ঘাসে ঢাকা কুয়ো

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • premanjan das

Komentáře • 86

  • @anandapathak9761
    @anandapathak9761 Před 2 měsíci +2

    🌹🙏🌹 দন্ডবৎ প্রণাম প্রভু 🙏🌷🙏 হরে কৃষ্ণ , বৈষ্ণবঠাকুর প্রভুর জীর জয় 🌾🌾

  • @rajendradalui1976
    @rajendradalui1976 Před 2 měsíci

    খুব সুন্দর বিশ্লেষন প্রভু। দারুন। হরে কৃষ্ণ প্রভু dandabat প্রণাম।

  • @SaumarupaMalinidebi
    @SaumarupaMalinidebi Před 2 měsíci +1

    হরে কৃষ্ণ প্রভু
    আপনার শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম 🙏

  • @user-br9hb8vf2z
    @user-br9hb8vf2z Před 2 měsíci +2

    Khub valo class prabhu

  • @sanatchatterjee2681
    @sanatchatterjee2681 Před 2 měsíci +1

    Hara krishna dandabat pranam joy srilo pravu pad ki joy

  • @buddhadebmanna6346
    @buddhadebmanna6346 Před 2 měsíci +1

    হরে কৃষ্ণ দণ্ডবৎ প্রণাম প্রভু

  • @sanjaydebnath9896
    @sanjaydebnath9896 Před 2 měsíci

    হরে কৃষ্ণ প্রভু আপনার শ্রীচরনে শত শত কোটি প্রনাম কৃপা করুন যেন সবসময় মনে রাখতে পারি

  • @KrishnaPadaDas-fw6kr
    @KrishnaPadaDas-fw6kr Před 2 měsíci

    Hare Krishna👏
    Swasradhya dandabat pranam prabhuji🌷

  • @debbanik2375
    @debbanik2375 Před 2 měsíci

    হরেকৃষ্ণ প্রভু, জয় শ্রীল প্রভুপাদ কি জয়।

  • @user-br9hb8vf2z
    @user-br9hb8vf2z Před 2 měsíci +2

    Super super super super super class prabhu

  • @user-br9hb8vf2z
    @user-br9hb8vf2z Před 2 měsíci +1

    Hare Krishna hare Krishna

  • @user-br9hb8vf2z
    @user-br9hb8vf2z Před 2 měsíci +1

    Dandavad pronam prabhu

  • @bidyutpanday7296
    @bidyutpanday7296 Před 2 měsíci

    হরে কৃষ্ণ।

  • @SumonDas-dj3un
    @SumonDas-dj3un Před 2 měsíci

    হরে কৃষ্ণ। কেমন আছেন পভু।

  • @user-fe6fm8sp2g
    @user-fe6fm8sp2g Před 2 měsíci

    প্রভু প্রনাম🙏 আমি আপনার প্রতিদিনের ক্লাস গুলা শুনি। আমি আপনার লাইভ ক্লাসে যুক্ত হতে চাই। আমাকে কি করতে হবে?

    • @premanjandas6955
      @premanjandas6955  Před 2 měsíci

      এই নম্বরে যোগাযোগ করুন 8001192512

  • @user-br9hb8vf2z
    @user-br9hb8vf2z Před 2 měsíci

    ❤❤❤❤❤❤❤

  • @prodiprd2355
    @prodiprd2355 Před 2 měsíci

    একাদশী তে তুলসী গাছে জল দেওয়া যায়?

    • @MANIK-JPS
      @MANIK-JPS Před 2 měsíci

      যায় ❤

    • @FatemaAliShammi-yg1mx
      @FatemaAliShammi-yg1mx Před 2 měsíci

      এটা আবার কেমন প্রশ্ন? গাছে পানি দিবেন সেটার জন্য আবার বার লাগে? নিষেধাজ্ঞা থাকে?🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

    • @prodiprd2355
      @prodiprd2355 Před 2 měsíci

      আপনার এত পাকনামি করা লাগবো না,যাকে প্রশ্ন করছি উনি তার উত্তর দেবেন

    • @FatemaAliShammi-yg1mx
      @FatemaAliShammi-yg1mx Před 2 měsíci

      @@prodiprd2355 প্রশ্ন করা কে পাকনামি বলে না।আদব এর অভাব।

  • @user-br9hb8vf2z
    @user-br9hb8vf2z Před 2 měsíci

    Hariboll hariboll hariboll hariboll hariboll hariboll hariboll hariboll hariboll hariboll hariboll hariboll

  • @khokonUllah
    @khokonUllah Před 2 měsíci +1

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
    কৃষ্ণ থেকে যদি সব কিছুর সৃষ্টি হয়
    তাহলে সব কিছুই তো ভগবান।
    তাহলে নরকে যাবে কে???

    • @premanjandas6955
      @premanjandas6955  Před 2 měsíci +2

      প্রধান মন্ত্রীর সব ছেলেই কি প্রধান মন্ত্রী? সূর্য থেকে কিরণ সৃষ্টি হয় বলে প্রতিটি কিরণই কি সূর্য?

    • @khokonUllah
      @khokonUllah Před 2 měsíci +1

      @@premanjandas6955
      🤗 ঠাকুর মশাই আরে ও ঠাকুর মশাই।
      সূর্য থেকে কিরণ আসছে বলে সূর্য আর কিরণ
      যদি একই জিনিস হয় তাহলে মাটি থেকে যতো
      খাবার উৎপান্নো হয় সেই খাবার না খেয়ে আজ
      থেকে মাটি খাবেন আপনি। 🤣🤣🤣🤣🤣🤣

    • @khokonUllah
      @khokonUllah Před 2 měsíci

      আগুন থেকে আলোর উৎপত্তি আলো
      তো আগুনের অংশ। আমি যদি কৃষ্ণ
      থেকে সৃষ্টি হই তাহলে আমি তো কৃষ্ণের
      একটি অংশ। আমি কেনো নরকে যাবো?

    • @Mr.SKNSen
      @Mr.SKNSen Před 2 měsíci +1

      ​@@khokonUllah
      আরে খোকন 🦉উল্লু ভাই!
      একি বলে হায় হায়!
      অন্ততঃ সাধারণ বুদ্ধিটা তো থাকা দরকার ছিল আপনার তাই নয় কি!
      এইটাই তো স্রষ্টা এবং তিনার সৃষ্টির মহিমা,
      আপনি যা নিতে পারবেন, আমরা যা কিছু নিতে পারবো তাই নেওয়ার জন্য সবাইকে সেইসব কিছু ভগবান আমাদের জন্য দিয়ে রেখেছেন আর সাথে তা চেনার জন্য যথেষ্ট বুদ্ধিও।
      কিন্তু আপনি মিয়া যা নেওয়ার জিনিস নয় তা নিতে দৌড়চ্ছেন! Why?🤨
      আপনি সূর্য্য নিতে গেলে মুহুর্তেই ডিম ভাজি হয়ে কোথাও হারিয়ে যাবেন কিন্তু আপনি সূর্য্যের কিরণ নিতে পারবেন বোলেই সূর্য্যকে দূরে দাড়িয়ে আপনার গায়ে টর্চ (কিরণ) মারবার হুকুম দিয়েছেন ভগবানজী।
      আপনি মাটি আর মাটিতে উৎপাদিত খাদ্যকে এক কোরে ফেললেন ফাইজলামি কোরে!
      কিন্তু একটিবারও ভাবলেন না যে মাটি কুনো খাদ্যই নয় অখাদ্য মানুষের জন্য।
      মাটির কাজ খাদ্য ফলানো আর মানুষের কাজ সেই খাদ্যকেই গ্রহণ করা মাটি ধুয়ে মুছে।
      হ্যাঁ আপনি অবশ্যই নরকে যাবেন না, যদি আপনি গুরুজীর কাছে নিষ্ঠাসহিত জ্ঞান নিয়ে শ্রীকৃষ্ণজীর দেখানো পথটি ধরেন, কিন্তু আপনি জেনেও যদি পশুর মত উড়িয়ে দেন তাহলে আপনি কখনই আত্মজ্ঞান লাভ কোরতে পারবেন না, এগোনোর কোনো পথই পাবেন না।
      আপনি আমি আমরা সবাই ভগবানের অতি ক্ষুদ্রাংশ আত্মাগত দিক থেকে; এই জড় দেহের ক্ষেত্রে নয়।
      আমরা আমাদের জীবনে নিজেই নিজের ঈশ্বর(জগতে টিকবার জন্য), সেই ক্ষমতা তিনি তিনার সব আত্মানুদের দিয়ে রেখে সবকিছু নিয়ন্ত্রণ করছেন।
      সকল শক্তির জোগান দিয়ে আমাদেরকে স্বাধীন কোরেছেন, আমরা আমাদের ইচ্ছেমত সবকিছুই কোরতে পারছি, নিজেকে এবং আমাদের সন্তানদের খাইয়ে যত্নে বাঁচিয়ে রাখতে ঈশ্বরীয় সামর্থ্য কে দিয়েছেন? সকল ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বরই দিয়েছেন।
      তাহলে গুরুজীর কথা এখন বুঝলেন তো?
      আমরা যদি ভগবানের দেয়া নির্দিষ্ট ক্ষমতাটিকে ব্যবহার কোরতে জানি তবেই আমরা তিনার অংশ বোলে নিজেকে প্রমাণ কোরতে পারবো এবং পারলেই আর নরকে যেতে হবে না।
      জগতে সর্বকালের আপন আর নিঃস্বার্থ প্রেমী নিজের মত আর দুটি কেউ নেই,
      অর্থাৎ; আমরা নিজেরা সর্বদা নিজের প্রতি যতটা দয়াকাতর, বিশ্বস্ত,ভরসাযোগ্য,স্বার্থবাহী এবং প্রিয় (ঈশ্বরীয় গুণাবলী) হয়ে থাকি তা আর কেউ কখনই হবে না একমাত্র পরমেশ্বর ব্যতীত।
      তাহলে; আমরা নিজেই নিজেদের ঈশ্বর(নিজেকে সর্বত্র টিকিয়ে রাখবার জন্যই),
      আমাদের সন্তানদের ঈশ্বর(সন্তানদের জন্মদান এবং লালন পালন কোরে জীবন গড়ে দেবার জন্যই),
      এবং এই সামর্থ্য আমাদের আছে বোলেই আমরা মানছি যে আমরা পরমাত্মার ক্ষুদ্রাংশ আত্মা।

    • @khokonUllah
      @khokonUllah Před 2 měsíci

      🤗 ঠাকুর মশাই।
      পরম আত্মার ক্ষুদ্র অংশ আমরা তাই-না দাদা।
      যেমুন বিশাল একটা পাথর কে। খন্ড খন্ড করে
      ছোট থেকে আরো ছোট করলে সেই অংশ কে
      বলা হয় ক্ষদ্রতম অংশ। তাহলে কৃষ্ণ হচ্ছে
      বিশাল ভগবান তা থেকে আমরা ক্ষুদ্রতম
      ভগবান । বড় ভগবান সতীদাহ্যের নামে জীবন্ত
      মানুষ চিতার আগুনে পুড়িয়ে মেরে সর্গে
      থাকবে। আর আমি ছোট ভগবান হয়ে
      ছোট ছোট পাপ করে কেনো নরকে যাবো 🤗???

  • @user-gs2ti3zo4t
    @user-gs2ti3zo4t Před 2 měsíci

    আপনার ধর্ম গ্রন্থে একজায় লেখা পূজা কর আবার (ইয়াযূর্বেদ ৪০:৯) লেখা "তারা অন্ধকারে নিমজ্জিত যারা প্রাকৃতিক বস্তু উপাসনা করে এবং তারা গভীর অন্ধকারে নিমজ্জিত হয় যারা শম্ভুতির উপাসনা করে"( শম্ভূতি শব্দের অর্থ সৃষ্টি করা বস্তু যেমন চেয়ার, টেবিল, প্রতিমা ইত্যাদি । আপনার ধর্মগ্রন্থই পূজা করতে নিষেধ করে এরপরেও আপনারা পূজা কেন করেন? আশা করি উত্তর টা দিবেন।

    • @subhashdasadhikary5263
      @subhashdasadhikary5263 Před 2 měsíci

      APNAR. ANS. QURAN
      THEKE. DIBO
      *Sura. Saffat. 37: 95
      " He. Said. ' Do. You
      Worship. That. Which. You. ( Your selves). Carve. ". ( Sahih. International. )
      * SURA SafFat 37:96
      " While. Allaha. Created
      You. And. That. Which
      You. DO. ". Sahih international.
      **Tafsir. --- "That. Is. The. Created. All. The
      Idols. ( And. Image). Which. You. Make. With
      Your. Own. Hands. And
      Consider. Then. As. God's. AR. Allaha. Along. Is. The. Creator of. All. The. Deeds. You. Do. This. Makes
      It. Clear. That. God. In
      The. Creater. Of. The.
      Deeds. Of. The. Servent. This. Is. Created. Of. Allaha. ". ***** SUNNAH. AHSANUL. BAYAN. In. Tafsir. .

    • @__z1.ad._x
      @__z1.ad._x Před 2 měsíci

      আমরা শুধু মূর্তি এর পুজা করি না। বীজ, গায়ত্রী মন্ত্র দ্বারা ভগবান কে ডাকা হয় ও ওই মূর্তির ভেতরে আহ্বান করা হয়।

    • @user-gs2ti3zo4t
      @user-gs2ti3zo4t Před 2 měsíci

      ​​@@subhashdasadhikary5263 আমি তো কুরআন থেকে প্রশ্ন করিনি। আপনার ধর্মগ্রন্থ থেকে প্রশ্ন করেছি। হিন্দুরা কেমন ধর্ম মানে যখন তারা নিজেরাই জানেনা যে তাদের ধর্ম গ্রন্থই মূর্তি পূজা নিষেধ করে। কুরআন তো মূর্তি পূজা নিষেধ করে তা আমরা সবাই জানি। আর আপনি তো লিখতে পারেন না 😂😂।আমার কাছে আইসেন লেখা শিখিয়ে দিব 😂😂 আপনার মতো মূর্খ আমি কখনোই দেখিনি। অন্য কমেন্টে আপনি মিথ্যা, অযৌগিক আর উল্টা পাল্টা কথা বলেছেন সেগুলোর উত্তর আমি দিয়েছি। আর আপনি বললেন সুরা সফফাত ৯৫ নম্বর আয়াত " সে ( ইবরাহিম) বললো, তোমরা নিজেরাই যাদেরকে খোদাই করে নির্মান কর তাদেরকেই পূজা কর" ?
      ৯৫ আয়াত " প্রকৃতপক্ষে আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরী কর তাহাও"

    • @user-gs2ti3zo4t
      @user-gs2ti3zo4t Před 2 měsíci

      ​​@@subhashdasadhikary5263 কথায় বলেনা " অল্প বিদ্যা ভয়ংকর" আপনার ক্ষেত্রেও তাই হয়েছে 😂😂😂।।

    • @user-gs2ti3zo4t
      @user-gs2ti3zo4t Před 2 měsíci

      কি হলো গুরূজী, উত্তর নেই কেন?