বাংলা ভাষা ও জাতীয় জাগরণে কবি কাজী নজরুল ইসলাম | কবি আব্দুল হাই শিকদার

Sdílet
Vložit
  • čas přidán 25. 09. 2022
  • ইসলামী সভ্যতার পতন এবং ব্রিটিশ শোষণ পরবর্তী বাংলা অঞ্চলে মুসলমানদের জাগরণের অনন্য প্রতীক ও অগ্রণী সিপাহসালার হলেন- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
    নজরুলের অনন্য সাহিত্যপ্রতিভা, বিদ্রোহী কবিতা ও অনলবর্ষী কথামালা হীনমন্য মুসলিম মানসকে প্রবলভাবে আন্দোলিত ও উজ্জীবিত করে তুলে। এবং বাংলা ভাষাকে পুনর্জাগরিত করে। আত্মবিশ্বাসহীন জাতিকে নজরুল যেভাবে প্রবল আত্মবিশ্বাস জুগিয়েছেন এবং সংস্কৃতায়িত বাংলা ভাষার বিপরীতে ইসলামী সভ্যতার বাংলাকে যেভাবে জাগরিত করেছেন, তাতে নজরুলকে উনবিংশ শতাব্দী পরবর্তী বাঙালী মুসলমানের পুনর্জাগরণের স্বার্থক সারথি হিসেবে আখ্যায়িত করা মোটেই অত্যুক্তি হবেনা।
    ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট ইসলামের বিশ্বজনীন অবস্থানকে সামনে রেখে স্বীয় অঞ্চল, মাটি এবং ভূখণ্ডকে ধারণ করে। এ বিষয়টিকে সামনে রেখে ইনস্টিটিউট এর অন্যতম উদ্দেশ্য হলো বাংলা ভাষার পুনর্জাগরণ। আর এক্ষেত্রে কাজী নজরুলের আলোচনা আমাদের জন্য সমানভাবে প্রাসঙ্গিক।
    এ বিষয়টিকে সামনে রেখে ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট - " বাংলা ভাষা ও জাতীয় জাগরণে কবি কাজী নজরুল ইসলাম" নামক এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

Komentáře • 10

  • @abdurrahmanzami
    @abdurrahmanzami Před rokem +5

    উনি আসলেই বাংলা ভাষার প্রধান কবি। নজরুলের প্রতি আগ্রহ থাকায় বিটিভিতে যে টুকটাক নজরুল আড্ডার আয়োজন করা হতো সেগুলো দেখতাম। কিন্তু মনে হতো সবই ভনিতা করে মুখস্থ করিয়ে দেয়া স্ক্রিপ্ট পড়ে যাচ্ছে। কেউই নজরুলকে ভালভাবে বুঝতে পারেনি। কিন্তু আজ কবি আব্দুল হাই শিকদার এক ভিন্ন নজরুলকে সামনে নিয়ে আসলেন যাকে তিনি খুবই উপলব্ধি করেছেন হৃদয় দিয়ে। আমি মনে করি উনি আসলেই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত। আলহামদুলিল্লাহ। আফসোস হচ্ছে কেউ কেন আরও আগে উনার সাথে আমাদের পরিচয় করিয়ে দিল না।

  • @BetikromSTV
    @BetikromSTV Před měsícem +1

    Thanks

  • @niamathossain5404
    @niamathossain5404 Před 10 měsíci +3

    জনাব আব্দুল হাই শিকদার সাহেব আমার
    একজন প্রিয় মানুষ। আমি তাঁর দীর্ঘায়ু কামনা
    করি।

  • @commentsremarks8096
    @commentsremarks8096 Před 10 dny

    অসাধারণ উপস্থাপন। ❤

  • @ferojaakter326
    @ferojaakter326 Před 6 měsíci

    অসাধারণ উপস্থাপনা .

  • @syedasad3751
    @syedasad3751 Před měsícem +2

    1994 A Apar Sathey Deka Hoysilo.Tao bari Thekay Dakey niye DakBanglay Deka Korey silen. Syed Azad Hussain.Son of Late Syed Akmol Hussain.(Language Hero)

  • @faroukchowdhury6669
    @faroukchowdhury6669 Před rokem +1

    আপনার উপস্থাপনা অনেক ভাল লাগলো ,আমি মনোযোগের সহিত উপভোগ করেছি । আল্লাহ আপনার নেক হায়াত দান করুন ।