Video není dostupné.
Omlouváme se.

ভারত ঘুড়ে অন‍্য দেশে ভ্রমন | এয়ারপোর্ট ইমিগ্রেশন ঝামেলা করে? | Indian Visit

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2023
  • India tour. Indian Immigration.
    Can I Travel to other country from India after visiting India?
    বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়ার প্লেন টিকেট ভারত থেকে একই দেশে যাওয়ার প্লেন টিকেটের চেয়ে অনেক বেশি। কখোনো কখোনো ডাবল। তাই অনেকেই ভারত ভ্রমন করে সেখান থেকে অন‍্যকোন দেশ ভ্রমনের ইচ্ছা পোষণ করেন। কিন্তু সমস‍্যা হচ্ছে, অনেকেই মনে করেন যে ভারতে টুরিস্ট ভিসায় ঘুরতে গেলে সেখান থেকে অন‍্য কোন দেশে যাওয়া যায় না, বা ভারতীয় ইমিগ্রেশন ঝামেলা করে। অনেকেরই তিক্ত অভিজ্ঞতা আছে।
    আসলেই কি ভারত হয়ে অন‍্য দেশে ভ্রমন করা যায় না? এই ভিডিওতে তা নিয়েই আলোচনা করা হয়েছে।
    Flight tickets from Bangladesh to different countries are much more expensive than flight tickets from India to the same country. Sometimes double. So many people travel to India and wish to travel to other countries from there. But the problem is, many people think that if you visit India on a tourist visa, you can't go to any other country from there, or Indian immigration makes trouble. Many have bitter experiences. Is it really not possible to travel to other countries through India? This video discusses that.
    Let's travel with
    #airlines
    #Bangladesh_to_India
    #Indian_airport
    #travel
    #mmroaming
    #india #viral
    #flight #tourism
    Your quaries:
    টুরিস্ট ভিসা দিয়ে ভারত থেকে অন্য দেশে যাওয়া যায়
    ইন্ডিয়ান ইমিগ্রেশন
    indian airlines
    Bangladesh to India tour
    Bangladesh to Kolkata tour
    India to Bangkok
    India to Thailand
    India to Dubai
    Bangladesh to Dubai
    Airport immigration
    Cheap flight
    Disclaimer:
    All information in this video is obtained from internet and relevant websites. It also includes data obtained from various print media and electronic media. Again, since everything is changing in this moving world, then all or some of the information described in this video should be given priority if it is changed during this change. If any information found in this video seems wrong and if you know the correct information, then I will be obliged if you inform me in the comments. I will not hesitate to accept or change any kind of correct information. This video consists of only disseminated information which may not be 100% accurate. This information will be useful to you only when you get it verified by the proper authorities.

Komentáře • 341

  • @AmirulKhan7
    @AmirulKhan7 Před rokem +11

    আমি ২০১৭ বা ২০১৮ সালে কলকাতা হয়ে থাইল্যান্ড গিয়েছিলাম। তাতে খরচ প্রায় অর্ধেক কমে গিয়েছিল।

  • @principalabdullah8834
    @principalabdullah8834 Před rokem +12

    আপনার ৩ দিনের পরামর্শ টা অত্যন্ত যৌক্তিক এবং সঠিক, কারন ৩ দিনের বেশি ভারতে অবস্থান করার পর অন্যদেশে যেতে চাইলে সেটা ট্রানজিট কন্ডিশনে পরে না আর তাই তখন তারা ট্রাভেল হিস্ট্রি স্ট্রোং না থাকলেও আইনত বিমানে অন্য দেশে যেতে দিতে বাধ্য, যদি কিনা সাসপেসিয়াস জব সেকার মনে না করে কিংবা জঙ্গি মনে না করে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ

  • @nizamuddin7871
    @nizamuddin7871 Před rokem +23

    আপনার আলোচনা অনেক নিখুঁতও সময়োপযোগী হয়েছে। ♥️

  • @saadomarwahra1925
    @saadomarwahra1925 Před rokem +31

    আমি ভারতে এক দিন অআবস্হান করে কোলকাতা থেকে চায়নায় গিয়েছি আবার চার দিন পর ভারতে ফিরে এসে বাংলাদেশে ফিরে এসেছি এর জন্য ভারতের কোন ইমিগ্রেশনে আমাকে কোন প্রশ্নই করেনি। আমার ধারণা এই ভাবে যে কেউ ভারতে গিয়ে নেপাল ও ভুটান ছাড়া অন্য যে কোন দেশে ভ্রমণ করতে পারে।

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem +9

      দারুন। সবার মনের ভয় কাটানোর জন্য আপনার comment খুব কাজে দিবে। অনেকেই ভাবে ভারত ঝামেলা করে। সেফটি হিসেবে আমি ৭২ ঘন্টা থাকার কথা বলেছি। একজন তো বললো ৬ ঘন্টা পরেই fly করেছেন। অযথা টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ আপনাকে।

    • @123456789karimful
      @123456789karimful Před rokem +2

      ভাই এ পদ্ধতীতে চায়না গিয়ে চায়না থেকে দুবাই যাওয়া যাবে?আমার পাসপোর্ট ফ্রেশ।

    • @saadomarwahra1925
      @saadomarwahra1925 Před rokem

      @@123456789karimful যদি ভিসা থাকে তাহলে যেতে পারবেন

    • @skhabibjubayer8684
      @skhabibjubayer8684 Před rokem

      ভাই এর আগেও কি গিয়েছেন নাকি এই প্রথম?

    • @saadomarwahra1925
      @saadomarwahra1925 Před rokem

      @@skhabibjubayer8684 আগেও গিয়েছি। এখন কথা হলো আপনার পাসপোর্ট ফ্রেশ তাই হয়তো কোলকাতা বিমান বন্দরে একটু প্রশ্ন করতে পারে আবার নাও পারে। কারণ ওরা নুতন লোক পেলে মক্কেল ভাবে ।

  • @jamalkhan-eq9ij
    @jamalkhan-eq9ij Před 10 měsíci +6

    আমার ইন্ডিয়ার টুরিস্ট ভিসা লাগানো আছে এবং ইন্ডিয়া ভিজিট করা আছে এখন আমি দুবাই টুরিস্ট ভিসা করেছি কিন্তু আমি বাংলাদেশের ইমিগ্রেশন ঝামেলা এড়ানোর জন্য ইন্ডিয়া গিয়ে কি দুবাই যেতে পারবো

  • @Abdullah__Al__Mamun
    @Abdullah__Al__Mamun Před rokem +2

    আমি আগে কয়েকটা ভিডিও দেখেছি তারা কনফিউজড করে ফেলেছিল।
    আপনার ভিডিও টা দেখে ক্লেয়ার হলাম।
    ধন্যবাদ

  • @mdzisansarker6656
    @mdzisansarker6656 Před 8 měsíci +3

    আমি মালয়েসিয়া থাকি।আমি কি ইন্ডিয়া হয়ে মালয়েশিয়া যেতে পারব?
    কারন ঢাকা থেকে কুয়ালালামপুরে ১৮০০ রিজ্ঞিত দিয়ে গেছি।অথছো ইন্ডিয়া থেকে কুয়ালালামপুরে ৬০০-৭০০ রিজ্ঞিত

  • @RajuAhmed-sm1em
    @RajuAhmed-sm1em Před 11 měsíci +1

    ধন্যবাদ ভাই জান আপনার কথা সুন্দর বুঝতে পারলাম।

  • @abdm1311
    @abdm1311 Před rokem +8

    ভাই আপনি খুব আন্ডাররেটেড একজন ইউটিউবার, আপনার সাফল্য কামনা করি।

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem +5

      Your comment made my day bro ❤️.
      This is my rating.
      আসলে আমি কোনো CZcamsr না। আমি Travel করতে পছন্দ করি। আমার সাথে যা যা ঘটেছে আর আমি যা যা করেছি সেগুলা গত কিছুদিন ধরে CZcams এ শেয়ার করছি।
      আর আপনার comment এর পর মনে হচ্ছে বেপারটাকে সিরিয়াসলি নিতে হবে 😄।
      অনেক ধন্যবাদ। পাশে থাকবেন।

  • @jitelecom9062
    @jitelecom9062 Před rokem +1

    অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, ভবিষ্যতে যাওয়া ইচ্ছে রয়েছে।

  • @abdulmobaraksohel4746
    @abdulmobaraksohel4746 Před 4 měsíci +1

    ভাইয়া মনে করেন আমার ওমানের টুরিস্ট ভিসা আচে, বাংলাদেশের ইমেগ্রেশন জামেলা তেকে বাচানোর জন্য আমি কি ভারত তেকে, এয়ার টিকেট নিয়ে ওমানে জেতে পারবো

  • @user-cq5yb1xb8k
    @user-cq5yb1xb8k Před měsícem

    আমি বাংলাদেশী ইনডিয়া থেকে সিংগাপুর যেতে চাই সিংগাপুরের ভিছা নিয়ে কোন ঝামেলা হবে কিনা ইনডিয়ার ভিছা আছে সিংগাপুরের ভিছা করতে দিব দয়া করে জানালে ভাল হত

  • @abuhasan8611
    @abuhasan8611 Před rokem +1

    আপনার আলোচনা অত্যন্ত সুন্দর এবং তথ্য বহুল, ধন্যবাদ

  • @munshiganjchannel3470
    @munshiganjchannel3470 Před rokem +4

    ভাই আপনার ভিডিও দেখে টুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়া গিয়েছিলাম তারপরে কলকাতা থেকে থাইল্যান্ড গেছি আমি, কলকাতায় ইমিগ্রেশন কিছু জিজ্ঞেস করিনি, টুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়া হয়ে চলে গেলাম থাইল্যান্ড, অনেক ইউটিউব চ্যানেল বলে যেতে পারবেনা কোই ট্যুরিস্ট ভিসা নিয়ে আমি ঘুরে আসলাম,,

    • @mahidulislam9298
      @mahidulislam9298 Před rokem

      vai...amk to matro Indian high commission theke bollo transit visa nite.

    • @sabbirsarker3596
      @sabbirsarker3596 Před rokem

      vai apnar return koi silo kolkata tei naki bangladesh a ??

    • @munshiganjchannel3470
      @munshiganjchannel3470 Před rokem

      @@sabbirsarker3596 Ami Thailand thake Malaysia and return Dhaka

    • @GTA30007
      @GTA30007 Před rokem +1

      কি ভাবে ফিরলেন? সবাই যাওয়ার কথা বলে কিন্ত ফিরতে পারবোকি ইন্ডিয়া হয়ে?

    • @travelwithanonno7518
      @travelwithanonno7518 Před rokem

      @@munshiganjchannel3470
      Vai Kolkata teh koto din stay kore chilen?
      R age travel history Kmn chilo?

  • @MustafizHawlader
    @MustafizHawlader Před měsícem

    ভাইয়া যাওয়া আসার টিকিট যদি দুই বিমানে করি যেমন যাওয়ার সময় শ্রীলঙ্কা এয়ারে আসার সময় ইন্ডিয়া এয়ারে করি কোনো সমস্যা হবে কি একটু জানাবেন।

  • @foyazahsan
    @foyazahsan Před 19 dny

    ভাই ,আমি যদি ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসায় ভারত হয়ে নেপাল যেতে চাইলে কি যেতে পারবো?
    আমার নেপাল ভিসা করা আছে আর ভারতের ডাবল এন্ট্রি ভিসা আছে
    প্লিজ জানাবেন

  • @hkkhan7270
    @hkkhan7270 Před 2 měsíci

    বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসা নিয়ে যদি ইন্ডিয়া যায়, তার পারে কি ইন্ডিয়া থেকে ভিসা নিতে হবে পাকিস্তান এর না কি বাংলাদেশ থেকে পাকিস্তান এর ভিসা নিয়ে ইন্ডিয়া বাইরোড থেকে পাকিস্তান যাওয়ার অনুমতি নিতে হবে????

  • @mdaltafhossain6272
    @mdaltafhossain6272 Před 3 měsíci

    Bhi india theke Malaysia jbo sodu single malasiya ticket ktale cholbe.nki Bangladesh ticket soho

  • @clintonblog1820
    @clintonblog1820 Před 16 dny

    আমি স্টুডেন্ট ভিসায় জার্মান যাবো, আমি কি টুরিস্ট ভিসা দিয়ে ইন্ডিয়া হিয়ে যেতে পারবো??

  • @abeermahmud8555
    @abeermahmud8555 Před 8 měsíci

    Fresh passport a first time tourist visai India gia more than 3days stay korar por chennai theke srilanka jete dewar possibility kemon?
    Jehetu India e first time travel korbe in that case second kono country te India theke jete dewar possibility kemon ?

  • @mahirfaysalprottoy3075
    @mahirfaysalprottoy3075 Před rokem +1

    ami october e kuala lumpur jete chai india hoye , taile amr ticket costing ta kom ashbe . akhn question hocche ami kolkata to kuala lumput ticket ta kivabe ktabo ? India giye kat te hbe ? desh theke katar system ta ki ?
    2nd Q= kom dame ticket paite hole thik koto age book diye rakha valo ( ami october er jonno 1.5 month age book dite chachhi )

  • @papiagomes8388
    @papiagomes8388 Před 6 měsíci +1

    আমি নেপাল ঘুরে ইন্ডিয়া যেতে চাই,, ইন্ডিয়ার টুরিস্ট ভিসা নেওয়া আাছে যেতে পারবো নাকি ঝামেলা করবে? জানান দয়া করে।

    • @AbCd-eg3dg
      @AbCd-eg3dg Před měsícem

      ভাই নেপাল ঘুরে ভারতে গেছেন নাকি একটু জানাবেন

  • @shafikjewel9128
    @shafikjewel9128 Před rokem

    আমি মালদ্বীপ এবং ইন্ডিয়া একবর করে টুরিস্ট ভিসায় গিয়ে ঘুরে এসেছি, এখন ভারতের মোম্বাই হয়ে ডুবাই এবং ডুবাই হয়ে ওমরাহ করতে সৌদি যেতে চাই , ভারতের ইমিগ্রেশন কি যেতে দিবে?

  • @user-bd4mh1zn8w
    @user-bd4mh1zn8w Před 4 měsíci

    ভাইয়া আমার ভারতের মেডিকেল ভিসা লাগানো আছে আমি ১ বার গিয়েছি। আর ২ বার মালোশিয়া গিয়েছি এখন আমি থাইল্যান্ড যেতে চাই ভারত দিয়ে। এখন কি মেডিকেল ভিসায় দিয়ে আমি ট্যানজিট ভিসায় যেতে পারবো??? প্লিজ একটু জানাবেন???

  • @SumonKhan-uq8mz
    @SumonKhan-uq8mz Před rokem +2

    ভাইয়া দয়া করে খুব তাড়াতাড়ি জানাবেন নেপাল থেকে অন্য কোন কান্ট্রিতে অন্য কোন রাষ্ট্রে যাওয়া যাবে নাকি

    • @biswajitsarker5505
      @biswajitsarker5505 Před 6 měsíci

      না ভাই বাংলাদেশীদের নেপাল থেকে অন্য কোনো দেশে যেতে দেয় না।
      ওখানে বাংলাদেশ এ‍্যাম্বেসীও কোনো প্রকার হেল্প করে না।

  • @morningstar8593
    @morningstar8593 Před 8 měsíci +1

    আসসালামু আলাইকুম। আমি ও আমার হাসবেন্ড ইন্ডিয়া নিয়মিত মেডিকেল ভিসায় যাই। এবার মেডিকেল ভিসা পেয়েছি ৬ মাসের জন্য তিনটা এন্ট্রি। বাট এরপর সৌদি ওমরাহ ই-ভিসাও করেছি । ইন্ডিয়াতে ৮-১০ দিন থাকার পর চেন্নাই থেকে মদিনা যাওয়ার জন্য কি আমাদের আলাদা করে ট্র্যানজিট ভিসা করতে হবে, নাকি এমনিই যেতে দিবে? প্লিজ জানাবেন। আমরা খুবই কনফিউসড।

    • @mitavoice
      @mitavoice Před měsícem

      আপু বিষয়টা আমাকে জানাবেন। আমি ও যেতে চাই।। টাকার পরিমাণ অনেক কম। তাই ইন্ডিয়া হয়ে যেতে চাই উমরা করতে সৌদি

    • @morningstar8593
      @morningstar8593 Před měsícem

      @@mitavoice এটা তো ছয়মাস আগের পোস্ট। আলহামদুলিল্লাহ আমাদের উমরা সম্পূর্ণ হয়েছে। ইন্ডিয়া ৬-৭ দিন মেডিকেল ভিসায় ছিলাম এবং আইন মেনে নিয়ম কানুন মেনে ভিসায় উল্লেখিত স্হানে চিকিৎসা নিয়ে চেন্নাই থেকে মদিনা গেছি। কিন্তু চেন্নাই এয়ারপোর্টে আমাদের সৌদি উমরা ভিসার কাগজ, চেন্নাই টু মদিনার এয়ার Ticket ও অবশ্যই জেদ্দা টু ঢাকার রিটার্ন Ticket শো করতে হয়েছে। এটা আবশ্যক। তবে মদিনা যাওয়ার আগের দিন Ticket কাটার জন্য চেন্নাই টু মদিনা আমাদের Ticket price ছিল দুজনের ৮৪,০০০ টাকা আর জেদ্দা টু ঢাকা Ticket price ছিল দুজনের ৪২,০০০ টাকা।

  • @utsoop4695
    @utsoop4695 Před 7 měsíci

    ভাইয়া আমি স্টুডেন্ট ভিসা পেয়েছি রোমানিয়ার আবার ইন্ডিয়ান ভিসা আছে টুরিস্ট আমি কি ইন্ডিয়া থেকে রুমা নিয়ে যেতে পারবো কোন সমস্যা হবে কি একটু জানাইয়েন 😊

  • @environmentandnatureblogs5977

    আমার মালয়েশিয়া ভিসা আছে আমি বাংলাদেশ এর নাগরিক, আমার ইন্ডিয়ান ভিসা আছে আমি কি বাংলাদেশ থেকে ভারত দুই দিন স্টে করার পর কি আমি মালয়েশিয়া যেতে পারবো

  • @user-yw4pm2yc8u
    @user-yw4pm2yc8u Před 6 měsíci

    আসসালামু আলাইকুম ভাইয়া আমি আাগে দুই শেষে ছিলাম কিন্তু ইন্ডিয়া যাইনি প্রথমবার ইন্ডিয়া থেকে কুয়েতের কাজের ভিসায় যাওয়া যাবে কি না প্লিজ জানাবেন ভাইয়া

  • @saifulalam9883
    @saifulalam9883 Před rokem +4

    Bro, u r absolutely right...
    2 months ago, I visited Sri Lanka via ind...
    I just stayed ind for 2 days. Immigration officer just asked few questions ....
    As I have already visited 09 countries, there was no pblm ....

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem +2

      Happy travelling bro.

    • @soltu01
      @soltu01 Před rokem

      Did you take India tourist visa or transit visa?

    • @saifulalam9883
      @saifulalam9883 Před rokem

      @@soltu01indian tourist visa ( i always get 1yr multiple entry visa)....

    • @travelwithanonno7518
      @travelwithanonno7518 Před rokem

      @@saifulalam9883 Viya Amr 8/9 bar er moto India travel Kora ache
      Ami ki Kolkata hoye Thailand jete parbo
      Please aktu janaben!

    • @saifulalam9883
      @saifulalam9883 Před rokem

      @@travelwithanonno7518 na parben na. Ind bad diye apnk minimum 5-7 countries visit thaka lagbe.....
      Na hole Hobe na.
      Karon apni j thailand a jeye ar na ashen, tokhn ki hobe..... Tai ind theke jete parben na.

  • @Arabic-Shikkha
    @Arabic-Shikkha Před 8 měsíci

    আসসালামু আলাইকুম আমি কোলকাতা প্রায় দশবার গিয়েছি এখন আবার নতুন ছয় মাসের মাল্টিপল ভিসা পেয়েছি আমি চাচ্ছি কোলকাতা থেকে ফিলিপাইন যাবো এবং ৭ দিন পড় ব্যাক করব আমি কি যেতে পারব অনুগ্রহ করে জানাবেন

  • @DXARMAN-cj2zr
    @DXARMAN-cj2zr Před 5 měsíci

    ভাইয়া আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যামু। আবার ইন্ডিয়া থেকে সেনজেন কোনো দেশে
    যাও যায়। যদি একটু বললে ভালো হইতো,,

  • @rajononthego7300
    @rajononthego7300 Před rokem

    Ami kolikata jawar pore okan thake airlines er ticket korte hobe ki india to bangkok to dhaka,

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem

      Desh e theke katleo hobe, okhane giye katleo hobe

  • @RifatMila-ex2rx
    @RifatMila-ex2rx Před rokem

    Ami 2 bar india +dubau ghura ache ami ki akhon india diye Malaysia jete parbo??
    R ki ki sathe rakhte hobe

  • @niazmahmood5449
    @niazmahmood5449 Před měsícem

    এটা এত সহজ নয় আমার
    Usa ভীষা থাকার পরেও আমাকে অনেক প্রশ্ন করেন ২ ঘন্টা পর মায়ানমার যেতে দেয়া হয়েছিল।

  • @SheikhMahmudulHasanAshrafi
    @SheikhMahmudulHasanAshrafi Před 4 měsíci

    ভাই আমি সৌদি আরবের দুইবার গিয়েছি ২০১৯ সালে একবার এবং ২০১৩ সালে দ্বিতীয়বার এবং ইরানে গিয়েছি ২০২৩ সালে এবং ইন্ডিয়াতে গিয়েছি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এখন আমি আবার ইন্ডিয়া থেকে অন্য কোন দেশে যেতে পারবো?

  • @HarunRashid-jl2xl
    @HarunRashid-jl2xl Před rokem +2

    অনেক সুন্দর বিষয়।
    সাউন্ড ভালো না।

  • @ahnafislam8710
    @ahnafislam8710 Před rokem

    Kolkata Hoye ki Thailand jawa jabe on arrival visa niye

  • @mohadev2205
    @mohadev2205 Před 3 měsíci

    Dada pingerpont emigration a koto din thake.

  • @noorrozi309
    @noorrozi309 Před 9 měsíci

    I love traveling and started since 2015. I have visited Thailand once and india 6 times. Can l go to another country through India as Thailand, Singapore or Malaysia etc. Or, l need transit visa. I need your kind information. Thanks!

  • @asmwadud577
    @asmwadud577 Před 10 měsíci

    ভাইজান, Ami যদি India 3 days stay kore confirm ticket kete I mean BD-India-Maldives-Srilanka-BD কোনো problem হবে কি?

  • @mazedurrahaman7514
    @mazedurrahaman7514 Před 2 měsíci

    এখন ভারত থেকে মালেশিয়া যাওয়া যাবে কিনা?

  • @MOHAMMADALI-tq7de
    @MOHAMMADALI-tq7de Před rokem

    ভাই আমার পাসপোর্ট মালেশিয়া ওয়ার্ক পারমিট আছে আমি যদি মালেশিয়া থেকে টুরিস্ট ভিসা অন্য অন্য দেশে যাই তাহলে কি পড়ে কি কোনো সমস্যা হচ্ছে

  • @zbsworld8559
    @zbsworld8559 Před rokem +2

    Assalamualaikum Bhai, thanks for your information and only one thing I have to know.. if I want to go to Thailand and use Kolkata airport from Bangladesh is there any transit visa? I mean after arriving at Kolkata need to out from immigration then take connecting flight there so... Please advise

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem +1

      সেক্ষেত্রে আপনি ট্রানজিট ভিসা নিয়ে নিবেন।

  • @Mr-ex8dn
    @Mr-ex8dn Před rokem

    ভাই আমি মালয়েশিয়া যাব,কলিকাতা হইতে বিমানের টিকেট নিয়েছি। এখন ইন্ডিয়ার কি ভিসা নিব। থাইল্যান্ড ও সিঙ্গাপুর যাওয়া আছে।

  • @user-id1su6wp1e
    @user-id1su6wp1e Před rokem

    Vai ami india ashci 1 bosor passport diye ar back koreni akho Jodi indian passport kore onno deshe jete chai tahole ki jete parbo

  • @nirmalkumardas914
    @nirmalkumardas914 Před rokem +5

    The root cause of problem is Bangladesh charges very high fare.

  • @md.moniruzzamanmonir2647

    অনেক ধন্যবাদ

  • @captainmasud3289
    @captainmasud3289 Před 11 měsíci

    ধন্যবাদ আপনার সুন্দর আলোচনার জন্য ❤❤

  • @rubinaakterriya5045
    @rubinaakterriya5045 Před 11 měsíci

    ভাইয়া দুবাইতে ট্রানজিট ভিসাতে গিয়ে অন্য দেশের ভিসা থাকলে টিকেট করা যাবে

  • @soltu01
    @soltu01 Před rokem

    Good discussion, sai khetre ami Kolkata 2 din thakbo r 5 din singapore hoye BD back korbo, ami ki India er tourist visa nibo na transit. kindly janaben

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem

      ইমিগ্রেশন পাসপোর্ট to পাসপোর্ট ভ্যারি করে। টুরিস্ট ভিসাতে গিয়ে সিঙ্গাপুর যেতে পারবেন যদি ইমিগ্রেশন স্যাটিসফাইড হয়।
      আবার যদি আপনার ২ দিন থাকারই প্ল্যান থাকে কলকাতায় তাহলে ট্রানজিট ভিসা নেওয়াই ভালো।

  • @sam011290
    @sam011290 Před 7 měsíci

    I have medical visa of India & now i am in India. Can i go to Nepal from India aith medical visa?? Is it compulsory to have transit visa of India?

  • @SumonKhan-uq8mz
    @SumonKhan-uq8mz Před rokem

    নেপাল থেকে কম্বোডিয়া লাউস থাইল্যান্ড যাওয়া যাবে কি

  • @nuruzzamanmurad4690
    @nuruzzamanmurad4690 Před rokem +1

    Thanks a lot for an informative video. After I stayed in India for three days on a tourist visa, I went on a trip to a third country After completing my tour I entered India again. My question is whether I have to stay in India again for three days and then come to Banglades? Please let me know it.

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem +2

      You can get back to Bangladesh next day, no problem.
      কিছু জিজ্ঞাসা করলে বলবেন Family emergency তাই ফেরত যেতে হচ্ছে।

  • @mahirdaiyanrownoq1359

    ভাইয়া মালদ্বীপ থেকে কি থাইল্যান্ড এর ফ্লাইটে উঠতে দিবে?নাকি আলাদা travel করতে হবে?

  • @AwladOnTheGo
    @AwladOnTheGo Před rokem

    আমি ফ্যামিলি নিয়ে টুরিস্ট ভিসায় তিনদিন ইন্ডিয়া বেড়ানোর পড়ে থাইল্যান্ড যাবো।সেক্ষেএে আমি থাইল্যান্ড থেকে কি সরাসরি বাংলাদেশে আসতে পারবো ? না কি ইন্ডিয়া হয়ে আসতে হবে? দয়াকরে জানাবেন ।

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem

      বাংলাদেশেই আসতে পারবেন সরাসরি। টিকিট কেটে নিয়েন আগেই। অন্তত বুকিং করে নিয়েন ব্যাংকক to ঢাকা।

  • @m.shamsulislam9072
    @m.shamsulislam9072 Před rokem

    আসসালামু আলাইকুম আপনার ভিডিওটা পুরা দেখলাম খুবই ভালো লাগলো, ভাইয়া আমার দশটা দেশ গড়া আছে আমি ব্যাঙ্গালোর থেকে শ্রীলংকার যেতে চাই সম্ভব হবে কি

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem

      SL থেকে রিটার্ন টিকিট বাংলাদেশ এর কাটা থাকলে সহজেই সম্ভব

    • @channel6plus745
      @channel6plus745 Před 11 měsíci

      হ্যা।

  • @didarulalam42
    @didarulalam42 Před rokem

    Bhaia dhoren ami Kazakhstan er work permit visa pelam dellhi embassy thk ami delhhi thk Kazakhstan fly korte parbo?? Naki Bangladesh asha laghbe??

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem

      আমি যেটা বলেছি সেটা টুরিস্ট ভিসা to টুরিস্ট ভিসা। আপনার ক্ষেত্রে আপনাকে বাংলাদেশ থেকে যেতে হবে অথবা transit ভিসা নিয়ে ইন্ডিয়া থেকে যেতে হবে। তবে বাংলাদেশ এ ব্যাক করতে হবে ভিসা পাওয়ার পর। এটাই সাধারণ নিয়ম। তারপরও পারলে যেকোনো এয়ারলাইন্স এর সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন অন্য কোন উপায় আছে কি না।

  • @belalahmed1543
    @belalahmed1543 Před 9 měsíci

    আমি ১৫ দিন ধরে ইন্ডিয়া আছি, এখন আমি থাইল্যান্ড যাইতে পারবো কি।।

  • @anamikakabir
    @anamikakabir Před 9 měsíci

    Assalamualaikum. Ami r amr husband Singapore Thailand visit korechi.eibar dubai jete chacchi Kolkata hoye because amader indian tourist visa lagano ache.amader Kolkata airport e problem korbe nki jete dibe???

    • @mmroaming2508
      @mmroaming2508  Před 9 měsíci

      Kono ek ojana karone India theke beshirvag Bangladeshi ke Dubai fly korte dicche na goto koyek mash e

  • @atozvolgr1569
    @atozvolgr1569 Před 3 měsíci

    আমার কথা হলো আমি ওমান আছি।
    কিছু দিন পর বাংলাদেশ এ আসবো, আসার পর কিছু দিন থাকবো তার পর আমি ইন্ডিয়া থেকে ওমান আসবো বাট আমার বিসা আছে কিন্তু। আমি জেতে পারবো কি। হ্যা ইন্ডিয়া থাকবো ২০ দিন তার পরে জাববো ওমান এ।

  • @amitdutta575
    @amitdutta575 Před rokem +1

    Hello brother.Actually I booked a connecting flight from Dhaka-Helsinki. I got 2 PNR tickets. My first flight is Dhaka-Kolkata in Indigo airways then I have to re-checkin my baggage in kolkata airport and then my next connecting flight is in Qatar Airways from Kolkata-Helsinki. I already have valid Indian multiple entry tourist visa. Can I Transit in kolkata and re-checkin my baggage to Qatar Airways? Someone told me that I need transit visa. That's why I'm worried. Please inform if me if you know it will take any issue in immigration?
    Thanks in advance.❤️

  • @saminanasreenchowdhury9803
    @saminanasreenchowdhury9803 Před 10 měsíci

    কলকাতা থেকে নেপাল সীমান্ত ঘুরে আসা যাবে কিনা by train.
    Transit visa ছাড়া ইতিপূর্বে আমার ১০/১২ এর উপর ভারত যাওয়া আছে এছাড়া মালয়েশিয়া ব্যাংকক সৌদিআরব যাওয়া আছে (সরাসরি বাংলাদেশ থেকে)
    Please জানাবেন

    • @mmroaming2508
      @mmroaming2508  Před 10 měsíci

      সীমান্তে তো যেতে কোনো বাধা নাই। এন্ট্রি করতে দিবে না নেপালে।

  • @AmirulKhan7
    @AmirulKhan7 Před rokem

    খুব চমৎকার উপস্থাপনা। অভিনন্দন!

  • @shishirsircar8392
    @shishirsircar8392 Před rokem

    vai india hoye malyesia jete cacchi tarpor malaysia theke direct dhaka asbo sekhetre single entry indian visa nile hobe ki na

  • @rashedahmed888
    @rashedahmed888 Před rokem

    ভাই আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া তিন মাসের টুরিস্ট ভিসায় যাবো যাওয়ার পরে ঐ তিন মাসের ভিতরে ইউরোপের কোন দেশে টুরিস্টে যে পারবো কিনা জানাবেন প্লিজ 😊

  • @TanmayakashAkash-qg2ie
    @TanmayakashAkash-qg2ie Před 9 měsíci

    এখনো কি ইন্ডিয়া থেকে প্লেনে নেপাল যাওয়া যায় না?

  • @milonhossain8718
    @milonhossain8718 Před 9 měsíci

    Vai india thke ki Romania jawa jabe?

  • @Chayasorgo
    @Chayasorgo Před rokem

    ভাইয়া আমার ভারতের স্টুডেন্ট ভিসা আছে এবং আমি ভারতেই আছি, সেক্ষেত্রে আমার ভারত থেকে ভারত থেকে বাই রোড আমি নেপাল ভুটান যেতে পারবো কিনা?
    এবং বাই এয়ার ও কোনো সমস্যা হবে কিনা একটু বিস্তারিত জানতে চাচ্ছি।

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem

      বাই road যেতে দিবে না
      বাই এয়ার এ চান্স ৩০%, যেটা ভিডিওতে বলেছি। তবে আপনি যেহেতু ইন্ডিয়ার student আপনাকে বাই এয়ার যেতে দিবে আশা করি।

  • @AL-SAYEDtv-mr7xx
    @AL-SAYEDtv-mr7xx Před 22 dny

    Good

  • @razonahmed3034
    @razonahmed3034 Před rokem

    ভাই আমি একজন ব্যবসায়ী ২০১২ থেকে ট্রাভেল করি
    এপর্যন্ত ১০টি দেশ ট্রাভেল করেছি এমনকি একেকটি দেশ একাধিকবার গিয়েছি। যেমন ১) থাইলেন্ড ৩ বার ২) মালাইশিয়া ২ বার ৩) সিংগাপুর ২ বার ৪) ইন্দ্রোনেশিয়া ১ বার ৫) সৌদি আরবে উমরা ১ বার ৬) ভিয়েতনাম ১ বার ৭) কম্বোডিয়া ১ বার ৮) নেপাল ২ বার ৯) চাইনা ২বার ১০) ইন্ডিয়া ৭ বার এখন মিশরে এম্বাসিতে পাসপোর্ট জমা আছে ভাই আমি কি ভারত থেকে ফ্লাই করতে পারব❓

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem +1

      অবশ্যই পারবেন। তবে দিল্লি এয়ারপোর্ট থেকে fly করবেন। কলকাতা না।
      আর কনফিডেন্টলি ইমিগ্রেশন face করবেন, মিশর থেকে দেশে আসার রিটার্ন টিকিট কেটে নিবেন বা দেখানোর জন্য অন্ততঃ বুকিং করবেন

  • @GTA30007
    @GTA30007 Před rokem

    Bhai Assalamualaikum. আমি ৬ বার ইন্ডিয়া ট্রাভেল করেছি। ১ বার আমার বাচ্চাদের সাথে। এখন আমরা ইন্ডিয় হয়ে দুবাই বা থাইল্যান্ড যেতে এবং আসতে চাই। প্রথমে আমরা ৩/৪দিন ইন্ডিয়া থাকবো তার পর ট্রাভেল করবো। আমার প্রশ্ন আমরা কি ইন্ডিয়া হয়ে ব্যাক করতে পারবো? দয়া করে যানাবেন।

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem

      আবারো ইন্ডিয়া ব্যাক করতে চাইলে ঝামেলা করতে পারে, আবার নাও পারে। দেশে ব্যাক করতে চাইলে ঝামেলা কম করে।
      মনে রাখবেন : ইমিগ্রেশন পাসপোর্ট to পাসপোর্ট ভ্যারি করে। ডিপেন্ড করে আপনার পাসপোর্ট ও ব্যাকগ্রাউন্ড এর ওয়েটার উপরে।

  • @abdulraihan2531
    @abdulraihan2531 Před rokem

    bhaiya Bangladesh thake india giye..indian aadher & pan card ei sob kore passport banai jodi bahire jete cai tahole ki possible.. ektu janaben?

  • @isratjahansneha7770
    @isratjahansneha7770 Před rokem

    Vai ami indiate ki tourist visa niye 2 mas 25 din thakte parbo ki r thakle ki immigration police hamela korbe.

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem

      Visa তে সেটা লিখা থাকে "each stay not to exceed 30/90 days"
      যদি 30 থাকে তাহলে ২৯ দিনে ফেরত আসতে হবে আর যদি 90 থাকে তাহলে আপনি যে ২ মাস ২৫ দিন থাকতে চাচ্ছেন সেটা পারবেন "
      Visa তে যা আছে তার বেশি থাকলে দুই সাইড এই ঝামেলায় পড়বেন

  • @user-ny5le1ro7c
    @user-ny5le1ro7c Před rokem

    ভাইজান আমি এই ১ম মাল্টিপল ভিসায় কলকাতা এসেছি আজ ১৫দিন
    আমি কি এখান থেকে ডুবাই এবং ডুবাই থেকে বাংলাদেশে যেতে পাড়ব

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem

      নরমালি সমস্যা করে না। প্রথম জন্য একটু পেচাতে পারে। তবে কনফিডেন্টলি দুবাই টুরিস্ট visa আর রিটার্ন টিকিট দেখালে যেতে দিবে আশা করি। পাসপোর্ট to পাসপোর্ট ভ্যারি করে ইমিগ্রেশন।

  • @shakilahmmed407
    @shakilahmmed407 Před rokem +1

    ভাইজান এখন বর্তমানে কি ইন্ডিয়ার ট্রানজিট ভিসা নিয়ে নেপাল বা ভুটান যাওয়া যাবে কি?
    দয়া করে যানাবেন বিস্তারিত 🙏

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem +1

      আমি যতটুকু জানি জানুয়ারি এর ২০ তারিখ থেকে দিচ্ছে নেপাল এর জন্য। ভুটান আরো আগে থেকেই দিচ্ছে। IVAC এ ফোন দিয়ে একটু খোঁজ নিয়েন, apply করার আগে।

    • @saadomarwahra1925
      @saadomarwahra1925 Před rokem +1

      ট্রানজিট ভিসা পেলে তো অবশ্যই যাওয়া যাবে।

  • @babysitter9740
    @babysitter9740 Před rokem

    ভাইয়া আমার দুবাই এর জন্য ২ বছরের জব পারমিট আছে
    সেক্ষেত্রে কলকাতাতে ৪/৫ দিন থেকে ওয়ান ওয়ে টিকিটে দুবাই ফ্লাই করতে পারবো কি?

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem

      এটা সাধারণত tourist to tourist ভিসার ক্ষেত্রে। টুরিস্ট to ওয়ার্ক এর জন্য এই ভিডিও না ভাই।

  • @Banglay_information00

    Thanks for authentic information 💓

  • @MdRahaman-rw4zt
    @MdRahaman-rw4zt Před rokem

    ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনার কথা অনেক ভালো লাগলো,
    ভাই বাংলাদেশ থেকে ভারতে যেয়ে অন্য কোন দেশে কাজের ভিসা পাওয়া যাবে প্লিজ আমাকে জানাবেন

  • @HappyIcedTea-ud1ue
    @HappyIcedTea-ud1ue Před 5 měsíci

    ভাই আপনার সাথে কথা বলতে চাই ,,,, কি ভাবে

  • @SumonKhan-uq8mz
    @SumonKhan-uq8mz Před rokem

    আমি বলতেছিলাম ভাইয়া নেপাল থেকে অন্য কোন দেশে যাওয়া যাবে কিনা

  • @inovesslimited3302
    @inovesslimited3302 Před 11 měsíci

    Assalamualikum vai apnar video dekhe ajke September 15 2023 benapole hoe kolkata ashlam ebong 17 September 2023 er ticket kete rekhesilam,busy thakar karone 72 hours maintain korte parlam na,tourist visa nea ase,saudi,India sara kothao jainai er age ,Allah jane ki hobe,duita ticket nilam 20,800 takae CCU-BKK,Indigo 9:30-1:40(+1 day),baki shob kisu ekhon Allah vorosha,shobai doa korben jate jete pari,17 tarikh comment korbo abar InshAllah.

    • @mmroaming2508
      @mmroaming2508  Před 11 měsíci +1

      রিটার্ন টিকিট (বাংলাদেশ এর) বুকিং kore🙂নিয়েন অন্তত। কলকাতা ইমিগ্রেশন একটু বেশি কড়া দিল্লির তুলনায়

    • @inovesslimited3302
      @inovesslimited3302 Před 11 měsíci

      @@mmroaming2508 Alhamdulillah already reached in Thailand but 72 ghonta complete kore ashinai bole kolkata airport e atkaisilo,ki kori ei shei,return air ticket booking paper(not confirmed ) dekhete chailo,hotel booking dekhlo,bou keo onek question korlo tarpor bollo apnader visa system theke cancel kore dea hoese(asholei korse ki janina,naki fapor silo bujhlam na)er por theke ashle either 72 hours stay kore tarpor onno deshe jaben or transit visa nie tarpor jaben,mainly it depends on immigration officer,amar officer amake sere disilo but amar wife er immigration officer jhamela kore boshse,so ja bujhlam 72 hours stay kore gele no problem.

  • @skbillalhossainvlogs3996
    @skbillalhossainvlogs3996 Před 5 měsíci

    ইন্ডিয়াই গিয়ে মালয়েশিয়ার ভিসা আবেদন করা যাই

  • @rjakash7269
    @rjakash7269 Před rokem

    আমি যদি বাংলাদেশ থেকে ভারতে যাই ভারত থেকে মালয়েশিয়া যেতে পারবো কি লাগবে

  • @muneermonir357
    @muneermonir357 Před rokem

    Bhai Ami India napel Thailand Singapore Indonesia Dubai gorci akhon ki Korean Visa Juno aplai korlaki Pavo p. L s volvan

  • @_bookish_3267
    @_bookish_3267 Před rokem +1

    Vaiya jodi India theke pakistan jete chay keu? Tahole ki atkabe?

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem +2

      যথাযত নিয়মে আটকাবে না। Travel history ভালো থাকলে আটকাবে না।
      ইন্ডিয়া থেকে by road এও যাওয়া যায় পাকিস্তান, সেটা বেশি easy। আমার channel এ সেটা নিয়েও ভিডিও আছে। দেখতে পারেন।

  • @shandollar3761
    @shandollar3761 Před rokem

    Vaiya Ami India theke Malaysia fly Korte chai. Because bd to Malaysia ticket price onek high. So Amar visa ase Malaysia. Kal Kori ai khane . Ami ki fly Korte parbo ? Kindly akto janaben please

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem +1

      অবশ্যই পারবেন। জাস্ট কিছু জিজ্ঞাসা করলে কনফিডেন্টলি উত্তর দিবেন জাস্ট।

  • @soykotkhan6434
    @soykotkhan6434 Před rokem

    ভাইজান আমার ইন্ডিয়ার স্টুডেন্ট ভিসা, আমি ইন্ডিয়াতে পড়াশোনা করি। এখন আমি ইন্ডিয়া থেকেই বাই এয়ারে করে নেপালে যেতে চাই & নেপাল থেকে ইন্ডিয়া তেই ফেরত আসতে চাই। হোটেল বুকিং, রিটার্ন টিকেট সহ সব ডকুমেন্টস থাকবে। ইন্ডিয়ার এয়ারপোর্ট থেকে আমি কি যেতে পারবো???
    ভাইজান একটু জেনে যদি বলতেন তাহলে আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম & খুবই উপকৃত হইতাম।

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem

      Student visa নিয়ে আমি sure না ভাই। আপনি কনফার্ম হতে পারবেন ইন্ডিয়ার FRRO তে কথা বলে। ঐটাই বেশি ভালো হবে।

    • @soykotkhan6434
      @soykotkhan6434 Před rokem

      @@mmroaming2508 Okay

  • @abedhossain3662
    @abedhossain3662 Před rokem

    আমি ইন্ডিয়া মনে হয় ৩০ বারের উপরে গেছি আমি কলকাতা থেকে ব্যাংকক যেতে পারব টুরিস্ট ভিসা নিয়ে।।।।নাকি এন্ট্রি ভিসা নিতে হবে

  • @binjamal6448
    @binjamal6448 Před rokem

    ধন্যবাদ আপনাকে।

  • @babulhossen8118
    @babulhossen8118 Před měsícem

    আমি বাংলাদেশি ইন্ডিয়া হয়ে আসটোলিয়াই যাওয়া যাবে

  • @bayzidbinbahadur6230
    @bayzidbinbahadur6230 Před 7 měsíci +1

    ভাই সবাইকে যেতে দেয় না হয়তো কিছু কিছু মানুষকে যেতে দেয়। আমি সর্বপ্রথম যখন কলকাতায় গিয়েছিলাম তখন কলকাতা থেকে টিকেট নিয়ে আবার বাহরাইনেএসেছি কলকাতা এয়ারপোর্ট হয়ে আমাকে ছেড়েছিল। এরপর প্রায় একাধিকবার আসা-যাওয়া হয়েছে তেমন কোন সমস্যা হয়নি।

    • @IsratJahan-jh8dz
      @IsratJahan-jh8dz Před 3 měsíci

      ভারত থেকে কি বাহরাইন যাওয়া যাবে??

    • @bayzidbinbahadur6230
      @bayzidbinbahadur6230 Před 3 měsíci

      ​​@@IsratJahan-jh8dzAmi ekhon obdi 5bar eshechi apnake Kichu jiggasha Korte pare abar na Korte pare

    • @bayzidbinbahadur6230
      @bayzidbinbahadur6230 Před 3 měsíci

      @@IsratJahan-jh8dz যদি ইমিগ্রেশন থেকে আপনাকে ছেড়ে দেয় তাহলে যেতে পারবেন। তবে আপনি দিল্লি হয়ে ট্রাই করতে পারেন কলকাতা অথবা মুম্বাই আপনাকে আটকে দেবে। আর যদি পূর্বে আপনি কখনো ভারতে ট্রাভেল করে থাকেন অন্য কোন দেশ থেকে যেমন বাহরাইন থেকে বা অন্য কোন দেশ থেকে ট্রাবল করে থাকেন তাহলে তারা আপনাকে ছাড়বে কোন সমস্যা হবে না। কারণ তারা তখন মনে করবে আপনি অন্যান্য দেশ থেকে আসা যাওয়া করেন।

  • @HABLULLAH01
    @HABLULLAH01 Před rokem

    ভাই বাংলাদেশ থেকে আফগানিস্তান ভ্রমণের সহজ পদ্ধতি কি? আমার অফিশিয়াল পাসপোট।

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem +1

      আফগানিস্তান যাওয়া অনেক টাফ। যেতে পারলেও ওখানে ঘোরাফেরা করা আরো টাফ। তাই এটা না হয় থাক। 🙂

  • @mahidulislam9298
    @mahidulislam9298 Před rokem

    Vaiya, amr Malaysia, China, Thailand and India visit kora ase ,akon Indian tourist visa niye Singapore jabo then China te.India te 3 nights stay korbo.tatporeo ki kono problem hobe?

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem

      ইমিগ্রেশন পাসপোর্ট to পাসপোর্ট ভ্যারি করে।
      আপনার হিস্ট্রি অনুযায়ী আপনার কোনো সমস্যা হওয়ার কথা না একদমই। সিঙ্গাপুর to চিন টিকিট দেখতে চাইতে পারে। থাকলে তো ভালো, না থাকলে বুকিং করে নিয়েন। কনফিডেন্ট থাকবেন, ব্যাস।

    • @mahidulislam9298
      @mahidulislam9298 Před rokem

      @@mmroaming2508 ..Indian High commision e kotha bollam, bollo je transit visa nite hobe. kmne ki kori vai?

    • @mmroaming2508
      @mmroaming2508  Před rokem

      @@mahidulislam9298 কেন ফোন দিছেন। ওরা তো বলবেই এই কথা। ওরা তো চাইবে না আপনি টুরিস্ট ভিসা কে ট্রানজিট হিসেবে ব্যবহার করেন।
      আমার ভিডিও টা পুরা দেখুন মনোযোগ দিয়ে।

  • @Birdgardenflorida
    @Birdgardenflorida Před 3 měsíci

    Apnar channel subscribe korlam
    Apni onak sundor kora Kotha bolan

  • @thecrazytraveler787
    @thecrazytraveler787 Před rokem

    Ami jodi delhi theke kono deshe jai aser somoy bd na ase delhi aste parbo

  • @ahnafislam8710
    @ahnafislam8710 Před 11 měsíci

    Vaiya,Delhi to kathmundu by air and return kathmundu to silliguri by bus asle immigration kono jhamela korbe without transit visa

    • @mmroaming2508
      @mmroaming2508  Před 11 měsíci

      করবে

    • @ahnafislam8710
      @ahnafislam8710 Před 11 měsíci

      @@mmroaming2508 tahole ki air e Aste hobe

    • @mmroaming2508
      @mmroaming2508  Před 11 měsíci

      @@ahnafislam8710 land border diye return korte hole oi border apnar visa te likha thakte hobe, ja likha nai tai aste dibe na.
      Ar beshirvag khetrei nepal bhutan jete dey na India theke tourist visa te ja ami video te bolechi. Tobe ekebarei dey na setao na, oder ichcha... risk niye dekhte paren

    • @ahnafislam8710
      @ahnafislam8710 Před 11 měsíci

      @@mmroaming2508 thanks vaiya information deyar jonno

  • @almamunansar1341
    @almamunansar1341 Před 9 měsíci

    হ্যালো ভাই
    আমি আপনার একটা ভিডিও দেখলাম। খুবই ভালো একটা ভিডিও। আমাকে কি একটু পরামর্শ দিতে পারবেন? আগামী বছর মাঝামাঝি আমি ভারতের সিকিম গ্যাংটক এ যাচ্ছি সেখান থেকেই আমি চাচ্ছিলাম দিল্লি টু প্যারিস যাবো এবং তিন সপ্তাহ পরে আবার দিল্লিতে ব্যাক করব ইউরোপ থেকে। তারপর দিল্লি থেকে ঢাকায় চলে আসব। ভেবেছিলাম মাল্টিপ্ল এন্ট্রি টুরিস্ট ভিসা থাকলে হয়ে যাবে.
    ভাই আমার তিনবার ব্যাংকক, দুইবার মালয়েশিয়া এবং নেপাল ভুটান আর ৭/৮ বার ভারতের ভিসা আছে একই সাথে দুই বার সেনজেন ভিসা আছে, আর একবার ইউকে ভিসা আছে। এটা আমার তিন নম্বর সেনজেন ভিসা হবে। একটু বলবেন কি?

    • @mmroaming2508
      @mmroaming2508  Před 9 měsíci

      Immigration এর গ্যারান্টি দেওয়া তো সম্ভব না, সেটা আপনিও বোঝেন। আপনার হিস্টোরি অনুযায়ী আপনাকে যেতে দেওয়ার আর কোনো ঝামেলা না করার সম্ভাবনা অনেক অনেক বেশি

  • @shumosworld4456
    @shumosworld4456 Před 9 měsíci +1

    ট্রাভেল হিস্ট্রি লাগবে কেন? আপনার কাছে ভিসা + ৭ দিনের বেশি থাকলে এমনিই যেতে পারবেন!!

  • @apusarwer308
    @apusarwer308 Před rokem

    Bhai assalamualaikum. If want to go to Singapore from Kolkata. Then which visa i collect first? Singapore tourist visa and India transit visa?