ফোনে কিভাবে কাস্টম রম ইনস্টল করবেন? Basics of Custom Rom Installation. MIUI 12.5 Overview+Download!

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2021
  • About The Video
    ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
    Disclaimer: Do at your own risk. I am not responsible for any kinds of damage or harm done to your phone or to yourself. This is only for educational purposes.
    And don't forget to take backup of your data/files before doing anything.
    আপনার ফোনটিতে কাস্টম রম বা ফার্মওয়্যার ফ্ল্যাশ করতে হলে প্রথমেই আপনার প্রয়োজন ড্রাইভার। কম্পিউটারে যথাযত ড্রাইভার না থাকলে পিসিতে ফোন ডিটেক্ট করবে না। এজন্য আপনাকে ADB(Andriod Debugging Bridge) এবং Fastboot ড্রাইভার থাকতে হবে।
    ADB & Fastboot Driver: forum.xda-developers.com/t/of...
    এখান থেকে ড্রাইভারটি ডাউনলোড করে ইন্সটল করে নিবেন। এটি ইন্সটল করে নিলেই কাজ শেষ।
    *Windows 10 ইউজারদের কিছু কিছু ক্ষেত্রে ড্রাইভার সিগনেচার ভেরিফিকেশন অফ করে নেয়া লাগতে পারে।
    তবে কিছু ক্ষেত্রে হয়তো তারপরও পিসিতে ফোন ডিটেক্ট নাও করতে পারে। এক্ষেত্রে আপনারা ফোনটিকে ফাস্টবুট মোডে পিসিতে লাগিয়ে উইন্ডোজ আপডেট এ গিয়ে আপডেট সার্চ করলে অটোমেটিক ড্রাইভার ইন্সটল হয়ে যাবে। তাতেও কাজ না হলে নিচের দেয়া লিংক থেকে Fastboot এর ড্রাইভার ফাইলটি ডাউনলোড করে ম্যানুয়ালি ইন্সটল করে নিবেন। ইনস্টলেশন প্রসেস এই লিংকেই দেয়া আছে।
    Fastboot Driver Manual Install: androidmtk.com/install-google...
    ফোনে যেকোনো মডিফিকেশন করার পূর্বে প্রথম কাজ Bootloader আনলক করা। ফোনের Bootloader আনলক প্রসেস ফোনের ম্যানুফ্যাকচার ভেদে ভিন্ন হয়ে থাকে। এ ব্যাপারে আপনি আপনার ফোনের Bootloader আনলক প্রসেস সম্পর্কে রিসার্চ করে নিবেন।
    শাওমি ইউজাররা ফোনের Bootloader আনলক করার জন্য নিচের লিঙ্ক থেকে আনলকার টুল টি নামিয়ে নিন।
    MI Bootloader Unlock Tool: en.miui.com/unlock
    শাওমি ফোনগুলো আনলক করতে এক সপ্তাহ বা ৭ দিন বা ১৬৮ ঘন্টা অপেক্ষা করতে বলবে প্রথম চেষ্টার সময়।
    আনলক হয়ে গেলে এবার আপনি আপনার ফোনের কাস্টম রিকভারি, কাস্টম রম সম্পর্কে ডিটেইল্ড আকারে জানতে আপনার ফোনের xda Forum গিয়ে ঘুরে আসুন।
    গুগলে গিয়ে আপনার ফোনের মডেল নাম লিখে সাথে xda লিখে দিলে চলে আসবে আপনার ফোনের ডেভেলপার ফোরাম। example- Redmi K30 Pro xda.
    তারপর বাকিটা নিজে নিজেই বুঝে নিতে পারবেন আশা করি।
    সাধারণত প্রসেসটি এরকম যে আপনি আগে একটি কাস্টম রিকভারি (twrp) ইন্সটল করবেন। অতঃপর পছন্দের রমটি কাস্টম রিকভারীর মাধ্যমে ফ্ল্যাশ করে নিবেন। একটি রম ফ্ল্যাশ দেয়ার পূর্বে কিছু রিকোয়ারমেন্ট থাকে। কিভাবে কি করতে হবে তা আপনি আপনার ফোনটির xda ফোরামে রমটির পোস্টেই ডিটেইল্ড আকারে লেখা থাকবে।
    তাছাড়া আপনারা আপনার ফোনে সবথেকে ক্লিন এবং ঝামেলামুক্ত Miui ব্যবহার করতে চাইলে ফ্ল্যাশ করে নিতে পারেন Xiaomi Eu রম গুলো। নিচের লিঙ্কে গিয়ে আপনার ফোনের জন্য পছন্দের Xiaomi Eu রমটি ডাউনলোড করে নিতে পারবেন।
    *এক্ষেত্রে অবশ্যই রিজিওনাল ভেরিয়েশন এর ব্যাপারে প্রপার নলেজ রাখবেন। শাওমীর একটাই মডেল এর বেশ কিছু ভ্যারিয়েন্ট থাকে। সাধারণত চায়নিজ ফোন গুলোয় চাইলে গ্লোবাল রম ব্যবহার করা যায়। কিন্তু রাশিয়া ও ইউরোপীয় (EEA) ভ্যারিয়েন্ট গুলোয় কিছু চেন্জ থাকে। সেজন্য সেগুলোর জন্য আলাদা রম হয়ে থাকে।
    Xiaomi EU ROM: xiaomi.eu/community/forums/mi...
    নিচের লিঙ্কে গেলে আপনারা ২০২১ এর জানুয়ারি ২০/২১ তারিখের Miui 12.5 চায়না ডেভেলপার রম এর মডিফাইড Xiaomi Eu রমটি পেয়ে যাবেন কিছু নির্দিষ্ট শাওমি ডিভাইসের জন্য যেমন Redmi K30, K30 5G, K30i, K30 Pro, Note 7, Note 8, Mi10, Mi11, CC9, CC9 Pro ইত্যাদি।
    MIUI 12.5 Xiaomi EU Rom 21.1.20/21: xiaomi.eu/community/threads/2...
    Say Hi!
    ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
    Akib Raj- / akajrag
    Mahmud Shakil- / spr.shakil.7
    Channel Information
    ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
    For any business inquiry: thetechverse@gmail.com
    Facebook Page link: / techverse-109997163848296
    Facebook Group link: / 577687753020843
  • Věda a technologie

Komentáře • 768

  • @techversebd
    @techversebd  Před 3 lety +106

    Disclaimer: Do at your own risk. I am not responsible for any kinds of damage or harm done to your phone or to yourself. This is only for educational purposes.
    And don't forget to take backup before doing anything.
    আপনার ফোনটিতে কাস্টম রম বা ফার্মওয়্যার ফ্ল্যাশ করতে হলে প্রথমেই আপনার প্রয়োজন ড্রাইভার। কম্পিউটারে যথাযত ড্রাইভার না থাকলে পিসিতে ফোন ডিটেক্ট করবে না। এজন্য আপনাকে ADB(Andriod Debugging Bridge) এবং Fastboot ড্রাইভার থাকতে হবে।
    ADB & Fastboot Driver: forum.xda-developers.com/t/official-tool-windows-adb-fastboot-and-drivers-15-seconds-adb-installer-v1-4-3.2588979
    এখান থেকে ড্রাইভারটি ডাউনলোড করে ইন্সটল করে নিবেন। এটি ইন্সটল করে নিলেই কাজ শেষ।
    *Windows 10 ইউজারদের কিছু কিছু ক্ষেত্রে ড্রাইভার সিগনেচার ভেরিফিকেশন অফ করে নেয়া লাগতে পারে।
    তবে কিছু ক্ষেত্রে হয়তো তারপরও পিসিতে ফোন ডিটেক্ট নাও করতে পারে। এক্ষেত্রে আপনারা ফোনটিকে ফাস্টবুট মোডে পিসিতে লাগিয়ে উইন্ডোজ আপডেট এ গিয়ে আপডেট সার্চ করলে অটোমেটিক ড্রাইভার ইন্সটল হয়ে যাবে। তাতেও কাজ না হলে নিচের দেয়া লিংক থেকে Fastboot এর ড্রাইভার ফাইলটি ডাউনলোড করে ম্যানুয়ালি ইন্সটল করে নিবেন। ইনস্টলেশন প্রসেস এই লিংকেই দেয়া আছে।
    Fastboot Driver Manual Install: androidmtk.com/install-google-adb-driver-manually
    ফোনে যেকোনো মডিফিকেশন করার পূর্বে প্রথম কাজ Bootloader আনলক করা। ফোনের Bootloader আনলক প্রসেস ফোনের ম্যানুফ্যাকচার ভেদে ভিন্ন হয়ে থাকে। এ ব্যাপারে আপনি আপনার ফোনের Bootloader আনলক প্রসেস সম্পর্কে রিসার্চ করে নিবেন।
    শাওমি ইউজাররা ফোনের Bootloader আনলক করার জন্য নিচের লিঙ্ক থেকে আনলকার টুল টি নামিয়ে নিন।
    MI Bootloader Unlock Tool: en.miui.com/unlock
    শাওমি ফোনগুলো আনলক করতে এক সপ্তাহ বা ৭ দিন বা ১৬৮ ঘন্টা অপেক্ষা করতে বলবে প্রথম চেষ্টার সময়।
    আনলক হয়ে গেলে এবার আপনি আপনার ফোনের কাস্টম রিকভারি, কাস্টম রম সম্পর্কে ডিটেইল্ড আকারে জানতে আপনার ফোনের xda Forum গিয়ে ঘুরে আসুন।
    গুগলে গিয়ে আপনার ফোনের মডেল নাম লিখে সাথে xda লিখে দিলে চলে আসবে আপনার ফোনের ডেভেলপার ফোরাম। example- Redmi K30 Pro xda.
    তারপর বাকিটা নিজে নিজেই বুঝে নিতে পারবেন আশা করি।
    সাধারণত প্রসেসটি এরকম যে আপনি আগে একটি কাস্টম রিকভারি (twrp) ইন্সটল করবেন। অতঃপর পছন্দের রমটি কাস্টম রিকভারীর মাধ্যমে ফ্ল্যাশ করে নিবেন। একটি রম ফ্ল্যাশ দেয়ার পূর্বে কিছু রিকোয়ারমেন্ট থাকে। কিভাবে কি করতে হবে তা আপনি আপনার ফোনটির xda ফোরামে রমটির পোস্টেই ডিটেইল্ড আকারে লেখা থাকবে।
    তাছাড়া আপনারা আপনার ফোনে সবথেকে ক্লিন এবং ঝামেলামুক্ত Miui ব্যবহার করতে চাইলে ফ্ল্যাশ করে নিতে পারেন Xiaomi Eu রম গুলো। নিচের লিঙ্কে গিয়ে আপনার ফোনের জন্য পছন্দের Xiaomi Eu রমটি ডাউনলোড করে নিতে পারবেন।
    *এক্ষেত্রে অবশ্যই রিজিওনাল ভেরিয়েশন এর ব্যাপারে প্রপার নলেজ রাখবেন। শাওমীর একটাই মডেল এর বেশ কিছু ভ্যারিয়েন্ট থাকে। সাধারণত চায়নিজ ফোন গুলোয় চাইলে গ্লোবাল রম ব্যবহার করা যায়। কিন্তু রাশিয়া ও ইউরোপীয় (EEA) ভ্যারিয়েন্ট গুলোয় কিছু চেন্জ থাকে। সেজন্য সেগুলোর জন্য আলাদা রম হয়ে থাকে।
    Xiaomi EU ROM: xiaomi.eu/community/forums/miui-12.206
    নিচের লিঙ্কে গেলে আপনারা ২০২১ এর জানুয়ারি ২০/২১ তারিখের Miui 12.5 চায়না ডেভেলপার রম এর মডিফাইড Xiaomi Eu রমটি পেয়ে যাবেন কিছু নির্দিষ্ট শাওমি ডিভাইসের জন্য যেমন Redmi K30, K30 5G, K30i, K30 Pro, Note 7, Note 8, Mi10, Mi11, CC9, CC9 Pro ইত্যাদি।
    MIUI 12.5 Xiaomi EU Rom 21.1.20/21: xiaomi.eu/community/threads/21-1-20-21.59581
    And welcome to everyone who thanked me in the comments. Take love ❤️

    • @kraftedbykabir
      @kraftedbykabir Před 3 lety +2

      Bhai stock Android (pixel) ROM niye vedio banaile upokar hoito

    • @mdfuad8715
      @mdfuad8715 Před 3 lety

      czcams.com/video/Uja0ecXyjRE/video.html

    • @hhimon415
      @hhimon415 Před 3 lety +3

      ভাই দয়া করে একটু বলবেন, xaomi ফোন গুলোতে শুধু custom android কিভাবে করা যায়।কোনো ui থাকবে না। Pls pls pls

    • @dexterousmaruf5346
      @dexterousmaruf5346 Před 3 lety +1

      🥴🥴🥴

    • @tanvirkabir8850
      @tanvirkabir8850 Před 3 lety +4

      Vaiya bia korlen janailen na 😪

  • @dmmahmud
    @dmmahmud Před 3 lety +9

    এতদিন কাস্টম রম কিভাবে ইনস্টল দিতে হয় এ ব্যাপারে শুধু ইন্ডিয়ানদের ভিডিও দেখেছি।আজ প্রথম কোনো বাংলাদেশীর ভিডিও দেখলাম।ভালো প্রচেষ্টা।

  • @AsadulIslam-vo8te
    @AsadulIslam-vo8te Před 3 lety +40

    আশা করি অনেক বেশি ডিটেইলস সহ ভিডিওটা পাবো আর অনেক সহজভাবে বোধগম্য হবে,,,,ভালোবাসা অবিরাম 🥰

  • @devjitroy4942
    @devjitroy4942 Před 3 lety +28

    ধন্যবাদ ভাই, এই টপিক এর উপর ভিডিও করার জন্য।বাংলাদেশী টেক youtuber দের মধ্যে আপনি ই হইতো প্রথম এই বিষয় নিয়ে এত ভালো একটা basic ধারণা দিলেন
    অনেক অনেক ধন্যবাদ ভাই
    ♥️💖💗💗💖♥️

  • @nahidhasan6592
    @nahidhasan6592 Před 3 lety +6

    অনেক চেনেলে বহুবার প্রশ্ন করার পর অবশেষে প্রশ্নের উত্তর পাইলাম,,, ধন্যবাদ আকিব ভাই।

  • @rabbihossain4254
    @rabbihossain4254 Před 3 lety +34

    Man,you never get tired of it from the good old school days.

    • @techversebd
      @techversebd  Před 3 lety +14

      এখনও মজা লাগে এগুলা দোস্ত।

  • @itsmunnahere3513
    @itsmunnahere3513 Před 3 lety +5

    এসময় এ বিষয়ে এমন একটা ভিডিও আসলেই দরকারী ছিলো 💪💪🥰🙏🤎

  • @shersolaiman
    @shersolaiman Před 3 lety +3

    অনুরোধ টা আমিই প্রথমে করেছিলাম। ধন্যবাদ আকিব ভাই

  • @freakymystj2625
    @freakymystj2625 Před 3 lety +4

    Eagerly waited for this..thank you brother🥰❤🙂

  • @s.m.shahriarrahmansadik9906

    recently আমি আবার কাস্টম রম এ শিফট হবো ।
    যাই হোক ভালোই হলো ❤️💙

  • @nhnafi4973
    @nhnafi4973 Před 3 lety +2

    Vai re vai ei type video ei ami khujtesi,
    Timing best vai video upload er🥰🥰

  • @factslover3758
    @factslover3758 Před 3 lety +2

    All doubt is clear... Thank you so much..
    And your smile is just like my elder brother.. 🧑

  • @iampaularpo
    @iampaularpo Před 3 lety +1

    অনেক অনেক ধন্যবাদ ভাই এমন ভিডিও দরকার ছিলো। বাংলাতে কোথাও নাই।অনেক হ্লেপফুল ভিডিও ❤️

  • @rohaniglesias3588
    @rohaniglesias3588 Před 3 lety +3

    hey! congrats on 100k🎉

  • @sufoldn3116
    @sufoldn3116 Před 3 lety +3

    Waiting for this video.best tech Review channel ever

  • @tanmoydhar4821
    @tanmoydhar4821 Před 3 lety +1

    Oh bhai! Amio WOT fan..... Desktop e dekhe just dil ta vore gelo........ 🥰❤️❤️❤️

  • @mdfoysalhassan7308
    @mdfoysalhassan7308 Před 3 lety

    আগ্রহ ছিলো এই বিষয়ে। দেখলাম তবে বুঝলাম না পুরোপুরি। ডিটেইলস ভিডিওর জন্য অপেক্ষা করবো।💖💖

  • @alphastark4431
    @alphastark4431 Před 3 lety +9

    Saw PewDiePie's story on your CZcams home screen.
    He uploaded that 11 hours ago.
    You guys are fast 😀

  • @sammodatta8611
    @sammodatta8611 Před 3 lety +18

    Please , make a video for Step by Step installation about this video So that we don't have to go to others for help .

  • @shamimmedia9811
    @shamimmedia9811 Před 3 lety +3

    খুব ভালো বুঝিয়েছেন কিন্তু সব আমার মাথার উপর দিয়ে গেছে 🥴🤨🤨

  • @asifalex1171
    @asifalex1171 Před 3 lety +2

    বেশ উপকার হল ভিডিও টা দেখে
    ধন্যবাদ ভাই

  • @FIFAzoid_
    @FIFAzoid_ Před 3 lety +2

    Vaia ei video ta onk helpful
    Thanks a lot 😊❤️

  • @vance148
    @vance148 Před 3 lety +1

    কাস্টম রোম ❤️ খুব প্রয়োজনীয় একটা টিউটোরিয়াল

  • @oasifahmed2001
    @oasifahmed2001 Před 3 lety

    Vaia ...ai dhoroner video future e r o dekhte chai

  • @ZapZoD_GaminG
    @ZapZoD_GaminG Před 3 lety +2

    thanks man🥰🥰 nxt time o amon video cai🥰🥰🥰

  • @imrannurjholok2981
    @imrannurjholok2981 Před 3 lety

    Onek din opekkha korchilam ai video tar jonno onk dhonnobad

  • @moibrahim2433
    @moibrahim2433 Před 2 lety

    ভাই এতদিন ধরে অনেক ভিডিও দেখি ইন্ডিয়ানদের, কিছু কিছু মাথা ডুকতো আর কিছু মাথার উপর দিয়ে যায়তো,
    আজকে আপনার ভিডিও টা থেকে আমি এবং আমরা অনেক উপকৃত হলাম,
    BTW, আমি রিকভারি হিসাবে Pitch Black ব্যবহার করি, আর OS হলো Oxygen OS,
    Regular experience অনেক জোস, অনেক smooth ❤️

  • @salehahmedrafat8412
    @salehahmedrafat8412 Před 3 lety

    জোশশশ।।।।।
    আমার একটা কথা আছে, প্রতিটা ফোন যখন রিভিউ করেন, তখন জিক্যাম দিয়া কয়ামন ছবি আসে সেটাও যদি দেখান তাহলে বেটার হয়

  • @hadisantoday
    @hadisantoday Před 3 lety +24

    অনেক বছর পর আবার কাস্টম রম এর ব্যাপারে শুনতে ভালই লাগছে ব্যাপারটা পুরো লারা দিয়ে দিলেন 😇😁🥴

  • @nayemislam5294
    @nayemislam5294 Před rokem

    খুবই ভালো লাগলো 💕💕
    আরো অনেক কিছু লেখতে মনে চায়

  • @Ghostriderz99
    @Ghostriderz99 Před 3 lety +2

    Using Resurrection Remix Os on my RN7 Pro😍..Best rom in terms of customization, gaming nd bb

  • @niloybarai2496
    @niloybarai2496 Před 3 lety

    I did this back at while using a samsung J2 phone..Works like a charam and it is the independence that android gives us.

  • @onehoursodyssey
    @onehoursodyssey Před 3 lety +1

    Ei dhoroner video chacchilam 🖤

  • @kuashapranto4782
    @kuashapranto4782 Před 3 lety

    খুবই চমৎকার এবং সাবলীল বর্ণনা

  • @itstanvir490
    @itstanvir490 Před 3 lety

    Tnx vai pura A-Z bujiye diyar jorno

  • @shakhawathossain1580
    @shakhawathossain1580 Před 3 lety

    এমন ভিডিও আশা করেছিলাম। ধন্যবাদ ভাই

  • @didarulhoque967
    @didarulhoque967 Před 3 lety

    Um also using 12.5 eu rom on my Redmi K30, better bb, joss animation with awesome wallpaper & so on.........
    thanks for the video bro

  • @abdemon4075
    @abdemon4075 Před 3 lety +6

    আজকের থাম্বনেইল টা ভাল্লাগছে

  • @mdeifrit400
    @mdeifrit400 Před 3 lety +1

    যারা রম চেঞ্জ করতে চায় তাদের অবশ্যই আগে মন থেকে ফোন ব্রিক হওয়ার ভয় বাদ দিতে হবে।কারণ প্রথম প্রথম করার সময় ব্রিক হওয়া অত্যান্ত স্বাভাবিক এবং যেকোনো Xiaomi ফোনকে ব্রিক থেকে রিকভার করাও অত্যান্ত সহজ কাজ। প্রথম প্রথম আমারো অনেকবার ফোন ব্রিক হয়েছিলো।
    ধন্যবাদ আকিব ভাইকে, বিষয় গুলা এতো সুন্দর করে বোঝানোর জন্য।

    • @rafikhan5531
      @rafikhan5531 Před 3 lety +1

      ব্র আমার ফোন এর বুটলোডার আনলক করতে চায়!! আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন??

    • @mdeifrit400
      @mdeifrit400 Před 3 lety

      @@rafikhan5531 Which is the brand of your phone?

    • @rafikhan5531
      @rafikhan5531 Před 3 lety

      @@mdeifrit400 Xiaomi redmi note 7

  • @crazysimp007
    @crazysimp007 Před 3 lety

    When I log in to "mi unlock" software it takes me to my mi account rather than "unlock options" or "connect your phone option". I have tried many versions of "mi unlock" software but the same phenomena have happened. Please provide a suitable solution of this.

  • @mokarramrafi1803
    @mokarramrafi1803 Před 3 lety +5

    এই ভিডিও টা দরকার ছিল অনেক ধন্যবাদ আকিব ভাইয়া।
    আকিব ভাইয়ার ভিডিও মানেই সব

  • @nasib3940
    @nasib3940 Před 3 lety +65

    সময় উপযোগী ভিডিও🥰

    • @khelaghorbd798
      @khelaghorbd798 Před 2 lety

      Redmi 9 custom rom:czcams.com/video/0ZQogXs3m9k/video.html

  • @subjectway846
    @subjectway846 Před 3 lety +1

    Waiting for it from a long time

  • @ritusultana7207
    @ritusultana7207 Před 3 lety

    Eu rom e ki mi dailer and message application pabo with ato call recording??

  • @sharifulbinnazrul6104
    @sharifulbinnazrul6104 Před 3 lety

    Congratulations bhai. 106k hoyar por wish korlam❣️

  • @shawonhasnat4556
    @shawonhasnat4556 Před 3 lety +2

    Onek vlo laglo vai❤️❤️

  • @Raihan.Mridha
    @Raihan.Mridha Před 3 lety

    Vai 3 bar like disi

  • @969Sumon
    @969Sumon Před 3 lety

    বিষয়টা আঝদি বুজতে পারতেছি না।
    আরো বিস্তারিত দিলে ভাল হবে ভাই।
    ধন্যবাদ ভাই।

  • @hafejmohammadmahmudulhasan4709

    এই ভিডিও টা অনেক দরকার ছিলো 😍😍😍

  • @shahrajchowdhury997
    @shahrajchowdhury997 Před 3 lety +1

    Thank you @Akib Raj vai😍❤️❤️

  • @zindegi23201
    @zindegi23201 Před 3 lety +1

    ভাই miui 12.5 eu room কইভাবে ইন্সটল করতে হয় সে বিষয়ে একটি ভিডিও দিলে সবাই আরো ভালো বুঝতে পারত।
    আশা করছি খুব দ্রুতই দিবেন

  • @faysal19
    @faysal19 Před 3 lety +2

    ভাই সত্যিই অসাধারণ একটা ভিডিও 😍

  • @amitkantidhar5855
    @amitkantidhar5855 Před 3 lety +2

    দারুন কন্টেন্ট 🤘

  • @fazlerabbi2612
    @fazlerabbi2612 Před 3 lety +2

    ভাই এরকম টেকনিকেল ভিডিও গুলো দিলে অনেক ভাল হয়।

  • @akanindyo2893
    @akanindyo2893 Před 3 lety +4

    thanks akib vai

  • @shajadulislamshopno7379

    One of the best Videos Bruh😇.Kintu Porer video Te step by step kivabe Install korbo just oitar akta video Banaiyen.Ei video te just Basic gula jante parlam.Like Dokan e gele Hudai custom rom install korar jonne 200-300 taka ney😑.Apni akta video dile dhoren amra nije nije install korte partam.And We will do at our own risk.Thank you

  • @ashikur-zo3lc
    @ashikur-zo3lc Před 3 lety +1

    iphone কেনার আগে যেসব বিষয় ভাবতে হবে , সেটা নিয়ে ভিডিও চাই।

  • @codewithbrothers6537
    @codewithbrothers6537 Před 3 lety

    Oshtir vhaiii ....

  • @shahinibnaus
    @shahinibnaus Před 3 lety

    আমি অনেক আগে‌ থেকেই custom rom‌‌ ব্যবহার করছি। কিছুদিন আগে নতুন একটা ফোন নিয়েছি, এখন custom rom এর ফিচার গুলো মিস করছি। মাথা নষ্ট ফিচার এ ভর্তি custom rom😊😊

  • @azrafsami
    @azrafsami Před 3 lety +1

    Akib vai ei custom rom related aro aro content koren ekta series akare.

  • @hamidullahkhan6937
    @hamidullahkhan6937 Před 3 lety +1

    vai Mi A3 আমার ফোনে Android 11 (stock), but now i want to use miui 12 on top of Android 11. please help me

  • @saifullahchisty2776
    @saifullahchisty2776 Před 3 lety +1

    Akib bhai..... Real me custom rom install video dile hoyto oneke e upokrito hobe.

  • @tashinahmed928
    @tashinahmed928 Před 3 lety +1

    Onek Onek dhonnobad vi

  • @Shourav360
    @Shourav360 Před 3 lety

    কিছুটা হলেও শিখতে পারলাম

  • @arnabhowlader4296
    @arnabhowlader4296 Před 3 lety +2

    ভাইয়্যা যারা রোম চেঞ্জ করতে চাচ্ছে তাদের অধিকাংশই নিজের ডিভাইজে পাবজি খেলতে ল্যাগ পাচ্ছে তাই চেঞ্জ করতে চাচ্ছে। এই বিষয়ে ডিটেইলস এ একটা ভিডিও হলে খুব ভালো হয়।

  • @oliualllahapu2627
    @oliualllahapu2627 Před 3 lety +2

    Realme user der jonno ekta vdo hoye jak custom rom niye

  • @KAMOL_BISWAS
    @KAMOL_BISWAS Před 3 lety

    Amr Xiaomi k30i 5g unofficial..
    Ata ki instantly bootloader unlock kora jbe....???

  • @muttaqimubasshir8391
    @muttaqimubasshir8391 Před 3 lety

    Vaiya apnar redmi k30 pro e ki glass protector use koren?? & ei phn r jonno kun glass protector best?

  • @md.abunuhad2870
    @md.abunuhad2870 Před 3 lety +7

    Kop dada!!!You nailed it🔥🔥🔥

    • @oiamriad1
      @oiamriad1 Před 3 lety

      you call it nailing?? then you know nothing about

    • @md.abunuhad2870
      @md.abunuhad2870 Před 3 lety +1

      @@oiamriad1 I didn't say he nailed it because of describing about custom rom and installing it
      I said that because he made a video about custom rom
      I do watch all ATC videos and others video not that much but pretty often
      nobody did a video on custom rom
      But Akib brother did it
      That's whay I said that you nailed it beacuse he was doing a video on it(and I commented that even before the video was premiered🐸)

  • @southwinger3603
    @southwinger3603 Před 2 lety

    Do i reccive security updates still after installing custom?

  • @AlAmin.Pathan
    @AlAmin.Pathan Před 8 měsíci

    Specially thank you so much after 2 years.❤
    *Please make a Tutorial about realme custom Rom.*

  • @ZubayerShahriar2112
    @ZubayerShahriar2112 Před 3 lety

    Thanks for this valuable video in Bangla.

  • @HeadWasted
    @HeadWasted Před 2 lety +1

    Recovery or fastboot Which rom is officially released in the market by mi phone?

  • @asibtube
    @asibtube Před 3 lety +4

    great work ❤️

  • @MizanurRahman-oi3qh
    @MizanurRahman-oi3qh Před 3 lety +1

    This device cannot start. (Code 10)
    The specified request is not a valid operation for the target device.
    hoyna vai adb tool eta lekha ashe onk rokom kore try korlam kono kaj hoyna\

  • @himu334
    @himu334 Před 3 lety

    Valo laglo vai........
    Rom gula review korben....
    Like poco x2, note 9s agula rom review korben..kon rom valo.......
    and gcam video

  • @dr.sukanto638
    @dr.sukanto638 Před 3 lety

    Using poco x3 nfc, miui 12.0.7 which rom do you guys prefer?

  • @skakibhossain4707
    @skakibhossain4707 Před 3 lety

    Vai vedio ta jode step by step buzaten tyle aro valo buzte partam

  • @unknowngamers2169
    @unknowngamers2169 Před 3 lety

    Video Peye Vloi Hoilo...
    Jodi Huawei Nova 2i Er Custom Room Niye Video Diten Tahole Vlo Hoito

  • @shawon8224
    @shawon8224 Před 3 lety

    REDMI NOTE 8 (INDIAN) ER JONNO KI 12.5 USE KORA VALO HOBE/? AMI EKHON 12.0.1 USE KORTESI BUT BATTERY ONK DRAIN KORSE. NORMAL USE E 5-6HOURS BACKUP PAI....
    TIA..

  • @user-ib4cj9mv2w
    @user-ib4cj9mv2w Před 3 lety

    bro your videos are the most useful videos and their lovely I am a very big

  • @trend_waveshere
    @trend_waveshere Před 3 lety

    vai stock miui (india , europe or other region) kivbe install krbo without twrp......

  • @redimpostersus3980
    @redimpostersus3980 Před 3 lety +1

    Too much tnx vai

  • @user-pw5xv1rz3l
    @user-pw5xv1rz3l Před 10 měsíci

    আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

  • @joyyasir1950
    @joyyasir1950 Před 3 lety

    Vai apni josh..🤗.
    Ei bishoye amader deeshe video to nai

  • @user-ld7xq5md1j
    @user-ld7xq5md1j Před 3 lety

    Onek vlo akta video

  • @TechAddax
    @TechAddax Před 3 lety +1

    Informative video 😍

  • @RupZubayer
    @RupZubayer Před 3 lety +5

    I was waiting for this.today I'm gonna install costom ROM on my Redmi 9 🔥🔥

  • @naimulislamrono1591
    @naimulislamrono1591 Před 3 lety

    K20 pro indian version e ki custom rom setup kora jabe???

  • @sayem8099
    @sayem8099 Před 3 lety +3

    ভাই twrp এর কাজ গুলোর ডিটেইলস নিয়ে একটা ভিডিও বানালে রোম চেঞ্জের ব্যাপারটা আরও বোধগম্য হতো। আশা করি বিষয়টা নিয়ে একটু ভাববেন

  • @ayajahmed0177
    @ayajahmed0177 Před 3 lety +1

    Vai...mi 10 lite ki update kora jabe na??
    Xiaomi theme j 27 mobile a 12.5 update dise...sudhu ki oi gula tei update kora jabe miui 12.5??naki sob Xiaomi er phone ai....plzzzz aktu janan vaiya

  • @techninja2.o410
    @techninja2.o410 Před 3 lety +1

    vaiya apnar bootloader unlok tool er link ta kaj kortese na.... official website theke namale ki hobe?

  • @ahsanahamedpolok149
    @ahsanahamedpolok149 Před 3 lety +1

    Thanks bhai🖤

  • @rifatishan
    @rifatishan Před 3 lety

    Ei video ta amr khub dorkar cilo

  • @ashikrahman8192
    @ashikrahman8192 Před 3 lety

    Bro official update gula ki simple vabei daoya jabe naki new update ashle abr new vabe flash dite hobe?

  • @sarwarsujon8963
    @sarwarsujon8963 Před 2 lety

    vai amr mobile er model hocche Xioumi MI A1 ...ai model er jonno kon custom rom ta better hobe.. aktu details a bolben plz

  • @benozirahmed21
    @benozirahmed21 Před 2 lety

    Brother Samsung phone er Custom Rom kivabe install korbo ei niye ekta Video diben pls.
    Keep up the good work. 👍

  • @mdranashikder7741
    @mdranashikder7741 Před 3 lety

    redmi note 8 pro chinese room.
    moha bipode asi.
    customs room e jaoyar kono soliution ase ki.
    mediyatack prossesor

  • @MrAR-jn6yf
    @MrAR-jn6yf Před 3 lety

    Huawei PSmart 2018 a ki Mi UI 12.5 EU rom install kora jabe???

  • @Shariaralif077
    @Shariaralif077 Před 3 lety +1

    Great video 🔥🔥🔥🔥