৫টি সেরা বাংলা কীবোর্ড Android ফোনের জন্য! Best Bangla Typing Keyboard

Sdílet
Vložit
  • čas přidán 11. 02. 2022
  • আজকের আলোচনায় রয়েছে ৫টি ভালো বাংলা টাইপিং কীবোর্ড এর সাজেশন এবং আমার দৃষ্টিতে একটি সেরা বাংলা টাইপিং কীবোর্ড সাজেস্ট করেছি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি সুফল পাবেন।
    এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আর চ্যানেল টি সাবস্কারইব করতে ভুলবেন না।
    কীবোর্ড এপ গুলো:-
    Bangla Keyboard: play.google.com/store/apps/de...
    Ridmik: play.google.com/store/apps/de...
    Borno Keyboard: play.google.com/store/apps/de...
    Swiftkey: play.google.com/store/apps/de...
    Gboard: play.google.com/store/apps/de...
    আমার সাথে আপ টু ডেট থাকতে চাইলে আমাকে ফেসবুক এ ফলো করতে পারেন।
    আমার আইডি লিংক: / akajrag
    এছাড়াও যেকোনো সাজেশন/সমস্যা সমাধানের জন্য জয়েন হয়ে যান টেকভার্স এর ফেসবুক গ্রুপ এ।
    ফেসবুক গ্রুপ লিংক: / 577687753020843
    Meet Techverse!
    ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
    [Team Leader] Akib Raj- / rajbhaaai
    Fahim- / iloveyoufahim1
    Tashfiq- profile.php?...
    Labib Sadman- profile.php?...
    Channel Information
    ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
    For any business inquiry: www.thetechverse@gmail.com
    Facebook Page link: / techverse-109997163848296
    Facebook Group link: / 577687753020843
    #bangla #keyboard #techverse #smartphone #akibraj #gboard #ridmik #swiftkey #indic #top5
  • Věda a technologie

Komentáře • 599

  • @shxhporan
    @shxhporan Před 2 lety +66

    অনেক অনেক অনেক ধন্যবাদ আকিব ভাই আপনার আগের ভিডিওর কমেন্ট থেকে সাজেশন পেয়ে Gboard থেকে বর্ণ কীবোর্ড এ সুইচ করি কিন্তু কিছু ফিচার এর অভাব বোধ করছিলাম তার মধ্যে অন্যতম হলো gesture টাইপিং কিন্তু এই দেশবাংলা কীবোর্ড আমি মাত্র 10 মিনিট ব্যবহার করে পুরা ফিদা হয়ে গেছি এবং আমার প্রয়োজনীয় ফিচার সবগুলা এর মধ্যে বিদ্যমান।
    সত্যি কথা বলতে যদি কেউ এই কীবোর্ড একবার ব্যবহার করে সে আর কখনো অন্য কীবোর্ডে সুইচ করবেনা আর থিমস গুলা তো একদম ওভারকিল আরো অনেক ফিচার আছে যেগুলা অনেক জোস্।
    আবারো অসংখ্য ধন্যবাদ আকিব ভাই এটা জোস্ একটা কীবোর্ড সাজেস্ট করার জন্য।

    • @techversebd
      @techversebd  Před 2 lety +10

      আপনার মূল্যবান মতামতটির জন্য অসংখ্য ধন্যবাদ।

    • @user-sm2xg7fr6f
      @user-sm2xg7fr6f Před 2 lety +16

      আপনার তথাকথিক বেস্ট কীবোর্ডের বড় দুইটা সমস্যা -
      1) বাংলা শব্দ লেখার পরে কোন পাগলের ডট (.) দরকার পড়ে? অথচ সেটাই দিয়ে রাখা হয়েছে ! দাড়ি দিতে চাইলে, dot বাটনে চাপ দিয়ে ধরে রাখতে হবে.. যেটা বিরক্তিকর..
      2) বাক্যের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো দুটি যতি চিহ্ন হল, প্রশ্নবোধক চিহ্ন (?) ও বিস্ময় চিহ্ন (!), যেটা এখানে m ও z চেপে ধরে বের করে আনতে হবে প্রতিবার.. অথচ ridmik কিবোর্ডে আপনি লেখাটি সময় যেই বার টি তে word সাজেশন আসবে, শব্দ insert হওয়া মাত্রই ওটাই panchuation bar এ পরিণত হয়... লেখার সময় দ্রুত নেওয়া যায়..
      3) বাংলা লেখার সময় উপরের নাম্বার row টা ইংরেজি হয়ে থাকে, অথচ পাগলেও জানে, বাংলা লেখার সময় বাংলা নম্বরগুলোই দরকার হয়, ইংরেজি না..
      এইসব সুবিধা ছাড়া রিদমিকের ধারেকাছেও ঘেষতে পারবেনা..
      হুট করে বেস্ট বলে দিলেই হলো না..
      আপনার এই নেগেটিভ সাইডগুলা তুলে ধরা উচিত ছিল. নাকি যতিচিহ্ন ছাড়াই লিখতে স্বচ্ছন্দেবোধ করেন আপনি?

    • @shxhporan
      @shxhporan Před 2 lety +1

      জী আপনার মন্তব্যে যথেষ্ঠ যুক্তি আছে কিন্তু এইটাও ভাবা উচিত হয়তো আপনি বা আমি যেভাবে ব্যবহার করি সবাই সেভাবে হয়তো করেন না,আর অধিকাংশ মানুষের ক্ষেত্রেই দেখা যায় সাধারণ মেসেজিং এর ক্ষেত্রে দাড়ি কমা ব্যবহার করে না বললেই চলে এমনকি সংখ্যার বেলায়ও বাংলা বা ইংলিশ সংখ্যা টা অধিকাংশ লোকের ক্ষেত্রেই খুব বেশি সমস্যা বোধ করেনা আর একটা কীবোর্ড এ সাধারণ কিন্তু নিত্য ব্যবহার্য কিছু সুবিধা বিদ্যমান থাকলেই অধিকাংশর প্রয়োজন পূরণ হয়ে যায়। আর আমার কাছে ভালো লেগেছে তাই বলে সবার কাছে ভালো লাগবে বা পছন্দ করবে এমনটাও না, যার যার ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে এতে করে আমার বা আপনার অসুবিধা হওয়ার কথা না।
      ধন্যবাদ

    • @user-sm2xg7fr6f
      @user-sm2xg7fr6f Před 2 lety

      @@md.shahriaralam4486 আপনি যখন বাংলা লেখছেন, তখন নাম্বার row তে বাংলা সংখ্যা বাচক শব্দ উঠে থাকে? নাকি ইংরেজি? ইংরেজি সংখ্যাই ওঠে থাকে, তবে ওগুলোতে লং প্রেস করলে বাংলা সংখ্যা আসে।

    • @shxhporan
      @shxhporan Před 2 lety

      কীবোর্ড অতি সাধারণ একটি বিষয় এ নিয়ে বিতর্ক করার কিংবা কোন কীবোর্ড বেস্ট এটা নিয়ে তর্ক করার কোন প্রয়োজন নেই বলে আমি মনে করি। যে যার যার পছন্দ মত কীবোর্ড ব্যবহার করার স্বাধীনতা আছে বলে আমি মনে করি, যে যেই কীবোর্ড ব্যবহার করে স্বাছন্দ বোধ করে তাকে সেটাই ব্যবহার করা উচিৎ, আর এ বিষয়ে আমাদের দ্বিমত করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করিনা।

  • @kabir5583
    @kabir5583 Před 2 lety +11

    ধন্যবাদ ভাই,সুন্দর একটা কীবোর্ড সাজেস্ট করার জন্যে।
    আমি অনেক প্যারা খাইসি এই জিবোর্ড নিয়ে।

  • @rashpial
    @rashpial Před 2 lety +7

    Thank you Akib!!! For a long time I was facing problems with Gboard but couldn't find a better option. But this one fulfills all my needs literally all. Thank you so much!! All the best for further effective videos. 💖

  • @optimus8974
    @optimus8974 Před 2 lety +3

    ধন্যবাদ ভাইয়া ❤️❤️
    Eagerly waiting for this video ❤️

  • @naimhossainafif8018
    @naimhossainafif8018 Před 2 lety +1

    ধন্যবাদ ভাই,আপনার এই ভিডিও দেখে বাংলা কীবোর্ড ইউস করতেছি গতরাত থেকে।সেই মজা বাংলা টাইপ করে।বিশেষ করে আঞ্চলিক ভাবে ভাষা টাইপ করা অনেক সহজ।
    ধন্যবাদ

  • @imtanvirhossain
    @imtanvirhossain Před 2 lety

    অনেক দিন ধরে গুগুল কীবোর্ডে বাংলা লিখতে অনেক অনেক পেরা খাচ্ছিলাম। অবশেষে ভালো একটা সাজেশন। হতাশ হয় নি। লিখে শান্তি পাচ্ছি। ধন্যবাদ।

  • @mdmusa1964
    @mdmusa1964 Před měsícem

    ধন্যবাদ ভাই। আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হলাম। অনেক দিন হলো একটা ভালো কী বোর্ড খুজছিলাম আজকে সেটা পেলাম ❤❤।

  • @KabirKhan-vb3kl
    @KabirKhan-vb3kl Před 2 lety

    ভাই অনেক অনেক ধন্যবাদ...
    এমন একটা কিবোর্ড ই মনে মনে খুঁজতে ছিলাম...
    এক কোথায় অসাধারন...

  • @abirmahmud-_-
    @abirmahmud-_- Před 2 lety +2

    অনেক দিন ধরে Ridmik ইউজ করে একঘেঁয়েমি চলে আসছিলো। ধন্যবাদ আকিব ভাই। নতুন একসপেরিয়েন্স পাচ্ছি ❤

  • @shahin2132
    @shahin2132 Před 2 lety

    ধন্যবাদ অতি প্রয়োজনীয় একটি ভিডিও উপহার দেওয়ার জন্য ❤

  • @kaleemmahfuz7077
    @kaleemmahfuz7077 Před 2 lety +25

    রিডমিক ব্যবহার করছি বছরের পর বছর ধরে। আমি অনেক বেশি টাইপিং করি। তাতেও কোন রকম সমস্যা ফেইস করিনি। তাছাড়া তাদের নিয়মিত আপগ্রেডেশনও আমার ভাল লাগে। তারপরও আপনার সাজেশন অনুযায়ী বাংলা কীবোর্ডটা ট্রাই করব। ধন্যবাদ সুন্দর একটি টপিকে ভিডিও আপলোড করার জন্য।

  • @sejanmahmud7217
    @sejanmahmud7217 Před 2 lety +5

    Thank you brother , ami normally G board user and amar kache RIDMIK keyboard ta borabori e weird lagto but this one is perfectttt and padding ta choto boro o kora jay jeta superb , Thank you brother again

  • @aymantahmid
    @aymantahmid Před 2 lety

    সুন্দর একটি কীবোর্ডে সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ, কীবোর্ডে থিম ইউজ না করতে পেরে রিদ্মিক থেকে গুগল কীবোর্ডে যায়। এখানেও ভালো লাগে নাই বর্ণ কীবোর্ডে আসি কিন্তু এখানে গুগলের মতো নতুন ইমোজি গুলো খুঁজতে ছিলাম।
    এখন বাংলা কীবোর্ডে সব ইমোজি ক্লিকি আইফোনের মতো
    সাথে নিজের ইচ্ছে মতো থিম সব মিলিয়ে এখন পর্যন্ত চালানো বেস্ট কীবোর্ড
    ধন্যবাদ ভাইয়া ❤

  • @nazmussakib6572
    @nazmussakib6572 Před rokem

    খুবই প্রয়োজনীয় একটি ভিডিও। ধন্যবাদ।

  • @sp.shoyon
    @sp.shoyon Před 2 lety +18

    Still My preference is Ridmik..
    এটাও বড় ছোট করা যায়, সেটিং ঠিক করে নিলে এটাতেও সব সাজেশন words আসে। এটার কি বোর্ড কাস্টামাইজিং ফিচারটা এক কথায় ওয়াও৷ আর জটিল বানান লেখার কথা উঠলে এটা বস।
    I think no keyboard can beat this one.

  • @tshorts4049
    @tshorts4049 Před 2 lety +8

    আমি অনেক দিন ধরেই এই কীবোর্ড টা use করি। আমার মতেও এটাই best বাংলা কীবোর্ড ❤️

  • @shuvoshekh6152
    @shuvoshekh6152 Před 2 lety

    Really Cool.
    বাংলা কিবোর্ড এর ব্যাপারে আসলেই আগে জানতাম না

  • @friendsenter
    @friendsenter Před rokem

    অস্থির কীবোর্ড ভাই। ধন্যবাদ এরকম ভিডিও দেওয়ার জন্য।

  • @faiyazhaque916
    @faiyazhaque916 Před 2 lety

    বাংলা কীবোর্ড দিয়ে লিখছি,
    আসলেই জোস্,
    অনেক ধন্যবাদ

  • @rafsanrony1352
    @rafsanrony1352 Před rokem

    জি ভাইয়া অনেক উপকৃত হলাম ধন্যবাদ ভাইয়া ❤️

  • @mituncaffe8808
    @mituncaffe8808 Před 2 lety

    ভাইরে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, সত্যিই এই বাংলা কিবোর্ড খুব উপকারে লেগেছে, এখন ওই কিবোর্ড দিয়েই আপনাকে কমেন্ট করলাম

  • @NonFungibleTokensNFTs
    @NonFungibleTokensNFTs Před 2 lety

    Thanks vai Ridmik theke Bangla keyboard a change korechi. Prothom ektu problem hoisilo but theme ta joss

  • @monwaraakther2147
    @monwaraakther2147 Před 6 měsíci

    ধন্যবাদ ভাইয়া বাংলা কি বোর্ড দিয়ে অনেক দিন পর লিখলাম। সত্যি বাংলা কী বোর্ড অসাধারণ। আপনি যে কি উপকার করলেন আপনি তা নিজেও জানেন না।

  • @hamidhasanakib8727
    @hamidhasanakib8727 Před 2 lety

    ধন্যবাদ ভাই। নামিয়ে নিলাম আজকে । Google কীবোর্ড থেকে switch করলাম

  • @shoaib1211
    @shoaib1211 Před 2 lety +7

    ভাই, সত্যিই অসাধারন!
    বাংলা কীবোর্ড দিয়েই লিখলাম!
    রেডমিক ইউজার হয়েও সহজই লাগলো ❤

  • @md.parvej6060
    @md.parvej6060 Před 2 lety +1

    থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা কিবোর্ড দেওয়ার জন্য

  • @jubaed350
    @jubaed350 Před 2 lety +1

    থ্যাংক ইউ সো মাচ ❤️❤️আমার পছন্দ হয়েছে আমি মনে করি এটা খুবই ভাল একটি অ্যাপ্লিকেশন এন্ড ভয়েস কমান্ড জাস্ট ওয়াও 😍

  • @mdhossenmahmud2414
    @mdhossenmahmud2414 Před 18 dny

    দেশ বাংলা কিবোর্ড অসাধারণ কিবোর্ড। ধন্যবাদ ভাই আপনাকে এমন একটা অ্যাপস এর সাথে পরিচয় কবিয়ে দেওয়ার জন্য। আবারও আপনাকে থ্যাকস দিলাম

  • @JohnWick13
    @JohnWick13 Před 2 lety

    ভিডিও টা দেখে কিবোর্ড টা ইউজ করা শুরু করলাম... ভালোই লাগলো........

  • @forhanshowki201
    @forhanshowki201 Před 2 lety +2

    A good & useful content. You should also make a video for students that'll contain useful 9-10 apps for students. Those app will be used for educational purpose only.
    Take love 💓

  • @raselkhan-vr4vg
    @raselkhan-vr4vg Před rokem

    চমৎকার একটি এপ...
    এক কথায় অসাধারণ....
    ধন্যবাদ......

  • @ferdousiakhter460
    @ferdousiakhter460 Před rokem

    Tnx... Ato sunder kore bujiye boler jonno

  • @nayeem0709
    @nayeem0709 Před 2 lety +2

    ধন্যবাদ ভাই। কীবোর্ডটা আসলেই ভালো

  • @jbfaisal5813
    @jbfaisal5813 Před 2 lety +1

    অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কিবোর্ড সাজেস্ট করার জন্য আর আমি এই কমেন্টটা এই কিবোর্ড দিয়ে করতেছি অবশ্য আপনি ভিডিওটা না বানাইলে আমি এই কিবোর্ড সম্পর্কে জানতে পারতাম না। ❤🌹🥰😍 আর মাত্র 10 মিনিট কীবোর্ডটা ব্যবহার করেই প্রিমিয়াম ভার্সন টা কিনে ফেলেছি।

  • @mdhasanalisuzonhossenridoy7947

    ভাই দেখার মতো কি বোর্ড সত্যি অসাধারণ। Thank you vai

  • @nadim88
    @nadim88 Před 2 lety +2

    Using G keyboard for bangla typing never felt a single problem. জি কিবোর্ড xoss!

  • @iqbaliqbal422
    @iqbaliqbal422 Před 2 lety

    ধন্যবাদ ভাই গতকালকের আগের দিন আমি প্লে স্টোরে গিয়ে ভালো কিবোর্ড খুজছিলাম হঠাৎ চোখে পড়ল desh কীবোর্ড আমি ডাউনলোড করলাম পড়ে এর থেকে ভালো কিছু খুঁজতে গেলাম ইউটিউবে এ সেরা কীবোর্ড লিখে সার্চ করলাম পরে দেখি আপনার ভিডিওটা আপনার ভিডিওটা দেখে বুঝতে পারলাম আসলে এটা খুবই ভাল একটি অ্যাপ আমি আপনার মত সেটিং করে দেখি আমার দেখা সেরা কিবোর্ড

  • @nevergiveup4163
    @nevergiveup4163 Před rokem +1

    বাংলা কীবোর্ড দিয়ে লেখলাম ভাইজান। অনেক ধন্যবাদ

  • @shahariarfahim9278
    @shahariarfahim9278 Před 2 lety

    ধন্যবাদ ভাই আসলেই অনেক সুন্দর কিবোর্ড

  • @mdsiyam3268
    @mdsiyam3268 Před rokem

    ভিডিওটা খুব ভালো লেগেছে এমন সুন্দর সুন্দর আরো ভিডিও চাই🥰🥰👍

  • @ahadjansir5473
    @ahadjansir5473 Před 2 lety

    থাঙ্কস ভাই ❤ খুব উপকার হইলো

  • @HossainMdHoque
    @HossainMdHoque Před měsícem

    Yes Desh Bangla is a fantastic Apps
    For all type keyboard. Thanks.

  • @muhammadfazlerabbi2937
    @muhammadfazlerabbi2937 Před 2 lety +14

    1. Bangla Keyboard
    2. Ridmik Keyboard
    3. Borno Keyboard
    4. Swiftkey Keyboard
    5. Gboard

    • @jadoonoc8457
      @jadoonoc8457 Před měsícem

      দেশ বাংলা কিবোর্ড এ একটা সমস্যা মি পেয়েছি , সেটা হল , আমি সখন banglish লিখি , তখন preview তে বাংলিশ দেখাই , বাংলা দেখাই না , space দেয়ার পর বাংলা দেখাই । (যেমন ঃ amar স্পেস দেয়ার পর আমার দেখাই এইটাই সমস্যা ) এর সমাধান কি আছে ?

  • @sheikhrasel8111
    @sheikhrasel8111 Před 6 měsíci

    নাইস কীবোর্ড।
    ধন্যবাদ। ❤️

  • @Alom_chaklader
    @Alom_chaklader Před 2 lety

    বাংলা কি বোর্ড দিয়া লিখলাম ভালোই লাগলো... পুরাই জুস্ 🤩🤩🤩🤩🤩

  • @KkKk-dl4sg
    @KkKk-dl4sg Před 2 lety

    ভিডিও দেখে রিদমিক থেকে এটাই ট্রান্সফার হইলাম ধন্যবাদ ব্রো

  • @siamkhan2361
    @siamkhan2361 Před 2 lety

    অনেক অনেক দন্যবাদ ভাই আপনা কে,,,,, 😍😍😍

  • @sadmanofficial9701
    @sadmanofficial9701 Před 2 lety +2

    অনেক অনেক ধন্যবাদ কিবোর্ড টা আসলেই অনেক সুন্দর ❤️❤️

  • @abirmahmud9224
    @abirmahmud9224 Před 2 lety

    Good Help Video, Thanks ❤️ Love...

  • @Anik97t
    @Anik97t Před rokem +1

    এই (desh) বাংলা কীবোর্ডটা আমার জন্য লাইফ সেভিং!!! থ্যাংকু আকিব রাজ!!!❤️❤️❤️❤️

  • @brutalpsychedic
    @brutalpsychedic Před 2 lety

    এই কমেন্টটাও বাংলা কীবোর্ড দিয়েই করতেসি। জটিল জিনিস ভাই। অসংখ্য ধন্যবাদ। আগে রিদ্মিক চালাতাম বাট ঐটা এখন বাদ একদমই.

  • @bangladeshlovers1822
    @bangladeshlovers1822 Před 2 lety +2

    আকিব ভাই আপনাকে চিনি এটিসি চ্যানেল দেখার পর থেকে।তবে কি জন্য আপনাকে ওই চ্যানেলে আর দেখি না জানি না। তবে আমার কাছে মনে হয়েছে আপনি যথেষ্ট ঠান্ডা ভদ্র ও ভালো স্বভাবের ছেলে। ভালোবাসা রইলো আপনার জন্য ♥️♥️

  • @mrBalarammajumdar
    @mrBalarammajumdar Před 2 lety

    সেরা dada love form ইন্ডিয়া

  • @SiamShahriar
    @SiamShahriar Před 2 lety

    Onek Upokar hoilo vai

  • @Imuran33
    @Imuran33 Před rokem

    অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 😊

  • @abdullahbinsaad5693
    @abdullahbinsaad5693 Před 2 lety

    Dhonnobad bhai...

  • @mdnaemali4627
    @mdnaemali4627 Před 2 lety

    দেশ বাংলা কীবোর্ড দিয়ে কমেন্টস করলাম ভাই ধন্নবাদ আপনাকে।, ❤️

  • @mdmoazzamhossain7455
    @mdmoazzamhossain7455 Před 2 lety +1

    ভাই আমার দেখা সবচেয়ে বেস্ট বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড হচ্ছে এই কিবোর্ডটা. আমি কখনোই বাংলা ভয়েস টাইপিং এত ফাস্ট এবং এত fluent কোন কিবোর্ডে দেখিনি. আপনার জন্যই এই বাংলা কীবোর্ডের কথাটা জানতে পারলাম

  • @uchaasroy4023
    @uchaasroy4023 Před 2 lety

    আসলেই কীবোর্ড টা অনেক ভালো। ধন্যবাদ❤

  • @asefrakin7007
    @asefrakin7007 Před 2 lety

    Vai eta best keyboard,,, ami 2 years dhore use korchi,,, valo laglo apnar motamot amar pochonder sathe match koray,,

  • @alamin50946
    @alamin50946 Před měsícem

    খুবই উপকার হলো bangla keyboard ❤️❤️

  • @moniruzzaman-market
    @moniruzzaman-market Před 2 lety

    আপনার ভিডিও দেখা,আমি ব্যবহার করছি, খুব ভালো।

  • @nelaykumar2984
    @nelaykumar2984 Před 2 lety

    Good one. Thanks

  • @75.sairulislamashik32
    @75.sairulislamashik32 Před 2 lety +3

    ও ভাই সাব 😍কি কীবোর্ড এর খোঁজ দিলেন জাস্ট ফিদা হয়ে গেসি 😍😍 আপনার ভিডিও তে রিদ্মিক কীবোর্ড সাজেসশন করা আমি এই এপ নামানোর 4 মিনিট পর রিদ্মিক আনইনস্টল করছি 😂😂😂
    অনেক অনেক ধন্যবাদ❤❤❤ এভাবেই দর্শকদের সাথে কানেক্টয়েট থাকবেন 😊

  • @MehediHasan-we4wu
    @MehediHasan-we4wu Před rokem

    Asolei joss vai bangala keyboard ta.

  • @arifjr704
    @arifjr704 Před 2 lety +3

    আমি একজন gboard ইউসার। বাংলা কীবোর্ড এ সুইচ করলাম আজকে থেকে। অনেক ভালো 🌹

    • @jadoonoc8457
      @jadoonoc8457 Před měsícem

      দেশ বাংলা কিবোর্ড এ একটা সমস্যা মি পেয়েছি , সেটা হল , আমি সখন banglish লিখি , তখন preview তে বাংলিশ দেখাই , বাংলা দেখাই না , space দেয়ার পর বাংলা দেখাই । (যেমন ঃ amar স্পেস দেয়ার পর আমার দেখাই এইটাই সমস্যা ) এর সমাধান কি আছে ?

  • @amazingthink6293
    @amazingthink6293 Před 2 lety

    Really good the Bangla keyboard thank you.

  • @mddelower2432
    @mddelower2432 Před rokem

    অনেক কাজের কথা জানলাম ভাই

  • @TheDarkKniight
    @TheDarkKniight Před 2 lety

    Thanks for the amazing video brother...

  • @dmsadek5166
    @dmsadek5166 Před rokem

    So, thanks to you.

  • @alamgirhosenraju6565
    @alamgirhosenraju6565 Před 2 lety

    Onek onek valo lagche.

  • @MujahidSumon
    @MujahidSumon Před 2 lety

    অনেক এনজয় করেছি এই ব্লগে। মাঝে মাঝে এই ধরণের টেকনিকাল ভিডিও চাই।

  • @marufhossainshihab4748

    Thank you bhai!❤️

  • @SABBIR-AHMMED.1
    @SABBIR-AHMMED.1 Před 2 lety +2

    Redmik keyboard ৪ বছর ধরে ব্যবহার করে আইতেছি খুব ভালো লাগে

  • @naiemhossainthegamer2.086

    One of the best keyboard vai josh akta keyboard aita.

  • @silentlearner4868
    @silentlearner4868 Před 23 dny

    You are right. Bangla keyboard is the best. I wish i would have seen this video 2 years earlier

  • @nuralhossain
    @nuralhossain Před rokem

    অনেক ধন্যবাদ

  • @revibelight
    @revibelight Před 2 lety +3

    প্রথম দিকে আমি রিদমিক ব্যাবহার করতাম। টানা কয়েক বছর এটা ব্যবহার করেছি। রিদমিক প্রিয় ছিলো। কিন্তু রিসেন্টলি রিদমিক এ টাইপিং করতে গেলে এক বর্ণ চাপতে গেলে আরেক বর্ণে চাপ লেগে যায়। মূলত রিদমিকে থাকা বাংলার জন্য প্রভত টা আমার বেশী প্রিয়। সে জন্যই রিদমিক ভালবাসতাম। তবে সেদিন আপনার পোষ্টের কমেন্টে বর্ণ কি বোর্ড এর কমেন্ট দেখে সেটা ডাউনলোড করি। আর হ্যা রিদমিক বাদ দেয়ার পর আমি দেশ বাংলা টাই ব্যাবহার শুরু করি। সেটা আমার ভালোই লাগে ওভার অল। তবে সেখানে প্রভাতের অপশন পাইনি। যেটা আমার জন্য অনেক কম ছিলো। তাই বর্ণতে শিফট হই। আলহামদুলিল্লাহ আমি এখন বর্ণতেই হ্যাপি।

  • @didarulislampiash1822
    @didarulislampiash1822 Před 2 lety

    Thank you Brother

  • @tanmoychakraborty.30
    @tanmoychakraborty.30 Před 2 lety

    Thank you so much vai ❤️

  • @anikkabir1978
    @anikkabir1978 Před 2 lety

    ভাইরে ভাই same here. আমিও হুট্ করেই পাইছি এবং last year থেকে ব্যবহার করছি এবং আমি totaly satisfied with this one.

  • @ArmanTutor
    @ArmanTutor Před rokem

    Thanks biya balo lagsay

  • @altihan9150
    @altihan9150 Před 2 lety

    thanks for suggesting its awesome

  • @abdullah_simon
    @abdullah_simon Před 2 lety

    Thanks bhaiya ❤❤❤

  • @mrperfect9997
    @mrperfect9997 Před 2 lety

    ভাই এখন বাংলা কিবোর্ড দিয়ে কমেন্ট করছি ❤❤❤
    Love this ❤❤❤❤❤

  • @masumrana5043
    @masumrana5043 Před 2 lety

    আমিও এখন এই এপ ট্রাই করতেসি। অনেক ভাল লাগতেসে

  • @mohammadsagar8645
    @mohammadsagar8645 Před 2 lety

    Asolei sera

  • @anentertainment4503
    @anentertainment4503 Před 2 lety

    ভালো লাগলো ভিডিও টা

  • @reatulkarim3247
    @reatulkarim3247 Před 2 lety

    জিবোর্ড এবং সুইফট এর সুবিধা হলো বাংলা ফোনেটিকেও গ্লাইড বা সোয়াইপ টাইপিং কাজ করে, তাই অনেক দ্রুত লেখা যায়। গুগলের ভয়েস টাইপিং ও অসাধারণ।

  • @amitmazumder8540
    @amitmazumder8540 Před 2 lety

    আপনার সাজেশনে বাংলা কীবোর্ড ট্রাই করলাম। বাকি কীবোর্ড সবগুলোই ইউজ করা। সব কিছু মিলিয়ে আমার কাছে ইন্ডিক কে ভালো মনে হয়েছে। ইংলিশ বাংলা সুইচিং সহজ এবং টাইপিং এরর কম। ওয়ার্ড সাজেশন ও ভালোই। জিবোর্ড এর সেম মজা সাথে ফাস্ট বাংলা ইংলিশ সুইচিং।

  • @siam21966
    @siam21966 Před 2 lety

    আমি বাংলা কীবোর্ড দিয়ে কমেন্ট করলাম 💝
    The best💝

  • @Shakib121ms
    @Shakib121ms Před rokem

    ভাই আমি এখনো এই কীবোর্ড usc করি,,, ধন্নবাদ ভাই এমন একটা কীবোর্ডের হদিস দেয়ার জন্য।।

  • @mdronok3831
    @mdronok3831 Před 9 měsíci +1

    ভাই আপনার চ্যানেলে আমি প্রথম আসছি কিন্তু আপনার ভয়েসটা খুব সুন্দর তাই আমি আপনার ভিডিও দেখছি😂😂

  • @tunamdango8568
    @tunamdango8568 Před 2 lety

    ভাই ''বাংলা কি বোর্ড'' টা একদম অস্থির, আমি এই ভিডিও দেখে সাথে সাথে ইনস্টল দিসি & কোম্পর্টেবল লাগসে রিদ্মিক এর থেকে, আমার কাছে One of the best লাগসে। Tnx vai valo kichu suggest korar jonno😊❤️❤️

  • @saifulislamjamil
    @saifulislamjamil Před rokem

    ধন্যবাদ 👌

  • @mrperfect9997
    @mrperfect9997 Před 2 lety +1

    ভাই গুগল কীবোর্ড ইউজার
    আপনি যেই প্রবলেম গুলার কথা বলছেন। সব গুলাই ফেস করতে হয়। বিশেষ করে অটো সঠিক স্পেলিং কে ভুল করে দেয়া আর সঠিক স্পিলিং (এইটা উপরে যেইভাবে লিখেছি এখন কিভাবে লিখতে পারছি না😐)
    দিলে পরে আর মনে রাখতে পারে না।
    তাই এখন ই বাংলা কীবোর্ড নামিয়ে দেখছি☺️
    আর অগ্রিম ধন্যবাদ❤️

  • @rashpial
    @rashpial Před 2 lety

    Thank you 💖💖💖

  • @abidhossainmridha5314
    @abidhossainmridha5314 Před 2 lety +2

    দেশ বাংলা কিবোর্ড টি ব্যবহার করে অনেক ভালো লাগলো ভাই। সবকিছু অনেক ভালো লেগেছে তবে টাইপিং এক্সপেরিয়েন্স টা কেমন জানি একটু ল্যাগি/স্লো মনে হচ্ছে 😐

  • @mizanrayhanbd
    @mizanrayhanbd Před 10 měsíci

    ami mone kori best holo Ridmik Keyboard❤

  • @Islamerobosthan
    @Islamerobosthan Před 9 měsíci

    Great..........bangla likhte giye pagol hoye jacchilam.......kintu ei keybord life easier kore diche .....thank you