মুসলিম উত্তরাধিকার আইনে নিঃসন্তান স্বামী/স্ত্রী’র সম্পত্তির ওয়ারিশ বন্টনের নিয়ম।

Sdílet
Vložit
  • čas přidán 7. 11. 2023
  • ‘The Legal Conclude’ হচ্ছে বাংলাদেশে প্রচলিত আইন এর বিভিন্ন ধারা, ধাপ, পর্যায়, ইস্যু নিয়ে সঠিক ও সর্বশেষ তথ্য সম্বলিত একটি চ্যানেল। ‘The Legal Conclude’ এর উদ্দেশ্য আইনের বিভিন্ন বিষয়ে সহজ-সরল ভাষায় সঠিক তথ্য তুলে ধরা। আইন পেশার সহিত সম্পৃক্ত সহ সকল সাধারন মানুষকে আইন বিষয়ে সচেতন করা মূলত ‘The Legal Conclude’ এর প্রচেষ্টা।

Komentáře • 14

  • @ashiksikdar9621
    @ashiksikdar9621 Před měsícem

    ম্যাডাম অসাধারণ ভাবে বুঝিয়ে বলেছেন খুব উপকৃত হলাম। আমি একজন সার্ভেয়ার।

  • @habiburrahman-hb2tg
    @habiburrahman-hb2tg Před 8 měsíci

    Onek guruttopurno alochona. Apu aponaer jonne Shuvo kamona roilo.

  • @user-io7cb5js4q
    @user-io7cb5js4q Před 3 měsíci

    thank you

  • @jahedahmed965
    @jahedahmed965 Před 8 měsíci

    ❤❤❤

  • @polyakther9336
    @polyakther9336 Před 7 měsíci

    আসসালামুয়ালাইকুম।ম্যাম আমার বাবা-মা আমার দাদার মৃত্যুর আগে মারা গেছেন। দাদা জীবিত থাকতে তার সম্পত্তি আমার চাচাদের নামে লিখে দিয়েছেন। আমি বাবার একমাত্র মেয়ে সন্তান। আমি কোন উপায়ে আমার অংশ পাব কি? সম্পতির লালসায় চাচারা সম্পর্ক রাখেনি। এতিমের প্রতি দয়া করে সহায়তা করূন। আল্লাহর উপর এই ভরসা রাখি যে, কেউ তো মিলবে এই লোভীদের শাস্তি দিতে আমাকে সহায়তা করবে!।

  • @user-ev7bq4dt1k
    @user-ev7bq4dt1k Před 5 měsíci

    ম্যাম, আমার কোন সন্তান নাই। তাহলে আমার সম্পত্তি কারা কিভাবে পাবে। আমার মৃত্যুর পরে।

  • @jannatulnaeem9662
    @jannatulnaeem9662 Před 24 dny

    আস্সালামুআলাইকুম, মেডাম নিঃসন্তান বোনের আগে তার আপন ভাই মারা গেছে,তবে নিঃসন্তান বোনের একজন আপন বোন ও সৎ ভাই জীবিত আছেন,বর্তমানে সেই নিঃসন্তান বোনও মারা গেছে তবে কি নিঃসন্তান বোনের সম্পত্তি তার আপন মৃত ভাই এর ছেলে অংশ পাবে,,

  • @roninodi8697
    @roninodi8697 Před 4 měsíci

    বড় ভাই নিঃস্তান, তার স্ত্রী, সন্তান, মা,বাবা,দাদা,দাদি কেউ নেই।তবে তার দুই সৎ ভাই এবং দুই সৎ বোন রয়েছে।তার মারা যাবার ১০ মাস আগে তার দুই সৎ ভায়ের একজন মারা যায়।এই সৎ ভাইয়ের ছেলে মেয়েরা আছে।এই সৎ ভাইয়ের ঠিক ১০ মাস পরে নিঃসন্তান সৎ বড় ভাই মারা যান,এখন যে এক সৎ ভাই ও দুই সৎ বোন বেঁচে আছে তারা সম্পূর্ণ সম্পত্তি দাবি করছে,যে সৎ ভাই আগে মারা গেছে তারা ছেলে মেয়েরা নাকি কোন সম্পত্তি পাবে না? এই ক্ষেত্রে আইন কি বলে? জানতে চাচ্ছি

  • @ronychisty4921
    @ronychisty4921 Před 8 dny

    নি:সন্তান দম্পতি কি কাউকে উইল করতে পারবেন।

  • @demanprodhan126
    @demanprodhan126 Před 2 měsíci

    এক কন্যা থাকলে কি তার বোন কি তার বোন সম্পতি পাবে নি

  • @razimrazim4598
    @razimrazim4598 Před 9 dny

    নিঃসন্তান ব্যক্তির ভাই মারা গেছে ভাতিজারা কি সম্পত্তি পাবে, দয়া করে জানাবেন আসসালামুয়ালাইকুম