাড়িরপূজা২০২৩, #বনেদিবাড়ীরদুর্গা, #বনেদিবাড়ীরদুর্গাপ্রতিমা, #শিবদুর্গা২০২৩, #TheyYouMe, #BonediBari2023, #BonediBarirDurgaPuja2023, #BonediBarirDurga, #BenediBarirDurgaPratima, #ShivaDurga2023, #LahaBarirDurga2023, #RamchandraBhavanerDurga, #HeritageDurga2023, #TraditionalDurga2023, #BonediBarirDurgaPujaVideo, #BenedibarirThakurdalan, #বনেদিবাড়িরঠাকুরদালান, #BonediPujo2023, #বনেদীপূজো২০২৩, #durga2023, #দুর্গা২০২৩, #bonedibari, #bonedibarirpujo, #durgapuja2023, #বনেদিবাড়িরঐতিহ্যেরদুর্গাপূজা, #ঐতিহ্যেরদুর্গাপূজা২০২৩, #বনেদিবাড়িরশিবদুর্গা২০২৩, #ShivaDurgaofBonediBari, #BonediDurgaPujo2023, #BonediDurgaPuja2023, #বনেদিবাড়িরদুর্গাপূজা২০২৩, #বনেদিবাড়িরদুর্গাপুজো,
  • Krátké a kreslené filmy

Komentáře • 3

  • @somapaul4954
    @somapaul4954 Před 9 měsíci

    ভালো লাগলো, বাড়িতে বসে বনেদী বাড়ির হর গৌরী মূর্তি দেখে চমৎকৃত হয়েছি

  • @gautambandyopadhyay4075
    @gautambandyopadhyay4075 Před 9 měsíci

    বাহ

    • @THEYYOUME
      @THEYYOUME  Před 9 měsíci

      Gautam Bandopadhyay - আশা করি ঠিকঠাক ধরতে পেরেছি।