আমগাছের

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2022
  • আমগাছের #প্রুনিং নিয়ে থাকবেনা আর কোনো সমস্যা বা মনে কোনো প্রশ্ন| কারণ আজকের ভিডিওর বিষয় হচ্ছে আম গাছের প্রুনীং এর যাবতীয় তথ্য | (A complete video on #MangoPlantPruning )
    আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন-
    ১) আম গাছের প্রুনীং কখন করবো?
    ২) প্রুনীং করার সময় ডাল টিকে ঠিক কোথায় কাটবো?
    ৩) ৩:২:৩ অনুপাত প্রুনীং কি?
    ৪) ২:৩:২ অনুপাত প্রুনীং কি?
    ৫) প্রুনীং এর উপযুক্ত সময় কখন??
    ইত্যাদি ইত্যাদি |
    সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে আম গাছের প্রুনিং করলে, পরের বছর ফলন ও যেমন কয়েক গুণ বৃদ্ধি পাবে, তেমনি গাছ ও হবে ঝোপালো ও সুন্দর |
    তাই ভিডিও টি শেষ পর্যন্ত দেখুন, আশা করি এই একটা ভিডিও এর মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন |
    🙏🏻ধন্যবাদ🙏🏻
    #আমগাছেরপ্রুনিং
    #MangoPlantPruning
    #PruningTechnique
    #প্রুনিং
    #RupRoofGarden

Komentáře • 198

  • @soumitrachakraborty1738

    ছোট ভাই তুমি খুব ভাল করে বুঝিয়েছ ভাল লাগলো।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 10 dny

      অনেক অনেক ধন্যবাদ 💚💚😊😊

  • @sharifalirony1607
    @sharifalirony1607 Před 18 dny

    অসাধারণ ❤❤❤

  • @mousumiscookingstudio1655
    @mousumiscookingstudio1655 Před 5 měsíci +1

    অসাধারণ গাছ তৈরি করেছো ❤ আমি ও এভাবে শুরু করবো

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 5 měsíci

      হ্যায় ছাদবাগানে এভাবেই গাছ করলে ছোটো জায়গাতেই অনেক ফল পাওয়া যাবে। 😊💚💚

  • @sanjoypaul6480
    @sanjoypaul6480 Před rokem

    Khub sundar hoeche...onek gurutoopurnoo jinis shikhte parlam.

  • @syedatiuzzamanshaheen8387

    খুবই ভাল লাগল। বাংলাদেশ থেকে।

  • @satyamondal6752
    @satyamondal6752 Před rokem

    Khub bhalo laglo RUP DA. Thank u 🌹🌹🌹

  • @shampaghosh8073
    @shampaghosh8073 Před rokem

    দারুন ইনফরমেটিভ ভিডিও। বিশেষ করে নতুন ছাদবাগানীদের অনেক উপকারে লাগবে।😊😊

  • @sanjaynaskar7410
    @sanjaynaskar7410 Před rokem

    সুন্দর ভাবে প্রুনিংএর স্টেজ গুলো বোঝানোর জন্য ধণ্যবাদ।

  • @rumadebnath9710
    @rumadebnath9710 Před rokem

    Khoub sundor 🌱🌳🌳🥭🥭🥭

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      ধন্যবাদ ম্যাডাম 😊💚💚🙏🏻🙏🏻

  • @mdismailhossain8020
    @mdismailhossain8020 Před 6 měsíci

    এত সুন্দর করে বুঝালে তোমাকে গুরু মানতেই হবে!
    বাংলাদেশ থেকে ❤️❤️❤️🖤🖤🖤

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 6 měsíci

      অনেক অনেক ধন্যবাদ 😊💚💚

  • @joymujumder14
    @joymujumder14 Před rokem +1

    দারুন দারুণ দাদা খুব ভালো লাগলো, কারণ আপনি এতো সুন্দর করে বোঝালেন এবং একদমই camera সামনে নিয়ে দেখালেন সত্যি মনে হলো নিজেই পারবো, ভালো থাকবেন দাদা।

  • @SSSBARUN
    @SSSBARUN Před rokem

    Khub sundor video sir

  • @kawsaramirza6960
    @kawsaramirza6960 Před 10 měsíci

    Janale khube..upokar. hoto. Dada

  • @shoebahmed3512
    @shoebahmed3512 Před 11 měsíci

    ভাল লেগেছে,,,শিখলাম

  • @kulsumalam4565
    @kulsumalam4565 Před rokem

    এরকম একটা ভিডিও খুব দরকার ছিল ধন্যবাদ দাদা

  • @sitalchandramaity9449

    Khub upokar e lagbe video ti. Ei rokom video aro chai

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      Thank you..💚💚
      Chesta korbo aro valo korar.. 😊

  • @kaliram775
    @kaliram775 Před 3 měsíci

    খুব সুন্দর হয়েছে ভাই

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 3 měsíci

      অনেক অনেক ধন্যবাদ 💚

  • @abdulawal8621
    @abdulawal8621 Před rokem

    Thanks.

  • @mrigankamoulikbijali7329

    ধন্যবাদ

  • @malaykumarsarkar9165
    @malaykumarsarkar9165 Před rokem

    Very informative

  • @swapnasaha7843
    @swapnasaha7843 Před rokem

    Khub valo

  • @mdnazmoolhasan885
    @mdnazmoolhasan885 Před rokem

    Great bro.
    Thanks a lot.

  • @santanubhattacharjee1966
    @santanubhattacharjee1966 Před 5 měsíci +1

    Jay Shree Ram
    Excellent

  • @sulusharangi8977
    @sulusharangi8977 Před rokem

    Excellent video, how elaborated video. Beautifully described. Keep going Rup

  • @gardeningtraveling7939

    Darun

  • @SSSBARUN
    @SSSBARUN Před rokem

    Same gach ami ekta lagiachi . Video ta khub kaje laglo

  • @soumensamanta1197
    @soumensamanta1197 Před rokem

    dada apni khub valo moner manush 💚💚💚👍

  • @AMINkhan-bm8oe
    @AMINkhan-bm8oe Před 11 měsíci

    দারুন দূর্দান্ত brilliant presentation.ভালো থাকবে ভাই। খুবই সুন্দর ভাবে বিস্তৃত বিশ্লেষণ। নাগপুর মহারাষ্ট্র থেকে।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 11 měsíci

      অনেক অনেক ধন্যবাদ।
      আপনিও ভালো থাকবেন 💚💚😊

  • @sanjibhore9567
    @sanjibhore9567 Před 10 měsíci

    Very good brother

  • @shahidsumon2385
    @shahidsumon2385 Před 25 dny

  • @mahammadsamsuddin7606
    @mahammadsamsuddin7606 Před rokem +1

    তুমি বলে সম্বোধন করছি। কিছু মনে করো না ভাইয়া। Pruning করা নিয়ে যে সব তথ্য তুমি তুলে ধরেছো অসাধারণ। এত ভালো করে কেউ এতদিন বলে নি। ভাই তোমার কাছে একটা আবদার রাখছি যে কিছু ফলের চারা তৈরি করে তোমার সাবস্ক্রাইবারদের মধ্যে যারা নিতে ইচ্ছুক তাদেরকে একটু কম দামে যদি দিতে পারো তাহলে খুব উপকার হয়।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem +1

      কোনো ব্যাপার নয় দাদা, তুমি ই ঠিক আছে 😊| দাদা এই সব গাছ বিক্রি বা ব্যবসা তে ঢুকলে, হয়তো যান্ত্রিক হয়ে যাবো | তখন ভালোবেসে যে বাগান করা, সেটা হয়তো আর থাকবে না | তবে ৫,১০ টি চারা বানিয়েছি, কিন্তু তা নিজে শুধু গ্র্যাফ্ট শেখার জন্য|
      ভালো থাকবেন 💚💚
      ধন্যবাদ 😊😊

    • @mahammadsamsuddin7606
      @mahammadsamsuddin7606 Před rokem

      @@RupRoofGarden একটু চেষ্টা কর যাতে আমরাও একটা ছোট খাটো ছাদ বাগান করে অবসর সময় কাটাতে পারি এবং সখ মেটাতে পারি। আর তাছাড়া অন্য সব ইউ টিউবাররা যারা ছাদ বাগান করেছে তাদের গাছের দাম আকাশ ছোঁয়া। তাই একটু সহযোগিতা চাইছি।

  • @FarakkabadAgro
    @FarakkabadAgro Před rokem +1

    Nice dada

  • @bdridoy1567
    @bdridoy1567 Před rokem

    বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো দাদা,
    আমার ছাদ বাগানে মোট ১০ টি আম গাছ রোপন করেছি।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      💚💚💚
      বাহঃ খুব ভালো | এবার খুব ভালো করে যত্ন করো, গাছ ও তোমায় ভালোবাসায় ভরে দেবে 😊😊

  • @ujjalsensarkar8220
    @ujjalsensarkar8220 Před rokem

    waoo

  • @Hredoy_
    @Hredoy_ Před 7 měsíci

    Khub valo laglo dada ❤ love from murshidabad

  • @sam756
    @sam756 Před rokem

    Nice

  • @swapan5382
    @swapan5382 Před rokem

    Excellent 🧡 🤍 💚

  • @deepakkumardas6847
    @deepakkumardas6847 Před rokem +1

    Very informative video dada.... 👍 I hope everyone have understood ur trimming techniques ☺️

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem +1

      Thank you so much.. 😊💚💚

    • @rajdeepmudiar74
      @rajdeepmudiar74 Před rokem

      ​@@RupRoofGarden ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @wafas672
    @wafas672 Před rokem

    ❤❤❤

  • @dipakkarmakar546
    @dipakkarmakar546 Před rokem

    খুব ভালো লাগলো আপনার ভিডিও টা।দশ ইঞ্চি টবের হিসাবে খাবার কতটুকু দিতে হবে, প্রুনিং করার কতদিন আগে?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      প্রুন করার মোটামুটি ১৫-২০ দিন আগে ১০" টবে ৩,৪ মুঠো খাবার দিলেই যথেষ্ট।

  • @Orshabikezone
    @Orshabikezone Před 3 měsíci

    সব ঠিক আছে ভাই।
    কিন্তু আমি যতটুকু জেনেছি, আম গাছ নাকি নিমখোল সহ্য করতে পারে না।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 3 měsíci

      হ্যায় এমন রটনা এক সময় এসেছিলো। এই নিয়ে বিস্তারিত একটি ভিডিও ও বানিয়েছি আমি। কিন্তু আমি আমার সব আম গাছেই নিম খোঁল ব্যবহার করি। আজ পর্যন্ত কোনো ক্ষতি তো দেখিনি। 💚😊

  • @pagalami2077
    @pagalami2077 Před rokem +1

    Dada eto late hoy kno vdo dite.protidin tmr vdo chai.
    Bhalobasha obiram from Bangladesh

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem +1

      কর্ম জীবনের বেড়াজাল ভীষণ ই কঠিন 😊😊|
      স্বাস্থ্যদপ্তরে চাকুরীরত আমি | তাই সময়ের খুবই অভাব |
      তবে খুব চেষ্টা করি, যাতে সপ্তাহে ২টি ভিডিও দিতে পারি | অনেক সময় হয়,অনেক সময় পেরে উঠিনা |
      আশা করি ক্ষমা করবেন 🙏🏻🙏🏻
      Thank you.. 😊💚💚

  • @sahriorparvez2433
    @sahriorparvez2433 Před rokem

    Eirokom perfect video anekdin wait korchilam.. Kono you tuber eto sundar kore specially aam chara niye pruning video dite pareni tomar moto kore... Anek anek thanks....

  • @abuyusuf2964
    @abuyusuf2964 Před 10 měsíci

    Khub valo kotha Sare korecho tar jonno thanks ami chennai thaki ami barir chade akta kati mon aam lagiche two months holo notun pata aseche ekhon gache kichu khabar dite hobe na ki janale khub valo hoy dada

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 10 měsíci

      Mati ki vabe toiri korechilen? Ki ki mix kore?? Aar 15-20 din por khabar din. Choto gach.. Besi khabar ar dorkar nei akhon e.

    • @abuyusuf2964
      @abuyusuf2964 Před 10 měsíci

      Ok thanks

  • @traditionwithchanchal8713

    দাদা আমি বাংলাদেশ থেকে, সাইট্রাস গাছের প্রুনিং নিয়ে একটি ভিডিও তৈরি কোরেন।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem +2

      Khub taratari ar upor video asbe. Malta gulo harvest korar somoy chole elo. Tar por e.
      Jodio ar upore ekta video ache channel a. Dekhte paro.

  • @dragonfruit007
    @dragonfruit007 Před rokem +1

    Khub bhalo laglo please reply sir

  • @arnabdas4624
    @arnabdas4624 Před rokem

    Onek kichu Jantay parlam dada 💚💚🥭🥭
    Ekta proshno dada..tomar kachay লেৰু gacher jonno micronutrients kon company er ta bhalo monay hoi??

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem +1

      Ami Mobomin sob gachei bebohar kori| achara sagorika liquid ta bebohar kori.

    • @arnabdas4624
      @arnabdas4624 Před rokem

      @@RupRoofGarden acha dada onek ধন্যবাদ 😌😌💚💚🌱🌱

  • @azadali-jv2fv
    @azadali-jv2fv Před rokem

    প্রথমে কত ইঞ্চি টব ব্যাবহার করতে হবে?
    আর আপনার ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem +1

      যে কোনো গাছ এনেই বড়ো পাত্রে দেওয়া উচিত নয়, প্রথমে ১০" টব বেস্ট | তার পর গাছ বড়ো হলে বড়ো টব ব্যবহার করবেন | ধন্যবাদ 😊💚💚

  • @asimamaiti9244
    @asimamaiti9244 Před rokem

    Khub sundar. Help darkar hole korbe to bhai?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      Sob somoy sathe paben. 😊😊
      Thank you💚💚

  • @tusharghosh87
    @tusharghosh87 Před rokem

    দাদা আমি Assam থেকে বলছি।।।। আপনার ভিডিও গুলো দারুন। একবার সাক্ষাৎ করতে চাই ।।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      আপনাদের এমন উৎসাহমূলক কমেন্ট ই আমাকে আরো উদ্বুদ্ধ করে আরো নতুন উদ্যোমে ভালো কিছু করার | এভাবেই পাশে থাকবেন|
      আর সাক্ষাৎ খুব শীঘ্রই হবে এই আশা রাখি |
      😊💚💚💚

  • @mdsahabuddink
    @mdsahabuddink Před rokem

    দাদা, খুবই সুন্দর ভিডিও তারজন্য ধন্যবাদ 🇧🇩 কিন্তু দাদা তার পরেও আগ্রহ চলে আসে কিছু বলার,,,,আর তা৷ হলো ধরেনাও তোমার পুনিং করা ছোট গাছটির উপর ধারা বাহিক পুনিং ভিডিও আমাদেরকে উপহার দেয়ার জন্য৷ তাহলে অন্তত বুঝতে পারবো কতদিন পর পর তুমি গাছটিকে পুনিং কর,,,, আবারো তোমার জন্য শুভ কামনা,,,,, ধন্যবাদ🇧🇩

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      ওকে, যে ছোটো গাছটিকে প্রুন করলাম, এর উপরে পর পর ভিডিও দেবো, কথা দিলাম 😊😊💚💚

    • @mdsahabuddink
      @mdsahabuddink Před rokem

      @@RupRoofGarden ধন্যবাদ,,,,

  • @murarimohan8744
    @murarimohan8744 Před rokem

    ভাই রূপম আপনার ভিডিও আমাদের অনেক কাজের হয়েছে তবে আমার কিছু প্রশ্ন ছিলো, কতো দিন পর পর প্রুনিং ৩:২:৩ করতে হবে। ধন্যবাদ।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      ৩:২:৩ প্রুনিং এ টাইম এর কোনো ব্যাপার নেই |
      একদমই সিম্পল একটি ব্যাপার |
      1st প্রুনিং এ ৩টি ডাল নেবো |
      ২nd প্রুনিং এ ২ টি ডাল নেবো |
      3rd প্রুনিং এ ৩টি ডাল নেবো |
      তবে অনেক সময় প্রুনিং করার পর নতুন ডাল কম আসতে পারে,তাই তখন হয়তো ২:৩:২ এই ভাবেও ডাল নিতে হতে পারে |

  • @dibyendumaji6611
    @dibyendumaji6611 Před rokem +1

    Dadabhai, mango tree te ki Neem khol deoa Jane

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem +1

      আমার সব মিলিয়ে ২২ টা আম গাছ আছে, আমি সব গুলিতেই মাটি তৈরির সময় যেমন নিম খোঁল ব্যবহার করেছি, আবার জৈব মিশ্র সারেও ২৫% নিম খোঁল ব্যবহার করে থাকি| আমের উপরে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, গাছের চেহারা দেখেই বুঝতে পারবেন আম গাছ মারা গিয়েছে কিনা 😊😊??এর থেকে বেশি কিছু বলবোনা |😊😊
      তবে আমি মাটি ১মাস আগে থেকে তৈরী করে রাখি | আর মিশ্র সার ও মিনিমাম ১৫ দিন পর থেকে ব্যবহার করি |
      Thank you.. 😊💚💚

  • @nilufakhatun7137
    @nilufakhatun7137 Před rokem

    Amar kamranga gacher pata holud hoye jhore jachhe ki dile sobuj thakbe please bolben 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      Kamranga gacher ata ekta habit. Bises kore khub bristi hole tar por. Ba kono karone mati jodi khub sukiye jai. Tai matite jeno sob somoy moisture thake. Aar 15 din por por 2,3bar Epsom salt 1.5gm/lit jole gule spry korun.
      Gacher matite jeno porjapto khabar thake.
      Thank you.. 😊💚💚

    • @nilufakhatun7137
      @nilufakhatun7137 Před rokem

      @@RupRoofGarden chelated iron powder spray korle kaj hobe please bolben 🙏🏼🙏🏼🙏🏼

  • @b.a.s.farming3775
    @b.a.s.farming3775 Před 10 měsíci

    Dada eivabe ki sab ga6e proonuning kara jai ??
    Ami agarwood & sandalwood matite lagate chai kothai valo jater chara pabo bolte paren.
    Forest dept theke egulo ki free te paoa jai ??

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 10 měsíci

      Dada sorry.. A bisoye amar sothik dharona nei.
      Apni apnar locality ar agriculture dept. a khoj nite paren. 💚

  • @sahriorparvez2433
    @sahriorparvez2433 Před rokem

    Grafting er upor 1st ring te prun korle asubidha neito? 2 nd ring bud theke prun korle gachta anek lomba hoye jachhe...

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      Kono osubidha nei.
      Jodi height thik thake, tobe 2nd, 3rd ring bud te o kora jai.

  • @sayemhossain5430
    @sayemhossain5430 Před 4 měsíci

    দাদা DAP এবং TSP সার কি এক সাথে মিশিয়ে ড্রামের মাটিতে দেওয়া যাবে??

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 4 měsíci

      যাবে। কিন্তু দেওয়ার সময় সাবধানে দেবেন । বেশি যাতে না হয়ে যায়।ফুল থেকে গুটি সেট হওয়া শুরু হলে তার পর দেবেন।

  • @sujoysarkar8748
    @sujoysarkar8748 Před 10 měsíci

    Gas laganor koy din kora jabe

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 10 měsíci

      Apni hoito bolte chaichen, gach laganor koto din por prun kora jabe?
      Apni prun kore o poting korte paren. Abar poting korar 15 din por gach ti set hoye geleo korte paren. Tobe 2nd option ti best.

  • @indrajitsen3167
    @indrajitsen3167 Před měsícem

    নতুন চারাগাছ বসিয়েছি। তোমার এক বছর আগের একটা কাটিমন গাছের pruning দেখলাম। এখন pruning করলে কি খাবার দেবো n কতটা দেবো? 8:12

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před měsícem

      মাটিতে যথেষ্ট খাবার থাকলে, প্রুনীং এর জন্য আলাদা করে খাবার দেওয়ার প্রয়োজন নেই। তবে খাবার দেওয়ার সময় যদি ৩মাসের বেশি হয়ে যায়, তাহলে প্রুন করে খাবার দিয়ে দিন। এতে স্বাস্থ্যবান ডাল বের হবে। আর খাবার পাত্রের আকারের উপর বিবেচনা করে দিন। আর আপনি কি খাবার ব্যবহার করেন?

  • @dilipbiswas2140
    @dilipbiswas2140 Před rokem

    গত সপ্তাহে রেড আইভরি, ব্যানানা, মিয়াজাকি গাছ বসিয়েছি, প্রুনিং করবো কিন্তু কবে কখন করবো এটাই ভাবছিলাম। এপ্রিল নাগাদ করবো কিন্তু তখন আবার মুকুল আসতে পারে, তাই ধন্দে আছি কি করবো। সামনের মাস অর্থাৎ অক্টোবর এর প্রথম সপ্তাহে কি করা যাবে। একটু মূল্যবান উপদেশ এর অপেক্ষায় থাকলাম। আপনার ওই স্মাইলিং ফেস এ প্রেজেন্টেশান টা আমার বেশ ভালো লাগে।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      এক সপ্তাহ আগে গাছ নিয়েছেন?? তাহলে গাছ সেট হোক আগে, ১তা ফ্ল্যাশ ছাড়লে তার পর প্রুন করুন | অক্টোবর এর ১ম সপ্তাহে প্রুন করুন | শীতকাল টা বাদে | তবে এই সময় টায় করতে পারলে ভালো হতো |
      ধন্যবাদ 😊😊💚💚

  • @dharsgreen650
    @dharsgreen650 Před 6 měsíci

    প্রুনিং এর প্রকৃত সময় কোন মাস বলে দিলে সুবিধা হয় sir

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 6 měsíci

      মার্চ তো অক্টোবর যে কোনো সময় আম গাছে প্রুন করা যায়। আসলে আবহাওয়াতে গরম ভাব থাকলেই প্রুন করলে নতুন ডাল বের হবে। ঠান্ডা সময় টুকু শুধু প্রুন এর আদর্শ সময় নয়।

  • @sahriorparvez2433
    @sahriorparvez2433 Před rokem

    Dada misro khabar er sathe ki debo jate gach er kando mota hoi? Plzzzz

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      টবের ধার বরাবর সিঙ্গেল সুপার ফসফেট (১২" টবে ১-১.৫ চামচ ) দিয়ে দাও | সাথে মিশ্র খাবার |

  • @onlinePosting678
    @onlinePosting678 Před rokem

    আমার বাগানটি ভালো লাগে কি না চেয়ে দেখতে পারেন ❣️❣️👉

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      আপনার চ্যানেল আছে?? নাম বলুন, অবশ্যই দেখবো।। 😊💚💚

    • @onlinePosting678
      @onlinePosting678 Před rokem

      @@RupRoofGarden ছাদ কৃষি ছাদ বাগান গাছের চর্চা

  • @Entertainment-ez6in
    @Entertainment-ez6in Před 11 měsíci

    Dada apni tree kon jayga theke buy koren ?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 11 měsíci

      অনলাইনে Webgarden থেকে অনেক বার আনিয়েছি। আর কোচবিহার এর ত্রিশূল নার্সারী থেকে নিয়ে থাকি।

    • @Entertainment-ez6in
      @Entertainment-ez6in Před 11 měsíci

      @@RupRoofGarden
      Thankyou dadabhai.

    • @Entertainment-ez6in
      @Entertainment-ez6in Před 11 měsíci

      @@RupRoofGarden
      Apnar pH no ta deben dada ?
      Apnar garden dekhte jabo .

  • @bappamondal5442
    @bappamondal5442 Před 4 měsíci

    Benana mangote kivabe 3 Istu 2istu 3 dekhalen?vidiota aktu vul dekhalenna?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 4 měsíci

      গাছের ডাল সব সময় তো সমান সংখ্যক বের হয়না। যে সময় এমন হয়, সে ক্ষেত্রে উপায় না পেয়ে এমন হতে পারে।

  • @ixsunny
    @ixsunny Před rokem

    দাদা নমস্কার।
    বড় গাছ কিভাবে ছোট করবো? গাছটি হাফ ড্রামে লাগানো আছে।
    ২য় এবার বৃক্ষ মেলা থেকে কয়েক জাতের আম গাছ ও অনান্য। একটি চায়না লিচু গাছও এনেছি।
    এগাছ গুলোর কেনা থেকে বয়স ৪ চার মাস। এখন কি প্রুনিং করা ঠিক হবে? গাছে কিছু নতুন শাখা বেরিয়েছে। জানাবেন দয়াকরে।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      1) ড্রামের গাছ ও এক ই উপায়ে প্রুন করতে হবে | ফল তুলে নেওয়ার পর তার নিচের রিং বাড দেখে সেখানে প্রুন করতে হবে| যে সমস্ত ডাল অপেক্ষাকৃত দুর্বল, সে গুলি কেটে বাদ দিতে হবে | যদি মনে হয় গাছ খুবই বড়ো হয়ে গেছে, তাহলে যে ডাল গুলি বেশি লম্বা হয়ে গেছে ওগুলি রিং বাড দেখে হার্ড প্রুন করতে হবে |
      ২) গাছ এক মাসের পর ই প্রুন করতে পারেন | তবে গাছ রোপন করার পর একটা ফ্ল্যাশ ছাড়লে তার পর ই প্রুন করলে সব চেয়ে ভালো | আপনি যেহেতু বললেন নতুন ডাল বের হয়েছে, তাহলে করতেই পারেন |
      আপনি চাইলে Rup Roof Garden ফেইসবুক পেজ এ মেসেঞ্জার এ গাছের ছবি দিতে পারেন | তাহলে দেখে আরো ভালো করে বলতে পারবো |
      ধন্যবাদ 😊💚💚

  • @mahabubshohel3287
    @mahabubshohel3287 Před rokem

    ছত্রাক নাষক কি ঔষধ ব্যবহার করবোও কি নাম ভাই ?কোথায় পাবো?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      (Carbendazim+ Mencozeb ) ai composition ar je kono fungicide.
      Aar Copper oxicloride base je kono fungicide.

  • @sahadevroy9744
    @sahadevroy9744 Před 11 měsíci

    Bachore koto bar pruning kora jay

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 11 měsíci +1

      Ovabe to thik bola jaina. Gach ki shape a royeche, tar upor depends kore. Gach single daal ar hole prothome 1st prun kore, 2 ti ba 3ti daal nite hobe. Tar por 2nd stage prun korte hobe. 💚

  • @user-qi7hw6de2f
    @user-qi7hw6de2f Před 4 měsíci

    আপনার সাথে যোগাযোগে মাধ্যমটা বলে দেন

  • @nojfulislam712
    @nojfulislam712 Před 10 měsíci

    নতুন চারা লাগানোর কত দিন পর পুনিং করব একটু জানাবেন।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 10 měsíci

      গাছ লম্বা হলে গাছ পটিং করে ৭ দিন পর ই প্রুন করতে পারেন। তবে মনে রাখবেন, শীতের সময় টুকু বাদে দিয়ে করতে হবে। শীতে ডরমেনসি পিরিয়ড। নতুন ডাল আসবে না।

  • @Sunny-wp4fd
    @Sunny-wp4fd Před 4 měsíci

    8-10 ft hoye gele kemon chatbo janaben.

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 4 měsíci +1

      তাহলে হার্ড প্রুন করতে হবে। সুস্থ সবল ডাল গুলো নির্বাচন করে যেমন শেপ দিতে চান ওভাবে। এবার ফল হারভেস্ট করার পর, আমি আমার কিছু গাছে করবো। সে সময়ে ভিডিও বানাবো। 💚😊

  • @BrawlerDoge
    @BrawlerDoge Před 4 měsíci

    দাদা, এই technique এ প্রুনিং কি সব গাছেই করা যাবে?
    আমি কি এটা আতা, লঙ্গান এসব গাছেও করতে পারবো?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 4 měsíci +1

      আতা, লঙ্গন এই সব গাছের কান্ড তো আমের মতো নয়, তাই এই ভাবে প্রুন করা যাবে না। পছন্দের ডাল টি রেখে, লম্বা বা যে ডাল গুলির জন্য গাছের শেপ নষ্ট হয়ে যাচ্ছে সেগুলি কে প্রুন করে দিন। 💚

    • @BrawlerDoge
      @BrawlerDoge Před 4 měsíci

      @@RupRoofGarden thanks dada❤️❤️❤️❤️❤️❤️

  • @MdAbdullah-wf7nu
    @MdAbdullah-wf7nu Před rokem

    বারমাসি আম গাছ কোন মাসে ও সিজেনাল আম গাছ কোন মাসে প্রুনিং করতে হবে? জানাবেন।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      বারোমাসি আম কে ফল হারভেস্ট করার পর প্রুন করে দেবেন।
      আর এমনি সিজেনাল আম কে শীতকাল বাদে যে কোনো সময় প্রুন করা যায়। তবে এই মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভালো হয়।

  • @indubhusandutta3302
    @indubhusandutta3302 Před rokem

    দাদাভাই, 2মাসের বেশী মাটিতে কাটিমন গাছ লাগিয়েছি। কিন্তু পাতা খুব সবুজ ও চকচকে আছে। দুটি ডাল আছে কিন্ত কোন শাখা বেরোচ্ছে না দু চারটে পাতার কোনগুলি পুড়ে পুড়ে গেছে। কি করবো দাদাভাই?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      এই ভিডিও তে দেখো, কিভাবে প্রুনীং করতে হয়। আর বর্ষার জল পেলে দেখবে গাছের নতুন গ্রোথ শুরু হয়েছে। আম গাছে বিশেষ করে কাটিমন আমে প্রথমে গ্রোথ কম হয়। রুট ডেভেলপমেন্ট শুরু হলেই ডালপালা বের হবে। অল্প সময় দাও গাছকে। ভালো কোনো ফাঙ্গিসাইড ১০ দিন পর পর ৩ বার স্প্রে করো। ঠিক হয়ে যাবে।

  • @Debjanibannya
    @Debjanibannya Před rokem

    বছরের কোন মাসে প্রুনিং করবো একটু বলবেন?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      আবহওয়া গরম থাকলে যে কোনো সময় ই প্রুন করা যায়। শুধু শীত কাল টুকু বাদে দিয়ে। কারণ ওই সময় আম গাছ ডরমেনসি তে থাকে। তবে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত আদর্শ সময়।

  • @tuhindey613
    @tuhindey613 Před rokem

    Ami ekta bisoy jante chai. 3:3:3 ratio te ki pruning kora jabe? Ami 2nd time pruning kore6i. Ager 3 ta branch theke 3 ta kore notun branch beriye6e. Tai jante chai6i 3 ta kore branch rekhe debo?????

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      Daal guli jodi healthy hoi,rakhte paren. Tobe 3:2:3 korle gacher frame strong hoi.

    • @tuhindey613
      @tuhindey613 Před rokem

      @@RupRoofGarden ok. Tahole 3:2:3 rakhbo. Thank you amar confution dur korar jonno....

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      3ti daal ar moddhe j daal ti vitor ar dike jacce setike baad deben. Je daal 2ti bairer dike, sei 2ti rakhben.

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      3ti daal ar moddhe j daal ti vitor ar dike jacce setike baad deben. Je daal 2ti bairer dike, sei 2ti rakhben.

    • @tuhindey613
      @tuhindey613 Před rokem

      @@RupRoofGarden ok.....

  • @mantudatta383
    @mantudatta383 Před rokem

    আমার আম গাছটা কিনেছি এক বছরের বেশি।তখন থেকেই মুকুল আসে কিন্তু গুটি সব ঝরে যায়। কি আম জানিনা। গাছটা এক হাত লম্বা। এখন আবার মুকুল এসেছৈ। খুব ভয় হচ্ছে আবার হয়তো ঝরে যাবে,আম হবেনা। গাছটার গোড়াতে বেশ হলুদ গাছ হয়েছে।মনে করছিলাম হলুল্রর গুনে গাছটা ভাল হবে।এ পর্যন্ত চার বার একই ঘটনা। এবার আমি কি কোরব জানালে খুব উপ‍্কৃত হব। শুভেচ্ছা জানিয়ে উত্তরের অপেক্ষাতে রইলাম। টবটা দশ ইন্চি।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      প্রথমত - গাছের বয়স ১ বছরের কম হলে ফল না নেওয়াই ভালো | নাহলে গাছের চেহারা ভালো হবে না |
      দ্বিতীয়ত - ফল গাছের গোড়া যতটা পারবেন পরিষ্কার রাখার চেষ্টা করবেন, আগাছা কিছু জন্মাবে ঠিক আছে, কিন্তু হলুদ বা আই ধরণের গাছ গোড়ায় থাকলে টবের খাবার ওরাই খেয়ে নেবে, ফলে আপনার ফল গাছ যথেষ্ট খাবার পাবেনা |
      আম গাছের উপরে অনেক ভিডিও আছে, প্লিজ অল্প সময় নিয়ে দেখবেন, আশা করি সব বুঝে যাবেন |
      ধন্যবাদ 😊💚💚

  • @golamyeazdani4334
    @golamyeazdani4334 Před 9 měsíci

    আমি একসপ্তাহ হলো 3.5 ফুটের একটি কাটিমন আমগাছ লাগিয়েছি,সেটাতে কি এখন প্রুনিং করবো?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 9 měsíci

      এখন প্রুন করলে, নতুন ডাল নাও আসতে পারে। কারণ ঠান্ডা আর কয়েক দিনের মধ্যেই পরে যাবে।

  • @user-qi7hw6de2f
    @user-qi7hw6de2f Před 4 měsíci

    আপনার সাথে যোগাযোগ করতে চাইলে কিভাবে করবো, প্লিজ জানাবেন।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 4 měsíci

      Rup Roof Garden ফেসবুক পেজে গিয়ে মেসেজ করুন। আমি রিপ্লাই দেবো। 😊💚

  • @Joon-Axom
    @Joon-Axom Před rokem

    Bhai, mone hoy r keuke prosno korte hobe na" purning" sombondhe ...🙏🙏

  • @malaydan5925
    @malaydan5925 Před rokem

    আমি একজন 75 বছরের ছাদ বাগানি। তাই তোমার কাছে অনুরোধ monh wise আম গাছের পরিচর্যা VDO দিতে পারো তাহলে আমার খুব উপকার হয়।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      প্রণাম নেবেন 🙏🏻🙏🏻
      আপনার কথা আমার মাথায় রইলো। চেষ্টা করবো আপনার কথা রাখার। তবে আম গাছের যত্ন ওভাবে মাস মাস না করলেও ভালো ভাবে ফলন দেবে। বর্ষার আগে ও বর্ষার পড়ে। আর শীতের আগে ও শীতের পড়ে যত্ন করলেই গাছ খুব ভালো ভাবে বেড়ে ওঠে।
      ভালো থাকবেন 😊😊💚💚

    • @malaydan5925
      @malaydan5925 Před rokem

      ঐ 4.মাসের treatment এর vdo dao. তোমার presentation খুব impressive ektu help koro.

    • @MinakshiDas-ji9fr
      @MinakshiDas-ji9fr Před 6 měsíci

      Ami aj akti katimon chara anechi. Ete 3ti ring hoyeche. 1ti dal er gach. Besh lomba hoye gache. March er por ki 1st ring er por pruning Kora jabe?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 6 měsíci

      গাছের উচ্চতা খুব বেশি না হলে দ্বিতীয় রিং এ প্রুন করুন। আর মার্চ আর শেষের দিকে করুন। ওখান থেকে যত গুলি ডাল বের হবে, তার থেকে ৩টি স্বাস্থ্যবান ডাল রেখে, বাকি গুলি ভেঙে দেবেন। 💚

  • @sayemhossain5430
    @sayemhossain5430 Před 9 měsíci

    অক্টোবর মাসে ছোট গাছের ডাল ছাটাই করলে এই মৌসুমে নতুন শাখা বের হবে কি?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 9 měsíci +1

      Hay ekta flash ber hobe. Tobe matite khabar jeno thake. 1st week ai prun korun, tahole. Sesher dike korle nao ber hote pare.

    • @sayemhossain5430
      @sayemhossain5430 Před 9 měsíci

      @@RupRoofGarden জি ভাইয়া প্রনিং করে মাটিতে খাবার দিয়েছি

  • @ongkara2791
    @ongkara2791 Před rokem

    ভাই আমার আম গাছে প্রুনিঙ করার পর দুটি বা তিনটি ডালের নতুন কুশি বেরবার সময় নতুন সদ্য কচি পাতা পুড়ে পুড়ে শুকিয়ে যাচ্ছে আর কিছু কিছু আম গাছে নতুন পাতা 1টা বা 2 টো কাস্তের আকার ধারণ করেছে আর পাতার উপর সেলাই মেশিন চালাবার মত সুক্ষ সুক্ষ ছিদ্র দেখা দিচ্ছে।কি করা যায় বললে আমার মতো অনেকেরই উপকার হবে।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      যে পাতা গুলি অমন হয়েছে, কেটে বাদে দিয়ে পুড়িয়ে দিন, বা দূরে ফেলে দিন | হয়তো আপনার গাছের আশেপাশে অন্য গাছেও উইভিল পোকা বা পাতা কাঁটা পোকা রয়েছে | ওগুলো পাতায় ধরলেও এমন হয় | তাই নতুন পাতা আসছে এমন দেখলেই (Profenofos + Cypermethrin ) কম্পোজিশন এর পেস্টিসাইড একবার ১ml/lit জলে গুলে স্প্রে করুন | আর গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট এর অভাবে বা খাবার অভাব থাকলেও এমন হয় |
      তাই গাছে ভালো করে খাবার দিন | আর ১৫ দিন পর পর ২,৩ বার ভালো মানের কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করুন | আশা করি ঠিক হয়ে যাবে |
      Thank you😊💚💚

  • @ashimdas5897
    @ashimdas5897 Před rokem

    আম গাছের নতুন কোচি পাতা ছোটো হয়ে যাচ্ছে ।
    এর সমাধান কি ?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      হয়তো গাছে খাবার আর মাইক্রোনিউট্রিয়েন্ট এর অভাব আছে |

  • @gulsanshaikh8537
    @gulsanshaikh8537 Před rokem

    বলছি দাদা আজ 10 দিন হল আমি কিছু বারোমাসি আমের চারা টবে লাগিয়েছি তো কতদিন পর গাছগুলোকে প্রুনিং করা যাবে যদি একটু বলেন

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem +1

      এক মাস পর ই করতে পারবেন | তবে এটা বলুন, গাছের কয়টা ফ্ল্যাশ বেরিয়েছে?????

    • @SSSBARUN
      @SSSBARUN Před rokem

      @@RupRoofGarden 2 to ache kintu 2.5 fit gach weight korbo naki pruning kore debo 3ter por

    • @gulsanshaikh8537
      @gulsanshaikh8537 Před rokem

      @@RupRoofGarden আমার যে কাঠিমুন গাছটা রয়েছে ওটাতে তিনটা ফ্লাস বার হয়েছে সিঙ্গেল ব্রাঞ্চ আর অন্য যে গাছ গূল আছে সেগুলো 1.5/2 ফুট এর জোর কলমের গাছ ,একটি তে ডবল ব্রাঞ্চ একবার ফ্লাস ,বাকি গুলো তে কোনো ফ্লাস নেই

  • @vlogger82soumen
    @vlogger82soumen Před měsícem

    দাদা কোন স্টেজে গিয়ে ফল নিলে ভালো হবে , দ্বিতীয় স্টেজে না তৃতীয় স্টেজে ।

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před měsícem

      স্টেজ নয়, গাছের বয়স হিসাবে নিতে হবে। প্রথম বছর ফুল এলে, ফুল ভেঙে দিতে হবে। দ্বিতীয় বার ফুল এলে ওই ফুল থেকে ফল নেবেন। 💚

    • @vlogger82soumen
      @vlogger82soumen Před měsícem

      হরে কৃষ্ণ ধন্যবাদ 🙏

  • @swapanpal9801
    @swapanpal9801 Před rokem

    আমশুদ্ধু ডালটা কাটতেই বড় কষ্ট হল!!

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      এই কষ্ট সহ্য করলে পরের বার কয়েকগুণ বেশি ফলন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

  • @kawsaramirza6960
    @kawsaramirza6960 Před 10 měsíci +2

    Katimon Amm. Gacher. Purring. Kobe. Korbo

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 10 měsíci

      গাছের বয়স কত? এবার কি ফল হয়েছিলো?
      যদি ছোটো এক ডালের গাছ হয়ে থাকে, তাহলে এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত যে কোনো সময় প্রুন করা যাবে। আর গাছে ফল হলে, ফল হারভেস্ট করার পর সফ্ট প্রুন করে দিলেই হলো।

  • @taslimazaman2055
    @taslimazaman2055 Před 2 měsíci

    আমি একটি কাটিমন আম গাছ ছাদে লাগানোর পর এর সব গুলো মুকুল পরে গেছে,এর পর আমি মুকুলের গোড়া থেকে ডাল গুলো কেটে দিয়েছি, কিন্তু আমার গাছটিতে রিংবাড কম,সিঙ্গেল পাতা বেশি, এটি আমি কিভাবে প্রনিং করবো?

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před 2 měsíci

      আপনার সুবিধা মতো, কতটা উচ্চতা গাছ রাখবেন, সেভাবেই প্রুন করে দিন। রিং বাড না থাকলে ওই সিঙ্গেল পাতার গোড়া থেকে নতুন ডাল বের হবে। এক্ষেত্রে ডাল গুলো একজায়গা থেকে বের না হয়ে, বিভিন্ন জায়গায় বের হবে। মাটিতে গাছ থাকলে এমন প্রুন করলে ভালো হয়। তবে কোনো বেপার নয়। আপনি আপনার গাছ অনুযায়ী প্রুন করে দিন। 💚

    • @LakyLaky-xc1nw
      @LakyLaky-xc1nw Před 11 dny

      অনেক সুন্দর বিডিও

  • @sumoncomputer4425
    @sumoncomputer4425 Před rokem +1

    ভাই এখন ত বর্ষাকাল, এখন কি প্রুনিং করা জাবে

    • @RupRoofGarden
      @RupRoofGarden  Před rokem

      হ্যায় করা যাবে . আর 1 মাস পর আর করা যাবে না | প্রুন করে, সেই জায়গায় ফাঙ্গিসাইড এর পেস্ট দিয়ে দেবেন |
      তাহলেই আর কিছু হবে না।

  • @mrigankamoulikbijali7329

    ধন্যবাদ