Hanif Sanket old Natok - PutroDay (1999) | Abdullah Al Mamun | Ferdousi Mazumder | Zahid Hasan

Sdílet
Vložit
  • čas přidán 7. 10. 2016
  • Bangla Natok 'PutroDay' - বাংলা নাটক 'পুত্রদায়' | Hanif Sanket - হানিফ সংকেত | Abdullah Al Mamun - আব্দুল্লাহ আল মামুন | Ferdousi Mazumder - ফেরদৌসী মজুমদার | Zahid Hasan
    Natok (TV drama name): Putroday (Bengali: পুত্রদায়)
    Cast: Abdullah Al Mamun, Ferdousi Mazumder, Mamunur Rashid, Shahiduzzaman Selim, Azizul Hakim, Zahid Hasan, Shomi Kaiser and others.
    Writer: Hanif Sanket - হানিফ সংকেত
    Director: Hanif Sanket - হানিফ সংকেত
    Bachground music: Kumar Bishwajit - কুমার বিশ্বজিৎ
    Bachground music director: Maksud Jamil Mintu - মকসুদ জামিল মিন্টু
    Production: Fagun Audio Vision - ফাগুন অডিও ভিশন
    Hanif Sanket Facebook Page : / hanifsanketfav
    Director Hanif Sanket casted many famous Bangladeshi TV and film artists In this Bengali Natok. Those of the respective artists, both in television and film media is very popular for their superb acting. The drama earned huge popularity among all Bengali speaking people across the world. The drama Putroday - পুত্রদায় was aired on Bangladesh Television (BTV) in 1999. We believe our viewers will enjoy this old natok very much.
    Subscribe to our channel Fagun Audio Vision and watch more shows of Ityadi and creations of Ityadi's maker Hanif Sanket.
    Warning:
    This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.
    #Natok #EidNatok #BanglaNatok #ZahidHasan
  • Zábava

Komentáře • 659

  • @abdus9csongsalam234
    @abdus9csongsalam234 Před 3 lety +22

    "বুয়েট থেকে পাশ করছি প্রায় ছয় মাস হতে চললো। এই ছয় মাসে নানান রকমের মানুষের সাথে মিশে আমার উপলব্ধি হলো কোথাও কেউ সুখে নাই। যার চাকরী আছে সে বলতেছে, চাকরি করা পেইন, প্রতিদিন এক জায়গায় যাওয়া বোরিং। যার চাকরি নাই সে বলতেছে চাকরি ছাড়া ঝামেলায় আছে অনেক।
    যে বিসিএস এডমিন সে বলতেছে, পাওয়ার কোম্পানীতে বেতন ভালো। যে পাওয়ার কোম্পানীতে আছে, সে বলতেছে এডমিনদের সেই ক্ষমতা আছে হাতে।
    যে ইন্ড্রাস্টিয়াল চাকরি করতেছে, সে বলতেছে টিচিং প্রফেশান ভালো বেশি। অল্প পরিশ্রমে বেশি টাকা। যে টিচার সে বলতেছে, কেন শুরুতে ইন্ড্রাস্টিতে ঢুকলাম না, এতদিনে লাখ টাকা বেতন হতো।
    যে বিদেশে আছে সে বলতেছে, দেশে একটা সরকারী চাকরি করে আরামে থাকতে পারতাম, হুদাই আসছি বিদেশে। যে দেশে আছে, সে বলতেছে বন্ধুরা সব বিদেশে মজা করতেছে, আর আমি পেইন খাচ্ছি দেশে। কী বিগাড় রে ভাই। আসল সুখ কই আছে তাইলে?"
    "প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন রাখে, কবরে যাবার আগ পর্যন্ত।"
    - সূরা তাকাসুর।
    -লেখক মিরাজুল ইসলাম ✍️✍️❤️✍️✍️

  • @moklesurrahman3944
    @moklesurrahman3944 Před 2 lety +69

    হায়! কত সুন্দর ছিল, আগের নাটক গুলো, কতশিক্ষা ও জ্ঞানের কথা এবং অভিনয় কত প্রানবন্ত।সে দিন কি আর আসবে না!!

  • @mdjonayed8628
    @mdjonayed8628 Před 4 lety +108

    সত্যিই অসাধারণ।
    বিশেষ করে নব্বই দশকের নাটকগুলো কত দারুন ছিল।
    মার্জিত পরিবেশনা।
    এরকম অভিনয় শিল্পী আর হবে না।

  • @ohabsarker9818
    @ohabsarker9818 Před 3 lety +27

    হানিফ সংকেত স্যারের তৈরি নাটক যতই দেখছি।ততই স্যারের প্রতি সম্মান বেড়েই চলছে।

  • @MdMasud-pw7qt
    @MdMasud-pw7qt Před 5 lety +25

    নাটক টা অসাধারন খুব সন্দর যত দেখি ততই ভালো লাগে খুব নাইছ,

  • @rafiqueazad3222
    @rafiqueazad3222 Před rokem +5

    আহহা বড়ই সুন্দর নাটক
    খুবই ভালো লাগলো

  • @shopu2673
    @shopu2673 Před 3 lety +16

    হানিফ সংকেত স্যার মানেই ম্যাজিক,নাটকের প্রতিটা শব্দই অর্থবহ।এরকম রচনা বাংলাদেশে আর কেউ করতে পারে না‼️🤔

  • @golamnabi6851
    @golamnabi6851 Před 2 lety +15

    অামি ভারত থেকে অাপনাদের সমস্ত নাটক দেখি খুবই ভালো লাগে এই নাটকটি ও খুবই সুন্দর হয়েছে

    • @MdNayan-tr2gs
      @MdNayan-tr2gs Před 3 měsíci

      সাকিন সারিসুরি নাটক টি দেখুন ভালো লাগলে বলবেন

    • @jeeyanjafrin8274
      @jeeyanjafrin8274 Před 6 hodinami

      R amra gordhop gula apnader okhaddo z Bangla er serial dekhi!!! Alas!

  • @priteparlloparlo708
    @priteparlloparlo708 Před 3 lety +5

    জীবনে চলার পথে হাজার অসংগতির মাঝেও
    অনেক কিছুই শিখতে পারলাম
    এই ধরনের কিছু মননশীল মানুষের কারণে,,
    প্রতিটি সংলাপেই বাস্তব সমাজের
    অসংগতি গোলোকে ফুটিয়ে তুলতে পারেন,,,,আমার মত হাজারো মানুষের অনুপ্রেরণার
    নামেই, ফাগুন অডিও ভিশন,,,
    অনেক অনেক ধন্যবাদ
    প্রিয় হানিফ স্যারকে,,,
    ,,,গ্রীস প্রবাসী এস এম সামির,,,

  • @s.hshojib497
    @s.hshojib497 Před 4 lety +63

    আগে কি জামা পড়তো...... 😍 ঢিলেঢালা যথেষ্ট শালীন বর্তমানের তুলনায়.... আর এখন 😥😥😥😥

  • @The2004arsenal
    @The2004arsenal Před 7 lety +147

    এই রকম নাটকগুলো কোথায় হারালো। সত্যিই নাটকগুলো মন ছুঁয়ে দিয়েছে। ধন্যবাদ FAV. হানিফ সংকেতের আরও নাটক চাই।

  • @muhammadakramkhan4518
    @muhammadakramkhan4518 Před rokem +10

    সত্যি হানিফ সংকেত স্যারের, নাটকগুলো অসাধারণ! আগের দিনের নাটকগুলো ছিল সব রুচিশীল কিন্তু বর্তমান সময়ের নাটক কুরুচি পূর্ণ।
    অসংখ্য ধন্যবাদ! নাটকের পরিচালকে.....

  • @billalhossen9487
    @billalhossen9487 Před 4 lety +24

    কোথায় হারালো আজ সেই সোনালী অতিত।।এতো সুন্দর গল্প কাহিনী সত্যিই আজ বিরল...

  • @AM-ul2ue
    @AM-ul2ue Před 3 lety +7

    আমার দেখা শ্রেষ্ঠ নাটক...👏👏👏👏

  • @sidddikami498
    @sidddikami498 Před 4 lety +18

    অাগের নাটক যে এতো সুন্দর তা আমার জানা ছিলো না,সব কিছু মিলে অসাধারণ নাটক

  • @hadyulislamrahad3636
    @hadyulislamrahad3636 Před 4 lety +7

    হানিফ সংকেত অলওয়েজ বেস্ট। আর অভিনেতা অভিনেত্রী গুলোও সেরা💓💓💓

  • @mdenamulhaque7114
    @mdenamulhaque7114 Před 3 lety +18

    আহা কি রুচিশীল বিনোদনমূলক নাটক,,, ধন্যবাদ হানিফ সংকেত স্যার।আগের দিনের নাটকগুলো কতইনা ভালো ছিলো।

  • @fahimmallik9502
    @fahimmallik9502 Před 5 lety +40

    কতো সাবলীল অভিনয়, দেখতেই চমৎকার লাগে। আগের দিনের নাটকের মান ভালো ছিলো।

  • @saifislam5400
    @saifislam5400 Před 6 lety +122

    হানিফ স্যারেরপ্রতিটা নাটকে সমাজের জন্যএক একটা উদাহরন

  • @valobasitomay.3571
    @valobasitomay.3571 Před 4 lety +11

    জীবনে বেচে থাকতে হলে যে কার গতি কার সাথে জড়িয়ে থাকে সেটা বুঝতে পারাটা ও একটা বড় দায়্।
    সত্যিই অসাধারন একটা নাটক।
    প্রতিবারের মতো এবারো বিনম্র শ্রদ্ধা স্যার হানিফ সংকেত এর জন্য।

  • @mahmudhasan7550
    @mahmudhasan7550 Před 3 lety +14

    হানিফ স্যারের নাটক গুলো ছিল মানসম্মত ও রুচিশীল এবং সমাজের দৃষ্টান্ত হিসেবে কাজ করতো। কি সুন্দর সাবলীল অভিনয় ছিল আগের নাটক গুলোতে যেন মন ভরে যায়। ভীমপুর, বোয়ালমারী, ফরিদপুর।

  • @s.a.shakil1037
    @s.a.shakil1037 Před 3 měsíci +2

    হানিফ স্যারের পুরোনো নাটকগুলো কতবার দেখেছি তার হিসেব নেই।
    তাও আবার প্রিয় অভিনেতা জাহিদ হাসান ভাই, শহিদুজ্জামান সেলিম ভাই ও আজিজুল হাকিম ভাই এবং আরো অনেকেই।

  • @samiulhasan6111
    @samiulhasan6111 Před 6 lety +22

    সেই😱👌। হানিফ সংকেত নিশ্চয় একজন ক্রিয়েটিভ মানুষ।

  • @golamkibria221
    @golamkibria221 Před 3 lety +8

    তখন মোবাইল ছিল না বলে নাটক গুলো এতো সুন্দর ছিলো

    • @hnsac8330
      @hnsac8330 Před 2 lety

      একদম সত্য কথা

  • @abirkhan1669
    @abirkhan1669 Před 3 lety +6

    কত বার দেখছি বলতে পারবনা আমার ইতিহাস ঐতিহ্য পুরনো মানুষ নাটাক সবই মুগ্ধকর

  • @fowzdarchoice8475
    @fowzdarchoice8475 Před 6 lety +31

    এক কথায় অসাধারন একটি নাটোক ছিল এটি।এখন আর এইধরনের নাটোক কেনো যে বানাতে পারে না আমাদের বাংলাদেশের নিরমাতারা??????????

  • @sultanahmed6167
    @sultanahmed6167 Před 5 lety +57

    পত্রিকার হকারের অভিনয় অসাধারণ হইছে।

  • @channelexposure1248
    @channelexposure1248 Před 2 lety +10

    সত্যিই অনেক বড় লিজেন্ড,,
    হানিফ সংকেত স্যার,,
    নাটকের প্রতিটি চরিত্রেই একেকটা করে সচেতন মূলক মেসেজ রয়েছে,,,
    শুধু নাটকের বিনোদনের দিকেই দৃষ্টি থাকলে তা বুঝা যাবে না,,
    অবশ্যই বুদ্ধিবৃত্তিক মানসিকতা নিয়ে এই ধরনের নাটক দেখতে হয়,,তাহলে এর অন্তর্নিহিত মেসেজটি ধরা পড়বে।

  • @salinaahmed593
    @salinaahmed593 Před 3 lety +4

    এতো সুন্দর নাটকটিতে কোন গর্দভ গুলো ডিজলাইক দিয়েছে কে জানে। কিছু সময়ের জন্য সেই সোনালী দিন গুলোতে হারিয়ে গিয়েছিলাম😍

    • @hnsac8330
      @hnsac8330 Před 2 lety

      যারা অশ্লিল সংলাপ, নগ্ন পোষাক, প্রেমের নামে অসভ্যতা পছন্দ করে তারাই ডিজলাইক দিয়েছে.

  • @nobenobe357
    @nobenobe357 Před 5 lety +23

    অসাধারন নাটক,
    নাটকটি দেখে খুব ভাল লাগলো,
    এই নাটকটিতে জীবনের নানা ধরনের শেখার বিষয় রয়েছে,,,,,

  • @rasedulislamrasel7840
    @rasedulislamrasel7840 Před 3 lety +3

    হানিফ সংকেতের নাটক গুলোর গল্প গুলো এতো গোছানো আর আর এতো ভালো লেখনি চিন্তাই করা যায় না যে কি হতে যাচ্ছে এর পর।

  • @mahfuzkhan5841
    @mahfuzkhan5841 Před 4 lety +10

    শহিদুজ্জামান সেলিম ভাইয়ের অভিনয়ও,,, অসাধারণ

  • @mdkhaledul2698
    @mdkhaledul2698 Před 7 měsíci +3

    অসাধারণ ছিল আগের দিনের নাটক । ধন্যবাদ

  • @karimakarima3649
    @karimakarima3649 Před 4 lety +9

    একে বারে সামাজিক নাটক অসাধারণ ধন্যবাদ হানিফ সার কে

  • @rakibali7910
    @rakibali7910 Před 6 lety +44

    পুরাতন নাটকের মজাই আলাদা...

  • @rokeyaparvin7683
    @rokeyaparvin7683 Před 4 lety +2

    Ato sundor natok prothom deklam. Jemon lekhok, porichalok.Temon ovineta .ovinettri. Ak kothai excelent.Natok ti abar dekbo.

  • @AminulIslam-ec8le
    @AminulIslam-ec8le Před 3 lety +4

    হানিফ সংকেতের সেরা সৃষ্টি এটাই👌

  • @hannanhossain5704
    @hannanhossain5704 Před 5 lety +10

    অসাধারণ# অবিরাম ভালবাসা রইলো হানিফ সংকেত ছ্যারের জন্য

  • @imraaannbondhu4843
    @imraaannbondhu4843 Před 4 lety +10

    আমার জিবনের দেখা সেরা নাটক।আমি কোনদিনও ভুলতে পারবো না।

  • @sumonmahmud2620
    @sumonmahmud2620 Před 4 lety +4

    সত্যি ! অসাধারণ ! সুন্দর নাটক ! মনটা ভাল হয়ে যায় ! ধন্যবাদ হানিফ সংকেত সাহেবকে। এমন সুন্দর রুচিশীল নাটক খুবই ভাল লাগে । ধন্যবাদ FAV।

  • @abidurrahman2324
    @abidurrahman2324 Před rokem +8

    আহা সব নাটক দেখলে কখন যেন চরিত্রের গভীরে ঢুকে যায় নিজেই মনের অজান্তে❤️

  • @lifeisawesomeBD
    @lifeisawesomeBD Před 5 lety +45

    কতই না সুন্দর ছিল আমাদের আগের দিনের বাংলা নাটক গুলি,
    আর এখনকার নাটক গুলি সব ভারামি তে ভরা,

  • @user-zf1tw1eq3p
    @user-zf1tw1eq3p Před 8 dny

    কি দারুণ নাটক।
    সংলাপ,অভিনয়।
    ২০২৪ সালে এসে দেখতেও বিরক্ত লাগে না

  • @fatemamony2194
    @fatemamony2194 Před 4 lety +8

    সত্যি অনেক আনন্দ পেয়েছি,,, অনেক কিছু শিখতে পেরেছি অসাধারণ

  • @arimsm9901
    @arimsm9901 Před rokem +6

    আবার যদি ফিরে পেতাম সেই দিন গুলো 🌹
    এখন ১৪-১২-২২
    তবুও কত ভাললাগলো অাগের নাটক গুলো।
    অামার Sirajganj এর জাহিদ ভাই নাটকে থাকলেই অন্যরকম ভাললাগা💗💗💗

  • @mdrafi3981
    @mdrafi3981 Před 3 lety +3

    কত সুন্দর একটা নাটক মজাই মজা

  • @musictv5800
    @musictv5800 Před 5 lety +14

    A rokom natok amader deshe theke kothay hariye gelo.... Thanks hanif Vai and FAV

  • @rohitbiswas2598
    @rohitbiswas2598 Před 11 dny

    2024 সালে এসে নাটকটা দেখে মনে হচ্ছে, বর্তমান সমাজের যেমন রুচির অপূর্ণতা তেমন সামাজিক অবক্ষয় পরিলক্ষিত হয় কিন্তু সেকালের নাটক গুলো যেমন রুচি সম্মত আর সমাজকে রক্ষা করার বার্তা দুটোই অতিউত্তম ছিল। আমি মাত্র ২৪ বছর এ জীবনে।

  • @SNOMANWHITEGAMEON
    @SNOMANWHITEGAMEON Před rokem +2

    খুব সুন্দর নাটক এক কথায় অসাধারণ

  • @user-eq2te6kh5h
    @user-eq2te6kh5h Před 29 dny

    এই যুগে এসেও হানিফ সংকেত স্যারের নাটকগুলো আবারও দেখছি । তাঁর নাটকগুলো বর্তমান সময়ের হযবরল নাটক থেকে অনেক সুন্দর ও গঠনমূলক। সামাজিক অসংগতি এবং সমস্যা তুলে ধরতে হানিফ সংকেতের বিকল্প নেই। আপনার জন্য অপরিসীম দোয়া ও শুভকামনা। (লিটন কুমার কুণ্ডু, ০১মে,২০২৪)

  • @rifatsheikh8723
    @rifatsheikh8723 Před rokem +3

    অসাধারণ সাবলীল ভাষার একটা নাটক

  • @sudiptostune1877
    @sudiptostune1877 Před 3 lety +2

    স্যার আপনার মত এমন সমাজ সচেতনতামূলক নাটক অন্য কেউ তৈরি করতে পারবে বলে অন্তত আমার মনেহয়না,ধন্যবাদ

  • @shibuchandrasarker
    @shibuchandrasarker Před 3 lety +9

    নব্বই দশক 😍❤️
    আমাদের শৈশব 💝

  • @jewelrana8868
    @jewelrana8868 Před 4 lety +3

    শমী কায়সার আর জাহিদ হাসান আমার প্রিয় অভিনেতা।অসাধারণ অভিনয় তাদের।তাদের অভিনয় আমার সবচেয়ে ভাল লেগেছে নক্ষত্রের রাত নাটকে।এই নাটক টি ও খুব সুন্দর হইছে।

  • @zilani96
    @zilani96 Před 5 lety +20

    No mobiles no internet no social media .... those days are gone

  • @Sanjib_Deb
    @Sanjib_Deb Před 3 lety +3

    রাজা আমীর নাটকের দুইটি সেরা চরিত্র। তাদের মুখ দিয়ে নাট্যকার খুব সুন্দর এবং যুগোপযোগী কিছু কথা বলিয়েছেন

  • @user-de3se7yp5x
    @user-de3se7yp5x Před 10 měsíci +2

    This dramas are high quality,,,,,,,,,, This dramas are wealth of Bangladesh.

  • @farazhossain7663
    @farazhossain7663 Před rokem +1

    Really very amazing & so beautiful Drama. I like this very much.

  • @sojibkhan1748
    @sojibkhan1748 Před rokem +15

    কথায় আছে, ওল্ড ইজ গোল্ড।আগের নাটকের মত আর কখনো এমন সুন্দর নাটক হবেনা

  • @sawdanbinshafiq2814
    @sawdanbinshafiq2814 Před 15 hodinami

    ভাবা যায় ২৫ বছর আগের নাটক!!! তখন তো নাটক কি সেটাই বুঝতাম না।আর এখন ইউটিউবের যুগে এসে এই নাটক দেখি।

  • @nadian2254
    @nadian2254 Před 5 lety +16

    এখন আর এমন নাটক দেখা যায়না অনেক ভালো লাগলো ধন্যবাদ হানিফ সংকেত আপনাকে

  • @joyelarahmatali7144
    @joyelarahmatali7144 Před rokem +2

    কতটা সুন্দর নাটক অসাধারণ

  • @jadooboard7491
    @jadooboard7491 Před 7 lety +116

    এই নিয়া পাঁচবার দেখলাম 😀 ওল্ড ইজ গোল্ড

  • @minarboksh211
    @minarboksh211 Před 6 lety +8

    হানিফ সংকেতের নাটক গুলো অসাধারণ

  • @GadeerFarms
    @GadeerFarms Před 2 lety +2

    আজ কদিন ধরে হানিফ সংকেত এর নাটক দেখি,ভালো ই লাগছে,পারিবারিক গল্পের নাটক অনেক সূন্দর লাগে

  • @fahrinaalam1629
    @fahrinaalam1629 Před 3 lety +6

    পুত্রদায় হাসির ও শিক্ষামূলক নাটক

  • @KamrulIslam-md5sw
    @KamrulIslam-md5sw Před 4 lety +2

    অসাধারণ এই নাটক অনেক সুন্দর অভিনয় করেছেন সবাই আর খুব বেশি ভালো লাগলো নাটকটা দেখে সত্যি সুপার হিট পরিচালনা করেছেন এইরকম নাটক উপহার দেওয়া জন্য অনেক ধন্যবাদ জানাই পরিচালকে

  • @sadnanhasansaad1968
    @sadnanhasansaad1968 Před 3 lety +2

    অসাধারণ নাটক......।হানিফ সংকেত মানেই তো 💛 ভিন্নকিছু!তাছাড়া,♥পুরোনো নাটক......।

  • @mdmonsurali8749
    @mdmonsurali8749 Před rokem +1

    এতো সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এ রকম নাটক আরো চাই জনাব হানিফ সংকেত স্যার।

  • @MahinAkhtarPushpo
    @MahinAkhtarPushpo Před 14 dny

    উফ!
    কত খোঁজার পর নাটক টা পেলাম
    কি সুন্দর দুষ্টু মিষ্টি প্রেম
    কি সাবলীল অভিনয়

  • @helalraj9146
    @helalraj9146 Před 2 lety +1

    সত্যি অসাধারণ নাটক।ধন্যবাদ হানিফ ভাই।

  • @mdalikhan4616
    @mdalikhan4616 Před rokem +1

    অসাধারণ একটা নাটক ,ধন্যবাদ এই নাটকটি জন্য।

  • @mdshakibulhasan5540
    @mdshakibulhasan5540 Před 4 lety +1

    সত্যি মন খেরে নেওয়া নাটক

  • @md.zannatali8431
    @md.zannatali8431 Před 3 lety +1

    13, janurary 2021, 1st dekhlam valoi loglo

  • @golamrahmanmannan782
    @golamrahmanmannan782 Před 2 lety +3

    কোথায় হাড়িয়ে গেলো বাংলাদেশের এই রকমের অতুলনীয় নামীদামী অভিনেতা ও অভিনেত্রী গন?

  • @faisalhossain8441
    @faisalhossain8441 Před 5 lety +3

    অসাধারন। নাটক। এই নাটক এখন দেখিনা কেন??

  • @ghoree
    @ghoree Před 3 lety +4

    আগের নাটকগুলো কত সুন্দর ছিলো

  • @abdusukkur9167
    @abdusukkur9167 Před 3 lety +2

    হানিফ স্যার মানেই অমায়িক অতুলনীয় শিক্ষনীয় ব্যাক্তিত্ব।

  • @jarifmollah7706
    @jarifmollah7706 Před 9 měsíci +2

    শমী কায়সার একজন দারুণ অভিনেত্রী,,,

  • @mamunbp8063
    @mamunbp8063 Před 2 lety +1

    অসাধারণ গল্পটা
    ,,,সকলের অভিনয় খুবই ভালো লাগলো

  • @SpreadIslambd
    @SpreadIslambd Před rokem +1

    ওল্ড ইজ গোল্ড, আমাদের অতিত গুলো।

  • @sohebnirjhor9054
    @sohebnirjhor9054 Před 3 lety +2

    সমি কায়সারকে এত ভালো লাগে কেরে

  • @syedatiarrahaman1999
    @syedatiarrahaman1999 Před 6 lety +25

    old is gold (F.A.V)
    I'm indian (West.Bangalore)

  • @ganeshdash3141
    @ganeshdash3141 Před rokem +2

    Ai natok gulo dekhle bortoman natok gulur kotha mone pore na..

  • @jahirulislambhuiyan8546
    @jahirulislambhuiyan8546 Před 2 lety +1

    আহ, কত সুন্দর কাহিনী দেখলেই মন ভরে যায়

  • @BlueLighttricks
    @BlueLighttricks Před 5 lety +11

    এই রকম নাটকগুলো কোথায় হারালো। সত্যিই নাটকগুলো মন ছুঁয়ে দিয়েছে। ধন্যবাদ FAV.

    • @riponchy4477
      @riponchy4477 Před 5 lety

      111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111112111111111111111111111111111112111111111111111111111113111111111111

  • @afterlife......4019
    @afterlife......4019 Před rokem +1

    অসাধারন নাটক ❣️

  • @kamrulhossain4568
    @kamrulhossain4568 Před rokem +2

    দুইজন নাই😅😅নয়জন নাই😅😅 হকারে ধারা ভাষ্যকার সুন্দর হইছে

  • @anonemous3374
    @anonemous3374 Před 6 měsíci +1

    এইসব ভালো ভালো নাটক দেখে আমাদের ছোটবেলাটা কেটেছে, তাই আমরা ভাল কিছু শিখতে পেরেছি, আমাদের জেনারেশন টা ভালো ছিল 😊😊😊😊এখনকার জেনারেশনের থেকে,

  • @iskendarhhussain560
    @iskendarhhussain560 Před 5 lety +4

    Zahid bhai i miss you lot yaar pls come back again in bangla natok industries we want 2 you come again give us amazing amazing new new notok

  • @nayemhossen8571
    @nayemhossen8571 Před rokem +2

    নয় জন নাই!,🙄,,কই গেছে🤣🤣
    এইটা খুব ভালো মজা লাগলো,,

  • @omorali4078
    @omorali4078 Před 2 lety +1

    হানিফ সংকেত লেখা নাটকের করমো,সব
    সামাজিক অনুষ্ঠান ইত্যাদি দেখলেই,বোঝা যায় সাবার,প্রতি,সোদধা,ও,শুভেচ্ছা রইল 🇧🇩🌺

  • @backbencherstheory4349
    @backbencherstheory4349 Před 4 lety +13

    এইসব নাটক দেখলে সত্যি মন টা ভরে যায়!! 😍
    একমাত্র হানিফ স্যার ই পারে এরকম

  • @afterlife......4019
    @afterlife......4019 Před rokem +1

    আবারও দেখলাম নাটকটা ❣️❣️❣️❣️

  • @jahirulhouqe1424
    @jahirulhouqe1424 Před 11 měsíci +1

    এই নাটক গুলো এখন কার নাটকের চেও ওনেক বেশি সুন্দর অভিনয়

  • @md.johirulislamrakib5449

    মানসম্মত নাটক

  • @ahsanfaruque
    @ahsanfaruque Před 2 lety +3

    আমার জন্মের আগের নাটক। আজ দেখব ২০২১ ❤️

  • @AminulIslam-tc6cj
    @AminulIslam-tc6cj Před rokem

    সুপার নাটকটা ধন্যবাদ হানিফ সারকে।

  • @mdnnjony4000
    @mdnnjony4000 Před 6 lety +11

    অসাধারন হারানো অনুভুতি, খুব ভাল বিনোদন।