মহেশখালী আদিনাথ মন্দির | মহেশখালী দ্বীপ ভ্রমণ গাইড 2023 | Moheshkhali Tourist Spot Cox’s Bazar

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • মহেশখালী আদিনাথ মন্দির | মহেশখালী দ্বীপ ভ্রমণ গাইড 2023 | Moheshkhali Tourist Spot Cox’s Bazar
    কক্সবাজারের পাশেই বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী ভ্রমণ | Moheshkhali | Cox’s Bazar Travel
    মহেশখালী দ্বীপ কক্সবাজার জেলার একটি পাহাড়ি দ্বীপ বা উপজেলা যা কক্সবাজার শহর থেকে মাত্র ১২ কিলোমিটার পশ্চিমে সাগরের মাঝে অবস্থিত। প্রায় ৩৬২ বর্গ কিলোমিটার আয়তনের মহেশখালী উপজেলায় সোনাদিয়া, মাতারবাড়ি, ধলঘাটা নামে আরও ৩টি দ্বীপ রয়েছে। ১৮৫৪ সালে গড়ে ওঠা এই দ্বীপ পান, মাছ, শুটকি, চিংড়ি, লবণ ও মুক্তা উৎপাদনের কারনে সুনাম অর্জন করলেও এখানকার মূল আকর্ষন মিষ্টি পান। মহেশখালী এই মিষ্টি পানের জন্যে দেশ জুড়ে বিখ্যাত। এই ভিডিওতে আমি আপনাদের দেখাব, কক্সবাজার থেকে কিভাবে কম খরচে মহেশখালী যাবেন, কিভাবে অটো রিজার্ব করলে কম খরচে সারাদিন ঘুরতে পারবেন, আর কোথায় কোথায় ঘুরবেন। মোট কথা মহেশখালী ঘুরার সম্পুর্ন প্লান আপনি পেয়ে যাবেন আমার এই ভিডিওটি দেখলেই। মুলত দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজার বেড়াতে আসা লোকজনই মহেশখালী ঘুরতে যায়, মহেশখালীতে ঘুরতে গিয়ে লোকজন সকালে গিয়ে বিকালের মধ্যে ফিরে আসে তাই ওখানে থাকার তেমন কোন ব্যাবস্থা নেই।
    ধারনা করা হয়, প্রায় ২০০ বছর পূর্বে বৌদ্ধ সেন মহেশ্বরের নাম অনুসারে এই স্থানটির নামকরণ হয় মহেশখালী। যদিও অনেকের মতে, শিবের অপর নাম মহেশ এবং এই শিবের নাম অনুসারে জায়গাটির নামকরণ করা হয়েছে মহেশখালী।
    মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এই দ্বীপটি আবার ৩টি দ্বীপের সমন্বয়ে গঠিত। প্রতি বছরের ফাল্গুন মাসে এই দ্বীপে আয়োজন করা হয় আদিনাথ মেলা।
    পল্টুনে পৌছেই আশে পাশে চোখ বুলিয়ে নিবেন। দেখবেন প্রচুর লোকজন যাচ্ছে মহেশখালীতে। এখানে অনেক স্পিড বোট ও সমুদ্রে মাছ ধরার ছোট বড় ট্রলার দেখতে পাবেন। আপনারা যদি ছোট গ্রুপের হয়ে থাকেন তাহলে একটু অপেক্ষা করেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে যাবেন। যাওয়ার দুটি উপায় আছে। এর মধ্যে একটি হলো স্পিড বোট আর অন্যটি হচ্ছে ট্রলার। ট্রলারে যেতে ভাড়া লাগবে ৬০ টাকা আর স্পিড বোটে ভাড়া লাগে ১১০ টাকা। এক্ষেত্রে আমি মনে করি আপনি চাইলে দুইটাতেই ভ্রমন করতে পারেন। যেমন যাওয়ার সময় ট্রলারে গেলেন আর আসার সময় স্পিড বোটে চলে আসলেন, তাহলে আপনার ট্রলার ভ্রমন ও হলো আবার স্পিডবোট ভ্রমনও হলো। ট্রলারে যেতে সময় লাগবে ৪৫ মিনিট আর স্পিডবোটে সময় লাগবে ১৫ মিনিট।
    মহেশখালী যাবার মূল আকর্ষন কক্সবাজার থেকে স্পিডবোট বা ইঞ্জিন চালিত নৌকায় যাবার পথে আশেপাশের সৌন্দর্য। স্বচ্ছ নীল পানি আর আকাশ, পানিতে ভাসমান জঙ্গল মিলে এক অন্যরকম পরিস্থিতি সুষ্টিকরে। এরপর মাঝেমধ্যে মাছ ধরার বড়বড় ট্রলার চলাচল করে। অন্য কোথাও গেলে এমন দুশ্য দেখতে পাবেন না।
    এখানে দুটি জেটি রয়েছে। দুইটি জেটিই খুব সুন্দর। তবে তুলনামুলক ২য় জেটিটি অসাধারন সুন্দর। ২য় জেটি ঘাটটি বেশ উঁচু। সাগরের পানি বাড়লে যাতে জেটি ডুবে না যায়, সে জন্যই এত উঁচু। জেটিতে দাঁড়িয়ে ডানে-বামে তাকালে দেখা মেলে সবুজ ম্যানগ্রোভ বন। বন কিছুটা সুন্দরবনের মতো দেখতে। এ বনের ওপর দিয়েই জেটি থেকে আদিনাথ মন্দির পর্যন্ত পাকা সেতু বা পথ।
    এ পথের দুপাশেই ম্যানগ্রোভ বন। পথটি প্রায় বনের গাছের সমান উঁচু। দুপাশে গাছগাছালির মধ্যে আছে সুন্দরী, গড়ান, গোলপাতাসহ লোনাপানির গাছ। জেটি থেকে আদিনাথ মন্দির পর্যন্ত অটোরিকশা আছে, তবে আমরা হেঁটেই চলছি। ব্রীজের শেষ মাথাতেই মন্দিরের গেট।
    মন্দির গেটের বাইরে দুপাশে নানা পণ্যের দোকান। কিছু দোকানের সামনে মাটির পাত্রে লাল জবাফুল, কমলা, শসা, বেল, কলাসহ নানা ফলমূল সাজানো। মূলত মন্দিরে আসা পুণ্যার্থীরা প্রার্থনার জন্য ফলমূল সাজানো এ পাত্র কিনেন। এ ছাড়া গেটের দুপাশে আছে আদিবাসী রাখাইনদের তাঁতে বোনা সালোয়ার-কামিজ, লুঙ্গি, শাল, ওড়না, গামছা, রুমালসহ বিভিন্ন তাঁতসামগ্রীর দোকান। আছে চা-নাশতা ও ডাবের দোকান। অধিকাংশ দোকানেই দোকানদার হিসেবে আছেন রাখাইন নারী।
    আদিনাথ মন্দির বাংলাদেশের বিখ্যাত অন্যতম হিন্দু মন্দির। এটি বাংলাদেশের উপকূলীয় শহর কক্সবাজার থেকে ১২ কিমি দূরের বঙ্গোপসাগরের মধ্যে দ্বীপ মহেশখালীতে অবস্থিত। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গোরকঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে এই মন্দিরটি অবস্থিত, যা সমুদ্র-সমতল থেকে প্রায় ৮৫.৩ মিটার উঁচুতে। এই মন্দিরটি মৈনাক পাহাড়ের চূড়ায় নির্মিত, যা সমতল থেকে ৬৯টি সিঁড়ি ভেঙে ঊঠতে হয়।
    #moheshkhali
    #adinath
    #coxsbazar
    #মহেশখালী
    #কক্সবাজার
    #moheshkhali
    প্রতিটি জায়গা পরিদর্শনের পাশাপাশি এর সৌন্দর্য রক্ষা করাও আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমাদেরকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে।
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    যদি আমার এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন।
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Disclaimer: Don't Download & Copy Anything From This Channel. Its a Cyber Crime. All Videos of this Channel is Copyrighted by Traveler Of Bangladesh.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Thanks For Watching..
    SUBSCRIBE || LIKE || COMMENT || SHARE ||
    ▬▬▬▬▬▬▬▬ Traveler Of Bangladesh ▬▬▬▬▬▬▬

Komentáře • 3

  • @homeboxproduction07
    @homeboxproduction07 Před 11 měsíci

    খুব ভালো লাগলো পুরো ভিডিওটা 💝

  • @alaminronty3581
    @alaminronty3581 Před 11 měsíci

    🎉 first comment

  • @user-qq2xi4nr5o
    @user-qq2xi4nr5o Před 11 měsíci

    উচ্চারনে "দেশ" বলা যায় না?😡
    বার বার দ্যাশ দ্যাশ বলেন।
    বাঙালি হয়েও দেশের উচ্চারনটা সঠিক ভাবে করতে পারেন না।
    এটাই দু:খ।