উৎসশ্রী: কি নিয়মে 10% বিবেচনা হবে? তার বেশি কি পাবে না? সিঙ্গেল টিচাররা কি আবেদন করতে পারবেন?

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Utsashree discussion regarding 10% staff & Single subject teacher,
    Date : 05/08/2021

Komentáře • 463

  • @rumachakraborty4053
    @rumachakraborty4053 Před 3 lety +17

    আপনার মূল্যবান মতামত পেয়ে সমৃদ্ধ হলাম🙏🙏 আমি HS section এর টিচার... খুব চিন্তায় ছিলাম।

  • @amitghosh9034
    @amitghosh9034 Před 3 lety +25

    আপনার ভিডিও গুলি ভিশন কার্যকারী, আপনার দীর্ঘায়ু কামনা করেছি।

    • @sagarnayek5794
      @sagarnayek5794 Před 3 lety

      মহাশয় ভীষণ বানানের কি করেছেন?

    • @amitghosh9034
      @amitghosh9034 Před 3 lety

      @@sagarnayek5794 হ্যাঁ জানি, বাংলা টাইপ করার সময় অনেক চেষ্টা তে ঠিক বানান অনেক সময় আনা যায় না।

    • @uttarbangaaltnews1192
      @uttarbangaaltnews1192 Před 2 lety

      সার্ভিস বুকে পার্মানেন্ট ঠিকানা পরিবর্তন করা যায় কি? গেলে এবিষয়ে কোনো G. O. আছে কি? Kindly জানান l🙏

  • @swapankumarmetya
    @swapankumarmetya Před 3 lety +37

    এতো স্কুল স্কুল এ স্টাফদের মধ্যে গন্ডগোল লাগানোর ব্যবস্থা।সত্যি সেলুকাস কি বিচিত্র এই উৎস শ্রী।

  • @pinkiritayanghosh7668
    @pinkiritayanghosh7668 Před 3 lety +9

    HoI দের এব্যাপারে কোন ক্ষমতা দেওয়া উচিত নয়, নির্দিষ্ট guideline দিয়ে স্কুল সার্ভিস কমিশন পুরো দায়িত্ব নিক।

  • @sitabjabaranmazumder7176
    @sitabjabaranmazumder7176 Před 3 lety +5

    স্যার, Confusion না রেখে 25% করে দেবার জন্য আবেদন রাখুন সকলেই ।
    কেননা যারা ছাড়া পাচ্ছে তারাও যে তাদের মনোমতো স্কুল পাবেন তার কোনো মানে নেই ।
    প্রতি টি vacancy তেই শুনছি পাঁচ সাতজন করে খবর নিয়েছেন।

  • @satyabratabarua5014
    @satyabratabarua5014 Před 3 lety +1

    Dhanyabad sir khub sundor bakhya korechen,ei karonei Ami sudhu apnar channel kei 100% preffer Kori,apnar Katha ekdom sothik. Thank you very much.

  • @MrJAGADANANDA
    @MrJAGADANANDA Před 3 lety +12

    Sir , junior high er HOI hole tar khetre ke forward korbe? Ar 3 Jan teacher er modhye 1 Jan apply korle sekhetre ki 10% er besi hochhe

  • @bikashkhan4660
    @bikashkhan4660 Před 3 lety +4

    খুবই গুরুত্বপূর্ণ আলোচনা । শুধুই বলছে amendment বেরোবে কিন্তু কোন সঠিক গাইডলাইন বা আমেন্ডমেন্ট কিছুই বেরোলো না।

    • @RamDawn
      @RamDawn  Před 3 lety +4

      exactly

    • @crazyhimu4903
      @crazyhimu4903 Před 3 lety

      @@RamDawn non teaching staff der ki transfer er kaj hocche akhane ?

    • @maitravisiontransformyourl6923
      @maitravisiontransformyourl6923 Před 3 lety

      আপনার প্রত্যেকটা ভিডিও আমি মনোযোগ সহকারে শুনি।আপনার সুচিন্তিত বক্তব্যে আমরা অত্যন্ত উপকৃত হই।ভালথাকুন।সুস্থ থাকুন।

  • @manojdaschakraborty6728
    @manojdaschakraborty6728 Před 3 lety +10

    এই Transfer system এ male teachers রা আবেদন করার সুযোগ পেলেও সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ marking এ female teachers অনেক এগিয়ে যাবে।

    • @naturallife912
      @naturallife912 Před 3 lety +2

      Female teachers দের সংখ্যা কি মেল দের থেকে খুবই বেশি- খতিয়ে vabun

    • @manojdaschakraborty6728
      @manojdaschakraborty6728 Před 3 lety

      Vacancy তো খুব কম । তাই সুযোগও কম থাকবে।

    • @naturallife912
      @naturallife912 Před 3 lety +2

      @@manojdaschakraborty6728 সবাই তো স্পেশাল ground নিয়ে fillup করে দিয়েছে আর কোথায় পাবো স্যার খুবই কষ্টের কথা

    • @thetechshorts5737
      @thetechshorts5737 Před 3 lety +1

      @@naturallife912 Female teacher এর সংখ্যা Male teacher দের থেকে কম এটা ঠিক, আর এটাও ঠিক যে তাদের সংখ্যা মোট teacher er 10% এর থেকে অনেক বেশি। So কোনো স্কুল এর male teacher রা 10% এর মধ্যে আসতে পারবেন না.. ভেবে দেখবেন।

    • @FreeThinker_0
      @FreeThinker_0 Před 3 lety

      Ar ki korben, ei discrimination chole asche ar cholbe.

  • @syamapadamahata3081
    @syamapadamahata3081 Před 3 lety +1

    "Single teacher" এর বাধায় বিভিন্ন বিষয়ের শিক্ষক/শিক্ষিকা যখন আবেদন করতে পারবেন না,সেখানে প্রক্রিয়াকে general transfer বলা হচ্ছে কেন ?এতোবড়ো একটা প্রক্রিয়াকে এই ভাবে চালু করতে গিয়ে সুবিধার চেয়ে অনেক বেশী অসুবিধার মুখোমুখি হতে হবে ।

  • @RajashreewowChannel
    @RajashreewowChannel Před 3 lety

    10% এর গেরোয় chance পেলাম না।২১ জন teaching আর ৪ জন nonteaching। HM এর মতে ২ জন পাবে আর আমি ৩ য় জন। ফলে একজন sir যার ১৭ km distance ,bus ও available পুরোনো বাড়ির address দেখিয়ে সে পেলো আর একটি ৪০ বছরের মহিলা ৩৫ km distance বাস ও নেই scoooty চালিয়ে রোজ ৭০ km যাতায়াত সে পেলো না। Utsoshree কি কাছের teacher দের আরো কাছে আনার portal?

  • @songlover404
    @songlover404 Před 3 lety +1

    Darun sir , ei sukkho baperta sothik byakkha dewar jonno asonkhya dhonnobad 👍🌹

  • @smilewithsalusalmoly4125
    @smilewithsalusalmoly4125 Před 3 lety +1

    আপনার সাহায্য নিয়ে আমি খুব ভাল করে ভোট করিয়েছি,,ধন্যবাদ আপনাকে

  • @sanjitroy243
    @sanjitroy243 Před 3 lety +1

    কোটি কোটি ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য ❤️❤️❤️ ৷

  • @abulqusem3360
    @abulqusem3360 Před 3 lety +2

    Sir, Thank you very much for your best explanation in the interest of the WB.Teachers

  • @BHUGOLCLASSROOM
    @BHUGOLCLASSROOM Před 3 lety +1

    দাদা, আমি 20.5.2003 এ join করা সত্বে , দেখাচ্ছে যে আমার 5 years হয়নি। help লাইনে phone করলে Hoi কে present school , present post update করতে । কিন্তু hoi আমাকে print out দিয়েছে, তাতে update করা আছে । এখন আমার কি করনিয় ? একটু help করুন ।

  • @alakjanacreation
    @alakjanacreation Před 3 lety +2

    স্যার, ২০১৪ তে যে জেনারেল ট্রান্সফার হয়েছিল সেখানে কোনো বিদ্যালয়ে আবেদনকারীর সীমা ২৫% ছিল।

  • @sabinakhatun8952
    @sabinakhatun8952 Před 3 lety +4

    Sir please medical ground e transfer niye ekta vedio korle khub upokrito hobo.. medical ground e apply korar khetre exact procedure step by step janale valo hoi..

  • @debaratiscreation9511
    @debaratiscreation9511 Před 3 lety +7

    kono jr. high school er TIC apply korle ke verify korben?

  • @creativesudip1567
    @creativesudip1567 Před 3 lety +1

    দারুণ ব‍্যাখ‍্যা।অসংখ‍্য ধন‍্যবাদ স‍্যার

  • @goutambanerjee8195
    @goutambanerjee8195 Před 3 lety +1

    এটি প্রচন্ড sensitive issue, এটা নিয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হলে, বিভিন্ন স্কুলে বিভিন্ন পন্থা নেবে এবং পক্ষপাতিত্ব হবার সমূহ সম্ভাবনা সবসময় থাকবে। এবং এই ইস্যু তে, যারা noc পাবেন না, তারা যে কোনও সময়ে কোর্টে যাবার কথা ভাবতেই পারেন।
    এবং stay order অবশ্যম্ভাবী।

  • @motallebchowdhury7975
    @motallebchowdhury7975 Před 3 lety +1

    আমার NEW SET UP (JR. HIGH SCHOOL )তিন জন শিক্ষক আছেন। এই তিনজনের মধ্যে দুজন আবেদন করেছেন। এক্ষেত্রে TIC হিসাবে আমি কী তাঁদের NOC দেবো?? না 10%ক্ষেত্রে NO করবো।

  • @krishnadey9329
    @krishnadey9329 Před 3 lety +1

    Sir, আমি বাঁকুড়া জেলার একটা স্কুল এর
    HS section এর অ্যাসিস্ট্যান্ট টিচার। উতসশ্রী প্রকল্পের পোর্টাল এ একটা স্কুল এ দেখলাম যে vacancy আছে। কিন্তু ওই স্কুল এ খবর নিলাম তারা বলল যে কোনও vacancy নেই। ব্যাপারটা কতটা সত্য বুঝতে পারছি না। হতে পারে ওই স্কুল suppress করতে চাইছে। তবে অমার apply করা হয়ে গেছে। কোনও অসুবিধা হতে পারে কি না সেই ব্যাপারে আপনার কিছু জানা থাকলে প্লিজ বলবেন।🙏🙏

  • @biplabkumarmuhuri3500
    @biplabkumarmuhuri3500 Před 3 lety +1

    বহু স্কুলে ফোন করে জানতে পারলাম যে ইতিহাস (পাস) পোস্ট খালি নেই বা পি পি করা নেই ‌। অথচ উৎসশ্রীতে লগ ইন করলে ঐ স্কুলগুলোতে পোস্ট আছে দেখাচ্ছে। তাহলে আবেদন করার সমস্যা হচ্ছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করলে ভালো হয়।

    • @RamDawn
      @RamDawn  Před 3 lety

      আগে ভিডিওতে এই সমস্যাটা তুলে ধরেছি

  • @naturallife912
    @naturallife912 Před 3 lety +1

    Sir সব থেকে বড় কথা কোনো HOI রা চাইবেন না পোষ্ট vaccant করে Noc দিতে-- কারণ স্কুলের স্বার্থ রক্ষা। অথচ এরকম ভাবেই এতদিন ধরে উনারা স্পেশাল ground transfer দিয়েছেন বা নিজেরাও নিয়েছেন। । কোনো proper forcefull Order না থাকায় কেউই approve করবেন না। । এটা অরণ্যে রোদন মাত্র।

    • @naturallife912
      @naturallife912 Před 3 lety

      @Mohua Jana সবাই মিলে এই কোথায় জোর দিয়ে প্রতিবাদ করতে হবে। ।

  • @mithudolui5951
    @mithudolui5951 Před 3 lety +6

    Sir, school vacancy কি update হবে subject wise? সব স্কুলে ফোন করে উত্তর পাওয়া যাচ্ছে না। Particular subject এ vacancy আছে কি না তা জানার অন্য কোনও উপায় আছে কি kindly জানাবেন একটু।

    • @coco..7763
      @coco..7763 Před 3 lety +2

      Amn ki DI office thekeo kichu janachena...khb somosya hoche...portal e vacancy deklei ki apply krbo..DI kichu bolchena

  • @sumantacaptain
    @sumantacaptain Před 3 lety +2

    Sir, Keu jodi ekadhik karone abedon koren, dhorun 1.sharirik karon + 2. Distance + 3. Handicap. Tahole?

  • @goutamsardar5426
    @goutamsardar5426 Před 2 lety

    UTSASREE তে Govt. যে continuous process বলছেন সেটার অর্থ টা কি? সঙ্গে কোনো অর্ডার থাকলে দিয়ে হেল্প করবেন। আর যদি কোনো স্পষ্ট অর্ডার না থাকে তাহলে বিভিন্ন ডিস্ট্রিক্ট এর DI রা কোন নিয়ম follow করতে বলেছেন kindly জানাবেন।

  • @arnabkumar
    @arnabkumar Před 3 lety

    এক‌ই সার্কেলের মধ্যে বদলির আবেদনের ক্ষেত্রে আমার সার্কেল দেখাচ্ছে না।
    এ বিষয়ে আমাকে দিকনির্দেশনা দিতে অনুরোধ...

  • @goutamsardar5426
    @goutamsardar5426 Před 2 lety

    . 10% হিসেবে জতজনের application ফরওয়ার্ড হয়েছে তাদের মধ্যে যদি maximum জনের back আসে এবং তারা যদি ইচ্ছাকৃত repply না করে সেক্ষেত্রে পরবর্তী কোন নিয়ম HM follow করবেন? ( এই প্রশ্নটির যতোটা পারেন কেউ স্পষ্ট উত্তর দেবেন...তাহলে খুব উপকৃত হব)

  • @goutamsardar5426
    @goutamsardar5426 Před 2 lety

    একজন ক্যান্ডিডেট এর application back আসার পর...ওনার জন্য প্রদত্ত NOC এর validity কতদিন থাকে? আর যদি validity থাকে তাহলে তিনি সর্বোচ্ছ কতবার reapply করতে পারবেন?

  • @rbag2007
    @rbag2007 Před 3 lety +2

    একেবারে দায়সারা কাজ।
    পোর্টাল চালু হল।
    আবেদন শুরু হয়ে গেল।
    কিন্ত আবেদনের কোনও শেষ তারিখ এখনও পর্যন্ত ঘোষণা হল না।
    অদ্ভুত!

  • @Rajdutta48
    @Rajdutta48 Před 3 lety

    স্যার, বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব 41 km । আমার বাড়ি থেকে 17 km দুরে একটি স্কুল এ পোস্ট ফাঁকা আছে। যেটা বর্তমান স্কুল এর একই রাস্তায়। ফলে আমি এপ্লাই করতে পাচ্ছিনা। কারণ আমার বর্তমান স্কুল থেকে ঐ স্কুলের দূরত্ব 24 km। কিনতু স্কুল টা যদি একই রাস্তায় না হয়ে একটু অন্য দিকে বা উল্টো দিকের রাস্তায় 17km দুরে থাকতো, তাহলে আমি আবেদন করতে পেতাম। ব্যাপারটা interesting কিনা। তাহলে আমি বাড়ির কাছে আসতে বঞ্চিত হলাম, শুধু মাত্র স্কুল টি same রাস্তা বারবার বলে। এটা নিয়া একটা ভিডিও করুন স্যার।

  • @debabratasikdar5772
    @debabratasikdar5772 Před 3 lety

    Toll free no এ ফোন করে জানা গেল secondary school এর ক্ষেত্রে general transfer এর জন্য একসঙ্গে intra & inter district apply করা যাবে না । হয় intra district এ 3টি নতুবা inter district এ 3টি school select করা যাবে । বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হয় নি। এ বিষয়ে একটু আলোকপাত করলে ভালো হয় ।

  • @DebdasBanerjee
    @DebdasBanerjee Před 3 lety

    Vaccency তে কোন general/sc/st দেখাচ্ছে না।তাহলে কি যেকেউ যেকোন পোস্টে যেতে পারবে?কোন roster maintain হবে না?কোন problem হবে না?please share korun.

  • @ushnasangiridas9489
    @ushnasangiridas9489 Před 3 lety

    তাহলে কি যারা যারা আবেদন করছে,তাদের সবাই কে NOC দেওয়া যাবে..?25জনের মধ্যে যদি 8জন আবেদন করে কি করা হবে..??আর ওই 14দিনের মধ্যে পাঠাতে হবেএটাই বা কোথায় বলা আছে..??

  • @kabirstutorial7119
    @kabirstutorial7119 Před 3 lety +2

    স্যার যারা মাধ্যমিক স্কুলের অনার্স পিজির টিচার তারা কোন পোস্ট এ ট্রান্সফার পাবে??তারা তো এইচ এস সেকশনের অপশন দেখতে পাবেনা। আবার যেখানে নতুন নর্ম্যাল সেকশনের ভ্যাকেন্সি সেগুলো নাইন -টেন এবং আপার প্রাইমারির ভ্যাকেন্সি, অন্য স্কেল। প্লিজ একটু আলোচনা করুন স্যার।

    • @geographerdhara3371
      @geographerdhara3371 Před 3 lety

      এই একই প্রশ্ন আমার এই বিষয়ে আলোচনা চাই

  • @kamalendubala9784
    @kamalendubala9784 Před 3 lety +1

    কিছু বিষয় যদি সংশোধন করা হয়
    ১) দুরত্ব তুলে দেয়া উচিত।১০ কিমি হলেও ভালো হয়।
    ২) মেডিক্যাল সার্টিফিকেট যে কোন সরকারি ডাক্তার দিলে ভালো হয়।
    ৩) সবাইকে কনফার্মেশন হলেই সু্যোগ দেয়া উচিত।

    • @kamalendubala9784
      @kamalendubala9784 Před 3 lety +1

      স্কুল নির্বাচন শিক্ষক শিক্ষিকাদের স্বাধীনতা দেওয়া উচিত

    • @RamDawn
      @RamDawn  Před 3 lety +1

      exactly

  • @paramitakabiraj1025
    @paramitakabiraj1025 Před 3 lety

    Priority ground e transfer er bypare jodi kono information den khub bhalo hoi. Dhonyobad Sir

  • @soumenpaul4494
    @soumenpaul4494 Před 3 lety +4

    Sir, আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 400 কিমি।কিন্ত আমি বর্তমান স্কুল থেকে 50 কিমি দূরের শহরের স্কুলে যেতে চাই। আমি কোন গ্রাউন্ডে আবেদন করব।বাড়ি থেকে দূরত্ব এই গ্রাউন্ড এ নম্বর পেলেও সেটা তো অবৈধ হবে কারণ আমি তো বাড়ির কাছাকাছি যাচ্ছি না। কি করব প্লিজ হেল্প মি।

    • @mhs11966
      @mhs11966 Před 3 lety

      আমারও একই প্রশ্ন।

    • @mhs11966
      @mhs11966 Před 3 lety

      @Soumendu Paul sir.. এই ব্যাপারে কিছু জানতে পারলেন?

  • @gourharimaity9637
    @gourharimaity9637 Před 3 lety +1

    Normal section এ single subject teacher কি apply করতে পারবে না?

    • @RamDawn
      @RamDawn  Před 3 lety

      apply korte parben, HM reject korle ki kora jabe

  • @bidyutkundu7476
    @bidyutkundu7476 Před 3 lety +1

    Sir,আমার G. E. R. D. আছে, আমি 2015থেকে Gastroentrologist এর underএ চিকিৎসা করাচ্ছি। আমি কি medical ground self এ আবেদন করতে পারি? আগাম ধন্যবাদ জানাই।

  • @manishahalder2940
    @manishahalder2940 Před 3 lety +1

    Listed Medical reason gulor baire Jodi keu nijer kono asusthota 'other reasons' e dakhay tahole ki dr. Er prescription upload kora jabe? Setar jonyo o ki BMOH ke die check kora habe?

  • @mondoriyarmajhe3678
    @mondoriyarmajhe3678 Před 3 lety +2

    Normal section( pass scale, pass graduate) recruited dice update a upper primary kora hoyeche।normal / pg or h/pg section a apply korte parbo or sudhumatro
    U. Primary vacancy te kora jabe?
    Pls janan

  • @Asmitabanerjee2011
    @Asmitabanerjee2011 Před 3 lety +1

    আজ একজন পোর্টাল এ ফোন করে রেকর্ড করেছে, সেখানে শুনলাম teaching আর non teaching আলাদা 10%. আর .4 বা .2 যাই হোক, সেটা 1 ধরা হবে।

  • @anupkumarpal8412
    @anupkumarpal8412 Před 3 lety +1

    service book এ Permanent address পরিবর্তন করতে কি করতে হবে।

  • @manikchandra3916
    @manikchandra3916 Před 3 lety +3

    Primary te two (2) teacher school ki apply korte parbe ki na ? Please janan.

  • @sapathgupta6161
    @sapathgupta6161 Před 3 lety +2

    HM reject krben kivabe? Candidate apply krar pore HM to forward krben matro... To sekhane reject kivabe asche?

  • @animeshkumar4148
    @animeshkumar4148 Před 3 lety +1

    Kono school a 12/15 years service experience ..thaka sotteo jodi dekha jai tar por je 5 jon join korechhen o tader service experience 11,11,10,10,9 year ar hoi...r tara jodi female candidate hoi..tahole to senior hoe kono luv e nei...sudhu school ar responsibility neoa chhara..female with 10 year below child = 3+5 point...ie 8 poin a agie..
    Ajj jar 12 year experience...tar point 12 r distance ar jonyo 1/2 .total 13/14..
    Anyo dike...female with child hole amni tei to 8 point...
    Tar mane female candidate holei jar kom pokshe experience 7 year se 7+8= 15 peye amni tei
    agie thakbe......r tar sathe jodi baki reason gulo thake tahole to hoei gelo.
    Tai ai GENERAL TRANSFER ke muloto...SPECIALLY PREFERED TRANSFER bollei valo korto...
    Antoto amader asahoto hote hoto na.

  • @bengalipoint8223
    @bengalipoint8223 Před 3 lety +2

    স্যার ইলেকশন এর আগে যে মিউচুয়াল ট্রান্সফার হয়েছিল তখন আমি এপ্লিকেশন করেছিলাম কিন্তু আমার মিউচুয়াল ট্রান্সফার হয়নি. এখন নতুন করে যে মিউচুয়াল ট্রান্সফার শুরু হয়েছে সেখানে কি আবার নতুন করে এপ্লিকেশন করতে হবে না ওটা থাকলে হবে

  • @abdulmalek1896
    @abdulmalek1896 Před 3 lety +1

    "rounded up to next higher digit" এর অর্থ এটা কি বোঝায় না? 1.3=2 অথবা 3.2=4
    যদি "rounded up to nearest higher digit" বলতো তাহলে 1.3=1 অথবা 3.2=3 হতো।

    • @pujaghosh3010
      @pujaghosh3010 Před 3 lety

      এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করুন।

  • @ratandas5591
    @ratandas5591 Před 3 lety +2

    Utshashree portal a school gulote Group D vacancy show korche but seta general/Obc kivabe bujhbo. Ami general group D employee school a (portal a vacancy dekhe) join korte giye jante pari Je oi school a general post faka nei OBC/ST ache sekhetre ki hbe? please sir aktu janaben 🙏

  • @indranilchatterjee5652
    @indranilchatterjee5652 Před 3 lety +1

    Apner kotha gulo khub vhalo laga

  • @himadrimidya1475
    @himadrimidya1475 Před 3 lety +1

    Sir normal section secondary school. H.M bolchen single subject teacher tai tini DI k amar application forward korben na bolchen jodio teachers -students ratio onujai teacher besi achen.
    Sekhetre ki koronio sir please ektu bolun.

  • @crazyhimu4903
    @crazyhimu4903 Před 3 lety +2

    Non teaching staff der kobe thake chalu hobe dada janaben please

  • @ikbalhossain110
    @ikbalhossain110 Před 3 lety

    এখন ২৩ জন শিক্ষক, কয় জন কে NOC দেওয়া যায়, ৪ জন any other reason এ ফর্ম ফিলাপ করেছে, একজন PH ক্যাটাগরিতে। জানালে উপকৃত হবো।

  • @piuzcreativeworld9086
    @piuzcreativeworld9086 Před 3 lety

    Sir 2nd point ta no korle 3rd point (7years) ta skip (option choose na kore proceed kora uchit )but skip korle proceed kora jacche na. Akjon teacher j kono din transfer payeni tar khetre 3rd point ta ki hobe ?

  • @nikhilpramanick6426
    @nikhilpramanick6426 Před 3 lety

    স্যার আমি জুনিয়র হাই স্কুলের একজন প্রধান শিক্ষক এবং একজনই শিক্ষক, আমি সাত বছর ধরে নিজ অসুস্থতা নিয়ে শিক্ষকতা করে আসছি, আমি কি জেনারেল ট্রান্সফার আবেদন করতে পারি ?যদি না হয়, তাহলে আমি কখন করতে পারি। দয়া করে বিষয়টি জানাবেন। বাড়ি হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত, স্কুল সুন্দরবনের মৌশুনী দ্বীপে।

  • @gsarkar1752
    @gsarkar1752 Před 3 lety

    H O I দের কি কোনো রকম written instruction দেওয়া হয়েছে 10% এর বিষয়ে? এখানে কি কোনো HOI/TIC nei jini clear kore bole deben?

  • @nabakumarguria5110
    @nabakumarguria5110 Před 3 lety

    আমি একজন জুনিয়র হাই স্কুলের শিক্ষক, এখন আমি যদি ধরে নেই যে single teacher, 10% etc আলোচনা করে TIC সিদ্ধান্ত নেয় আমাকে ছাড়বে এবং form টা forward করে দেয়, কিন্তু উদ্ধতণ কতৃপক্ষ form টা বাতিল করে দেয় তাহলে কি আমি আর 7 years apply করতে পারব না?

    • @RamDawn
      @RamDawn  Před 3 lety

      হ্যাঁ পারবেন

  • @CREATOR-mp4fg
    @CREATOR-mp4fg Před 3 lety

    স্যার নতুন check list এর 5. no পয়েন্টের (10%) ক্ষেত্রে যে total applicants কথাটি লেখা আছে, সেটি কি the applicants কথাটি কি ব্যবহার করতে হতো না? যেহেতু check list টি একজনের রেসপেক্ট এ দেওয়া হচ্ছে।

  • @panfried1472
    @panfried1472 Před 3 lety

    10% এর বাইরে কাদের application ফরোয়ার্ড করবেন এটা কি hoi দের ইচ্ছাধীন বিষয় নাকি সকলেরটাই করবেন। যদি না করেন তবে কি সেই আবেদনগুলো উর্ধতন কর্তৃপক্ষের কাছে কোনোদিনই পৌঁছবে না? হয়তো কারো med ground আছে। Pls জানাবেন।

  • @manabendraghosh2104
    @manabendraghosh2104 Před 3 lety

    স্থায়ী শিক্ষক 22 জন। 10% হিসেবে 2.2 জন হয়। NOC দেওয়ার ক্ষেত্রে "Rounded up to the next higher digit" (2015 র গেজেট অনুযায়ী) অনুযায়ী 2 জন না 3 জন সুযোগ পাবেন? সুস্থ ও যুক্তিগ্রাহ্য মতামত কাম্য । অগ্রিম ধন্যবাদ ।

  • @sayantanipal3394
    @sayantanipal3394 Před 3 lety +2

    অনেক স্কুলের vacancy এর খবর নিতে গেলে H M বলছেন পোস্টগুলোর PRIOR PERMISSION পান নি এখনো। কিন্তু PORTAL এ VACANCY দেখাচ্ছে।
    ওই পোস্টের জন্য apply করা কি ঠিক হবে।

  • @layeklaxmikanta891
    @layeklaxmikanta891 Před 3 lety

    আঞ্চলিক স্তরে আঞ্চলিক প্রশাসনে(BDO) র মাধ্যমে একটি ব্লকের কতজন শিক্ষক শিক্ষিকা দূর দূরান্তে রয়েছেন তার একটি তালিকা তৈরি করে (এদের মধ্যে অনেকেই আর ফিরে আসবেন না) আর সেই ব্লকের স্কুল গুলিতে কোথায় কী শূন্য পদ রয়েছে তার একটা তালিকা তৈরি করে যেখানে যার মিলবে তাকে দিলেই সমাধান হবে বলে মনে হয়। হাই স্কুলের ক্ষেত্রে ব্লক ভিত্তিক না করে বিধানসভা কেন্দ্র ভিত্তিক করা যেতে পারে।

  • @infomania9160
    @infomania9160 Před 3 lety +2

    ব্রাত্য বসু প্রেস মিট এ বলেছেন, zero টিচার হয়ে গেলে হবে না।

  • @debasishdutta2015
    @debasishdutta2015 Před 3 lety

    GT তে আমার থেকে যিনি সিনিয়র তিনি যে তিনটি স্কুলের অপশন দিলেন আর ধরুন তিনি সেই তিনটির মধ্যে একটাও পেলেন না তবে নেক্সট phase এ ও কি তিনিই আগে সুযোগ পাবেন??? কারোর এই ব্যাপারে কিছু জানা থাকলে জানাবেন।ধন্যবাদ

  • @sambitgon5068
    @sambitgon5068 Před 3 lety

    স্যার, আমার প্রথম join 2006 সালে। পরে 2013 তে ssc দিয়ে স্কুল চেঞ্জ করেছি (পাস থেকে pg)। সিনিয়রিটি নির্ণয়ের ক্ষেত্রে কোন joining date টি ধরা হবে? অগ্রিম ধন্যবাদ।🙏🏼

  • @sanjib2k24
    @sanjib2k24 Před 3 lety +3

    HM jodi tar pochhonder teacher k NOC diye dai.. R kono teacher k service seniority thaka sotteo na dai.. Se khetre ki korar thakte pare sir? Janale upokrito hobo.

  • @sujoykumarchattopadhyay1383

    Headmaster transfer চাইছেন। Schoolএর total teachers 13. 1 HM + 12 AT. A.Tর 10% = 1.2 rounded off to next higher digit = 2. তাহলে 1 HM + 2 AT= 3 জনকে ছাড়তে অসুবিধা নেই তো? MC কিন্তু তিনজনকেই noc দিতে প্রস্তুত। দয়া করে সত্যটা কি জানাবেন।

  • @piyalidatta5421
    @piyalidatta5421 Před 3 lety

    Amar Austio arthritis er karane duto knee damaged. Dr replacement suggest korechen. Kintu medical ground e je disease gulor list deoya ache setate ei bishoy ta nei. Ekhetre ki koronio? Kindly jodi ektu guide koren khub upokrito hobo.

  • @shubhrasenmallick4357
    @shubhrasenmallick4357 Před 3 lety +5

    Amar strong medical ground achhe. Ami ki 10% er modhya porbo na priority /special ground e porbo.?

  • @ranjanmandal4014
    @ranjanmandal4014 Před 3 lety

    Aaj ki portal e problem cholche. Aaj saradin Utsoshree portal e general transfer er jonno try korlam but konovabei submit hochena. Jodi paren to ektu dekhun beparta.

  • @tanusrimahanti2491
    @tanusrimahanti2491 Před 2 lety

    Sir librarian transfer কী হবে? না কী single বলে হবে না? please জানান

  • @kuberghosh8325
    @kuberghosh8325 Před 3 lety

    HOI চেকলিস্ট এ 5 নম্বর পয়েন্টের answer এ যদি 10%এর বেশি অ্যাপ্লাই না করে থাকে তাহলে কি হবে? =(Yes/no). স্যার অর্থ বুঝতে কনফিউশন হচ্ছে।plz হেল্প।

  • @debjitbiswas2227
    @debjitbiswas2227 Před 3 lety

    ১০% কি প্রধান শিক্ষকে নিয়ে বা না নিয়ে।
    আর একটি বিষয় হল একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত ডি এস ই তে দরখাস্ত পৌঁছানোর পর স্কোরের ভিত্তিতে ট্রান্সফার হবে? অথবা ডি এস ই তে দরখাস্ত আগে পৌঁছানোর ভিত্তিতে আগে ছাড়া হবে তাই যদি হয় তাহলে সিনিয়রিটির তো আর কোনো মূল্য থাকে না

  • @sampaslifestyle0269
    @sampaslifestyle0269 Před 3 lety

    primary তে mutual transfer dpsc level থেকে back হয়েছে।কারন বলা হচ্ছে check list এ malignat disease,etc medical ground নেই ।এটা কি mutual transfer এর বেলায় হতে হবে।

  • @rabindranathdutta1595
    @rabindranathdutta1595 Před 3 lety

    Sir HOI jakhan Di ke forward korchen takhan 7 point check lister 2/3 no point khub samosya hoche. Karon 2 no point jadi NO kora hoi se kshetre 3 NO point ki hobe(Yes/No).sir kindly janan

  • @abhisekmukherjee8106
    @abhisekmukherjee8106 Před 3 lety +1

    Mutual Transfer (Primary) Portal e "Whether Received Transfer Order While In Present School And Post" Bolte Ki Bojhano Hoyechhe?

  • @koushikmozumder9635
    @koushikmozumder9635 Před 3 lety

    পরিপূর্ণ গেজেট নোটিফিকেশন, রুল আকারে প্রকাশ করার দাবি জানাচ্ছি। বিভিন্ন স্কুল নিজের মত সিদ্ধান্ত নিচ্ছে, এটা মানা যায় না। সংশোধিত সরকারি রুল প্রকাশ হোক

  • @hassanmondal5455
    @hassanmondal5455 Před 3 lety

    Sir Intra district apply korar somay ami ekta circle theke jokhon 3 te school ke select korbo tokhon 3 bar same district 3 bar same circle likhte hobe . Na ekbar district ekbar circle likhe 3 te school choose korle hoye jabe . Ami je school ta first choose korlam seta last option asche r jeta last choose korlam seta first option a asche . Pore ki ota ami je bhabe serial wise choose korlam seta show korbe . Sir pls janaben kindly .

  • @rajibgarai5071
    @rajibgarai5071 Před 3 lety

    Sir, প্রাইমারি টিচারদের ক্ষেত্রে টিচার কম থাকার কারণে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হলে পরবর্তী সময়ে ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যা হতে পারে?(দূরত্বের কারণে অ্যাপ্লিকেশন)

  • @koushikdas2893
    @koushikdas2893 Před 2 lety

    স্যার বছরে 10 পার্সেন্ট না কি যখন এপ্লিকেশন করছি তখন টোটাল স্টাফের 10 পার্সেন্ট জানাবেন

  • @sarmisthatarafdar8664
    @sarmisthatarafdar8664 Před 3 lety

    আচ্ছা স্যার,স্বামী স্ত্রীর স্কুলের দূরত্ব 50 কিমির কম হলে,তার তো কোন option নেই। সেক্ষেত্রে করণীয় কি একটু বললে ভালো হয়।

  • @bengalipoint8223
    @bengalipoint8223 Před 3 lety

    স্যার দয়া করে যদি বলেন, আমার স্কুল এ 18 জন টিচার আছে সেখান থেকে 10% হলে 2 জন সুযোগ পায় কিন্তু স্কুল কর্তৃপক্ষ বলছে কাউকে ছাড়া হবে না এটা কি সম্ভব কারণ শিক্ষামন্ত্রী বলেছেন স্কুল এর হাতে কোনো ক্ষমতা নেই তাও স্কুল কি এরম করতে পারে যদি বিস্তারিত বলেন

  • @torsadebsarkar9239
    @torsadebsarkar9239 Před 3 lety +1

    অবিবাহিতরা Spouse Distance এর জায়গায় কি লিখবে??

  • @mdkaharmollah2184
    @mdkaharmollah2184 Před 3 lety

    Mutual transfer er date a present
    Na thakle ki utsasree te apply or
    Karjokaritai kono probhab porbe?
    Form a kintu General Transfer refuse
    Korechen ki na yes or no jante chaechhen.janale kritoggo thakbo.

  • @sreeparnamondal9620
    @sreeparnamondal9620 Před 2 lety +1

    Sir ami single teacher noi kintu DI back korechen.sir please apner ph no ta deben.

  • @rakeshmondal6614
    @rakeshmondal6614 Před 3 lety +3

    Junior high school toal teacher r modhyei 2i jon science teacher akjon bio sc and math.tahole math teacher application korle math subject teacher zero hobe?

    • @animeshkumar4148
      @animeshkumar4148 Před 3 lety +1

      Hoar kotha noi...jehetu akhon to r jr high a teaching post ke subject teacher hisebe treat na kore group hisebe dekha hoi...tai language group, science group, social science group a teacher achhe kina dekhlei hoi...but sob e tenader morjir opor.

  • @tanmoykangsabanik4043
    @tanmoykangsabanik4043 Před 3 lety

    Sir six month er fraction er jonno j marks (.5) pao jabe sei six month kobe complete hote hobe? last date of application na ki first date of application na ki date of application.
    Plz janan.
    Khub upokar hoi.

  • @priyankabanerjee9941
    @priyankabanerjee9941 Před 3 lety

    Jr High school er khetre Guest teacher der ki teacher dhora hobe na ? Tai jodi hoi tobe UDISE a keno teacher hisebe tader show korchhe? Iosms portal total teacher tader dhore dekhano hochhe ?? Emon bohu jr high school achhe jeguli cholchhe guest teacher die.. permanent teacher 1 jon jodi thaktei hobe tobe sei school guli cholchhe ki kore ?? Ram babu I do have great admiration for you .. Thus expecting a rational answer from you !

  • @JibvidyaPathanPathan
    @JibvidyaPathanPathan Před 3 lety

    Sir NOC tule dieche naki,er sattyota janien?

  • @lsarkar9562
    @lsarkar9562 Před 3 lety +1

    Non teaching der jonno ekta tutorial dile valo hoi step by step

  • @parthaghosh5395
    @parthaghosh5395 Před 3 lety

    What does length of service mean for the teacher who has already got the benefit of general transfer in the year 2014? Is it total length of the service from the date of first appointment or the length of service in the present school?

  • @arpitadutta9101
    @arpitadutta9101 Před 3 lety

    আমার baby 10 বছরের নিচে বয়স।তাহলে আমি reason কি choice করবো?female teacher serious inconvenience? Any other option chose করা যাচ্ছে না কারণ আমার সার্ভিস 5বছরের কম।

    • @manikhaldar4202
      @manikhaldar4202 Před 3 lety

      General e any others reason nei 5 years e kom hole

  • @amalkrishnamondal4219
    @amalkrishnamondal4219 Před 3 lety

    স্যার দুরত্ব এবং অসুস্থতায় আবেদন করলে। অসুস্থতা কার্যকর না হলে,তখন দুরত্ব কার্যকারিতা হবে?

  • @pratimabiswas2849
    @pratimabiswas2849 Před 3 lety

    Applicationএর last date কবে অর্থাৎ কতদিন পর্যন্ত login করা যাবে?

  • @swapansarkar2281
    @swapansarkar2281 Před 3 lety

    Sir, finalise korar por vul dhora porle edit korar ki process ache ? Kindly janaben

  • @চেতনসুর
    @চেতনসুর Před 3 lety

    অসম্ভব মূল্যবান বিশ্লেষণ। ধন্যবাদ।
    একটি এপ্লিকেশন HOI যাবার পর কতদিন উনি রাখতে পারবেন। অর্থাৎ ফরওয়ার্ডে কত সময় নেবেন?

    • @RamDawn
      @RamDawn  Před 3 lety +1

      sunchhi max. 14 days

  • @animeshkumar4148
    @animeshkumar4148 Před 3 lety

    Bigoto year gulor experience bolchhe..education department ke ghete kada kore jotilota barano chhara r kichhui hoi ni ...
    Govt..ar soddichha thakle ai step gulo nik...
    A. Special ground a jara transfer niben..ie medical, child , serious gynecological problem, divorce, widow, etc..tader special ground a tei transfer deoa hok..
    B. Preferred category te ..ph handicap, etc ..ke special transfer ar moto specially treat kora hok..
    C. General transfer only seniority in service and age dekhe nari purus nirbisese ak mandonde rekhe transfer deoa hok..
    D. Special ground ba preferred ground ar sathe General Transfer ke mesano cholbe na..
    E..General transfer year a 3/4 bar kora hok r special o preferred transfer ke continuous rakha hok..
    F . Distance nie anekei bolchhen...but dure kara achhen...jara councelling ar sujog pan ni , ba jader hoi rank thik hoi ni, ba jara service ar jonyo nijer zone chhere anyo zone a apply korechhen..
    Anekei achhen jara nijer zone ba district a appointment peyeo 100/150/200 km dure achhen..
    Tahole kader kotha vab ben..?
    Sobai to kachhe aste chai..
    Aktai poth ..seniority in service dekhe ..2 /3month chhara chhara general transfer ke continue kora..
    First one year a jodi 3bar o ai process chole tahole anek problem solved hobe..
    G. Teacher chharar khetre 10% ar bodole amon hoa uchit je 50 above teaching staff je sob School sekhane 30% ie 15jon, 30 to 49 teaching staff hole 25% ie 8 to 12jon, r 10 to 24 teaching staff hole 20% ie 2to 5 jon , r jesob jr o hig School , jekhane 3 to 9 jon teaching staff sekhane minimum 2jon ke sujog deoa uchit.
    H...pg scale a jara normal section a achhe tader HS section a teo sujog deoa uchit..tate government ar khoroch jemon kombe , temon normal section ar pg scale ar teacher der sujog o barbe..
    I...R 10 YEARS aboove Male teacher der co- ed, boys School chharao , girls School a teo transfer ar sujog deoa hok...Anek central govt ar girls School a teo male teacher achhen..akhane thakte apltti kothai..?
    J. minimum lock period 3 year hoa uchit..first service ar khetre..
    Mutual ar khetre 2year..
    R general transfer ar khetreo 3 year hoa uchit..
    Na hole previous back log o agobe na , r kajer pahar jome uthbe, r seniority in age ba service ar value thakbe na...