কৃষ্ণগঞ্জ অনিল স্মৃতি হাইস্কুলে নদী ও পরিবেশ সচেতনতা বাড়াতে লিখিত পরীক্ষা/ পুরস্কার প্রদান কর্মসূচি

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • গত সোমবার ২২শে জুলাই, কৃষ্ণগঞ্জ অনিল স্মৃতি হাই স্কুলে বেলা তিনটায় অনুষ্ঠিত হলো ছাত্রছাত্রীদের মধ্যে নদী ও পরিবেশ সম্পর্কে বিশেষ পরীক্ষামূলক কর্মসূচি। এক সপ্তাহ আগে অনুষ্ঠিত হয়েছিল লিখিত পরীক্ষা। সেই পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয় ও একজনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। কলকাতার বিজ্ঞান বার্তা ও মাথাভাঙ্গা ও চূর্ণী নদী বাঁচাও কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। কৃষ্ণগঞ্জ অনিল স্মৃতি হাই স্কুল কর্তৃপক্ষ সর্বতোভাবে সহায়তা করেন। বিদ্যালয় এর পক্ষ থেকে প্রধান শিক্ষক সমীর কুমার দাঁ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ সর্বতোভাবে সহায়তা করেন। প্রায় ৪৫ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সবাইকে সান্তনা পুরস্কার হিসেবে একটি করে কলম উপহার হিসেবে দেওয়া হয়। মাথাভাঙ্গা ও চূর্ণী নদী বাঁচাও কমিটির সম্পাদক স্বপন কুমার ভৌমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দাঁ, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও সমাজসেবী সন্তোষ কুমার ঘোষ নদী ও পরিবেশ নিয়ে সুচিন্তিত বক্তব্য রাখেন। বিজ্ঞান বার্তা সম্পাদক অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয়এর সুচিন্তিত বিজ্ঞান বিষয়ক বক্তব্য ছাত্র-ছাত্রীদের উদ্দীপ্ত করে তোলে। ক্যামেরায় ভগিরথ মন্ডলের সাথে স্বপন কুমার ভৌমিকের রিপোর্ট
    পুরস্কার যারা পেয়াছে তাদের নাম
    First -Somnath Biswas Class 7,Roll-1.Sec -B
    Second-Bristi Biswas, Class 9.Roll -2.Sec -A
    third -Deep Majumder ,Class-9.Roll -6.Sec-B
    Bishes Puroskar-Rudra Halder,Class 7.Roll 12.Sec B.
    Prize Distribution -22-7-2024 ,Monday .

Komentáře •