উৎসশ্রী: কি হলে আপনি NOC পাবেন না? আর কি কি বিষয় চেক করা হবে? মাধ্যমিক, H.S ও প্রাথমিক এর ক্ষেত্রে

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 442

  • @shaktipadahansda1916
    @shaktipadahansda1916 Před 3 lety +116

    Transfer আর হচ্ছে না। যা কন্ডিশন বানানো হয়েছে ... তাতে উৎস শ্রী..... টা ভাঁওতা শ্রী তে রুপান্তরিত হয়ে গিয়েছে।

    • @TamonashGupta
      @TamonashGupta Před 3 lety +8

      একদম। আমার ঠিক এই কথাটা ই মনে হল।

    • @manasmaity2867
      @manasmaity2867 Před 3 lety +4

      True...very true

    • @dipakpaul1999
      @dipakpaul1999 Před 3 lety +4

      হতাশ হলাম

    • @madhurimachakraborty8475
      @madhurimachakraborty8475 Před 3 lety +4

      শিক্ষকদের কি সবেতেই আন্দোলনে নামতে হবে? এরকম চললে এছাড়া উপায়ই বা কী!

    • @manasmaity2867
      @manasmaity2867 Před 3 lety +3

      Amar bari Jhargram - Jangal mahal area and amar posting Alipurduar - Uttar Bongo te. Ei sarkar darun sarkar. Ei state darun, Rs. 5000/- takar ekta civic volunteer er ekti chakri hoye gele bishal bepar. Oi khela hochche. Amar didi Jharkhand e high school teacher ar okhane o 23% DA pachche, ekhane amra 3% pachchi. Khela hochche.

  • @tumpadey1103
    @tumpadey1103 Před 3 lety +35

    একটা উচ্চ শ্রেণীর তামাশা ছাড়া আর কিছুই নয় এই উৎসশ্রী, পুরো শ্রীহীন করে রেখেছে 😭

  • @pranabnaskar5969
    @pranabnaskar5969 Před 3 lety +81

    সরকারের ট্রান্সফার করার ইচ্ছা নেই।এটা প্রহসন ছাড়া কিছু নয়।

    • @biswajitkaran89
      @biswajitkaran89 Před 3 lety +2

      এটা কাটমানি তোলার একটা রাস্তা l

    • @amitmukherjeesans
      @amitmukherjeesans Před 3 lety

      Akdom..Male teacherder to kono asa nei

    • @aparajitadeb521
      @aparajitadeb521 Před 3 lety

      Male teacher der kokhonoi kono asha thake na. Sorry for them.

  • @mominali8036
    @mominali8036 Před 3 lety +54

    বিশাল আয়োজন করে অনুষ্ঠানের দিন দেখা গেলো নিমন্ত্রণ পত্রগুলি সযত্নে ড্রয়ারে পরে আছে!!!

  • @biswajitshow8594
    @biswajitshow8594 Před 3 lety +58

    উৎসশ্রীর আবেদনের ক্ষেত্রে শেষমেষ যেটা দাঁড়ালো তাতে বোঝাই যাচ্ছে প্রধান শিক্ষক শিক্ষিকাদের হাতেই সব ছেড়ে দেওয়া হয়েছে। আর এক্ষেত্রে ট্রান্সফার আর সম্ভব নয়।

  • @pijushmahato3224
    @pijushmahato3224 Před 3 lety +16

    H.S সেকশনে প্রত্যেক বিষয়ের ১জন শিক্ষকই থাকে, ৬নং পয়েন্ট অনুযায়ী তারা কোনোদিন ট্রান্সফারই পাবে না...কি অবস্থা!!

  • @dhirendranathbiswas4836
    @dhirendranathbiswas4836 Před 3 lety +36

    এই প্রকল্প শুধু মাত্র লোক দেখানো ছাড়া আর কিছুই না,এর বিরুদ্ধে শিক্ষক সমিতি কে আন্দোলন এ নামা উচিত,

    • @gosthamalik1767
      @gosthamalik1767 Před 3 lety +1

      👍 একদম সত্য

    • @madhurimachakraborty8475
      @madhurimachakraborty8475 Před 3 lety

      অবশ্যই আন্দোলন হওয়া দরকার। ঠিক বলেছেন।

  • @parthanandi999
    @parthanandi999 Před 3 lety +11

    1, আপার প্রাইমারীর ক্ষেত্রে কে noc দেবেন?
    2, স্কুলে মোট দুজন টিচার হলে কোন রেশিও তে ট্রান্সফার হবে?
    3, দুজনই মহিলা এবং অন্য জেলায় বাড়ি, কে অগ্রাধিকার পাবে?

  • @akshaykumardas9500
    @akshaykumardas9500 Před 3 lety +16

    এত যদি নিয়ম করে, তাহলে ট্রান্সফার চালু করার কি দরকার???

  • @anupkumarmahata318
    @anupkumarmahata318 Před 3 lety +20

    Medical ground এর রোগ গুলির বিস্তারিত পরিচয় চাই

  • @milanpaul3377
    @milanpaul3377 Před 3 lety +11

    সব বিদ্যালয়ের প্রধানরা একটা বয়ান একই লিখবেন যে ওয়ার্ক লোড বেড়ে যাবে।

  • @sapathgupta6161
    @sapathgupta6161 Před 3 lety +19

    @Ram Dawn: যদি এরম রূপরেখা হয়, তাহলে মনে হয়না কর্তিপক্ষ transfer এর ব্যাপারে ইচ্ছুক।যে সব স্কুলে কোনো subject এ একটিই টিচার, যেমন COMA,SANS,Education ইত্যাদি তারা তাহলে কোনো দিন ট্রান্সফার পাবে না। এই রূলস এর কোনো মানে হয় না। আর special এর ক্ষেত্রে কোনো রুলেস নেই।।। সত্যিই অবাক কান্ড।

    • @TamonashGupta
      @TamonashGupta Před 3 lety +7

      আরে বাবা hs সেকশনে তো এই সব সাবজেক্টে এক জন করেই নিয়োগ হয়। এটা কতৃপক্ষ জানেনা? পুরোটাই লোক দেখানো ভাওতাবাজি। জাস্ট গিমিক। নাথিং এলস।

    • @KanchanDas
      @KanchanDas Před 3 lety

      One Teacher One Post....hole bole dik apply kora jabe na.......Satti ami bhebe paina jara rules gulo tairi kore tara ki kichu vabe na.......

  • @youstudyliterature8501
    @youstudyliterature8501 Před 3 lety +8

    পর্বতের মূষিক প্রসব ও চূড়ান্ত প্রহসন ছাড়া আর কিছুই বলার নেই।

  • @kumarmonishsen1073
    @kumarmonishsen1073 Před 3 lety +12

    আর হয়েছে ট্রান্সফার। ভিডিও দেখে আর কি হবে স্যার। আপনার কি মনে হয়।

  • @aminulhaque5028
    @aminulhaque5028 Před 3 lety +14

    তাহলে etc etc শর্ত অনুযায়ী কোনো teacher এর transfar হচ্ছে না

  • @abhijitkutti
    @abhijitkutti Před 3 lety +9

    ডিসটেন্স সার্টিফিকেটটা কোথা থেকে নেওয়ার সঠিক হবে বা এইখানে গ্রহণযোগ্যতা পাবে???

  • @pravatmukherjee1660
    @pravatmukherjee1660 Před 3 lety +7

    একটা অত্যন্ত সাধারণ প্রশ্ন, শুধুমাত্র দূরত্বের কারণে কি বদলি পাওয়া যাবে?? যে 5 টি কারন রাখা হচ্ছে সেগুলো যদি কারো জানা থাকে তাহলে কিসে বদলি পাবেনা??

  • @somenathmukherjee5153
    @somenathmukherjee5153 Před 3 lety +1

    যা বুঝলাম দুই জন শিক্ষক আছেন এমন বিদ্যালয়ের শিক্ষক দের বদলি হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য অনুরোধ করছি।

  • @amitroy9527
    @amitroy9527 Před 3 lety +13

    যা বুঝলাম, ফেলো কড়ি মাখো তেল।

  • @sutapasarkar7659
    @sutapasarkar7659 Před 3 lety +13

    Jr high school a to language, social studies, science er 1 jn kore teacher .tahole jr high school a ki transfer chalu Hobe na??

    • @bandanamallick2908
      @bandanamallick2908 Před 3 lety

      Same question

    • @rumkichaudhury8607
      @rumkichaudhury8607 Před 3 lety

      Same question

    • @mdmofizarrahaman420
      @mdmofizarrahaman420 Před 3 lety

      Same question

    • @pankajbiswas2089
      @pankajbiswas2089 Před 3 lety

      Same question

    • @anildas3522
      @anildas3522 Před 3 lety

      জুনিয়র স্কুলের টিচার রা তাহলে কি কোনদিনই সুযোগ পাবে না। জুনিয়র স্কুলের শিক্ষকরা কি অপরাধ করেছে? তারা ট্রানস্ফার থেকে বঞ্চিত হয়ে হয়ে পরলো. সরকারের বিরুদ্ধে বিরূপ মনোভাব সৃষ্টি হবে.

  • @nilkantamaji9541
    @nilkantamaji9541 Před 3 lety +2

    যারা দূরত্বের জন্য জেলা ট্রান্সফার এর জন্য আবেদন করবেন তাদেরকে কি দকুমেন্ট দিতে হবে, টা কি ভাবে কথা থেকে জোগাড় করতে হবে তা জানালে উপকৃত হবো।(প্রাইমারির ক্ষেত্রে )

  • @amardeepghosh
    @amardeepghosh Před 3 lety +3

    কম্পিউটার সাইন্সের আমি আমাদের স্কুলের একমাত্র শিক্ষক। কিন্তু দীর্ঘদিন যাবৎ কম্পিউটার সাইন্সের কোনো ছাত্র নেই।
    কম্পিউটার এপ্লিকেশনের অপর একজন শিক্ষক আছেন। উনি ও আমি, দুজনেই কম্পিউটার এপ্লিকেশন পড়াই।
    6 নম্বর পয়েন্ট অনুযায়ী, আমি ট্রান্সফার হলে তো কম্পিউটার সাইন্সে শিক্ষক সংখ্যা 0 হয়ে যাবে। আমার কি তাহলে কোনোদিনই ট্রান্সফার হবে না? এক্ষেত্রে আমার যদি কিছু করণীয় থাকে তাহলে আপনার মূল্যবান উপদেশ দিয়ে উপকৃত করবেন দয়া করে।

  • @anandabiswas6743
    @anandabiswas6743 Před 3 lety +3

    H .S section এ তো একটি সাবজেক্টে একজনই শিক্ষক থাকে।যেমন education, political science Sanskrit ইত্যাদি। এখানে শূন্যতা তো হবেই। তাহলে h.s section এ জেনারেল ট্রানস্ফার হবে না ?

  • @tanujadas1971
    @tanujadas1971 Před 3 lety +2

    প্রাইমারি স্কুলের মেডিকেল সার্টিফিকেট ইস্যু হলে তার ভেরিফিকেশন কিভাবে হবে জানালে উপকৃত হব।

  • @bandhusreegupta4485
    @bandhusreegupta4485 Před 3 lety +8

    Sir,junior high school-e to subject-er 1jon teacher-e thaken,tachara sekhane to 4-5 joner besi teacher thaken-e na,tahole amra ki r transfer pabo na konodin

    • @Daisy-dreams
      @Daisy-dreams Před 3 lety

      Exact question. Each subject e ektai post.tahole,oi j point ta ache.. whether school will face extreme difficulty seta toh sobai yes kore debe!!!

    • @chaitalibasak9520
      @chaitalibasak9520 Před 3 lety

      Same question

    • @bandhusreegupta4485
      @bandhusreegupta4485 Před 3 lety

      Amader TIC kal meeting attend kore janalen,junior high school-e 3-4 jon teacher sune tara apply korte parbe na janano hoeche,10% hoche na bole.k9n junior high school-e 9-10 jon teacher thaken?ami to jantam,junior high school-e sanctioned post-e nei ato.tahole 10%-er niyom kore junior high school-er teacher-rao sujog paben,ei prohoson kara holo keno?

    • @Daisy-dreams
      @Daisy-dreams Před 3 lety

      New set up junior high hole 5+1 post thake. 5 ta teacher maximum thake.setar jonno amra ki korbo? School choose korar somoy eisob conditions ki amader janano hoyechilo?

  • @tapasbhaduri2062
    @tapasbhaduri2062 Před 3 lety +2

    Total existing permanent teaching staff 13, para teacher 2, computer teacher (ICT) 1. Kotojon apply korte parbe? 10 % hole 1.3 or 1.6 konta Hobe?

    • @dr.kaliprasadchatterjee5498
      @dr.kaliprasadchatterjee5498 Před 3 lety +1

      মিটিং এ জানলাম, ফিক্সন বাদ দিয়ে আগের পূর্ণ সংখ্যা হবে।1.4 বা 1.6হলে একজন পাবেন।9জন পর্যন্ত স্টাফ থাকলে কেউ পাবেন না।ফলে জুনিয়র স্কুলের পথ প্রায় বন্ধ।

  • @santanubhattacharya619
    @santanubhattacharya619 Před 3 lety +2

    প্রথমেই জানাই শ্রদ্ধা এবং প্রণাম।কোনও স্কুলে যদি সাতজন শিক্ষক থাকেন..সেক্ষেত্রে 10 % রুলে কি সংখ্যা টি একজন ধরা হবে,নাকি nil করে দেওয়া হবে?

    • @KARTICK81
      @KARTICK81 Před 3 lety

      10 jon staff....1 jonkeu deini....r 7 jon

  • @bappadityasarkar1730
    @bappadityasarkar1730 Před 3 lety +3

    স্যার যত দিন এগোচ্ছে বিষয় গুলো আরও জটিল হয়ে যাচ্ছে।🥀

  • @subhobiswas1912
    @subhobiswas1912 Před 3 lety +7

    Sir junior High School ar khetre tic abedon korle k ai check list dekhben...

  • @ujjwalmaiti5996
    @ujjwalmaiti5996 Před 3 lety +5

    Junior high school কীভাবে আবেদন করবে

  • @desiboys9444
    @desiboys9444 Před 3 lety +1

    সার্ভিস বুকে বাপের বাড়ির ঠিকানা দেয়া আছে।কিন্তু এখন আমি অন্য ঠিকানায় থাকি।এই ঠিকানায় আমার ভোটার ও আধার কার্ড আছে,আমি ঠিকানা হিসাবে আমার বর্তমান ঠিকানা ব্যাবহার করতে চাই।সেক্ষেত্রে সার্ভিস বুকের ঠিকানা কিভাবে পরিবর্তন করা যায় যদি বলেন তাহলে খুব উপকৃত হই।

  • @avijitroy2677
    @avijitroy2677 Před 3 lety +2

    Ato kicu point jakhn royece ...hoi or si login e ,tahole noc er j keno darkar bujhlam na

  • @arnabmoulik9579
    @arnabmoulik9579 Před 3 lety +4

    রামবাবু, তাহলে মিউচুয়ালের পার্টনারের অনিচ্ছার জন‍্য ট্রান্সফার না নিতে পারলে , সেটা কি রিফিউসালের পর্যায়ে পড়বে ? প্লিজ জানাবেন। সেক্ষেত্রে একজন তো অহেতুক শাস্তির সম্মুখীন হচ্ছে তাই না ?

  • @titochanda1372
    @titochanda1372 Před 3 lety +2

    Bari theke dure transfer nite chaile habe.........?

  • @chandanmaity7264
    @chandanmaity7264 Před 3 lety +5

    এই rules এ COMA, COMS, EDN, PL SC, PHILOSOPHY এই teacher রা কোনো দিন transfer পাবে না

    • @ItsMe-mz6vl
      @ItsMe-mz6vl Před 3 lety

      Ekdom tai. Only HS e porano hoy emon subject teacher ra kono din transfer pabena

  • @aboutknowledge2989
    @aboutknowledge2989 Před 3 lety +2

    Primary der je Char panch mash aage online transfer hoyechilo. Amar naam chilo kintu anek dure praya 70 km dure diye chilo ami tay join kori ni ami ..
    Ki ami utsosree te apply krte pari??

  • @rajavlog5607
    @rajavlog5607 Před 3 lety +8

    তাহলে কি জুনিয়র high স্কুল এর teacher রা জেনারেল ট্রান্সফার পাবেন না,কারণ jr. high তে তো সব সাবজেক্ট এর 1 জন করেই আছে.একটু বলুন প্লিজ @ram dawn sir

  • @kuchbadasocho7735
    @kuchbadasocho7735 Před 3 lety +4

    সত্যিই সরকারের ট্রান্সফার দেওয়ার ইচ্ছে আছে?

  • @snehasisbera5415
    @snehasisbera5415 Před 3 lety +2

    Sir prymari mutual transfer er khetry ki 5 years lagbe

  • @deyshyamal6
    @deyshyamal6 Před 3 lety +1

    H. S. সেকশন এ সাধারণত: একজন করেই subject teacher থাকেন, কিছু ব্যতিক্রম ছাড়া |যেমন computer sc., music, philosophy, economics ইত্যাদি subject এ একজন করেই teacher থাকেন |তাহলে এইসব teacher দের ক্ষেত্রে transfer কি হবেনা?

  • @chandanseth6731
    @chandanseth6731 Před 3 lety +1

    Address service book er dite hobe na iosms er dite hobe?

  • @r.k.787
    @r.k.787 Před 3 lety +1

    Sir, আপনার কাছে আমার দুই টি প্রশ্ন আছে, একটি হল - Online form fill up করার আগে ,school list দেখা যাবে কি না ? আর একটি হল- Distance /Medical এদের মধ্যে , যেকোনো একটি দেখানো যাবে , না কি দুটো ই দেখানো যাবে ?

  • @samiulislam3087
    @samiulislam3087 Před 3 lety +5

    Mutual transferer ক্ষেত্রেও কি 5 বছর service hote hobe?

  • @jaydebmondal6509
    @jaydebmondal6509 Před 3 lety +4

    Tahole r 10%er golpo keno dewa hochche sir ...science er to akjon korei teacher thake sob school e.....

  • @amirofficial753
    @amirofficial753 Před 3 lety

    প্রতিটি ভিডিওতে কেরাণী দের জন্যেও বলবেন দয়াকরে,কারণ আপনার প্রতিটি ভিডিও খুব ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখি যে কখন কেরাণী দের জন্যে কিছু বলছেন ।

  • @goutamsardar9272
    @goutamsardar9272 Před 3 lety +1

    Sir, jesob documents or certificate upload korte hbe segulo kotha teke collection korte hbe? Ai bisoi gulo niye akta video korun please...cz distance certificate or medical certificate k debe seta kichui bola nei...r wife jodi service kore tahle sekhetre distance certificate r service related documents ki SI deben na HM or TIC deben?

  • @mausumisursaha7823
    @mausumisursaha7823 Před 3 lety +1

    Sir 5 year service hotei hobe? Amar higher secondary r last recruitment e 2018 te peyechi.. Subject sanskrit.amar school e PG te ektai post sanskrit er. Sekhetre ami ki transfer kono vabei pabo na?

  • @arpitasil992
    @arpitasil992 Před 3 lety

    এর থেকে তো ২০১৪/১৫ এর ট্রান্সফারের শর্ত অনেক সহজ ও ভালো ছিল!!তখন তো HM দের হাতে rejection এর এত্তোগুলো অপশন ছিল না,একদফা HM check করবেন,তারপর আবার DI !!!রামচন্দ্রের সীতার অগ্নিপরীক্ষা নেওয়ার মতো ব্যাপার!!সরকার চায় না যে Teacher রা সুখে শান্তিতে চাকরি করুক!!

  • @jayprakashpattanayak2946
    @jayprakashpattanayak2946 Před 3 lety +1

    সাধারণত স্কুলে ১জন Phy. Edu Teacher থাকেন। তাহলে তিনি কি NOC পাবেন ?

  • @PurnenduDas
    @PurnenduDas Před 3 lety +1

    Primary te besirbhag school ei 3joner besi teacher nei... Sekhetre besirbhag teacher to apply kortei parbena....

  • @jayantamallick7076
    @jayantamallick7076 Před 3 lety

    স্যার, ট্রান্সফার এর জন্য আবেদন করার পরে সংশ্লিষ্ট শিক্ষক স্কুলের ম্যানেজিং কমিটির কাছে NOC র জন্য আবেদন করবেন তো..এবং তারপর স্কুল অথরিটি NOC ইস্যু করবে বা করবে না। নাকি ..টিচার NOC র জন্য আবেদন না করলেও স্কুল অথরিটি NOC দিতে বাধ্য..যেহেতু শিক্ষক টি ট্রান্সফার এর আবেদন করেছেন এবং আবেদন সক্রান্ত সংবাদ sms ও mail মারফত HOI এর কাছে পাঠানো হয়েছে system এর মধ্যে দিয়ে? ব্যাপার টা একটু clear করলে ভালো হয়।

  • @dilipdas2708
    @dilipdas2708 Před 3 lety +3

    মিউচাল করতে গেলে কি এই App এ করা যাবে ? .যদি করা যায় কিভাবে করতে হবে তার একটি অালোচনা করলে ভালো হয় .(প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে )

  • @rinkusarkar68
    @rinkusarkar68 Před 3 lety +1

    pry teacher der minimum koto bochor chakri hole apply korte parbe?

  • @subrataduari7776
    @subrataduari7776 Před 3 lety

    When the portal of UTSASHREE is opened it is found that- either NOC is to issues or it is to be forwarded to DI end,then how can HOI would Follow the check list if once NOC IS issues?

  • @user-em1qt4rl8u
    @user-em1qt4rl8u Před 3 lety +1

    HM ঠিক বলছেন কিনা এবং DI ও HM এর সঙ্গে সুর মেলাচ্ছেন কিনা নির্ণয় করবার কোন উপায় কি আছে? এখানকার বক্তব্য অনুসারে শিক্ষককে স্কুলে কম কাজ করা দরকার ৷ তবে তার আভাবে স্কুলের বিশেষ কিছু ক্ষতি হাবে না ৷
    একজন শিক্ষকের অসুবিধার কথা ভেবে ট্রান্সফার হওয়া উচিত ৷ এখানে প্রধান শিক্ষকের হস্তক্ষেপ থাকা উচিতনয় ৷

  • @popymajumder4127
    @popymajumder4127 Před 3 lety +1

    sir,junior high school ar khetra ki s.i forward korba ?h.m to thake na junior a.pls reply

  • @sanjaymahali8864
    @sanjaymahali8864 Před 3 lety +2

    যদি philosophy,Education, pol sc....এই বিষয় গুলি হয় তবে স্কুলে teaher তো শূন্য 00000 হবে সেক্ষত্রে কি আবেদন করতে পারবে না ??

    • @arpitasil992
      @arpitasil992 Před 3 lety +1

      এটাই আমারও প্রশ্ন,hs section er teacher to sab স্কুলেই একজন,তাহলে তাদের ট্রান্সফার আটকে দেওয়া হচ্ছে!!?পোস্ট গ্রাজুয়েট টিচার দের সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে আন্দোলন গড়ে তোলা উচিৎ....

  • @gopaldas9046
    @gopaldas9046 Před 3 lety +1

    Amar present School e 4yrs 6month hoyeche ami ki apply korte parbo?

  • @subratapaul6072
    @subratapaul6072 Před 3 lety +1

    অধিকাংশ স্কুলে এক জন করেই বিষয় শিক্ষক আছেন।তা হলে তারা কি ট্রান্সফার পাবেন না।তাদের দোষ কি?স্কুল এর অসুবিধার কথা HM তো বলবেন ই।a রকম কলাম ফর্ম এ না থাকা উচিত।এ রকম কলাম থাকলে অনেকেই ট্রান্সফার পাবেন না।এই কলাম টা ফর্ম থেকে বাদ যাতে যায় তার জন্য দপ্তর এর দৃষ্টি আকর্ষন করা দরকার।(যদি কলাম টা থাকে) ।

  • @hasnarakhatun2417
    @hasnarakhatun2417 Před 3 lety

    Any Other reason এর ক্ষেত্রে 250 character এর মধ্যে কি লিখতে হবে?
    Distance certificate এ present school ও residence এবং present school ও spouse school একটা certificate mention করে issue করয়েছেন,তাহলে কি দুবার একই certificate upload করা যাবে?

  • @gobindamondal6154
    @gobindamondal6154 Před 3 lety

    Nerve problem ki advantage paba medical ground a. Medical cancel hola ki pora dista nce add kora jaba.

  • @pamelachakraborty9810
    @pamelachakraborty9810 Před 2 lety

    G.T on special ground e neoar por 4 yrs hoechhe.....ei bar ki Utshosree te 4c ,i.e....preferred ground e ki apply kora jabe....aager transfer neoar por 5 yrs ekhono complete hoy ni.

  • @susmitamisra636
    @susmitamisra636 Před 3 lety

    Tahole work education and physical education r jonyo to only one subject teacher thaken. Tara ki transfer paben na? Kindly reply

  • @k.s6716
    @k.s6716 Před 3 lety

    এখানে স্পষ্ট করে লেখা আছে একজন শিক্ষক বয়সে সিনিয়রিটি হলে তিনি আগে সু্যোগ পাবেন। সার্ভিস সিনিয়রিটির কথা বলা হয়নি।2015 এর রুল অনুযায়ী। একই স্কুলে একই পোস্ট এর সিনিয়রিটি কোথা থেকে আসছে? এটাই বুঝলাম না।

  • @beautyofbengal2907
    @beautyofbengal2907 Před 3 lety +1

    নন টিচিং স্টাফদের ব‍্যাপারে কিছু বলুন স‍্যার।

  • @santanubhattacharya619
    @santanubhattacharya619 Před 3 lety +1

    2014/15 র জেনারেলের ধাক্কায় বহু গ্রামীণ এবং প্রান্তীয় স্কুলের বিজ্ঞান বিভাগ গুলি এমনিতেই মরুভূমি হয়ে গেছে।যে দু একজন অভাগা বিজ্ঞান শিক্ষক সেখানে রয়ে গেছেন...তারা কি সেখানে থেকেই fossil হয়ে যাবেন???স্যার প্লিজ দিশা দেখান!!!!!😢

  • @alakjari9533
    @alakjari9533 Před 3 lety +1

    So many conditions. Possibly impossible to get transfer. Completion of 5years of service life and the noc issue are useless. This is a joke.

  • @tarunpal8492
    @tarunpal8492 Před 3 lety +1

    ভুল application কীভাবে সংশোধন করা যায়। সেই বিষয়ে একটি video করলে ভালো হয়।

  • @sohamsarkar8016
    @sohamsarkar8016 Před 3 lety

    Amar present post e joining date 30/09/2002, seniority hisabe ami kato point pabo?Distance certificate ki 2 to dite habe _1)permanent address to present school, 2)from spouse office to present school?

  • @Rajdutta48
    @Rajdutta48 Před 3 lety

    স্যার, বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব 41 km । আমার বাড়ি থেকে 17 km দুরে একটি স্কুল এ পোস্ট ফাঁকা আছে। যেটা বর্তমান স্কুল এর একই রাস্তায়। ফলে আমি এপ্লাই করতে পাচ্ছিনা। কারণ আমার বর্তমান স্কুল থেকে ঐ স্কুলের দূরত্ব 24 km। কিনতু স্কুল টা যদি একই রাস্তায় না হয়ে একটু অন্য দিকে বা উল্টো দিকের রাস্তায় 17km দুরে থাকতো, তাহলে আমি আবেদন করতে পেতাম। ব্যাপারটা interesting কিনা। তাহলে আমি বাড়ির কাছে আসতে বঞ্চিত হলাম, শুধু মাত্র স্কুল টি same রাস্তা বারবার বলে। এটা নিয়া একটা ভিডিও করুন স্যার।

  • @nileroy305
    @nileroy305 Před 3 lety +1

    Sir Jr high school er two teachers thakle ekjon apply korte parbe?

  • @biswajitpaul8628
    @biswajitpaul8628 Před 3 lety +1

    New recruitment er kehtrea Bari theke 25 km er besi distance ea joining dita ho be .

  • @dipankarghosh1679
    @dipankarghosh1679 Před 3 lety +1

    Please reply urgent..
    2017 সালে প্রাইমারি স্কুলে জয়নিং করেছি। 2020 অক্টোবর মাসে ডিস্ট্রিক্ট ট্রান্সফার হয়েছে আমার। বর্তমানে অন্য সার্কেলে মিউচুয়াল ট্রান্সফার এর জন্য আবেদন করেছি। আমি কি আবেদনের যোগ্য বা আমার আবেদনটি কি একসেপ্ট হবে। যেহেতু 2017 সালে জয়নিং এর পরেই আমার 2020 সালে একবার ট্রানস্ফার হয়েছে।

  • @haroshishroychowdhury5019

    Sir primary schooler kshetre mutual transfer er janyo ki present schhole ki minimum 5 years chakri korte habe...na 2 years holei apply kora jabe...ektu janaben

  • @mominali8036
    @mominali8036 Před 3 lety +1

    প্রাথমিক শিক্ষক/শিক্ষিকাদের ক্ষেত্রে একই স্কুলে চাকরির বয়স 2 বছর না 5 বছর হলে জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন, plz জানাবেন |

  • @learningepisode7868
    @learningepisode7868 Před 3 lety

    স্যার, গুগল ম্যাপ থেকে যে ডিসটেন্স আপলোড করব রাতে কি কারো সিগনেচার লাগবে ?

  • @Parthageo
    @Parthageo Před 3 lety +5

    স্যার Distance supporting documents কোথা থেকে পাবো?

    • @bipulbiswas5069
      @bipulbiswas5069 Před 3 lety

      From BDO

    • @subroto271
      @subroto271 Před 3 lety

      @@bipulbiswas5069 format ki bdo office theke pabo ? na sob documents niye gele ora likhe debe?

    • @bipulbiswas5069
      @bipulbiswas5069 Před 3 lety

      @@subroto271
      Adhar card, voter card, appointment letter niye BDO K ekta application korte hbe.
      & G.P. area hole podhan dwara residential certificate e executive officer k diye counter signed koriye niye gele hoye jabe

    • @bipulbiswas5069
      @bipulbiswas5069 Před 3 lety

      @@subroto271 sathe Google map theke distance copy print Out kore niye jete hbe

    • @subroto271
      @subroto271 Před 3 lety

      @Bipul Biswas thank you.

  • @atashighatak5825
    @atashighatak5825 Před 2 lety

    check list kotha theke pabo sir . Applicant ashle age take check list fill up korte bolbo? tarpor kivabe DI off pathabo

  • @bihu944
    @bihu944 Před 3 lety

    Junior যদি apply করে দেয় আগেই, এবং H. M যদি কারোর টাই FORWARD না করেন.... তবে কি আগে আবেদন আগে করার ভিত্তিতে JUNIOR রা আগে চলে যাবেন??

  • @biswajitmalik3440
    @biswajitmalik3440 Před 2 lety

    Primary র ক্ষেত্রে transfer order পাওয়ার পর করনীয় কী বলবেন plz...

  • @Dreamcometrue44
    @Dreamcometrue44 Před 3 lety +1

    সবাই সবই বুঝতে পারছে এটা কি? কিন্তু কেউ বলছে না যে রাজা তোর কাপড় কই

  • @madhumitadey9236
    @madhumitadey9236 Před 3 lety

    AHM রা same school এ থাকলেও joining date অনেক পিছিয়ে যাচ্ছে ( as a AHM ) এর join কারণে। অনেক junior teacher এর তুলনায় low score করছে। এই নিয়ে যদি আলোকপাত করা যায়

  • @piuzcreativeworld9086
    @piuzcreativeworld9086 Před 3 lety

    Sir checklist no. 2 te no korle 3rd point ta skip korte hoye but 3rd point skip korle forward kora jacche na

  • @dhirajdas389
    @dhirajdas389 Před 3 lety

    স্যার সেকেন্ডারির ক্ষেত্রে জেনারেল ট্রান্সফারের নিয়মগুলো কি নন টিচিং এর ক্ষেত্রেও প্রযোজ্য ? আর প্রযোজ্য হলেও যেসব সেকেন্ডারি স্কুল গুলিতে একটিমাত্র ক্লার্ক আছে তারা কি কোনদিনই তাহলে ট্রানস্ফার পাবেনা?

    • @RamDawn
      @RamDawn  Před 3 lety

      গাইডলাইন তো একটাই দিয়েছে তাহলে এটা সকলের জন্যই প্রযোজ্য তবে non-teaching দের জন্য ছাড়ের বিষয়টা আলাদা করা উচিত

  • @ashikulislam742
    @ashikulislam742 Před 3 lety

    newest posting(July'2021) , Female,Murshidabad, posting dist -Jalpaiguri. transferer jonye apply korte parbe?

  • @subhashchandragayen7261

    রামবাবু, ট্যাক্স জমা দেব কিভাবে তার ভিডিও বহুদিন আগে বানিয়েছিলেন জানি, তারপর সাইটটা কি ঠিক ঠাক হয়েছে কিনা যদি জানান তো ভাল হয়। তার লিঙ্কটা জানাবেন।

  • @arindrajitmandal2873
    @arindrajitmandal2873 Před 3 lety

    প্রধান শিক্ষক back to applicant বা সরাসরি reject করবেন কি কি কারন দেখিয়ে। যদি সেই কারণটি অসঙ্গত হয়, আবেদনকারী পুনরায় আবেদন করতে পারেন কি?????

  • @sujaymandal369
    @sujaymandal369 Před 3 lety

    Sir যারা BGTA তে কেস করেছে তারা তো যেকোন ধরনের judicial case এ এই গ্রাউণ্ডে কেউ NOC পাবে না। আমার expenditure act এ higher scale এ কেসের জন্য NOC দিচ্ছে না তাহলেতো কোনো BGTA graduated teacher apply করতে পারবে না

  • @bijaykrishnabiswas2154

    Check list a 3no point no hole 4no point ki habe, ota ki6u na korle submit ho66e na

  • @goutamchowdhury
    @goutamchowdhury Před 3 lety

    Sir, আমার appointment থেকে আমার বিদ্যালয়ের দুরত্ব 3 Km. কিন্তু আমি বর্তমানে যেখানে থাকি সেখান থেকে আমার বিদ্যালয়ের দূরত্ব 29 km এবং কাটা রাস্তা অর্থাৎ প্রথম 26 km বাসে ও বাঁকি 3 km সাইকেলে যেতে হয়। সেক্ষেত্রে আমি আমার বর্তমান ঠিকানার কাছাকাছি ট্র্যান্সফার নিতে চাইলে reason টা কি ভাবে দেখাব?

  • @biswajitdutta4271
    @biswajitdutta4271 Před 3 lety

    'Distance between school and permanent resident ' ei bisoy ta bujhte parchi na. Ki kore prove korbo.

  • @mirumaicreation9358
    @mirumaicreation9358 Před 2 lety

    Sir amar didir bari purba bardhaman.ami didir barite theke primary schoole service kori.amar didir barir address e sob document ache and service bookeo didir barir address deoya ache.amar aasol bari jhargram district e.akhon ami amar sob document aasol barir addresse change kore jhargram districte aste parbo ki.oi service booke deoya addresser jonyo atke jabe ki plz janale khub valo hoto.

  • @arpitadey2169
    @arpitadey2169 Před 3 lety +1

    Tahole to sir amra new set up junior high school er durvaga teacher ra konodin e transfer parbona.Amader kotha keu konodin vabbo na

  • @karunadas3693
    @karunadas3693 Před 3 lety

    Sir 5 no point onujayi ki HM tader application o reject korte paren jara Ccl er case korechhen kintu ekhono kono verdict aseni?pls ektu janaben

  • @anupmondal5369
    @anupmondal5369 Před 3 lety

    Special transfer er kshetre ki new general transfer er condition applicable?sir, please reply

  • @umaray6091
    @umaray6091 Před 3 lety

    স্যার, তিন বছর আগে noc নিলেও বদলি হয়নি,সেই noc কি এখনও valid থাকবে অনলাইন জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে?

  • @swetasaharoy619
    @swetasaharoy619 Před 3 lety

    Amr permanent address thake amr school distance 7km kintu amr husband jekhane job kare sekhan thake amr school r. Distance 200 km tai ami transfer nite chachi...akhhetre ami kivabe distance certificate ta show karbo jate amake preference dewa hoy...ami akjon primary school e teacher...amr baccha bayos 3 yr...kindly janaben

  • @KanchanDas
    @KanchanDas Před 3 lety

    One Teacher One Post....hole bole dik apply kora jabe na.......Satti ami bhebe paina jara rules gulo tairi kore tara ki kichu vabe na.......

  • @prafullabala255
    @prafullabala255 Před 3 lety

    Jodi preferred category r candidate thake tahole ki transfer paoar chance a6e onnoder?

  • @creative2177
    @creative2177 Před 3 lety

    রামদা আমার একটা জানার বিষয় ছিলl মেডিকেল গ্রাউন্ড হলেও কি distance 25 কিলোমিটার লাগবেl এটা kindly একটু জানালে ভালো হতোl অপেক্ষায় রইলামl