ঘুরে আসুন দৃষ্টিনন্দন হাজীগঞ্জ বড় মসজিদ | Historical Mosque: Hajiganj Boro Masjid (Chandpur)

Sdílet
Vložit
  • čas přidán 6. 04. 2019
  • প্রায় ১৯৩১ খ্রিঃ নির্মিত হয়েছে হাজীগঞ্জ বড় মসজিদ। এই মসজিদটিকেই চাঁদপুর জেলার সবচেয়ে পুরোনো মসজিদ হিসেবে ধরা হয়। এই মসজিদটির প্রথম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা হাজী আহম্মদ আলী পাটওয়ারী (রঃ)। মসজিদটি তৈরি করার সময় হাজীগঞ্জ বা এর আশাপাশের কোনো এলাকাতে কোনো ইট ভাটা ছিলোনা। তখন মসজিদটির উদ্যোক্তা সেখানে একটি ইট ভাটা তৈরি করেন। তারপর সেখানে ইট তৈরি করে সেই ইট দিয়ে মসজিদটি নির্মাণ করেন। এছাড়াও তিনি মসজিদ নির্মাণের জন্য জাহাজ ভাড়া করে ভারতের কলকাতায় গিয়ে লোহার বীম ও মর্মর পাথর কিনে আনেন। পরবর্তীতে মসজিদটির কাজ ১৯৩৭ খ্রিঃ দিকে শেষ হয় এবং শুক্রবার দিন মসজিদে আজান দেওয়ার মাধ্যমে মসজিদটির উদ্বোধন করা হয়।
    তো চলুন বন্ধুরা, জেনে নিই কিভাবে যাবেন হাজীগঞ্জ বড় মসজিদঃ
    ঢাকা থেকে বাসে সরাসরি হাজীগঞ্জ যাওয়া যায়। তবে, সবচেয়ে আরামদায়ক বাহন লঞ্চ। ঢাকা সদরঘাট থেকে সারাদিন প্রায় প্রতি ঘন্টায় চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। চাঁদপুর লঞ্চঘাট নেমে সিএনজি ভাড়া করে সরাসরি চলে যেতে পারেন হাজীগঞ্জ বড় মসজিদ।
    ~-~~-~~~-~~-~
    Please watch: "বাই রোডে ঢাকা টু নেপাল ভ্রমন : পর্ব ২ | ঢাকা টু পোখারা | Dhaka to Nepal by Road: Episode 2 | 800 Tk"
    • বাই রোডে ঢাকা টু নেপাল...
    ~-~~-~~~-~~-~

Komentáře • 11