কারে দেখাব মনের দুঃখ গো এর লেখকের খোঁজে সুনামগঞ্জের জগন্নাথপুর !! লিখেছেন ভ্রমর কইয়ো গিয়া সহ আরো...

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • কারে দেখাব মনের দুঃখ গো এর লেখকের খোঁজে সুনামগঞ্জের জগন্নাথপুর !! লিখেছেন ভ্রমর কইয়ো গিয়া সহ আরো...
    জনপ্রিয় লোক সংগীত
    "ভ্রমর কইয়ো গিয়া,
    শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে,
    ভ্রমর কইয়ো গিয়া॥
    "কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া ।
    অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া॥"
    এন্ড্রু কিশোরের কষ্টের গান এর তালিকায় এইগুলা বাংলাদেশের সেরা সকল গান।
    আজও সিলেটের প্রতিটি বিয়ের অনুষ্ঠানে ধামাইল নৃত্য ও গান না হলে সেই বিয়ে অসম্পুর্নই থেকে যায়।
    কিন্তু এই গানের প্রকৃত লেখক কে?
    জন্মসূত্রে তিনি পুরকায়স্থ তিনি ১৮৩৩ জন্মগ্রহন করে ১৯১৫ সালে মৃত্যু বরণ করেন। তিনি একাধারে একজন বাংলা সাহিত্যিক, সাধক কবি, বৈঞ্চব বাউল এবং ধামালি নৃত্য-এর প্রবর্তক ছিলেন। তার রচিত ধামাইল গান সিলেট ও ভারতের বাঙ্গালীদের কাছে অত্যাধিক প্রিয়। কৃষ্ণ বিরহের আকুতি আর না-পাওয়ার ব্যথা কিংবা সব পেয়েও না-পাওয়ার কষ্ট তাকে সাধকে পরিণত করেছে। তিনি দেহতত্ত্ব, ভক্তিমূলক, অনুরাগ, প্রেম, ভজন, ধামাইলসহ নানা ধরনের কয়েক হাজার গান রচনা করেছেন।
    বর্তমানে মেঘালয়ের পাহাড়ি ঢল এর কারনে সিলেটে বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে। এমন দুর্যোগময় পরিস্থিতিতেই ঢাকা থেকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে গিয়ে লেখকের খোঁজে আজ আমরা অনুসন্ধান করব কোথায় তার প্রকৃত বাড়ী?
    Andrew Kishore's one of the most popular song "kare dekhabo moner dukkho go"
    Popular folk song "bhromor koio gia"
    But who is the real author of this song?
    At present flood situation has arisen in Sylhet due to the landslides of Meghalaya. In such a dire situation, we will go to Jagannathpur of Sunamganj district from Dhaka in search of the real writer of those song and where is his real home?

Komentáře • 1